Tag Archives: Train Accident

Train Accident: দুর্ঘটনাগ্রস্থ হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস! আটকে বাংলার বহু যাত্রী, তত্‍পর নবান্ন, চালু কন্ট্রোল রুম

ঝাড়খণ্ড: ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরেই দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের  ১৮ টি কামরা।

ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা নিয়ে একাধিক কন্ট্রোল রুম চালু করা হল রাজ্যের তরফে। ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলাকে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

সূত্রের খবর অনুযায়ী, ওই ট্রেনে রাজ্যের বহু যাত্রী থাকার সম্ভাবনা আছে। সকাল থেকে এই দুর্ঘটনার মনিটারিং চলছে নবান্নের পক্ষ থেকে। ইতিমধ্যে ঝাড়খণ্ড রাজ্যের পুলিশের ডিজি-এর সঙ্গে কথা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যের ডিজির সঙ্গে কথা হয়েছে। ঝাড়গ্রাম থেকে পুলিশের একটি দল রওনা হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে।

সেই দলের পৌঁছতে আরও দু’ঘণ্টা সময় লাগবে। রাজ্যের মুখ্য সচিব ও কথা বলেছেন ঝাড়খণ্ডের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। আপাতত রাজ্যের কতজন যাত্রী রয়েছেন ট্রেনে তার তালিকা চাওয়া হয়েছে রেলের থেকে।

প্রসঙ্গত, যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: A-র পর S, V-এর পাশে B…কিবোর্ডে ABCD পর পর লেখা থাকে না কেন বলুন তো? ‘উল্টোপাল্টা’ লেখার পেছনে আসল কারণ জেনে নিন

Contact No of SPECIAL Control Room of KGP GRP DISTRICT.
1. 03222228044
2. 03222226924
3. 9147889690

Contact No of SPECIAL Control Room of Sealdah GRP DISTRICT.
1. 03329855349
2. 03325568726
3. 9147889620
4. Sld grp = 033 23503940
5. 9593501434.

Contact No of SPECIAL Control Room of Howrah GRP DISTRICT.
1. 03326413096
2. 03326414217
3. 03326413256
4. Howrah GRPS = 033 26413508
5. PI OFFICE= 03326420667

ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। ১৭ ও ২১ নম্বর প্লাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক। এখন পর্যন্ত দুটি ট্রেন বাতিল করা হয়েছে এবং চারটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। help desk number হাওড়া :: ০৩৩২৬৩৭৭১৯৬
রেল ফোন ৪৫২৬১

Howrah Mumbai Express Accident: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল, বহু হতাহতের আশঙ্কা

হাওড়া: ফের বড়সড় দুর্ঘটনায় ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮ বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রেল সূত্রে খবর, যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টি যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার।

যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। দূর্ঘটনার সময়ে মুম্বই মেলের গতি ছিল প্রায় ১১৫ কিমি। মালগাড়ির লাইনচ্যুত হওয়া একটা কামরা, মুম্বাই মেলের লাইনে চলে আসে বলে জানা যাচ্ছে। তাতেই ধাক্কা লেগে দুর্ঘটনা কিনা সেটা দেখা হচ্ছে।

রেল সূত্রের খবর, চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে। উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিমও। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর: 033-26382217 এবং 94333-57920.

 

Train Incident: শিয়ালদহের পর এবার হাওড়া, বন্ধ ট্রেন চলাচল, অবরোধ যাত্রীদের! কী ঘটল?

হাওড়া: ফের সমস‍্যার জেরে বন্ধ ট্রেন চলাচল। গতকালই আগুনের আতঙ্কে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার ওভার হেড তার ছিঁড়ে হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ পূর্ব শাখার হাওড়া থেকে আমতা যাওয়ার সময় আমতা লোকালের ওইচির ধাক্কায় তার ছিঁড়েই হয় বিপত্তি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ওভার হেড তার ছিঁড়ে একই ভাবে বিপন্ন হয়েছিল হাওড়া লাইনের ট্রেন চলাচল। আজ ফের ট্রেন চলাচলা বিঘ্ন হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

আরও পড়ুন: সারাবিশ্বে JCB মেশিনের রং সবসময় হলুদ হয় কেন? JCB-র নামেও আছে বড় রহস‍্য, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

অনিয়মিত ট্রেন চলাচল এর প্রতিবাদে রেল অবরোধ যাত্রীদের। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত। যাত্রীদের অভিযোগ, রক্ষনা বেক্ষনের কারণেই এই সমস্যা। হাওড়া আমতা শাখার সন্তোষপুর এলাকায় দাঁড়িয়ে ট্রেন। ভোগান্তির স্বীকার যাত্রীরা।

আরও পড়ুন: A-র পর S, V-এর পাশে B…কিবোর্ডে ABCD পর পর লেখা থাকে না কেন বলুন তো? ‘উল্টোপাল্টা’ লেখার পেছনে আসল কারণ জেনে নিন

গতকালই শিয়ালদহ শাখায় আগুনের আতঙ্কে ব‍্যহত হয় ট্রেন চলাচল। দুপুরে ডায়মন্ড লোকালে আগুন লাগে। । প্ল্যাটফর্মের যাত্রীরা আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েব। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুর গ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বারুইপুর লক্ষীকান্তপুর নামখানা কাকদ্বীপগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেল নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাকি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে।

Train Accident: ফের রেল দুর্ঘটনা! আলাদা হল বগি-ছিঁড়ল কাপলিং, সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের ঘটনা শুনে শিউরে উঠবেন

সমস্তিপুর: ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সোমবার সমস্তিপুরে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে, যেখানে দ্বারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী বিহারের সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং কোচ দু’টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।

তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুমরে সমষ্টিপুর-মুজাফফরপুর রেল সেকশনের ক্ষুদিরাম বোস পুসা স্টেশনের কাছে। ঘটনার পর স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে বিপত্তি, আলাদা হয়ে যায় বগি।

আরও পড়ুন: গাড়ির ভিতরে ভর্তি লোক, ব্যাগের মধ্যে ওগুলো কী! পুলিশ যা পেল, চমকে উঠল জলপাইগুড়ি

সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর-মুজফ্‌‌ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে। এই ঘটনার খবর পেতেই সোনপুর থেকে রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পর ট্রেনটিকে পুলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হাতে সময় ১ ঘণ্টা, ঝড়-বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৫ জেলা! আবহাওয়ার বড় আপডেট

চলন্ত অবস্থায় ট্রেনের বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিশেষ করে সম্প্রতি পর পর বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। বিহারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের দুর্ঘটনা সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি উস্কে উঠেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে রেল সূত্রে খবর।

Train Accident: চন্ডীগড়- ডিব্রুগড়মুখী ট্রেনে দুর্ঘটনা, মৃত ২

চন্ডীগড়- ডিব্রুগড়মুখী ট্রেনে দুর্ঘটনা, মৃত ২। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। এক্সপ্রেসের ৫-৬ কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গোন্ডায়। ট্রেন দুর্ঘটনায়দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ‍্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।

Dibrugarh Express Train Accident: ভয়ঙ্কর দৃশ্য! লাইনচ‍্যুত ১২ টি বগি, ডিব্রুগড় এক্সপ্রেসে যাত্রীদের জন‍্য বিশেষ ব‍্যবস্থা রেলের

উত্তরপ্রদেশ: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব‍্যবস্থা।

সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ‍্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।

আরও পড়ুন: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন

রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য মনকাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হল। গোন্ডা থেকে মনকাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে উত্তরপ্রদেশের গোণ্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউরায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে৷ আহত কমপক্ষে ২০ জন৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। আশপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন: সুন্দরী নায়িকা থেকে সন্ন‍্যাসিনী! লাস‍্যময়ী মডেল, নামকরা ক্রিকেটরের সঙ্গে প্রেমের গুঞ্জন! হ‍ঠাত্‍ সব ছেড়ে কী করছেন নায়িকা? দেখলে চেনাই দায়

সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের সংখ্যা একাধিক৷ যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেললাইনের পাশে৷ সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত৷

Loco Pilot: লোকো পাইলটদের মানসিক চাপ কমাতে বিরাট আয়োজন রেলের! ‌যা ‌যা থাকছে জানুন

মালদহ: কাজের শেষে সঠিক মাত্রায় মানসিক ও শারীরিক বিশ্রাম প্রয়োজন। এমনিতেই টানা আট ঘণ্টা ইঞ্জিনের কাছে বসে বিরাট বড় দায়িত্ব পালন করতে হচ্ছে। টানা এই কাজ করে আসছেন। কিন্তু কাজের শেষে পর্যাপ্ত বিশ্রাম লোকো পাইলটরা পাচ্ছেন না বলে হামেশাই অভিযোগ উঠছে। বিশেষ করে একের পর এক ট্রেন দুর্ঘটনার পর এই অভিযোগগুলি তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে লোকো পাইলটদের মানসিক চাপ কমাতে বিশেষ পদক্ষেপ করল রেল।

সম্প্রতি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর লোকো পাইলটদের বিশ্রামের প্রশ্নটি আরও জোড়ালো হয়েছে। তাই এবার রেলের পক্ষ থেকে লোক পাইলটদের বিশ্রামের জন্য আধুনিক বন্দোবস্ত করা হচ্ছে। দেশের প্রতিটি ক্রু রানিং রুম ঢেলে সাজানো হচ্ছে রেলের পক্ষ থেকে। সেখানে লোকো পাইলটরা যাতে বিশ্রামের সমস্ত রকম সুব্যবস্থা পান লক্ষ্যে কাজ এগোচ্ছে। ঘুমানোর ব্যবস্থা থেকে মেডিটেশন রুম, রিডিং রুম এমনকি বিনোদনের ব্যবস্থাও এবার থেকে থাকবে ক্রু রানিং রুমে। এই প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, লোকো পাইলটদের জন্য ক্রু রানিং রুমগুলিতে সুব্যবস্থা থাকবে। আগের থেকে পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। মালদহ ডিভিশনের সমস্ত রানিং রুমগুলির উন্নয়ন করা হচ্ছে। এছাড়াও ইঞ্জিনের কেবিনে অবস্থিত শৌচালয়ে এসি বসানো হচ্ছে।

আরও পড়ুন: দিনে-দুপুরে সরকারি অফিসে তৈরি হল হাজার খানেক বোমা! তারপর যা হল…

মালদহ টাউন রেল স্টেশনের ক্রু রানিং রুমে ইতিমধ্যেই আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। বহু দূরপাল্লার ট্রেন থেকে মালগাড়ির লোকো পাইলটেরা মালদহ টাউন স্টেশনের ক্রু রানিং রুমে বিশ্রাম নেন। আগে খুব সাধারন ছিল এই ক্রু রানিং রুমটি। তবে বর্তমানে প্রতিটি কেবিন একেবারে ঝাঁ চকচকে করে গড়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন রিডিং রুম, মেডিটেশন রুম। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে ছোট পার্ক।‌ রেলের আইন অনুযায়ী একজন লোক পাইলট সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত ডিউটি করেন। তারপর তাঁদের বিশ্রাম প্রয়োজন।

এতদিন ট্রেনের ইঞ্জিনে লোকো পাইলটদের জন্য কোনরকম শৌচালয় বা আরামের সুব্যবস্থা ছিল না। এবার রেলের পক্ষ থেকে প্রতিটি ইঞ্জিনে লোকো পাইলটদের জন্য শৌচালয় এমনকি গরম থেকে রেহাই পেতে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বসানো হচ্ছে। এতে করে লোকো পাইলটেরা কর্মরত অবস্থাতেও অনেকটাই স্বস্তি পাবেন। লোকো পাইলটদের জন্য ঢেলে সাজানো হচ্ছে ক্রু রানিং রুমগুলি। তাঁদের বিশ্রামে কোন‌ওরকম যাতে খামতি না থাকে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। বিদেশের আদলে এবার ভারতীয় রেল সমস্তরকম সুব্যবস্থা করছে লোকো পাইলটদের জন্য।

হরষিত সিংহ

Passenger fell from train: ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা! প্ল্যাটফর্মে শুয়ে ছটফট করতে করতে মৃত্যু বৃদ্ধের

মালদহ: ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু হল মালদহের হরিশচন্দ্রপুর স্টেশনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবহেলার অভিযোগ উঠেছে রেলপুলিশের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও চিকিৎসা ছাড়াই বৃদ্ধ আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন প্লাটফর্মে। কর্তব্যরত জিআরপি দেখেও কিছু পদক্ষেপ করেননি বলেই অভিযোগ। শেষপর্যন্ত কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযোগ, অন্যান্য যাত্রীরা সাহায্যের জন্য এগিয়ে এলে উল্টে তাঁদেরকেই ধমক দিয়ে সরিয়ে দেয় কর্তব্যরত রেল পুলিশ। শেষপর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়।

সূত্রের খবর, শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়েই দুর্ঘটনা ঘটে। অসাবধানবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায় তাঁর। আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্লাটফর্মে শুইয়ে রাখা হয়। এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাঁদেরকেও লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে দীর্ঘক্ষণ প্লাটফর্মে পড়ে থাকায় অতিরিক্ত রক্তপাতে ক্রমশ নিস্তেজ হয়ে পড়েন ওই বৃদ্ধ। কার্যত বিনা চিকিৎসাতেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটফট করতে করতে মারা যান, বক্তব্য স্থানীয়দের।
এর পরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- চালকদের পাশেই আছে রেল! কী কী সুবিধা পান লোকো পাইলটরা?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ফলে চিকিৎসার কোনও চেষ্টাই করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক জানান, আগে আনলে বাঁচানোর চেষ্টা করা যেত। কিন্তু, সেই সুযোগ পাওয়া যায়নি। এমনকি মৃত্যুর পরেও ওই দেহের দায়িত্ব কে নেবে এই নিয়েও দীর্ঘক্ষণ টানাপড়েন চলে রেলপুলিশ এবং হরিশ্চন্দ্রপুর পুলিশের মধ্যে। মৃতদেহের পরিচয় বেলা পর্যন্ত জানা যায়নি। মৃতদেহের ময়নাতদন্ত হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
যদিও এই অমানবিক ঘটনার মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ। স্টেশন মাস্টার সহ কেউই এ নিয়ে মন্তব্য করতে চাননি।

Rail Loco pilot facilities: চালকদের পাশেই আছে রেল! কী কী সুবিধা পান লোকো পাইলটরা?

কলকাতা: রেল দুর্ঘটনার হার বাড়ার ফলে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে চালকদের গাফিলতি নিয়ে। ট্রেনচালকরা কি পর্যাপ্ত বিশ্রাম পান? সে নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এর পরই রেলের পক্ষ থেকে কিছু জিনিস স্পষ্ট করা হয়। রেল কর্তৃপক্ষ জানান, লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের যথাযথ আরাম এবং মানসিক শান্তি প্রদানের অঙ্গীকার করে পূর্ব রেলওয়ে। বিশ্বমানের আধুনিক সুবিধাসহ রানিং রুম আপগ্রেড করার মাধ্যমে চালকদের স্বাচ্ছন্দের ব্যবস্থা করার কথাও জানায় রেলওয়ে। গত কয়েকদিন ধরে লাগাতার এই প্রচার চালাচ্ছে পূর্ব রেল।

ইস্টার্ন রেলওয়ে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটদের কাজের অবস্থা এবং মানসিক শান্তি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে।লোকো পাইলটদের কাজটি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বের, যার জন্য অত্যন্ত মনোযোগ এবং দৃঢ় মানসিকতার প্রয়োজন। তাই পূর্ব রেলওয়ে রানিং রুমগুলিতে বিশ্বমানের অত্যাধুনিক সুবিধা তৈরি করতে ব্যাপক সংস্কার করেছে, যা লোকো পাইলটদের সামগ্রিক চাহিদা পূরণ করছে।

আরও পড়ুন- উপনির্বাচনে যুযুধান রাণাঘাট-বাগদা! বিধায়ক হতে পারবেন কি মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী

চালকদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রাম কক্ষ। এই শান্ত এবং নির্মল পরিবেশ বিশ্রামের জন্য অত্যাবশ্যক। ডাইনিং রুমও রয়েছে তাঁদের জন্য। সেখানে মেলে পুষ্টিকর খাবার। চালকদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ব্যবস্থা। রয়েছে মেডিটেশন রুমও। লোকো পাইলটদের মনকে শিথিল এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি নিরিবিলি স্থান প্রদান করা হয়েছে। এই কক্ষগুলি পাইলটদের মানসিক দৃড়তা বজায় রাখতে সহায়তা করে।
এর পর রয়েছে পড়ার ঘরও। ক্রমাগত শেখার ও জানার তৃষ্ণা মেটানোর জন্য বিভিন্ন ধরনের বই এবং পড়ার উপকরণও পাবেন চালকরা। এই কক্ষগুলি লোকো পাইলটদের অবসর সময় বিনোদনমূলক পাঠে নিযুক্ত হওয়ার একটি দুর্দান্ত সুযোগ দেয়।

এ ছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ ছোটখাটো সুবিধা যেমন  গিজার, রিক্লাইনার, ওয়াটার পিউরিফায়ার, লেগ ম্যাসাজ মেশিন এবং জুতো পলিশিং মেশিনও সমস্ত রানিং রুমে রাখা রয়েছে। রেলমন্ত্রকের নির্দেশনায়, ভারতীয় রেল পুরনো নন-এসি লোকোমোটিভগুলিকে আপগ্রেড করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। নতুন লোকোমোটিভগুলির মধ্যে ইতিমধ্যেই এসি এবং টয়লেটের সুবিধা রয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলওয়ে, শ্রী কৌশিক মিত্র বলেছেন, “লোকো পাইলটদের কাজ অত্যন্ত সংবেদনশীল। তাই তাঁদের সঠিক বিশ্রাম এবং মানসিক সুস্থতার জন্য সর্বোত্তম সম্ভাব্য সুবিধা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এই পুনর্নবীকরণগুলি তাঁদের স্বাস্থ্য এবং দক্ষতার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যা শেষ পর্যন্ত আমাদের ট্রেন অপারেশনগুলির সামগ্রিক নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ায়।”

Kanchankanya Express: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! পুরো ঘটনা শুনলে গা শিউড়ে উঠবে

জলপাইগুড়ি: রেল কর্মীর গাফিলতিতে আবার হতেই পারত একটা বড় রেল দুর্ঘটনা। এমন‌ই অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চালসা-মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। ট্রেন থেকে হঠাৎ চালকের নজরে আসে রেল গেট নামানো নেই। অথচ সিগন্যাল সবুজ বাতি। রেল গেটের কর্মীকে দাঁড়িয়ে থাকতে না দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে তিস্তার অতলে লাল টং বস্তির বাসিন্দারা! অস্তিত্বের সংকটে গ্রাম

গেট খোলা থাকার কারণে সাইকেল বাইকসহ এতে অনেক মানুষ পারাপার করছিল রেলগেট দিয়ে। আচমকা ট্রেনের হর্ণ এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়ে সকলে, যার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অল্পেতে প্রাণ রক্ষা পেয়েছেন বহু মানুষ। চালক এবং অন্যান্য কর্মীরা ট্রেন থেকে নেমে এসে গেটম্যানের ঘরে ঢুকে দেখে ঘরেই রয়েছেন তিনি। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী।

কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত।কিন্তু কর্তব্যরত অবস্থায় গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত থাকা রেল কর্মীর কেন এই গাফিলতি উঠছে প্রশ্ন! তবে এবিষয়ে কোন রকম মন্তব্য করতে চায়নি রেল আধিকারিকরা।

সুরজিৎ দে