Tag Archives: Sikkim Disaster

Sikkim Landslide Latest News: ভয়াবহ পরিস্থিতি সিকিমের; রাস্তায় বইছে তিস্তার জল, মঙ্গনে ধসে আটকে লাশ! দেখুন

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ।
বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে। আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ।
তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে। যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
শুধু তাই নয়, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। ডিজঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টিরও বেশি বাড়ি।
শুধু তাই নয়, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমে মঙ্গন-এর রাস্তা ধসে গিয়েছে। ডিজঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টিরও বেশি বাড়ি।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গনের কাছে পাকশেপ বলে এলাকায় দু'জন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আম্বিথাং এ তিন জন এখনও নিখোঁজ। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গনের কাছে পাকশেপ বলে এলাকায় দু’জন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আম্বিথাং-এ তিন জন এখনও নিখোঁজ। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যা।
প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসক হেম কুমার ছেত্রী জেলার সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসক হেম কুমার ছেত্রী জেলার সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেও মনে করা হচ্ছে।
ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেও মনে করা হচ্ছে।

Sikkim: সিকিমে ভয়ঙ্কর বিপর্যয়! ফুঁসছে নদী, ভাঙছে রাস্তা-ব্রিজ-বাড়ি! পর্যটকদের জন্য বিরাট আপডেট

*সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।  প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
*সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।  প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।
*এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।
*তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।
*তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।
*মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার। 
*মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।
*উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।
*সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।
*সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।
*পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
*পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
*আজ বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। মূর্তি নদীর পাশে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকার পর্যটকেরাও যায়। বর্ষার এই মরসুমে মূর্তি নদীর পাশে যাতে পর্যটক-সহ কেউ না যায় সেই জন্য সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
*আজ বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। মূর্তি নদীর পাশে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকার পর্যটকেরাও যায়। বর্ষার এই মরসুমে মূর্তি নদীর পাশে যাতে পর্যটক-সহ কেউ না যায় সেই জন্য সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।

Accident: বিপর্যস্ত উত্তর সিকিম! ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে তছনছ! টিনটেকখোলায় মর্মান্তিক দুর্ঘটনা

সিকিম: ফের বিপর্যস্ত সিকিম। এবারে নর্থ সিকিম অর্থাৎ উত্তর সিকিম।ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, অবরুদ্ধ রাস্তা, সমস্যায় পর্যটকরা। ধসের জেরে ডিকচু-সিংতাম রোড বন্ধ। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা। লাচুং থেকে গ্যাংটক নামার পথে দূর্ঘটনাগ্রস্থ লরি। টিনটেকখোলায় দূর্ঘটনাটি ঘটে, তাতে আহত হয়েছেন ৭ জন। আহতদের মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাস্তা ধসে যাওয়ায় নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন। লাচুং, লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকে রয়েছে কিনা খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন।

বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা।

আরও পড়ুনঃ কিছুক্ষনেই শুরু তুমুল ঝড়বৃষ্টি, ৬ জেলায় বজ্রপাতের কড়া সতর্কতা, কলকাতায় নামবে ঠিক কখন? এল বিরাট আপডেট 

সোমবার রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক সোমবার রাত থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। জাতীয় সড়ক জুড়ে বোল্ডার, গাছ, জলকাদা জমে আছে। শান্তিনগর, সিংটামে রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তীব্র হয়েছে। মঙ্গলবার সকালের পর ১০ নম্বর জাতীয়া সড়কে শিলিগুড়ি থেকে একমুখী যান চলাচল শুরু হলেও দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়।

সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি ভেসেছে। রোলেপে ভূমিধসের সঙ্গে ছিল হড়পা বানের দাপট। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে গ্যাংটকের শিবমন্দিরের কাছে। গত কিছুদিন ধরে বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। একটানা বৃষ্টির কারণে ধস নামে দক্ষিণ সিকিমে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। তার উপর আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

Harpa Ban: সিকিমে বিপর্যয়ের ধাক্কা, উত্তরের নদীতে ফের হড়পা বান, ডুবল ট্রাক্টর

জলপাইগুড়ি: সিকিমে ভারী বৃষ্টির জেরে দু’দিন আগেই ধস নেমে বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি চারজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই দেখা দিয়েছিল আতঙ্ক। সেই আতঙ্ককে কার্যত সত্যি করে হঠাৎই হড়পা বান ধেয়ে এল কমলাই নদীতে। আর তাতেই আটকে গেল দুটো ট্রাক্টর।

উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকে গিয়েছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামতেও শুরু করেছে। এই বৃষ্টির কারণেই হঠাৎ জল বেড়ে যায় ডুয়ার্সের কমলাই নদীতে। আর তাতেই ঘটে বিপত্তি। কুমলাই নদীর জলে ডুবে যায় ট্রাক্টর।ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। এরপর আরও দুটো ট্রাক্টর দিয়ে ডুবে যাওয়া ট্রাক্টর উদ্ধার করে লোকজন।

আর‌ও পড়ুন: বউমারা কেন বাদ যাবে, জামাইষষ্ঠীর একদিন আগে অন্য ‘ষষ্ঠী’!

সিকিমে ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে পাহাড়ি নদীগুলির। জানা গিয়েছে, মাল ব্লকের বড় দিঘি সংলগ্ন কমলাই নদীতে প্রতিদিনের মত চাষাবাদ করার পর এক কৃষক ট্রাক্টর পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই কাজ চলাকালীন হঠাৎ নদীর জল বেড়ে যায়। ধেয়ে আসে হড়পা বান। আর তাতেই হঠাৎ নদীর জলে ডুবে যায় ট্রাক্টর। পাহাড়ে অতি বৃষ্টির ফলে পাহাড় সংলগ্ন কমলাই নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

সুরজিৎ দে