Tag Archives: Train Accident

Kanchanjunga Express Accident: হাড়হিম দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! শিয়ালদহ, নবান্নে খুলল কন্ট্রোল রুম! নোট করে নিন নম্বর

কলকাতা: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সকাল ন’টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তাতেই মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় বগি। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু-দুটি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে রেলসূত্রে জানা যাচ্ছে। তবে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের যোগাযোগে ও সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা চরম ‘হাঁসফাঁস’! সোম থেকে শুক্র কী হতে চলেছে দক্ষিণবঙ্গে? বর্ষা নিয়ে কী আপডেট? সতর্ক করল আইএমডি

রেলসূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে।
শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬

রেলসূত্রে পরিস্থিতির আপডেট দিয়ে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ির কাছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে আসা একটি মালগাড়ির সংঘর্ষের ঘটনায় শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ হেল্পলাইন বুথ স্থাপন করা হয়েছে৷

হেল্পলাইন নম্বরগুলি হল:- ০৩৩২৩৫০৮৭৯৪, 033-২৩৮৩৩৩২৬।

আরও পড়ুন: জলের দরে বরফ ঠান্ডা..! বাড়িতে লাগিয়ে ফেলুন সেন্ট্রাল এয়ার কন্ডিশনার! 1BHK থেকে 3BHK কোন ফ্ল্যাটে কত খরচ? জানুন রেট

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা সহায়তা চাইলে যাত্রীরা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

যাত্রীদের আরও সহায়তা দেওয়ার জন্য নৈহাটি স্টেশনে একটি অতিরিক্ত সহায়তা ডেস্কও স্থাপন করা হচ্ছে। নৈহাটিতে হেল্পলাইন নম্বর:-

নৈহাটি স্টেশনে Rly. নং ৩৯২২২।

নৈহাটি স্টেশনের হেল্পলাইন: বিএসএনএল নম্বর ০৩৩-২৫৮১২১২৮।

রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদহ শাখা ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলা করতে এবং দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের পরিবার পরিজনদের আশ্বস্ত করে জানিয়েছে এই ঘটনায় দ্রুত পরপর আপডেট দিতে থাকবে রেল।

Train accident: মর্মান্তিক দুর্ঘটনা! আগুন লাগার ‘গুজবে’ ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, মৃত অন্তত তিন

ঝাড়খণ্ড: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটল ধানবাদে। শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে ১৩১৩৫ রাঁচী-সাসারাম ইন্টারিসিটি এক্সপ্রেস। ঘটনার জেরে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১০ জন যাত্রী।

শুক্রবার রাতে রাঁচী-সাসারাম ইন্টারিসিটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের লাতেহার জেলার কুমণ্ডীহ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে ট্রেনটি কুমণ্ডীহ স্টেশনের পৌঁছলে কোনও এক যাত্রী ‘ইঞ্জিনে আগুন লেগেছে’ বলে চিৎকার করেন। সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীদের মধ্যে এই ‘গুজব’ দ্রুত ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এবং ট্রেন থেকে নেমে দৌড়তে শুরু করেন।

আরও পড়ুন: লাচুংয়ে আটকে ১২০০ ভারতীয় পর্যটক, রয়েছেন বিদেশিও, তিস্তার জলস্তর বৃদ্ধি নিয়েও বাড়ছে উদ্বেগ

সেই সময় উল্টো দিক থেকে একটি মালগাড়ি আসছিল, এবং মালগাড়ির সঙ্গে যাত্রীদের ধাক্কা লাগে। বহু যাত্রী মালগাড়ির ধাক্কায় ছিটকে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। জানা গিয়েছে মৃত তিন যাত্রীর মধ্যে দু’জন পুরুষ এবং এক জন মহিলা। মৃত তিন জনকে শনাক্ত করা হয়েছে, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা নিয়ে তথ্য জানতে হেল্প লাইন চালু করেছে রেল। ধানবাদ কমার্শিয়াল কন্ট্রোল- ০৩২৬২২০৯৮৮০, ধানবাদ স্টেশন- ৮৭৫৬৯৯৭৬৪৭, কুমণ্ডীহ স্টেশন- ৭৫৪১৮১৩২৩০।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

Train Accident: ট্রেনের মধ্যে হুহু করে ঢুকে পড়ল জল, মুহূর্তে মৃত্যু ২ হাজার মানুষের! ইতিহাসের ভয়ঙ্করতম ট্রেন দুর্ঘটনার কথা জানেন?

গল: মাতারা এক্সপ্রেস, যাকে ‘কুইন অফ দ্যা সি’ বা সাগরের রাণী নামেও ডাকা হত। এটি রাজধানী কলম্বো থেকে যাত্রা শুরু করে সমুদ্র উপকূল ঘেষে বন্দরনগরী গল হয়ে উপকূলীয় জেলা মাতারা পর্যন্ত নিয়মিত যাতায়াত করত। ট্রেনের এই রুটটি ছিল শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে।

২৬ ডিসেম্বর ২০০৪, বড়দিন এবং বুদ্ধপূর্ণিমার ছুটি থাকায় সেদিন ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। কলম্বোর ফোর্ট স্টেশন থেকে সেদিন প্রায় ১৫০০ যাত্রী টিকিট কেটে ট্রেনে উঠেছিল, এছাড়াও আরও অসংখ্য যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিল, যাদের অনেকেই বন্দরনগরী গলে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন।

কেউ হয়ত স্বপ্নেও ভাবেনি কত ভয়াবহ এক বিপদ সেদিন তাদের অপেক্ষায় ছিল। স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের মাত্র ৫-১৫ মিনিটের মধ্যেই ইন্দোনেশিয়ায় সুনামি আঘাত হানে। শ্রীলঙ্কার সিসমিক মনিটরিং স্টেশনও ভূমিকম্পটি রেকর্ড করে। তারা ভেবেছিল শ্রীলংকার উপকূলীয় অঞ্চলে সুনামি আসার সম্ভাবনা নেই। আনুমানিক সকাল ৬টা ৫০ মিনিটে, অর্থাৎ সুমাত্রার ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর ট্রেনটি বন্দরনগরী গলের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে

এদিকে ভূমিকম্পের প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট পর স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে সুনামি প্রথমে শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানে। কলম্বোর ম্যারাডানার রেল স্টেশনের অফিসে যখন সুনামির রিপোর্ট পৌঁছল, তখন কর্মকর্তারা উপকূলীয় লাইনে চলমান ৮টি ট্রেন থামাতে সক্ষম হয়েছিল, কিন্তু মাতারা এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা অম্বালংগোডা স্টেশনে ট্রেনটি থামানোর উদ্দেশ্যে সেখানে ফোন করেন, কিন্তু তখন স্টেশনের কর্মীরা ব্যস্ত থাকায় ফোনের জবাব দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি।

এদিকে পূর্ব উপকূলে আঘাত হানার প্রায় ৩০ মিনিট পর ৯টা ১৫ মিনিটের দিকে সুনামি শ্রীলংকার দক্ষিণ উপকূলে আঘাত হানা শুরু করে। মাতারা এক্সপ্রেস তখনও দক্ষিণ-পশ্চিম উপকূলের রুট ধরে গলের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। সুনামির বিষয়ে তাদের কাছে কোনও তথ্যই ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি তেলওয়াতার নিকটবর্তী পেরালিয়া নামক স্থানে পৌছায়। তেলওয়াতার রেলপথটি সমুদ্র থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে ছিল।

মাতারা এক্সপ্রেস পেরালিয়ায় পৌছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে সুনামি আঘাত হানে। সুনামির প্রথম ঢেউটি যখন পেরালিয়ার উপকূলকে প্লাবিত করল, তখন চালক ট্রেনটি থামিয়ে দিলেন এবং যাত্রীদের সতর্ক করতে একটি অ্যালার্ম বাজালেন। তখন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকে ট্রেন থেকে নিচে নেমে সমুদ্রের বিপরীত দিকে ট্রেনের পাশে আশ্রয় নিল সমুদ্রের ঢেউ থেকে বাঁচার আশায়। অনেকে আবার ট্রেনের ভেতরে থাকাটাই অধিক নিরাপদ মনে করল।

১০ মিনিটের মধ্যেই একটি বিশাল ঢেউ ট্রেনটিতে আছড়ে পড়ল। ফলে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে এবং এর বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের পাশে যারা আশ্রয় নিয়েছিল তারা ট্রেনের নিচে চাপা পড়ে যায়, অনেকে স্রোতের মাঝে তলিয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৭০০ জন, মতান্তরে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। দুর্ঘটনার প্রায় ৭ ঘন্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রথম মাতারা এক্সপ্রেসের অবস্থান জানতে পারে।

Train Accident: ভয়ঙ্কর! মুখোমুখি সংঘর্ষ, একটি ট্রেনের উপর উঠে গেল আরেকটি ট্রেন! ভয়াবহ রেল দুর্ঘটনা পঞ্জাবে

নয়াদিল্লিঃ রবিবার ভোররাতে পঞ্জাবে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা (Train Accident)। অমৃতসর-দিল্লি (Amritsar-Delhi) রেললাইনের ফতেগড় সাহেবের কাছে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে উল্টে যায় একটি মালগাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।

সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছেছে। ট্রেন দু’টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত সন্দেশখালি নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবারের ঘটনাতেই ঘুরে গেল মোড়

জানা গিয়েছে, রবিবার সকালে পঞ্জাবের শিরহিন্দের কাছে মাধোপুরে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরাল ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুড়ির টিনের দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামরাগুলি। মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টোদিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন। একাধিক কামরার চাকাও ভেঙে গিয়েছে বলে দেখা যায় ভিডিওতে।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, সিগন্যালিংয়ের কোনও সমস্যা বা ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

Train Accident: মর্নিং ওয়ার্ক থেকে ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

জলপাইগুড়ি: অভ্যেসমত এদিন সকালেও শরীর চর্চা করতে বেরিয়েছিলেন মিঠু নন্দী। পেশায় এই ব্যবসায়ী প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বের হতেন কিন্তু বুধবার সকালে শরীর চর্চা করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হল না। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাঁর।

মর্মান্তিক ঘটনাটি জলপাইগুড়ির মাল ব্লকের। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ব্যবসায়ী মিঠু নন্দীর। মাল ব্লকের ওদলাবাড়ি রেল সেতুর কাছে ট্রেনের ধাক্কায় লাইনের উপর ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীর সুস্থ রাখতে রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরোতেন মিঠুবাবু। এদিনও তার অন্যথা হয়নি। এদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে ওদলাবাড়ি রেল সেতু সংলগ্ন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সন্ন্যাসী হওয়ার ইচ্ছেয় গেরুয়া বসনে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির ছাত্র!

বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। রীতিমত মানুষের ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খানিকক্ষণের জন্য সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দিতে হয়। পুলিশকে খবর দেওয়া হলে হাজির হয় মালবাজার পুলিশ, রেল পুলিশ এবং মৃতের বাড়ির লোকজন। মালবাজার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

সুরজিৎ দে

Digha Train Accident: দিঘাগামী ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা, দেখুন ভাইরাল ভিডিও

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও দিঘাগামী লোকাল ট্রেন। ট্রেনটির সামনের অংশের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে খবর। বালি বোঝাই মোটর ভ্যানে লোকাল ট্রেনের ধাক্কা। আর তাতেই ক্ষতি হয়েছে ট্রেনের সামনের অংশের। মোটর ভ্যানে ধাক্কা মেরেই দাঁড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত ট্রেনটি। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে পড়ে আতঙ্কে ছুটতে থাকেন। দিঘা যাওয়ার রেললাইনে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দীঘাগামী ট্রেন নাচিন্দার কাছে লাইনে আটকে পড়া বালি বোঝাই একটি মোটর ভ্যানকে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনাটি!

Train Accident: ভয়ঙ্কর! দিঘা যাওয়ার ট্রেনের সঙ্গে ধাক্কা মোটরভ্যানের! বিকট শব্দ, আতঙ্কিত যাত্রীদের দৌড়

দিঘা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও দিঘাগামী লোকাল ট্রেন। ট্রেনটির সামনের অংশের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে খবর। বালি বোঝাই মোটর ভ্যানে লোকাল ট্রেনের ধাক্কা। আর তাতেই ক্ষতি হয়েছে ট্রেনের সামনের অংশের। মোটর ভ্যানে ধাক্কা মেরেই দাঁড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত ট্রেনটি। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে পড়ে আতঙ্কে ছুটতে থাকেন।

দিঘা যাওয়ার রেললাইনে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দীঘাগামী ট্রেন নাচিন্দার কাছে লাইনে আটকে পড়া বালি বোঝাই একটি মোটর ভ্যানকে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনাটি!

আরও পড়ুন: যেমন স্বাদ-তেমনই গন্ধ, বাঙালির প্রিয় এই চাল পেল বিশ্বের সেরা চালের স্বীকৃতি! কোন চাল জানেন?

বিপদ বুঝে মোটরভ্যানের চালক গাড়ি থেকে নেমে যায়। তবে আচমকা সজোরে ধাক্কা লাগায় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সবাই ট্রেন থেকে নেমে পড়েন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে আছে দুর্ঘটনাগ্রস্ত জায়গায়।