Tag Archives: snake venom

Baby Doll: যেটা ভাবছেন সেটা নয়, এই গাছ রাখুন বাড়িতে, বেবিডলে ছুমন্তর সাপ, পোকমাকড়ের কামড়েও মহৌষধ

উত্তর দিনাজপুর: চকচকে সবুজ পাতা আছে এবং দ্রুত বৃদ্ধি পায় এমন একটা গাছ অনেকেরই  খুব পছন্দ করে। যারা সবুজ গাছপালা বাড়িতে রাখতে  পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ গাছ হল চায়না ডল প্লান্ট বা বেবিডল গাছ!  এটি রাডারমাচেরা সিনিকা প্রজাতির একটি গাছ।

এই গাছ সাধারণত দক্ষিণ চিন বা তাইওয়ানের উপ-ক্রান্তীয় পাহাড়ি এলাকায় বিশেষ করে পাওয়া যায়। চিনে এই গাছ বেশি পরিমাণে পাওয়া যাওয়ায় এই গাছ চায়না বেবি প্ল্যান্ট নামে পরিচিত।

এই গাছের ফুলগুলি মূলত সাদা রঙয়ের হয়।এই গাছগুলি একটি দুর্দান্ত ইনডোর এবং আউটডোর প্লান্ট। চায়না ডল প্লান্ট একটি দ্রুত বর্ধনশীল চিরহরিৎ উদ্ভিদ। এই গাছে সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না ফলে বাড়ির যে কোন প্রান্তে এই গাছ আপনি লাগাতে পারেন। এই চায়না ডল গাছের কি কি বিশেষত্ব রয়েছে কেন এই গাছ বাড়িতে রাখবেন জানেন কি? এই গাছের ব্যাপারে গাছ বিশেষজ্ঞ তারা প্রসাদ বাবু জানিয়েছেন বিস্তৃত৷

আরও পড়ুন – Shani Mangal Sanjog: মহা ক্ষতির সুনামি যেন সাক্ষাৎ দাঁড়িয়ে দরজায়, শনি-মঙ্গল সংযোগে তোলপাড়

ক্ষতিকারক নয়: এই গাছ মানুষ বা পোষ্য জীব জন্তুদের জন্য একেবারেই বিপদজনক নয়। বরং এটি পশু পাখি ও পরিবেশের জন্যও উপকারী একটি গাছ।

পরিশোধনের কাজ করে: আপনার বাড়িতে বিষাক্ত পদার্থের গ্যাস বা বাতাসকে পরিশুদ্ধ করে এই চায়না ডল গুলি।

কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ: যারা গাছপালার প্রতি খুব বেশি সময় দিতে পারেন না। তারা এই কম রক্ষণাবেক্ষণ যুক্ত গাছ নিজের বাড়িতে রাখতে পারেন।

স্ট্রেস কমানো: চায়না ডল প্ল্যান্ট মানসিক চাপ কমাতেও ভীষণ গুরুত্বপূর্ণ। স্ট্রেস মুক্ত হতে আপনি এই গাছের সান্নিধ্যে আসতে পারেন।

সাপের বিষের প্রতিকারক: এ বেবি ডল এই গাছ থেকেও উৎপাদিত তেল সাপের বিষ প্রতিরোধে ও ভীষণ কার্যকরী।

বিষাক্ত পোকামাকড়ের বিষ থেকে রক্ষা : বিষাক্ত যে কোন পোকামাকড়ের বিষ থেকেও রক্ষা করে এই গাছের রস। ইনডোর কিংবা আউটডোর যে কোন প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এই গাছ। শুধু তাই নয় এই বেবি ডল গাছের ফুল দিয়ে কেক কিংবা বিভিন্ন ধরনের খাবারও ডেকোরেট করা হয়। তাই বাড়িতে আপনিও রাখতে পারেন এই ধরনের একটি সুন্দর ও উপকারি একটি বেবি ডল প্যান্ট।

Piya Gupta

Snake Venom: কাঁচের বোতলে সাপের বিষ? দাম ১২ কোটি! বিরাট খবর ফাঁস করল বিএসএফ!

কাঁচের এই বোতলে চকচকে দেখতে এই তরলটি আসলে কী? এই তরলের মূল্য ১২ কোটি টাকা! কী আছে জানলে চমকে যাবেন! বিএসএফের বড় সাফল্য! (তথ্য: সুস্মিতা গোস্বামী)
কাঁচের এই বোতলে চকচকে দেখতে এই তরলটি আসলে কী? এই তরলের মূল্য ১২ কোটি টাকা! কী আছে জানলে চমকে যাবেন! বিএসএফের বড় সাফল্য! (তথ্য: সুস্মিতা গোস্বামী)
বিএসএফ জওয়ানদের তৎপরতার জেরে পাচার হওয়ার আগে উদ্ধার কাঁচের জার ভর্তি সাপের বিষ। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। জার সহ বিষে ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। সাপের বিষ নিয়ে পাচার করার চেষ্টা চলছিল! ভয়াবহ!(তথ্য: সুস্মিতা গোস্বামী)
বিএসএফ জওয়ানদের তৎপরতার জেরে পাচার হওয়ার আগে উদ্ধার কাঁচের জার ভর্তি সাপের বিষ। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। জার সহ বিষে ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। সাপের বিষ নিয়ে পাচার করার চেষ্টা চলছিল! ভয়াবহ!(তথ্য: সুস্মিতা গোস্বামী)
পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত তপন অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফের প্রকাশ করা প্রেস রিলিজ অনুযায়ী, সকাল আটটা নাগাদ জামালপুর গ্রাম থেকে শ্রীরামপুর বর্ডার আউট পোস্টে গোপন সূত্রে খবর আসে তপন অধিকারীর নামে কোন এক ব্যক্তির বাড়িতে সাপের বিষ মজুত করা হয়েছে। এর সঙ্গে নাম জড়িয়ে যায় স্থানীয় মমিরুল ইসলামের।(তথ্য: সুস্মিতা গোস্বামী)
পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত তপন অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফের প্রকাশ করা প্রেস রিলিজ অনুযায়ী, সকাল আটটা নাগাদ জামালপুর গ্রাম থেকে শ্রীরামপুর বর্ডার আউট পোস্টে গোপন সূত্রে খবর আসে তপন অধিকারীর নামে কোন এক ব্যক্তির বাড়িতে সাপের বিষ মজুত করা হয়েছে। এর সঙ্গে নাম জড়িয়ে যায় স্থানীয় মমিরুল ইসলামের।(তথ্য: সুস্মিতা গোস্বামী)
জানা গিয়েছে, প্রথমে বি এস এফ জওয়ানরা তপন অধিকারীর বাড়িতে তল্লাশি শুরু করেন। প্রায় আধঘণ্টা তল্লাশির পর তার সানসেড থেকে প্লাস্টিক মোড়ানো এই কাঁচের জার উদ্ধার হয়।(তথ্য: সুস্মিতা গোস্বামী)
জানা গিয়েছে, প্রথমে বি এস এফ জওয়ানরা তপন অধিকারীর বাড়িতে তল্লাশি শুরু করেন। প্রায় আধঘণ্টা তল্লাশির পর তার সানসেড থেকে প্লাস্টিক মোড়ানো এই কাঁচের জার উদ্ধার হয়।(তথ্য: সুস্মিতা গোস্বামী)
বিএসএফের জওয়ানরা উদ্ধার হওয়া বিষ এদিন বালুরঘাট বনদফতরের হাতে তুলে দিয়ে যায় এবং গ্রেফতার তপন অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে বিএসএফ। তবে ওই জারে কোন প্রজাতির সাপের বিষ ভর্তি ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি বিএসএফ কর্তারা।(তথ্য: সুস্মিতা গোস্বামী)
বিএসএফের জওয়ানরা উদ্ধার হওয়া বিষ এদিন বালুরঘাট বনদফতরের হাতে তুলে দিয়ে যায় এবং গ্রেফতার তপন অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে বিএসএফ। তবে ওই জারে কোন প্রজাতির সাপের বিষ ভর্তি ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি বিএসএফ কর্তারা।(তথ্য: সুস্মিতা গোস্বামী)

Elvish Yadav: কলার ধরে টেনে হিঁচড়ে…! ফের শিরোনামে এলভিস যাদব, সাপের বিষের পর এবার আরও ভয়ঙ্কর কাণ্ড, দেখুন ভাইরাল ভিডিও

সাপের বিষের চোরাচালানের কারণে কিছুদিন আগেও খবরের শিরোনামে ছিলেন এলভিস যাদব। ফের নতুন কাণ্ড ‘বিগ বস ওটিটি’ বিজেতাকে ঘিরে। জম্বু-কাশ্মীরে গিয়ে জনতার রোষানলে মুখে পড়লেন এলভিস ও তাঁর বন্ধু। তাঁদের ঘিরে ধরে উত্তেজিত জনতা। পরের ঘটনা আরও মারাত্মক। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সূত্রের খবর অনুযায়ী, এলভিস যাদব তার বন্ধু ও প্রযোজক রাঘব শর্মার সঙ্গে জম্মুতে বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনের জন‍্য গিয়েছিলেন। ২০শে ডিসেম্বর গিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: হেরেছে শীত, জয়ী শাহরুখ! মাইনাস তাপমাত্রাকে বুড়ো আঙুল? ‘ ডাংকি’ দেখতে কাশ্মীরের সিনেমা হলে ভক্তদের ঢল

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তাঁদের ঘিরে ধরেছে ভিড়। কিছু লোক রাঘবকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে স্থানীয় এক ব্যক্তি এলভিশ যাদব এবং রাঘবকে সেলফি তোলার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা উভয়েই প্রত্যাখ্যান করেছিলেন। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের মধ্যে ধীরে ধীরে আরও লোকজন সেখানে জড়ো হয়ে রাঘব শর্মার কলার ধরে টানতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে রাঘব লোকদের জিজ্ঞেস করছেন আপনারা কী করছেন? দেখা যায়, এক ব‍্যক্তি এক ব্যক্তি এলভিশকে ভিড় থেকে বের করে নিয়ে যাচ্ছে।

কিছুদিন আগেই, বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এবং ইউটিউবার এলভিশ যাদব শনিবার রাজস্থানের কোটায় ধরা পড়েন পুলিশের হাতে। এলভিশের বিরুদ্ধে নয়ডায় বেআইনিভাবে একটি রেভ পার্টির আয়োজন করা এবং তাতে সাপের বিষ ব্যবহার করার অভিযোগ রয়েছে।

Viral News: কুয়ো ভর্তি বিষধর সাপের মধ্যে এক ব্যক্তি, এক ছোবলেই হতে পারেন ছবি, তারপর…ভাইরাল ভিডিও

চোখের সামনে বিষধর সাপ দেখলে ভয় পাবেন না বা আঁতকে উঠবেন না এমন ব্যক্তি পাওয়া কঠিন। এবার ভাবুন তো একটি নয়, কোনও সাপ ভর্তি কুয়োর মধ্যে যদি আপাকে ছেড়ে দেওয়া হয় যেখানে কিং কোবরা, গোখরো, কেউটে, অজগর সহ আরও একাধিক বিষাক্ত ও বৃহদাকার সাপের বাস। তাহলে তো আর কতাই নেই। কিন্তু সাম্প্রতিক সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এমনই একটি সাপের কুয়োর জীবনকে বাজি লাগিয়ে সাপের মোকাবিলা করে সেগুলিকে ধরছেন এক ব্যক্তি।

পৃথিবীতে বিভিন্ন ধরণের মানুষ রয়েছে এবং তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা রয়েছে। কেউ কেউ অন্য প্রাণীদের দেখলেই ভয় পায়। আবার কিছু মানুষ আছে যারা সবচেয়ে বিষাক্ত এবং বিপজ্জনক প্রাণী দেখেও ভয় পায় না। এমনই এক ব্যক্তির ভিডিও এই মুহূর্তে ভাইরাল। তিনি অন্যান্য সাধারণ প্রাণীর মতই বিষাক্ত সাপকেও মোকাবেলা করে। ভিডিওতে দেখা যায় উত্তর প্রদেশের যৌনপুর নামক একটি গ্রামে যেখানে একটি কুপে বিভিন্ন ধরনের বিষধর সাপের বাস। কুয়োর ভিতর সাপগুলিকে দেখলে শরীরের শিহরণ জাগবে আপনারও।

কিন্তু ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একা সাপের কুয়োর ভিতরে নেমে পড়ে। নেমে প্রথমে কোন কোন সাপ রয়েছে তার বিবরণ দেয়। তারপর বিপজ্জনক সাপের মাঝে দাঁড়িয়ে সে একের পর এক সব সাপকে বস্তায় ভরতে থাকেন। সাপগুলিকে সে হাত দিয়েও ধরে। তিনি যখন এই দুঃসাধ্য কাজ করছেন তখন কুয়োর উপর গ্রামবাসীদের ভিড়। সকলেই দেখছেন কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তি সাপগুলিকে ধরছেন। প্রত্যেকটি সাপকে বস্তাবন্দি করে উপরে উঠে আসেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি ‘নেশা’, দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী

আরও পড়ুনঃ Viral News: ডিভোর্সের পরও একসঙ্গে ডেটিং, হোটেলে সময় কাটান যুগল, কারণ জানলে অবাক হবেন 

জানা যায় এমন দুঃসাহসীক কাজ করা ব্যক্তির নাম মুরলিওয়ালে হোসলা। ২০০০ সাল থেকে এমনভাবে সাপ ধরছেন তিনি যাতে মানুষের জীবন বিপদে না পড়ে এবং সাপকেও বাঁচানো যায়। @murliwalehausla নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে। যা কোটি কোটি মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা। কিন্তু ওই ব্যক্তি যেভাবে সাপের কুয়োয় নেমে সাপ ধরলেন তাতে অলাক নেটিজেনরা।