তাবকোশী 

Travel Destination: তিরতিরে নদীর জলে পা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে কাটবে সময়, ছুটিতে আসুন এই পাহাড়ি গ্রামে

দার্জিলিংয়ের বেড়াতে গিয়ে মিরিক গিয়েছেন অনেকেই। কিন্তু তাবাকোশি গিয়েছেন? মিরিক থেকে কিন্তু খুব কাছেই এই তাবাকোশি। মিরিক থেকে মাত্র ৭ কিমি দূরত্ব তাবাকোশির। পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর ছবির মতো এই গ্রাম ।
দার্জিলিংয়ের বেড়াতে গিয়ে মিরিক গিয়েছেন অনেকেই। কিন্তু তাবাকোশি গিয়েছেন? মিরিক থেকে কিন্তু খুব কাছেই এই তাবাকোশি। মিরিক থেকে মাত্র ৭ কিমি দূরত্ব তাবাকোশির। পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর ছবির মতো এই গ্রাম ।
এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে তাবাকোশি আসতে পারেন।নয়তো এনজেপি থেকে মিরিক বাজার পর্যন্ত যে কোনও শেয়ার কারে চলে আসুন। সেখান থেকে গাড়িতে তাবাকোশি। কম টাকায় হয়ে যাবে।
এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে তাবাকোশি আসতে পারেন।নয়তো এনজেপি থেকে মিরিক বাজার পর্যন্ত যে কোনও শেয়ার কারে চলে আসুন। সেখান থেকে গাড়িতে তাবাকোশি। কম টাকায় হয়ে যাবে।
রংভং নদীর তীরের এই গ্রাম। গাোপালধারা টি এস্টেটের খুব কাছেই এই তাবাকোশি। নদীর ধারে রয়েছে একাধিক হোম স্টে রয়েছে।
রংভং নদীর তীরের এই গ্রাম। গাোপালধারা টি এস্টেটের খুব কাছেই এই তাবাকোশি। নদীর ধারে রয়েছে একাধিক হোম স্টে রয়েছে।
বছরভরই আসতে পারেন তাবাকোশি। অক্টোবরের পর থেকে ফুল ফুটতে শুরু করে পাহাড়ি রাস্তার ধারে। চারদিকে সবুজ আর সবুজ। ছোট রংভং নদীর ধারে বসুন সারা দিন। নদীর জলে পা ডুবিয়ে আড্ডা দিন প্রিয়জনদের সঙ্গে, মন ভাল হয়ে যাবে ।
বছরভরই আসতে পারেন তাবাকোশি। অক্টোবরের পর থেকে ফুল ফুটতে শুরু করে পাহাড়ি রাস্তার ধারে। চারদিকে সবুজ আর সবুজ। ছোট রংভং নদীর ধারে বসুন সারা দিন। নদীর জলে পা ডুবিয়ে আড্ডা দিন প্রিয়জনদের সঙ্গে, মন ভাল হয়ে যাবে ।
তাবাকোশিতে পাহাড়ের ধারে ছোট একটা পার্ক রয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে টিকিট কেটে ঢুকে পড়ুন। প্রকৃতির মাঝে, ফুলের মাঝে ওদেরও ভালো লাগবে। দূরে পাহাড়ের সারি। দিন দুয়েকের জন্য কোনও ছোটাছুটি অ্যাডভেঞ্চার নয়, পাথরের উপর বসে গল্প করুন আর প্রকৃতিকে উপভোগ করুন।
তাবাকোশিতে পাহাড়ের ধারে ছোট একটা পার্ক রয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে টিকিট কেটে ঢুকে পড়ুন। প্রকৃতির মাঝে, ফুলের মাঝে ওদেরও ভালো লাগবে। দূরে পাহাড়ের সারি। দিন দুয়েকের জন্য কোনও ছোটাছুটি অ্যাডভেঞ্চার নয়, পাথরের উপর বসে গল্প করুন আর প্রকৃতিকে উপভোগ করুন।
সকালের দিকে মিরিক লেকে ঘুরে আসতে পারেন। আর রাতে হোম স্টের সামনে আগুন জ্বেলে চারপাশে বসুন। সে এক অন্যরকম অনুভূতি। সময় যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।
সকালের দিকে মিরিক লেকে ঘুরে আসতে পারেন। আর রাতে হোম স্টের সামনে আগুন জ্বেলে চারপাশে বসুন। সে এক অন্যরকম অনুভূতি। সময় যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।