Tag Archives: Naka checking

Naka Checking: ভোট মিটতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল শহর

মালদহ: আর দুষ্কৃতীদের দৌরাত্ম্য নয়। ভোট মিটতেই কঠোর করা হল শহরের নিরাপত্তা। কড়া পদক্ষেপ গ্রহণ জেলা পুলিশের। মূলত মালদহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার থেকে শহরের প্রবেশ পথগুলিতে বসানো হচ্ছে নাকা পয়েন্ট। শহরের ঢোকা ও বেরনোর রাস্তায় তল্লাশি চালাতে এই পরিকল্পনা।

মালদহ শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হল নাকা চেকিং পয়েন্ট। এমনকি পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।‌ এসপি প্রদীপ কুমার যাদব বলেন, শহরের বিভিন্ন প্রবেশদ্বার ও বাহির পথগুলিতে নাকা পয়েন্ট তৈরি করা হচ্ছে। নিয়মিত পুলিশি নজরদারি চালানো হবে এই নাকা পয়েন্ট থেকে। বিভিন্ন সন্দেহজনক যানবাহন, এমনকি সন্দেহজনক ব্যক্তিদের এর ফলে তল্লাশি করতে সুবিধা হবে।

আর‌ও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ, বিয়ের ১০ দিনের মাথায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসারের সঙ্গে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরা। নাকা পয়েন্ট তৈরির ফলে শহরে নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে। এরফলে সন্দেহজনক গতিবিধির ওপর সহজেই নজরদারি চালানো যাবে। পুলিশের এই পদক্ষেপে আশ্বস্ত জেলার সাধারণ মানুষ’ও।

হরষিত সিংহ

Lok Sabha Election 2024: বাঁকুড়া, পুরুলিয়ায় ভোটের বড়সড় প্রভাব পশ্চিম বর্ধমানে! সীমান্তে যা হচ্ছে…

পশ্চিম বর্ধমান: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। এবার রাজ্যের জঙ্গলমহলের কেন্দ্রগুলিতেই মূলত ভোট গ্রহণ হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ হবে শনিবার। এখানে বিস্তীর্ণ সীমান্ত আছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে। নির্বাচনে গোলযোগ ঠেকাতে কড়া নজরদারি শুরু হয়েছে ঝাড়খণ্ড সীমান্তে। চলছে নাকা চেকিং।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

ঝাড়খণ্ড সীমান্তের এই কড়াকড়ির প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও। আগের দফায় এই জেলার কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়ে গেলেও সীমান্ত থাকার কারণে এখানকার পুলিশও নজরদারি রাখতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে কড়া নিরাপত্তা পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত এলাকাতে।

আরও পড়ুন: শতাব্দী প্রাচীন তালশাঁসের মেলা! বুদ্ধ পূর্ণিমায় উদয়নারায়ণপুরে গেলে ইতিহাসের সাক্ষী থাকবেন

বাংলা এবং ঝাড়খণ্ড সংলগ্ন কুলটির ডিসেরগড় এলাকায় ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন দেখা গেল কড়া নিরাপত্তা। সীমান্তে বসানো হয়েছে নাকা চেকিং। ভিন রাজ্য থেকে যাওয়া-আসা করা প্রত্যেকটি গাড়ি, বাইক চালকদের কাছ থেকে পুলিশ কর্মীদের তথ্য সংগ্রহ করতে দেখা দিয়েছে। খতিয়ে দেখা হয়েছে চার চাকা গাড়ি, বাইকগুলিও।

নির্বাচনের আগে যাতে কোনওভাবে অশান্তি রাজ্যে না হয় বা কোনও দুষ্কৃতী রাজ্যে প্রবেশ করে অসাধু কাজকর্ম চালাতে না পারে তার জন্য নাকা চেকিং করা হচ্ছে। উল্লেখ্য, ষষ্ঠ দফায় বাঁকুড়া, পুরুলিয়ার মতো জায়গাগুলিতে রয়েছে নির্বাচন। এই জেলা দুটির সংলগ্ন জেলা পশ্চিম বর্ধমান। ফলে পশ্চিম বর্ধমানের সঙ্গে ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি দেখা গিয়েছে।

Alcohol: হঠাৎ পূর্ব মেদিনীপুরে গ্রেফতার ১১৬! রাতের নাকা চেকিংয়ের যা ঘটল, তাজ্জব হয়ে যাবেন

হলদিয়া: মদ পাচারের অভিযোগ। ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলায় আবগারি দফতরের ধর পাকড়ে গ্রেফতার ১১৬ জন। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মদ বিরোধী অভিযান চালাচ্ছে আবগারি দফতর।

সেখানে মদ পাচার এবং লাইসেন্স না থাকা সত্ত্বেও মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছে ১১৬ জন। বিভিন্ন ভাবে নাকা চেকিংয়ের পয়েন্ট থেকে ১৯টি মোটরসাইকেল এবং দুটি টোটোও বাজেয়াপ্ত করেছে আবদারি দফতর।

আরও পড়ুন: প্রথম দফা ভোটের আগে আজ প্রকাশ পেতে চলেছে তৃণমূলের ইস্তেহার

শুধু গ্রেফতার নয়, লক্ষ লক্ষ টাকা মূল্যের দেশি ও বিদেশী মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্সবিহীন বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি হওয়া মদ ব্যবসার বিরুদ্ধে জায়গায় জায়গায় হানা দিয়ে ধরপাকড় চলছে।

ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে মদ পাচার বন্ধে দিঘা সীমানা এলাকায় নাকা চেকিংও চলছে। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সীমানা এলাকাতেও ব্যাপক ধরপাকড় চলছে। ভোট পর্যন্ত এই ধড়-পাকড় চলবে বলেও জানানো হয়েছে।

Loksabha Elections 2024: দিন ঘোষণা হতেই কড়া নজরদারি! পড়শি রাজ্য থেকে আসা গাড়ির দিকে বিশেষ নজর

ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ। তারপরেই জেলার নিরাপত্তায় তৎপরতা। নজরদারি সীমান্ত এলাকায়।
ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ। তারপরেই জেলার নিরাপত্তায় তৎপরতা। নজরদারি সীমান্ত এলাকায়।
ভোটের দিন ঘোষণা হওয়ার পর কুলটি সংলগ্ন ডুবুরডি চেকপোষ্টে নাকা চেকিং পুলিশের। নাকা চেকিং বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে।
ভোটের দিন ঘোষণা হওয়ার পর কুলটি সংলগ্ন ডুবুরডি চেকপোষ্টে নাকা চেকিং পুলিশের। নাকা চেকিং বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে।
ডুবুরডিহি চেকপোষ্ট অঞ্চলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে।
ডুবুরডিহি চেকপোষ্ট অঞ্চলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে।
ঝাড়খণ্ড, বিহার থেকে আসা চারচাকা গাড়ি ও মোটর বাইক থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের গন্তব্যের তথ‍্য সংগ্রহ করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের।
ঝাড়খণ্ড, বিহার থেকে আসা চারচাকা গাড়ি ও মোটর বাইক থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের গন্তব্যের তথ‍্য সংগ্রহ করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের।
অন্যদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সবনপুর, কল‍্যানেশ্বরী, ডুবুরডি, কদভিটা, দেবীপুর-সহ চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় রুট মার্চ করেছে।
অন্যদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সবনপুর, কল‍্যানেশ্বরী, ডুবুরডি, কদভিটা, দেবীপুর-সহ চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় রুট মার্চ করেছে।

Lok Sabha Election 2024: ভোট ঘোষণার আগেই জেলায় আর‌ও ৩২ টি নতুন নাকা পয়েন্ট

পুরুলিয়া: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট শনিবার বিকেলে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে থেকেই প্রচারে ঝড় তুলেছেন শাসক-বিরোধী প্রার্থীদের। তাই আগাম বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে পুরুলিয়া জেলা পুলিশ। ঝাড়খণ্ডের ৬ জেলা লাগোয়া বাংলা-ঝারখণ্ড সীমানায় নতুন করে আরও ৩২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ভোট ঘোষণা হলেই ওই পয়েন্টগুলিতে নাকা চেকিং শুরু হবে। ঝাড়খণ্ডের নাকা পয়েন্টগুলি বাংলার চেকপোষ্টের কাছেই হবে, নয়ত ওই এলাকার পৃথক কোনও জায়গায় করা হবে। এ বিষয়ে অবশ্য এখনও কোনও চূড়ান্ত রিপোর্ট ঝাড়খণ্ড পুলিশ পুরুলিয়া জেলা পুলিশকে দেয়নি।

আরও পড়ুন: বউ মেলায় গিয়েছেন কখন‌ও? ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মেলা কোথায় হয় দেখুন

এই বিষয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানার কথা মাথায় রেখে আরও নতুন করে ৩২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই পয়েন্টগুলির কথা জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড পুলিশকে। জঙ্গলমহলের এই জেলায় ১৩ টি থানাকে ঘিরে ৩৮০ কিমি দীর্ঘ ঝাড়খণ্ড সীমানা রয়েছে। ওই থানাগুলি হল বান্দোয়ান, বরাবাজার, বলরামপুর, বাঘমুন্ডি, ঝালদা, কোটশিলা, জয়পুর, পুরুলিয়া মফস্বল, পাড়া, সাঁওতালডিহি, রঘুনাথপুর, নিতুড়িয়া। বর্তমানে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় ১০৯ টি নাকা পয়েন্ট রয়েছে। তার মধ্যে ফি দিন ঘুরিয়ে ফিরিয়ে ৪৬ টি নাকা পয়েন্টে দু’ঘণ্টা ধরে ‘সারপ্রাইজ নাকা’ চলে। এছাড়া ৯ টি আন্ত:রাজ্য নাকা পয়েন্টে ২৪ ঘণ্টা তল্লাশি হয়।

৯ টি ইন্টারস্টেট নাকা পয়েন্ট হল নিতুড়িয়া থানার মহেশ নদী চেকপোস্ট, সাঁওতালডিহির গোয়াই ব্রিজ, পাড়ার দড়দা সেতু, পুরুলিয়া মফস্বলের ঘোঙা, জয়পুরের কাঁঠালটাড়, ঝালদার তুলিন বলরামপুরের দাঁতিয়া, বান্দোয়ানের ধবনি ও বরাবাজারের বামনিডি। এই ৯ টি আন্ত:রাজ্য নাকা পয়েন্টে ঝাড়খণ্ডের পাঁচটি চেকপোস্ট রয়েছে। সম্প্রতি পুলিশের আন্ত:রাজ্য সমন্বয়ে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বৈঠকেই বাংলা-ঝাড়খণ্ড পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল, ভোটের কথা মাথায় রেখে আরও নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চালানো হবে। কারণ এ রাজ্যে মাওবাদী কার্যকলাপ না থাকলেও ঝাড়খণ্ডে রয়েছে। তাই পুরুলিয়ার ৩৮০ কিমি সীমানায় কোনওরকম ঝুঁকি নিচ্ছে না জেলা পুলিশ। জেলায় সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন করা তাঁর কাছে এখন বড় চ্যালেঞ্জ।

শর্মিষ্ঠা ব্যানার্জি