Tag Archives: Uttar Pradesh News

Uttar Pradesh News: বাঘকে ভয় দেখাতে ব্যবস্থা! বাঘের সঙ্গে যা হল, ভাবতে পারবেন না!

পিলিভিট: বাঘ ধরতে চেষ্টার ত্রুটি রাখেনি বনদফতর। বাজি ফাটানো, কাসর বাজানো তো ছিলই। সঙ্গে আরও অনেক ব্যবস্থার আয়োজন করা হয়েছিল৷ কোনও কিছুতেই লাভ হচ্ছিল না৷ অবশেষে উত্তরপ্রদেশের জঙ্গলে ধরা পড়ল বাঘ৷ আর তারপরই জানা গেল আসল কারণ৷ বাঘটি না কি কালা হয়ে গিয়েছিল৷ তাই কোনও শব্দেই  কিছু হচ্ছিল না তার৷

আরও পড়ুন : ৭৮ বছরে কেউ সরকারি চাকরি পাননি, ক্লাস টেন পাস দু’জন, জানুন এই গ্রামের কাহিনী

বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ণ বয়স্ক বাঘটি গ্রামবাসীদের কাছে রীতিমতো আতঙ্কের হয়ে উঠছিল৷ জানা গিয়েছে, গত দুই মাসে এই বাঘের শিকার হয়েছেন প্রায় দশ জন৷ তবে বাঘ এতই ধূর্ত যে তাকে কিছুতেই জালে আটকানো যাচ্ছিল না৷ ডিভিশনাল ফরেস্ট অফিসার মনীশ সিং জানিয়েছেন, বাঘটি কানে একেবারেই শুনতে পাচ্ছিল না৷ এটি চোখের সামনে যা দেখত তার উপর আক্রমণ করত৷ হাজারো শব্দ, বাজি ফাটানো, বা কাসর বাজানোর আওয়ার তার কানে পৌঁচাচ্ছিলই না৷

আরও পড়ুন : দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক

তবে প্রশ্ন হল, বাঘের কানের অবস্থা এমন হল কী করে? এই ক্ষেত্রে ওই বনবিভাগের কর্তা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাঘ ধরতে জঙ্গলে প্রচুর শব্দের ব্যবস্থা করা হয়েছিল৷ তার সঙ্গে ছিল গাড়ির হর্ণও৷ শুধু বাঘকে ভয় পাওয়ানোই নয়, উদ্দেশ্য ছিল অন্য জন্তুগুলিকে দূরে সরিয়ে দেওয়া৷ মনীশের ধারণা, এত শব্দের জন্যই বাঘটি কানে শোনার ক্ষমতা হারিয়ে বসেছিল৷ তবে এর বাইরে এটির শরীরে আরও কোনও সমস্যা নেই৷ তাঁর কথায়, “আমরা এতদিন অনেক বাঘকে ধরেছি৷ তবে কানে শুনতে না পাওয়া বাঘ এই প্রথম আমাদের খাঁচায় ধরা পড়ল৷” কানে শুনতে না পাওয়া বাঘটির আরও বেশ কিছু মেডিক্যাল টেস্ট হবে৷ পরিস্থিতি বুঝে সেটিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে৷

এরই মধ্যে খবর, আরও একটি বাঘ না কি পিলভিটে এক গ্রামবাসীকে আক্রমণ করেছে৷ ঘটনায় গুরুতর আহত ওই সদস্য৷ বাঘটিকে এখনও ধরা যায়নি৷ সেটি না গ্রামেই এক জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে৷ প্রবল আতঙ্কে রয়েছে গ্রামবাসী৷

Uttar Pradesh News: লাঠির আঘাতে চোখ নষ্ট খুদে শিক্ষার্থীর, পরিবারকে জাল চেক দিল অভিযুক্ত প্রধান শিক্ষক!

কৌশাম্বী: শিক্ষকের মারে ভয়ঙ্কর অবস্থা হল এক ছাত্রের৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়৷ জানা গিয়েছে, শিক্ষকের মারের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন এক খুদে পড়ুয়া৷

জানা গিয়েছে, মানঝানপুর ব্লকের নেওয়ারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র তিওয়ারি এই কান্ডটি ঘটিয়েছেন৷ তিনি ছাত্র আদিত্য কুশওয়াহার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। শিশুটির দিকে তিনি একটি লাঠি ছুড়ে মারেন৷ সেটি গিয়ে লাগে তাঁর মুখে৷ যে কারণে বাম চোখের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ওই শিক্ষার্থী।

আরও পড়ুন : নৃশংস লালসায় রক্তাক্ত, ক্ষতবিক্ষত! ১০ মাস বয়সি কন্যাশিশুকে ধর্ষণ করল ৩০ বছরের যুবক

চোট লাগার পর বাচ্চাটির দুটি অস্ত্রোপচারও হয়েছে৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ ডাক্তাররাও এরপর হাল ছেড়ে দেন৷ নির্যাতিত ছাত্রের মা বিচার চেয়ে CWC-এর কাছে যান। জানা গিয়েছে, মামলা তুলে নেওয়ার জন্য ওই অভিযুক্ত শিক্ষক শিশুটির পরিবারকে ১০ লাখ টাকার একটি জাল চেক দিয়েছিলেন। ডিএম মধুসূদন হুলগির নির্দেশে এরপর পুলিশ অভিযুক্ত শিক্ষক শৈলেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

আরও পড়ুন : দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক

নেওয়ারি গ্রামের বাসিন্দা অযোধ্যা প্রসাদ জানান, তার ছেলে আদিত্য নেওয়ারি কুশওয়াহা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ২০২৪ সালের ৯ মার্চ তিনি স্কুলে পড়তে গিয়েছিলেন আর পাঁচদিনের মতোই। এরপর সে পড়া না পারলে সেই শিক্ষক প্রচণ্ড ক্ষেপে যান৷ তখন তিনি ছাত্রটিকে একটি লাঠি ছুড়ে মারেন। যা সরাসরি গিয়ে লাগে শিশুটির বাঁদিকের চোখে৷ রক্ত ​​ঝরতে থাকে সেখান দিয়ে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করতে গেলে, থানা থেকে বিষয়টি প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি৷ নেওয়া হয়নি কোনও অভিযোগও৷ পরে অবশ্য পুলিশ বাধ্য হয় তদন্ত শুরু করতে৷

শিশুটির পরিবার এরপর তাঁকে নিয়ে সদগুরু চক্ষু হাসপাতাল, জানকিকুন্ড ও চিত্রকূটে যায় চিকিৎসা করাতে। আহত শিশুটির দুবার অস্ত্রোপচার করেন ডাক্তাররা। বহু চেষ্টার পরও লাভ হয়নি৷ ডাক্তাররা তার চোখের দৃষ্টি ফেরাতে পারেননি৷ সন্তানের চিকিৎসার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি শিশুটির মা৷ জানা গিয়েছে, ভয় পেয়ে ওই শিক্ষক আহত শিশুর বাবা-মাকে একটি দশ লাখ টাকার চেক দিয়েছিলেন৷ পরে জানা যায়, সেটাও না কি জাল ছিল৷

এরপরই বিচারের দাবিতে CWC-এর কাছে যান নির্যাতিতার মা। বিষয়টি ডিএম-এর নজরে এলে, সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষক শৈলেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে 326 ধারায় মামলা দায়ের করা হয়। অন্যদিকে বিএসএ কমলেন্দ্র কুমার কুশওয়াহা বলেছেন যে বিষয়টি তাঁর বিবেচনায় রয়েছে। এই বিষয়ে ব্লক শিক্ষা অফিসারের কাছে তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট আসার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন৷

Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক

বাহরাইচ: দোকানের সামনে ঘুরে বেড়িয়েছে লেপার্ড৷ রাতে কেউ টেরও পায়নি৷ কিন্তু সকালে সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখতেই মোটামুটি আত্মারাম খাঁচা ছাড়াও গ্রামবাসীর৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে৷ রাজ্যে বিভিন্ন জায়গায় হিংস্র পশুদের আক্রমণে এমনিতেই সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে৷ প্রায় রোজই কোনও না কোনও জেলার কেউ না কেউ জন্তুদের আক্রমণের শিকার হচ্ছেন৷ আতঙ্কে ঘর থেকে বাইরে যাওয়া কার্যত ভুলতে বসেছেন সবাই৷ এবার নতুন করে চিতাবাঘের আতঙ্ক৷

আরও পড়ুন : ধর্ষণে বাধা, ৬ বছরের ছাত্রীকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার প্রিন্সিপাল, শিশুকন‍্যার লাশ পুঁতে রাখে…তোলপাড় দেশজুড়ে

কিছুদিন আগেও বাহরাইচের মানুষের আতঙ্কের নাম ছিল মানুষ খেকো নেকড়ে৷ এবার তার থেকেও ভয়ঙ্কর পশু ঘুরে বেড়াচ্ছে গ্রামে৷ জানা গিয়েছে, গ্রামের কুকুরগুলি অস্বাভাবিকভাবে ডাকছিল রাত্রিবেলা। তখনও আন্দাজ করা গিয়েছিল, এমন কিছু ঢুকেছে গ্রামে যে কুকুরগুলি ভয় পেয়ে গিয়েছে৷ সকালে ঘুম থেকে ওঠার পর যখন ক্যামেরার ফুটেজ সামনে আসে তখন সবাই অবাক। ক্যামেরার একটি ফুটেজে একটি লেপার্ডকে দেখা গেছে। ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ ভিডিওটি বাহরাইচের মহসি এলাকার খয়েরি ঘাট থানার। এরপর থেকে এলাকার মানুষ আতঙ্কিত। তবে আহত-নিহতের কোনও খবর নেই৷

আরও পড়ুন : মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!

বাহরাইচের মহসি এলাকার রাজাপুর কালা গ্রামে অবস্থিত এক দোকানের মালিক দীপক৷ রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পান। সকালে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো দেখে তিনি অবাক হয়ে যান৷ চিতাবাঘটি তাঁর দোকানের ঠিক বাইরেই ঘুরছিল। এরপর তিনি আর দেরি না করে স্থানীয় পুলিশ ও বন বিভাগকে খবর দেন৷

চিতাবাঘের নাম শুনলেই মানুষ ভয় পায়। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে বাহরাইচের ডিএফও অজিত প্রতাপ সিং জানিয়েছেন, যে জায়গা থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই অঞ্চলে একটি চিতাবাঘ যে ছিল সেটা তাঁরা জানতেন। তিনি বলছিলেন, ইতিমধ্যেই কয়েকজনকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। লেপার্ডটির অবস্থান জানতে এবার প্রয়োজনে ড্রোন ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হবে।

ক্যামেরায় চিতাবাঘ দেখা যাওয়ার পর ডিএফও বলেন, লেপার্ড দেখা মানেই যে সেটিকে আটক করতে হবে এমন কোনও ব্যাপার নেই। কারণ তাদেরও বাঁচতে দিতে হবে৷ যতক্ষণ না তারা নিজের দেখে আক্রমণাত্মক হয়ে কাউকে আক্রমণ করছে, ততক্ষণ কিছু করার প্রয়োজন নেই৷ উদ্ধারের দরকারো নেই। বরং তাদের রক্ষা করতে হবে। গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন, ঘাস, আখ কাটাতে বা মাঠে শৌচাগারের জন্য একা না যাওয়াই ভালো৷

Uttar Pradesh News: বৃষ্টির পর ভয়ঙ্কর রোগের থাবা! এক মাসে একশোরও বেশি মানুষ শিকার এই রাজ্যে

মির্জাপুর: উত্তরপ্রদেশের মির্জাপুরে ডেঙ্গু ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত এক মাসে একশোরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃষ্টির পর গ্রামাঞ্চলে দ্রুত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া ওপিডিতে রোগীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি সামাল দিতে আলাদা করে বিশেষ ওয়ার্ড এবং অতিরিক্ত স্বাস্থ্যকর্মী মোতায়েন-সহ বেশ কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন

মির্জাপুর জেলায় প্রতিদিন প্রায় ১৮০০ জন ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওপিডিতে ভিড় করছেন৷ এদের মধ্যে বেশিরভাগ রোগীই জ্বর ও শরীরের ব্যথায় ভুগছেন। এখনও পর্যন্ত জেলায় শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রায় ২৪টি শয্যার পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে৷ বর্তমানে সেখানে নয়জন রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে আপাতত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : পেশায় তিনি পুলিশ, কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার!

হঠাৎ ডেঙ্গুর প্রভাবে এমন বেড়ে গেল কী করে? হাসপাতালের চিকিৎসক ডাঃ সুনীল সিং লোকাল-18 কে বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে। বৃষ্টির পর খেয়াল রাখতে হবে যাতে ছাদে জল না জমে, কারণ ডেঙ্গুর মশা পরিষ্কার জলেই বংশবিস্তার করে। মানুষকে সচেতন করার পাশাপাশি প্রত্যেককে অযথা আতঙ্কিত হতেও না করেছেন তিনি৷ জ্বর হলে কী করবেন সেটাও জানিয়েছেন সুনীল সিং৷ তাঁর মতে, জ্বরের প্রাথমিক উপসর্গ ধরা পড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে৷ তবে পরিস্থিতি খারাপ হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায়।

ডাঃ সুনীল সিং আরও জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। নারকেলের জল, জুস এবং ওআরএসের মতো জিনিস শরীরে জলের অভাব পূরণে সাহায্য করবে। প্লেটলেট যখন কম থাকে, রোগীদের তখন হাসপাতালে ভর্তি করে ড্রিপ দেওয়া হয়। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, এর লক্ষণ এক সপ্তাহ ধরে থাকে।

জ্বর আসা মানেই যে ডেঙ্গু তা নয়৷ এর উপসর্গগুলি কী কী? প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, পেট ফাঁপা, বমি, দুর্বলতা এবং মাথা ঘোরার মতো ব্যাপারগুলি হলে দেরি না করাই ভালো। দুদিন পুরো ব্যাপারটা খেয়াল করুন৷ পরিস্থিতি ঠিক না হলে, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান৷ ডেঙ্গুকে অবহেলা করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে৷ স্বাস্থ্য দফতরের তরফে এই ব্যাপারটা নিয়েও সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে৷

Uttar Pradesh News: কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন

লখিমপুর খেরি: ক্রমাগত বৃষ্টি। তার জেরে উত্তরপ্রদেশে একাধিক নদী আপাতত গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিয়েছে। এর উপর আবার নতুন উপদ্রব। গ্রামে মানুষের ঘুরে ঢুকে পড়ছে হিংস্র প্রাণী। লখিমপুর খেরিতে এক কুঁড়ে ঘরের মধ্যে পাওয়া গেল বিশাল এক কুমির৷ ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে৷

এই গ্রামে কুমিরের ডাঙায় উঠে আসার ঘটনা নতুন নয়৷ কিছুদিন আগেই জেলায় প্রায় বারো ফুটের একটি কুমিরকে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল৷ লখিমপুর খেরিতে এবার একটি কুঁড়ে ঘরের মধ্যে দেখা মিলল বিশাল এক কুমিরের৷ খবরটি খুব দ্রুত ছড়িয়ে পরে চারদিকে৷ গ্রামবাসীরা অস্বাভাবিক দৃশ্যটি দেখতে ভিড় জমাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা কুমিরের ছবি, ভিডিয়ো তুলে সেগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন৷

আরও পড়ুন : পেশায় তিনি পুলিশ, কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার!

বন বিভাগের কর্মীরা খুব দ্রুত ওই স্থানে পৌঁছায়৷ তারা সফলভাবে কুমিরটিকে উদ্ধার করে৷ কুমিরের আক্রমণে কোনও গ্রামবাসীর আহত বা নিহত হওয়ার খবর আপাতত নেই৷

লখিমপুর খেরি জেলার গুলরি পূর্বা গ্রামের বাসিন্দা দামোদর৷ রোজকার মতো তিনি কাজ সেরে ঘরে ফেরেন৷ কুঁড়েঘরে ঢুঁকতেই দেখেন বিশাল এক কুমির সেখানে বিশ্রাম নিচ্ছে। অপ্রত্যাশিক আগন্তুককে দেখে ভয় পেয়ে যায় সবাই৷ দ্রুত পরিবার নিয়ে নিরাপদ দূরত্বে চলে যান তিনি৷ দামোদর জানিয়েছেন, বন্যার কারণে ঘাঘরা নদীর জল গ্রামে ঢুকে গিয়েছে৷ সেখান থেকেই সম্ভবত কুমিরটি এসেছে৷ এরপর এটি পুকুরে প্রবেশ করেছিল, তারপর সে বাড়িতে ঢুকে যায়। দামোদর আরও জানিয়েছেন, কুমিরটি এলাকায় বেশ কিছু কুকুর শিকার করেছে।

আরও পড়ুন : বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে দেহ উদ্ধারে মূল অভিযুক্ত চিহ্নিত, হত্যাকারী সম্পর্কে বিস্ফোরক তথ্য পুলিশের

দামোদর বলেন যে, দৈত্যাকার অতিথিকে দেখতে তার বাড়ির চারপাশে ভিড় হতে শুরু করে৷ এরপর গোলমালও শুরু হয়। বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে ধরে ফেলে। সেটিকে ফের নদীতে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন বন বিভাগের কর্তারা।

Uttar Pradesh News: পেশায় তিনি পুলিশ, কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার!

আজমগড়: পুলিশ সদস্যদের সাধারণত কঠোর প্রকৃতির বলে মনে করা হয় এবং তাদের কাজের প্রকৃতি এমন যে তাদের কঠোর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজমগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র লাল এই ধারণা পালটে দিয়েছেন। মানুষের পাশাপাশি পশুদের প্রতি ভালোবাসা শুধু জেলাতেই নয়, গোটা রাজ্যে বিখ্যাত করে তুলেছে তাঁকে।

আরও পড়ুন : তিনি যেন রামায়ণের ভরত, কী করলেন অতিশী? ‘নতুন মনমোহন’ বলে কটাক্ষ বিজেপি-র

কাজের ফাঁকে এই পুলিশ অফিসার বানরের সঙ্গে খেলতে ভালোবাসেন। সেই ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু তাই নয়, অফিস যাওয়ার আগেও বানরদের সঙ্গে সময় কাটান। তাদেরকে চিনাবাদাম খাওয়ান। শৈলেন্দ্রের সরকারী বাসভবনের সামনে অনেক বানর থাকে৷ সারাদিন তাঁর বাড়ির চারপাশে তারা খেলতে থাকে। কখনও তার জন্য বিরক্ত হন না এই পুলিশ সুপার৷

আরও পড়ুন : নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক

শৈলেন্দ্র লালের স্ত্রীও পশুদের প্রতি তাঁর ভালোবাসাকে সমর্থন করেন। বানরের প্রতিও তাঁরও বিশেষ ভালোবাসা রয়েছে। সম্প্রতি কিছু লোক একটি বানরকে মেরে ফেলার চেষ্টা করে৷ ঘটনায় বানরটি গুরুতর আহত হয়। শৈলেন্দ্র ও তার স্ত্রী নিজেরা দায়িত্ব নিয়ে আহত বানরটিকে উদ্ধার করেন, এরপর চিকিৎসা করে সেটিকে নিরাপদস্থানে রাখেন। নিজেদের বাড়িতে বানরদের জন্য জলের ব্যবস্থাও করেছেন পুলিশ সুপারের স্ত্রী।

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, শৈলন্দ্রে স্ত্রীর কোলে বসে রয়েছে একটি ছোট্ট বানর। তাঁকে নিজের হাতে খাওয়ার খাইয়ে দিচ্ছেন তিনি। আদরে বাঁদর হয়ে সেই বানরও নিজের মতো ছটফট করছে। কখনও সে শৈলন্দ্রে স্ত্রী-এর মাথায় উঠে যাচ্ছে, কখনও আবার কাঁধে। ভয়, বিরক্তি কোনওটাই হচ্ছিলেন না তিনি।

অবলা পশুদের উপর অত্যাচারের বিভিন্ন ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়৷ তবে পুলিশ কর্তা এবং তাঁর স্ত্রী যে ভাবে যত্ন করে বানরদের পালন করছে তাতে একটা বিষয় পরিষ্কার, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া কঠিন হয় না৷

Snake in class: এসির মধ্যে দিয়ে মুখ বের করে আছে বিষধর সাপ, চোখে পড়তেই প্রবল আতঙ্ক ক্লাসরুমে

নয়ডা: সাপ এমন একটি প্রাণী যাকে টিভিতে দেখলেও মানুষ ভয় পায়। ভাবুন তো, এই সাপ যদি মানুষের সামনে আসে তাহলে কী হবে? সম্প্রতি এক কলেজের শিক্ষার্থীদের এই ভয় বাস্তবে পরিণত হয়েছে৷ ক্লাস চলার সময়ই একটি সাপ তাদের চোখে পড়ে। ভয়ে ক্লাসে উপস্থিত শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সবার অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা এদিক ওদিক ছুটতে থাকে। অনেক শিক্ষার্থীকে ভিডিও করতেও দেখা গেছে। তবে কেউ আহত হয়নি।

আরও পড়ুন : মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!

সম্প্রতি, নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটির টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে একটি ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়েছে। ক্লাস চলাকালীন হঠাৎ এসির ভেন্টের মধ্যে থেকে একটি সাপের মুখ বারবার বেড়িয়ে আসছিল৷ যা দেখে শিশুদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷

ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন শিশু সাপের ভয়ে পালিয়ে যায়। শিক্ষকও অবাক হয়ে তাকিয়ে আছেন সাপের দিকে। কিন্তু পুরো ঘটনাটাই কিছুক্ষণের৷ অল্প সময় পর সাপটি আবার এসি ভেন্টের ভেতরে মুখ ঢুকিয়ে নেয়৷ এরপরই প্রাণ ফিরে পায় স্টুডেন্টরা।

আরও পড়ুন : নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক

ভিডিওটি 4 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, 16 ডিগ্রি তাপমাত্রায় সাপটি এসি ভেন্টের ভিতরে আরামে ঘুমিয়ে থাকত, কিন্তু ক্লাসের শব্দে ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। অন্য একজন লিখেছেন, হয়তো সাপ শুনেছে যে ক্লাসে পাইথন পড়ানো হচ্ছে। তাই সেও ক্লাসে যোগ দিয়েছিল৷

Uttar Pradesh News: নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক

লখিমপুর খেরি: কখনও বাড়িতে ঢুকে পড়ছে সাপ, কখনও নেকড়ের আক্রমণ প্রাণ যাচ্ছে গ্রামবাসীর আবার কখন পাগলা শিয়াল আক্রমণ করছে বৃদ্ধ মানুষকে৷ গত কয়েক দিনে সাধারণ মানুষের উপর বন্য জন্তুদের আক্রমণের ঘটনা একাধিক ঘটেছে৷ তালিকায় এবার নাম লিখিয়ে ফেলল কুমিরও৷  

ইউপির লখিমপুর জেলার নিঘাসন তহসিল এলাকার দৌলতাপুরের রাস্তায় একটি কুমিরকে হামাগুড়ি দিতে দেখা গিয়েছে। গভীর রাতে এখানে রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের গাড়ির সামনে কুমিরটিকে দেখা যায়। ঘটনায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে। রাস্তায় চলাচল করতে রীতিমতো ভয় করছে তাদের।

আরও পড়ুন : বাড়ছে বন্য পশুদের অত্যাচার, ঘুম উড়ছে গ্রামবাসীদের! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞের

কুমিরটি ছিল ৭ ফুট লম্বা নিঘাসন তহসিল এলাকার দৌলতাপুর গ্রামের বাসিন্দারা কুমিরের ভয়ে রাতে ক্ষেতের দিকেও যেতে পারছেন না। তাদের মুখে এখন একটা প্রশ্ন, ৭ ফুট লম্বা কুমির তেড়ে এলে কী হবে? আসলে রাতের অন্ধকারে গাড়ির সামনে দেখতে পাওয়া গিয়েছিল কুমিরটিকে। গাড়িতে উপস্থিত লোকজন সেটির ভিডিয়ো তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেয়৷ ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায়৷ তারপরেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : বাজারে আসতেই হুড়োহুড়ি শুরু, এই শহরে প্রথম দিনেই বিক্রি হল ১০০ আইফোন!

ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, কীভাবে রাস্তার ওপরে একটা ৭ ফুট লম্বা কুমির হামাগুড়ি দিচ্ছে। আসলে সেটি খাল অথবা পুকুর থেকে বের হয়ে রাস্তায় এসেছে৷ প্রবল বৃষ্টির প্রভাবে আপাতত উত্তরপ্রদেশের সব নদীই ভেসে গিয়েছে৷ টানা টানা বর্ষণে খাল-বিল, পুকুর তলিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, এই অবস্থায় কুমিরটি হয়তো নদী থেকে বেরিয়ে এসে পথ হারিয়ে ফেলেছে৷ সেটি আর ফিরতে পাচ্ছে না৷ বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়েছে৷ তারা চেষ্টা চালাচ্ছে হিংস্র জন্তুটিকে যথাস্থানে ফেরানোর৷

Uttar Pradesh: বাড়ছে বন্য পশুদের অত্যাচার, ঘুম উড়ছে গ্রামবাসীদের! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞের

পিলিভিট: জঙ্গল থেকে বেড়িয়ে এসে মানুষকে আক্রমণ। গত কয়েকদিনে উত্তরপ্রদেশে এমন একাধিক ঘটনা বারবার সামনে চলে আসছে। পিলিভিটের কথাই যদি ধরা হয়, গত এক দশকে সেখানে এই সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে।

এই প্রসঙ্গে লোকাল ১৮-কে এক সাক্ষাৎকারে নানা ইস্যুর কথা তুলে ধরেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ কেশব আগরওয়াল৷ ক্রমবর্ধমান জনসংখ্যা, জঙ্গলের আকার ছোট হয়ে যাওয়া, পর্যাপ্ত খাবারের অভাবের মতো বিষয়গুলি সামনে টেনে এনেছেন তিনি৷ গুরুত্ব দিয়েছেন উত্তরপ্রদেশে বাঘেদের সংখ্যা বৃদ্ধির ব্যাপারটিকেও৷

আরও পড়ুন : বাজারে আসতেই হুড়োহুড়ি শুরু, এই শহরে প্রথম দিনেই বিক্রি হল ১০০ আইফোন!

কেশব আগরওয়াল বলেছেন, “সারা দেশে বন্য প্রাণীদের আতঙ্ক বেড়েছে৷ পিলিভিটের বাঘ, নেকড়ে এবং উদয়পুরে চিতাবাঘের আতঙ্ক আজকাল খবরে শিরোনামেই থাকছে। পিলিভিট এই বিষয়ে খুবই সংবেদনশীল জায়গা। এখানে টাইগার রিজার্ভ রয়েছে৷ বাঘের জনসংখ্যার হারও এখানে অনেক বেশি৷ পিলিভীত টাইগার রিজার্ভের মোট এলাকা মাত্র ৩০-৩৫টি বাঘ থাকার জন্য যথেষ্ট। কিন্তু সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৭০-এ৷”

আরও পড়ুন : ভয়ঙ্কর দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি

তিনি আরও যোগ করেছেন, পিলিভিটের জঙ্গলের আয়োতন বেশ কম৷ মেরে কেটে ৩-৫ কিলোমিটারের। বিঘার পর বিঘা জঙ্গল কেটে সাফ করে ফেলা হয়েছে৷ সেখানে গড়ে উঠেছে বাড়ি বা চাষের ক্ষেত৷ তাই পর্যাপ্ত জায়গার অভাবে তাই বাঘ ঘুরতে ঘুরতে গ্রাম বা মাঠে চলে আসে৷ সেখানে তারা সহজেই গরু-ছাগল শিকার করে৷ এরপরে এটাই তাদের অভ্যাসে পরিণত হয়৷

কেশব আগরওয়াল বন্যপ্রাণী নিয়ে বলতে গিয়ে ২০২২ সালের WWF-এর একটি রিপোর্টের কথা বলেছেন৷ যেখানে বলা হয়েছে গোটা বিশ্বেই বন্যপ্রাণী শিকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারতের সেই সংখ্যাটা নেমেছে ৫৫%৷ যা রেকর্ড। তাঁর মতে, বন্য প্রাণের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জমি ও খাদ্যের অভাবই নেকড়ে, বাঘেদের টেনে নিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকায়৷

iPhone 16 news: বাজারে আসতেই হুড়োহুড়ি শুরু, এই শহরে প্রথম দিনেই বিক্রি হল ১০০ আইফোন!

আগ্রা: ভালোবাসার শহর আগ্রায় iPhone 16 লঞ্চে মানুষের মধ্যে প্রচণ্ড উন্মাদনা দেখা গিয়েছে। আইফোন 16 সিরিজের লঞ্চের সাথে সাথে আগ্রার আই প্রাইম শোরুমে গ্রাহকদের ভিড় জমতে শুরু করেছে। লঞ্চের আগেই লোকেরা আইফোন 16 বুক করা শুরু করেছিল এবং যা খবর, তাতে প্রথম দিনই না কি ১০০টিরও বেশি ফোন বিক্রি হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ভয়ঙ্কর দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি

উদ্বোধন উপলক্ষে আইপ্রাইম শোরুমে একটি বিশেষ কেক কাটা হয়, যাতে আইফোন ও আইপ্রাইমের ছবি ছিল। অনুষ্ঠানের নেতৃত্ব দেন আইপ্রাইমের এমডি রবি খান্ডেলওয়াল। তিনি বলেন, মানুষের মধ্যে আইফোনের উন্মাদনা এখনও অব্যাহত রয়েছে। আইফোন 16 এর বুকিং শুরু হয়ে গিয়েছিল এর লঞ্চের আগেই, এবং ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই এটি কেনার জন্য প্রচুর ভিড় জমেছে৷ আইফোন 16-এ অনেকগুলি নতুন এবং অনন্য বৈশিষ্ট্যের পাশাপাশি আকর্ষণীয় রঙের বিকল্প রয়েছে।

আরও পড়ুন : বিহারের জঙ্গল থেকে উদ্ধার নতুন প্রজাতির সাপ, শারীরিক গঠনে অবাক বিজ্ঞানীরা

আইফোন 16 সিরিজ এবার কোম্পানি iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max লঞ্চ করেছে। iPhone 16-এ অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে৷ কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, iPhone 16-এর নতুন ডিসপ্লে ৫০% শক্তিশালী সিরামিক শিল্ড সহ আসে। এর সাথে একটি ডেডিকেটেড ক্যামেরা বাটনও দেওয়া হয়েছে।

iPhone 16 সিরিজে একটি 48MP প্রাথমিক ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে, যা ম্যাক্রো ফটোগ্রাফি তুলতে সাহায্য করবে। সামনে একটি 12MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা দুর্দান্ত সেলফি তোলার অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।

iPhone 16 এবং iPhone 16 Plus এর দাম সম্পর্কে এবার জেনে নিন৷

iPhone 16-এর তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে
128GB: ₹৭৯,৯০০
256GB: ₹৮৯,৯০০
512GB: ₹১,০৯,৯০০

iPhone 16 Plus এর তিনটি ভেরিয়েন্টও পাওয়া যাবে, দামগুলি হল… 128GB: ₹৮৯,৯০০
256GB: ₹৯৯,৯০০
512GB: ₹১,১৯,৯০০