Tag Archives: Air Conditioner

Air conditioner in school: ছেলেমেয়েকে স্কুলে এসিতে পড়াতে চান? খরচ দিতে হবে বাবা-মাকেই, নির্দেশ হাই কোর্টের

দিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ চলছে, যার জেরে কষ্ট পাচ্ছেন বহু মানুষ। উষ্ণ আবহাওয়ার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে ভাল নেই ছাত্র-ছাত্রীরাও। গরমের ছুটি পড়ার আগে থেকেই গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এই সময় অনেক বাবা-মা চাইছেন স্কুলে এসি থাকলে ছেলেমেয়ে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। মনে রাখবেন, স্কুলে এসি থাকতেই পারে, কিন্তু খরচ দিতে হবে আপনাকেই। সম্প্রতি এক জনস্বার্থ মামলায় এমনই জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

দিল্লির এক বেসরকারি স্কুল এসির খরচ বাবদ প্রতিটি ছাত্রছাত্রীর থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে নিচ্ছিল, যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিভাবকেরা। দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ অভিভাবকদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে জানায়, রশিদ স্পষ্ট উল্লেখ রয়েছে যে স্কুল এয়ার কন্ডিশনিংয়ের জন্যই অতিরিক্ত টাকা নিচ্ছে, যেই পরিষেবা ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, তাই বাড়তি খরচ স্কুল কর্তৃপক্ষ দাবি করতেই পারেন।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

বিচারপতির আরও বক্তব্য, কোন স্কুলে ছেলেমেয়ে ভর্তি হবে তা পছন্দ করার সময় অভিভাবকদের মাথায় রাখতে হবে স্কুল কী কী পরিষেবা ছাত্রছাত্রীদের দেবে, সেই অনুযায়ী খরচও বহন করতে হবে অভিভাবকদের।

Summer Tips: বিছানা হবে বরফ-ঠান্ডা…! হাজার হাজার টাকার Air Conditioner আর Cooler ছাড়ুন! বাড়িতে আনুন সস্তার এই জিনিস

গ্রীষ্মকাল আসতে না আসতেই প্রতি বছরের মতো এই বছরেও এসি আর কুলার কেনার জন্য ছুটছেন মানুষ। ইলেট্রনিক্স গ্যাজেটের দোকানগুলিতে গিজগিজ করছে ক্রেতা। বুঝে-না বুঝে বেশি দামের এয়ার কন্ডিশনিং মেসিন কিনে ঠকেও যাচ্ছেন অনেকেই।
গ্রীষ্মকাল আসতে না আসতেই প্রতি বছরের মতো এই বছরেও এসি আর কুলার কেনার জন্য ছুটছেন মানুষ। ইলেট্রনিক্স গ্যাজেটের দোকানগুলিতে গিজগিজ করছে ক্রেতা। বুঝে-না বুঝে বেশি দামের এয়ার কন্ডিশনিং মেসিন কিনে ঠকেও যাচ্ছেন অনেকেই।
আসলে কারণ একটাই, প্যাঁচপ্যাঁচে গরমে ত্রাহি ত্রাহি হাল মধ্যবিত্তের। তাই সাধ্যে না কুলোলেও, সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন।
আসলে কারণ একটাই, প্যাঁচপ্যাঁচে গরমে ত্রাহি ত্রাহি হাল মধ্যবিত্তের। তাই সাধ্যে না কুলোলেও, সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন।
কারণ সকলেই গ্রীষ্মের দিনগুলিতে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় এসি ছাড়া। ঘর এতটাই গরম হয়ে যায় যে শান্তিতে একটু ঘুমোনোর অবস্থা থাকে না। আর্দ্রতা এবং ঘামের সমস্যা মাত্রা ছাড়াই। তাপমাত্রা বেড়ে গেলে ঘরের ভিতরে রাখা গরম বিছানাতে শুলেই যেন ছ্যাঁকা লাগে গায়ে।
কারণ সকলেই গ্রীষ্মের দিনগুলিতে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় এসি ছাড়া। ঘর এতটাই গরম হয়ে যায় যে শান্তিতে একটু ঘুমোনোর অবস্থা থাকে না। আর্দ্রতা এবং ঘামের সমস্যা মাত্রা ছাড়াই। তাপমাত্রা বেড়ে গেলে ঘরের ভিতরে রাখা গরম বিছানাতে শুলেই যেন ছ্যাঁকা লাগে গায়ে।
লাগাতার ঘুমের ব্যাঘাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও এড়ানো যায় না। যারা এসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতির একই কারণ। অনেকেই বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হন, কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানো এড়াতেও পারেন না।
লাগাতার ঘুমের ব্যাঘাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও এড়ানো যায় না। যারা এসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতির একই কারণ। অনেকেই বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হন, কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানো এড়াতেও পারেন না।
এমন মানুষদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরণের এসি বেডশিট (AC Bedsheet)। এই এসি বেডশিটের বিশেষত্ব হল এটি খুব কম বিদ্যুত খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে, ফলে আরামদায়ক ঘুম হয়।
এমন মানুষদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরণের এসি বেডশিট (AC Bedsheet)। এই এসি বেডশিটের বিশেষত্ব হল এটি খুব কম বিদ্যুত খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে, ফলে আরামদায়ক ঘুম হয়।
কী এই AC Bedsheet?এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে। তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর একপাশে, টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা থাকে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য, একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে।
কী এই AC Bedsheet?
এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে। তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর একপাশে, টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা থাকে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায়। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য, একটি কন্ট্রোল বক্স রয়েছে যা এই বেডশিটে লাগানো আছে। এছাড়াও, গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে।
বিদ্যুৎ খরচ বেশ কম:এই এসি বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র 4.5 ওয়াট শক্তি খরচ করে। মানে এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিটের কম।
বিদ্যুৎ খরচ বেশ কম:
এই এসি বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র 4.5 ওয়াট শক্তি খরচ করে। মানে এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিটের কম।
এই এসি বিছানার চাদরের ওজন মাত্র ২ কেজি, তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনও জায়গায় নেওয়া যায়। এটিতে একটি টাইমারও রয়েছে, যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ঠান্ডা করার জন্য সেট করতে পারেন।
এই এসি বিছানার চাদরের ওজন মাত্র ২ কেজি, তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনও জায়গায় নেওয়া যায়। এটিতে একটি টাইমারও রয়েছে, যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ঠান্ডা করার জন্য সেট করতে পারেন।
মূল্য কিরকম এই বেডশিটের?আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই পাবেন। তবে অনলাইনে কেনাকাটা করলে এই বিছানার চাদর একটু কম খরচে পড়বে। এটি অনলাইন শপিং সাইটগুলিতে ১৫০০ থেকে ২০০০ টাকা মূল্যে কেনা যাবে।
মূল্য কিরকম এই বেডশিটের?
আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই পাবেন। তবে অনলাইনে কেনাকাটা করলে এই বিছানার চাদর একটু কম খরচে পড়বে। এটি অনলাইন শপিং সাইটগুলিতে ১৫০০ থেকে ২০০০ টাকা মূল্যে কেনা যাবে।
পরিষ্কার করার সময় কিছু সতর্কতা:এসি বিছানার চাদর সাধারণ বিছানার চাদরের মতো পরিষ্কার করা যাবে না। এটি ভিজে গেলে এতে লাগানো ফ্যান ও ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
পরিষ্কার করার সময় কিছু সতর্কতা:
এসি বিছানার চাদর সাধারণ বিছানার চাদরের মতো পরিষ্কার করা যাবে না। এটি ভিজে গেলে এতে লাগানো ফ্যান ও ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
যদি এটি নোংরা হয়ে যায়, আপনি এটি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। এই শিট বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মে ব্যবহৃত হয়। কিন্তু খুব বেশি গরম লাগলে যে কোনও ঋতুতেই ব্যবহার করতে পারেন এই এসি বেডশিট।
যদি এটি নোংরা হয়ে যায়, আপনি এটি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। এই শিট বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মে ব্যবহৃত হয়। কিন্তু খুব বেশি গরম লাগলে যে কোনও ঋতুতেই ব্যবহার করতে পারেন এই এসি বেডশিট।

এসির ফ্যানের গতি কি গাড়ির মাইলেজ কমায়? জানুন আসল তথ্য

কলকাতা: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা যায় না। এসির নিত্য ব্যবহারে সর্বত্র এমনই অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। কিন্তু, গাড়ির এসি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা মাথায় আসে তা হল মাইলেজ।

আমরা সবাই জানি যে গাড়ির এসি ব্যবহার করলে তার মাইলেজ কমে যায়। কিন্তু, এমন পরিস্থিতিতে মানুষের মনে একটা প্রশ্নও জাগে যে, এসির গতি বাড়ানো বা কমানো গাড়ির মাইলেজে কোনও পার্থক্য করে কি না? এখানে আমরা এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি।

গাড়ির এসির ফ্যানের গতি কি গাড়ির মাইলেজ কমায় –

আসলে গাড়ির এসি সরাসরি ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ এসি ব্যবহার করতে হলে গাড়ি স্টার্ট করতে হবে। কিন্তু, এসির ফ্যানটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত। এমন পরিস্থিতিতে, এসির ফ্যানের গতি বাড়ানো বা কমানো গাড়ির কর্মক্ষমতা বা জ্বালানিতে কোনও পার্থক্য করবে না। অর্থাৎ, কেউ যদি এসি চালু করে থাকে, তাহলে সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে টেনশনমুক্ত থাকতে পারবেন।

আরও পড়ুন- বাজার কাঁপাচ্ছে ‘এই’ বাইক! মার্চে রেকর্ড বিক্রি, তেলের গন্ধে চলবে, খরচ কম

এসি দিয়ে গাড়ির মাইলেজ বাড়ানোর টিপস –

১) গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে এসি চালু করা যাবে না। প্রথমে দরজা বা জানালা খুলতে হবে এবং গরম বাতাস বের হতে দিতে হবে। এই কাজ করে নিলে, গাড়ির এসি চালিয়ে কেবিন ঠান্ডা করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না।

২) গাড়ির এসি ব্যবহার করার সময় অবশ্যই রি-সার্কুলেশন বাটনে ক্লিক করতে হবে। এই বাটন টিপে, গাড়িটি বাইরে থেকে বাতাস নেওয়া বন্ধ করে এবং কেবিনে উপস্থিত বাতাসকে ক্রমাগত ঠান্ডা করে।

আরও পড়ুন- চমক দিল বাজাজ! অনেকের প্রিয় Pulsar এবার নতুন ফিচার নিয়ে হাজির, দেখার মতো লুক

৩) রোদে গাড়ি পার্কিং এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে ছায়ায় গাড়ি পার্ক করতে হবে। এতে করে গাড়ি বেশি গরম হবে না এবং গাড়ির এসি চালিয়ে কেবিন ঠান্ডা করতে কম পরিশ্রম করতে হবে।

এসি চালান ‘এই’ মোডে, যা বিল আসে, তার অর্ধেক আসবে! ২৫ শতাংশ কমবে AC-র জন্য খরচ

কলকাতা: এসি কেনার পর বেশিরভাগ মানুষের একটাই চিন্তা। বিদ্যুতের বিল। তবে কিছু নিয়ম মেনে চললে বিদ্যুতের বিলে অনেক টাকা সাশ্রয় করা যেতে পারে।

আপনার বাড়িতে যদি এসি থাকে তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এসি অর্থাৎ এয়ার কন্ডিশনারে অনেকগুলি মোড রয়েছে। এসি-তে অটো মোড রয়েছে, যা সব মোডের মিশ্রণ।

কেউ যদি তার এসি অটো মোডে পরিবর্তন করে চালান তা হলে ড্রাই মোড, ফ্য়ান মোড এবং কুল মোডও সক্রিয় হয়ে যায়। অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা অনুযায়ী ফ্যানের গতি এবং তাপমাত্রা সেট করে।

অটো মোডে কম্প্রেসার ও ফ্যান কখন চালু হবে, কখন বন্ধ হবে, কতক্ষণ চলবে, এসব কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অটো মোড ঘরে আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন- চমক দিল বাজাজ! অনেকের প্রিয় Pulsar এবার নতুন ফিচার নিয়ে হাজির, দেখার মতো লুক

অটো মোডে এয়ার কন্ডিশনার-এর সেন্সরগুলো ক্রমাগত রুমের তাপমাত্রা নিরীক্ষণ করে। সেই অনুযায়ী সেটিংস-এ সামঞ্জস্য আনে। যখন ঘরের তাপমাত্রা বেশি থাকে, তখন ইউনিট চালু হয় এবং বাতাসকে ঠান্ডা করা শুরু করে।

ঘরের তাপমাত্রা স্বাভাবিক হলে এয়ার কন্ডিশনার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। একইভাবে যদি ঘরে আর্দ্রতা বেশি থাকে, তবে এয়ার কন্ডিশনার বাতাসে আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফিকেশন মোড সক্রিয় করে। যখন আর্দ্রতার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন ইউনিট ডিহিউমিডিফিকেশন মোড বন্ধ করে দেয়।

এসির অটো মোডের জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনও তাপমাত্রা সেট করতে পারেন। তাপমাত্রা সেট করার পর আপনি যদি অটো মোডে এসি চালান তবে এটি আপনার সেট করা তাপমাত্রায় চলবে।

অটো মোডে এসি চালানোর মাধ্যমে আপনি কেবল স্থিতিশীল এবং আরামদায়ক পরিবেশ পাবেন না, বিদ্যুৎ বলেও অনেক টাকা সাশ্রয় করবেন। এয়ার কন্ডিশনার একটানা কাজ করবে না, তাপমাত্রা বেশি হলেই কাজ করবে। এটি বিদ্যুতের খরচ কমাতে বড়সড় সহায়তা করতে পারে।

আরও পড়ুন- বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন

অটো মোড সাধারণত উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনার, উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। অনেক আধুনিক এসি-তে প্রায়ই ডিফল্ট সেটিং থাকে। লক্ষ্য করবেন, অটো মোডের অপারেশন এয়ার কন্ডিশনার তৈরি এবং মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

AC City of India: AC-র ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে? বাংলা নয় কিন্তু, তাহলে? নামটা জাস্ট চমকে দেবে

উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোন উপায় নেই৷ গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজের ও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ তাই ঘরে ঘরে বসছে এসি৷
উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোন উপায় নেই৷ গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজের ও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ তাই ঘরে ঘরে বসছে এসি৷
শীতাতপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী৷ সবস্তরের মানুষই এখন এসি-র সঙ্গে পরিচিত৷ গরমের কটা মাস এসিতে থাকতেই চান সকলে৷ গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ৷ অর্থের চিন্তা দূরে রেখেই৷
শীতাতপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী৷ সবস্তরের মানুষই এখন এসি-র সঙ্গে পরিচিত৷ গরমের কটা মাস এসিতে থাকতেই চান সকলে৷ গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ৷ অর্থের চিন্তা দূরে রেখেই৷
কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার? এই নিয়ে একটি সমীক্ষা হয়েছিল৷ পঞ্চম ন্যাশনল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey-NFHS)-তে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য৷ জানা গিয়েছে যে দেশের মধ্যে চণ্ডীগড়-এ সব থেকে বেশি এসি-র ব্যবহার হয়৷ চণ্ডীগড়ের প্রায় প্রতিটি ঘরে শীতাতপ ব্যবস্থা রয়েছে৷ ৭৭.৯ শতাংশ বাড়িতে রয়েছে এসি৷
কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার? এই নিয়ে একটি সমীক্ষা হয়েছিল৷ পঞ্চম ন্যাশনল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey-NFHS)-তে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য৷ জানা গিয়েছে যে দেশের মধ্যে চণ্ডীগড়-এ সব থেকে বেশি এসি-র ব্যবহার হয়৷ চণ্ডীগড়ের প্রায় প্রতিটি ঘরে শীতাতপ ব্যবস্থা রয়েছে৷ ৭৭.৯ শতাংশ বাড়িতে রয়েছে এসি৷
এরপর রয়েছে দিল্লি৷ ৭৪.৩ শতাংশ বাড়িতে এসির ব্যবহার করা হয়৷ তারপর পঞ্জাব, ৭০.২ শতাংশ এসির ব্যবহার হয় সেখানে৷ এবং হরিয়ানায় ৬১.৮ শতাংশ এসির ব্যবহার হয়৷ এরই পাশাপাশি উঠে এসেছে এমন সব শহরের নাম যেখানে এসির ন্যূনতম ব্যবহার হয়৷
এরপর রয়েছে দিল্লি৷ ৭৪.৩ শতাংশ বাড়িতে এসির ব্যবহার করা হয়৷ তারপর পঞ্জাব, ৭০.২ শতাংশ এসির ব্যবহার হয় সেখানে৷ এবং হরিয়ানায় ৬১.৮ শতাংশ এসির ব্যবহার হয়৷ এরই পাশাপাশি উঠে এসেছে এমন সব শহরের নাম যেখানে এসির ন্যূনতম ব্যবহার হয়৷
চণ্ডীগড় হোক বা দিল্লি বা পঞ্জাব, এসির বাড়বাড়ন্ত ব্যবহারের জন্য তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ উত্তর ভারত তথা গোটা দেশ জুড়ে যেভাবে চড়ছে গরমের পারদ, তাতে এসি ছাড়া উপায় থাকছে না বলে মত সাধারণ মানুষের৷ মূলত মে, জুন, জুলাই মাসে দাপট চলে গরমের৷
চণ্ডীগড় হোক বা দিল্লি বা পঞ্জাব, এসির বাড়বাড়ন্ত ব্যবহারের জন্য তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ উত্তর ভারত তথা গোটা দেশ জুড়ে যেভাবে চড়ছে গরমের পারদ, তাতে এসি ছাড়া উপায় থাকছে না বলে মত সাধারণ মানুষের৷ মূলত মে, জুন, জুলাই মাসে দাপট চলে গরমের৷
তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন মিশছে বাতাসে, যা ওজন হোলের জন্য দায়ী৷ জানিয়েছেন পরিবেশবিদ পভিলা বালি৷ তাঁর মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিৎ৷
তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন মিশছে বাতাসে, যা ওজন হোলের জন্য দায়ী৷ জানিয়েছেন পরিবেশবিদ পভিলা বালি৷ তাঁর মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিৎ৷
আরও এক পরিবেশবিদের মতে, ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মেই ঘর ঠাণ্ডা রাখা যাবে৷ যাতে এসির ব্যবহার করতে হবে না৷
আরও এক পরিবেশবিদের মতে, ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মেই ঘর ঠাণ্ডা রাখা যাবে৷ যাতে এসির ব্যবহার করতে হবে না৷
অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে যে মেঘালয়ে মাত্র ০.৭ শতাংশ বাড়িতে এসির ব্যবহার হয়৷ শুধু মেঘালয় নয়, উত্তরপূর্ব ভারতের আবহাওয়া এমন যে সেখানে এসি বেশি ব্যবহার করতে হয় না সাধারণ মানুষকে৷

অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে যে মেঘালয়ে মাত্র ০.৭ শতাংশ বাড়িতে এসির ব্যবহার হয়৷ শুধু মেঘালয় নয়, উত্তরপূর্ব ভারতের আবহাওয়া এমন যে সেখানে এসি বেশি ব্যবহার করতে হয় না সাধারণ মানুষকে৷

দেড় টন এসি ২৫ হাজার টাকায়! বছরের সেরা অফার, প্রচণ্ড গরমে স্বস্তির খবর

একেই হয়তো বলে, বছরের সেরা অফার। মাত্র ২৫ হাজার টাকায় দেড় টন এসি। শুনলে হয়তো আপনার বিশ্বাস হবে না! কিন্তু একদম সঠিক শুনছেন।
একেই হয়তো বলে, বছরের সেরা অফার। মাত্র ২৫ হাজার টাকায় দেড় টন এসি। শুনলে হয়তো আপনার বিশ্বাস হবে না! কিন্তু একদম সঠিক শুনছেন।
প্রচণ্ড গরমে এসি কেনার ধুম লেগেছে৷ এসি কিনলেও অনেকেরই ইনস্টল করতে সময় লেগে যাচ্ছে। তবে তাতেও এসি কেনার উৎসাহে ভাঁটা পড়েনি।
প্রচণ্ড গরমে এসি কেনার ধুম লেগেছে৷ এসি কিনলেও অনেকেরই ইনস্টল করতে সময় লেগে যাচ্ছে। তবে তাতেও এসি কেনার উৎসাহে ভাঁটা পড়েনি।
গোদরেজ সবচেয়ে সস্তা দামে 1.5 টন 3 স্টার স্প্লিট এসি কেনার অফার দিচ্ছে। অফার পাবেন ফ্লিপকার্টে।
গোদরেজ সবচেয়ে সস্তা দামে 1.5 টন 3 স্টার স্প্লিট এসি কেনার অফার দিচ্ছে। অফার পাবেন ফ্লিপকার্টে।
২০২৩ মডেলের এসি। 5 ইন 1 কনভার্টেবল কুলিং সিস্টেম রয়েছে। ইনভার্টার প্রযুক্তি রয়েছে। ফলে বিল আসবে কম।
২০২৩ মডেলের এসি। 5 ইন 1 কনভার্টেবল কুলিং সিস্টেম রয়েছে। ইনভার্টার প্রযুক্তি রয়েছে। ফলে বিল আসবে কম।
এই এসি-র এমআরপি 45,400 টাকা। ফ্লিপকার্ট ডিলে পাবেন ৩০,৯৯০ টাকায়।
এই এসি-র এমআরপি 45,400 টাকা। ফ্লিপকার্ট ডিলে পাবেন ৩০,৯৯০ টাকায়।
আপনি পুরনো এসির সঙ্গে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৫৮০০ টাকা ছাড় পাবেন। দাম নেমে আসবে ২৫, ১৯০ টাকায়।
আপনি পুরনো এসির সঙ্গে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৫৮০০ টাকা ছাড় পাবেন। দাম নেমে আসবে ২৫, ১৯০ টাকায়।
এসবিআই কার্ড ব্যবহার করে এসি কিনলে অতিরিক্ত ডিসকাউন্ট অফার পাবেন।
এসবিআই কার্ড ব্যবহার করে এসি কিনলে অতিরিক্ত ডিসকাউন্ট অফার পাবেন।

বাড়িতে দেড় টন এসি! AC না চললে কি ঢেকে রাখতে হয়? অনেকেই না জেনে ভুল করেন

এসি সম্পর্কে একাধিক গুজব রটে। অনেকেই মনে করেন, এসি বছরে একবার সার্ভিস করালেই চলে। এই তথ্য কিন্তু সঠিক নয়। এসি বছরে কম করে তিনবার সার্ভিস করানো উচিত। গরম পড়ার আগে, গরমের শেষে ও বছরের মাঝামাঝি সময়ে।
এসি সম্পর্কে একাধিক গুজব রটে। অনেকেই মনে করেন, এসি বছরে একবার সার্ভিস করালেই চলে। এই তথ্য কিন্তু সঠিক নয়। এসি বছরে কম করে তিনবার সার্ভিস করানো উচিত। গরম পড়ার আগে, গরমের শেষে ও বছরের মাঝামাঝি সময়ে।
আজকাল বেশিরভাগ বাড়িতেই স্প্লিট এসি। অনেকেই ইনভার্টার এসি কেনেন। তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হয়। তবে এসি নিয়ে আরেকটা ভুল ধারণাও রয়েছে। এসি কি ব্যবহার না করলে ঢেকে রাখা উচিত!
আজকাল বেশিরভাগ বাড়িতেই স্প্লিট এসি। অনেকেই ইনভার্টার এসি কেনেন। তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হয়। তবে এসি নিয়ে আরেকটা ভুল ধারণাও রয়েছে। এসি কি ব্যবহার না করলে ঢেকে রাখা উচিত!
 শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে গ্যাস কমে যাওয়া, যেকোনও পার্টসে সমস্যা সহ নানারকম অসুবিধা দেখা দিতে পারে৷ তবে সেই সব সমস্যার টেকনিশিয়ানকে দিয়ে সমাধান করা যেতে পারে। তবে অনেকে আবার মনে করেন, এসি ঢেকে রাখলে সেটি খারাপ হতে পারে।
শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে গ্যাস কমে যাওয়া, যেকোনও পার্টসে সমস্যা সহ নানারকম অসুবিধা দেখা দিতে পারে৷ তবে সেই সব সমস্যার টেকনিশিয়ানকে দিয়ে সমাধান করা যেতে পারে। তবে অনেকে আবার মনে করেন, এসি ঢেকে রাখলে সেটি খারাপ হতে পারে।
এসি ব্যবহার না করলে ঢেকে রাখা সঠিক কাজ। এতে এসির ভিতরে ধুলো জমার সম্ভাবনা কমে। তবে কয়েকটি জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে।
এসি ব্যবহার না করলে ঢেকে রাখা সঠিক কাজ। এতে এসির ভিতরে ধুলো জমার সম্ভাবনা কমে। তবে কয়েকটি জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে।
আপনার বাড়ির এসির মাপের কভার কিনবেন। কভার যেন বেশি ভারি বা ডিজাইনের না হয়। চেষ্টা করবেন কোনও ব্র্যান্ডেড সংস্থার কভার কেনার।
আপনার বাড়ির এসির মাপের কভার কিনবেন। কভার যেন বেশি ভারি বা ডিজাইনের না হয়। চেষ্টা করবেন কোনও ব্র্যান্ডেড সংস্থার কভার কেনার।
এসির ১০০ শতাংশ ঢেকে রাখবেন না। কিছুটা অংশ যেন ফাঁকা থাকে, যাতে বন্ধ অবস্থায় এসির ভিতর বাষ্প জমতে না পারে।
এসির ১০০ শতাংশ ঢেকে রাখবেন না। কিছুটা অংশ যেন ফাঁকা থাকে, যাতে বন্ধ অবস্থায় এসির ভিতর বাষ্প জমতে না পারে।
আপনি ভাল কোয়ালিটির পলেস্টার কভার কিনতে পারেন। অনলাইন হোক অফলাইন, এসি কভারের মাপ দেখে কিনবেন।
আপনি ভাল কোয়ালিটির পলেস্টার কভার কিনতে পারেন। অনলাইন হোক অফলাইন, এসি কভারের মাপ দেখে কিনবেন।

Parenting Tips: সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

গরম এতটাই বাড়ছে যে এসি বা কুলার ছাড়া এক মুহূর্তও টেকা যাচ্ছে না৷ আজকাল প্রায় কম-বেশি সকলের বাড়িতেই এসি রয়েছে৷ ছোট থেকে বড় সকলেই বিশেষ করে রাতের বেলায় এসি-তে ঘুমান৷
গরম এতটাই বাড়ছে যে এসি বা কুলার ছাড়া এক মুহূর্তও টেকা যাচ্ছে না৷ আজকাল প্রায় কম-বেশি সকলের বাড়িতেই এসি রয়েছে৷ ছোট থেকে বড় সকলেই বিশেষ করে রাতের বেলায় এসি-তে ঘুমান৷
বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে গরমের কারণে তাকেও অনেকে এসি-তেই রাখেন৷ আপনিও কি আপনার শিশুকে এসি-তে ঘুম পাড়ান৷ তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে। নবজাতক থেকে এক বছর বয়সী শিশুকে এসি-তে ঘুমানোর জন্য বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান৷
বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে গরমের কারণে তাকেও অনেকে এসি-তেই রাখেন৷ আপনিও কি আপনার শিশুকে এসি-তে ঘুম পাড়ান৷ তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে। নবজাতক থেকে এক বছর বয়সী শিশুকে এসি-তে ঘুমানোর জন্য বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান৷
বিশেষজ্ঞের মতে, এমনটা নয় যে আপনি এসি-তে ছোট বাচ্চা বা শিশুদের নিয়ে ঘুমাতে পারবেন না। এটি স্বাভাবিক, তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তিনি ঠান্ডা অনুভব না করেন। ঠান্ডার কারণে তার ঘুম ব্যাহত হতে পারে। ঘুমের অভাবে সে সারাদিন খিটখিটে থাকবে। আপনিও অসুস্থ হয়ে পড়তে পারেন।
বিশেষজ্ঞের মতে, এমনটা নয় যে আপনি এসি-তে ছোট বাচ্চা বা শিশুদের নিয়ে ঘুমাতে পারবেন না। এটি স্বাভাবিক, তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তিনি ঠান্ডা অনুভব না করেন। ঠান্ডার কারণে তার ঘুম ব্যাহত হতে পারে। ঘুমের অভাবে সে সারাদিন খিটখিটে থাকবে। আপনিও অসুস্থ হয়ে পড়তে পারেন।
আপনি যদি আপনার শিশুকে এয়ার কন্ডিশনারে ঘুমাতে দেন, তাহলে এসির তাপমাত্রার প্রতি গভীর মনোযোগ দিন। আপনার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সেট করবেন না। যদি আপনি এসির তাপমাত্রা ১৯-এ রাখেন তবে শিশু খুব ঠান্ডা অনুভব করতে পারে। এত কম তাপমাত্রা শিশুর জন্য ভাল নয়। আপনার এসির তাপমাত্রা ২৩ থেকে ২৫ এর মধ্যে রাখা উচিত। গরম লাগলে মাঝখানে কিছুটা কমিয়ে আবার বাড়ান।
আপনি যদি আপনার শিশুকে এয়ার কন্ডিশনারে ঘুমাতে দেন, তাহলে এসির তাপমাত্রার প্রতি গভীর মনোযোগ দিন। আপনার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সেট করবেন না। যদি আপনি এসির তাপমাত্রা ১৯-এ রাখেন তবে শিশু খুব ঠান্ডা অনুভব করতে পারে। এত কম তাপমাত্রা শিশুর জন্য ভাল নয়। আপনার এসির তাপমাত্রা ২৩ থেকে ২৫ এর মধ্যে রাখা উচিত। গরম লাগলে মাঝখানে কিছুটা কমিয়ে আবার বাড়ান।
পাতলা কম্বল বা চাদর দিয়ে শিশুকে সঠিকভাবে ঢেকে ঘুমাতে দিন। তাকে সম্পূর্ণ পোশাক পরান। কিছু অভিভাবক, গরমের ভয়ে, তাদের বাচ্চাদের হালকা পোশাক পরান। এটি ভুলেও করবেন না। এর ফলে শিশুরা ঘনঘন সর্দি, কাশি ও কফের সমস্যায় ভুগতে পারে।
পাতলা কম্বল বা চাদর দিয়ে শিশুকে সঠিকভাবে ঢেকে ঘুমাতে দিন। তাকে সম্পূর্ণ পোশাক পরান। কিছু অভিভাবক, গরমের ভয়ে, তাদের বাচ্চাদের হালকা পোশাক পরান। এটি ভুলেও করবেন না। এর ফলে শিশুরা ঘনঘন সর্দি, কাশি ও কফের সমস্যায় ভুগতে পারে।
শিশুকে কখনওই এমন জায়গায় ঘুমাতে দেবেন না যেখানে এসি থেকে সরাসরি হাওয়া আসে। বাচ্চাকে সবসময় এসির অন্যপাশে ঘুমাতে দিন। মাঝখানে এসির হাওয়া অনেক বেশি আসে। ঠান্ডা বাতাস যেন তার মুখে, পায়ের পাতায় ও মাথায় না পড়ে সেদিকে খেয়াল রাখুন। মাথায় বাতাসের কারণে শিশুর মাথা ব্যথা হতে পারে।
শিশুকে কখনওই এমন জায়গায় ঘুমাতে দেবেন না যেখানে এসি থেকে সরাসরি হাওয়া আসে। বাচ্চাকে সবসময় এসির অন্যপাশে ঘুমাতে দিন। মাঝখানে এসির হাওয়া অনেক বেশি আসে। ঠান্ডা বাতাস যেন তার মুখে, পায়ের পাতায় ও মাথায় না পড়ে সেদিকে খেয়াল রাখুন। মাথায় বাতাসের কারণে শিশুর মাথা ব্যথা হতে পারে।
শিশুর ত্বক অনেকটাই সূক্ষ্ম হয়। আপনি যদি তাকে রাতে ৬-৭ ঘন্টা এসিতে ঘুমাতে দেন তবে তার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। শিশুর ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে পারে। তার জন্য তেল কিংবা ময়েশ্চারাইজার, বেবি লোশন লাগানো ভাল। সর্ষের তেল বুক, পেট ও পিঠে লাগাতে পারেন। এটি তাদের উষ্ণ রাখবে।
শিশুর ত্বক অনেকটাই সূক্ষ্ম হয়। আপনি যদি তাকে রাতে ৬-৭ ঘন্টা এসিতে ঘুমাতে দেন তবে তার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। শিশুর ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে পারে। তার জন্য তেল কিংবা ময়েশ্চারাইজার, বেবি লোশন লাগানো ভাল। সর্ষের তেল বুক, পেট ও পিঠে লাগাতে পারেন। এটি তাদের উষ্ণ রাখবে।
প্রতি সপ্তাহে এসি পরিষ্কার করুন। এতে ধুলো-ময়লা দ্রুত জমতে থাকে এবং বাতাসের মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়তে থাকে। এতে শিশুর অ্যালার্জি হতে পারে, যখন সে শ্বাস নেয় তখন ধুলোর কণা তার নাকে ও মুখে প্রবেশ করতে পারে। তাই বাচ্চাকে এসি-তে ঘুমাতে দেওয়ার আগে এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন৷ তা না হলেই ঘনঘন অসুস্থ হয়ে পড়বে আপনার সন্তান৷
প্রতি সপ্তাহে এসি পরিষ্কার করুন। এতে ধুলো-ময়লা দ্রুত জমতে থাকে এবং বাতাসের মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়তে থাকে। এতে শিশুর অ্যালার্জি হতে পারে, যখন সে শ্বাস নেয় তখন ধুলোর কণা তার নাকে ও মুখে প্রবেশ করতে পারে। তাই বাচ্চাকে এসি-তে ঘুমাতে দেওয়ার আগে এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন৷ তা না হলেই ঘনঘন অসুস্থ হয়ে পড়বে আপনার সন্তান৷

AC vs Cooler: এসি না এয়ার কুলার! আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভাল? কেনার আগে অবশ্যই জানুন, নইলে বড় বিপদ

গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এখনও দেখা নেই বৃষ্টির। গরমের এমন দাপট খুব কম দেখেছে কলকাতা তথা বঙ্গবাসী। এনমন অসহ্য থেকে বাঁচতে ও স্বস্তিতে থাকতে এসি বা এয়ার কুলার ছাড়া কোনও গতি নেই।
গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এখনও দেখা নেই বৃষ্টির। গরমের এমন দাপট খুব কম দেখেছে কলকাতা তথা বঙ্গবাসী। এনমন অসহ্য থেকে বাঁচতে ও স্বস্তিতে থাকতে এসি বা এয়ার কুলার ছাড়া কোনও গতি নেই।
গরমে এসি বা এয়ার কুলার কেনার ভিড় লেগেছে দোকানগুলিতে। যাদের বাজেট কম তারা যাচ্ছেন এয়ার কুলারের দিকে। আর যাদের বাজেট একটু বেশি কিন এসি। কিন্তু কখনও ভেবে দেখেছেন আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভাল? এসি না এয়ার কুলার।
গরমে এসি বা এয়ার কুলার কেনার ভিড় লেগেছে দোকানগুলিতে। যাদের বাজেট কম তারা যাচ্ছেন এয়ার কুলারের দিকে। আর যাদের বাজেট একটু বেশি কিন এসি। কিন্তু কখনও ভেবে দেখেছেন আপনার স্বাস্থ্যের জন্য কোনটা ভাল? এসি না এয়ার কুলার।
অসহ্য গরমের কষ্ট থেকে দ্রুত আরাম চাইছেন সকলেই। আর তাই ঘর ঠান্ডা রাখতে কোনও কিছু বিচার-বিবেচনা না করেই কিনে ফেলেন এসি বা কুলার। তবে স্বাস্থ্যের উপর প্রভাব রয়েছে এই দুয়েরই।
অসহ্য গরমের কষ্ট থেকে দ্রুত আরাম চাইছেন সকলেই। আর তাই ঘর ঠান্ডা রাখতে কোনও কিছু বিচার-বিবেচনা না করেই কিনে ফেলেন এসি বা কুলার। তবে স্বাস্থ্যের উপর প্রভাব রয়েছে এই দুয়েরই।
হাপানি কিংবা অ্যালার্জির সমস্যা থাকলে তাঁদের জন্য কিন্তু সবসময় ভাল হল এয়ার কুলার। কুলারে গ্যাসের পরিবর্তে জল ব্যবহার করা হয়। সুতারাং এটি পরিবেশ এবং মানুষ উভয়ের জন্যই কিন্তু নিরাপদ। ক্ষতিকর কোনও রাসায়নিক না থাকায়, প্রাকৃতিক উপায়েই বাতাস থাকে ঠান্ডা।
হাপানি কিংবা অ্যালার্জির সমস্যা থাকলে তাঁদের জন্য কিন্তু সবসময় ভাল হল এয়ার কুলার। কুলারে গ্যাসের পরিবর্তে জল ব্যবহার করা হয়। সুতারাং এটি পরিবেশ এবং মানুষ উভয়ের জন্যই কিন্তু নিরাপদ। ক্ষতিকর কোনও রাসায়নিক না থাকায়, প্রাকৃতিক উপায়েই বাতাস থাকে ঠান্ডা।
ধুলো-বালি বা অতিরিক্ত গরম থেকে বাঁচতে ভাল কাজ করে কুলার। কিন্তু সারা রাত ধরে কুলার চললে ড্রাই আইস এর সমস্যা হতে পারে। বাড়ে বিভিন্ন জীবাণু-ব্যাকটেরিয়া ঘটিত রোগ-জ্বালার প্রভাবও। এছাড়াও প্রভাব ফেলে ইমিউন সিস্টেমে। ফলে ঠান্ডা লাগা বা অ্যাজমা থাকলে কুলার না ব্যবহার করাই উচিত।
ধুলো-বালি বা অতিরিক্ত গরম থেকে বাঁচতে ভাল কাজ করে কুলার। কিন্তু সারা রাত ধরে কুলার চললে ড্রাই আইস এর সমস্যা হতে পারে। বাড়ে বিভিন্ন জীবাণু-ব্যাকটেরিয়া ঘটিত রোগ-জ্বালার প্রভাবও। এছাড়াও প্রভাব ফেলে ইমিউন সিস্টেমে। ফলে ঠান্ডা লাগা বা অ্যাজমা থাকলে কুলার না ব্যবহার করাই উচিত।
এসি দীর্ঘদিন ব্যবহার করলে শ্বাসযন্ত্রের একাধিক সমস্যা আসতে পারে। তীব্র গরমে টানা এয়ার কন্ডিশনারের মধ্যে থাকলে মাথা ব্যথা, সর্দি, জ্বর একাধিক সমস্যা আসতে পারে। শরীরে দ্রুত ক্লান্তি আসতে পারে। অত্যধিক ঠান্ডা ঘরে বসে কাজ করেন তাঁদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা আসে খুব শীঘ্রই।
এসি দীর্ঘদিন ব্যবহার করলে শ্বাসযন্ত্রের একাধিক সমস্যা আসতে পারে। তীব্র গরমে টানা এয়ার কন্ডিশনারের মধ্যে থাকলে মাথা ব্যথা, সর্দি, জ্বর একাধিক সমস্যা আসতে পারে। শরীরে দ্রুত ক্লান্তি আসতে পারে। অত্যধিক ঠান্ডা ঘরে বসে কাজ করেন তাঁদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা আসে খুব শীঘ্রই।
Disclaimer: এসি ও এয়ার কুলার কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভাল তা এই প্রতিবেদনে তুলে দরা হয়েছে । তবে এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই আপনার সিদ্ধান্ত নিন।
Disclaimer: এসি ও এয়ার কুলার কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভাল তা এই প্রতিবেদনে তুলে দরা হয়েছে । তবে এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই আপনার সিদ্ধান্ত নিন।

AC Earthing: বাড়িতে AC লাগানোর আগে এই কাজটা করে নিন! না হলে সামান্য টাকা বাঁচাতে গিয়ে মৃত্যুও হতে পারে

অনেক সময় আমরা খালি পায়ে মাটিতে রেখে ল্যাপটপ, ওয়াশিং মেশিন বা ফ্রিজ স্পর্শ করলে কারেন্টের হালকা শক পাই। এর কারণ ঘরের আর্থিং না থাকা।
অনেক সময় আমরা খালি পায়ে মাটিতে রেখে ল্যাপটপ, ওয়াশিং মেশিন বা ফ্রিজ স্পর্শ করলে কারেন্টের হালকা শক পাই। এর কারণ ঘরের আর্থিং না থাকা।
ঘরে আর্থিং করা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট মাটির ভিতরে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখন ডিভাইস স্পর্শ করবেন তখন শক অনুভব করবেন না।
ঘরে আর্থিং করা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট মাটির ভিতরে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখন ডিভাইস স্পর্শ করবেন তখন শক অনুভব করবেন না।
যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে। প্রাণহানিও হতে পারে এক্ষেত্রে।
যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে। প্রাণহানিও হতে পারে এক্ষেত্রে।
ভারী ভোল্টেজ ইকুইপমেন্টের ক্ষেত্রে মেইন তার এসির বডি স্পর্শ করা তারের কানেকশন ঢিলে হয়ে গেলে মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তখন যে কেউ শক পেতে পারেন।
ভারী ভোল্টেজ ইকুইপমেন্টের ক্ষেত্রে মেইন তার এসির বডি স্পর্শ করা তারের কানেকশন ঢিলে হয়ে গেলে মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তখন যে কেউ শক পেতে পারেন।
বিদ্যুতের বিপদ থেকে বাঁচতে বাড়িতে এসি বা যে কোনও বড় যন্ত্র ইনস্টল করার আগে আর্থিং করিয়ে নেওয়া ভাল।
বিদ্যুতের বিপদ থেকে বাঁচতে বাড়িতে এসি বা যে কোনও বড় যন্ত্র ইনস্টল করার আগে আর্থিং করিয়ে নেওয়া ভাল।
বাড়ির ওয়ারিং করানোর সময়ই আর্থি করিয়ে নিতে পারেন। এতে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়। খরচও খুবই কম হয় আর্থিং করাতে।
বাড়ির ওয়ারিং করানোর সময়ই আর্থি করিয়ে নিতে পারেন। এতে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়। খরচও খুবই কম হয় আর্থিং করাতে।
আর্থিং অনেক ধরনের হয়। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী এই আর্থিং এর যে কোন একটি করতে পারেন।
আর্থিং অনেক ধরনের হয়। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী এই আর্থিং এর যে কোন একটি করতে পারেন।
আর্থিং এর জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।

আর্থিং এর জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।