Tag Archives: Arvind Kejriwal

অরবিন্দ কেজরিওয়াল: ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কেরিয়ার একনজরে

পুরো নাম: অরবিন্দ কেজরিওয়াল।

জন্ম: ১৯৬৮ সালের ১৬ আগস্ট, হরিয়ানার ভিওয়ানিতে।

রাজনৈতিক দল: আম আদমি পার্টি।

পরিবার: সুনীতা কেজরিওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেজরি। তাঁদের দুই সন্তান। হর্ষিতা এবং পুলকিত।

অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে:

অরবিন্দ কেজরিওয়াল একজন সমাজকর্মী এবং রাজনীতিবিদ। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী। রাজধানীর ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছে তাঁর দল। ২০১২ সালে কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগের চাকরি ছেড়ে আম আদমি পার্টির প্রতিষ্ঠা করেন কেজরি। জন লোকপাল বিলের খসড়া তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।

১৯৯৯ সালে বিদ্যুৎ, আয়কর এবং রেশন সংক্রান্ত বিষয়ে নাগরিকদের সাহায্য করতে ‘পরিবর্তন’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন কেজরিওয়াল। দরিদ্রদের ক্ষমতায়C এবং তথ্যের অধিকার আইন (আরটিআই) বাস্তবায়নে অবদানের জন্য রামোন ম্যাগসাইসাই পুরস্কার জেতেন। এই পুরস্কারের অর্থমূল্য দিয়ে একটা তহবিল তৈরি করেন কেজরি। সেই টাকা দিয়ে চালান ২০০৬ সালে তৈরি করা ‘পাবলিক কজ রিসার্চ ফাউন্ডেশন’ নামের এনজিও।

২০১২ সালে একটি বই লেখেন কেজরিওয়াল, নাম ‘স্বরাজ’। ২০১৩ সালে কংগ্রেসের সমর্থনে দিল্লিতে সরকার গঠন করেন। ২৮ ডিসেম্বর রামলীলা ময়দানে প্রথমবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিনতি সেই সরকার মাত্র ৪৯ দিন স্থায়ী হয়। জন লোকপাল বিল নিয়ে কংগ্রেস এবং বিজেপির দড়ি টানাটানির জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।

ব্যক্তিগত জীবন: ১৯৬৮ সালের ১৬ অগাস্ট, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম ভিওয়ানিতে জন্মগ্রহণ করেন কেজরিওয়াল। বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল ছিলেন মেসরার বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। মা গীতাদেবী গৃহবধূ। কাজের সুবাদে বিভিন্ন জায়গায় বদলি হতেন কেজরিওয়ালের বাবা। ফলে গাজিয়াবাদ, হিসার এবং সোনিপাতের মতো শহরে ঘুরে ঘুরে কেটেছে তাঁর শৈশব। হিসারের ক্যাম্পাস স্কুলে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৮৯ সালে চান্স পান খড়গপুর আইআইটি-তে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এছাড়া কলকাতা রামকৃষ্ণ মিশন এবং নেহরু যুব কেন্দ্রেও খুব অল্প সময় পড়াশোনা করেছেন কেজরিওয়াল।

মুসৌরির ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে তাঁর সহপাঠী সুনীতাকে বিয়ে করেন কেজরিওয়াল। তাঁদের দুই সন্তান- এক মেয়ে হর্ষিতা এবং এক ছেলে পুলকিত। কেজরিওয়াল নিরামিষাশী। শুধু তাই নয়, তিনি নিয়মিত বিপাসনা অনুশীলন করেন।

পেশা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করে টাটা স্টিলে বেশ কিছুদিন চাকরি করেন কেজরিওয়াল। কিন্তু মন টেঁকেনি। শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। ১৯৯২ সালে টাটার চাকরি ছেড়ে দেন। সে বছরই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে, তিনি আয়কর বিভাগের যুগ্ম কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন। তবে চাকরি করতে করতেই ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ‘পরিবর্তন’ নামের এনজিও।

রাজনীতিতে প্রবেশ (Arvind Kejriwal Political Career)

২০১২ সালে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কেজরিওয়ালও। কিন্তু একসময় আন্নার সঙ্গে মতপার্থক্য শুরু হয়। আন্না চেয়েছিলেন জন লোকপাল আন্দোলন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হোক। অন্য দিকে, কেজরিওয়ালের দাবি ছিল, সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া প্রয়োজন। এই নিয়ে ‘ইন্ডিয়া এগেনস্ট কোরাপশন নামে একটি সংস্থা সমীক্ষা চালায়। ফলাফলে দেখা যায়, রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষেই মত দিচ্ছেন সাধারণ মানুষ। এই নিয়ে আন্দোলনের অন্যান্য নেতারাও ছিলেন দ্বিধাবিভক্ত। কেজরিকে সমর্থন করেন শান্তি ভূষণ, প্রশান্ত ভূষণ। অন্য দিকে, সন্তোষ হেগড়ে, কিরণ বেদীর মতো নেতা-নেত্রীরা এর বিরোধিতা করেন।

এরপর ২০১২-এ ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন কেজরি। নাম দেন আম আদমি পার্টি। ২০১৩ সালে প্রথমবার দিল্লি বিধানসভা নির্বাচনে লড়েই ব্যাপক জয় হাসিল করে আপ। টানা তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে রাজধানীর মসনদে বসেন কেজরিওয়াল।

Kejriwal Wife: দিল্লিতে আজ বড় কোনও ঘোষণা? রামলীলার মাঠে বিরাট চমক, রাহুলের সামনেই উঠে আসবেন নতুন ‘মুখ’

নয়াদিল্লি: গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা শুক্রবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘কেজরিওয়াল কো আশীর্বাদ’ প্রচারাভিযান শুরু করে দিলেন। শুধু তাই নয়, রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকে যে বিরাট সভার ডাক দেওয়া হয়েছে, তাতে মূল বক্তা মূলত সুনীতাই। কেজরিওয়ালের পাঠানো বার্তা তিনি পাঠ করবেন। ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারাও উপস্থিত থাকবেন। থাকবেন রাহুল গান্ধিও। সেখানে সুনীতা কী বলেন, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

২০২১-২২ আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষার অনুরোধ প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরেই ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করে। ইডি তার রিমান্ডের মেয়াদ বাড়ানোয় দিল্লির আদালতে কেজরিওয়ালের বক্তব্যের কথা উল্লেখ করেছেন সুনীতা। তিনি আরও বলেন, কেজরিওয়াল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী এবং শক্তিশালী শক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আদালতে অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রেখেছেন এবং নিজের পক্ষ উপস্থাপন করেছেন। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। না শুনে থাকলে একবার শুনে নিন। তিনি যেভাবে কোর্টের সামনে কথা বলেছেন তাতে অনেক সাহসের প্রয়োজন। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক, একইভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেন।

আরও পড়ুন: রচনা-লকেট লড়াই হুগলিতে, কিন্তু চমকে দিলেন বাম প্রার্থী! এমন কাজ করলেন, জনতাও থ

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী। শনিবার কেজরীর দিল্লির বাসভবনে তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘটনাচক্রে, দু’জনের স্বামীই ইডির হাতে গ্রেফতার।

আরও পড়ুন: তমলুকে কি জোর লড়াই দেবে CPIM? সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যা ঘটল নন্দীগ্রামে, নিশানায় বিজেপি!

জমি দুর্নীতি মামলায় গত ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন হেমন্ত। গ্রেফতার হওয়ার পর পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। অন্য দিকে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডি গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ঘটনাচক্রে, এই দু’টি ঘটনার ক্ষেত্রেই দুই সরকার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়ন্ত্রের’ অভিযোগ তুলেছে।

আফগারি কেলেঙ্কারিতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল কি পরবর্তী মুখ্যমন্ত্রী? জোর জল্পনা রাজনেতিক মহলে। সুনীতা কেজরিওয়াল একজন প্রাক্তন IRS অফিসার৷ দুজনেই IRS অফিসার ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারে সরকারে থাকাকালীন লালু যাদবকে জেলে যেতে হয়েছিল। সেই জায়গায় তাঁর স্ত্রী রাবড়িদেবীকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পুনরাবৃত্তি হতে পারে দিল্লিতেও। অরবিন্দ কেজরিওয়াল তাঁর স্ত্রী-কে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দিতে পারেন। AAP সূত্রে খবর, সুনীতার প্রতি আস্থা রয়েছে দলের সদস্যদের।

UN on Arvind Kejriwal arrest: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের, আরও চাপে নয়াদিল্লি?

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজীওয়ালের গ্রেফতারি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ৷ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের একজন মুখপাত্র মন্তব্য করেছেন, আমরা আশা করি ভারত সহ যে দেশগুলিতেই নির্বাচন হয় সেখানে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, যাতে মুক্ত এবং ভয়হীন পরিবেশে প্রত্যেকে ভোট দিতে পারেন৷

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্রকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হয়৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে এই প্রশ্ন করা হয়৷ তারই জবাবে এই মন্তব্য করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টিফানে দুজারিক৷

আরও পড়ুন: ভোটের আগে নতুন করে চাপে কংগ্রেস! এবার তাদের ১৭০০ কোটি টাকার নোটিস ধরাল আয়কর দফতর…এবার?

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে ক্রমেই চাপ বাড়ছে দিল্লির উপরে৷ কারণ গত বুধবারই কেজরীওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্নের জবাবে অনেকটা একই ধরনের মন্তব্য করেছিল আমেরিকা৷ এর প্রতিবাদে মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছে নয়াদিল্লি৷ জবাবে ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তারা দ্রুত এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার পক্ষে৷

ভারতের অভ্যন্তরীণ আইনি বিষয়ে আমেরিকার এই নাক গলানো যে নয়াদিল্লি একেবারেই ভাল ভাবে নিচ্ছে না, তা স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল৷ তিনি বলেন, ভারতের নির্বাচন সংক্রান্ত এবং আইনি বিষয়ে বাইরের কোনও হস্তক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়৷

Delhi CM Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল ১ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি: গতকালই অন্তবর্তীকালীন আবেদন খারিজ করেছিল আদালত৷ আর পরের দিন, বিশেষ সিবিআই আদালতে কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল ১ এপ্রিল পর্যন্ত৷ চার দিন পর এই মামলার পরবর্তী শুনানি করা হবে৷ তত দিন ইডি হেফাজতেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে৷ উল্লেখ্য, গত ২১ মার্চ লিকার পলিসি স্ক্যামে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল৷

এর আগে ছ’দিনের হেফাজতে কেজরিওয়ালকে নিয়েছিল ইডি৷ সেই মেয়াদ সম্পূর্ণ হওয়ায় তাঁকে নিয়ে এ বার বিশেষ সিবিআই আদালতে শেষ করা হয়৷ রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলা এদিন বিচারপতি কাবেরী বায়েওজার এজলাসে ওঠে৷ এর আগে, গত দিন দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন ছাড়ের আবেদন জানান কেজরিওয়ালের আইনজীবী, সে আবেদন নাকচ করে দেয় আদালত৷

অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, দিল্লির মুখ্যমন্ত্রী তদন্তকারী গোষ্ঠীর প্রশ্নের উত্তরে বিভ্রান্তিমূলক জবাব দিচ্ছেন৷ আপাতত তাঁকে অন্যান্য কয়েকজনের সঙ্গে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ যাঁদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সময় পাঠানো হয়েছে৷ সেই কারণে ইডির তরফ থেকে আরও সাতদিনের জন্য হেফাজতে চাওয়া হয়৷ কিন্তু শেষ পর্যন্ত আদালত চার দিনের হেফাজতে পাঠায়৷

Arvind Kejriwal News: ইডি হেফাজতেই বড় কাণ্ড ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল! তুমুল শোরগোল, শুনলে চমকে উঠবেন!

নয়াদিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর ঠিক ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে ৬ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি। তবে, থেমে নেই কেজরিওয়ালও। ইডির হাতে বন্দি অবস্থাতেই শুরু করেছেন মুখ্যমন্ত্রীর কাজ।

ইডির হেফাজতে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির জল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। ওই দফতরের মন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ৬০০ কোটি! ভোটের মুখেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দিলেন দিলীপ ঘোষ! ‘ঝড়’ উঠল বলে

আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সেই রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷ ইডি আদালতে জানায়, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। অপরাধে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ইডির দাবি, আবগারি ‘দুর্নীতি’র টাকা গোয়া এবং পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ। এরপরই ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: সদ্য যোগ বিজেপিতে, তারপরই কৌস্তভ বাগচীর বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! মাথায় হাত BJP নেতার

আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে রাজ্যে রীতিমতো সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন কেজরি। প্রশ্ন হচ্ছে, এভাবে কতদিন চলতে পারে? আপের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল।

Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের কুর্সিতে স্ত্রী সুনীতা? বড় চমক দিতে পারে আপ, জোর জল্পনা

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতেই আবগারি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেল থেকে দিল্লির মুখ‍্যমন্ত্রীর পাঠানো বার্তা জানালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।

ঠিক যেরকমভাবে বসে এতদিন সাংবাদিক সম্মেলন করেছেন দিল্লির মুখ‍্যমন্ত্রী, সেই একইরকম ভাবে, চেয়ারে বসেই জেল থেকে পাঠানো দিল্লির মুখ‍্যমন্ত্রীর বার্তা পড়ে শোনালেন তাঁর স্ত্রী। আপ শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে। ফলে বর্তমানে দিল্লির মুখ‍্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে?

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির মুখ‍্যমন্ত্রী পদে উঠে আসছে তিনটি নাম। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা, এবং আম আদমি পার্টির দুই মন্ত্রী অতিশী মারলেনী এবং সৌরভ ভরদ্বাজের নাম উঠে আসছে। তবে কেজরিওয়ালের সাংবাদিক সম্মেলনের একইরকম ‘কুর্সি’তে বসেই এদিন বার্তা শোনালেন সুনীতা। পেছনে দেখা গিয়েছে চেনা ভগত সিং এবং ড: বি আর আম্বেদকরের ছবি।

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

মেসেজ পড়ার আগে সুনীতা বলেন, ‘‘জেল থেকে বার্তা পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।’’  অরবিন্দের বার্তা, ‘‘গতকাল আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি ভেতরে থাকি বা বাইরে, প্রতি মুহূর্তে দেশের সেবা করে যাব।’’

 

জেল থেকেই আপ নেতার বার্তা,‘‘আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উত্সর্গীকৃত। আমার শরীরের প্রতিটি কোষ দেশের জন্য। এই পৃথিবীতে আমার জন্ম শুধু সংগ্রামের জন্য। আজ পর্যন্ত অনেক সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করব। আমার জীবনে অনেক সংগ্রাম লেখা আছে। তাই এই গ্রেফতার আমাকে আর অবাক করে না। আমাদের ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’

সুনীতা কেজরিওয়াল জানালেন, অরবিন্দ বলেছেন, ‘‘আপনাদের সকলের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আগের জন্মে নিশ্চই অনেক পূণ‍্য করেছি, তাই ভারতে জন্মেছি। আমরা সকলে মিলে আবার ভারতে মহান বানাব। দিল্লিতে আমার মা বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল তো জেলে, এবার কী হবে। জানি না হাজার টাকা আবার পাব কি না। সমস্ত মা বোনেদের কাছে আমার বার্তা, আপনাদের ভাই এবং ছেলের উপর ভরসা রাখুন।’’

স্ত্রী সুনীতার উদ্দ‍্যেশ‍্যে বলেন, ‘‘আমি শীঘ্রই বেরিয়ে আসব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব।’’কেজরিওয়াল তার বার্তায় দিল্লির মা-বোনদের মন্দিরে গিয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি আম আদমি পার্টির কর্মীদের কাছেও আবেদন, সমাজসেবার কাজ যেন বন্ধ না হয়। তাঁর বার্তা,‘‘বিজেপির লোকদেরও ঘৃণা করবেন না। তারা সবাই আমাদের ভাই-বোন।’’

মিডিয়া রিপোর্ট অনুসারে, আপাতত অতীশি, ভরদ্বাজ এবং মন্ত্রী কৈলাশ গাহলট দিল্লিতে সরকার পরিচালনা চালিয়ে যাবেন। এদিকে, পাঠক, রাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলের নির্বাচনী প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছেন। যদিও আইনত জেলে থেকেও মুখ‍্যমন্ত্রীর কাজ করা যায়। এ বিষয়ে পার্টির পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।

Arvind Kejriwal: ‘আমি জেলে থাকি অথবা বাইরে…’, গ্রেফতারির পর প্রথম মুখ খুলে কী বললেন কেজরিওয়াল?

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করল ইডি৷ আদালতে ঢোকার মুখেই গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানালেন, আমি জেলের ভিতরে থাকি অথবা বাইরে, আমার জীবন দেশের জন্যই নিবেদিত৷

আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর এ দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷

আরও পড়ুন: রবিবারই কেন সপ্তাহের ছুটির দিন, কীভাবে শুরু হল এই ব্যবস্থা? ভারতেও রয়েছে ইতিহাস

কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই দিল্লি জুড়ে বিক্ষোভে নেমেছেন আপ কর্মী সমর্থকরা৷ বিক্ষোভ ছড়িয়েছে আপ শাসিত পঞ্জাবেও৷ আদালত চত্বরের বাইরেও এ দিন ভিড় করে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সমর্থকরা৷

আপ অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গ্রেফতার হলেও জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল৷ যদিও আপ-এর এই ঘোষণার পরই নতুন আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷

তিনি দাবি করেছেন, আপ যদি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে৷ কারণ, সংবিধানেই সেই সুযোগ রয়েছে৷

Kejriwal Arrest: কেজরিওয়ালের গ্রেফতারিতে অনুঘটকের কাজ করেছে এই বিষয়গুলি; দিল্লির মুখ্যমন্ত্রীর থেকে কী কী জানতে চাইছে ইডি?

গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাস থেকে বিস্তর ইঁদুর দৌড়ের পর অবশেষে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট বিষয়টির উপর হস্তক্ষেপ করতে চায়নি, এমনকী মুখ্যমন্ত্রীকে কোনও রকম সুরক্ষা দিতেও অস্বীকার করে আদালত। এরপরেই ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাস থেকে বিস্তর ইঁদুর দৌড়ের পর অবশেষে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট বিষয়টির উপর হস্তক্ষেপ করতে চায়নি, এমনকী মুখ্যমন্ত্রীকে কোনও রকম সুরক্ষা দিতেও অস্বীকার করে আদালত। এরপরেই ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে।
কেন গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল?ইডি-র আবেদনের বিরুদ্ধে গিয়ে দিল্লি আদালত জামিন দেওয়ায় বেশ উচ্ছ্বসিতই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাইকোর্টে তাঁর আবেদন নাকচ হয়ে যায়। কেজরিওয়াল ‘জবরদস্তিমূলক পদক্ষেপ’ থেকে সুরক্ষা চাইলেও তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে উচ্চ আদালত। এমনকী শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে হাইকোর্ট প্রশ্ন করে যে, অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করছে না ওই সংস্থা! রাজু বলেন, আমরা কখনওই বলিনি যে, আমরা তাঁকে গ্রেফতার করতে যাচ্ছি। এর জন্য ক্ষমতা রয়েছে। আপনিও তদন্তে যোগ দিন। আমরা গ্রেফতার করতে পারি কিংবা না-ও করতে পারি। মাত্র এক ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ এবং অন্যান্য আধিকারিকদের সাহায্য নিয়ে ইডি-র ১২ সদস্যের একটি দল দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি শুরু হয়। রাত প্রায় ৯টা নাগাদ ষড়যন্ত্র এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।
কেন গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল?
ইডি-র আবেদনের বিরুদ্ধে গিয়ে দিল্লি আদালত জামিন দেওয়ায় বেশ উচ্ছ্বসিতই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাইকোর্টে তাঁর আবেদন নাকচ হয়ে যায়। কেজরিওয়াল ‘জবরদস্তিমূলক পদক্ষেপ’ থেকে সুরক্ষা চাইলেও তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে উচ্চ আদালত। এমনকী শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে হাইকোর্ট প্রশ্ন করে যে, অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করছে না ওই সংস্থা! রাজু বলেন, আমরা কখনওই বলিনি যে, আমরা তাঁকে গ্রেফতার করতে যাচ্ছি। এর জন্য ক্ষমতা রয়েছে। আপনিও তদন্তে যোগ দিন। আমরা গ্রেফতার করতে পারি কিংবা না-ও করতে পারি। মাত্র এক ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ এবং অন্যান্য আধিকারিকদের সাহায্য নিয়ে ইডি-র ১২ সদস্যের একটি দল দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি শুরু হয়। রাত প্রায় ৯টা নাগাদ ষড়যন্ত্র এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।
কবিতার গ্রেফতারিতেই ইঙ্গিত: গত সপ্তাহেই ভারত রাষ্ট্র সমিতির নেতা কে কবিতাকে গ্রেফতার করেছিল ইডি। সেই সময়ই ইঙ্গিত মিলেছিল যে, অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করার দিকেই এগোচ্ছে তারা। বিআরএস নেতার বিরুদ্ধে ডিরেক্টোরেটের বিবৃতিতে বলা হয়, তদন্তে জানা গিয়েছে যে, কবিতা এবং অন্যরা দিল্লি আবগারি নীতি-প্রণয়ন এবং বাস্তবায়নে সুবিধা পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসৌদিয়া-সহ আপ-এর শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এই সুবিধার বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন কেজরিওয়াল এবং কবিতা। তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি।
কবিতার গ্রেফতারিতেই ইঙ্গিত: গত সপ্তাহেই ভারত রাষ্ট্র সমিতির নেতা কে কবিতাকে গ্রেফতার করেছিল ইডি। সেই সময়ই ইঙ্গিত মিলেছিল যে, অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করার দিকেই এগোচ্ছে তারা। বিআরএস নেতার বিরুদ্ধে ডিরেক্টোরেটের বিবৃতিতে বলা হয়, তদন্তে জানা গিয়েছে যে, কবিতা এবং অন্যরা দিল্লি আবগারি নীতি-প্রণয়ন এবং বাস্তবায়নে সুবিধা পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসৌদিয়া-সহ আপ-এর শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এই সুবিধার বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন কেজরিওয়াল এবং কবিতা। তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি।
৯টি সমন উপেক্ষা: কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আইনি পরামর্শ থেকে জানা যাচ্ছিল যে, তদন্ত দলটি শক্ত জমিতে ছিল। আধিকারিকদের মতে, আইনি পরামর্শ ছিল যে, কেজরিওয়াল নয়টি সমন এড়িয়ে নিজের জন্য পিচ তৈরি করেছিলেন। আপ নেতা এই সমনগুলিকে বেআইনি বলে আখ্যা দিয়েছিল। এরপর তিনি বলেছিলেন যে, ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি তিনি। কী ক্ষমতায় তাঁকে তলব করা হচ্ছে, সে সম্পর্কেও তিনি ইডির কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। বৃহস্পতিবার ইডি দিল্লি হাইকোর্টকে বলেছে যে, কেজরিওয়ালকে আপ-এর জাতীয় আহ্বায়ক হিসাবে নয়, বরং তাঁর ব্যক্তিগত ক্ষমতায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
৯টি সমন উপেক্ষা: কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আইনি পরামর্শ থেকে জানা যাচ্ছিল যে, তদন্ত দলটি শক্ত জমিতে ছিল। আধিকারিকদের মতে, আইনি পরামর্শ ছিল যে, কেজরিওয়াল নয়টি সমন এড়িয়ে নিজের জন্য পিচ তৈরি করেছিলেন। আপ নেতা এই সমনগুলিকে বেআইনি বলে আখ্যা দিয়েছিল। এরপর তিনি বলেছিলেন যে, ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি তিনি। কী ক্ষমতায় তাঁকে তলব করা হচ্ছে, সে সম্পর্কেও তিনি ইডির কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। বৃহস্পতিবার ইডি দিল্লি হাইকোর্টকে বলেছে যে, কেজরিওয়ালকে আপ-এর জাতীয় আহ্বায়ক হিসাবে নয়, বরং তাঁর ব্যক্তিগত ক্ষমতায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ: আগের চার্জশিটে তথাকথিত সাউথ গ্রুপ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর সঙ্গে কেজরিওয়ালের ফেসটাইম কথোপকথন তুলে ধরেছিল ইডি। যেখানে তাঁকে বিজয় নায়ারকে বলতে শোনা গিয়েছিল মাই বয়। আপ-এর প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ নায়ারের বিরুদ্ধে শুরু থেকেই সাউথ গ্রুপের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। নগদে ঘুষ দেওয়া নিশ্চিত করা হয়েছে এবং আবগারি নীতি এমন ভাবে তৈরি করা হয়েছিল, যা অভিযুক্ত ঘুষদাতাদের জন্য সুবিধা প্রদান করে। সাউথ গ্রুপের এক ব্যবসায়ী শরৎ রেড্ডি ইডি-কে বলেন যে, নায়ার গ্রুপের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সুবিধা দেন এবং কে কবিতা আর সাউথ গ্রুপের পক্ষে আবগারি নীতিকে প্রভাবিত করার জন্য ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেন।
কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ: আগের চার্জশিটে তথাকথিত সাউথ গ্রুপ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর সঙ্গে কেজরিওয়ালের ফেসটাইম কথোপকথন তুলে ধরেছিল ইডি। যেখানে তাঁকে বিজয় নায়ারকে বলতে শোনা গিয়েছিল মাই বয়। আপ-এর প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ নায়ারের বিরুদ্ধে শুরু থেকেই সাউথ গ্রুপের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। নগদে ঘুষ দেওয়া নিশ্চিত করা হয়েছে এবং আবগারি নীতি এমন ভাবে তৈরি করা হয়েছিল, যা অভিযুক্ত ঘুষদাতাদের জন্য সুবিধা প্রদান করে। সাউথ গ্রুপের এক ব্যবসায়ী শরৎ রেড্ডি ইডি-কে বলেন যে, নায়ার গ্রুপের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সুবিধা দেন এবং কে কবিতা আর সাউথ গ্রুপের পক্ষে আবগারি নীতিকে প্রভাবিত করার জন্য ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেন।
নায়ারের সঙ্গে যোগ থাকা এবং তাঁর সঙ্গে ফেসটাইম কথোপকথনের জন্য হেফাজতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।এমনকী ২০২১ সালের মার্চ মাসে যখন দিল্লি আবগারি নীতি নিয়ে আলোচনা হয়েছে, তখন কেজরিওয়াল যদি সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির সঙ্গে দেখা করে থাকেন, সেই বিষয়েও তাঁর কাছ থেকে জানতে চাইবে ওই সংস্থা। ঘুষের অর্থ প্রদান এবং আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে কে কবিতার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়ে সংস্থাটি নতুন প্রমাণ সংগ্রহ করেছে। আধিকারিকরা বলেন যে, বারবার জেরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। সেই কারণেই হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি হয়ে পড়েছিল।
নায়ারের সঙ্গে যোগ থাকা এবং তাঁর সঙ্গে ফেসটাইম কথোপকথনের জন্য হেফাজতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।এমনকী ২০২১ সালের মার্চ মাসে যখন দিল্লি আবগারি নীতি নিয়ে আলোচনা হয়েছে, তখন কেজরিওয়াল যদি সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির সঙ্গে দেখা করে থাকেন, সেই বিষয়েও তাঁর কাছ থেকে জানতে চাইবে ওই সংস্থা। ঘুষের অর্থ প্রদান এবং আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে কে কবিতার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়ে সংস্থাটি নতুন প্রমাণ সংগ্রহ করেছে। আধিকারিকরা বলেন যে, বারবার জেরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। সেই কারণেই হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি হয়ে পড়েছিল।

Mamata On Arvind Kejriwal: ‘বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট…?’ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মমতা!

কলকাতা: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কী ভাবে গ্রেফতার? প্রশ্ন তুলে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণ বিধি চলাকালীন কী ভাবে গ্রেফতার? ইন্ডিয়া জোটের তরফে আজ নির্বাচন কমিশনে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফে ইন্ডিয়া জোটের হয়ে নির্বাচন কমিশনে যাবে নাদিমুল হক ও ডেরেক ও ব্রায়েন। “বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ইডি,সিবিআই দিয়ে?” প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা লেখেন, “আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছি। আমার অটল সমর্থন ও সংহতি জানাতে আমি ব্যক্তিগতভাবে শ্রীমতি সুনীতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছি। এটা আপত্তিজনক যে বার বার নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। অথচ ছাড় দেওয়া হচ্ছে বিজেপি সমর্থিত অনেককেই।” এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত বলেও মন্তব্য মমতার। আজ, আমাদের ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। গ্রেফতারির বিষয়ে তীব্র আপত্তি জানাতে কমিশনের দরজায় যাবে জোটের প্রতিনিধিদল।”

Arvind Kejriwal: গ্রেফতারির পরই অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা! ভয়ঙ্কর অভিযোগ অতিশীর

নয়াদিল্লি: এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তাঁর দল আম আদমি পার্টি। এই পরিপ্রেক্ষিতে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং ট্যুইট করে জানালেন, কেজরিওয়াল একজন সিটিং মুখ্যমন্ত্রী, যিনি z+ নিরাপত্তা পান, এখন তিনি ইডি হেফাজতে। তাঁর সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা বলেই দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আর্জি নাকচ করার পরই দ্রুত পদক্ষেপ করে ইডি৷ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশি করে ইডি৷ প্রায় দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি দাবি করেছেন, ‘ইন্ডিয়া এ সবেরই মুখের মতো জবাব দেবে৷’

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

এর পরই এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ৯ বার সমন জারি করে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হননি। শেষবার তাঁর গরহাজিরার পরেই তল্লাশির ওয়ারেন্ট-সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ‍্যের পর থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে। রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

Arvind Kejriwal arrest: ভোট ঘোষণার পর কীভাবে গ্রেফতার কেজরীওয়াল, প্রশ্ন তৃণমূলের! সরব অন্য বিরোধীরাও

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এবং আদর্শ আচরণ বিধি লাগু থাকা সত্ত্বেও কীভাবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এ ভাবে গ্রেফতার করা হল, সেই প্রশ্নই তুলেছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷ বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ফাটল ধরাতেই হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরীওয়ালদের গ্রেফতার করা হচ্ছে৷

এ দিন আবগারি দুর্নীতি কাণ্ডে অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির পর তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিবৃতি দেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন কমিশন যখন দায়িত্বে রয়েছে এবং আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে, তখন অরবিন্দ কেজরীওয়ালের মতো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আমরা তীব্র প্রতিবাদ করছি৷ এর আগে বেআইনি অর্ডিন্যান্স জারি করে তাঁর প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল৷ যদি মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী নেতাদের ভোটের আগে এ ভাবে গ্রেফতার করা হয়, তাহলে কীভাবে আমরা স্বচ্ছ নির্বাচনের আশা করব? নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট যদি এখনও সক্রিয় না হয়, তাহলে বিজেপির এই দমনমূলক রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতে মানুষের পাশে কে দাঁড়াবে?’

আরও পড়ুন: ‘মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!’ কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের

এক্স হ্যান্ডেলে ডেরেক ও ব্রায়েনের এই বিবৃতি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এর পাশাপাশি শশী থারুর, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, কে সি বেণুগোপাল, মেহবুবা মুফতির মতো বিরোধী শিবিরের একের পর এক নেতা কেজরীওয়ালের গ্রেফতারির প্রতিবাদ করেছেন৷

লালু প্রসাদ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হারের ভয়ে অসহায় মোদি সরকার গণতন্ত্রের দফারফা করেছেন এবং করতে থাকবেন৷ এদের বিদায় নিশ্চিত, সেই কারণেই এত ভয়৷’

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন লিখেছেন, ‘নির্বাচনের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে যে অনৈতিক এবং দুর্বল ষড়যন্ত্র তৈরি করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি তারই অংশ৷ যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভয় পায় এরকম কাপুরুষের মতো কাজ তারাই করে৷ ক্ষমতার এই অপব্যবহারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের সময় এসে গিয়েছে৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এক্স হ্যান্ডেলে লেখেন, ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’