Tag Archives: Train Accident

Train Accident: হাওড়া-মুম্বই মেলের যাত্রী তালিকায় অসংখ‍্য বাঙালি! ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় এগিয়ে এল বাংলার পুলিশ প্রশাসন

পুরুলিয়া: আবারও ট্রেন দুর্ঘটনা। একটার পর একটা দুর্ঘটনা হয়েই চলেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিসনে। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের বড়বম্বু রাজখরসনার মধ্যবর্তী স্থানে হাওড়া-মুম্বই মেল ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের ঘটনায় ইতিমধ‍্যেই ২০ জন জখম হয়েছেন। মৃত্যু হয়েছে দু’জনের বলে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে।

ইতিমধ্যেই কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে ভারতীয় রেল। এবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলা। পুরুলিয়া জেলা প্রশাসন ও পুরুলিয়া জেলা পুলিশ দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের সহায়তায় পৃথক পৃথক দুটি টিম পাঠাল। এছাড়াও পুরুলিয়া জেলা পুলিশ চালু করল এক বিশেষ হেল্প লাইন। যার নম্বর 8145500358।

আরও পড়ুন: আতঙ্কের ভোর! অল্পের জন‍্য প্রাণরক্ষা বাঙালি দম্পতির, শিউরে ওঠা অভিজ্ঞতা জানালেন হাওড়া-মুম্বই মেলের ২ যাত্রী

পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম মোহন হিরানি ও অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীম রাও-র নেতৃত্বে একটি টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা ও জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ট্রেন দুর্ঘটনায় বাংলার বেশ কিছু যাত্রী জখম হয়েছেন। তাদেরকে যাতে সবরকম ভাবে সহায়তা করা যায় তাই আমাদের তরফ থেকে টিম পাঠানো হয়েছে। যাতে তাদের কোনও অসুবিধা না হয়।’’

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

প্রসঙ্গত, এইদিন ভোরে ঝাড়খন্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তাতেই ঘটে যায় বড়সড় ট্রেন দুর্ঘটনা। ২০ জন আহত ও ২-জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এই ট্রেন দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ৬ টি ট্রেন বাতিল করা‌ হয়েছে। ৫ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১৭ টি ট্রেন বিকল্প পথে চালানো হচ্ছে‌ বলে রেল সুত্রে খবর।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Train accident: কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া-মম্বই মেল? প্রকাশ্যে গুরুত্বপূর্ণ তথ্য

চক্রধরপুর: মঙ্গলবার সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া- মুম্বই মেলের ১৮ কামরা। ঝাড়খণ্ডের চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। এই ঘটনার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ কত ছিল? কী ভাবে দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে বড়সড় তথ্য প্রকাশ্যে এসেছে। প্রাথমিক তদন্তে অনুমান, মালগাড়ির লাইনচ্যুত একটি কামরা ছিটকে এসে মুম্বই মেলে ধাক্কা মারে বলেই দুর্ঘটনা। তবে পূর্ণ তদন্ত করবে রেল।

Indian Railway: বার বার দুর্ঘটনা! নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে ট্র্যাক সুরক্ষার কাজকে অগ্রাধিকার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 

রেলওয়ে ট্র্যাকের সুরক্ষা বৃদ্ধি করতে এবং রেল যাত্রীদের আরও বেশি সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজেও ক্রমাগতভাবে এগিয়ে চলেছে।

সম্প্রতি, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রেলওয়ে বোর্ডের দ্বারা ধার্য করা ট্র্যাক সুরক্ষা সম্পর্কিত একাধিক লক্ষ্য অতিক্রম করে মাইলস্টোন অর্জন করেছে।২০২৪-এর জুন মাসে ২৬.৩৮ কিলোমিটার সম্পূর্ণ ট্র্যাক নবীকরণ করা হয়েছে, যার ফলে ২০২৪-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৬৯.৬৫ কিলোমিটার ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করা হয়েছে।

আরও পড়ুন: A-র পর S, V-এর পাশে B…কিবোর্ডে ABCD পর পর লেখা থাকে না কেন বলুন তো? ‘উল্টোপাল্টা’ লেখার পেছনে আসল কারণ জেনে নিন

যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৫৯.৭৭ শতাংশ অধিক। মাসটিতে ২৩.৬৯ টিকেএম (ট্র্যাক কিলোমিটার)-এর থ্রু স্লিপার রিনিউয়াল দ্বারা ২০২৪-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৭১.৭৫ টিকেএম-এর ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করা হয়েছে।

যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৩৫.৬৩ শতাংশ অধিক। সংশ্লিষ্ট মাসে ২৩টি সমতুল্য সেটের থ্রু টার্নআউট রিনিউয়াল সম্পন্ন করা হয়েছে, যার ফলে ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৪৮.৫০ সমতুল্য সেট পর্যন্ত ক্রমবর্ধমান অগ্রগতি ঘটেছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১৭.৯৮ শতাংশ অধিক। জুন, ২০২৪ মাসে ১৭টি থিক ওয়েব সুইচ (টিডব্লিউএস) স্থাপন করে ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৪৯-এর ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করা হয়েছে।

আরও পড়ুন: ‘আর কতদিন সহ্য করতে হবে’, হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনায় ‘রেলের উদাসীনতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২৩৫০ শতাংশ অধিক। এছাড়াও, মাসটিতে ২৮.৩৪ টিকেএম ডিপ স্ক্রিনিং (প্লেন ট্র্যাক) সম্পন্ন করে ২০২৪-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ১৪৫.৪১ টিকেএম-এর ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৫৬ শতাংশ অধিক।

এছাড়াও, ইউএসএফডি (আল্ট্রা সোনিক ফ্ল ডিটেকশন) মেশিন দিয়ে জুন, ২০২৪-এ ১১৩২.২০ কিলোমিটার ট্র্যাক পরীক্ষা করে ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৫২২১.৬০ কিলোমিটার ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করা হয়েছে। ইউএসএফডি প্রযুক্তির দ্বারা ফাটলের মতো ত্রুটি শনাক্ত করা হয় এবং সুরক্ষার জন্য ত্রুটিযুক্ত রেল সময় মতো সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

এখানে উল্লেখ করা যেতে পারে যে ট্রেন যাত্রীদের উন্নতমানের স্বাচ্ছন্দ্যের নিরাপদ ও সুরক্ষিত ট্রেন যাত্রা প্রদানের জন্য উপযুক্ত অবস্থায় রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিয়মিতভাবে তার জোনের মধ্যে একাধিক ট্র্যাক নবীকরণের কাজ গ্রহণ করে থাকে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুরোনো, জরাজীর্ণ, ক্ষতিগ্রস্ত স্লিপারের প্রতিস্থাপন এবং ট্র্যাকের ব্যালাস্টিং-সহ ডিপ স্ক্রিনিং।

Train Accident: আতঙ্কের ভোর! অল্পের জন‍্য প্রাণরক্ষা বাঙালি দম্পতির, শিউরে ওঠা অভিজ্ঞতা জানালেন হাওড়া-মুম্বই মেলের ২ যাত্রী

হুগলি: চিকিৎসার জন্য মুম্বই যাচ্ছিলেন হুগলির খামার গাছির দম্পতি। হাওড়া গামী মুম্বই এক্সপ্রেসে যাত্রী ছিলেন এই দম্পতি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন হুগলির শ্যামাপ্রসাদ হালদার ও অঞ্জনা হালদার। তাঁদের বাড়ি হুগলির বলাগড়ের খামারগাছি মুক্তকেশি তলায়। অঞ্জনা হালদার চন্দননগর কমিশনারেটে কর্মরতা।

ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীদের পরিবার। শ্যামা প্রসাদ বাবুর দাদা রামপ্রসাদ হালদার জানান, দুর্ঘটনা পর তাঁকে ফোন করে খবর দেন তার ভাই। ভয়ে আতঙ্কে খুব কান্নাকাটি করছিলেন অঞ্জনা। পরপর রেল দুর্ঘটনা ঘটনায় ট্রেনে সফর করাই এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: দুর্ঘটনাগ্রস্থ হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস! আটকে বাংলার বহু যাত্রী, তত্‍পর নবান্ন, চালু কন্ট্রোল রুম

শ্যামাপ্রসাদ বাবু ফোনে জানান, তখন ভোর সাড়ে তিনটে, হঠাৎ ঝাঁকুনি আর প্রচণ্ড শব্দে ট্রেনের কামরা হেলে পড়ল। তারা বি-২ কামরায় ছিলেন পিছনের দিকের মোট ১৮ টি কামরা লাইনচ্যুত হয়। চক্রধরপুরের কাছে ওই লাইনের পাশে আরও একটি লাইন তৈরি হচ্ছে। সেই লাইনের নীচে গভীর খাদ। সেখানে পরে গেলে হতাহতের সংখ্যা বাড়ত বহু।

শ্যামা প্রসাদ জানান, মুম্বই এক্সপ্রেস বাঁদিকের লাইন দিয়ে যাচ্ছিল। ডান দিকের লাইনে ছিল একটি মালগাড়ি। সেই মালগাড়ির উপরে প্লাস্টিক ঢাকা ছিল। প্লাস্টিক উড়ে মুম্বই এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে চলে আসে। কিছু দেখতে না পেয়ে সম্ভবত ব্রেক কষেন চালক।

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি আহত নয় এমন যাত্রীদের চক্রধরপুর পর্যন্ত একটি ট্রেনে পৌঁছে দেওয়া হয়।সেখান থেকে তাদের বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

রাহী হালদার

Train accident: হাওড়া-মুম্বই মেলে বাড়তে পারে মৃতের সংখ্যা, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ

চক্রধরপুর: মঙ্গলবার সকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া- মুম্বই মেলের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। রেল দুর্ঘটনায়  ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নিল ভারতীয় রেল।

আরও পড়ুন: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে যাত্রীদের বিশেষ বাসে অন্যত্র নিয়ে হচ্ছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে চক্রধরপুর রেল হাসপাতাল এবং খুটপানি হাসপাতালে। সেই সঙ্গে যাত্রীদের মুম্বই নিয়ে যাওয়ার জন্য় সকাল ১০টায় ০২৮১০ চক্রধরপুর সিএসএমটি মুম্বই রিলিফ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে রেল।

আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, হাওড়া থেকে আজ বাতিল কোন রুটের কোন ট্রেন? রইল তালিকা

ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই ৪ জন যাত্রীকে দিয়ে দেওয়া হয়েছে, বাকিদেরও দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন যাত্রী।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা যাত্রীদের সাহায্যের জন্য ইতি মধ্যেই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। ১৭ ও ২১ নম্বর প্লাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক বসানো হয়েছে। দুর্ঘটনার জন্য এখনও পর্যন্ত দু’টি ট্রেন বাতিল করা হয়েছে এবং চারটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
হেল্প ডেস্কের নম্বর: ০৩৩২৬৩৭৭১৯৬
রেল ফোন ৪৫২৬১

Train Accident: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, হাওড়া থেকে আজ বাতিল কোন রুটের কোন ট্রেন? রইল তালিকা

হাওড়া: ভোররাতে মুম্বই মেল দুর্ঘটনার হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি নিয়ন্ত্রণও করা হয়েছে বেশ কিছু ট্রেন। শুরু হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে খোলা হয়েছে হেল্প ডেস্ক। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ড-চক্রধরপুর রেলওয়ে মণ্ডলের বাদাবাম্বুর কাছে হাওড়া-সিএসটিএম ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ছেড়ে মুম্বই যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটে ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ। ঘটনায় ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। এই রুটে বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে প্রতিদিন। সেরকমই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা:

22861 হাওড়া–কাটপাডি এক্সপ্রেস

08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস

12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস

13512/13511 আসানসোল – টাটা- আসানসোল এক্সপ্রেস

22861 হাওড়া- টিটাগড় কান্তাবানজি এক্সপ্রেস

08015/18019 খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

12021/12022 হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুনঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

যে সব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:

12262 হাওড়া-ছত্রপতি শিবাজী দুরন্ত এক্সপ্রেস

12130 হাওড়া- পুনে এক্সপ্রেস 18005-হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস

12834 হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস

18477 পুরী-হৃষিকেশ এক্সপ্রেস

18029 লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস

12859 ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস

12833- আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস

13288 আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস- (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনে থাকা ৮০ শতাংশ যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্রধরপুর স্টেশন থেকে সকাল সাড়ে দশটা নাগাদ স্পেশ্যাল ট্রেন রওনা দেবে যাত্রীদের নিয়ে।

রাকেশ মাইতি

Train Accident: ‘আর কতদিন সহ্য করতে হবে’, হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনায় ‘রেলের উদাসীনতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

কলকাতা: ফের লাইনচ‍্যুত ট্রেন। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনা গ্রস্থ হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের ১৮ টি কামরা। ট্রেনে আটকে থাকতে পারে বাংলার বহু যাত্রী। ঘটনায় শোকপ্রকাশ করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এক্স হ‍্যান্ডেলে ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনার কথা জানিয়ে সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন: দুর্ঘটনাগ্রস্থ হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস! আটকে বাংলার বহু যাত্রী, তত্‍পর নবান্ন, চালু কন্ট্রোল রুম

মঙ্গলবার ভোরেই ঘটেছে ঝাড়খণ্ডের এই ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ঘটনায় মৃত ২ এবং আহত প্রায় ২০। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বারবার রেল দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ‍্যমন্ত্রী।

এক্স হ‍্যান্ডেলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লিখেছেন, ‘‘আমি সত‍্যিই জানতে চাই, কেমন সরকার? প্রতিটা সপ্তাহই এক একটা দু:স্বপ্নের মতো, মৃত‍্যু এবং আহতের মিছিল যেন শেষই হচ্ছে না। আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে?’’

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

সূত্রের খবর অনুযায়ী, ওই ট্রেনে রাজ্যের বহু যাত্রী থাকার সম্ভাবনা আছে। সকাল থেকে এই দুর্ঘটনার মনিটারিং চলছে নবান্নের পক্ষ থেকে। ইতিমধ্যে ঝাড়খণ্ড রাজ্যের পুলিশের ডিজি-এর সঙ্গে কথা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যের ডিজির সঙ্গে কথা হয়েছে। ঝাড়গ্রাম থেকে পুলিশের একটি দল রওনা হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে।

Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেস। ঝাড়খন্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় আহত ১১। রাজাখারসওয়ান ও বরাবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনা। এই নিয়ে গত দু’মাসে ৩টি ট্রেন দুর্ঘটনা। সকাল থেকে চলছে উদ্ধারকাজ।