Tag Archives: Baruipur

South 24 Parganas News: জল থৈথৈ বারুইপুর! হাসপাতাল, রাজপথ থেকে গলিপথ বৃষ্টির জলছবি সর্বত্র এক

দক্ষিণ ২৪ পরগনা: সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। জল থৈথৈ করছে বারুইপুর হাসপাতাল চত্বরের ও। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর বারুইপুর জয়নগর পৌরসভার একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে। এমনকি বাদ পড়েনি বারুইপুর মহকুমার হাসপাতাল চত্বরও। রোগীর পরিবাররা অসুস্থ রোগীকে আনতে বেকায়দায় পড়ে।

তাছাড়া রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ১৫ নাম্বার ওয়ার্ড ২ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে রাস্তায় যাতায়াতের অসুবিধায় পড়ে সকলে। বারুইপুর পৌরসভায় মাদারহাট গ্রাম পঞ্চায়েতের দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ১৪ নম্বর একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে। ‌তার পাশাপাশি কয়েক ঘন্টার বৃষ্টিতে জল মগ্ন জয়নগর মজিলপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, সমস্যায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।

১৫৪ বছরের প্রাচীন তৃণমূল পরিচালিত জয়নগর মজিলপুর পৌরসভা জল ‌যন্ত্রনায় ভুগছে। একটু ভারী বৃষ্টি হলে পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়। টানা বৃষ্টিতে পৌরসভার ১,২,৩,৪,৫, ৬,৭, ৮, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি জলমগ্ন জয়নগর স্টেশন মোড়,সার্কাস মাঠ,হরিদাস দও রোড,বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড,শিবনাথ শাস্ত্রী সরণি সহ একাধিক রাস্তা।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন জায়গায় ঘড়িতে কখনও ১২টা বাজে না? উত্তর জানলে চমকে যাবেন

জল জমে থাকায় হাঁটু সমান জল টেনে স্কুলে বা কোমর সমান জলে হেঁটেট্রেন ধরতে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষকে।মূলত পৌরসভার জলনিকাশি নালা দখল করে দোকান গজিয়ে ওঠায় ও সংস্কার না হওয়ায় এই জলমগ্ন অবস্থায় ভুগতে হচ্ছে এলাকার মানুষকে।

সুমন সাহা

South 24 Parganas News: স্কুলের অভিনব উদ্যোগ! বারুইপুরে পড়ুয়াদের দেওয়া হচ্ছে শুটিং প্রশিক্ষণ

দক্ষিণ ২৪ পরগনা: দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুক টার্গেট প্রশিক্ষণ। খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরে উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুল। দুইদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ। বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে সর্বপ্রথম।

৩৫ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেট অনুশীলনে অংশগ্রহণ করেন। শরীর চর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেট ঠিক রাখার জন্য ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ। এ প্রসঙ্গে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো হয়। তারপরই এই স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণের। পড়ুয়ারা খুশি এই উদ্যোগে সামিল হয়ে।

তবে বাচ্চারা এই বিষয়ে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল কেমন ভাবে এই ট্রেনিং হয়। তবে বন্দুক টার্গেট শুটিংয়ে তারা প্রশিক্ষণ নিতে গিয়ে তারা জানতে পারে যে পড়াশোনার পাশাপাশি এই ধরনের প্রশিক্ষণও অনেকটাই প্রয়োজন আছে। টানা দুদিন ধরে চলবে। বিগত দিনে এগিয়ে চলার জন্য এই প্রশিক্ষণ অনেকটাই কাজে আসবে। প্রায় ৩৫ জন ছাত্র ছাত্রীরা অংশ নিয়ে ছি এই প্রশিক্ষণের।

সুমন সাহা

দিঘা সমুদ্রে তুমুল মজা সবাই মিলে, বারুইপুরে বাড়ির দরজার সামনে আসতেই যা ঘটল…! মুহূর্তে সব শেষ

বারুইপুর: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বারুইপুরের বিশ্বাস পরিবারে। পরিবারের সদস্যরা মিলে বাড়ি তালা দিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা বাড়িতে হানা দিয়ে সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এমনই একটি দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের বিশ্বাস পাড়ায়।

পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন গেটের দুটি তালা ভাঙা। অভিযোগ, একটি ঘর থেকে নগদ দেড় লক্ষ টাকা, অন্য ঘর থেকে চল্লিশ হাজার টাকা-সহ দেড় ভরি গয়না, কাঁসার বাসন সব খোয়া গিয়েছে। ঘর কার্যত তছনছ করা হয়েছে। এত বড় চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন বিশ্বাস বাড়ির গৃহকর্ত্রী‌। তিনি বলেন, হঠাৎ ঠিক হয় পরিবারে সব সদস্য মিলে দিঘায় বেড়াতে যাব। সেই মতো বাড়ি তালা বন্ধ করে বেড়াতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বাড়ির দরজা সব তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে‌।

আরও পড়ুনঃ আজ শ্রাবণের প্রথম সোমবার, মহিলারা মেনে চলুন এই ক’টি নিয়ম, সংসার ভরবে সুখ-অর্থে

পরিবারের সদস্যরা জানিয়েছে, আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি গয়না, টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে গিয়েছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি।’ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। খবর পেয়ে বাড়িতে আসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

সুমন সাহা

Illegal Auto Stands Remove: বারুইপুরে কঠোর পুলিশ, থাকবে না অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তা দখল করে থাকা অবৈধ অটো স্ট্যান্ড অবিলম্বে সরাতে হবে ইউনিয়নকে। এই নির্দেশ দিল বারুইপুর থানা ও ট্রাফিক পুলিশ। পাশাপাশি পুলিশ জানিয়েছে, যত্রতত্র বাইক রাখলেই জরিমানা হবে। বারুইপুর থানায় অটো ইউনিয়নের নেতাদের এবং চালকদের নিয়ে আলোচনায় বসেছিল পুলিশ।

অটোচালকদের নিয়ে আয়োজিত মিটিংয়ে উপস্থিত ছিলেন বারুইপুর থানা ও ট্রাফিক পুলিসের আধিকারিকরা। বারুইপুরের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান‌ও ছিলেন। অটো চালকদের জানানো হয়, বারুইপুর রেলগেট সংলগ্ন কালীতলা মোড়ের আশপাশে চরণ, ধপধপি, ক্যানিং, কুমোরহাটগামী অটো স্ট্যান্ড সদ্য গজিয়ে উঠেছে। তা অবিলম্বে সরাতে হবে। কোনও রুটের অটো ওই জায়গায় দাঁড় করানো যাবে না। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রী নামিয়ে চলে যেতে হবে। পাশাপাশি কালীতলা থেকে বারুইপুর স্টেশন, নজরুল সরণির মোড়ের আগে পর্যন্ত ও রেলগেট থেকে স্টেশন এলাকা পর্যন্ত যত্রতত্র বাইক, টোটো রাখলেই জরিমানা হবে। এর পাশাপাশি ক্যানিং শহরেও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। জুলাইয়ের পর রাস্তা, ফুটপাথ ইত্যাদি জায়গায় কোনও হকার বসতে পারবে না। ক্যানিং বাজারের ভিতর নির্দিষ্ট সময়ের বাইরে কোনও দোকানে সামগ্রী নামাতে গাড়ি ঢুকতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়।

আর‌ও পড়ুন: বর্ষার শুরুতেই গত বছরকে ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তা

ক্যানিং বাস স্ট্যান্ড, বাজার, স্টেশন চত্বর ইত্যাদি এলাকায় মাইকিং করে অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং তুলে দেওয়ার কথা প্রচার করেন স্থানীয় বিধায়ক। তিনি বলেন, জুলাই পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তারপর কেউ কোথাও রাস্তায় বসতে পারবেন না। না হলে সবকিছু বাজেয়াপ্ত করে তুলে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সমস্ত বাস, টোটো, অটো সহ অন্যান্য যানবাহন ক্যানিং বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে। এখন যত্রতত্র স্ট্যান্ড গজিয়ে উঠেছে। সেটা তুলে দেওয়া হবে। এর ফলে রাস্তাঘাটে যানজট যেমন কমবে তেমনই মানুষের চলাফেরায় সমস্যা আর হবে না।

সুমন সাহা

South 24 Parganas News : কাটারি হাতে বারুইপুরের রাস্তায় পুলিশ! ব্যাপারটা কী

দক্ষিণ ২৪ পরগনা: কাটারি হাতে থানা সাফাই অভি‌যানে নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারি। বর্ষার শুরুর সঙ্গে সঙ্গেই চারিদিকে বেড়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মশার প্রকোপ। বর্ষার জল জমে ডেঙ্গির লার্ভা জন্মাচ্ছে আনাচে-কানাচে। ডেঙ্গির মশা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে তার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন থানাতে চলছে সাফাই অভিযান। আর এই সাফাই অভিযানে এমন এক চিত্র ধরা পরল বারুইপুর থানাতে। এদিন নিজে কাটারি হাতে সাফাই অভিযানে নামেন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী এছাড়াও বারুইপুর পুলিশ জেলার জোনাল ও হেডকোয়াটারের প্রায় সব আধিকারিক ।

আরও পড়ুন: পোকায় নষ্ট হচ্ছে মৌমাছির চাক! কীভাবে বাঁচাবেন? উপায় জানালেন কৃষি বিজ্ঞানী 

বারুইপুর থানার আইসির তত্ত্বাবধানে এদিন থানাতে থাকা বিভিন্ন পুরান গাড়ি সরানো হয় কারণ এই গাড়িগুলি বিভিন্ন জায়গায় বর্ষার জল জমে মশার লাভা জন্মাতে পারে তাই জেসিবি দিয়ে গাড়িগুলিকে সরিয়ে দেওয়া হয়। তার সঙ্গে জঙ্গল কেটে কীটনাশক ছড়ানো হয় মশা যাতে না জন্মায় । ডেঙ্গির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং নিজেদের বাঁচতে এই ধরনের অভিযান লাগাতার চালান হবে বলে জানান তাঁরা। মূলত এই কয়েক মাস ডেঙ্গির প্রকোপ খুব বাড়ে। তাই যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জল জমবে আর ডেঙ্গু মশা পরিষ্কার জলে জন্মায় তাই কোন রকম ভাবে যাতে কোথাও জল জমতে না পারে তাই এই ছোট্ট একটি প্রয়াস এর পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: ২২ টি স্কুলের পড়ুয়াদের নিয়ে তিনদিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্ট বারুইপুর

দক্ষিণ 24 পরগনা: খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলসিআইএসইঅনুমোদিত একটি বারুইপুরের শিক্ষা প্রতিষ্ঠান। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইর তিনদিনের আঞ্চলিক বাস্কেট বল টুর্নামেন্টে ছেলেদের বিভাগের খেলা আয়োজিত হল বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশনে স্কুলের মাঠে। টুর্নামেন্টে বহু পড়ুয়া অংশ নেন। এই টুর্নামেন্ট থেকে ছেলেদের জাতীয় স্তরে পাঠানো হবে জানা গিয়েছে।

অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয়। এই বিভাগের ২২ টি স্কুল অংশ নেয়। মোট ৩৫০ জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই বাস্কেটবল শারীর শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে। একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি করনীয় তা এই স্কুলের পঠন-পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়, পাশাপাশি শরীরচর্চার যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।

এ দিনের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র ও কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক, ও স্পোর্টস কমিটির সদস্য। এছাড়া পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব অঞ্চলের সিআইএসই আঞ্চলিক ক্রীড়া সমন্বয়কারী সহ একাধিক ব্যক্তিত্বগণ। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর, কম্পিউটার নির্ভর জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে খেলাধুলা, আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ Sourav Ganguly: ক্রিকেট-ফুটবলের পর মহাচমক সৌরভের! এবার নতুন খেলায় ‘দাদাগিরি’

আগামী দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে খেলাধুলার মাধ্যমে শারীর শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগন।আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারা।

সুমন সাহা

South 24 Parganas News: পুজোর মধ্যেই আদিগঙ্গার উপর চালু হবে নতুন এই ব্রিজ! মহকুমাশাসকের ঘোষণায় স্বস্তি এলাকায় 

দক্ষিণ ২৪ পরগনার: দুর্গাপুজোর মধ্যেই সূর্যপুরের নতুন ব্রিজ চালু হবে বলে জানালেন বারুইপুর মহকুমা শাসক। পুজোর মধ্যেই দুই বছর ধরে চলা বারুইপুরের সূর্যপুর সেতু পুজোর আগে খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য। বারুইপুরে মহকুমা শাসক চিত্রদীপ সেন এই কথা বলে। আর এই কথা শুনে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ। এই নিয়ে বারুইপুরের এসডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক ও করেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিও চিত্রদীপ সেন, বারুইপুরে বিডিও সৌরভ মাঝি, সেচ দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন:  বিদেশে সাইকেল চালিয়ে সবুজায়নের বার্তা দিতে চান! সাইবেরিয়া চললেন বাংলার যুবক

বারুইপুরের কুলপি রোডে থাকা সূর্যপুর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। যা এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করত। আর এই সেতু নড়বড়ে হয়ে যাওয়ার জন্যেই সেটিকে ভেঙে দিয়ে আবার নতুন করে কাজ শুরু হয়। কিন্তু কয়েক বছর কেটে গেল সেই সেতুর কাজ শেষ হয়নি। আর যার কারণে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে কাটাতে হচ্ছে। এই সেতুটি চালু না হওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছিল। আর যার কারণে সমস্যাই পড়তে হচ্ছিল।

আরও পড়ুন: সুন্দরবনে ব্যাঘ্রদর্শন পর্যটকদের! খাঁড়ির বাঁক ঘুরতেই রয়্যাল বেঙ্গল টাইগারের জ্বলন্ত চোখ…তার পর? রোমহর্ষক পরিণতি!!

মূলত এই সেতু ধরেই বারুইপুর থেকে জয়নগর, মন্দিরবাজার থেকে শুরু করে রায়দীঘি, কুলতলী, মথুরাপুর যাওয়া অন্যতম প্রধান রাস্তা। ২০২২ সালের জুলাই মাসে এই ভগ্ন বেহাল দশায় থাকা সেতু ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দফতর। বিকল্প হিসেবে এই সেতুর পিছনে থাকা অন্য সেতু দিয়ে যাতায়াত চালু আছে। কিন্তু টানা দুই বছর শেষ হয়ে গেলেও সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ। অভিযোগ, অত্যন্ত ঢিমে তালে চলছে সেতু নির্মাণের কাজ। এই সেতু নির্মাণ দ্রুত সম্পন্ন হলে উপকৃত হবেন লক্ষধিক মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিল বারুইপুরের আরপিএফ

দক্ষিণ ২৪ পরগনা: হারিয়ে যাওয়া বাচ্চাকে বারুইপুর স্টেশনের আর পি এফ অধিকারিক মায়ের হাতে তুলে দিলেন। হারিয়ে যাওয়ার বাচ্চার নাম অভিজিৎ সিং। বাড়ি বারুইপুর থানার অন্তগত ধপধপি এলাকায়। অভিজিৎ এর মা সুজাতা দেবী বলেন, নিউ গড়িয়া থেকে সন্ধ্যায় ডাউন লক্ষীকান্তপুর ট্রেনে ছেলেকে তুলে দিতে এসেছিল তার মায়ের কাছে।

সুজাতা দেবীর শ্বশুরবাড়ি নিউ গড়িয়ায়। তার বাচ্চাকে ট্রেনে তুলেও দিয়েছিলেন।কিন্তু পরে দেখেন নিউ গড়িয়া স্টেশনে তার মা নেমে যায় ট্রেন থেকে। সঙ্গে সঙ্গে নিউ গড়িয়া স্টেশন এর টিকিট কাউন্টারে রেলের কর্মীদের অভিযোগ করে। নিউ গড়িয়ার স্টেশন মাস্টার সোনারপুর স্টেশনের মাস্টারকে জানায় উনি বারুইপুর স্টেশন মাস্টারকে জানায়। বারুইপুর স্টেশন মাস্টার আরপিএফের আধিকারিকদের খবর দেয় সঙ্গে সঙ্গে।

আরও পড়ুনঃ Team India Captain: চাকরি যাচ্ছে রোহিত শর্মার! টেস্ট ও ওডিআইতে কে ভারতের অধিনায়ক? জানিয়ে দিলেন জয় শাহ

আরপিএফে কর্মীরা দ্রুত তার সঙ্গে বারুইপুর ৪ নাম্বার প্লাকফর্ম এ যায় স্টেশনে ট্রেন ঢুকলে সেই ট্রেন থেকে উদ্ধার করে ছেলেকে। পরে তার মা সুজাতা সিং কে ফোন করে আধার কার্ড আনতে বলেন আর পি এফ আধিকারিক। সুজাতা দেবী আরপিএফ আধিকারিকদের কাছে গেলে আধিকারিক ওই বাচ্চাকে মায়ের হাতে তুলে দেন।ছেলেকে পেয়ে মা খুব খুশি হয়েছেন। রেল পুলিশে এই কাজকে উনি বাহবা দেন। তিনি আন্তরিক ধন্যবাদ জানান আরপিএফ আধিকারিকদের।

সুমন সাহা

Bike Race: বাইক নিয়ে স্টান্টবাজিতে সাবধান! পুলিশ দেখলেই সোজা গারদে

দক্ষিণ ২৪ পরগনা: কেউ বাইকের পিছনের চাকা রাস্তার উপর তুলে হাওয়ায় দোলাচ্ছে। কেউ আচমকা পিকআপ তুলে রাস্তায় ঘষে আগুন বের করছে। এই ভেল্কি চলছে সন্ধ্যা থেকে রাত। যেদিন যে জিতছে সেদিন সে হিরো। তাকে নিয়ে চলছে মাতামাতি। রোজ সন্ধ্যা হতে না হতেই জীবন বাজি রেখে এই বাইক রেস চলছে। হেলমেটের বালাই নেই। নামী কোম্পানির দামি বাইক নিয়ে কিশোর থেকে ‌যুবক মেতেছে বাইক দৌড় প্রতিযোগিতায়। বারুইপুর থানার এসআই অর্ণব চক্রবর্তীর কাছে গোপন সূত্রে এই খবরটি আসে। বারুইপুরের টংতলা বাইপাসে তখন চলছে উদ্দাম গতির বাইক দৌড়। পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। বাজেয়াপ্ত করে ১৭টা দামি বাইক। আটক করে নিয়ে আসা হয় বাইক চালকদেরও।

আরও পড়ুন: নাটকের কারিগরি কর্মশালা! মঞ্চের আলো ও রূপসজ্জা নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন নাট্যদলের

পুলিস জানিয়েছে, এরা প্রত্যেকেই কলেজ নয়তো স্কুল পড়ুয়া। মুচলেকা নিয়ে কড়া ভাবে সতর্ক করে এবং জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে তারা। পড়ুয়াদের অভিভাবকদেরও থানায় ডেকে পাঠিয়ে মুচলেকা নেওয়ার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হবে বলে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক জানিয়েছেন। এদের মধ্যে আবার কেউ কেউ বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। কেউ বারুইপুরে থাকে। এক তদন্তকারী অফিসার বলেন, এই পড়ুয়ারা প্রথমে কেমন ভাবে রেস শুরু করা হবে তার পরিকল্পনা করে। তারপর এক থেকে দেড় ঘণ্টা ধরে চলে রেস। এদের পছন্দ রেসিং বাইক। কয়েক লক্ষ টাকা দামের বাইক কিনে দিতে একপ্রকার বাধ্য করে অভিভাবকদের।

আরও পড়ুন: জয়নগরের এই গ্রামে ছিল না আর্সেনিক মুক্ত জল! মিলল পরিষেবা

বাইক নিয়ে চলে আসে নির্জন বাইপাস এলাকায়। তারপর চলে রেস। বাইক চালক সূত্রে জানা গিয়েছে, রেস শুরুর আগে টাকার বাজি রাখা হয়। স্থানীয়রা বলেন, বারুইপুরে টংতলা বাইপাস শুধু নয়, ধোপাগাছি, পদ্মপুকুর বাইপাশেও প্রতি শনি ও রবিবার সন্ধ্যার পর রেস চলে। বারুইপুর সহ আশপাশের এলাকার কলেজ ও স্কুল পড়ুয়ারা এতে অংশ নেয়। পথচলতি মানুষকে যাতায়াত করতে হয় বিপদ মাথায় নিয়ে। পুলিস রেস বন্ধ করতে কড়া পদক্ষেপ নিক। অনেকের বক্তব্য, মধ্যবিত্ত পরিবারগুলি নিজেদের ছেলেদের চাহিদা মেটাতে বাধ্য হয়ে দামী বাইক কিনে দিচ্ছে। নজরদারির অভাবে বাইপাস হয়ে উঠেছে এদের ‘সেফ জোন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Baruipur Hospital: নেই পাখা, হাঁসফাঁস রোগীরা! বারুইপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের করুণ অবস্থা, ভিডিও দেখলে অবাক হবেন

একদিকে গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। আর তার মধ্যে আরও এক ছবি উঠে এল বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে নেই পাখা, গলদঘর্ম হচ্ছে রোগীরা, ভোগান্তি চরমে বারুইপুর, সুসজ্জিত শিশু বিভাগের আউটডোর