Category Archives: দেশ

মোমবাতির বদলে হাতে মশাল, দলবল নিয়ে চাইনিজ ভাইরাস তাড়াতে নামলেন বিজেপি বিধায়ক

#হায়দ্রাবাদ: প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে করোনা তাড়াতে ‘গো করোনা গো’ বলে দেশজুড়ে হাসির রোল তুলেছিলেন৷ এবার প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর আবেদনে সাড়া দিতে গিয়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে এলেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক৷ রাজা সিং নামে ওই বিধায়ক রাস্তায় নেমে বললেন, ‘চিনা ভাইরাস ফেরত যাও!’

জনতা কারফিউয়ের মতোই মানুষ যে বিধিনিষেধ উপেক্ষা করেই পথে নামতে পারেন, সেই আশঙ্কায় প্রধানমন্ত্রী নিজেই ঘরে থেকে মোমবাতি, প্রদীপ জ্বালানোর আবেদন রেখেছিলেন৷ অনেকেই তাতে কর্ণপাত করেননি৷ বাদ যাননি এই বিজেপি বিধায়কও৷

অতি উৎসাহী এই বিজেপি বিধায়ক হাতে মশাল নিয়ে নিজেদের অনুগামীদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন তিনি৷ হাতে মশাল নিয়ে মিছিল থেকে স্লোগান ওঠে, ‘গো ব্যাক গো ব্যাক, চাইনিজ ভাইরাস গো ব্যাক৷’

গোশমহলের বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর অন্তত বারোজন সমর্থক ছিলেন৷ মিছিলের ছবি নিজেই টুইটারে পোস্ট করেন ওই বিজেপি বিধায়ক৷ তাতে আবার দেখা যাচ্ছে, হাতে গ্লাভস থাকলেও রাজা সিংয়ের মাস্ক প্রায় খুলে পড়েছে৷ সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিনিষেধ উড়িয়ে গাদাগাদি করেই অনুগামীদের সঙ্গে মিছিল করছেন তিনি৷

 

প্রদীপ হাতে উঠোনে ‘তুলসী’, মোদির ডাকে সেই স্মৃতিকে পেল ভারত

প্রদীপ হাতে তিনি ঘর থেকে বেরিয়ে আসছেন নতুনকে সাজাত জানাতে। এই দৃশ্য এক যুগের সময় দেখেছে ভারতবাসী। তিনি, স্মৃতি ইরানি। নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আরও একবার প্রদীপ হাতে বেরিয়ে এলেন প্রদীপ হাতে।টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।এ দিন টুইটারে স্মৃতি লেখেন,” এই আলো আশার, এই আলো আরোগ্যের।

সম্প্রতি করোনা আতঙ্কের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন স্মৃতি ইরানি। করোনা আক্রান্তদের চিকিৎসায়-রত ডাক্তার, নার্সদের নিরাপত্তার দিকটি খর্ব করার অভিযোগ ওঠে তাঁর নামে। তাঁর পদত্যাগেরও দাবি জানান কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালা।

কিন্তু এ দিন সেই সব তিক্ততার বাইরে, যখন গোটা দেশ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিচ্ছে, আরও একবার ধরা দিলেন সেই চেনা ‘তুলসী’। এই স্মৃতি জাঁদরেল নেত্রী নন, ভারতীয়দের মঙ্গলকামনায় নিয়োজিত এক গৃহবধূ।

পুলিশ নেচে বোঝাচ্ছে কীভাবে আটকাবেন করোনা, দেখুন মুহূর্তে ভাইরাল ভিডিও

#‌কোচি: পৃথিবীর পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে। সারা পৃথিবীর একটা বড় অংশ এখন গৃহবন্দী বলা চলে। করোনার হামলা আটকাতে কী কী করা উচিত, তা নিয়ে সমস্ত দেশের প্রশাসন যথেচ্ছ প্রচার চালাচ্ছে। সবাই লড়াই করছেন এই মারণ রোগ আটকাতে।

সেই কাজেই এবার অভিনভ ভূমিকা নিল কেরলের পুলিশ। সম্প্রতি করোনা ভাইরাস আটকাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, সেটিতে দেখা যাচ্ছে ছ’‌জন কেরল পুলিশকর্মী নাচছেন। একেবারে পেশাদার নৃত্যশিল্পীদের মতো। তাঁরা নেচে বোঝাচ্ছেন, কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘‌হু’‌ এর নির্দেশাবলী এখানে নাচের মাধ্যমে তুলে ধরেছেন পুলিশকর্মীরা। উল্লেখ্য, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মীরা পরে আছেন মাস্ক। সারা পৃথিবীর মানুষ ভাষা না বুঝতে পারলেও বুঝতে পারছেন ঠিক কী কী ধাপে হাত পরিষ্কার করতে হবে।

এখনও পর্যন্ত দেশে ১৫১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মৃত্যু হয়েছে ৩ জনের। আমাদের রাজ্যেও মিলেছে এক করোনা আক্রান্তের খোঁজ। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ানক। আর এক্ষেত্রে করোনা থেকে বাঁচতে নিজেকে পরিষ্কার রাখাই একমাত্র উপায়। আর সেই কাজ কীভাবে করতে হবে, সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছে কেরল পুলিশ।

করোনা ভাইরাসের জের, স্ট্রেস কমাতে বলিউডি গানে তুমুল নাচ মহিলার, ভিডিও ভাইরাল

#বার্লিন: করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তটস্থ ৷ করোনার হাত থেকে বাঁচতে বেশিরভাগ দেশের, বেশিরভাগ মানুষ গৃহবন্দি ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বন্ধ শপিং মল, সিনেমা হল ৷ বহু মানুষই অফিসের কাজ করছেন বাড়িতে বসে ৷ তবে কাজ করলেও, করোনা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ৷

ঠিক এরকমই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ শেয়ার হয়েছে ৷ নেটিজেনরা বলছেন এই ভিডিও তো একেবারে ভাইরাল !

তা কী রয়েছে ভিডিওতে?

ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গ্রিসের এক মহিলা, যিনি কর্মসূত্রে থাকেন জার্মানিতে, তিনি হঠাৎই অফিসের মধ্যেই নেচে উঠলেন মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘এক দো তিন’-এর সঙ্গে ৷ এই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারই এক সহকর্মী৷ তিনি লিখলেন, ‘করোনা স্ট্রেস থেকে বাঁচতে বলিউডি দাওয়াই !’

এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে তা চোখে পড়েছে মাধুরী দীক্ষিতেরও ৷ তিনিও লাইক করেছেন এই মহিলার ভিডিও ৷

আপনিও দেখে নিন সেই ভিডিও–

#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন

#কলকাতা: ভাইরাল আর ভাইরাল ৷ একদিকে ভাইরাল ভাইরাস অন্যদিকে তারই ছোঁওয়া ভাইরাল ভিডিওতে ৷ করোনা নিয়ে নানা জায়গায় নানা রঙ্গ ৷ এই মুহূ্র্তে টিকটক ভিডিও হ্যান্ডেলগুলিও দারুণ অ্যাকটিভ হয়ে গেছে ৷ করোনা আতঙ্কে মানুষ বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করেছে ৷

এরকমই একটা মজার ভিডিও এখন ভাইরাল . যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি থলে হাতে ডোরবেল বাজালেন ৷ দরজা খুলে দিলেন মাতৃস্থানীয়া এক মহিলা ৷ থলেটা ছেলের হাত থেকে নেওয়ার পরেই বিপত্তি ৷ হঠাৎই কাশতে শুরু করে ছেলেটি ৷

আরও পড়ুন – নিরামিষ খাওয়াদাওয়া থেকে প্রচণ্ড গরম! এগুলো কী সত্যিই করোনা ভাইরাস থাবা থেকে বাঁচাবে …

এরপরেই ওই মহিলা ছেলেটির পশ্চাতদেশে একটি লাথি মেরে তাঁকে বের করে দেয় ৷ তারপরেই কীটানুনাশক একটি স্প্রে থেকে সেখানে স্প্রে  করেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

@vivekverma.01

?? ##coronavirus ##trending ##viral ##foryou ##foryoupage ##vivekvermaa

♬ original sound – Vivek Verma

এই ভিডিওটির ভিউ ৫৫.৭ মিলিয়ন ৷ আর লাইকের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে বিবেক ভর্মা নামের টিকটিক হ্যান্ডেল থেকে ৷ এই ব্যক্তির হ্যান্ডেলে ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে ৷ তার মোট ভিডিও ভিউ হয়েছে ৩৯.৩ মিলিয়ন ৷ আসলে করোনা নিয়ে যেভাবে ভয় ছড়িয়েছে তাতে সামাণ্য হাসির পাঞ্চ আনতেই নির্মল আনন্দের উদ্দেশ্যেই এই ভিডিও ৷ এটিকে কোনওরকমভাবে কার্যকারী ভাবার কোনও কারণ নেই ৷

সিংহ-সিংহীর নিভৃত প্রেমালাপে বাধ সাধল ‘কুকুর’, তেড়ে গিয়ে যা করল, ভিডিও মুহূর্তেই ভাইরাল

#নয়াদিল্লি: সিংহ জঙ্গলের রাজা, এরকমই সকলের ধারণা বা পড়াশুনো করার সময়েও সকলেই এরকমই পড়েছেন ৷ সেই সিংহই নাকি এক কোণে! এক জায়গায় হাজির ছিল একটা নয় দু -দুটো সিংহ ৷ একটি সিংহ ও সিংহী ঘাসের খোলা প্রান্তরে বসে একান্ত সময় কাটাচ্ছিল ৷ সেখানেই হাজির হল একটি কুকুর ৷ দলবল নিয়ে নয় -একেবারে একা ৷ কিন্তু তাতে কী , ‘মেজাজটাই তো আসল রাজা’- বলেও  একটা কথা আছে ৷ নিজের সব সাহসে ভর দিয়ে ঘেউ ঘেউ করে ও সিংহ-সিংহীর দিকে তেড়ে যায় তারা ৷

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ৷ আর ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে ৷ জঙ্গলে আরাম করছিল ৷ আর চিৎকার করতে করতে হাওয়ায় উড়ন্ত এসে সিংহদের আক্রমণ করল সে ৷ ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ল্যাজ গুটিয়ে কোনওরকমে পালাচ্ছে সিংহ ও সিংহী ৷

দেখে নিন সেই ভিডিও

সুশান্ত নন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাস একটা সুপার পাওয়ার , একবার যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে থাকেন তখন জাদু হয় ৷’

আরও পড়ুন – সুপারমার্কেট থেকে কিনে আনা হল আলুর বস্তা, আর তারমধ্যেই ছিল অতিকায় সাপ, তেড়ে গেল শিশুর দিকে…

১১ মার্চ এই ভিডিও শেয়ার হয়েছে ৷ একজন নেটিজেন লিখেছেন, ‘এমন নয় তো কুকুরের করোনা ভাইরাস হয়েছে েরজন্যেই সিংহ ওর থেকে বাঁচার চেষ্টা করছে ৷ আবার একজন লিখেছেন, ‘একে বলে হিম্মত, একবার চেষ্টা করলে যেটা অসম্ভব সেটাও সম্ভব হয়ে যায় ৷ ’

 

করোনা পরীক্ষার আগে কী ভাবে থাকবেন হোম কোয়ারেন্টাইনে, তথ্য ভাগ করলেন মোদি

#নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের সংক্রমণে ত্রস্ত গোটা দেশ৷ ইতিমধ্যেই বিপর্যয় ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণের প্রভাবকে৷ এই পরিস্থিতিতে কোরানো মোকাবিলার জন্যে হোম কোয়ারেন্টাইন করে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিপর্যস্তদের পরিবারকে চার লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি৷

শনিবার প্রধানমন্ত্রী নিজের টুইট হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রকের হোম কোয়ারেন্টাইন নির্দেশিকা শেয়ার করেন৷ লেখেন, ‘‘এই নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ, সকলে পড়ুন৷’’

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য হোম কোয়ারেন্টাইন করা জরুরি৷ জ্বর-সর্দিতে আক্রান্ত ব্যক্তির জন্যে এই নির্দেশিকায় বহু নিদান দেওয়া হয়েছে৷ যেমন বলা হয়েছে- হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি একটি ঘরেই থাকেন৷ সংলগ্ন টয়লেট থাকা জরুরি৷ কোনও ভাবেই যেন কোনও জমায়েতে না যাওয়া হয়৷ হাত ধোয়ার ক্ষেত্রেও অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ খাবার, পানীয়, টাওয়েল, বিছানা ইত্যাদি না ব্যবহার করার অনুরোধ করা হয়েছে৷

Coronavirus in India| করোনা ‘ঘোষিত বিপর্যয়,’ জানাল কেন্দ্র, ভারতে মারণ ভাইরাস মিলল আরও একজনের দেহে!

#নয়াদিল্লি: করোনা ভাইরাস (COVID 19)-কে ঘোষিত বিপর্যয় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ বিশ্বের সব দেশ সীমান্ত সিল করে দিয়েছে৷ কেন্দ্র জানিয়েছে, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্‍সা ও আনুষাঙ্গিক খরচ বহন করবে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে, সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে৷ চিকিত্‍সক ও চিকিত্‍সা কর্মীরাও যদি করোনা আক্রান্ত হয়ে মারা যায়, তা হলেও ৪ লক্ষ টাকা কেন্দ্রীয় সাহায্য পরিবারকে দেওয়া হবে৷

সব রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বিপর্যয় মোকাবিলা তহবিলের অর্থে করোনা বিপর্যয়ের মোকাবিলা করতে হবে৷

ভারতে আরও একজনের করোনা ধরা পড়েছে৷ দেশে এখন ৮৪ জনের দেহে নিশ্চিত ভাবে করোনা পাওয়া গিয়েছে৷ ৪ হাজার জনকে অবজার্ভেশনে রাখা হয়েছে৷ শনিবার রাতে ইরানের মাহান এয়ারে করে ইরানে আটকে থাকা বাকি ভারতীয়দের মুম্বইয়ে আনা হচ্ছে৷

আজই লখনৌয়ে এক ব্যক্তির শরীরে করোনা মিলেছে৷ ইরানে এই ৯৭ জনের মৃত্যু হল করোনায়৷ প্রায় ১৩ হাজার মানুষ ইরানে করোনা আক্রান্ত৷

সমুদ্র পাড়ে ৭২ বার ডিগবাজি, রেকর্ড এক রত্তি ছেলের

দশ কুড়ি নয়, পর পর ৭২ ! চোখের পলক পড়ার আগেই কোনও বিশ্রাম না নিয়েই পর পর সামারসল্ট বাচ্চা ছেলের ৷ এমন অবিশ্বাস্য ক্ষমতা দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া ৷ বড় বড় জিমন্যাস্টদেরও এমন পরের পর ডিগবাজি দিতে কালঘাম ছুটে যায়, সেখানে অবলীলায় না হাঁফিয়ে তা করেই চলেছে বাচ্চা ছেলেটি ৷ ফিট ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের ৷ শুধু তাই নয়, এমন অসাধারণ এক প্রতিভার পারফর্মমেন্সের ভিডিওটি কেন্দ্রীয় ক্রীড়াপ্রতীমন্ত্রী কিরেন রিজিজু এবং সাইকেও ট্যাগ করা হয়েছে ৷ এমনকি ভারতের জাতীয় জিমন্যাস্ট টিমে ছেলেটিকে সুযোগ করে দেওয়ার দাবি উঠেছে ৷যদিও কিশোরের কোনও পরিচয় এখনও জানা যায়নি৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রের বালির বীচের পাশের রাস্তা থেকে উল্টোদিকে ডিগবাজি দিতে শুরু করেছে এক কিশোর ৷ জোরে জোরে কাউন্ট ও ভিডিও করছে আরেকজন ৷ এক থেকে দুই বলার আগেই চোখের নিমেষে তিন নম্বর ডিগবাজিতে পৌঁছে গিয়েছে বাচ্চাটি, এমনই তাঁর গতিবেগ ৷  রাস্তা পেরিয়ে শুকনো বালির বিচ, তা পেরিয়ে ভেজা বালি ছেড়ে সমু্দ্রের কাছে গিয়ে শেষ হচ্ছে ডিগবাজির ‘দৌড়’ ৷ ততক্ষণে এক নিশ্বাসে চোখ ধাঁধানো ৭২টি ডিগবাজি দিয়ে ফেলেছে ওই কিশোর ৷ বিশ্বাস না হলে নিজেই দেখে নিন সেই ভিডিও-

প্রচণ্ড জোরে দৌড়চ্ছে সিংহ, প্রাণভয়ে এদিক-ওদিক সরে যাচ্ছে মানুষজন, দেখুন Viral Video

#গুজরাত : মাধবপুরের এক গ্রামে  সিংহের হঠাৎ হানা ৷ একবারে ভরা বাজারে সিংহ হঠাৎ ঢুকে পড়ে ৷ এলাকায় একজোট হয়েছিলেন বহু মানুষ সেখানে কথাবার্তা চলছিল ৷ পার্ক করে রাখা ছিল অনেক বাইক ৷ রোজকার মতোই সেখানে ছিল ব্যস্ততা ৷ কিন্তু হঠাৎই এসে পড়ল মূর্তিমান বিপদ ৷

ভরা রাস্তায় প্রচন্ড গতিতে এগিয়ে আসছে সিংহ দেখেই শুরু হয়ে যায় প্রচণ্ড চিৎকার ৷ এদিক ওদিকে যেদিকে পারে লোকজন দৌড়তে শুরু করে ৷ সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভয়ের এই ভিডিও শেয়ার হয়েছে Susanta Nanda IFS@susantananda3- এই অ্যাকাউন্ট থেকে ৷ ৮০ কিলোমিটার গতিতে দৌড়চ্ছে ভিডিও ৷ 

 

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ভাইরাল হয়েছে ৷ মানুষরা এই ভিডিও দেখে প্রচুর রিট্যুইট করেছেন ৷