Tag Archives: ayurvedic

Pongame Oiltree Benefits: আর্থ্রাইটিসের মহাশত্রু…! এই অলৌকিক ঔষধি গাছ দাঁতের ব্যথায় ধন্বন্তরি, কীভাবে, কখন ‘খাবেন’? জানুন বিশেষজ্ঞের মত

আয়ুর্বেদ আমাদের বার বারই অবাক করে। আর করঞ্জ উদ্ভিদ (পোঙ্গাম তৈলবৃক্ষ) আয়ুর্বেদ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। দাঁতের সমস্যার চটজলদি সমাধানে এই গাছের জুড়ি মেলা ভার। পাশাপাশি নানাবিধ ঔষধি চিকিৎসায় ব্যবহৃত হয় এই উদ্ভিদ।
আয়ুর্বেদ আমাদের বার বারই অবাক করে। আর করঞ্জ উদ্ভিদ (পোঙ্গাম তৈলবৃক্ষ) আয়ুর্বেদ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। দাঁতের সমস্যার চটজলদি সমাধানে এই গাছের জুড়ি মেলা ভার। পাশাপাশি নানাবিধ ঔষধি চিকিৎসায় ব্যবহৃত হয় এই উদ্ভিদ।
এই উদ্ভিদটি প্রাকৃতিক চিকিৎসার জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আসুন বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক এটি ব্যবহারের সঠিক উপায়।
এই উদ্ভিদটি প্রাকৃতিক চিকিৎসার জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আসুন বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক এটি ব্যবহারের সঠিক উপায়।
দাঁত পরিষ্কার এবং দন্তচিকিৎসায় মোক্ষম দাওয়াই করঞ্জা। এর নিয়মিত ব্যবহারে দাঁতের সমস্যা যেমন ক্যাভিটি, মাড়ি ফুলে যাওয়া এবং দাঁতের ব্যথা নিরাময় করা যায়। এটি দাঁতকে শক্তিশালী ও সুস্থ করে তোলে।
দাঁত পরিষ্কার এবং দন্তচিকিৎসায় মোক্ষম দাওয়াই করঞ্জা। এর নিয়মিত ব্যবহারে দাঁতের সমস্যা যেমন ক্যাভিটি, মাড়ি ফুলে যাওয়া এবং দাঁতের ব্যথা নিরাময় করা যায়। এটি দাঁতকে শক্তিশালী ও সুস্থ করে তোলে।
আয়ুর্বেদাচার্য বালেশ্বর শর্মা এই প্রসঙ্গে বলেন, করঞ্জের বীজ, পাতা এবং গুঁড়ো বাত, চুলকানি এবং ত্বক সংক্রান্ত সমস্যা নিরাময়ে খুবই কার্যকর। আয়ুর্বেদে, এর নিয়মিত ব্যবহার এই রোগগুলি নিয়ন্ত্রণে সহায়ক বলে মনে করা হয়।
আয়ুর্বেদাচার্য বালেশ্বর শর্মা এই প্রসঙ্গে বলেন, করঞ্জের বীজ, পাতা এবং গুঁড়ো বাত, চুলকানি এবং ত্বক সংক্রান্ত সমস্যা নিরাময়ে খুবই কার্যকর। আয়ুর্বেদে, এর নিয়মিত ব্যবহার এই রোগগুলি নিয়ন্ত্রণে সহায়ক বলে মনে করা হয়।
করঞ্জের প্রাকৃতিক ঔষধি গুণাবলীর কারণে এটি চিকিৎসায় অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা রোগীদের দ্রুত উপশম দেয়।
করঞ্জের প্রাকৃতিক ঔষধি গুণাবলীর কারণে এটি চিকিৎসায় অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা রোগীদের দ্রুত উপশম দেয়।
করঞ্জা (গাছের বিভিন্ন অংশ) জ্বালিয়ে তৈরি ছাইয়ে সামান্য লবণ মিশিয়ে দাঁতে লাগালে দাঁতের ব্যথা থেকে দ্রুত উপশম হয়। দাঁতের সমস্যার জন্য এই ঘরোয়া উপায়টি খুবই কার্যকরী।
করঞ্জা (গাছের বিভিন্ন অংশ) জ্বালিয়ে তৈরি ছাইয়ে সামান্য লবণ মিশিয়ে দাঁতে লাগালে দাঁতের ব্যথা থেকে দ্রুত উপশম হয়। দাঁতের সমস্যার জন্য এই ঘরোয়া উপায়টি খুবই কার্যকরী।
আয়ুর্বেদ শাস্ত্রে করঞ্জের একটি আলাদা পরিচয় রয়েছে। এর বিভিন্ন অংশ আর্থ্রাইটিস, চুলকানি, দাঁতের ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়, যা এটিকে আয়ুর্বেদের ক্ষেত্রে বহুমুখী উদ্ভিদ হিসেবে নিঃসন্দেহে বিশেষ সমাদর দেয়।
আয়ুর্বেদ শাস্ত্রে করঞ্জের একটি আলাদা পরিচয় রয়েছে। এর বিভিন্ন অংশ আর্থ্রাইটিস, চুলকানি, দাঁতের ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়, যা এটিকে আয়ুর্বেদের ক্ষেত্রে বহুমুখী উদ্ভিদ হিসেবে নিঃসন্দেহে বিশেষ সমাদর দেয়।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Ayurvedic Plant: ওষুধের বাবা এই মহৌষধ…! শিরায় শিরায় ভরে দেবে শক্তি! গুণ শুনলেই খুঁজতে বেরোবেন আপনিও

কলকাতা: দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য আমরা নানা উপায় অবলম্বন করে থাকি। কিন্তু একটি ওষুধ রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো শক্তিশালী করেই, সেই সঙ্গে দেহের নানা সমস্যাকে তুড়ি মেরে দূর করে। আর এই ওষুধটির নাম হল বংশলোচন। যা তাবাশির নামেও পরিচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক এই বংশলোচন দেখতে অনেকটা সাদা রঙের ক্রিস্টাল বা স্ফটিকের মতো। এটি সেবন করলে শারীরিক দুর্বলতা, পুরুষত্বহীনতা, ইউরিন ইনফেকশন বা মূত্র সংক্রমণ, বক্ষ ব্যাধি, কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় দ্রুত উপশম পাওয়া যায়। বলা ভাল, এটি নিয়মিত সেবন করলে এক ডজন রোগ থেকে দূরে থাকা যাবে।

আয়ুর্বেদিক চিকিৎসকের বক্তব্য:
উত্তরপ্রদেশের বাগপতের খেকড়ার নিধি ক্লিনিকে বসেন আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সুনীতা সোনাল ধামা। তাঁর কথায়, বংশলোচন একটি বিশেষ ধরনের ওষুধ। যা বাজারে বেশ সহজলভ্য। যে কোনও আয়ুর্বেদিক ওষুধের দোকানে সহজেই পাওয়া যায় এটি। আসলে বংশলোচন একটি আয়ুর্বেদিক ওষুধ। যা দামে বেশ সস্তাও বটে! প্রচুর রোগের হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় এই বংশলোচন।

আরও পড়ুন: খাবার খেলেই পেট মোচড়…? হজম করতে পারছেন না কিছুই? সাবধান! এড়িয়ে চলতেই হবে এসব খাবার, পরামর্শ বিশেষজ্ঞের

দ্রুত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওষুধ। সেই সঙ্গে শারীরিক দুর্বলতা দূর করতেও বেশ কার্যকর। প্রস্রাব সংক্রান্ত যাবতীয় ব্যাধি দ্রুত সারাতে সহায়ক বংশলোচন। এখানেই শেষ নয়, ধীরে ধীরে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিরাময় করার ক্ষমতা রয়েছে এর মধ্যে। দুধের সঙ্গে বংশলোচন মিশিয়ে তা সেবন করা যেতে পারে। এই পানীয় শরীরের দ্রুত উপকার করে।

বংশলোচনের পুষ্টিগুণ:
বংশলোচনের অনেক নাম রয়েছে। একে তাবাশির, বাঁশ কাবর, বংশকর্পূর বা বাঁশ কর্পূর নামেও ডাকা হয়ে থাকে। বংশলোচনে ক্যালসিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে সোডিয়াম, জিঙ্ক, কপার, পটাশিয়াম, ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে। ড্রাই ফ্রুট দিয়ে তৈরি লাড্ডুতে মিশিয়ে বংশলোচন ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি প্রতিদিন দুধের সঙ্গে বংশলোচন মিশিয়ে তা সেবন করা যেতে পারে। কারণ বংশলোচনকে মিহি করে পিষে এর গুঁড়ো বানিয়েও নেওয়া যায়। এরপর তা যে কোনও ওষুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

 

 

Nadia News: দাম মাত্র ১০ টাকা, এক চুমুকেই শরীর ফিট! কুলেখাড়া-থানকুনির জুস খেতেই ভিড় জমছে এই দোকানে, কোথায় জানেন?

নদিয়া: অসুস্থ রোগী এবং শরীর সচেতন নাগরিকরা চায়ের বদলে নদিয়ার শান্তিপুর কলেজ পার্শ্বস্ত এই দোকানে, সকাল থেকে ভিড় জমানো ক্রেতারা চুমুক দেন বিভিন্ন ভেষজ জুসে। নদিয়ার শান্তিপুর শহরের শান্তিপুর কলেজের পাশেই একটি দোকানে কাগজের কাপ হাতে নিয়ে ভেষজ জুসে চুমুক দিয়ে চলে খোশ মেজাজে গল্প , তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত সময়কালের মধ্যে কেউ মর্নিং ওয়াক করতে এসে কেউ বা নানান ব্যস্ততার কাজের মধ্যে দিয়ে এই দোকানে একবার ঢুঁ দিয়ে যান কখনও নিজে খেয়ে পরিবারকেও সুস্থ রাখতে বোতলে করে নিয়ে যান এই ভেষজ জুস।

একদিকে যেমন ব্রাহ্মী শাক, কুলেখাড়া, থানকুনি সজনের মত বহু গুণের পাতা রয়েছে তেমনি অর্জুন, ছাতিম, দারচিনি, নানান ভেষজ ঔষধি গাছের ছালের রস, রয়েছে বিভিন্ন শিকড়েরও রস, আনারস থেকে তুলসী, কালমেঘ, অ্যালোভেরা, পুদিনা, কারিপাতার রস। রয়েছে কাঁচা হলুদ, বিট, গাজর, লাউ, শসা-সহ নানান উপাদানের রস। আর এই রস নিয়মিত পান করেই কোনওরকম ঔষধ ছাড়াই তাদের শরীর সুস্থ ও সতেজ রয়েছে বলেই দাবি করেন সেই দোকানে নিয়মিত আসা খরিদ্দারেরা। নিয়মিত খরিদ্দারের সংখ্যা এখন প্রায় ৪০ জন। তবে রস যাই হোক দাম ১২০ মিলির কাগজের গ্লাসে মাত্র ১০ টাকা। ক্রেতারা জানাচ্ছেন এই দামে পাতি লেবুর শরবত মেলে, সেখানে এত রকমের উপাদান যা অত্যন্ত উপকারী তা পেতেই তাদের নিয়মিত আসা।

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

কেউ জানাচ্ছেন সুগারের জন্য নিমপাতা কিংবা করলার রস করা বাড়িতে যথেষ্ট সমস্যা, হাই প্রেসার সংক্রান্ত সমস্যা নিয়ে আসা ক্রেতারা জানাচ্ছেন থোড় কেটে তা রস করা অনেকটাই সময় সাপেক্ষ প্রথম প্রথম তা বাড়িতে হলেও গাফিলতির কারণে আর খাওয়া হতো না, ওই দোকান হওয়ার পর থেকে নিয়মিত খাওয়া শুরু হয়েছে আবার তার ফলে রোগ এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

শুধু রোগের জন্যই নয় অনেকেই আসেন যারা শুধুমাত্র সকালবেলায় ভেষজ বিভিন্ন ধরনের এই পথ্য খেতে। তবে কখন কখনও আমলকি কিংবা অ্যালোভেরা কিংবা পুদিনা এ ধরনের উপাদান জোগাড় করতে একটু বেশি অর্থ লাগে তখন দাম বেড়ে বড় জোর ১৫ থেকে ২০ টাকা হয় তবে সব রকম মিক্সড জুস সারাবছর ১০ টাকা। আর এই দশ টাকার বিনিময়ে একদিকে যেমন বাঁচছে সময় তেমন ঝামেলা ঝঞ্ঝাট নিয়মিত ঔষধের মতন পথ্যও খাওয়া সম্ভব হচ্ছে।

Mainak Debnath

Healthy Lifestyle: বাড়ির আশপাশে জঙ্গলের মতো গজিয়ে থাকা এই পাতা, ফেলে দেবেন না, পাঁচন তন্ত্রের রামবাণ! শরীরের সব বশ হয়ে আপনার হাতে

আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন গাছ-গাছড়ার গুরুত্ব অপরিসীম। ওষধি গুরুত্বের গাছ এবং গাছপালায় একাধিক রোগ বশ হবে৷ আপনি জানেন আপনার চারপাশে এতরকমের গাছ-গাছড়া রয়েছে যা ভীষণভাবে কাজে লাগতে পারে৷ এমনই একটি ওষধির নাম হল চাঙ্গেরি বা আমরুল। এটি স্বাদে অনন্য কিন্তু অনেক বৈশিষ্ট্যে পূর্ণ। এর পাতার গঠন ফুলের মতোই। পেটের অসুখ সারাতে প্রাচীনকাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে।
আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন গাছ-গাছড়ার গুরুত্ব অপরিসীম। ওষধি গুরুত্বের গাছ এবং গাছপালায় একাধিক রোগ বশ হবে৷ আপনি জানেন আপনার চারপাশে এতরকমের গাছ-গাছড়া রয়েছে যা ভীষণভাবে কাজে লাগতে পারে৷ এমনই একটি ওষধির নাম হল চাঙ্গেরি বা আমরুল। এটি স্বাদে অনন্য কিন্তু অনেক বৈশিষ্ট্যে পূর্ণ। এর পাতার গঠন ফুলের মতোই। পেটের অসুখ সারাতে প্রাচীনকাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে।।
চাঙ্গেরি হল ছোট পাতা বিশিষ্ট এক ধরণের ঘাস, যাকে বিজ্ঞানসম্মত নাম Oxalis corniculata। এটি হলুদ রঙের ফুল হয় এবং এর স্বাদ টক। শিশুরা এটি খেতে পছন্দ করে। এই ঘাস ডায়রিয়ার চিকিৎসায় সহায়ক হতে পারে।
চাঙ্গেরি হল ছোট পাতা বিশিষ্ট এক ধরণের ঘাস, যাকে বিজ্ঞানসম্মত নাম Oxalis corniculata। এটি হলুদ রঙের ফুল হয় এবং এর স্বাদ টক। শিশুরা এটি খেতে পছন্দ করে। এই ঘাস ডায়রিয়ার চিকিৎসায় সহায়ক হতে পারে।
আয়ুর্বেদ অনুসারে, চেঙ্গেরি ঘাসে দীপনা গ্রহী বৈশিষ্ট্য রয়েছে। এর মানে হল এই ঘাসের খাদ্য হজম এবং শোষণ উন্নত করার ক্ষমতা রয়েছে। এই কারণেই এর সেবন পাচনতন্ত্রকে শক্তিশালী ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।
আয়ুর্বেদ অনুসারে, চেঙ্গেরি ঘাসে দীপনা গ্রহী বৈশিষ্ট্য রয়েছে। এর মানে হল এই ঘাসের খাদ্য হজম এবং শোষণ উন্নত করার ক্ষমতা রয়েছে। এই কারণেই এর সেবন পাচনতন্ত্রকে শক্তিশালী ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।
বিশেষজ্ঞ ধর্মেন্দ্র সিং যাদব চাঙ্গোরি সম্পর্কে বলেন, এর পাতাগুলি অম্লীয় প্রকৃতির। ফুলে গেলে চাঙ্গোরি খেতে হবে। এর সেবন মূত্রাশয়ের সমস্যা থেকেও মুক্তি দেয়। এর পাতা চিনি দিয়ে বেটে শরবত খাওয়া হয়। এটি এক সপ্তাহ ধরে খেলে মূত্রাশয়ের ফোলাভাব দূর হয়। এটি ক্রমাগত সেবন করলে জ্বর থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে চর্মরোগও সারে।
বিশেষজ্ঞ ধর্মেন্দ্র সিং যাদব চাঙ্গোরি সম্পর্কে বলেন, এর পাতাগুলি অম্লীয় প্রকৃতির। ফুলে গেলে চাঙ্গোরি খেতে হবে। এর সেবন মূত্রাশয়ের সমস্যা থেকেও মুক্তি দেয়। এর পাতা চিনি দিয়ে বেটে শরবত খাওয়া হয়। এটি এক সপ্তাহ ধরে খেলে মূত্রাশয়ের ফোলাভাব দূর হয়। এটি ক্রমাগত সেবন করলে জ্বর থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে চর্মরোগও সারে।
আপনারও যদি চর্মরোগ থাকে তাহলে এর রস বের করে তাতে গোলমরিচের গুঁড়ো ও ঘি মিশিয়ে সেবন করুন। এতে অল্প সময়ের মধ্যে সব ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাবেন। ক্ষত না শুকলে চাঙ্গোরি ব্যবহার করলে উপকার হবে।
আপনারও যদি চর্মরোগ থাকে তাহলে এর রস বের করে তাতে গোলমরিচের গুঁড়ো ও ঘি মিশিয়ে সেবন করুন। এতে অল্প সময়ের মধ্যে সব ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাবেন। ক্ষত না শুকলে চাঙ্গোরি ব্যবহার করলে উপকার হবে।
এই ঘাস ধরণের গাছড়া ডায়রিয়া, পেট ব্যথা, বমি এবং জ্বরের চিকিৎসায় সহায়ক হতে পারে। এর রস খেলে তাৎক্ষণিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত ডায়রিয়ার সমস্যা কয়েকদিন স্থায়ী হয়। কিন্তু, যদি এটি এক সপ্তাহের বেশি স্থায়ী হয়, এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা ইবিএস, সিলিয়াক ডিজিজ বা প্রদাহজনিত অন্ত্রের রোগের মতো গুরুতর পেটের রোগের লক্ষণ হতে পারে।
এই ঘাস ধরণের গাছড়া ডায়রিয়া, পেট ব্যথা, বমি এবং জ্বরের চিকিৎসায় সহায়ক হতে পারে। এর রস খেলে তাৎক্ষণিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত ডায়রিয়ার সমস্যা কয়েকদিন স্থায়ী হয়। কিন্তু, যদি এটি এক সপ্তাহের বেশি স্থায়ী হয়, এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা ইবিএস, সিলিয়াক ডিজিজ বা প্রদাহজনিত অন্ত্রের রোগের মতো গুরুতর পেটের রোগের লক্ষণ হতে পারে।
মাথাব্যথার সমস্যায়ও চ্যাঙ্গোরির ব্যবহার খুবই উপকারী বলে মনে করা হয়। চাঙ্গোরির রসে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগান। এতে মাথা ব্যথা কমে। খিদে না পেলে এর পাতা দিয়ে তরকারি বানিয়েও খেতে পারেন। যার ফলে খিদেও বাড়বে এবং হজম সংক্রান্ত যাবতীয় রোগ দূর হবে।
মাথাব্যথার সমস্যায়ও চ্যাঙ্গোরির ব্যবহার খুবই উপকারী বলে মনে করা হয়। চাঙ্গোরির রসে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগান। এতে মাথা ব্যথা কমে। খিদে না পেলে এর পাতা দিয়ে তরকারি বানিয়েও খেতে পারেন। যার ফলে খিদেও বাড়বে এবং হজম সংক্রান্ত যাবতীয় রোগ দূর হবে।
আমরুল হল হল ছোট ছোট পাতাযুক্ত উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকুলাটা। কোনও অসুখে এই পাতা খেয়ে দেখতে পারেন। (দাবিত্যাগ: এই সংবাদে দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের উপর ভিত্তি করে। ব্যক্তিগত পরামর্শ নয়। চিকিৎসকের পরামর্শ নিয়েই যেকোনো কিছু ব্যবহার করুন। নিউজ 18 বাংলা কোনও ক্ষতির জন্য দায়ী থাকবে না।)
আমরুল হল হল ছোট ছোট পাতাযুক্ত উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকুলাটা। কোনও অসুখে এই পাতা খেয়ে দেখতে পারেন। (দাবিত্যাগ: এই সংবাদে দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের উপর ভিত্তি করে। ব্যক্তিগত পরামর্শ নয়। চিকিৎসকের পরামর্শ নিয়েই যেকোনো কিছু ব্যবহার করুন। নিউজ 18 বাংলা কোনও ক্ষতির জন্য দায়ী থাকবে না।)

Uric Acid Control Tips: আপনার আশেপাশে সহজেই পাবেন এই পাঁচ জিনিস, আয়ুর্বেদেই বশ হবে শরীরে ইউরিক অ্যাসিডের দংশন

ইউরিক অ্যাসিড রক্তে পাওয়া একটি বর্জ্য পদার্থ। শরীরের মধ্যে পিউরিন নামক একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ভেঙে গেলে এটি নির্গত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড সাধারণত রক্তে মিশ্রিত হয়ে যায় যা কিডনির মধ্য প্রবেশ করে৷ পাশাপাশি তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে নিঃসৃত হয়৷  শরীরে অত্যধিক ইউরিক অ্যাসিড নিঃসরণের ফলে গেঁটেবাত, কিডনিতে স্টোনের মতো মারাত্মক রোগ হতে পারে৷ পাশাপাশি নখের কোনে ব্যাথার মতো ঘিনঘিনে অসহ্য বিষয়টিও ইউরিক অ্যাসিডের কারণে হতে পারে৷
ইউরিক অ্যাসিড রক্তে পাওয়া একটি বর্জ্য পদার্থ। শরীরের মধ্যে পিউরিন নামক একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ভেঙে গেলে এটি নির্গত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড সাধারণত রক্তে মিশ্রিত হয়ে যায় যা কিডনির মধ্য প্রবেশ করে৷ পাশাপাশি তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে নিঃসৃত হয়৷  শরীরে অত্যধিক ইউরিক অ্যাসিড নিঃসরণের ফলে গেঁটেবাত, কিডনিতে স্টোনের মতো মারাত্মক রোগ হতে পারে৷ পাশাপাশি নখের কোনে ব্যাথার মতো ঘিনঘিনে অসহ্য বিষয়টিও ইউরিক অ্যাসিডের কারণে হতে পারে৷
ইউরিক অ্যাসিডের বৃদ্ধির কারণ থেকে মুক্তি পেতে ওষুধ খেতেই হয়। তবে আয়ুর্বেদ শাস্ত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে কিছু প্রাকৃতিক প্রতিকার বলা হয়। আমাদের চারপাশে যে ধরণের পাতা খুব সহজেই পাওয়া যায় সেই পাতগুলি ব্যবহার করলেই নিজের শরীরে উৎপন্ন হওয়া ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে৷ ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের নিয়মিত ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে হয়।
ইউরিক অ্যাসিডের বৃদ্ধির কারণ থেকে মুক্তি পেতে ওষুধ খেতেই হয়। তবে আয়ুর্বেদ শাস্ত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে কিছু প্রাকৃতিক প্রতিকার বলা হয়। আমাদের চারপাশে যে ধরণের পাতা খুব সহজেই পাওয়া যায় সেই পাতগুলি ব্যবহার করলেই নিজের শরীরে উৎপন্ন হওয়া ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে৷ ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের নিয়মিত ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে হয়।
তুলসি পাতাতুলসি পাতা তার ঔষধি গুণের জন্য অত্যন্ত পপুলার। হিন্দু ধর্মে পবিত্র উদ্ভিদ হিসাবে তুলসিকে মান্যতা দেওয়া হয়৷ এই পাতা শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে৷  শরীরে এটা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত তুলসি পাতা খেলে শরীর ভিতর থেকে পরিষ্কার হয়। এর নিয়মিত ব্যবহার শরীরে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি রোধ করে।
তুলসি পাতা
তুলসি পাতা তার ঔষধি গুণের জন্য অত্যন্ত পপুলার। হিন্দু ধর্মে পবিত্র উদ্ভিদ হিসাবে তুলসিকে মান্যতা দেওয়া হয়৷ এই পাতা শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে৷  শরীরে এটা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত তুলসি পাতা খেলে শরীর ভিতর থেকে পরিষ্কার হয়। এর নিয়মিত ব্যবহার শরীরে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি রোধ করে।
নিম পাতানিম পাতায় শক্তিশালী টক্সিন কন্ট্রোল করার বৈশিষ্ট্য রয়েছে। এটি রক্ত পরিশোধনে ব্যবহার হয়। এগুলি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও অন্যান্য বর্জ্য অপসারণে সাহায্য করে। নিমপাতায় রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রার সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি থেকে মুক্তি দেয়।
নিম পাতা
নিম পাতায় শক্তিশালী টক্সিন কন্ট্রোল করার বৈশিষ্ট্য রয়েছে। এটি রক্ত পরিশোধনে ব্যবহার হয়। এগুলি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও অন্যান্য বর্জ্য অপসারণে সাহায্য করে। নিমপাতায় রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রার সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি থেকে মুক্তি দেয়।
গুলঞ্চগুলঞ্চ আয়ুর্বেদ শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানl। একাধিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বৈশিষ্ট্য এতে রয়েছে। ইউরিক অ্যাসিডের মাত্রায় ভারসাম্য রাখতে সাহায্য করে ধনে।উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে হওয়া ব্রণ এবং ফোলা থেকে মুক্তি পেতে সহায়তা করে নিয়মিত ধনের ব্যবহার৷
গুলঞ্চ
গুলঞ্চ আয়ুর্বেদ শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানl। একাধিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বৈশিষ্ট্য এতে রয়েছে। ইউরিক অ্যাসিডের মাত্রায় ভারসাম্য রাখতে সাহায্য করে ধনে।উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে হওয়া ব্রণ এবং ফোলা থেকে মুক্তি পেতে সহায়তা করে নিয়মিত ধনের ব্যবহার৷
ধনেধনে পাতা ও ধনে বীজ দুটিই একাধিক স্বাস্থ্য সংক্রান্ত  উপকারের জন্য আয়ুর্বেদে ব্যবহৃত হয়। সুগন্ধযুক্ত যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে। শরীর থেকে ইউরিক এসিড সহ টক্সিন দূর করে।
ধনে
ধনে পাতা ও ধনে বীজ দুটিই একাধিক স্বাস্থ্য সংক্রান্ত  উপকারের জন্য আয়ুর্বেদে ব্যবহৃত হয়। সুগন্ধযুক্ত যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে। শরীর থেকে ইউরিক এসিড সহ টক্সিন দূর করে।
ত্রিফলাত্রিফলা হল আমলকি, হরিতকি, বয়রা এই তিনটি ফলের সংমিশ্রণ। এটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রদাহ কমানোর বৈশিষ্ট্য রয়েছে যা উচ্চ ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। এই ত্রিফলার ব্যবহার গাউট বা বাতের ব্যাথার প্রদাহ কমাতে সাহায্য করে৷
ত্রিফলা
ত্রিফলা হল আমলকি, হরিতকি, বয়রা এই তিনটি ফলের সংমিশ্রণ। এটিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রদাহ কমানোর বৈশিষ্ট্য রয়েছে যা উচ্চ ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। এই ত্রিফলার ব্যবহার গাউট বা বাতের ব্যাথার প্রদাহ কমাতে সাহায্য করে৷
এই মত নিউজ ১৮ বাংলার ব্যক্তিগত মত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ ফলে সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ Photo- Representative
এই মত নিউজ ১৮ বাংলার ব্যক্তিগত মত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন৷ ফলে সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ Photo- Representative