Tag Archives: Biker

Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল জেলা, এমন দৃশ্য আগে দেখা যায়নি…

জলপাইগুড়ি: ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জেলার মানুষ। বাইক এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছড়াল তীব্র আতঙ্ক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিমের বাঁশবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর।

সূত্রের খবর, আচমকাই বিকট একটি শব্দ শোনা যায় এলাকায়। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণু রায় নামে যুবকের। জানা গিয়েছে, মৃত যুবক বাইকে করে মালবাজার থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি ওদলাবাড়ি রেলগেট এলাকাতেই৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টা নাগাদ ডামডিম থেকে মালবাজারমুখী একটি চার চাকার গাড়ির সঙ্গে ডামডিমের বাঁশবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকচালক বিষ্ণু রায় রাস্তার উপর ছিটকে পড়েন।

আরও পড়ুন: মোয়া হাব কবে চালু হবে? ভোটের মুখে জানতে চায় জয়নগর

এই দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা এক ব্যক্তিও গুরুতর আহত হন। এদিকে দুর্ঘটনার পর থেকেই চার চাকার গাড়ির চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর খানিকক্ষণ এলাকাজুড়ে যানবাহন চলাচল ব্যহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায়।

সুরজিৎ দে

বাইক নিয়ে পাহাড়ে যাবেন? শিলিগুড়িতে সস্তায় থাকার ঠিকানা রইল, খরচ বাঁচবে অনেকটা 

শিলিগুড়ি : বাইক নিয়ে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। দীর্ঘ রাস্তা বাইক চালিয়ে ঘুরে বেড়ানো অনেক বাইকারের নেশা। এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একাধিক জায়গা। সে সব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর মধ্যে অনেক দুর্গম জায়গাও রয়েছে। কিন্তু সেই সব বাধাকে পিছনে ফেলেই বাইকপ্রেমীরা নিজেদের গাড়ি ছুটিয়ে যান সেখানে।

বাইক চালানোর মাধ্যমে উপভোগ করেন ওই সব এলাকার সৌন্দর্য। তবে তাদের মূল সমস্যা হয় থাকার জায়গা। এমনিতেই বাইকে নিয়ে ঘুরে বেড়ানোটা অনেকটাই খরচ সাপেক্ষ।

বেশিরভাগ বাইকার পকেট ফ্রেন্ডলি থাকার জায়গা খুঁজে থাকেন সবসময়। আর তাঁদের কথা ভেবেই শিলিগুড়িতে দার্জিলিং মোড়ের কাছে সস্তায় দারুন ব্যবস্থা করেছে ‘ বাঙ্ক ব্রেড।’

আরও পড়ুন- সবার আগে বাবর! টি২০‍ আন্তর্জাতিকে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

আপনি কি বাইকে সিকিম, দার্জিলিং, ভুটান নেপাল যেতে চাইছেন! তা হলে আপনার জন্য সেরা সস্তায় থাকার জায়গা হতে পারে বাঙ্ক ব্রেড। বাইকার কমিউনিটিদের প্রিয় জায়গা হয়ে উঠছে এই জায়গা।

এখানে যেমন থাকার জায়গার সুবিধা রয়েছে, তেমনই বাইক নিয়ে ট্যুর প্ল্যানও করতে পারবেন। এখানে বিশাল পার্কিং-এর জায়গাও রয়েছে। এছাড়াও ক্লক রুম রয়েছে। যেখানে বাইকার ট্রাভেলার নিজের ব্যাগ রেখে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। আর সমস্তটাই সামান্য খরচে।

বাঙ্ক ব্রেডের কর্নধার সুশান্ত বলেছেন, ‘বাইকার কমিউনিটিদের জন্য এটা সেরা জায়গা হতে পারে। আমাদের দুটো প্রাইভেট রুম এবং বাংকার বেডের রুম রয়েছে। খুবই সামান্য খরচ। এখানে সকলেই থেকে যেতে পারেন। এছাড়া ও স্কুটি রেন্টাল এবং ট্যুর প্ল্যানও আমরা করে থাকি।’

আরও পড়ুন- চেন্নাইয়ের সঙ্গে ডু অর ডাই ম্যাচে RCB-কে কত রানে জিততে হবে? প্লে অফে ওঠার সমীকরণ

গোয়া থেকে ঘুরতে আসা একজন ট্রাভেলার বলেছেন, “আমি তিন বার ঘুরতে এসে এখানেই থেকেছি। খুবই কম টাকায় সুন্দর থাকার জায়গা এটি। এখানে বাইকার কমিউনিটি তথা ট্রাভেলারদের সকলেই আসেন তাদের সঙ্গেই গল্প গুজব করে বেশ কেটে যায়। ‘

অনির্বাণ রায়

Bike Accident: বাইক নিয়ে উড়ে চলেছিল, হঠাৎ বিকট শব্দ! মুহূর্তে সব শেষ

মালদহ: হঠাৎ বিকট শব্দ। রাস্তার পাশেই চায়ের দোকান বসেছিলেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে আসেন সবাই। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ ঘটার ঘটে গেছে। রাস্তার উপর পড়ে রয়েছেন দুই বাইক আরোহী। একজনের দেহে আর প্রাণ নেই, অপরজনের অবস্থা আশঙ্কাজন। বাইকের সামনে দাঁড়িয়ে ছিল একটি ম্যাক্সি ট্যাক্সি। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুখুরিয়া রাজ্য সড়কের উপর।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, বেপরোয়া গতির বলি হয়েছেন এই দুই বাইক আরোহী। বাইক নিয়ে তাঁরা কার্যত উড়ে যাচ্ছিলেন। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মালদহের পুখুরিয়া রাজ্য সড়কের উপর পীরগঞ্জ বটতলিা স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। বাইক আরোহী দুইজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আর‌ও পড়ুন: সেরে ওঠা রোগীর হঠাৎ মৃত্যু! ব্যাপক উত্তেজনা বালুরঘাট হাসপাতালে

মৃত দুই যুবকের নাম শেখ জামিদুল ( ২৪) ও শেখ সাজুল( ২৩)। দু’জনের‌ই বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর গোকুলনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, আমরা সকলেই চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দোকান থেকে বেরিয়ে দেখি বাইক-ম্যাক্সি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলাই একজনের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে আরও একজনের মৃত্যু হয়। ট্যাক্সির চালক পলাতক।

আর‌ও পড়ুন: শিল্পায়নের ছন্দে নতুন স্লোগান বেঁধে তমলুকে বাজিমাতের লক্ষ্য বাম প্রার্থী সায়নের

জানা গিয়েছে, যাত্রী বোঝাই ম্যাক্সি ট্যাক্সিটি মালদহ থেকে পুখুরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়ার দিক থেকে বাইকটি মালদহের দিকে আসছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোন‌ও কারণ আছে কিনা এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হরষিত সিংহ

পৃথিবীর সব থেকে বড় হেলমেট প্রস্তুতকারী সংস্থা, নামটা জানলে গর্ব হবে আপনারও

কলকাতা: বিশ্বের হেলমেট প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে Steelbird Hi-Tech-এর নাম। ওই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ হেলমেট নির্মাণকারী সংস্থার তকমা পেয়েছে তারা।

গোটা বিশ্বে দুর্দান্ত বিক্রিবাটা হয়েছে। পরিসংখ্যান বলছে যে, ৭৭৯৯২৭৩টি হেলমেট বিক্রির মাইলফলক ছুঁয়েছে সংস্থাটি। উদ্ভাবন, নিরাপত্তা এবং গুণমান – এটাই সংস্থার মূল অঙ্গীকার। যা ওই কোম্পানিকে ইন্ডাস্ট্রিতে প্রথম স্থানে জায়গা করে দিয়েছে।

আরও পড়ুন- কম্পিউটারের IP অ্যাড্রেস বার করবেন কীভাবে? উইন্ডোজ বা ম্যাকের জন্য সহজ গাইড

উল্লেখযোগ্য হেলমেট বিক্রয়ের পাশাপাশি আরও এক রেকর্ড তৈরি করেছে Steelbird Helmet। তারা সফল ভাবে ৩৪৪৮৬৫টি সাইড বক্স বিক্রি করেছে। ফলে বিশ্বব্যাপী বিক্রি হয়েছে মোট ৮১৪৪১৩৮টি ইউনিট। ওই সংস্থার রাজস্বও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। গত ১ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে তা পৌঁছেছে ৬৮৭ কোটিতে।

গোটা Steelbird টিমের ডেডিকেশন এবং কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য। শুধুমাত্র গত বছরই ওই সংস্থা তৈরি করেছে ৮০ লক্ষ হেলমেট। এই বছর সেটা বাড়ানোর লক্ষ্যও রয়েছে তাদের। জানা গিয়েছে, ১ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত প্রায় ১ কোটি হেলমেট প্রস্তুত করার লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছে।

সড়ক নিরাপত্তার প্রতি অঙ্গীকারের উপর জোর দিয়েছেন Steelbird Hi-Tech-এর ম্যানেজিং ডিরেক্টর রাজীব কাপুর। এর পাশাপাশি ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুর ভয়ঙ্কর পরিসংখ্যানের উপরেও আলোকপাত করেছেন তিনি। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে উল্লিখিত পরিসংখ্যানও তুলে ধরে জানান যে, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনার মৃত্যু হয় প্রায় ৩০০ হাজার মানুষের।

যদিও রাজীব কাপুর উদ্বেগ প্রকাশ করে জানান যে, পথদুর্ঘটনায় মৃতদের সঠিক সংখ্যা তো সামনেই আসে না। কারণ পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই, এমন এলাকার সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তো সামনেই আসে না।

আরও পড়ুন- স্মার্টফোনের কাঁচকে গরিলা গ্লাস কেন বলে জানেন? ৯৯ শতাংশ ভুল উত্তর দিয়েছেন

রাজীব কাপুর আরও বলেন যে, “আমাদের দেশের বহু রাজ্য এবং জেলায় ট্রাফিক পুলিশের অভাব রয়েছে। একাধিক দুর্ঘটনার ঘটনা সংবাদ শিরোনামেই আসে না। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানির তথ্য পরীক্ষা করি, তাহলে দেখা যাবে যে, সেই সংখ্যা রীতিমতো চমকে দেবে। তাই এই সমস্যাটা জরুরি ভাবে সমাধান করা আমাদের কর্তব্য।”

বাইক ২৫ হাজার কিমি চালিয়ে ফেলেছেন? এবার বড় কাজ বাকি, খেয়াল না করলে বিপদ

কলকাতা: বাইক চালানোর সময় নিরাপদ থাকার জন্য শুধুমাত্র একটি হেলমেট পরা যথেষ্ট নয়, বাইকের অবস্থার দিকেও খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ।

যদি বাইকের কোনো অংশ খারাপ হয়ে যায় তা হলে বড় সমস্যা দেখা দিতে পারে। তাই সময় মতো সেই পার্ট পাল্টে নেওয়াই ভাল। টু-হুইলারের সব থেকে বড় শত্রু খারাপ টায়ার। বাইকারদের বড়সড় ক্ষতি করতে পারে খারাপ টায়ার। তাই সব সময় বাইকের টায়ারের অবস্থার দিকে খেয়াল রাখুন।

গত কয়েক বছরে জাতীয় সড়কের অবস্থার উন্নতি হয়েছে। তবে অলিগলির রাস্তা বেশ খারাপ। জাতীয় সড়ক হোক বা রাজ্য সড়ক, যানবাহনের সংখ্যা এখন অনেক বেশি। ফলে দুর্ঘটনার সংখ্যাও দ্রুত বেড়েছে। এমন পরিস্থিতিতে বাইকের টায়ার পিছলে যাওয়ার ঘটনাও বেড়েছে।

আরও পড়ুন- AI-এর ২০২৩ সাল! এই পাঁচটি চ্যাটবট আলোড়ন তুলল ইতিহাসে! জানুন

খারাপ টায়ারের কারণে হঠাৎ ব্রেক কষলে বাইক স্কিড করতে পারে। মহাসড়কে এই ধরনের ঘটনা প্রাণঘাতী হতে পারে। দ্রুতগামী বাইক পিছলে বড় যানবাহনের নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে অনেক।

আপনি যদি জীর্ণ টায়ার নিয়ে বাইক চালান, তবে এখনই সতর্ক হোন। নিয়ম অনুযায়ী, টায়ারের অবস্থা খারাপ হলে থ্রেড নষ্ট হয়। ফলে টায়ারের রোড গ্রিপ কমে যায়।

বৃষ্টি ভেজা রাস্তায় এই ধরনের টায়ার আপনাকে বিপদে ফেলতে পারে। বাইক পিছলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সব সময় টায়ারের দিকে খেয়াল রাখতে হয়। বিশেষ করে বাইক পুরনো হলে।

টায়ারের দুই পাশে মোটা অক্ষরে কোড লেখা আছে। এটি দেখার পরে মেয়াদ শেষ হওয়ার তারিখ চেক করা যেতে পারে। ওজন উত্তোলন ক্ষমতা, টায়ারের প্রস্থ ও দৈর্ঘ্য এবং সর্বোচ্চ গতি লেখা থাকে। যদি একটি টায়ার নষ্ট হয়ে যায়, আপনি নম্বরটি দেখে সেটি পাল্টাতে পারেন।

আরও পড়ুন- মাত্র ৩ লক্ষ টাকায় BMW! আট সেকেন্ডে ১০০ কিমি/প্রতি ঘণ্টা গতি তোলে এই বাইক

প্রশ্ন হল কখন টায়ার পরিবর্তন করতে হবে? ২৫-৩০ হাজার কিলোমিটার চলার পর নতুন টায়ার লাগানো উচিত। নতুন টায়ারের গ্রিপ ভাল হয়। ফলে পিছলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দুর্ঘটনা এড়াতে সময়মতো টায়ার বদলাতে হয়।

যেমন কর্ম তেমনি ফল! মহিলাকে স্পর্শ করতে গিয়ে বাইকার নিজেই ছিটকে পড়ল রাস্তায়

একবিংশ শতাব্দীতে পৌঁছেও আজও আমাদের দেশের মেয়েরা বিভিন্নভাবে হয়রানি, লাঞ্ছনা, কটূক্তি, ব্যাঙ্গক্তি ,ছিনতাই এবং ঘরোয়া নির্যাতনের শিকার। একথা সত্যি যে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য বহু আইনকানুন রয়েছে, কিন্তু তা সত্বেও মেয়েরা নিজেদের সুরক্ষিত ভাবে না। শিশু থেকে বৃদ্ধা সব বয়সী মহিলাদের জীবনে চলার ক্ষেত্রে বহু ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কয়েক যুগ ধরে সমান অধিকারের এই লড়াইয়ে মহিলারা জয়ী হলেও ঘরের কোনে , স্কুল, কলেজে ,রাস্তায় , ট্রেনে , বাসে আজ তারা হয়রানি এবং লজ্জাকর পরিস্থিতির শিকার হয়। এই পরিবর্তনশীল পৃথিবীতে সবকিছু বদলে গেলেও মেয়েদের অবস্থা আজও সম্পূর্ণভাবে পাল্টায়নি।

শিক্ষা, খেলাধুলা, নাচ গান সব দিক দিয়ে তারা এগিয়ে থাকলেও সুরক্ষার দিকটা আজও টলবলে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়েছে যেখানে দেখা গেছে খালি রাস্তায় একজন বাইকার পথ চলতি এক মহিলাকে স্পর্শ করতে গেলে নিজেই বাইকসমেত রাস্তায় ছিটকে পড়ে। ওই মহিলাটি কোন কিছুর পরোয়া না করে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। ভিডিওটি এখানে দেখুন-


ভিডিওটির শুরুতেই একজন মহিলাকে খালি রাস্তায় একা একা হেঁটে যেতে দেখা যায়। পিছন থেকে আসা একজন বাইকার মনে খারাপ উদ্দেশ্য নিয়ে তার দিকেই অগ্রসর হচ্ছিল। হঠাৎ বাইকটি ওই মহিলার একদম কাছে এসে যায় এবং খালি রাস্তার সুযোগে ওই বাইকার মহিলাকে হাত দিয়ে ছুঁতে চেষ্টা করে। মুহূর্তেই রাস্তায় ধাক্কা লেগে বাইকসমেত বাইকার রাস্তার ধারে ছিটকে পড়ে। কিন্তু মহিলাটি তাকে পাত্তা না দিয়েই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর বাইকার উঠে দাঁড়িয়ে বাইক ঘুরিয়ে যে পথ দিয়ে এসেছিল, সেই পথেই ফিরে যায়।

বহু প্রচলতি একটি কথা এই ক্ষেত্রে খুবই প্রযোজ্য যে যেমন কর্ম তেমন ফল। বাইকারটি যে অন্যায় করেছে হাতেনাতে তার কর্মের ফলও ভোগ করেছে। Instant Karma নামক টুইটারের একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর থেকে ১৫৫ হাজার ভিউস এবং ১৯৩১হাজার লাইকস পেয়েছে।