Tag Archives: Injured

Shiboprosad Mukherjee Health Update: শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?

কলকাতা: দিনকয়েক আগেই শ্যুটিং সেটেই গুরুতর আহত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ ‘বহুরূপী’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই শিরদাঁড়ায় চোট পান অভিনেতা-পরিচালক৷ চোট এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷ তবে অবশেষে বিপদ কাটিয়ে বাড়ি ফিরলেন পরিচালক৷

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই স্বাস্থ্যের খবর দিলেন পরিচালক-অভিনেতা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন- ‘শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শ্যুটিং কিছুদিনের জন্য বন্ধ, কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।’

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

৫ এপ্রিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল৷ ‘বহুরূপী’ ছবির শ্যুটিং চলাকালীনই উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়েই গুরুতর আঘাত পান শিবপ্রসাদ৷ তারপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ এখনই কাজে যোগ দিতে পারবেন না পরিচালক-অভিনেতা৷ আপাতত চিকিৎসকের কথা মতো পুরোপুরি বিশ্রামে থাকবেন৷ সেই কারণের জন্য বেশ কয়েকদিন ‘বহুরূপী’ ছবির শ্যুটিং বন্ধ থাকবে৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

উল্লেখ্য, থ্রিলার ধর্মী ছবি ‘বহুরূপী’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীকে৷ ‘ফাটাফাটি’ ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে তাঁদেরকে৷

Koel Mallick Injured: মারাত্মক দুর্ঘটনা! গুরুতর আহত কোয়েল মল্লিক, শ্যুটিং সেটে সাংঘাতিক চোট, তড়িঘড়ি হাসপাতালে নায়িকা

কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ আচমকাই ঘটে গেল বিরাট বিপত্তি৷ গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ শ্যুটিং সেটেই গুরুতর চোট পেলেন নায়িকা৷ তড়িঘড়ি কোয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

কীভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে, মিতিন মাসির ছবির শ্যুটিং চলছে৷ সেখানেই অ্যাকশন দৃশ্যের শ্যুটে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী কোয়েল৷ রবিবার নেপালগঞ্জেই চলছিল ছবির শ্যুটিং৷ সেখানেই আহত হন টলি ক্যুইন৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে৷ ডান হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি৷

অভিনেত্রী কোয়েল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শ্যুটিং সেটে চোট পাওয়ার পর বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷ এক্স রে করার পর দেখা যায় হাতে ফ্র্যাকচার হয়েছে৷ তারপরই হাতে প্লাস্টার করা হয়৷  তারপর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়৷ আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতেইকিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী৷ সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এখন কেমন আছেন অভিনেত্রী? জানা গেছে, আগেরবার যে হাতে চোট পেয়েছিলেন এবারও সেই হাতেই ব্যথা পেয়েছেন৷ হাতে অসহ্য যন্ত্রণা রয়েছে৷ সেই কারণেই ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে৷  হাতের ব্যথা না কমলে শ্যুটিংয়ে যেতে পারবেন না অভিনেত্রী৷ তবে এখন আগের তুলনায় মোটামুটি সুস্থ আছেন নায়িকা।

উল্লেখ্য, গত বছরের পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’৷ অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পাবে এবারের ছবি ‘খুনির সন্ধানে’৷ সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বনে এই ছবিটিতে একঝাঁক তারকার পাশাপাশি এবারেও মিতিন মাসি চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা৷ তাঁর অনুরাগীরা সকলেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷

Bengali News: মহিলার পায়ে শিং ঢুকিয়ে দিল বাইসন! ভয়ঙ্কর কাণ্ড কালচিনিতে

আলিপুরদুয়ার: বাইসনের হামলায় হুলস্থূল পরিস্থিতি। জখম হলেন এক মহিলা। কালচিনির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর‌ও পড়ুন: বেলপাড়া নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, থামাতে গিয়ে প্রাণ গেল পাশের বাড়ির মহিলার

কালচিনি ব্লকের নয়াবস্তিতে হঠাৎ এই হানা দেয় একটি বাইসন। তার তাণ্ডবের রীতিমত আতঙ্ক ছড়ায়। বাইসনটি যখন হানা দেয় সেই সময় বাড়ির বাইরে ঘাস কাটছিলেন এলাকারই বাসিন্দা কল্পনা কার্কি। হঠাৎই বাইসনটি ওই মহিলাকে আক্রমণ করে। মাথার ধারাল শিং ঢুকিয়ে দেয় তাঁর পায়ে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপর‌ই বাইসনটি জঙ্গলে ফিরে যায়। গুরুতর আহত হয়ে কল্পনা কার্কি মাঠেই পড়েছিলেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অনেকটা রক্তপাতের কারণে তাঁর পরিস্থিতির সংকটজনক হয়ে ওঠে। তাই চিকিৎসকরা কল্পনা কার্কিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসনটি বেড়িয়েছিল। বাইসনটি জঙ্গলে ফিরে গেলেও রীতিমত আতঙ্কে ভুগছে নয়াবস্তির বাসিন্দারা।

অনন্যা দে

Bengali News: উল্টে গেল গাড়ি, এশিয়ান হাইওয়েতে গুরুতর জখম ১০

আলিপুরদুয়ার: যত কাণ্ড এশিয়ান হাইওয়েতে। এক সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনা এই রাস্তায়। এদিন গাড়ি উল্টে গুরুতর আহত হল ১০ জন।

আরও পড়ুন: বাইরে চা খেতে যাওয়াই কাল হল, ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেলেন বৃদ্ধ

এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ১০ নম্বর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে জয়গাঁ থেকে ফালাকাটাগামী একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রাই উদ্ধার কাজে প্রথম এগিয়ে আসেন। খবর যায় হাসিমারা পুলিশ ফাঁড়িতে। আহতদের উদ্ধার করে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে এরপর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

লাগাতার এই রাস্তায় দুর্ঘটনা ঘটায় এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা জোরদার করার দাবি তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে গাড়িগুলি দ্রুতগতিতে চলার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।

অনন্যা দে

MS Dhoni: আইপিএলের আগে এম এস ধোনির জন্য খারাপ খবর! কী ঘটল? জানুন বিস্তারিত

এখন পর্যন্ত পাওয়া বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। কিন্তু তার আগে বড় ধাক্কা এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসের জন্য।
এখন পর্যন্ত পাওয়া বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। কিন্তু তার আগে বড় ধাক্কা এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসের জন্য।
বিগত মরশুম থেকে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ প্লেয়ার শিবম দুবে। গতবার এমএস ধোনির পঞ্চম আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিবম। কিন্তু আগামী আইপিএলে অনিশ্চিৎ তারকা অলরাউন্ডার।
বিগত মরশুম থেকে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ প্লেয়ার শিবম দুবে। গতবার এমএস ধোনির পঞ্চম আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিবম। কিন্তু আগামী আইপিএলে অনিশ্চিৎ তারকা অলরাউন্ডার।
এমএস ধোনির দলের চিন্তার কারণ হল শিবম দুবের চোট। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী,অসমের বিরুদ্ধে রঞ্জিতে মুম্বইয়ের শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পেয়েছেন শিবম। সাইড স্ট্রেন রয়েছে তরুণ ক্রিকেটারের।
এমএস ধোনির দলের চিন্তার কারণ হল শিবম দুবের চোট। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী,অসমের বিরুদ্ধে রঞ্জিতে মুম্বইয়ের শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পেয়েছেন শিবম। সাইড স্ট্রেন রয়েছে তরুণ ক্রিকেটারের।
শুধু চেন্নাই সুপার কিংসের জন্য নয়, শিবম দুবের চোট চিন্তা বাড়িয়েছে মুম্বই দলেরও। কারণ রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব সবে শেষ হয়েছে। এখন নকআউট পর্ব বাকি। শিবম দুবের ফিট হতে কম করে দেড় মাস সময় লাগতে পারে।
শুধু চেন্নাই সুপার কিংসের জন্য নয়, শিবম দুবের চোট চিন্তা বাড়িয়েছে মুম্বই দলেরও। কারণ রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব সবে শেষ হয়েছে। এখন নকআউট পর্ব বাকি। শিবম দুবের ফিট হতে কম করে দেড় মাস সময় লাগতে পারে।
যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিবম দুবের চোট সারে তাহলে আইপিএলের প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তবে সঠিক কত সময়ের মধ্যে শিবম দুবে ফিট হতে পারবেন তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিবম দুবের চোট সারে তাহলে আইপিএলের প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তবে সঠিক কত সময়ের মধ্যে শিবম দুবে ফিট হতে পারবেন তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ ম্যাচে ৪১৮ রান করেছিলেন। একাধিক ম্যাচে ম্যাচ উইনারের ভূমিকা নিয়েছিলেন। ধোনির আস্থার পাত্র তিনি। ফলে শিবম দুবেকে যদি পাওয়া না যা তা সিএসকের জন্য বড় ধাক্কা।
গত মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ ম্যাচে ৪১৮ রান করেছিলেন। একাধিক ম্যাচে ম্যাচ উইনারের ভূমিকা নিয়েছিলেন। ধোনির আস্থার পাত্র তিনি। ফলে শিবম দুবেকে যদি পাওয়া না যা তা সিএসকের জন্য বড় ধাক্কা।

Bengali News: চম্পাহাটির বেআইনি বাজি কারখানায় ফের বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে আশঙ্কাজনক ২

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে বারুইপুরের চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ২ জন। যে ঘটনায় প্রশাসনের কড়াকড়ির ফলাফল নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। গত বছর পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যু হয়। তারপর বেআইনি বাজি কারখানা বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় রাজ্য সরকার। কিন্তু তাতে যে ফলাফল খুব কিছু হয়নি চম্পাহাটির এদিনের বিস্ফোরণ কাণ্ড তা আরও একবার প্রমাণ করে দিল।

আরও পড়ুন: গাছের নাম বোদেলা, তাতেই কুপোকাত পাহাড় প্রমাণ হাতি! আছে জব্দ করার মোক্ষম দুই ‘অস্ত্র’

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা চম্পাহাটি। ঘটনাস্থলে পৌঁছে চক্ষু চড়কগাছ হয়ে যায় এলাকার মানুষের। তাঁরা দেখেন, বিস্ফোরণের আঘাতে গুরুতর জখম অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছে দু’জন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হ‌ওয়ায় ওই আহতদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিস্ফোরণটি ঠিক ঘটেছে চম্পাহাটির হাড়ালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই ব্যক্তির নাম সুদীপ নাইয়া ও অমর বিশ্বাস। সুকুমার অধিকারী নামে স্থানীয় এক বাজি ব্যবসায়ীর কারখানায় ওই দুই যুবক গোপনে বোমা বাঁধার কাজ করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ হয় বলে দাবি। অমর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা ঘটায় বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। বিরোধীদের অভিযোগ, পরিকল্পনা করেই দুষ্কৃতীরা ওখানে বোমা তৈরি করছিল।

সুমন সাহা

যখন তখন হামলা! ঘায়েল অনেকেই, ভয়ে কাঁটা হাওড়ার একাধিক গ্রাম

যখন তখন হামলা। গ্রামের মধ্যে তাণ্ডব। হনুমানের আতঙ্কে ভয়ে কাঁটা হাওড়ার একাধিক গ্রাম। বনদফতরের দিকে আঙুল স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দফতরের প্রতিমন্ত্রীর।