Tag Archives: Sagar

Kapilmuni Ashram: আবার তলিয়ে যাবে কপিলমুনির আশ্রম! সামনের রাস্তায় ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা

দক্ষিণ ২৪ পরগনা: আবার‌ও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রমের সামনের রাস্তা। ফলে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয়রা। পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগে দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তাঁরা। এই ভাঙন আটকানো না গেলে কপিলমুনি আশ্রম একসময় জলের তলায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

এই পরিস্থিতিতে ভাঙন আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। কখনও ট্রেটাপড ফেলে, কখনও বাঁধ দিয়ে ভাঙন রোখার চেষ্টা হয়েছে। কিন্তু ভাঙন আটকানো যাচ্ছে না। নতুন করে অমাবস্যার কোটালের পর পরই উত্তাল হয়েছে সমুদ্র। সমুদ্রের জলের ধাক্কা সরাসরি লাগছে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তাতে। যর জেরে চার নম্বর স্নান ঘাটের ঢালাই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যাওয়া জায়গাটিতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাসায়নিক সারের ব্যবহার কমাবে বায়োফার্টিলাইজার! বাংলার বুকে গবেষণা

এই নিয়ে শেখ সামিউল্লাহ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, গঙ্গাসাগর মেলার সময় কোটি কোটি টাকা খরচ করা হয়। অস্থায়ীভাবে রাস্তাও তৈরি করা হয়। কিন্তু এই ভাঙন সমস্যার যদি স্থায়ী সমাধান করার হয় তাহলে খুব ভাল হয়। এই নিয়ে জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানান, সমস্যা সমাধানের সবরকম চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সমাধানসূত্র বের হবে। এখন দেখার অদূর ভবিষ্যতে কী হয় সেখানে।

নবাব মল্লিক

Fire Incident: সাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কার্যালয়ে আগুন

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ আগুন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর অফিসে। গঙ্গাসাগরে অবস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর অফিসেই লাগল আগুন। হঠাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সাগর বিধানসভার রুদ্রনগরে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন লাগে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার।

আগুন লাগার পর দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে‌। ঘটনার খবর পেয়েই দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিনকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেকর চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে।

আর‌ও পড়ুন: আসামির বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন চার ওয়ার্ডার

এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। স্থানীয়রা দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে দলের কর্মী সমর্থকদের ফোন করে। এরপর ঘটনাস্থলে দলীয় কর্মী সমর্থকেরা পৌঁছয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

নবাব মল্লিক