Tag Archives: shravan

Sawan 2024: বিষ্ণুপুরে না হয়েও এই মন্দিরে দেখা যায় টেরাকোটা শিল্প! শ্রাবণ মাস এলেই উপচে পড়ে ভিড়

কোচবিহার: জেলা শহরের আরেকটি বেশ পুরনো মন্দির হল ধলুয়াবাড়ির শিব মন্দির। এই মন্দির কোচবিহারের রাজার আমলে স্থাপন করা হয়েছিল। এখানে পুজো করা হয় শিবলিঙ্গ এবং নারায়ণ। এই মন্দির প্রাচীন স্থাপত্য নির্মাণ শৈলীতে তৈরি করা। এই মন্দিরের গায়ে বিষ্ণুপুর ঘরানার টেরাকোটার শিল্প দেখতে পাওয়া যায়। এখানে প্রবেশের গেটের সামনে রয়েছে দুটি নন্দীর মূর্তি, যা মহাদেবের বাহন রূপে পরিচিত। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে প্রাচীন কালের একটি পাতকুয়ো। যদিও বর্তমানে এই কুয়োকে সংস্কার করে সুন্দর করা হয়েছে।

কোচবিহারের এই প্রাচীন মন্দিরের পুজো কমিটির সম্পাদক শ্যামল দাস জানান, বছরের অন্যান্য সময়ে এই মন্দিরে ভক্তদের আনাগোনা কম থাকলেও শ্রাবণ মাসে ভক্তদের সংখ্যা বেড়ে যায়। এই সময় সকাল থেকে মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়। দূর দূরান্ত থেকেও বহু পর্যটক আসেন এই মন্দির দর্শনে। মূল মন্দিরের পাশেই দর্শনার্থীদের জন্য বসার জায়গা রয়েছে। পুজো দিয়ে দর্শনার্থীদের বসার জন্য বিশ্রাম ঘরও বানানো হয়েছে মন্দির চত্বরে। এই মন্দিরের পরিবেশ যেকোন‌ও পর্যটকের মনকে খুব সহজেই আকর্ষণ করে। তাই প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে ভিড় জমান পুজোর সময়।

আর‌ও পড়ুন: বাইকে তারাপীঠে এসেছিল বিহারের পাঁচ বন্ধু, ফেরার পথে সব শেষ!

মন্দিরের এক ভক্ত স্বপ্না দাস জানান, শ্রাবণ মাসে এই মন্দিরে ভক্তদের সংখ্যা লক্ষাধিক হয়ে যায়। সকাল থেকে বহু মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। স্থানীয় বাসিন্দা সুচিস্মিতা দত্ত শর্মা জানান, এই মন্দির জেলার পর্যটনে অন্তত গুরুত্বপূর্ণ। জেলার বুকে আর কোনোও মন্দিরে এই ধরনের টেরাকোটা শিল্প দেখতে পাওয়া যায় না। তাই তো এই মন্দিরের আকর্ষণে দূর দূরান্তের বহু পর্যটক ছুটে আসেন। তবে এই মন্দিরের সংস্কারের দরকার। দ্রুত সেই সমস্ত কাজ করা হলে মন্দিরটি আরও সুন্দর হয়ে উঠবে।

বর্তমান সময়ে জেলার এই বিশেষ মন্দিরকে ঘিরে বাইরের পর্যটকদের আকর্ষণ চোখে পড়ার মত। সারা বছর পর্যটকেরা কমবেশি আসতেই থাকেন এই মন্দির দর্শনে। তবে শ্রাবণ মাসে এই সংখ্যাটা বেড়ে যায় অনেকটাই। রাজ আমলের সুপ্রাচীন এই মন্দির জেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।

সার্থক পণ্ডিত

Sawan 2024: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে রুদ্রদেব মন্দিরে ভিড় ভক্তদের! জল ঢালতে হাজির পুণ্যার্থীরা

মুর্শিদাবাদ: আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শিব মন্দির রুপপুর রুদ্রদেব মন্দির। সোমবার সকাল থেকেই এই মন্দিরে ভিড় করেছেন বহু ভক্ত ও সাধারণ পুণ্যার্থীরা। নিজ নিজ মনস্কামনা নিয়ে ভক্তরা সকাল থেকেই দুধ, গঙ্গাজল ঢালছেন শিবের মাথায়।

মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শহর কান্দি। এই শহরের রুপপুরে অবস্থিত রুদ্রদেব মন্দির। একদা বৌদ্ধ মূর্তিকে শিব মুর্তি হিসেবে পুজিত করা হয় এই মন্দিরে। মুর্শিদাবাদ জেলার অধ্যাপক তথা ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দ্বাদশ শতাব্দীতে তীব্বত বা নেপালের হিমালয় এলাকা থেকে জৈনক বৌদ্ধ তান্ত্রিক এই বঙ্গ দেশে আসেন। তাঁরা ময়ুরাক্ষী নদীর ধারে আশ্রম প্রতিষ্ঠা করেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন একটি অক্ষর্ব বৌদ্ধ মূর্তি। সেখানে তন্ত্র সাধনা করতে থাকেন। কান্দির সিংহ বংশীয় জৈনক রুদ্রনাথ সিংহ তান্ত্রিক কামদেব ব্রহ্মচারী শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্র সাধনা লাভ করেন। পরবর্তীতে কামদেব ব্রহ্মচারীর মৃত্যুর পর রুদ্রদেব সিংহ অক্ষর্ব বুদ্ধ মূর্তিটিকে রুপপুরে এই জঙ্গলাকৃত জায়গায় নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। বর্তমানে যাকে কেন্দ্র করে মূল মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।

আর‌ও পড়ুন: অত্যাচারী ব্রিটিশ জজের প্রাণ নেওয়া বীর সন্তানের আত্মহুতি আজও স্মরণ করে জয়নগর

আসলে বৌদ্ধদেবের পাঁচ রকমের মূর্তি আছে। এই মূর্তিটি অক্ষর্ব মূর্তি হিসেবে পরিচিত। কামদেব ব্রহ্মচারীর সঙ্গে আরও একটি মূর্তি ছিল যা কালরুদ্র ভৈরব। কালরুদ্র ভৈরব মূর্তি চুরি যায় ১৯৫০ সালের আগেই। তবে এই নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন চুরি হয়েছে, আবার কেউ বলেন গঙ্গা স্মান করাতে গিয়ে জলে পড়ে গিয়েছিল। জলে পড়ে যাওয়ার পরে কাটোয়ার কাছে নৈহাটি গ্রামে থেকে উদ্ধার করা হয়। সেখানেই গ্রামের সাধারণ মানুষ মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন।

কালরুদ্র মূর্তিটি শিবের ভৈরব মূর্তি। যার বাহন কুকুর। কালরুদ্র ভৈরব নাম অনুসারে নামকরণ হয় রুদ্রদেব মন্দির। আবার কালরুদ্র নাম অনুসারে এই রুদ্রদেব মন্দির এবং রুদ্র সিংহ নাম অনুসারেও রুদ্রদেব বলা হত। এই দুটি মত‌ই সমানভাবে প্রচলিত। বর্তমানে এই বৌদ্ধ মূর্তিটি হরিদ্বার থেকে নিয়ে আসা হয়। তারপর আজও পুজো হয় বিভিন্ন সময়ে। বাঘডাঙা রাজ পরিবার ও জেমো রাজ পরিবার এই বর্তমান মন্দিরটি তৈরি করে ১৩০৯ সালে। পুর্ব দিকে ও পশ্চিম দিকে যে শিব মন্দির আছে সেই দুটি বাঘডাঙা রাজ পরিবারের ও দুটি জেমো রাজ পরিবারের তৈরি। এই শিব মন্দিরের দরজার উপরে টেরাকোটার কাজ আছে। বর্তমানে শুধু শ্রাবণ মাসের সোমবার নয়, বছরের অন্যান্য সময়য় এখানে পুজো করা হয়। তবে বেশি হয় রবিবার।

কৌশিক অধিকারী

Shravan Yog: শ্রাবণ মাসে তৈরি হচ্ছে ৬ বিশেষ যোগ, জেনে নিন পুজোর শুভ সময় ও পদ্ধতি

শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিবভক্তরা। এ বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে ২২ জুলাই থেকে। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার হল, এবার শ্রাবণ মাসে ৬টি বিশেষ যোগ তৈরি হচ্ছে। যা অত্যন্ত বিরল।
শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিবভক্তরা। এ বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে ২২ জুলাই থেকে। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার হল, এবার শ্রাবণ মাসে ৬টি বিশেষ যোগ তৈরি হচ্ছে। যা অত্যন্ত বিরল।
পণ্ডিত মহেশ দাইমা লোকাল 18-কে বলেন, তিথি সমন্বয়ের কারণে এ বছর শ্রাবণ মাস ২৯ দিনের। কাকতালীয় ঘটনাটি হল, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার থেকে। শ্রাবণের শেষ দিনও সোমবার। শুধু তাই নয়, শ্রাবণে এবার ৫টি সোমবার পড়েছে। উল্লেখ্য, সোমবার মহাদেবের বার হিসেবে ধরা হয়।
পণ্ডিত মহেশ দাইমা লোকাল 18-কে বলেন, তিথি সমন্বয়ের কারণে এ বছর শ্রাবণ মাস ২৯ দিনের। কাকতালীয় ঘটনাটি হল, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার থেকে। শ্রাবণের শেষ দিনও সোমবার। শুধু তাই নয়, শ্রাবণে এবার ৫টি সোমবার পড়েছে। উল্লেখ্য, সোমবার মহাদেবের বার হিসেবে ধরা হয়।
২ অগাস্ট শিবরাত্রি: শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে ৫টি সোমবার পড়লে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণ মানুষের সুখ, সম্পদ ও সমৃদ্ধির কারণ হয়। তাছাড়া শ্রাবণ মাসে শিবরাত্রিও বিশেষ তাৎপর্য বহন করে। এ বছর শিবরাত্রি পড়েছে ২ অগাস্ট, শুক্রবার।
২ অগাস্ট শিবরাত্রি: শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে ৫টি সোমবার পড়লে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণ মানুষের সুখ, সম্পদ ও সমৃদ্ধির কারণ হয়। তাছাড়া শ্রাবণ মাসে শিবরাত্রিও বিশেষ তাৎপর্য বহন করে। এ বছর শিবরাত্রি পড়েছে ২ অগাস্ট, শুক্রবার।
পাঁজি অনুযায়ী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ২ অগাস্ট বিকেল ৩.২৭ মিনিটে শুরু হবে। চলবে ৩ অগাস্ট বিকেল ৩.৫১ মিনিট পর্যন্ত।
পাঁজি অনুযায়ী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ২ অগাস্ট বিকেল ৩.২৭ মিনিটে শুরু হবে। চলবে ৩ অগাস্ট বিকেল ৩.৫১ মিনিট পর্যন্ত।
তৈরি হচ্ছে বিশেষ যোগ: পণ্ডিত মহেশ দায়মা লোকাল 18-কে বলেন, শ্রাবণ মাসে ৬টি শুভ যোগ তৈরি হচ্ছে। সেগুলি হল – প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, স্বার্থ সিদ্ধ যোগ, শিবমাস যোগ এবং করণ যোগ।
তৈরি হচ্ছে বিশেষ যোগ: পণ্ডিত মহেশ দায়মা লোকাল 18-কে বলেন, শ্রাবণ মাসে ৬টি শুভ যোগ তৈরি হচ্ছে। সেগুলি হল – প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, স্বার্থ সিদ্ধ যোগ, শিবমাস যোগ এবং করণ যোগ।
শ্রাবণের প্রথম দিনে প্রীতি এবং শিববাস যোগ পাবেন ভক্তরা।শিববাস যোগকে জলাভিষেকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে শিবের জলাভিষেক করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাছাড়া শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথের পুজো, উপবাস এবং জল অর্পণের বিধি রয়েছে, এতে মহাদেব প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারের উপবাস ছাড়াও প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও পালন করা হয়।
শ্রাবণের প্রথম দিনে প্রীতি এবং শিববাস যোগ পাবেন ভক্তরা।
শিববাস যোগকে জলাভিষেকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে শিবের জলাভিষেক করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। তাছাড়া শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথের পুজো, উপবাস এবং জল অর্পণের বিধি রয়েছে, এতে মহাদেব প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারের উপবাস ছাড়াও প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাসও পালন করা হয়।
শ্রাবণ মাসের পাঁচটি সোমবারের তারিখ:প্রথম সোমবার – ২২ জুলাই দ্বিতীয় সোমবার – ২৯ জুলাই তৃতীয় সোমবার – ৫ অগাস্ট চতুর্থ সোমবার - ১২ অগাস্ট পঞ্চম সোমবার – ১৯ অগাস্ট
শ্রাবণ মাসের পাঁচটি সোমবারের তারিখ:
প্রথম সোমবার – ২২ জুলাই
দ্বিতীয় সোমবার – ২৯ জুলাই
তৃতীয় সোমবার – ৫ অগাস্ট
চতুর্থ সোমবার – ১২ অগাস্ট
পঞ্চম সোমবার – ১৯ অগাস্ট