Category Archives: দেশ

Viral Video: লকডাউন এফেক্ট?‌ ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছে হনুমান, দেখুন ভিডিও

#নয়া দিল্লি:‌ লকডাউনের মধ্যেই উঠে আসছে নানারকম মজার ভিডিও। লক্ষ লক্ষ মানুষ এখন গৃহবন্দী। আর সেই সময়েই শহরে নানা সময়ে এসে পড়ছে একাধিক পশু পাখি। ক’‌দিন আগে দিল্লির রাস্তায় দেখা গিয়েছে রেন ডিয়ার। কেরলে দেখা গিয়েছে ময়ূর। মানুষের ‘‌উৎপাত’‌ হীন সমাজে যেন প্রকৃতি নিজের মতো করে খেলে বেড়াচ্ছে।

এবার তেমনই এক অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে বসে মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে একটি হনুমান। ভিডিও দেখা যাচ্ছে ঘুড়ির সুতো ধরে টানছে হনুমানটি আর যাঁরা ভিডিও করছিলেন, তাঁরা চিৎকার করে উৎসাহ দিচ্ছেন। শেষে পর্যন্ত ঠিক সুতো ধরে টেনে ঘুড়ি কাছে নিয়ে এসেছে হনুমানটি। আর এই ভিডিও ক্লিপ দেখে রীতিমতো উৎসাহিত নেটিজেনরা।

এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘‌লকডাউনে মধ্যে বিবর্তনের কাজটা অনেক দ্রুত হচ্ছে। দেখুন, একটি হনুমান ঘুড়ি ওড়াচ্ছে।’‌ সুশান্ত নন্দা নামে এক আইএফএস অফিসারের শেয়ার করা এই ভিডিওটি সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হাসপাতালে বন্দি বাবা, চিন্তায় কেঁদে ভাসালেন লালু পুত্র তেজপ্রতাপ

#পাটনা: করোনায় গৃহবন্দি গোটা দেশ৷ সবাই সবার বাবা- মা এবং পরিবারকে নিয়ে বাড়িতে রয়েছেন৷ অথচ তাঁর বাবা জেলে৷ বাবাকে নিয়ে আশঙ্কায় কেঁদেই ফেললেন লালু পুত্র তেজপ্রতাপ যাদব৷ টুইটারে তিনি লিখলেন, ‘বাড়ি ফিরে এসো বাবা, Miss u papa’৷

পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ আপাতত রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ করোনা নিয়ে যে ত্রাসের সঞ্চার হয়েছে, তাতে হাসপাতালে বন্দি বাবার স্বাস্থ্য নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন লালু পুত্র তেজপ্রতাপ৷ হাসপাতালে তাঁর বাবারও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ভেবেই রীতিমতো ঘাবড়ে গিয়েছেন তেজপ্রতাপ৷ টুইটারেই তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে বাবার কথা খুবই মনে পড়ছে তাঁর৷ তেজপ্রতাপের মতে, এই কঠিন সময়ে তাঁদের পরিবারের মতোই গোটা বিহারের  লালুপ্রসাদকে প্রয়োজন৷

টুইটারে এক ভিডিও বার্তায় তেজস্বী বলেছেন, সব পরিবারে সন্তানদের নিয়ে বাবা- মায়েরা এক জায়গায় রয়েছেন, কিন্তু পরিবারের থেকে অনেক দূরে রয়েছেন লালুপ্রসাদ৷ তেজপ্রতাপকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি কী খাচ্ছ, কেমন আছো, সেসব ভেবেই খুব চিন্তা হচ্ছে৷’

এমনিতে খুবই একরোখা স্বভাবের বলে পরিচিত তেজপ্রতাপ৷ বাড়িতেও নাকি তিনি কারওরই কথা শোনেন না৷ নিজের মর্জিমাফিক চলেন৷ একমাত্র নিজের বাবা লালুপ্রসাদের কথা কখনও অমান্য করেন না তেজপ্রতাপ৷ লালু একবার নিজেও বলেছিলেন, ‘আমাদের আদরের তেজু একটু জেদি ঠিকই, কিন্তু ওর মন খুব ভাল৷’

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মনে করা হয়েছিল লালুপ্রসাদকে হয়তো প্যারোলে হাসপাতাল থেকে ছাড়া হবে৷ কিন্তু সোমবার ঝাড়খণ্ড সরকারের ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ ফলে, লালু আদৌও হাসপাতাল থেকে ছাড়া পাবনে কিনা, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে৷

করোনার বিরুদ্ধে বন্ধুদের পাশে নিয়ে একসঙ্গে লড়ার বার্তা প্রধানমন্ত্রী মোদির

#নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷  ট্যুইট করে বন্ধুদের পাশে নিয়ে একসঙ্গে লড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো ধন্যবাদ জানান নরেন্দ্র মোদিকে ৷ হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির সামগ্রী চেয়ে  মোদিকে কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট ৷ মোদি এদিন ট্যুইট করেন, কঠিন সময়ে দু’ দেশের সম্পর্ক আরও দৃঢ ৷ করোনা লড়াইয়ে বদ্ধপরিকর ভারত ৷ বন্ধুদের সাহায্যে বদ্ধপরিকর ভারত ৷’’

বিশ্বজুড়েই এখন হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়ছে। একাধিক দেশ যোগাযোগ করছে ভারতের সঙ্গে। করোনা পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা  সকলের। এবার যেসমস্ত দেশ ভারতের কাছে সাহায্য চাইছে, সেই সমস্ত বন্ধু দেশকে সাহায্য করতে প্রস্তুত ভারত। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুও ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি লিখেছেন, “ইজরায়েলে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ইজরায়েলের প্রত্যেক নাগরিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।”

মোমবাতির বদলে হাতে মশাল, দলবল নিয়ে চাইনিজ ভাইরাস তাড়াতে নামলেন বিজেপি বিধায়ক

#হায়দ্রাবাদ: প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে করোনা তাড়াতে ‘গো করোনা গো’ বলে দেশজুড়ে হাসির রোল তুলেছিলেন৷ এবার প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর আবেদনে সাড়া দিতে গিয়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে এলেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক৷ রাজা সিং নামে ওই বিধায়ক রাস্তায় নেমে বললেন, ‘চিনা ভাইরাস ফেরত যাও!’

জনতা কারফিউয়ের মতোই মানুষ যে বিধিনিষেধ উপেক্ষা করেই পথে নামতে পারেন, সেই আশঙ্কায় প্রধানমন্ত্রী নিজেই ঘরে থেকে মোমবাতি, প্রদীপ জ্বালানোর আবেদন রেখেছিলেন৷ অনেকেই তাতে কর্ণপাত করেননি৷ বাদ যাননি এই বিজেপি বিধায়কও৷

অতি উৎসাহী এই বিজেপি বিধায়ক হাতে মশাল নিয়ে নিজেদের অনুগামীদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন তিনি৷ হাতে মশাল নিয়ে মিছিল থেকে স্লোগান ওঠে, ‘গো ব্যাক গো ব্যাক, চাইনিজ ভাইরাস গো ব্যাক৷’

গোশমহলের বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর অন্তত বারোজন সমর্থক ছিলেন৷ মিছিলের ছবি নিজেই টুইটারে পোস্ট করেন ওই বিজেপি বিধায়ক৷ তাতে আবার দেখা যাচ্ছে, হাতে গ্লাভস থাকলেও রাজা সিংয়ের মাস্ক প্রায় খুলে পড়েছে৷ সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিনিষেধ উড়িয়ে গাদাগাদি করেই অনুগামীদের সঙ্গে মিছিল করছেন তিনি৷

 

প্রদীপ হাতে উঠোনে ‘তুলসী’, মোদির ডাকে সেই স্মৃতিকে পেল ভারত

প্রদীপ হাতে তিনি ঘর থেকে বেরিয়ে আসছেন নতুনকে সাজাত জানাতে। এই দৃশ্য এক যুগের সময় দেখেছে ভারতবাসী। তিনি, স্মৃতি ইরানি। নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আরও একবার প্রদীপ হাতে বেরিয়ে এলেন প্রদীপ হাতে।টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।এ দিন টুইটারে স্মৃতি লেখেন,” এই আলো আশার, এই আলো আরোগ্যের।

সম্প্রতি করোনা আতঙ্কের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন স্মৃতি ইরানি। করোনা আক্রান্তদের চিকিৎসায়-রত ডাক্তার, নার্সদের নিরাপত্তার দিকটি খর্ব করার অভিযোগ ওঠে তাঁর নামে। তাঁর পদত্যাগেরও দাবি জানান কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালা।

কিন্তু এ দিন সেই সব তিক্ততার বাইরে, যখন গোটা দেশ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিচ্ছে, আরও একবার ধরা দিলেন সেই চেনা ‘তুলসী’। এই স্মৃতি জাঁদরেল নেত্রী নন, ভারতীয়দের মঙ্গলকামনায় নিয়োজিত এক গৃহবধূ।

পুলিশ নেচে বোঝাচ্ছে কীভাবে আটকাবেন করোনা, দেখুন মুহূর্তে ভাইরাল ভিডিও

#‌কোচি: পৃথিবীর পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে। সারা পৃথিবীর একটা বড় অংশ এখন গৃহবন্দী বলা চলে। করোনার হামলা আটকাতে কী কী করা উচিত, তা নিয়ে সমস্ত দেশের প্রশাসন যথেচ্ছ প্রচার চালাচ্ছে। সবাই লড়াই করছেন এই মারণ রোগ আটকাতে।

সেই কাজেই এবার অভিনভ ভূমিকা নিল কেরলের পুলিশ। সম্প্রতি করোনা ভাইরাস আটকাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, সেটিতে দেখা যাচ্ছে ছ’‌জন কেরল পুলিশকর্মী নাচছেন। একেবারে পেশাদার নৃত্যশিল্পীদের মতো। তাঁরা নেচে বোঝাচ্ছেন, কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘‌হু’‌ এর নির্দেশাবলী এখানে নাচের মাধ্যমে তুলে ধরেছেন পুলিশকর্মীরা। উল্লেখ্য, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মীরা পরে আছেন মাস্ক। সারা পৃথিবীর মানুষ ভাষা না বুঝতে পারলেও বুঝতে পারছেন ঠিক কী কী ধাপে হাত পরিষ্কার করতে হবে।

এখনও পর্যন্ত দেশে ১৫১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মৃত্যু হয়েছে ৩ জনের। আমাদের রাজ্যেও মিলেছে এক করোনা আক্রান্তের খোঁজ। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ানক। আর এক্ষেত্রে করোনা থেকে বাঁচতে নিজেকে পরিষ্কার রাখাই একমাত্র উপায়। আর সেই কাজ কীভাবে করতে হবে, সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছে কেরল পুলিশ।

করোনা ভাইরাসের জের, স্ট্রেস কমাতে বলিউডি গানে তুমুল নাচ মহিলার, ভিডিও ভাইরাল

#বার্লিন: করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তটস্থ ৷ করোনার হাত থেকে বাঁচতে বেশিরভাগ দেশের, বেশিরভাগ মানুষ গৃহবন্দি ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বন্ধ শপিং মল, সিনেমা হল ৷ বহু মানুষই অফিসের কাজ করছেন বাড়িতে বসে ৷ তবে কাজ করলেও, করোনা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ৷

ঠিক এরকমই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ শেয়ার হয়েছে ৷ নেটিজেনরা বলছেন এই ভিডিও তো একেবারে ভাইরাল !

তা কী রয়েছে ভিডিওতে?

ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গ্রিসের এক মহিলা, যিনি কর্মসূত্রে থাকেন জার্মানিতে, তিনি হঠাৎই অফিসের মধ্যেই নেচে উঠলেন মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘এক দো তিন’-এর সঙ্গে ৷ এই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারই এক সহকর্মী৷ তিনি লিখলেন, ‘করোনা স্ট্রেস থেকে বাঁচতে বলিউডি দাওয়াই !’

এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে তা চোখে পড়েছে মাধুরী দীক্ষিতেরও ৷ তিনিও লাইক করেছেন এই মহিলার ভিডিও ৷

আপনিও দেখে নিন সেই ভিডিও–

#Viral: বাজারের ব্যাগ হাতে কাশতে কাশতে বাড়ি ফিরল ছেলে, মা যা করলেন

#কলকাতা: ভাইরাল আর ভাইরাল ৷ একদিকে ভাইরাল ভাইরাস অন্যদিকে তারই ছোঁওয়া ভাইরাল ভিডিওতে ৷ করোনা নিয়ে নানা জায়গায় নানা রঙ্গ ৷ এই মুহূ্র্তে টিকটক ভিডিও হ্যান্ডেলগুলিও দারুণ অ্যাকটিভ হয়ে গেছে ৷ করোনা আতঙ্কে মানুষ বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করেছে ৷

এরকমই একটা মজার ভিডিও এখন ভাইরাল . যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি থলে হাতে ডোরবেল বাজালেন ৷ দরজা খুলে দিলেন মাতৃস্থানীয়া এক মহিলা ৷ থলেটা ছেলের হাত থেকে নেওয়ার পরেই বিপত্তি ৷ হঠাৎই কাশতে শুরু করে ছেলেটি ৷

আরও পড়ুন – নিরামিষ খাওয়াদাওয়া থেকে প্রচণ্ড গরম! এগুলো কী সত্যিই করোনা ভাইরাস থাবা থেকে বাঁচাবে …

এরপরেই ওই মহিলা ছেলেটির পশ্চাতদেশে একটি লাথি মেরে তাঁকে বের করে দেয় ৷ তারপরেই কীটানুনাশক একটি স্প্রে থেকে সেখানে স্প্রে  করেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

@vivekverma.01

?? ##coronavirus ##trending ##viral ##foryou ##foryoupage ##vivekvermaa

♬ original sound – Vivek Verma

এই ভিডিওটির ভিউ ৫৫.৭ মিলিয়ন ৷ আর লাইকের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে বিবেক ভর্মা নামের টিকটিক হ্যান্ডেল থেকে ৷ এই ব্যক্তির হ্যান্ডেলে ১৬ লক্ষ ফলোয়ার রয়েছে ৷ তার মোট ভিডিও ভিউ হয়েছে ৩৯.৩ মিলিয়ন ৷ আসলে করোনা নিয়ে যেভাবে ভয় ছড়িয়েছে তাতে সামাণ্য হাসির পাঞ্চ আনতেই নির্মল আনন্দের উদ্দেশ্যেই এই ভিডিও ৷ এটিকে কোনওরকমভাবে কার্যকারী ভাবার কোনও কারণ নেই ৷

সিংহ-সিংহীর নিভৃত প্রেমালাপে বাধ সাধল ‘কুকুর’, তেড়ে গিয়ে যা করল, ভিডিও মুহূর্তেই ভাইরাল

#নয়াদিল্লি: সিংহ জঙ্গলের রাজা, এরকমই সকলের ধারণা বা পড়াশুনো করার সময়েও সকলেই এরকমই পড়েছেন ৷ সেই সিংহই নাকি এক কোণে! এক জায়গায় হাজির ছিল একটা নয় দু -দুটো সিংহ ৷ একটি সিংহ ও সিংহী ঘাসের খোলা প্রান্তরে বসে একান্ত সময় কাটাচ্ছিল ৷ সেখানেই হাজির হল একটি কুকুর ৷ দলবল নিয়ে নয় -একেবারে একা ৷ কিন্তু তাতে কী , ‘মেজাজটাই তো আসল রাজা’- বলেও  একটা কথা আছে ৷ নিজের সব সাহসে ভর দিয়ে ঘেউ ঘেউ করে ও সিংহ-সিংহীর দিকে তেড়ে যায় তারা ৷

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ৷ আর ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে ৷ জঙ্গলে আরাম করছিল ৷ আর চিৎকার করতে করতে হাওয়ায় উড়ন্ত এসে সিংহদের আক্রমণ করল সে ৷ ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ল্যাজ গুটিয়ে কোনওরকমে পালাচ্ছে সিংহ ও সিংহী ৷

দেখে নিন সেই ভিডিও

সুশান্ত নন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাস একটা সুপার পাওয়ার , একবার যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে থাকেন তখন জাদু হয় ৷’

আরও পড়ুন – সুপারমার্কেট থেকে কিনে আনা হল আলুর বস্তা, আর তারমধ্যেই ছিল অতিকায় সাপ, তেড়ে গেল শিশুর দিকে…

১১ মার্চ এই ভিডিও শেয়ার হয়েছে ৷ একজন নেটিজেন লিখেছেন, ‘এমন নয় তো কুকুরের করোনা ভাইরাস হয়েছে েরজন্যেই সিংহ ওর থেকে বাঁচার চেষ্টা করছে ৷ আবার একজন লিখেছেন, ‘একে বলে হিম্মত, একবার চেষ্টা করলে যেটা অসম্ভব সেটাও সম্ভব হয়ে যায় ৷ ’

 

করোনা পরীক্ষার আগে কী ভাবে থাকবেন হোম কোয়ারেন্টাইনে, তথ্য ভাগ করলেন মোদি

#নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের সংক্রমণে ত্রস্ত গোটা দেশ৷ ইতিমধ্যেই বিপর্যয় ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণের প্রভাবকে৷ এই পরিস্থিতিতে কোরানো মোকাবিলার জন্যে হোম কোয়ারেন্টাইন করে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিপর্যস্তদের পরিবারকে চার লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তিনি৷

শনিবার প্রধানমন্ত্রী নিজের টুইট হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রকের হোম কোয়ারেন্টাইন নির্দেশিকা শেয়ার করেন৷ লেখেন, ‘‘এই নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ, সকলে পড়ুন৷’’

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য হোম কোয়ারেন্টাইন করা জরুরি৷ জ্বর-সর্দিতে আক্রান্ত ব্যক্তির জন্যে এই নির্দেশিকায় বহু নিদান দেওয়া হয়েছে৷ যেমন বলা হয়েছে- হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি একটি ঘরেই থাকেন৷ সংলগ্ন টয়লেট থাকা জরুরি৷ কোনও ভাবেই যেন কোনও জমায়েতে না যাওয়া হয়৷ হাত ধোয়ার ক্ষেত্রেও অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ খাবার, পানীয়, টাওয়েল, বিছানা ইত্যাদি না ব্যবহার করার অনুরোধ করা হয়েছে৷