Tag Archives: Super Speciality Hospital

Hospital: রোগী মৃত্যু ঘিরে তোলপাড়…. আহত চিকিত্‍সক, নার্স! আরজি করের পর শিরোনামে আরেক হাসপাতাল

বসিরহাট: রোগী মৃত্যুতে উত্তাল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসার গাফিলতির জন্য যুবকের মৃত্যু। জরুরি বিভাগ ভাঙচুর, নার্স ও চিকিৎসক-সহ আহত ১০। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব়্যাফ মোতায়েন। বসিরহাট সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি।

বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া গ্রামে বছর ৩৫-এর সামাদ মণ্ডল বুকের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না বলে তার ঠিকমতো চিকিৎসা হয়নি বলে অভিযোগ। শুক্রবার সকালে যুবকের পরিবারের লোকের কাছে হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খারাপ।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

এদিন দুপুর ১২টা নাগাদ সামাদের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছতেই মৃত রোগীর পরিবার-সহ গ্রামবাসীরা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ‍্য খুলে যাবে

এমনকী রোগীর পরিবারের লোকজন জরুরি বিভাগে কম্পিউটার ভাঙচুর করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পরিবারের অভিযোগ, রোগীকে ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি। এ কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বারবার হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়েছেন তাও নাকি তারা সঠিক চিকিৎসা পাননি।

জুলফিকার মোল্যা

Kaliyaganj State General Hospital: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল! বহু পরিষেবা অমিল

উত্তর দিনাজপুর: নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরেই অমিল পরিষেবা। সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, কিন্তু হাসপাতালে গিয়ে মিলছে না স্বাস্থ্য পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নাম লেখার পরও অনেক সময় ডাক্তার না দেখিয়েই ফিরে যেতে হয় বেশিরভাগ রোগীকে। অথবা অনেক সময় সামান্য কিছুতেই রোগীকে রেফার করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে।

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল শুধু নামেই, রোগী পরিসেবা বলতে কিছুই নেই। কথায় কথায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রোগী রেফার করার অভিযোগ হাসপাতালের রোগীদের। ক্ষোভে এলাকাবাসীরা বলছেন, বর্তমানে রেফার হাসপাতালে পরিনত হয়েছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতালে মিলছে না জরুরি পরিষেবা। অন্যদিকে চিকিৎসক, নার্স এবং আয়া মাসিদের দুরব্যবহার প্রায় দিনই শোনা যায় রোগীদের পরিবারের কাছ থেকে। এমনকি হাসপাতালে চারপাশে নোংরা আবর্জনায় ভরে গেছে।

আরও পড়ুন: প্রাচীন পন্থায় মৌমাছি প্রতিপালন, লাভের অঙ্ক বিরাট

বারবার বিভিন্ন অভিযোগে সরব হয়ে হাসপাতালের সুপারৃকে ডেপুটেশন দিয়েছেন কংগ্রেস ও সিপিএমের স্থানীয় নেতৃত্ব। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।রোগীর পরিজনদের দাবি, এই সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। এছাড়াও গোটা হাসপাতাল চত্বরে আবর্জনায় ভর্তি। জমে আছে জলও, যাতে মশার লার্ভা থাকারও আশঙ্কা। সবমিলিয়ে পরিস্থিতি বেশ বিপজ্জনক।

পিয়া গুপ্তা

Baruipur Hospital: নেই পাখা, হাঁসফাঁস রোগীরা! বারুইপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের করুণ অবস্থা, ভিডিও দেখলে অবাক হবেন

একদিকে গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। আর তার মধ্যে আরও এক ছবি উঠে এল বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে নেই পাখা, গলদঘর্ম হচ্ছে রোগীরা, ভোগান্তি চরমে বারুইপুর, সুসজ্জিত শিশু বিভাগের আউটডোর