Tag Archives: Lion

Viral Story: অদ্ভুত ঘটনা! মোষের ভয়ে পালল সিংহ! এ কেমন উলটো কথা? পুরোটা জানলে চমকে উঠবেন

বন্যজীবন এক অদ্ভুত জীবন৷ কত নতুন নতুন অদ্ভুত রোমাঞ্চ ঘটে অরণ্যে৷ এই সভ্য সমাজ তার নাগালও পায় না৷ সিংহ তাড়া করে শিকার করছে৷ এটাই তো স্বাভাবিক নিয়ম৷ কিন্তু ওই যে সেই জীবনে কখন কী যে ঘটে যায়, তার খোঁজ কেই বা রাখে৷

এমনই এক উলটপূরাণ দেখা গেল ভাইরাল ভিডিওতে৷ সেখানে মোষের ভয়ে এক সিংহ শাবক একেবারে মগডালে চেপে বসেছে৷

আরও পড়ুন:নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা সম্ভবত শিকার খুঁজতে গিয়ে কোনওভাবে মহিষের আস্তানায় চলে গিয়েছে৷ তার চারপাশ থেকে হঠাৎ করে অনেক কটা মহিষ সিংহকে ঘিরে ফেলতে শুরু করে৷ আর তাতেই রাজামশাই রীতিমতো ভয় পেতে শুরু করে৷ আর তাতেই সোজা উঠে গেল একেবারে মগডালে৷

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

প্রথমে ছোট রাজামশাই মহিষের ডেরায় গিয়ে রাজার হালে বসে বিশ্রাম নিচ্ছিলেন৷ কিন্তু তারপর মহিষগুলো আস্তে আস্তে সিংহগুলোকে ক্রমশ ঘিরে ধরতে থাকে৷ আর তাতেই রাজামশাইয়ের পিলে চমকে একেবারে অস্থির ব্যাপার৷

সিংহ শাবকটি রীতিমতো ভয় পেয়ে যায়৷ নানাভাবে শাবকটি পালাবার চেষ্টা করে৷ হঠাৎ করে এক মহিষ শাবকটিকে শিং দিয়ে আক্রমণ করার চেষ্টা করতে থাকে৷ আর তাতেই সিংহটি একেবারে ভয় পেয়ে নিকটবর্তী গাছে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ গাছের ডাল ভেঙে শাবকটি নীচে পড়ে যায়৷

কয়েকজন ব্যক্তি এই মুহূর্তটি ফোনবন্দি করছিল৷ হঠাৎ করে এই ঘটনায় তাঁরা ভয় পেয়ে যায়৷ ভিডিওতে তাঁদের আর্তনাদের আওয়াজ শোনা যায়৷ মানুষগুলো আশঙ্কা ছিল মহিষগুলো সিংহ শাবকটিকে মেরে ফেলবে৷ যাই হোক, শাবকটি পড়ে গিয়ে কোনওরকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়৷

Viral Video: সিংহের খাঁচার সামনে নানারকম অঙ্গভঙ্গি ব্যক্তির, তারপর যা ভয়ঙ্কর ঘটনা ঘটল

চিড়িয়াখানায় গেলে অনেক সময়তেই অদ্ভুত কিছু মানুষের দেখা পাওয়া যায়, যারা নানাভাবে পশুদের উত্যোক্ত করতে অভ্যস্ত৷ যা নিরাপত্তার দিক থেকে অনেকসময়ই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে৷

সেখানকার নিরাপত্তাকর্মীরা বারবার সচেতনও করে৷ তা হলেই বা কী? কে শোনে কার কথা! এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: কোবরার মতো ভয়ঙ্কর সাপকেও গিলে খায়! কোন প্রাণী জানেন? বেশিরভাগজনই কিন্তু ভুল উত্তর দেন

সেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি খাঁচার সামনে দঁড়িয়ে সমানে ভিতরের পশুটিকে উত্যক্ত করছে৷ তাও আবার যে সে পশু নয়৷ স্বয়ং অরণ্যের রাজামশাই সিংহের সামনে৷

ব্যক্তিটি সিংহের খাঁচার গলা নকল করছে৷ তার আচার-আচরণে সিংহটি রীতিমতো উত্তেজিত হয়ে যাচ্ছিল৷ ফলে সিংহটি এক সময় আক্রমণাত্মক হয়ে গিয়েছিল৷

আরও পড়ুন: সর্বনাশ! সকালে এই খাবারগুলো খাচ্ছেন না তো? ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারেন, জেনে নিন খাবারগুলোর নাম

হঠাৎ করে দেখা গেল সিংহটি সোজা দঁড়িয়ে ব্যক্তিটিকে আক্রমণ করে৷ ফলে অনেকে বেশ ভয়ও পেয়ে যায়৷

এমনকি হঠাৎ করে, ব্যক্তিটির মাথা সিংহের নাগালে চলে আসে৷ যদিও কোনওরকম বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি কোনওক্রমে রক্ষা পান৷

এর পরেও ব্যক্তিটি সিংহের মাথায় হাত দেওয়ার চেষ্টা করছে৷ আর সিংহটি তার দিকে তাকিয়ে রীতিমতো গর্জন করছে৷ এরপরেই ভাইরাল হওয়া ভিডিওটি শেষ হয়ে যায়৷

Bengal Safari Park: বদলে গেল বেঙ্গল সাফারি পার্কের আকবর এবং সীতার নাম! দুই সিংহের নয়া নাম দিলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদলে হল সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানিয়েছেন এডিশনাল এডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী। আর নামবদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর।

ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নামবদল নিয়ে এডিশনাল এডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, “ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম নিয়ে সার্কিট বেঞ্চে যে মামলা ছিল তার নিষ্পত্তি করা হয়েছে। অভিযোগ ছিল, যে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর নাকি ওই সিংহ দম্পতির নামকরণ করেছে। আমরা প্রমাণ করে দিয়েছি যে ত্রিপুরার সরকার ও সংশ্লিষ্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই সিংহ দম্পতির নামকরণ করেছিল। তাতে আমাদের কোন ভূমিকা নেই। যে মুহুর্তে এরাজ্যের সরকারের কাছে বিষয়টি সম্পর্কে জেনেছে, তখনই কোনও বিতর্কিত নাম যাতে না থাকে তার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেইমতো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হয়। সেইমতো নামকরণ করা হয়েছে।”

আরও পড়ুুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। ২০২৩ সাল থেকে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে।

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সবথেকে ভালো দম্পতি। সেই অনুমোদন মতো চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে সড়কপথে বেঙ্গল সাফারিতে পৌঁছয় ওই সিংহ দম্পতি। আকবর ও সীতা নামে সিংহ সাফারিতে পৌঁছনোর পরই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। এক অরাজনৈতিক সংগঠনের তরফে এরাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। এরপরই মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট জানিয়েদেন এডিশনাল এডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী। শুনানির পর জুলাই মাসে মামলার নিষ্পত্তি হয়। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম এতে বিতর্কের কিছু ছিল না। কারণ ওই সিংহদের নাম আমাদের রাখাই ছিল না। ওটা ত্রিপুরা সরকারের দেওয়া। আদালতে তা প্রমাণ হয়েছে, মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নামকরণ করেছেন সুরজ ও তনয়া।”

Knowledge Story: বলুন তো, দুই লেজ বিশিষ্ট সিংহ কোন দেশের জাতীয় পশু? উত্তর অজানা ৯০ শতাংশের

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।

সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
প্রতিটি দেশেরই জাতীয় পশু, পাখি, ফল, ফুল থাকে। কিন্তু বলুন তো, পৃথিবীর কোন দোশের জাতীয় পশু দুই লেজ বিশিষ্ট সিংহ? এর উত্তর অজানা ৯০ শতাংশ মানুষের।
প্রতিটি দেশেরই জাতীয় পশু, পাখি, ফল, ফুল থাকে। কিন্তু বলুন তো, পৃথিবীর কোন দোশের জাতীয় পশু দুই লেজ বিশিষ্ট সিংহ? এর উত্তর অজানা ৯০ শতাংশ মানুষের।
এবার আসা যাক উত্তরে। দুই লেজ বিশিষ্ট সিংহকে ইউরোপের দেশ চেক রিপাবলিকের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে সিংহের আবার দুটি লেজ হয় নাকি?
এবার আসা যাক উত্তরে। দুই লেজ বিশিষ্ট সিংহকে ইউরোপের দেশ চেক রিপাবলিকের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে সিংহের আবার দুটি লেজ হয় নাকি?
চেক রিপাবলিকের দুই লেজ বিশিষ্ট সিংহ একটি পৌরানিক চরিত্র। যা ওই দেশের ইতিহাস, পুরাণ ও ধর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাই দুই লেজ বিশিষ্ট সিহংকে জাতীয় পশুর মর্যাদা দিয়েছে চেক রিপাবলিক।
চেক রিপাবলিকের দুই লেজ বিশিষ্ট সিংহ একটি পৌরানিক চরিত্র। যা ওই দেশের ইতিহাস, পুরাণ ও ধর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাই দুই লেজ বিশিষ্ট সিহংকে জাতীয় পশুর মর্যাদা দিয়েছে চেক রিপাবলিক।
চেক প্রজাতন্ত্রের অস্ত্রের কোটে ডবল লেজযুক্ত সিংহের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটি বোহেমিয়ার প্রতীক। যা একটি ঐতিহাসিক অঞ্চল যা এখন চেক প্রজাতন্ত্রের অংশ বহু শতাব্দী ধরে ।
চেক প্রজাতন্ত্রের অস্ত্রের কোটে ডবল লেজযুক্ত সিংহের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটি বোহেমিয়ার প্রতীক। যা একটি ঐতিহাসিক অঞ্চল যা এখন চেক প্রজাতন্ত্রের অংশ বহু শতাব্দী ধরে ।
সিংহ শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতিনিধিত্ব করে। ডাবল লেজ বোহেমিয়ার মধ্যে দুটি প্রাচীন রাজত্বের মিলনের প্রতীক বলে বলা হয়। চেক ইতিহাসে প্রতীকটির গভীর শিকড় রয়েছে এবং এটি দেশের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সিংহ শক্তি, সাহস এবং রাজকীয়তার প্রতিনিধিত্ব করে। ডাবল লেজ বোহেমিয়ার মধ্যে দুটি প্রাচীন রাজত্বের মিলনের প্রতীক বলে বলা হয়। চেক ইতিহাসে প্রতীকটির গভীর শিকড় রয়েছে এবং এটি দেশের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

মাসাইমারার সবুজ ল্যান্ডস্কেপে সিংহের তীব্র গর্জন কাঁপিয়ে দিল ইন্টারনেটকে

ভাইরাল ভিডিওটিতে দেখে গেছে একদল সিংহ তীব্র গর্জন করতে করতে মাসাই মারার সবুজ ল্যান্ডস্কেপে হেঁটে বেড়াচ্ছে। তাদের আওয়াজ যেন সমস্ত সোশ্যাল মিডিয়ার ঘুম ভাঙিয়ে দিয়েছে। একদিকে যখন বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটিগুলি বন্যপ্রাণীদের শিকারিদের লোভের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে , অন্যদিকে সিংহের সংখ্যা বছরের পর বছর হ্রাস পাচ্ছে। আজ বিশ্বের সব জায়গায় মানুষের আবাস্থল গড়ে ওঠার জন্য জঙ্গলের রাজাদের জন্য বাসস্থানের অভাব দেখা দিয়েছে। আগের মতো শিকারও তারা পায়না ,কিছু ক্ষেত্রে ক্ষুদার্ত এবং তৃষ্ঞার্ত সিংহকে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গেছে। এইরকম পরিস্থিতিতে দলবেঁধে হেঁটে চলা সিংহের গর্জনের ভিডিও মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

কেনিয়ার মাসাই মাররা সবুজ ল্যান্ডস্কেপে পশুরাজের এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। একজন সাফারি অপারেটর এবং বন্যপ্রাণী ফটোগ্রাফার আদিত্যডিকিসিং এই অপূর্ব ফুটেজটি টুইটারে শেয়ার করেছেন । ভিডিওতে, মোট ১৫টিরও বেশি সিংহকে দলবদ্ধ হয়ে একটি পাহাড়ে হাঁটতে দেখা যায়। ফটোগ্রাফার আরও বলেছেন কিভাবে তিনি ব্রেকফাস্ট করার আগে ৪ টি স্থানে ৪০ টি সিংহকে দেখতে পেয়েছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন “এটি সিংহের গর্বের একটি অংশ। একটি গর্বের অংশ – এটা মনের মধ্যে গেঁথে যাক । আজ সকালে মাসাই মারাতে প্রাতঃরাশের আগে ৪টি জায়গায় প্রায় ৪০টি ভিন্ন সিংহ দেখেছি। ” ভিডিওটি এখানে দেখুন-


পশুপ্রেমীরা ভিডিওটি বেশ কয়েকবার দেখেছেন। দলবদ্ধ সিংহের গর্জনের এমন একটি বিরল ক্লিপ দেখে সোশ্যাল মিডিয়াতে প্রায় সকলেই মন্ত্রমুগ্ধ। মাইক্রো-ব্লগিং সাইটে একদিনের মধ্যেই ভিডিওটি ত্রিশ হাজারেরও বেশি ভিউ এবং চারশো লাইক সংগ্রহ করেছে।

ভিন্ন ইউসাররা কমেন্ট বক্সে তাদের ভিন্ন প্রতিক্রিয়া পোস্ট করেছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া :
একজন ইউসার লিখেছেন, “অবিশ্বাস্য! সিংহ এবং বাঘের সাথে আপনার কিছু মহাজাগতিক সংযোগ রয়েছে!
আরেকজন অনুসন্ধিৎসু ব্যবহারকারী জিজ্ঞেস করলেন, “এটা সত্যিই বড় গর্বের বিষয়! এটা কোনটা? বিখ্যাত মার্শ প্রাইড নাকি প্যারাডাইস প্লেইন প্রাইড নাকি অ্যাকিয়া প্রাইড না অন্য কেউ?
ওপর একজন কমেন্ট করেছেন, “এরা সংখ্যায় অনেকগুলো এবং ওয়ান প্রাইডের একটি অংশ! সুন্দর দৃশ্য.”
ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে , প্রাইড অফ লায়ন ৩ থেকে ৪০ জন সিংহকে অন্তর্ভুক্ত করে । যখন প্রাইড অফ লায়ন এ এরা শিকার করে, শাবকদের বড় করে এবং একত্রে তাদের অঞ্চলকে রক্ষা করে। উল্লেখযোগ্যভাবে, স্ত্রী সিংহরাই শিকার এবং বাচ্চা লালন-পালনে নিজেদের অবদান রাখে। বেশিরভাগ সিংহই একে ওপরের সঙ্গে কোন সম্পর্কে যুক্ত। তারা হয় মা, কন্যা বা বোন। তারা বেশিরভাগই একই সময়ে সন্তান প্রসব করে এবং শাবকগুলিকে সমস্ত সিংহীরা একসঙ্গে লালন-পালন করে। পুরুষদের সংখ্যা সাধারণত মহিলাদের তুলনায় কম। প্রাইড অফ লায়ন এ দুটি প্রাপ্তবয়স্ক পুরুষ বা তাদের একটি ছোট দল থাকতে পারে।

খাঁচার বাইরে দাঁড়িয়ে সিংহকে উপহাস করার ভিডিও ভাইরাল

ভিডিওটিতে দেখা যাচ্ছে দুইজন মহিলা সিংহের খাঁচার বাইরে বসে তাকে উপহাস করছে। যে কারণে সিংহকেও বিরক্ত বোধ করতে দেখা গেছে। সুশান্ত নন্দা ভারতীয় বন পরিষেবার একজন অফিসার ভিডিওটি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টুইটারে ভিডিওটি যিনি আপলোড করেছেন তার নাম হল অ্যাঞ্জি করণ।

মিস্টার সুশান্ত নান্দা ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন “সিংহ হয়ে জন্ম নেওয়া অভিশাপ হতে পারে। মানুষ কিভাবে এতটা সংবেদনহীন হতে পারে ।”

ভিডিওটি যা দেখা গেছে তাতে এটি পরিষ্কার যে ওই দুই মহিলা খাঁচার বাইরে বসে সিংহকে উপহাস এবং বিরক্ত করার সঙ্গে সঙ্গে পোস দিয়ে এই বন্য বিড়ালের সঙ্গে ছবিও তুলছেন।

অ্যাঞ্জি করণ আপলোডার ক্যাপশনে লিখেছেন “কোনও অন্যায় না করার জন্য কারাগারে আছেন এমন কাউকে নিয়ে হাসছেন এবং উপহাস করছেন! আপনি কি মনে করেন যে এই দুই মহিলা তখন কি সিংহকে উপহাস করতে পারবেন যদি ভূমিকাগুলি বিপরীত হয়?” আপলোডার ক্যাপশনে লিখেছেন৷ ” ভিডিওটি এখানে দেখুন-

 

নন্দা এই পোস্টটি শেয়ার করার পর থেকে এখনো অবধি প্রায় ২৪ হাজার ভিউ অর্জন করেছে এঁবং ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে এক টুইটার ইউসার লিখেছেন“সিংহদের এইসবের শিকার হওয়া উচিত নয়! ” ওয়ান ওয়ে মিররই হয়ত এর সেরা বিকল্প।”

অন্যজন মন্তব্য করেছেন , “সাধারণ জনগণের বিনোদনের জন্য যে কর্তৃপক্ষ এই সুবিধা তৈরি করেছে তাদের দোষারোপ করুন। আমি নিশ্চিত অনেক বন কর্মকর্তা, পশু চিকিৎসক তাদের বিশেষজ্ঞ মতামত এবং পরামর্শ দেবেন।”

এমনি অনেক মন্তব্য এবং প্রতিক্রিয়া দিয়ে ইউসাররা প্রতিবাদ এবং নিন্দের ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর।

Unique Hair Style of Lion: চুল স্ট্রেট, কেশরে চাইনিজ কাট! ভাইরাল হল পশুরাজের আজব হেয়ারস্টাইল!

Viral Photos of Lion’s Unique Hair Style: সিংহ হল গিয়ে পশুরাজ! তার কেশরের দাপট আর হুঙ্কারের তীব্রতায় জঙ্গলের রাজত্ব হোক বা চিড়িয়াখানার জমক, দুইয়ের তারকা সিংহই। তবে চিনের গুয়াংজু চিড়িয়াখানার এক সিংহ হঠাৎ ভাইরাল হয়ে গিয়েছে! সৌজন্যে সিংহের হেয়ারস্টাইল, থুড়ি, কেশরস্টাইল। চিনের এই চিড়িয়াখানা থেকে সিংহের একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছেন লিজিয়ান ঝাও। লিজিয়ান চিনের তথ্য বিভাগ ও বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এই সপ্তাহের শুরুর দিকে পোস্ট করা এই ট্যুইটটিতে সিংহটির কেশরের দিকে তাকালে চোখ আটকে যাবেই। সিংহের অমর ফোলানো কেশরাজি কই! এ যেন স্ট্রেট করা লম্বা চুল, আবার সামনে বাহারি চাইনিজ কাট!

আরও পড়ুন- অবিশ্বাস্য! ‘নিজেকে খুব ভালোবাসি’, তাই নিজেকে নিজেই বিয়ে করার সিদ্ধান্ত যুবতীর!

সিংহের মুখটি দেখে মায়াও হতে পারে। যেন জোর করে সদ্য পার্লার থেকে চুল কাটিয়ে দিয়েছে কেউ। ট্যুইটারে ছবি শেয়ার করে লিজিয়ান ঝাও লিখেছেন, “গুয়াংজু চিড়িয়াখানায় একটি সাদা সিংহের মিষ্টি সুন্দর চুলের স্টাইল।”

ছবি শেয়ার হতেই নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন দ্রুত। ট্যুইটের একজন মন্তব্য করেন, “এটা রাজার জন্য খুবই অপমানজনক।”

অন্য একজন আবার সিংহের চুলের স্টাইলটির সঙ্গে ৬০-এর দশকের রক ব্যান্ড রোলিং স্টোনের সদস্যদের একজনের মিল খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন, সিংহের ছবিটি ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসের স্মৃতি ফিরিয়ে এনেছে। একজন মন্তব্য করেছেন, “বিটলস মাশরুম মাথাওয়ালা একটি সিংহ।”

কেউ কেউ আবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সিংহের কেশরের মিল খুঁজে পেয়েছেন। একজন আবার মজা করে লিখেছেন, “ আমি শুধু জানতে চাই কে এটা করেছে? মানে সিংহের চুল কাটার মতো সাহসী লোকটি কে?”

অনেকেই আবার সিংহের চুলের স্টাইলিস্ট পরিবর্তন করার অনুরোধও জানিয়েছেন, একজন লিখেছেন, “অনুগ্রহ করে ওর হেয়ারস্টাইলিস্ট পরিবর্তন করুন!”

আরও পড়ুন- ছিঃ! বাদ গেল না বিমানও! আকাশপথে জানলায় গুটখার পিক ফেললেন যাত্রী!

গুয়াংজু চিড়িয়াখানা চিনের তিনটি বৃহত্তম চিড়িয়াখানার মধ্যে একটি। ৪২ হেক্টর জুড়ে বিস্তৃত চিড়িয়াখানাটি ৪৫০ প্রজাতির ৪,৫০০ টিরও বেশি প্রাণীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে জায়ান্ট পান্ডা, দক্ষিণ চিনের বাঘ, সিংহ, সোনালি বানর এবং কালো ঘাড়ওয়ালা সারস সহ নানা বিরল প্রাণী।

গুজরাটের হোটেলের ভিতর ঢুকে পড়ল সিংহি, হাড়হিম Video

#গুজরাট: শকিং ভিডিও দেখে চমকে উঠছেন নেটিজেন। গুজরাটের একটি হোটেলের মেন গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং জঙ্গলের রানি। গুজরাটের রাস্তায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক সকলেই। হোটেলের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য। জুনাগড়ের ওই হোটেলের বাইরের সারভেইলেন্স ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে, মেন গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে সিংহি। নিচু সীমানা টপকে একেবারে হোটেলের ভিতর ঢুকেও পড়ে সেটি। ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোরবেলা।

টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন উদয়ন কাচ্ছি নামের এক টুইটার ইউজার। গুজরাটের জুনাগড়ের রাস্তায় হামেশাই যে সিংহ দেখা যায় সেই কথা বিবরণে জানিয়েছেন তিনি। গিরনার পাহাড়ের কোলে অবস্থিত জুনাগড় গির সংরক্ষিত অরণ্যের একেবারে সংলগ্ন। সেখানে সিংহ সংরক্ষণ করা হয়। এশীয় সিংহের একমাত্র সংরক্ষিত অরণ্য এই গির অরণ্য। টুইটার ইউজার কাচ্ছি এই ভিডিও শেয়ার করে জানিয়েছেন, জুনাগড়ের হোটেল সরোবর পোর্টিকোর মেন গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে এই সিংহি। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যস্ত এলাকা এটি। রেলস্টেশনের একেবারেই কাছে এই হোটেলটি।

এগারো সেকেন্ডের ভিডিওটিতে দেখা গিয়েছে সিংহি নিচু গেট লাফ দিয়ে পেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। ঠিক তার কয়েক সেকেন্ড আগেই রাস্তা দিয়ে দুই বাইক আরোহী চলে যাচ্ছেন। কাচ্ছির শেয়ার করা ভিডিওতে কমেন্ট করেছেন ভারতীয় বন আধিকারিক সুশান্ত নন্দা। রাজ্যে প্রাণী-মানুষ সংঘাতের বিষয়টি ফের একবার তুলে ধরেছেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষে ঝড় তুলেছে। এককথায় ভাইরাল হয়েছে সেটি।

ভিডিওটি প্রায় ৭ হাজার বার দেখা হয়েছে এবং বহু মানুষ এটি নিয়ে কথা বলেছেন ও লাইক করেছেন। অনেকেই গুজরাটে পশুদের সঙ্গে মানুষের সম্পর্কের কথা টেনে এনেছেন।

‘সিংহ রাগে কেশর নাড়ে’ আর সেই কেশর যদি হয় দুধ সাদা! দেখুন ভাইরাল ছবি

#কেপটাউন: সাধে কী আর সে পেয়েছে পশুরাজের তকমা! রাজকীয় ভঙ্গিমা, অসীম শক্তি, গাম্ভীর্যের জেরেই সে হয়ে উঠেছে বনের রাজা। চোখের সামনেই যদি এ হেন বিশালাকায় সিংহ তার নিজস্ব ছন্দে, কেশর দুলিয়ে এগিয়ে আসে, তবে সেই দৃশ্য দেখা এবং ক্যামেরাবন্দী করা ভাগ্যের ব্যাপার। তার উপরে সে যদি হয় বিরল প্রজাতির তুষারশুভ্রকায়, তবে যেন সোনায় সোহাগা! সম্প্রতি এই সব কিছু মিলিয়েই কপাল খুলেছে ব্রিটিশ ফটোগ্রাফারের। সিমন নিধাম (Simon Needham) ক্যামেরাবন্দী করেছেন বছর ছয়েকের মোয়াকে (Moya)। মোয়া দক্ষিণ আফ্রিকার একটি বিরল সাদা বন্য সিংহ (White Lion)।
খবর মোতাবেকে, মোয়াকে দেখতে এতটাই সুন্দর যে সিমন প্রায় বাকরহিত হয়ে গিয়েছিলেন! সিংহের (Lion) কেশর হল তার সৌন্দর্য ও অহঙ্কারের প্রতীক। মোয়ার কেশরও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। ঘন দুধসাদা কেশরে তার সৌন্দর্য আরও বেশি বিকশিত হয়েছে।
মোয়া থাকে দক্ষিণ আফ্রিকার (South Africa) গ্লেন গ্যারিফ কনজারভেশন সেন্টারে। সিমন জানতেন এর সামনে যাওয়া সম্ভব নয়। কিন্তু মোয়ার আকর্ষণ যেন অপ্রতিরোধ্য ছিল তাঁর কাছে। তাই দূর থেকেই পশুরাজকে ক্যামেরাবন্দী করেন তিনি।

সিমন জানিয়েছেন যে একজন ফটোগ্রাফার যখন ছবি তোলেন, তখন তিনি নিজের কাজের মধ্যে ডুবে যান। ফলে যার ছবি তোলা হচ্ছে, তার সৌন্দর্য বোঝার মতো সময় বা সুযোগ কোনওটাই থাকে না। যদিও প্রথমবার এই সিংহকে দেখে সিমন চমকে গিয়েছিলেন, তবুও ছবিগুলো তোলার পরেই একমাত্র তিনি সঠিক ভাবে বুঝতে পারেন যে এই প্রাণী আদতে কতটা সুন্দর!
সিমনের তোলা ছবিগুলোও অসাধারণ হয়েছে। এই ছবি নিজের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে দেওয়ার পরই মোয়া ভাইরাল হয়ে যায়। সিমনের মতো মোয়াকে সামনাসামনি না দেখলেও এই ছবিতে তার সৌন্দর্য দেখে নেটিজেনরা স্তম্ভিত হয়ে যান।

প্রসঙ্গত জনিয়ে রাখা যায় যে এখন অনেক স্যাংচুয়ারিতেই সাদা সিংহ আছে, কিন্তু জঙ্গলে এই বিরল প্রজাতির প্রাণী প্রায় দেখাই যায় না! জেনেটিক মিউটেশনের (Genetic Mutation) ফলেই এই রকম সাদা রং দেখা যায়। এমনিতে সিংহের গায়ের রং সোনালি হয়। কিন্তু দু’টি বিরল জিনের মিলনে এই রকম সাদা রং হতে পারে।

সিমন জানিয়েছেন, ছবি তোলার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছেন একটি স্বেচ্ছাসেবী সিংহ সংরক্ষন সংস্থার প্রধান সুজান স্কট। এই ধরনের ছবির মাধ্যমে বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এই ছবি তোলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

 

সিংহ-সিংহীর নিভৃত প্রেমালাপে বাধ সাধল ‘কুকুর’, তেড়ে গিয়ে যা করল, ভিডিও মুহূর্তেই ভাইরাল

#নয়াদিল্লি: সিংহ জঙ্গলের রাজা, এরকমই সকলের ধারণা বা পড়াশুনো করার সময়েও সকলেই এরকমই পড়েছেন ৷ সেই সিংহই নাকি এক কোণে! এক জায়গায় হাজির ছিল একটা নয় দু -দুটো সিংহ ৷ একটি সিংহ ও সিংহী ঘাসের খোলা প্রান্তরে বসে একান্ত সময় কাটাচ্ছিল ৷ সেখানেই হাজির হল একটি কুকুর ৷ দলবল নিয়ে নয় -একেবারে একা ৷ কিন্তু তাতে কী , ‘মেজাজটাই তো আসল রাজা’- বলেও  একটা কথা আছে ৷ নিজের সব সাহসে ভর দিয়ে ঘেউ ঘেউ করে ও সিংহ-সিংহীর দিকে তেড়ে যায় তারা ৷

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ৷ আর ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে ৷ জঙ্গলে আরাম করছিল ৷ আর চিৎকার করতে করতে হাওয়ায় উড়ন্ত এসে সিংহদের আক্রমণ করল সে ৷ ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ল্যাজ গুটিয়ে কোনওরকমে পালাচ্ছে সিংহ ও সিংহী ৷

দেখে নিন সেই ভিডিও

সুশান্ত নন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাস একটা সুপার পাওয়ার , একবার যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে থাকেন তখন জাদু হয় ৷’

আরও পড়ুন – সুপারমার্কেট থেকে কিনে আনা হল আলুর বস্তা, আর তারমধ্যেই ছিল অতিকায় সাপ, তেড়ে গেল শিশুর দিকে…

১১ মার্চ এই ভিডিও শেয়ার হয়েছে ৷ একজন নেটিজেন লিখেছেন, ‘এমন নয় তো কুকুরের করোনা ভাইরাস হয়েছে েরজন্যেই সিংহ ওর থেকে বাঁচার চেষ্টা করছে ৷ আবার একজন লিখেছেন, ‘একে বলে হিম্মত, একবার চেষ্টা করলে যেটা অসম্ভব সেটাও সম্ভব হয়ে যায় ৷ ’