Tag Archives: cigarette

Biri Demand: গরম বাড়তেই বেড়েছে বিড়ির চাহিদা, যোগান দিয়ে উঠতে পারছেন না শ্রমিকরা

দক্ষিণ ২৪ পরগনার: এই তীব্র গরমে স্বাভাবিকভাবেই ঠান্ডা পানীয় জলের চাহিদা বেড়েছে। তবে আরও এমন একটা জিনিসের চাহিদা বেড়েছে যা শুনলে অবাক হয়ে যাবেন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিড়ির চাহিদা! কিন্তু এই তুঙ্গ চাহিদা সামলে উঠতে পারছেন না বিড়ি ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার কেউই। কারণ গরমের জন্য বেশি কাজ করতে পারছেন না বিড়ি শ্রমিকরা। ফলে চাহিদা ও যোগানের বিরাট ঘাটতি তৈরি হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি গোসাবা, বাসন্তি, ক্যানিং, বজবজ এই সমস্ত এলাকায় বহু মানুষ বিড়ি বাঁধাই শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই প্রচন্ড গরমের জন্য এই সব বিড়ি শ্রমিকরা ইচ্ছে থাকলেও বেশিক্ষণ কাজ করতে পারছেন না। ফলে বিড়ির বাড়তি চাহিদা যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আর‌ও পড়ুন: ভোট কাটাকুটির অঙ্কে মুর্শিদাবাদে ‘পদ্ম’ ফোটানোর আশা

বিড়ি শ্রমিকদের মজুরি বেশ কম। তার উপর দীর্ঘদিন এই কাজ করার ফলে নানান কঠিন অসুখে তাঁরা আক্রান্ত হন। তবেৎসংসার সামাল দিতে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। একটাই এই গরমের মধ্যে বিড়ি তৈরি করতে গেলে এই সমস্ত শ্রমিকদের তাই একই জায়গায় একভাবে বসে থেকে সারাদিন ধরে বিড়ি তৈরি করতে হয় এবং এবং বাধা হয়ে গেলে সেগুলি আবার আগুনে সেঁকে নিতে হয়। কিন্তু এই গরমে বেশিক্ষণ এইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই চাহিদা থাকলেও বিড়ির যোগানে ঘাটতি দেখা দিয়েছে। এতে অনেক সময় বাজারে বিড়ি কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে বিড়িপ্রেমীদের।

সুমন সাহা

সিগারেট নাকি বিড়ি, কোনটা বেশি প্রাণঘাতী? চাঞ্চল্যকর রিপোর্ট, না জানলে বিপদ

কলকাতা: বেশিরভাগ মানুষের ধারণা, মানুষের শরীরের জন্য সিগারেট বেশি ক্ষতিকারক। তুলনায় বিড়িতে কম তামাক থাকে। তার উপর তামাক পাতা দিয়েই তৈরি হয়। ফলে সেটি প্রাকৃতিক বলে মনে করেন অনেকে।

সাধারণ মানুষের এমন ধারণা যে ঠিক নয় তা আবার প্রমাণিত হল। বেশিরভাগ মানুষের ভাবনার ঠিক উল্টো তথ্য দিলেন গবেষকরা। তাঁদের দাবি, একটি সিগারেটের তুলনায় আট গুণ বেশি ক্ষতিকারক একটি বিড়ি।

১৩ মার্চ ‘নো স্মোকিং ডে’। তার আগে প্রকাশ্যে গবেষণার রিপোর্ট। গবেষকরা জানাচ্ছেন, একটি বিড়ি একশো শতাংশ তামাক পাতায় তৈরি। সেই জন্য ক্ষতিও বেশি। ফলে বিড়িতে সুখটান দিতে অতিরিক্ত চাপ পড়ে ফুসফুসে।

আরও পড়ুন- বিষাক্ত সাপের কামড়েও মরে না বেজি! কেন সাপ-নেউলের শত্রুতা! অবাক করা কারণ

উল্লেখ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের বেশিরভাগই বিড়ি পান করে থাকেন। দিল্লির বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউটের অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বিড়ি হোক বা সিগারেট, দুটিই প্রাণঘাতী। কিন্ত পুরোটাই তামাক পাতার হওয়ায় অনেক বেশি ধোঁয়া উৎপন্ন করে বিড়ি। তা শ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে টেনে নেন ধূমপায়ী। এর ফলেই ফুসফুসের ভয়ংকর ক্ষতি হয়।

ডাক্তাররা বরাবর বলে এসেছেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। একইসঙ্গে অনেক রকম অসুখের জন্ম দেয় ধূমপানের অভ্যেস। তবে যাঁরা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, তাঁদের পক্ষে হুট করে তা ছেড়ে দেওয়াও কঠিন কাজ। সেক্ষেত্রেও শরীরে বিভিন্ন পরিবর্তন হবে।

আরও পড়ুন- রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

একবার যদি সাহস করে ধূমপানের অভ্যেস ছাড়তে পারেন, তা হলে কিন্তু কিছুদিনের মধ্যেই শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। আর সেই পরিবর্তন হবে ভালর দিকে।

Smoking: ঠান্ডায় সিগারেট কতটা মারাত্মক? কোন অঙ্গের সবচেয়ে ক্ষতি? বিশেষজ্ঞ চিকিৎসকের থেকে জানুন

সুখটান নাম কেন, এই নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা ক্যানসারের কারণ। তামাক সেবন নিয়ন্ত্রণ না করা হলে তা মারাত্মক হতে পারে। তামাক সেবনের ফলে মুখ, গলা, ফুসফুস, গলা, খাদ্যনালী এবং কিডনির ক্যানসার হতে পারে।
সুখটান নাম কেন, এই নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা ক্যানসারের কারণ। তামাক সেবন নিয়ন্ত্রণ না করা হলে তা মারাত্মক হতে পারে। তামাক সেবনের ফলে মুখ, গলা, ফুসফুস, গলা, খাদ্যনালী এবং কিডনির ক্যানসার হতে পারে।
তামাক থেকে সৃষ্ট রোগ থেকে বাঁচতে অনেক বিজ্ঞাপন ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমেও মানুষকে সচেতন করা হয়। তা সত্ত্বেও তামাক সেবনকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তার পরেও সিগারেট বা বিড়ি খাওয়া কেন সুখটান, তা নিয়ে ধন্দ থেকে যায়।
তামাক থেকে সৃষ্ট রোগ থেকে বাঁচতে অনেক বিজ্ঞাপন ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমেও মানুষকে সচেতন করা হয়। তা সত্ত্বেও তামাক সেবনকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তার পরেও সিগারেট বা বিড়ি খাওয়া কেন সুখটান, তা নিয়ে ধন্দ থেকে যায়।
সেই প্রশ্নের উত্তর সম্প্রতি আমাদের দিয়েছেন উত্তরাখণ্ডের নৈনিতালের বিডি পান্ডে জেলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা, সুধাংশু সিং। তিনি বলছেন যে পাহাড়ে ধূমপানের ঘটনা বেশি হয়। প্রতিদিন তাঁর কাছে ধূমপানকারী এক ডজনের বেশি রোগী আসছেন। এদের অধিকাংশই বয়স্ক মহিলা। কিছু কিছু মহিলার আবার তামাক চিবানোর মতো নেশা থাকে।
সেই প্রশ্নের উত্তর সম্প্রতি আমাদের দিয়েছেন উত্তরাখণ্ডের নৈনিতালের বিডি পান্ডে জেলা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা, সুধাংশু সিং। তিনি বলছেন যে পাহাড়ে ধূমপানের ঘটনা বেশি হয়। প্রতিদিন তাঁর কাছে ধূমপানকারী এক ডজনের বেশি রোগী আসছেন। এদের অধিকাংশই বয়স্ক মহিলা। কিছু কিছু মহিলার আবার তামাক চিবানোর মতো নেশা থাকে।
তিনি বলেন, একটি সিগারেটে সাত হাজার রাসায়নিক থাকে। এর মধ্যে ৭০টি রাসায়নিক অত্যন্ত বিষাক্ত এবং ক্যানসারের মতো রোগের জন্ম দেয়। ধূমপান বা তামাক সেবনের কারণে এই রাসায়নিকগুলি সরাসরি ফুসফুসে যায় এবং রক্তের সঙ্গে মিশে রক্তনালীগুলির পথ সংকুচিত করে দেয়, যার ফলে রক্ত ​​​​প্রবাহ কমে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
তিনি বলেন, একটি সিগারেটে সাত হাজার রাসায়নিক থাকে। এর মধ্যে ৭০টি রাসায়নিক অত্যন্ত বিষাক্ত এবং ক্যানসারের মতো রোগের জন্ম দেয়। ধূমপান বা তামাক সেবনের কারণে এই রাসায়নিকগুলি সরাসরি ফুসফুসে যায় এবং রক্তের সঙ্গে মিশে রক্তনালীগুলির পথ সংকুচিত করে দেয়, যার ফলে রক্ত ​​​​প্রবাহ কমে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
পাহাড়ে ঠান্ডার কারণে রক্ত ​​ঘন হয়ে যায়। ডা. সুধাংশু সিং বলেন, ঠান্ডার কারণে রক্ত ​​ঘন হওয়ার মতো সমস্যা পাহাড়ে সাধারণত দেখাই যায়। সেক্ষেত্রে কেউ ধূমপান করলে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায়।
পাহাড়ে ঠান্ডার কারণে রক্ত ​​ঘন হয়ে যায়। ডা. সুধাংশু সিং বলেন, ঠান্ডার কারণে রক্ত ​​ঘন হওয়ার মতো সমস্যা পাহাড়ে সাধারণত দেখাই যায়। সেক্ষেত্রে কেউ ধূমপান করলে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায়।
একই সময়ে, মহিলাদের মধ্যে ধূমপানের কারণে সৃষ্ট ঝুঁকি আরও বেশি বৃদ্ধি পায়। তিনি বলেন, একটি নির্দিষ্ট বয়সের পর আমাদের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের আকার বেড়ে যায়, যার কারণে হৃদস্পন্দনও বেড়ে যায় এবং এমন পরিস্থিতিতে হৃদরোগের ঝুঁকি থাকে।
একই সময়ে, মহিলাদের মধ্যে ধূমপানের কারণে সৃষ্ট ঝুঁকি আরও বেশি বৃদ্ধি পায়। তিনি বলেন, একটি নির্দিষ্ট বয়সের পর আমাদের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের আকার বেড়ে যায়, যার কারণে হৃদস্পন্দনও বেড়ে যায় এবং এমন পরিস্থিতিতে হৃদরোগের ঝুঁকি থাকে।
অর্থাড, একটা বিষয় পরিষ্কার- ঠান্ডায় সিগারেট ধরিয়ে আরাম পেলেও তা ছাড়তে হবে। এছাড়া হৃদরোগে আক্রান্ত হলে নিয়মিত ওষুধ খেতে হবে। নিজের ভালর জন্য এটুকু তো করাই যায়, তাই নয় কি?
অর্থাড, একটা বিষয় পরিষ্কার- ঠান্ডায় সিগারেট ধরিয়ে আরাম পেলেও তা ছাড়তে হবে। এছাড়া হৃদরোগে আক্রান্ত হলে নিয়মিত ওষুধ খেতে হবে। নিজের ভালর জন্য এটুকু তো করাই যায়, তাই নয় কি?

Health Tips: সিগারেট ছাড়ার ৫ দিন থেকে ৫ বছরের মধ্যে শরীরে কি ঘটবে জানেন? চিকিৎসকের মত চমকে দেবে!

অনেকেই এমন রয়েছেন যাঁরা অতিরিক্ত ধূমপানে আসক্ত। তবে যাঁরা প্রতিনিয়ত নিয়মিত ধূমপান করেন তাঁরা যদি, ঠিক এই মুহূর্ত থেকে ধূমপান করা ছেড়ে দিতে পারেন তাহলে শরীরে আসতে পারে বিভিন্ন ধরনের পরিবর্তন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞ । (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
অনেকেই এমন রয়েছেন যাঁরা অতিরিক্ত ধূমপানে আসক্ত। তবে যাঁরা প্রতিনিয়ত নিয়মিত ধূমপান করেন তাঁরা যদি, ঠিক এই মুহূর্ত থেকে ধূমপান করা ছেড়ে দিতে পারেন তাহলে শরীরে আসতে পারে বিভিন্ন ধরনের পরিবর্তন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞ । (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
ডাক্তার মিলটন বিশ্বাস জানিয়েছেন, যদি ঠিক এই মুহূর্ত থেকে ধূমপান করা ছেড়ে দেওয়া যায় তাহলে , মাত্র এক সপ্তাহের মধ্যে হার্ট রেট এবং ব্লাড প্রেশার নরমালে আসতে শুরু করবে । এবং ধূমপানের ফলে শরীরের রক্তে যে কার্বন মনোক্সাইড গুলো জমা হয়েছিল সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে । photo source collected
ডাক্তার মিলটন বিশ্বাস জানিয়েছেন, যদি ঠিক এই মুহূর্ত থেকে ধূমপান করা ছেড়ে দেওয়া যায় তাহলে , মাত্র এক সপ্তাহের মধ্যে হার্ট রেট এবং ব্লাড প্রেশার নরমালে আসতে শুরু করবে ।
এবং ধূমপানের ফলে শরীরের রক্তে যে কার্বন মনোক্সাইড গুলো জমা হয়েছিল সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে । photo source collected
একই সঙ্গে খাবারের প্রতি রুচি বাড়বে অর্থাৎ মুখের স্বাদ ফিরে আসবে ।ধূমপান ছাড়ার মাত্র তিন মাসের মধ্যে পাওয়া যাবে বিরাট উপকারিতা। শ্বাস প্রশ্বাস এবং ফুসফুসের কার্যকারিতা নরমাল হয়ে আসতে শুরু করবে । photo source collected
একই সঙ্গে খাবারের প্রতি রুচি বাড়বে অর্থাৎ মুখের স্বাদ ফিরে আসবে ।ধূমপান ছাড়ার মাত্র তিন মাসের মধ্যে পাওয়া যাবে বিরাট উপকারিতা। শ্বাস প্রশ্বাস এবং ফুসফুসের কার্যকারিতা নরমাল হয়ে আসতে শুরু করবে । photo source collected
এছাড়াও শরীরের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া অতি শীঘ্রই স্বাভাবিক হতে শুরু করবে । হার্ট অ্যাটাকের দুশ্চিন্তা কমবে।ধূমপান ছাড়ার মাত্র দু বছরের মধ্যেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ।ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমবে। photo source collected
এছাড়াও শরীরের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া অতি শীঘ্রই স্বাভাবিক হতে শুরু করবে । হার্ট অ্যাটাকের দুশ্চিন্তা কমবে।ধূমপান ছাড়ার মাত্র দু বছরের মধ্যেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ । ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমবে। photo source collected
ধূমপান ছাড়ার ৫ থেকে ১০ বছরের মধ্যে লাঙ ক্যান্সার হওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসবে । ধূমপান ছাড়ার ১৫ বছর পর হৃদরোগ হওয়ার সম্ভাবনা একজন অ-ধূমপায়ীব্যক্তির মতই হয়ে যাবে। তাই এখনই এই মুহূর্ত থেকে যদি ধূমপান ছেড়ে দেওয়া যায়, তাহলে শরীরে অনেক উপকার পাওয়া যাবে । বিভিন্ন রোগ থেকে মিলবে মুক্তি। একটা জিনিস মাথায় রাখতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য সত্যিই খুবই ক্ষতিকারক। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
ধূমপান ছাড়ার ৫ থেকে ১০ বছরের মধ্যে লাঙ ক্যান্সার হওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসবে । ধূমপান ছাড়ার ১৫ বছর পর হৃদরোগ হওয়ার সম্ভাবনা একজন অ-ধূমপায়ীব্যক্তির মতই হয়ে যাবে।তাই এখনই এই মুহূর্ত থেকে যদি ধূমপান ছেড়ে দেওয়া যায়, তাহলে শরীরে অনেক উপকার পাওয়া যাবে । বিভিন্ন রোগ থেকে মিলবে মুক্তি। একটা জিনিস মাথায় রাখতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য সত্যিই খুবই ক্ষতিকারক। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)

Cigarette: ৫-১০ না তারও বেশি! দিনে ক’টা সিগারেট খাচ্ছেন? ‘এই’ রোগীদের জন্য চরম বিপজ্জনক! চিকিৎসকের কথা শুনলে আজই ছেড়ে দেবেন

 আজকের যুগে তরুণদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। বিপুল সংখ্যক যুবককে ধূমপান করতে দেখা যায়। সিগারেটের মধ্যে তামাক থাকে, যা মারাত্মক রোগের কারণ হতে পারে। সিগারেট স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বলে মনে করা হয়।
আজকের যুগে তরুণদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। বিপুল সংখ্যক যুবককে ধূমপান করতে দেখা যায়। সিগারেটের মধ্যে তামাক থাকে, যা মারাত্মক রোগের কারণ হতে পারে। সিগারেট স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বলে মনে করা হয়।
 সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, যা একজন ব্যক্তিকে আসক্ত করে তুলতে পারে। এই কারণেই একজন ব্যক্তি একবার ধূমপান শুরু করলে,বারবার ধূমপান করতেই থাকেন। এখন প্রশ্ন হল, দিনে এক বা দুটি সিগারেট খাওয়া কি নিরাপদ? অনেকেই এর সীমা জানেন না৷ এই বিষয়ে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য।
সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, যা একজন ব্যক্তিকে আসক্ত করে তুলতে পারে। এই কারণেই একজন ব্যক্তি একবার ধূমপান শুরু করলে,বারবার ধূমপান করতেই থাকেন। এখন প্রশ্ন হল, দিনে এক বা দুটি সিগারেট খাওয়া কি নিরাপদ? অনেকেই এর সীমা জানেন না৷ এই বিষয়ে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য।
ডা. সোনিয়া রাওয়াত, প্রিভেন্টিভ হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর, স্যার গঙ্গা রাম হাসপাতাল, নিউ দিল্লি বলেছেন যে দিনে একটি সিগারেটও নিরাপদ বলে বিবেচনা করা যায় না। সিগারেট সম্পর্কে এতটুকুই বলা যেতে পারে যে আপনি যদি বেশি সিগারেট খান তবে তা আপনার জন্য বেশি ক্ষতির কারণ হবে এবং আপনি যদি কম সিগারেট খান তবে তা আপনার স্বাস্থ্যের কম ক্ষতি করে।
ডা. সোনিয়া রাওয়াত, প্রিভেন্টিভ হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর, স্যার গঙ্গা রাম হাসপাতাল, নিউ দিল্লি বলেছেন যে দিনে একটি সিগারেটও নিরাপদ বলে বিবেচনা করা যায় না। সিগারেট সম্পর্কে এতটুকুই বলা যেতে পারে যে আপনি যদি বেশি সিগারেট খান তবে তা আপনার জন্য বেশি ক্ষতির কারণ হবে এবং আপনি যদি কম সিগারেট খান তবে তা আপনার স্বাস্থ্যের কম ক্ষতি করে।
 আপনি যদি দিনে ১০-১৫ বা তারও বেশি সিগারেট খান তবে এখনই এই অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি যদি সিগারেট পুরোপুরি ছেড়ে দেন তবে এটি আপনার জন্য খুব উপকারী। প্রয়োজনে এর জন্য আপনি একজন ডাক্তারের সাহায্যও নিতে পারেন।
আপনি যদি দিনে ১০-১৫ বা তারও বেশি সিগারেট খান তবে এখনই এই অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি যদি সিগারেট পুরোপুরি ছেড়ে দেন তবে এটি আপনার জন্য খুব উপকারী। প্রয়োজনে এর জন্য আপনি একজন ডাক্তারের সাহায্যও নিতে পারেন।
ডা. সোনিয়া রাওয়াতের মতে, সিগারেট খেলে ফুসফুস, হার্ট এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। ধূমপানের কারণে ফুসফুসের রোগ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট হতে পারে। এই কারণেই সিগারেট থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভাল। সিগারেট ধূমপান শরীরের কোনও উপকার করে না এবং যারা এটা মনে করেন তারা সম্পূর্ণ ভুল।  সব বয়সের মানুষেরই সিগারেট এড়িয়ে চলা উচিত।
ডা. সোনিয়া রাওয়াতের মতে, সিগারেট খেলে ফুসফুস, হার্ট এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। ধূমপানের কারণে ফুসফুসের রোগ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট হতে পারে। এই কারণেই সিগারেট থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভাল। সিগারেট ধূমপান শরীরের কোনও উপকার করে না এবং যারা এটা মনে করেন তারা সম্পূর্ণ ভুল। সব বয়সের মানুষেরই সিগারেট এড়িয়ে চলা উচিত।
চিকিৎসকদের মতে, সিগারেটের ধোঁয়া আমাদের ফুসফুসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এ কারণে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়। বায়ু দূষণও একটি বিপজ্জনক পর্যায়ে রয়েছে এবং এমন পরিবেশে সিগারেট ধূমপান ফুসফুসের ক্ষমতাকে আরও হ্রাস করে। দীর্ঘ সময় ধরে এটি করলে ফুসফুসের ক্যানসারও হতে পারে।
চিকিৎসকদের মতে, সিগারেটের ধোঁয়া আমাদের ফুসফুসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এ কারণে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়। বায়ু দূষণও একটি বিপজ্জনক পর্যায়ে রয়েছে এবং এমন পরিবেশে সিগারেট ধূমপান ফুসফুসের ক্ষমতাকে আরও হ্রাস করে। দীর্ঘ সময় ধরে এটি করলে ফুসফুসের ক্যানসারও হতে পারে।
সিগারেট আমাদের কিডনির ওপরও খারাপ প্রভাব ফেলে। অত্যাধিক সিগারেট ধূমপানে কিডনি বিকল হতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সিগারেট খুবই বিপজ্জনক। হাঁপানি বা অন্যান্য শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীদেরও সিগারেট পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত।
সিগারেট আমাদের কিডনির ওপরও খারাপ প্রভাব ফেলে। অত্যাধিক সিগারেট ধূমপানে কিডনি বিকল হতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সিগারেট খুবই বিপজ্জনক। হাঁপানি বা অন্যান্য শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীদেরও সিগারেট পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত।