Tag Archives: bison attack

Bison Attack: তুমুল তাণ্ডব বাইসনের, শেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু

কোচবিহার: ফের লোকালয়ে হানা বাইসনের। তার তুমুল তাণ্ডবে তৈরি হল আতঙ্কের পরিবেশ। মাথাভাঙা-২ ব্লকে এদিন জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে একটি বাইশন। চাষের জমিতে প্রথমে তাণ্ডব শুরু করে পূর্ণবয়স্ক বাইসনটি। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই বাইসন দেখতে ভিড় করেন উৎসুক বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরকে।

মাথাভাঙার লোকালয়ে বাইসনের উৎপাত শুরু হয়েছে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার-চেঁচামেচিতে ঘাবড়ে গিয়ে বাইসনটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। তবে তার তাণ্ডবে কেউ হতাহত হয়নি। যদিও বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বাইসনটিকে ধরতে না পারায় শেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। তারপর বাইসনটিকে গাড়িতে করে নিয়ে যান বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল, লরির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজনকুমার নাথ জানান, বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে তাকে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্থরা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।

সার্থক পণ্ডিত

Bison Attack: হাতির দোসর বাইসন, শেষে ছুঁড়তে হল ঘুমপাড়ানি গুলি

আলিপুরদুয়ার: একে হাতিতে রক্ষা নেই সঙ্গে দোসর বাইসন! হাতির তাণ্ডবে বহুদিন ধরেই আতঙ্কে আছে উত্তরবঙ্গের জঙ্গল এলাকার বাসিন্দারা। এবার বাইসনের তাণ্ডব শুরু হয়েছে সেখানে। তা যেন থামার নাম নেই। মথুরা চা বাগান এলাকায় বাইসনের আতঙ্কে ভুগছে শ্রমিক ও তাদের পরিবার।

বৃহস্পতিবারও তিনটি বাইসন তাণ্ডব চালায় মথুরা চা বাগানে। এর মধ্যে দুটি বাইসন আধ ঘণ্টা বাগানে তাণ্ডব চালিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু একটি বাইসন সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় তুলকালাম করতে থাকে। আতঙ্কে মথুরা চা বাগানে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।

আর‌ও পড়ুন: ডায়মন্ডহারবারের মহিলা ভোট কোন দিকে?

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, এদিন সকালে বাগানে কাজ করতে গিয়ে বাইসনগুলোকে দেখতে পান চা শ্রমিকরা। ভয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এরপর বন দফতরে খবর দেয় বাগান কর্তৃপক্ষ। খবর পাওয়ার পর জলদাপাড়া বনবিভাগের চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা আসেন। কিন্তু তার মধ্যেই দুটি বাইসন চিলাপাতার জঙ্গলে ঢুকে যায়।

শেষ পর্যন্ত বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে অপর বাইসনটিকে কাবু করে। একটি বাইসনকে ঘুমপাড়ানির গুলি ছুঁড়ে উদ্ধার করা হয়। অন্য দুটি বাইসনের গতিবিধির উপর নজর রাখছে বন দফতর। এদিকে ঘন ঘন বাইসনের হানায় অতিষ্ঠ বনকর্মীরাও।

অনন্যা দে

Bison Attack: বাড়ির গরু ভেবে সামনে যেতেই আঁতকে উঠলেন কৃষক!

জলপাইগুড়ি: সম্প্রতি আলিপুরদুয়ারে বাইসনের গুঁতোয় আহত হয়েছেন এক বনকর্মী। সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। কদিন যেতে না যেতেই বৃহস্পতিবার সেইরকমই একটি ঘটনার পুনরাবৃত্তি হল ধুপগুড়িতে। ফের লোকালয়ে দেখা মিলল বাইসনের।

সূত্রের খবর, বৃহস্পতিবার সাত সকালে এলাকার চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছিল একটি বাইসন। গৃহপালিত গরুর সঙ্গে মিশে যাওয়ায় তাকে সহজে আলাদা করাটাই দুষ্কর হয়ে দাঁড়ায় কৃষকদের কাছে। এমনিতে বাইসন গৃহপালিত গরুর তুলনায় আকারে বড় হলেও দূর থেকে চেনা বেশ মুশকিল। ফলে এদিন বুঝতে না পেরে বাড়ির মালিক গৃহপালিত গরু মনে করে ওই বাইসনকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে হঠাৎই বুঝতে পারেন সেটা গরু নয়! সঙ্গে সঙ্গে বিপদ আঁচ করে ওই ব্যক্তি কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন।

আর‌ও পড়ুন: ঘুম ভেঙে পবিত্র চিত্তে সাত সকালে গঙ্গার ঘাটে যেতেই চমক, কী ভয়ঙ্কর কাণ্ড!

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির ঝাড় আলতা-১ গ্রাম পঞ্চায়েত ও ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। ঘটনার কথা চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, এদিন সকালে প্রথমে মধ্য ডাউকিমারি এলাকায় বাইসনের দেখা পাওয়া গিয়েছিল। তারপরই সেটা এখানে চলে আসে। তবে শেষ পর্যন্ত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

সুরজিৎ দে

Bison Attack: ভোটের রেশ কাটতে না কাটতেই বাইসনের আতঙ্ক, গুঁতোয় জখম একের পর এক গ্রামবাসী

কোচবিহার: শুক্রবার প্রথম দফার নির্বাচনে ভোট হয়েছে কোচবিহার কেন্দ্রে। উত্তরবঙ্গের যে তিনটি আসনে ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল এই কোচবিহার। নির্বাচনের পরেও অশান্তিতে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলের কর্মীরা। সেই নিয়ে সর্বত্র একটা আতঙ্ক ছিলই। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বন্য জন্তুর আতঙ্ক মাথাভাঙায়।

শনিবার বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙা শহরে। এদিন সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম দেখেন স্থানীয়রা। বাইসনটিকে দেখতে ভিড় করতে শুরু করেন অনেকে। তখনই সেটি চলে যায় মধ্য বাইশগুড়ি এলাকায়। সেখানে কিছুক্ষণ থাকার পর বাইসনটি পৌঁছায় বড় কাউয়ার ডারা এলাকায়। আর সেখানেই শুরু করে নিজের তাণ্ডব। দ্রুত খবর পাঠানো হয় মাথাভাঙা বন দফতরের কর্মীদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।

আর‌ও পড়ুন: মাত্র ২০ মিনিটেই ১ বিঘা জমির ধান কেটে ঝাড়াই হয়ে গোলায় উঠে যাচ্ছে!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই এলাকায় একটি বাইসন ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু লোক মাঠে কাজ করছিলেন। তাঁরা সেখানেই আক্রান্ত হন। আবার অনেকেই চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরোতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এদিন বাইসনের গুঁতোয় জখম হন মধ্য বাইশগুড়ি এলাকার চার গ্রামবাসী। জখমরা হলেন অর্চনা সূত্রধর, ঊষারানী ভদ্র, মল্লিকা বিশ্বাস ও গৌতম বিশ্বাস। তাঁদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

কোচবিহারের সহ বন-অধিকর্তা বিজন কুমার নাথ জানান, আচমকাই বাইসনটি লোকালয়ে প্রবেশ করায় আতঙ্ক ছড়ায়। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর বন কর্মীরা ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করতে সক্ষম হন। তারপর সেটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পরনিকটবর্তী পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

সার্থক পণ্ডিত

Bengali News: মহিলার পায়ে শিং ঢুকিয়ে দিল বাইসন! ভয়ঙ্কর কাণ্ড কালচিনিতে

আলিপুরদুয়ার: বাইসনের হামলায় হুলস্থূল পরিস্থিতি। জখম হলেন এক মহিলা। কালচিনির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর‌ও পড়ুন: বেলপাড়া নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, থামাতে গিয়ে প্রাণ গেল পাশের বাড়ির মহিলার

কালচিনি ব্লকের নয়াবস্তিতে হঠাৎ এই হানা দেয় একটি বাইসন। তার তাণ্ডবের রীতিমত আতঙ্ক ছড়ায়। বাইসনটি যখন হানা দেয় সেই সময় বাড়ির বাইরে ঘাস কাটছিলেন এলাকারই বাসিন্দা কল্পনা কার্কি। হঠাৎই বাইসনটি ওই মহিলাকে আক্রমণ করে। মাথার ধারাল শিং ঢুকিয়ে দেয় তাঁর পায়ে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপর‌ই বাইসনটি জঙ্গলে ফিরে যায়। গুরুতর আহত হয়ে কল্পনা কার্কি মাঠেই পড়েছিলেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অনেকটা রক্তপাতের কারণে তাঁর পরিস্থিতির সংকটজনক হয়ে ওঠে। তাই চিকিৎসকরা কল্পনা কার্কিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসনটি বেড়িয়েছিল। বাইসনটি জঙ্গলে ফিরে গেলেও রীতিমত আতঙ্কে ভুগছে নয়াবস্তির বাসিন্দারা।

অনন্যা দে

Bengali News: দোলের আগে ছড়াল আতঙ্ক

কোচবিহার: দোলের আগে আতঙ্ক ছড়িয়ে পড়ল নিশিগঞ্জে। আচমকাই এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় দুটি বাইসনকে। পূর্ব চকিয়ারছড়া গ্রামে ওই বাইসন দুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কোদালখেতি এলাকাতেও তাদের দেখা যায়।

আর‌ও পড়ুন: হঠাৎ লোকালয় থেকে চিতল হরিণ উদ্ধার, কালচিনিতে হৈ হৈ কাণ্ড

এলাকায় বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২ টা নাগাদ দলছুট একটি বাইসন কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক পার হয়ে জনবসতিপূর্ণ নলঙ্গিবাড়ি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে পৌঁছন এলাকায়। তবে বাইসনগুলিকে আটক করতে রীতিমত বেগ পেতে হয় বনকর্মীদের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বন দফতরের সহ-বনঅধিকর্তা বিজন কুমার নাথ জানান, বাইসনগুলিকে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আটক করা সম্ভব হয়। দুটি বাইসনের মধ্যে একটি বাইসন কিছুটা অসুস্থ থাকায় তার চিকিৎসা শুরু করা হয়েছে। একটি বাইসনকে ইতিমধ্যেই পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য বাইসনটি সুস্থ হওয়ার পর তাকেও সেখানে ছেড়ে দেওয়া হবে। এদিকে দোলের আগে এমন ঘটনায় কিছুটা হলেও আশঙ্কিত এলাকার মানুষ।

সার্থক পণ্ডিত

Bengali News: বাইসনের বিষম গুঁতো! ভয়ঙ্কর আহত দুই

জলপাইগুড়ি: বাইসনের গুঁতো যে কী জিনিস তা হাড়ে হাড়ে টের পেলেন ধুপগুড়ির দুই বাসিন্দা। এক গুঁতোয় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল। তার আগে লোকালয়ে রীতিমত দাপিয়ে বেড়াল তিনটি বাইসন।

আরও পড়ুন: ভয়ঙ্কর সুন্দর! বাঁধ থেকে ৩০০০ কিউসেক জল ছাড়ার দৃশ্য দেখে মুগ্ধ মুকুটমনিপুরে আসা পর্যটকরা

বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি মহাকুমার পূর্ব মাগুরমারি বাইসচালা এলাকায় ঢুকে পড়ে তিনটি বাইসন। রীতিমত তাণ্ডব চালায় এলাকায়। সোনাখালি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে ওই তিনটি বাইসন। এদিন বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় বিমল রায় নামে এক যুবককে পিছন থেকে এসে গুঁতো মারে একটি বাইসনটি। তার গুঁতোয় গুরুতর জখম হন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন চিকিৎসকরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পরবর্তীতে বাইসনের আক্রমণে জখম হন এক মহিলা। তাঁকেও উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। জখম মহিলার নাম আরতি রায়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা। একটি বাইসন জঙ্গলে ফিরলেও এখনও আরও দুটি বাইসন লেবু বাগানে আশ্রয় নিয়েছে।

সুরজিৎ দে

Alipurduar News: সাংঘাতিক! বাইসনের অত‍্যাচার দমন করতে কালঘাম ছুটল বন দফতরের

আলিপুরদুয়ারঃ দিনদুপুরে বাইসনের উৎপাত আলিপুরদুয়ার জেলার পারোকাটা এলাকায়। আতঙ্কে এলাকার বাসিন্দারা। এদিন দুপুরে হঠাৎই এলাকায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেড়িয়ে আসে দুটি বাইসন।জঙ্গল সংলগ্ন কৃষিজমিতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বাইসন দুটিকে।এলাকাবাসীরা এই দেখে গৃহপালিত পশুগুলিকে ঘরে বন্ধ করে রাখেন।

আরও পড়ুনঃ হাতির ওয়াচ টাওয়ারে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য খড়িবাড়িতে

বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথের রায়ডাক রেঞ্জের ছিপড়া জঙ্গল থেকে বাইসন দুটি বের হয়ে প্রথমে ঝোপঝাড়ে লুকিয়ে ছিল।এদিন দুপুরে বাইসন দুটি বের হওয়ার পরেই গ্রামবাসীদের চোখে পড়ে,এর পরই খবর দেওয়া হয় বনকর্মীদের।

এ ডি এফ ও থেকে শুরু করে সাউথ আর রায় ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিষ মন্ডল এলাকায় চলে আসেন। অতিরিক্ত সুরক্ষার জন‍্য ভল্কা রেঞ্জ থেকে শতাধিক বনকর্মী ওই এলাকাটি ঘিরে ফেলেন। ‌ বনদফতর সূত্রে খবর, কোনও ক্ষয়ক্ষতি হয়নি এলাকায়। বাইসন দুটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।ট্রাঙ্কুলাইজ টিম আনা হয়েছে।

Annanya Dey

Alipurduar News: ‘আমি তো মৃত‍্যুর মুখ থেকে ফিরলাম, কী ভয়ঙ্কর দৃশ‍্য!’ বাইসনের ধাক্কায় যা হল

আলিপুরদুয়ার: রাস্তা দিয়ে পার হচ্ছিল বাইসন। বাইকের গতি সামলাতে পারেননি সঞ্জীব কার্জি। বাইসনের ধাক্কায় আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি৷

বাইসনের হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাল মোটরসাইকেলটি। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায়। রবিবার দুপুরে মেন্দাবাড়ির বাসিন্দা সঞ্জীব কার্জি ঘর থেকে বের হন কাজের উদ্দেশ্যে।

আরও পড়ুন – Pregnancy Tips: শুধু পিরিয়ডস মিস হওয়াই লক্ষণ নয়, স্তনের আকারে বদল সব এইগুলি কী হচ্ছে, আপনি প্রেগন্যান্ট নন তো

সে সময় বাইকের গতি সামলাতে না পেরে একটি বাইসনের সামনে চলে আসেন তিনি। তার মোটরসাইকেলে আক্রমণ চালায় বাইসনটি।এই ঘটনায় আহত হন সঞ্জীব কার্জি।তিনি আতঙ্কিত ঘটনার পর।ভেঙেচুরে গিয়েছে তার বাইকটি।

সঞ্জীব কার্জি জানান, ‘‘প্রায় প্রতি নিয়ত বাইসন হানা দিচ্ছে এলাকায়।বাইসনের হানায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ‌। বাইসন হানা দিয়ে এলাকার বাসিন্দাদের জমির ফসল নষ্ট করছে।আমি তো মৃত‍্যুর মুখ থেকে ফিরলাম।কি ভয়ঙ্কর দৃশ‍্য।”
Annanya Dey