Tag Archives: Cricketer

Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও

হাওড়া: মহিলা ক্রিকেটারের জন্মদিন যেভাবে পালন করা হল তা দেখে অবাক সবাই। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ফলে তা নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্র চর্চা হয়েই চলে। বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মহিলা ক্রিকেট দল’ও। তাদের সাফল্য এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন: রায়গঞ্জে জমজমাট হস্ত তাঁত শিল্প ও রোজগার মেলা

ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা’দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়। সেই পথ অনুসরণ করেই উঠে এসেছেন বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি। নিজের খেলার পাশাপাশি নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন তিনি। খেলোয়াড় এবং প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের প্রতি প্রগাঢ় ভালবাসা আছে। একই সঙ্গে শিশুদের প্রতি তাঁর ভাললাগা অন্য মাত্রা পেয়েছে। নিজের জন্মদিনে একরাশ ফুলের মত শিশু’কে নিয়ে আনন্দে মেতে উঠলেন অনিন্দিতা।

ইটভাটা’র শ্রমিক পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। নিজে হাতে তাদের খাবার পরিবেশন করে জন্মদিন পালন করেন। বর্তমানে জন্মদিন মানে একটু বিশেষভাবে কাটানো। কিন্তু সেই পথে না হেঁটে বাংলার এই মহিলা ক্রিকেটার সম্পূর্ণ অন্যভাবে নিজের জন্মদিন উদযাপন করেছেন। বাগনান-২ ব্লকের দেউলটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ইটভাটা পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই প্রসঙ্গে ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি জানান, বাগনান বাডিং ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে ৪০ জন ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট কোচিং করান। এই বছর সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনটা কাটালেন।

রাকেশ মাইতি

Cricketer Huge Salary: কোটি কোটিতে রোজগার, মাইনেতে ভারতীয়দের টেক্কা দেয় কারা, কাদেরই বা স্যালারি একদম তলানিতে!

ভারতীয় ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকা (বার্ষিক খেলোয়াড় চুক্তি) প্রকাশ করেছে বিসিসিআই। ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, চেতেশ্বর পূজারার মতো অনেক তারকা ক্রিকেটারের চুক্তি আর রিনিউ করা হয়নি,  ইংল্যান্ডের বিরুদ্ধে ঢেউ তোলা যশস্বী জয়সওয়াল বার্ষিক চুক্তির তালিকায় ঢুকে পড়েছেন। চুক্তিতে পেয়েছন রিঙ্কু সিং৷ সিনিয়র পুরুষ দল ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর  ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷
ভারতীয় ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকা (বার্ষিক খেলোয়াড় চুক্তি) প্রকাশ করেছে বিসিসিআই। ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, চেতেশ্বর পূজারার মতো অনেক তারকা ক্রিকেটারের চুক্তি আর রিনিউ করা হয়নি,  ইংল্যান্ডের বিরুদ্ধে ঢেউ তোলা যশস্বী জয়সওয়াল বার্ষিক চুক্তির তালিকায় ঢুকে পড়েছেন। চুক্তিতে পেয়েছন রিঙ্কু সিং৷ সিনিয়র পুরুষ দল ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর  ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷
গ্রেড এ + (Grade A+) ৪ জনরোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
গ্রেড এ + (Grade A+) ৪ জন
রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
গ্রেড এ (Grade A ) ৬ জনরবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Mohd. Siraj),  কেএল রাহুল (KL Rahul),  শুভমান গিল (Shubman Gill) , হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya)
গ্রেড এ (Grade A ) ৬ জন
রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Mohd. Siraj),  কেএল রাহুল (KL Rahul),  শুভমান গিল (Shubman Gill) , হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya)
গ্রেড বি  (Grade B) ৫জনসূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
গ্রেড বি  (Grade B) ৫জন
সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
গ্রেড সি (Grade C) ১৫ অ্যাথলিটরিঙ্কু সিং (Rinku Singh), তিলক ভর্মা (Tilak Verma), রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaekwad), শার্দুল ঠাকুর (Shardul Thakur), শিভম দুবে  (Shivam Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), জিতেশ শর্মা (Jitesh Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার  (Mukesh Kumar), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), কেএস ভরত (KS Bharat), প্রসিদ কৃষ্ণা (Prasidh Krishna), আবেশ খান  (Avesh Khan),  রজত পাতিদার  (Rajat Patidar)
গ্রেড সি (Grade C) ১৫ অ্যাথলিট
রিঙ্কু সিং (Rinku Singh), তিলক ভর্মা (Tilak Verma), রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaekwad), শার্দুল ঠাকুর (Shardul Thakur), শিভম দুবে  (Shivam Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), জিতেশ শর্মা (Jitesh Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার  (Mukesh Kumar), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), কেএস ভরত (KS Bharat), প্রসিদ কৃষ্ণা (Prasidh Krishna), আবেশ খান  (Avesh Khan),  রজত পাতিদার  (Rajat Patidar)
এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷ যেরকম ধ্রুব জুরেল, সরফরাজ খান যাঁরা ২ টি করে টেস্ট খেলে ফেলেছেন তাঁরা স্বাভাবিকভাবেই গ্রেড সিতে চলে যাবে যদি আরও একটি টেস্ট খেলেন ধরমশালাতে৷ যেটি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট৷
এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷ যেরকম ধ্রুব জুরেল, সরফরাজ খান যাঁরা ২ টি করে টেস্ট খেলে ফেলেছেন তাঁরা স্বাভাবিকভাবেই গ্রেড সিতে চলে যাবে যদি আরও একটি টেস্ট খেলেন ধরমশালাতে৷ যেটি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট৷
শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ যে বর্ষিক চুক্তিপত্র রিনিউ বা পুনর্নবীকরণ হয়নি৷
শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ যে বর্ষিক চুক্তিপত্র রিনিউ বা পুনর্নবীকরণ হয়নি৷

 

ভারতীয় ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে যে টাকা পান। অন্যান্য দেশের ক্রিকেটারদের প্রাপ্ত পরিমাণের তুলনায় অনেক বেশি এরকম ভাবার কিন্তু কোনও কারণ নেই৷ ভারতীয় বোর্ড বিশ্বের ধণীতম ক্রিকেট বোর্ড হলেও অন্য অনেক বোর্ডও ক্রিকেটারদের ভারতের থেকে ভাল মাইনে দেয়৷
ভারতীয় ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে যে টাকা পান। অন্যান্য দেশের ক্রিকেটারদের প্রাপ্ত পরিমাণের তুলনায় অনেক বেশি এরকম ভাবার কিন্তু কোনও কারণ নেই৷ ভারতীয় বোর্ড বিশ্বের ধণীতম ক্রিকেট বোর্ড হলেও অন্য অনেক বোর্ডও ক্রিকেটারদের ভারতের থেকে ভাল মাইনে দেয়৷
ম্যাচ ফি চুক্তি থেকে ভিন্ন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির যা টাকা এর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি বাবদ আলাদা টাকা দেওয়া হয়। ভারতীয় ক্রিকেটাররা টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ানডেতে ৮ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৪ লক্ষ টাকা ম্যাচ ফি পান। একজন ভারতীয় ক্রিকেটার যদি এক বছরে প্রায় ৮-১০টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন, তাহলে তিনি বার্ষিক চুক্তির পাশাপাশি ১১ কোটি টাকার বেশি আয় করেন।
ম্যাচ ফি চুক্তি থেকে ভিন্ন
ক্রিকেটারদের বার্ষিক চুক্তির যা টাকা এর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি বাবদ আলাদা টাকা দেওয়া হয়। ভারতীয় ক্রিকেটাররা টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ানডেতে ৮ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৪ লক্ষ টাকা ম্যাচ ফি পান। একজন ভারতীয় ক্রিকেটার যদি এক বছরে প্রায় ৮-১০টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন, তাহলে তিনি বার্ষিক চুক্তির পাশাপাশি ১১ কোটি টাকার বেশি আয় করেন।
ভারতের তুলনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাঁর খেলোয়াড়দের বড় টাকার চুক্তি দেয়। অস্ট্রেলিয়ার টপ ফর্মের  ক্রিকেটাররা ১২ থেকে ১৬ কোটি টাকার মধ্যে বার্ষিক চুক্তি পান। ফক্স স্পোর্টস অনুসারে, প্যাট কামিন্স ২০২২ সালে প্রায় ১৪ কোটি টাকার একটি চুক্তি পেয়েছিলেন। প্রায় ২ কোটি টাকা বোনাসও দেওয়া হয়েছে। তার মানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চুক্তি এবং ম্যাচ ফি আকারে ভারতীয় ক্রিকেটারদের থেকে বেশি আয় করেন।
ভারতের তুলনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাঁর খেলোয়াড়দের বড় টাকার চুক্তি দেয়। অস্ট্রেলিয়ার টপ ফর্মের  ক্রিকেটাররা ১২ থেকে ১৬ কোটি টাকার মধ্যে বার্ষিক চুক্তি পান। ফক্স স্পোর্টস অনুসারে, প্যাট কামিন্স ২০২২ সালে প্রায় ১৪ কোটি টাকার একটি চুক্তি পেয়েছিলেন। প্রায় ২ কোটি টাকা বোনাসও দেওয়া হয়েছে। তার মানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চুক্তি এবং ম্যাচ ফি আকারে ভারতীয় ক্রিকেটারদের থেকে বেশি আয় করেন।
ইংলিশ ক্রিকেটাররাও অনেক টাকা পানইংল্যান্ডের ক্রিকেটাররাও অনেক পারিশ্রমিক পান। The Cricketer-এর রিপোর্ট অনুযায়ী, তিনটি ফরম্যাটেই খেলা এই ইংলিশ ক্রিকেটার প্রায় ১.১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯.৪০ কোটি টাকা বার্ষিক চুক্তি পান। যদি ম্যাচ ফি অন্তর্ভুক্ত করা হয়, তবে যে ক্রিকেটার এক বছরে বেশিরভাগ ম্যাচ খেলেন তিনি প্রায় ১২ কোটি টাকা পান৷
ইংলিশ ক্রিকেটাররাও অনেক টাকা পান
ইংল্যান্ডের ক্রিকেটাররাও অনেক পারিশ্রমিক পান। The Cricketer-এর রিপোর্ট অনুযায়ী, তিনটি ফরম্যাটেই খেলা এই ইংলিশ ক্রিকেটার প্রায় ১.১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯.৪০ কোটি টাকা বার্ষিক চুক্তি পান। যদি ম্যাচ ফি অন্তর্ভুক্ত করা হয়, তবে যে ক্রিকেটার এক বছরে বেশিরভাগ ম্যাচ খেলেন তিনি প্রায় ১২ কোটি টাকা পান৷
পাকিস্তানি ক্রিকেটাররা বড় টাকা পান নাপাকিস্তানে বার্ষিক চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের বিরোধ রয়েছে। একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা প্রায় ২.৩০ কোটি টাকার চুক্তিতে খেলেন। আরও কম টাকায় নতুন ক্রিকেটারদের চুক্তি দেওয়া হয়।
পাকিস্তানি ক্রিকেটাররা বড় টাকা পান না
পাকিস্তানে বার্ষিক চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের বিরোধ রয়েছে। একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা প্রায় ২.৩০ কোটি টাকার চুক্তিতে খেলেন। আরও কম টাকায় নতুন ক্রিকেটারদের চুক্তি দেওয়া হয়।
টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে আফগান দলের ক্রিকেটাররা সবচেয়ে কম টাকা পান। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্রিকেটাররা বার্ষিক ৪০ হাজার ডলার (প্রায় ৩৩ লক্ষ টাকা) পর্যন্ত চুক্তি পান।
টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে আফগান দলের ক্রিকেটাররা সবচেয়ে কম টাকা পান। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্রিকেটাররা বার্ষিক ৪০ হাজার ডলার (প্রায় ৩৩ লক্ষ টাকা) পর্যন্ত চুক্তি পান।

Cricketer Girl Friend: মডেল তানিয়ার ‘খুবই কাছের’ বন্ধু আইপিএল খেলা অভিষেক, সামনে একের পর এক ফটো, এবার দেখা হবে মোবাইল

Cricketer Girl Friend: মডেল তানিয়া সিংয়ের আকস্মিক মৃত্যুর কারণে এবার বিপাকে পড়তে চলেছেন তাঁর ক্রিকেটার বয়ফ্রেন্ড অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হবে তানিয়ার সুইসাইড সংক্রান্ত কেসে৷
Cricketer Girl Friend: মডেল তানিয়া সিংয়ের আকস্মিক মৃত্যুর কারণে এবার বিপাকে পড়তে চলেছেন তাঁর ক্রিকেটার বয়ফ্রেন্ড অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হবে তানিয়ার সুইসাইড সংক্রান্ত কেসে৷
পুলিশ ইতিমধ্যেই তানিয়ার মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছে৷ এবার পুলিশ সেই ফোনের কল ডিটেল রেকর্ড নিয়ে তদন্তকে নতুন মাত্রা দিতে চাইছে৷ তানিয়া মডেলিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন৷ ১৯ ফেব্রুয়ারি তাঁর সুইসাইডের খবর পাওয়া যায়৷
পুলিশ ইতিমধ্যেই তানিয়ার মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছে৷ এবার পুলিশ সেই ফোনের কল ডিটেল রেকর্ড নিয়ে তদন্তকে নতুন মাত্রা দিতে চাইছে৷ তানিয়া মডেলিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন৷ ১৯ ফেব্রুয়ারি তাঁর সুইসাইডের খবর পাওয়া যায়৷
পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে অভিষেক শর্মার সঙ্গে তানিয়া সিংয়ের একাধিক ব্যক্তিগত ফটো রয়েছে৷ পাশাপাশি তানিয়ার পোস্টে অভিষেকের কমেন্টও পাওয়া যাচ্ছে৷ যদিও এই বিষয়ে আইপিএল খেলা ক্রিকেটার অভিষেক এখনও কিছুই বলেননি বলে জানা যাচ্ছে৷
পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে অভিষেক শর্মার সঙ্গে তানিয়া সিংয়ের একাধিক ব্যক্তিগত ফটো রয়েছে৷ পাশাপাশি তানিয়ার পোস্টে অভিষেকের কমেন্টও পাওয়া যাচ্ছে৷ যদিও এই বিষয়ে আইপিএল খেলা ক্রিকেটার অভিষেক এখনও কিছুই বলেননি বলে জানা যাচ্ছে৷
তানিয়ার মৃতদেহ যা দেখা যায় তাতে সুইসাইডের সময় তাঁর কানে হেডফোন লাগানো অবস্থায় ছিল যা খুবই অদ্ভুত৷ পাখা থেকে তাঁর শরীরটি ঝুলছিল৷
তানিয়ার মৃতদেহ যা দেখা যায় তাতে সুইসাইডের সময় তাঁর কানে হেডফোন লাগানো অবস্থায় ছিল যা খুবই অদ্ভুত৷ পাখা থেকে তাঁর শরীরটি ঝুলছিল৷
তানিয়ার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে৷ আসলে মোবাইলের সূত্র ধরেই পুলিশ ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে৷ আর সেই সূত্র ধরেই সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মার নাম উঠে আসছে৷
তানিয়ার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে৷ আসলে মোবাইলের সূত্র ধরেই পুলিশ ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে৷ আর সেই সূত্র ধরেই সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মার নাম উঠে আসছে৷
২৮ বছরের তানিয়ার মৃত্যুর পর সেখানে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি৷ এই বিষয়টিও পুলিশদের ভাবাচ্ছে৷ সুরাতের ভাসু এলাকাতে তানিয়ার মৃতদেহ উদ্ধার হয়৷
২৮ বছরের তানিয়ার মৃত্যুর পর সেখানে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি৷ এই বিষয়টিও পুলিশদের ভাবাচ্ছে৷ সুরাতের ভাসু এলাকাতে তানিয়ার মৃতদেহ উদ্ধার হয়৷

Criket Bat Maker: চেয়েছিলেন ক্রিকেটার হতে, এখন ব্যাট বানিয়ে শখ পূরণ প্রফুল্লর

কোচবিহার: স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তা বলে থেমে থাকেননি প্রফুল্ল মণ্ডল। বর্তমানে ক্রিকেট ব্যাট তৈরি করে তিনি সেই অধরা স্বপ্ন পূরণে পথে এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: মোহন-ইস্টের ডার্বিতে আবার মাতবে বারাসত স্টেডিয়াম!

ক্রিকেটের ব্যাট তৈরি করেই নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জের সিটকিবাড়ি গ্রামের প্রফুল্ল মণ্ডল। দীর্ঘ সময় ধরে কাঠের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন তিনি। বর্তমানে তাঁর তৈরি বাচ্চাদের কাঠের ক্রিকেট ব্যাট বেশ জনপ্রিয় সকলের কাছে। এই ক্রিকেট ব্যাট বিভিন্ন মেলায় মেলায় বিক্রি করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু অনেকের সঙ্গে যা হয় আর কি, তাঁর‌ও পরিবারের আর্থিক সংগতি না থাকায় সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে পুরোপুরি হাল ছেড়ে দেননি প্রফুল্লবাবু। পরিবর্তে স্বল্প মূল্যে ভাল মানের ক্রিকেট ব্যাট তৈরি করে বিক্রি করাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই প্রসঙ্গে প্রফুল্ল মণ্ডল জানান, সামনেই কোচবিহার জেলার হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা রয়েছে। সেই মেলায় প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তাই বাজার থেকে কাঠ সংগ্রহ করে এই শীতের মধ্যে অনেক ক্রিকেট ব্যাট তৈরি করেছেন। বাড়ির সামনে খোলা আকাশের নিচে চলে তাঁর এই গোটা কর্মকাণ্ড। ছোট কাটার মেশিনের সাহায্যে ছোট ছোট সাইজের ব্যাট তৈরি করেন। এই ব্যাট তৈরির কাজে তাঁর স্ত্রী এবং দুই ছেলে সাহায্য করে। প্রফুল্লবাবু আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ব্যাটও তৈরি করতে পারবেন। তবে তার জন্য তাঁকে এনে দিতে হবে উন্নত মানের উইলো কাঠ।

সার্থক পণ্ডিত

ভারতের সব থেকে বয়স্ক ক্রিকেটারকে চেনেন? তিনি আর নেই! মঙ্গলবার এল দুসংবাদ

মুম্বই: .প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তজিরাও গায়কওয়াড়। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

দত্তজিরাও গায়কোয়াড়ের ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ১৯৬১ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ছিল।

ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি। তিনি ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। জাতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কওয়াড়ের বাবা ছিলেন তিনি। ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দত্তজিরাও গায়কোয়াড়।

আরও পড়ুন- ম্যাচ চলাকালীন বিকট শব্দ ও আলো! মুহূর্তে শেষ সবকিছু, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন

দত্তজিরাও গায়কওয়াড়ের পরিবারের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউ-তে ছিলেন তিনি। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৫২ থেকে ১৯৬১ সালের মধ্যে ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছেন। তিনি ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কও ছিলেন।

ডানহাতি ব্যাটার দত্তজিরাও গায়কওয়াড ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ১৯৬১ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ছিল। তিনি ১৯৪৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

তিনি ৪৭.৫৬ গড়ে ৩১৩৯ রান করেন, যার মধ্যে ১৪টি সেঞ্চুরি ছিল। ১৯৫৯-৬০ মরসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ২৪৯।

আরও পড়ুন- বলুন তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় শট কী? এতদিনে জানালেন ‘দাদা’!

তিনি ২০১৬ সালে ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। তার আগে দীপক সন্ধানন ছিলেন ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার। আহমেদাবাদে ৮৭ বছর বয়সে মারা যান তিনি।

Cricketer Love Story: স্বামীর চেয়ে ১০ বছরের ছোট, বিয়ে করে মডেলিং ছেড়ে বেছেছেন বোরখা, প্রেমের প্রতীক তারকা ক্রিকেটারের বউ

প্রেম  মানে না কোনও বাধাই না হলে নিজের দেশ, নিজের বড়লোক জীবন, নিজের কেরিয়ার সবকিছু ছেড়ে চলে এলেন এমন ক্রিকেটারের বউ হয়ে যিনি ছোটবেলা কাটিয়েছেন মাদ্রাসার মধ্যে এতটাই দারিদ্র্য ছিল জীবনে৷ কিন্তু সেই মানুষকেই ভালবেসে সাফা বেগ আমূল বদলে ফেললেন নিজেকে৷
প্রেম  মানে না কোনও বাধাই না হলে নিজের দেশ, নিজের বড়লোক জীবন, নিজের কেরিয়ার সবকিছু ছেড়ে চলে এলেন এমন ক্রিকেটারের বউ হয়ে যিনি ছোটবেলা কাটিয়েছেন মাদ্রাসার মধ্যে এতটাই দারিদ্র্য ছিল জীবনে৷ কিন্তু সেই মানুষকেই ভালবেসে সাফা বেগ আমূল বদলে ফেললেন নিজেকে৷
স্বামী ইরফান পাঠানের  চেয়ে ১০ বছরের ছোট, ২০১৪ সালে প্রথমবার দেখা হয়েছিল তাঁদের৷  ইরফান একটি ট্যুরে ছিলেন সেখানে একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল৷
স্বামী ইরফান পাঠানের  চেয়ে ১০ বছরের ছোট, ২০১৪ সালে প্রথমবার দেখা হয়েছিল তাঁদের৷  ইরফান একটি ট্যুরে ছিলেন সেখানে একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল৷
দুজনের মধ্যে প্রেমের পথ চলা শুরু প্রথম দেখা থেকেই৷ ২ বছরের মধ্যেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷ ভাদোদরায় নিজের পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেন সাফাকে৷
দুজনের মধ্যে প্রেমের পথ চলা শুরু প্রথম দেখা থেকেই৷ ২ বছরের মধ্যেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন৷ ভাদোদরায় নিজের পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেন সাফাকে৷
মাদ্রাসার মধ্যে বড় ওঠা ইরফানরা রক্ষণশীল পরিবার নিজের উজ্জ্বল মডেলিং কেরিয়ার ছেড়ে নিজের ট্র্যাডিশানাল ঘরের বউ হওয়ার পথ বেছে নেন তিনি৷
মাদ্রাসার মধ্যে বড় ওঠা ইরফানরা রক্ষণশীল পরিবার নিজের উজ্জ্বল মডেলিং কেরিয়ার ছেড়ে নিজের ট্র্যাডিশানাল ঘরের বউ হওয়ার পথ বেছে নেন তিনি৷
১৯৯৪ সালে ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের জেড্ডায় জন্মেছিলেন৷ সাফার বাবা সেখানের বিত্তশালী ব্যবসায়ী৷ আরও তিন বোনকে নিয়ে ঐশ্বর্যশালী জীবন কাটাচ্ছিলেন তিনি৷
১৯৯৪ সালে ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবের জেড্ডায় জন্মেছিলেন৷ সাফার বাবা সেখানের বিত্তশালী ব্যবসায়ী৷ আরও তিন বোনকে নিয়ে ঐশ্বর্যশালী জীবন কাটাচ্ছিলেন তিনি৷
ঝকঝকে লুকের এই সুন্দরী, কিন্তু বিয়ের আগের ও পরের জীবনে একেবারে বদলে যান৷ মুসলিম হলেও তাঁর বাবার বাড়ি বেশ প্রগ্রেসিভ ছিল যেখানে তিনি নিজের কেরিয়ার গড়ছিলেন মডেল হিসেবে৷
ঝকঝকে লুকের এই সুন্দরী, কিন্তু বিয়ের আগের ও পরের জীবনে একেবারে বদলে যান৷ মুসলিম হলেও তাঁর বাবার বাড়ি বেশ প্রগ্রেসিভ ছিল যেখানে তিনি নিজের কেরিয়ার গড়ছিলেন মডেল হিসেবে৷
তবে বিয়ের পর তাঁকে হিজাব ও বোরখা ছাড়া ছবি কেউ কখনও দেখেননি৷ কারণ তিনি এই পাঠান পরিবারের বউ৷
তবে বিয়ের পর তাঁকে হিজাব ও বোরখা ছাড়া ছবি কেউ কখনও দেখেননি৷ কারণ তিনি এই পাঠান পরিবারের বউ৷
তবে দিন কয়েক আগেই নিজের অষ্টম বিবাহবার্ষিকী কাটিয়েছেন আর সেদিন বিয়ের পর  প্রথম নিজের স্বামীর সঙ্গে বোরখা ছাড়া ছবি পোস্ট করলেন, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
তবে দিন কয়েক আগেই নিজের অষ্টম বিবাহবার্ষিকী কাটিয়েছেন আর সেদিন বিয়ের পর  প্রথম নিজের স্বামীর সঙ্গে বোরখা ছাড়া ছবি পোস্ট করলেন, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
নিজের রূপের আগুনে তুফান তুলে কেরিয়ারকে নিয়ে যেতে পারতেন অনেক উঁচুতে কিন্তু তা নয় তিনি ভালবাসা ও সংসারকেই বেশি গুরুত্ব দিয়েছেন৷
নিজের রূপের আগুনে তুফান তুলে কেরিয়ারকে নিয়ে যেতে পারতেন অনেক উঁচুতে কিন্তু তা নয় তিনি ভালবাসা ও সংসারকেই বেশি গুরুত্ব দিয়েছেন৷
ইরফান পাঠানের সুন্দরী বউ সাফা বেগের হিজাব ও বোরখাতেও কোনও সমস্যা হয় না৷
ইরফান পাঠানের সুন্দরী বউ সাফা বেগের হিজাব ও বোরখাতেও কোনও সমস্যা হয় না৷

Cricketer Love Story: ‘জীবনের ওঠাপড়া’ গায়ে লাগতে দেন না, তারকা যখন হননি, কলেজ প্রেমিককেই বিয়ে করেছিলেন এই তারকার স্ত্রী

‘It's better late than never’ অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ যার মানে দেরি হোক তাও ঠিক আছে কিন্তু না হওয়া কখনই নয়৷ আর  এই কথাটি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জন্য একেবারে আইডিয়াল৷  সূর্যকুমার এখন টিম ইন্ডিয়ার নয়নের মণি৷  তাঁকে  'সূর্য'  বলে ডাকা হলেও SKY নামেই এখন তিনি বেশি জনপ্রিয়৷ তাঁর জীবনের চলার পথের বড় শক্তি তাঁর স্ত্রী দেবীশা শেট্টি৷
‘It’s better late than never’ অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ যার মানে দেরি হোক তাও ঠিক আছে কিন্তু না হওয়া কখনই নয়৷ আর  এই কথাটি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জন্য একেবারে আইডিয়াল৷  সূর্যকুমার এখন টিম ইন্ডিয়ার নয়নের মণি৷  তাঁকে  ‘সূর্য’  বলে ডাকা হলেও SKY নামেই এখন তিনি বেশি জনপ্রিয়৷ তাঁর জীবনের চলার পথের বড় শক্তি তাঁর স্ত্রী দেবীশা শেট্টি৷
আগে কেকেআরের জার্সিতে আইপিএলে নজর কাড়ার পর  ২০২১ সালের মার্চ মাসে ৩০ বছরে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে পা রাখেন৷  তারপর  ৩ বছরের মধ্যে, তিনি সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজের আসন করে নিয়েছেন৷
আগে কেকেআরের জার্সিতে আইপিএলে নজর কাড়ার পর  ২০২১ সালের মার্চ মাসে ৩০ বছরে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে পা রাখেন৷  তারপর  ৩ বছরের মধ্যে, তিনি সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজের আসন করে নিয়েছেন৷
৩৩ বছর বয়সী সূর্যকুমারের ইনোভেটিভ শটে মুগ্ধ ক্রিকেট ফ্যানরা।তিনি বোল্ড হয়েছিলেন তাঁর সেই সময়ের গার্লফ্রেন্ড ও বর্তমানের ঘরণীর নাচের পারফরম্যান্সে৷
৩৩ বছর বয়সী সূর্যকুমারের ইনোভেটিভ শটে মুগ্ধ ক্রিকেট ফ্যানরা।তিনি বোল্ড হয়েছিলেন তাঁর সেই সময়ের গার্লফ্রেন্ড ও বর্তমানের ঘরণীর নাচের পারফরম্যান্সে৷
কঠোর পরিশ্রমে, সূর্য এমন অদ্ভুত ধরণের শট খেলা আয়ত্ত করেছেন এবং তার স্ত্রী দেবীশা শেঠিও  তাঁর এই 'পরিবর্তনে' ভূমিকা পালন করেছেন।
কঠোর পরিশ্রমে, সূর্য এমন অদ্ভুত ধরণের শট খেলা আয়ত্ত করেছেন এবং তার স্ত্রী দেবীশা শেঠিও  তাঁর এই ‘পরিবর্তনে’ ভূমিকা পালন করেছেন।
কলেজ প্রেম পরিণতি পেয়েছে সূর্যকুমারের জীবনে৷   ক্রিকেট খেলোয়াড় হওয়ার কারণে সূর্য কলেজে জনপ্রিয় ছিলেন। দেবীশা সূর্যকুমারের থেকে তিন বছরের ছোট। বিয়ের আগে তিনি একটি এনজিও ‘দ্য লাইটহাউস প্রজেক্ট’-এর জন্যও কাজ করেছিলেন।
কলেজ প্রেম পরিণতি পেয়েছে সূর্যকুমারের জীবনে৷   ক্রিকেট খেলোয়াড় হওয়ার কারণে সূর্য কলেজে জনপ্রিয় ছিলেন। দেবীশা সূর্যকুমারের থেকে তিন বছরের ছোট। বিয়ের আগে তিনি একটি এনজিও ‘দ্য লাইটহাউস প্রজেক্ট’-এর জন্যও কাজ করেছিলেন।
সূর্য ছয় বছর ধরে ডেট করার পর ২০১৬ সালে তাঁর কলেজের বন্ধু দেবীশাকে বিয়ে করেন সূর্য। ২০১০ সালে আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে স্নাতক হওয়ার সময় তাঁদের প্রথম দেখা৷ সূর্যকে অনেকে পছন্দ করলেও,  দেবীশা একজন ভাল নৃত্যশিল্পী, সূর্য তাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে তাঁর প্রেমে পড়েন৷
সূর্য ছয় বছর ধরে ডেট করার পর ২০১৬ সালে তাঁর কলেজের বন্ধু দেবীশাকে বিয়ে করেন সূর্য। ২০১০ সালে আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে স্নাতক হওয়ার সময় তাঁদের প্রথম দেখা৷ সূর্যকে অনেকে পছন্দ করলেও,  দেবীশা একজন ভাল নৃত্যশিল্পী, সূর্য তাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে তাঁর প্রেমে পড়েন৷
দেবীশা সেই সময় সূর্যকে ভরসা করে তাঁর সঙ্গে ঘর বাঁধেন যখন তিনি ঘরোয়া ক্রিকেটটাই খেলেন৷ ভারতীয় দলের তারকা হয়ে ওঠেননি৷
দেবীশা সেই সময় সূর্যকে ভরসা করে তাঁর সঙ্গে ঘর বাঁধেন যখন তিনি ঘরোয়া ক্রিকেটটাই খেলেন৷ ভারতীয় দলের তারকা হয়ে ওঠেননি৷
কব্জি দিয়ে শট খেলার জাদুকর সূর্য যতক্ষণ উইকেটে থাকেন, স্কোরবোর্ড ট্যাক্সি মিটারের মতো ছুটতে থাকে। সব জায়গায় শট খেলার এই ক্ষমতার কারণে তাকে বলা হয় '360 ডিগ্রি প্লেয়ার'। সূর্যকুমারের আগে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই নাম পেয়েছিলেন।
কব্জি দিয়ে শট খেলার জাদুকর সূর্য যতক্ষণ উইকেটে থাকেন, স্কোরবোর্ড ট্যাক্সি মিটারের মতো ছুটতে থাকে। সব জায়গায় শট খেলার এই ক্ষমতার কারণে তাকে বলা হয় ‘360 ডিগ্রি প্লেয়ার’। সূর্যকুমারের আগে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই নাম পেয়েছিলেন।

Cricketer Love Story: হনিমুনে যাবই, ছেড়েছিলেন চাকরি! প্রথম বউয়ের অনুমতি নিয়ে ২৮ বছরের ছোট মেয়েকে করলেন বিয়ে

Cricketer Love Story: মানুষের জীবনে বিয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়৷ সেটা ঠিকাঠাক না হলে ডিভোর্স করে মানুষ আবার নতুন জীবনে মুভ করে যায়৷  ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় বিয়ে বড় বা নতুন কিছু নয়। মহম্মদ আজহারউদ্দিন, যোগরাজ সিং, দীনেশ কার্তিক, বিনোদ কাম্বলি, জাভাগাল শ্রীনাথের মতো অনেক ক্রিকেটার রয়েছেন, যারা প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেছেন।এই তালিকার আরও এক ক্রিকেটার যিনি কেবল দ্বিতীয়বার বিয়ে করেননি, ৬৬ বছর বয়সে বিয়েও করেছিলেন। শুধু তাই নয় তিনি তাঁর চেয়ে ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷
Cricketer Love Story: মানুষের জীবনে বিয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়৷ সেটা ঠিকাঠাক না হলে ডিভোর্স করে মানুষ আবার নতুন জীবনে মুভ করে যায়৷  ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় বিয়ে বড় বা নতুন কিছু নয়। মহম্মদ আজহারউদ্দিন, যোগরাজ সিং, দীনেশ কার্তিক, বিনোদ কাম্বলি, জাভাগাল শ্রীনাথের মতো অনেক ক্রিকেটার রয়েছেন, যারা প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেছেন।এই তালিকার আরও এক ক্রিকেটার যিনি কেবল দ্বিতীয়বার বিয়ে করেননি, ৬৬ বছর বয়সে বিয়েও করেছিলেন। শুধু তাই নয় তিনি তাঁর চেয়ে ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷
এই ক্রিকেটার হলেন অরুণ লাল, যিনি ৬৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। গত বছরই অরুণ লাল তার থেকে ২৮ বছরের ছোট মেয়ে বুলবুল সাহাকে তার জীবনসঙ্গী বানিয়েছিলেন।
এই ক্রিকেটার হলেন অরুণ লাল, যিনি ৬৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। গত বছরই অরুণ লাল তার থেকে ২৮ বছরের ছোট মেয়ে বুলবুল সাহাকে তার জীবনসঙ্গী বানিয়েছিলেন।
অরুণ লাল ২০২২ সালের মে মাসে কলকাতায় তাঁর ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷ বুলবুল সাহা পেশায় শিক্ষক৷  বুলবুল নিজের  ফেসবুক পেজ থেকে একাধিক বিয়ের ছবি পোস্ট করেছিলেন। তিনি নিজের নতুন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন৷
অরুণ লাল ২০২২ সালের মে মাসে কলকাতায় তাঁর ২৮ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন৷ বুলবুল সাহা পেশায় শিক্ষক৷  বুলবুল নিজের  ফেসবুক পেজ থেকে একাধিক বিয়ের ছবি পোস্ট করেছিলেন। তিনি নিজের নতুন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ছিলেন৷
সব ফটোর মধ্যে সেরা ভাইরাল ছবি  হয়েছিল, তাতে দেখা গিয়েছিল  দ্বিতীয় স্ত্রী বুলবুল সাহাকে চুমু খাচ্ছেন অরুণলাল৷  দ্বিতীয় বিয়ের আগে অরুণ ও বুলবুল দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছিলেন।
সব ফটোর মধ্যে সেরা ভাইরাল ছবি  হয়েছিল, তাতে দেখা গিয়েছিল  দ্বিতীয় স্ত্রী বুলবুল সাহাকে চুমু খাচ্ছেন অরুণলাল৷  দ্বিতীয় বিয়ের আগে অরুণ ও বুলবুল দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছিলেন।
এদিকে দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রথম স্ত্রী রীণার কাছে অনুমতি নিয়েছিলেন অরুণলাল৷  বুলবুল সাহাকে বিয়ে করার আগেই রীণা ও অরুণের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে রীণা অসুস্থ ছিলেন যখন, তখন অরুণ তাঁকে যত্ন নিচ্ছিলেন। বুলবুলের সঙ্গে বিয়ের পর দুজনেই একসঙ্গে রীনার দেখাশোনা করেন৷
এদিকে দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রথম স্ত্রী রীণার কাছে অনুমতি নিয়েছিলেন অরুণলাল৷  বুলবুল সাহাকে বিয়ে করার আগেই রীণা ও অরুণের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে রীণা অসুস্থ ছিলেন যখন, তখন অরুণ তাঁকে যত্ন নিচ্ছিলেন। বুলবুলের সঙ্গে বিয়ের পর দুজনেই একসঙ্গে রীনার দেখাশোনা করেন৷
বুলবুল সাহা কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিকে বিয়ের পরেও শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন অরুণ লাল৷ কারণ স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ জুলাই ২০২২-এ বেঙ্গল রঞ্জি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বুলবুল সাহা কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিকে বিয়ের পরেও শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন অরুণ লাল৷ কারণ স্বাস্থ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ জুলাই ২০২২-এ বেঙ্গল রঞ্জি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
সংবাদমাধ্যমের একটি সূত্রের খবর ছিল  যে অরুণ বুলবুলের সঙ্গে  হনিমুনে যাওয়ার জন্য বেঙ্গল রনজি দলের পদ  থেকে পদত্যাগ করেছিলেন।
সংবাদমাধ্যমের একটি সূত্রের খবর ছিল  যে অরুণ বুলবুলের সঙ্গে  হনিমুনে যাওয়ার জন্য বেঙ্গল রনজি দলের পদ  থেকে পদত্যাগ করেছিলেন।
বলিউডশাদিস ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সাহা তাঁর এবং অরুণের প্রেমের গল্প জানিয়েছিলেন। বুলবুল বলেছিলেন, প্রথম দেখায় প্রেম ছিল না। একটা পার্টিতে কমন ফ্রেন্ডদের মাধ্যমে দেখা হয়েছিল। এখান থেকেই আমাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব শীঘ্রই প্রেমে পরিণত হয়।
বলিউডশাদিস ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সাহা তাঁর এবং অরুণের প্রেমের গল্প জানিয়েছিলেন। বুলবুল বলেছিলেন, প্রথম দেখায় প্রেম ছিল না। একটা পার্টিতে কমন ফ্রেন্ডদের মাধ্যমে দেখা হয়েছিল। এখান থেকেই আমাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব শীঘ্রই প্রেমে পরিণত হয়।
বুলবুল সাহা বলেন, “প্রথম দেখায় প্রেম ছিল না, তবে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। তিনি খুব ভালো মনের মানুষ।'' তিনি জানান, অরুণ লাল গরিব মানুষ দেখতে পান না এবং টাকা বিতরণ শুরু করেন। অরুণ লালও প্রায় ৫ হাজার গাছ লাগিয়েছেন। অরুণ লালের এই ধরণের কাজ দেখেই  তাঁর প্রেমে পড়েছিলেন বুলবুল৷
বুলবুল সাহা বলেন, “প্রথম দেখায় প্রেম ছিল না, তবে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। তিনি খুব ভালো মনের মানুষ।” তিনি জানান, অরুণ লাল গরিব মানুষ দেখতে পান না এবং টাকা বিতরণ শুরু করেন। অরুণ লালও প্রায় ৫ হাজার গাছ লাগিয়েছেন। অরুণ লালের এই ধরণের কাজ দেখেই  তাঁর প্রেমে পড়েছিলেন বুলবুল৷
অরুণ লাল ভারতের হয়ে ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডেতে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। একই সময়ে, তিনি ৬৫টি লিস্ট এ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন।
অরুণ লাল ভারতের হয়ে ১৬টি টেস্ট ম্যাচে ৭২৯ রান করেছেন। একই সঙ্গে ১৩টি ওয়ানডেতে ১২২ রান করেছেন। অরুণ লাল ১৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে ১০৪২১ রান করেছেন। একই সময়ে, তিনি ৬৫টি লিস্ট এ ম্যাচে ২৮.৯০ গড়ে ১৭৩৪ রান করেছেন।

Virat Kohli: ফের সেরার সেরা বিরাট, আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তিনি ‘কিং কোহলি’

বিরাট কোহলির মুকুটে যুক্ত হল আরও এক পালক। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিরাট কোহলির মুকুটে যুক্ত হল আরও এক পালক। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
অফ ফর্মে টাটা গুডবাই করেছেন বিরাট কোহলি। ২০২৩ সালে ব্যাট হাতে শাসন করেছেন ২২ গজকে। একদিনের বিশ্বকাপে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স।
অফ ফর্মে টাটা গুডবাই করেছেন বিরাট কোহলি। ২০২৩ সালে ব্যাট হাতে শাসন করেছেন ২২ গজকে। একদিনের বিশ্বকাপে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স।
ওডিআই বিশ্বকারে মোট ১১টি ম্যাচ খেলে ৯৫.৬২ গড়ে ৯০.৩১ স্ট্রাইকরেটে ৭৬৫ রান করেন বিরাট। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার শিরোপাও পান বিরাট।
ওডিআই বিশ্বকারে মোট ১১টি ম্যাচ খেলে ৯৫.৬২ গড়ে ৯০.৩১ স্ট্রাইকরেটে ৭৬৫ রান করেন বিরাট। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার শিরোপাও পান বিরাট।
এক বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ডও নিজের নামে করেন বিরাট কোহলি। ভাঙেন ২০০৩ সালের সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৫০ ওডিআউ শতরানকারী প্রথম ব্যাটারও হন বিরাট।
এক বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ডও নিজের নামে করেন বিরাট কোহলি। ভাঙেন ২০০৩ সালের সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৫০ ওডিআউ শতরানকারী প্রথম ব্যাটারও হন বিরাট।
এছাড়া গোটা ২০২৩ সালে ২৭টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। রান করেছেন মোট ১৩৭৭। ব্যাটিং গড় ৭২.৪৭। ঝুলিতে রয়েছে ৬টি শতরান ও ৮টি অর্ধশতরান।
এছাড়া গোটা ২০২৩ সালে ২৭টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। রান করেছেন মোট ১৩৭৭। ব্যাটিং গড় ৭২.৪৭। ঝুলিতে রয়েছে ৬টি শতরান ও ৮টি অর্ধশতরান।
সবদিক বিচার করেই আরও একবার সেরার সেরা 'কিং কোহলি'। বিশ্ব ক্রিকেটে সকলকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরার শিরোপা উঠল বিরাট কোহলির মাথায়।
সবদিক বিচার করেই আরও একবার সেরার সেরা ‘কিং কোহলি’। বিশ্ব ক্রিকেটে সকলকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরার শিরোপা উঠল বিরাট কোহলির মাথায়।

Cricketer Crush: ঘাড় অবধি সোনালি চুল, হাসলেই গালে টোল পড়ে, জাস্ট ‘বোল্ড’ ফ্যানরা, ঘুম উড়িয়েছে পুরুষদের

ভারতের কোটি কোটি প্রেমী পুরুষ এখন স্বপ্ন দেখছেন ৷ ক্রিকেট দুনিয়ায় হিল্লোল তুলথেন লরেন বেল৷ ইংলিশ ক্রিকেটার বেল ডাব্লু পিএলে খেলতে এসেছেন৷
ভারতের কোটি কোটি প্রেমী পুরুষ এখন স্বপ্ন দেখছেন ৷ ক্রিকেট দুনিয়ায় হিল্লোল তুলথেন লরেন বেল৷ ইংলিশ ক্রিকেটার বেল ডাব্লু পিএলে খেলতে এসেছেন৷
মাঠে তাঁর দারুণ পারফরম্যান্স থেকে শুরু করে অপরূপ সৌন্দর্য্য সবকিছু দিয়েই মাথা ঘুরিয়ে দিচ্ছেন তিনি৷ ইংল্যান্ডের জার্সিতে তিনি দারুণ পারফর্ম করেন৷ 
মাঠে তাঁর দারুণ পারফরম্যান্স থেকে শুরু করে অপরূপ সৌন্দর্য্য সবকিছু দিয়েই মাথা ঘুরিয়ে দিচ্ছেন তিনি৷ ইংল্যান্ডের জার্সিতে তিনি দারুণ পারফর্ম করেন৷
ডাব্লু পিএলে ইউপি ওয়ারিয়রের জার্সি গায়ে খেলেন সুন্দরী তন্বী৷ মাত্র ২৩ বছরের এই ক্রিকেটার বার্কশায়ার, সাদার্ন ভাইপার্স, সাদার্ন ব্রেভ, সিডনি থান্ডার্স৷
ডাব্লু পিএলে ইউপি ওয়ারিয়রের জার্সি গায়ে খেলেন সুন্দরী তন্বী৷ মাত্র ২৩ বছরের এই ক্রিকেটার বার্কশায়ার, সাদার্ন ভাইপার্স, সাদার্ন ব্রেভ, সিডনি থান্ডার্স৷
১৬ বছর বয়স পর্যন্ত অবশ্য ক্রিকেট খেলতেন না লরেন বেল৷ খেলতেন ফুটবল৷
১৬ বছর বয়স পর্যন্ত অবশ্য ক্রিকেট খেলতেন না লরেন বেল৷ খেলতেন ফুটবল৷
বেলের ডাকনাম The Shard  (দ্য শার্ড) তাঁর লম্বা হাইটের জন্যেই তাঁকে এই নামে ডাকা হয়৷  তাঁর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি৷
বেলের ডাকনাম The Shard  (দ্য শার্ড) তাঁর লম্বা হাইটের জন্যেই তাঁকে এই নামে ডাকা হয়৷  তাঁর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি৷
তাঁর অ্যাথলেটিক শারীরিক বিল্ড শরীরের মাপ ৩৪-৩০-৩৬৷ তিনি মূলত বোলার৷ তাঁর হাতে উইকেট উঠে আসে পটাপট৷
তাঁর অ্যাথলেটিক শারীরিক বিল্ড শরীরের মাপ ৩৪-৩০-৩৬৷ তিনি মূলত বোলার৷ তাঁর হাতে উইকেট উঠে আসে পটাপট৷
ফলে সব মিলিয়ে একেবার কমপ্লিট প্যাকেজ নতুন মাখন ত্বকের অধিকারী  এই সুন্দরী৷
ফলে সব মিলিয়ে একেবার কমপ্লিট প্যাকেজ নতুন মাখন ত্বকের অধিকারী  এই সুন্দরী৷