Tag Archives: Betting

Lok Sabha Elections Result 2024: ভোটের ফল ঘিরে অনলাইন অ্যাপে এ কী চলছে! কোটি-কোটি টাকার খেলা, সর্বনাশ!

হুগলি: ৪ তারিখ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, তার আগেই নির্বাচনী ফলাফল নিয়ে অনলাইন অ্যাপ-এ দেদার চলছে জুয়া খেলা। এমনই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে। নির্বাচনী ফলাফল নিয়ে কীভাবে জুয়া খেলা হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন সমাজের রাজনৈতিক ব্যাক্তিত্ব।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

অনলাইন অ্যাপে প্রথমে আইপিএল ও অন্যান্য খেলাধুলার নিয়ে জুয়া খেলা তা ঘটে থাকলেও এই বার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে চলছে রমরমিয়ে জুয়া খেলা। যেখানে দেখা যাচ্ছে এই বছর বিজেপি কি ৩০০ পার করবে এই নিয়ে হ্যাঁ অথবা না এই দুই অপশনে টাকা লাগানোর ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

এই রকম মোট ৮ টি অপশন রয়েছে সেখানে টাকা লাগানো যাবে এবং যারা টাকা লাগাচ্ছেন, যদি তাদের ফল সঠিক হয় তাহলে দ্বিগুণ টাকা পাবেন। তবে এই ধরনের ঘটনায় সমাজের যে অবক্ষয় হচ্ছে, তাই নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

অনলাইন অ্যাপে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে জুয়া খেলার ব্যবস্থা করা হয়েছে, তা কিছুটা এই রকম, বিজেপি লোকসভা নির্বাচনের মোট আসন জিতবে ৩১০! হ্যাঁ? অথবা ৩১৩! না। কংগ্রেস পাবে ৬০ টা! হ্যাঁ, ৬২টা! না। বিজেপি গুজরাট, ছত্তিশগড় , মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লি এই সব জায়গায় বিজেপির কত আসন হবে, এই নিয়ে চলছে জুয়ার আসর।

জনৈক এক ব্যক্তি বলেন, ভোটাধিকার গণতন্ত্রের একটি অংশ। এবং সেখানে এই নিয়ে যদি জোয়ার আসর বসে তা খুবই দুশ্চিন্তার বিষয়। এতে শুধুমাত্র সামাজিক অবক্ষয় হচ্ছে, তা নয়, এই ধরনের বিষয় গণতন্ত্রের কলঙ্ক বলে উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানাচ্ছেন যাতে এ ধরনের বিষয়ে নজর দিক নির্বাচন কমিশন।

—- রাহী হালদার

Murshidabad News: ক্রিকেট জুয়ায় টাকা লাগিয়ে বড়সড় ক্ষতি, আরও বড় দাঁও মারতে মল থেকে চুরি, তারপর…

মুর্শিদাবাদ: আইপিএলে জুয়ার ব্যাটিং-এ টাকা বাজি রেখে শেষ রক্ষা হল না যুবকের। অবশেষে যেতে হল শ্রীঘরে। রঘুনাথগঞ্জ থানার দরবেশ পাড়া এম বাজার শপিং মল থেকেই গত ২৫ মার্চ ২০২৪ তারিখে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ক্যাশ থেকে চুরি যায়। লক ভেঙেই চুরি করা হয় সেই টাকা। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই তদন্ত নামে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

ঘটনার জেরে শপিং মলের বেশ কয়েক জনকে আটক এবং গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে শপিংমলের হেড ক্যাশিয়ার প্রবীর হালদারের কাছ থেকেই ৬ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আইপিএল ম্যাচে জুয়া খেলার জন্য শপিং মল থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছিল সেই টাকা। অবশেষে কিনার হল সেই ঘটনার।

আরও পড়ুন – KKR Team News: নাইটদের হারে চিন্তা! ‘ঘাবড়াও মত’ এই হারের ম্যাচে কেকেআরের যা লাভ হল

রঘুনাথগঞ্জ থানার একটি অন্তর্গত একটি বিখ্যাত শপিং মলে চুরির ঘটনা ঘটে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকার বেশিরভাগ অংশ এবং কিছু ইলেকট্রনিক গেজেট। জানা যায়, গত ২৫ মার্চ রাতের বেলা ওই শপিংমল বন্ধ হয়ে যাওয়ার পর চুরির ঘটনাটি ঘটে। মল কর্তৃপক্ষের নজরে ঘটনাটি আসতেই ২৬ মার্চ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্ত নামে পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “ওই মলে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মলের চার কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া টাকা।”

২৬ শে মার্চ মল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের বর্তমান এবং প্রাক্তন দুই ম্যানেজার এবং এক ক্যাশিয়ারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদেরকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায়। এরপরই গ্রেফতার করা হয় ওই মলের প্রধান ক্যাশিয়ার প্রবীর হালদারকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীরবাবু নিয়মিত আইপিএল ম্যাচে জুয়া খেলতেন। সেই কারণেই তার প্রচুর টাকার প্রয়োজন হত। সম্প্রতি তিনি অনলাইন জুয়াতে প্রচুর টাকা হেরেও যান। পুলিশে তদন্তে আরও উঠে আসে, মল থেকে যেদিন টাকা চুরি হয় তার আগের দু’দিন প্রবীরবাবু মলের ‘কালেকশনের’ কোনও টাকা ব্যাঙ্কে জমা করেননি। তার পরিবর্তে সমস্ত টাকা একটি ‘ভল্টে’র মধ্যে রেখে সেটি কাঠের আলমারিতে রেখে দিয়েছিলেন। ভল্টে টাকা রাখা থাকলেও প্রবীরবাবু সেটিতে তালা না লাগিয়ে কাঠের আলমারিরতে রেখে আলমারির চাবি মলের ম্যানেজারকে দিয়ে চলে যান।

গত ২৫ মার্চ রাতে রঘুনাথগঞ্জ শহরের প্রতাপপুর কলোনির বাসিন্দা প্রবীরবাবু মলের পিছনের দিকের একটি শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর সেই কাঠের আলমারির দরজা ভেঙে ভল্ট থেকে টাকা চুরি করেন। গোটা ঘটনাটি যাতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড না হয় তা সুনিশ্চিত করতে মলের সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে তার হার্ড ড্রাইভ পুকুরে ফেলে দিয়ে চলে যান।মল থেকে চুরি করে প্রবীরবাবু সেই টাকা ঔরাঙ্গবাদে নিজের শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসেন এবং পরিবারের লোকেদেরকে বলেন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পেয়েছেন। পরে তার শ্বশুরবাড়ির লোকেরা সেই টাকা সামশেরগঞ্জ থানার দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছিল।

পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় সমস্ত টাকা উদ্ধার করেছে।জেলা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘চুরি যাওয়ার নগদ টাকা থেকে ৮৩ হাজার টাকা এখনও আমরা উদ্ধার করতে পারিনি।’’ প্রবীর হালদার স্বীকার করেছেন ওই টাকা দিয়ে তিনি আইপিএল ম্যাচের জুয়া খেলেছেন। আরও জুয়া খেলার জন্য মলে চুরি করেছিলেন বলেও প্রবীর হালদার স্বীকার করেছেন বলে জানা গেছে।

Kaushik Adhikary

Crime News: নৃশংস! মাত্র ১৯ বছরে মর্মান্তিক মৃত্যু, শ্বাসরোধ করে খুন দ্বিতীয় বর্ষের ছাত্রীকে, আটক স্বামী, কঠোর শান্তির দাবি পরিবারের

মুর্শিদাবাদ: পনের দাবি মেটাতে না পারায় দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে জিয়াগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ থানার আমিনাবাজার এলাকায়। মৃতার নাম রুকসেনা খাতুন (১৯)। জিয়াগঞ্জ থানার পুলিশ জানা উদ্ধার করে আজিমগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে রুকসেনাকে। পুলিশ অভিযুক্ত স্বামী মিসকাতুল ইসলামকে আটক করেছে।

চার বছর আগে সাগরদিঘি দস্তরহাট গ্রামের বাসিন্দা রুকসেনা খাতুনের সঙ্গে জিয়াগঞ্জ মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের আমিনাবাজার এলাকার বাসিন্দা মিসকাতুল ইসলামের বিয়ে হয়। রুকসেনা খাতুন জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিন বছরের এক কন্যা সন্তানও আছে তাদের। মিসকাতুল ইসলাম সৌদি আরবে কর্মরত থাকায় বিয়ের কিছুদিন পর বাচ্চা হওয়ার আগে থেকে সাগরদিঘিতে বাবার বাড়িতেই থাকত রুকসেনা।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অভিযোগ শ্বশুরবাড়ি গেলেই পনের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। একমাস আগে স্বামী মিসকাতুল ইসলাম ফিরে আসলে নানান কারনে অশান্তি লেগেই থাকত। রবিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকেরা তার বাপের বাড়ি ফোন করে জানায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে রুকসেনা এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রুকসেনার মৃতদেহ কবর দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল শ্বশুরবাড়ির লোকেদের। রুকসেনার বাপের বাড়ি লোকেরা জিয়াগঞ্জ থানায় খবর দেয়। জিয়াগঞ্জ থানার  পুলিশ এসে দেহ উদ্ধার করে আজিমগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।

পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযোগ তিন বছরের কন্যা সন্তানের সামনেই খুন করা হয় রুকসেনাকে। সেই কারনে ওই শিশুটিকে ঘরবন্দী করে রাখা হয় বলেও অভিযোগ। মাকে খুনের সমস্ত ঘটনা জানায় রুকসেনার তিন বছরের কন্যা সন্তান। মৃত রুকসেনা খাতুনের আত্মীয় মুরসেলিম শেখ বলেন, বিয়ের পর থেকেই একটার পর একটা পনের দাবিতে রুকসেনার শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটার উপর অত্যাচার করত। একমাস আগে ওর স্বামী সৌদি আরব থেকে ফিরে আসলে সেই অত্যাচার আরও বেড়ে যায়। ওর স্বামী মিসকাতুল ইসলাম আর শ্বশুরবাড়ির লোকেরা খুন করে মৃতদেহ কবর দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা চাই রুকসেনার খুনিদের কঠোর শাস্তি দেওয়া হোক।