Tag Archives: Dog lover

Dog Breeds: কুকুর পোষেন? জানেন কি, কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি বুদ্ধিমান? জানলে চমকে উঠবেন নিশ্চিত

খেলাধুলো করা থেকে আদর-আহ্লাদ, পোষা সারমেয়কে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেন মালিকরা। কুকুররাও অনেক কিছুই শিখে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু জানেন কি, কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি চতুর?
খেলাধুলো করা থেকে আদর-আহ্লাদ, পোষা সারমেয়কে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেন মালিকরা। কুকুররাও অনেক কিছুই শিখে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু জানেন কি, কোন প্রজাতির কুকুর সবচেয়ে বেশি চতুর?
সম্প্রতি ‘নেচার পত্রিকা’-তে প্রকাশিত হয়েছে এমন একটি গবেষণাপত্র, যেখানে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন বিভিন্ন প্রজাতির কুকুরের বুদ্ধিমত্তা। আর এই গবেষণা বলছে, বেলজিয়ান ম্যালিনোইস বা বেলজিয়ান শেফার্ড প্রজাতির কুকুর সামগ্রিক বুদ্ধিমত্তার নিরিখে সবচেয়ে এগিয়ে।
সম্প্রতি ‘নেচার পত্রিকা’-তে প্রকাশিত হয়েছে এমন একটি গবেষণাপত্র, যেখানে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন বিভিন্ন প্রজাতির কুকুরের বুদ্ধিমত্তা। আর এই গবেষণা বলছে, বেলজিয়ান ম্যালিনোইস বা বেলজিয়ান শেফার্ড প্রজাতির কুকুর সামগ্রিক বুদ্ধিমত্তার নিরিখে সবচেয়ে এগিয়ে।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা জুনটিলার নেতৃত্বে ১৩টি প্রজাতির এক হাজারটিরও বেশি কুকুরের উপর এই গবেষণা চালানো হয়। কুকুরগুলিকে দশটি আলাদা আলাদা কাজ করতে দেওয়া হয়।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা জুনটিলার নেতৃত্বে ১৩টি প্রজাতির এক হাজারটিরও বেশি কুকুরের উপর এই গবেষণা চালানো হয়। কুকুরগুলিকে দশটি আলাদা আলাদা কাজ করতে দেওয়া হয়।
কোন কুকুর কোন কাজ ভাল করছে, তার উপর ভিত্তি করে অনুসন্ধিৎসা, আবেগপ্রবণতা, সামাজিক জ্ঞান, স্থানিক সমস্যার সমাধানের ক্ষমতা এবং স্বল্পমেয়াদি স্মৃতির মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন বিজ্ঞানীরা।
কোন কুকুর কোন কাজ ভাল করছে, তার উপর ভিত্তি করে অনুসন্ধিৎসা, আবেগপ্রবণতা, সামাজিক জ্ঞান, স্থানিক সমস্যার সমাধানের ক্ষমতা এবং স্বল্পমেয়াদি স্মৃতির মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন বিজ্ঞানীরা।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন প্রজাতির কুকুর বিভিন্ন ধরনের কাজে দক্ষ। তাদের দুর্বলতাও বিভিন্ন ধরনের। উদাহরণ হিসাবে জানানো হয়েছে, ল্যাব্রাডর মানুষের অভিব্যক্তি বুঝতে অত্যন্ত দক্ষ। কিন্তু সমস্যার সমাধানে একেবারেই দক্ষ নয়। আবার সেটল্যান্ড শেফার্ডের মতো কুকুর কোনও কাজেই খুব ভাল নয়, আবার কোনও কাজে খুব একটা খারাপও নয়। সব পরীক্ষাতেই প্রায় সমান ফল পেয়েছে।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, বিভিন্ন প্রজাতির কুকুর বিভিন্ন ধরনের কাজে দক্ষ। তাদের দুর্বলতাও বিভিন্ন ধরনের। উদাহরণ হিসাবে জানানো হয়েছে, ল্যাব্রাডর মানুষের অভিব্যক্তি বুঝতে অত্যন্ত দক্ষ। কিন্তু সমস্যার সমাধানে একেবারেই দক্ষ নয়। আবার সেটল্যান্ড শেফার্ডের মতো কুকুর কোনও কাজেই খুব ভাল নয়, আবার কোনও কাজে খুব একটা খারাপও নয়। সব পরীক্ষাতেই প্রায় সমান ফল পেয়েছে।
কিন্তু বেলজিয়ান শেফার্ড অধিকাংশ পরীক্ষাতেই খুবই ভাল ফল করেছে। পরীক্ষায় দ্বিতীয় স্থান রয়েছে বর্ডার কুলি, আর তৃতীয় হয়েছে হোভাওয়ার্ট প্রজাতির কুকুর।
কিন্তু বেলজিয়ান শেফার্ড অধিকাংশ পরীক্ষাতেই খুবই ভাল ফল করেছে। পরীক্ষায় দ্বিতীয় স্থান রয়েছে বর্ডার কুলি, আর তৃতীয় হয়েছে হোভাওয়ার্ট প্রজাতির কুকুর।

Dog: এত ভালবাসেন, কিন্তু কুকুর কোন দেশের জাতীয় প্রাণী জানেন কি? শুনলে কিন্তু চমকে না উঠে পারবেন না

কুকুর কোন দেশের জাতীয় পশু? এই দেশটিতে কুকুরকে জালপেও নামে ডাকা হয়। জালপেও হল দেশটির স্থানীয় একটি কুকুরের জাত। এই জাতের কুকুরগুলি খুবই বুদ্ধিমান এবং বিশ্বস্ত।
কুকুর কোন দেশের জাতীয় পশু? এই দেশটিতে কুকুরকে জালপেও নামে ডাকা হয়। জালপেও হল দেশটির স্থানীয় একটি কুকুরের জাত। এই জাতের কুকুরগুলি খুবই বুদ্ধিমান এবং বিশ্বস্ত।
তারা দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জালপেও কুকুরগুলি দেশটির প্রাচীন সভ্যতাগুলিতেও পাওয়া যায়। প্রাচীন কালে জালপেও কুকুরগুলিকে শিকার, পালন, এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। তারা জালপেও কুকুরগুলিকে তাদের পোষা প্রাণী এবং সঙ্গী হিসাবেও পছন্দ করত।
জালপেও কুকুরগুলি দেশটির প্রাচীন সভ্যতাগুলিতেও পাওয়া যায়। প্রাচীন কালে জালপেও কুকুরগুলিকে শিকার, পালন, এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। তারা জালপেও কুকুরগুলিকে তাদের পোষা প্রাণী এবং সঙ্গী হিসাবেও পছন্দ করত।
জালপেও কুকুরগুলি সাধারণত মাঝারি আকারের হয়। তাদের লোম সাধারণত ছোট এবং মসৃণ হয়। তাদের মুখের আকৃতি কিছুটা কুঁচকানো থাকে। জালপেও কুকুরগুলির বিভিন্ন রঙের লোম হতে পারে, যেমন কালো, সাদা, বাদামি, এবং লাল।
জালপেও কুকুরগুলি সাধারণত মাঝারি আকারের হয়। তাদের লোম সাধারণত ছোট এবং মসৃণ হয়। তাদের মুখের আকৃতি কিছুটা কুঁচকানো থাকে। জালপেও কুকুরগুলির বিভিন্ন রঙের লোম হতে পারে, যেমন কালো, সাদা, বাদামি, এবং লাল।
জালপেও কুকুরগুলি দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশটির অনেক উৎসব এবং অনুষ্ঠানের অংশ। উদাহরণস্বরূপ, প্রতি বছর নভেম্বর মাসে দেশটিতে ডেড অ্যান্ড লাইভ উৎসব পালিত হয়। এই উৎসবে জালপেও কুকুরগুলিকে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বাস করা হয়।
জালপেও কুকুরগুলি দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশটির অনেক উৎসব এবং অনুষ্ঠানের অংশ। উদাহরণস্বরূপ, প্রতি বছর নভেম্বর মাসে দেশটিতে ডেড অ্যান্ড লাইভ উৎসব পালিত হয়। এই উৎসবে জালপেও কুকুরগুলিকে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বাস করা হয়।
জালপেও কুকুরগুলি দেশটির শিল্প এবং সাহিত্যেও একটি জনপ্রিয় বিষয়। তারা অনেক চিত্রশিল্প, ভাস্কর্য, এবং সাহিত্যকর্মে চিত্রিত হয়েছে।
জালপেও কুকুরগুলি দেশটির শিল্প এবং সাহিত্যেও একটি জনপ্রিয় বিষয়। তারা অনেক চিত্রশিল্প, ভাস্কর্য, এবং সাহিত্যকর্মে চিত্রিত হয়েছে।
বুঝতে পারছেন, কুকুর কোন দেশের জাতীয় প্রাণী? কুকুর শুধুমাত্র মেক্সিকোর জাতীয় পশু। জালপেও কুকুরগুলি মেক্সিকোর সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মেক্সিকোর প্রাচীন সভ্যতাগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত মেক্সিকোর মানুষের জীবনের অংশ।
বুঝতে পারছেন, কুকুর কোন দেশের জাতীয় প্রাণী? কুকুর শুধুমাত্র মেক্সিকোর জাতীয় পশু। জালপেও কুকুরগুলি মেক্সিকোর সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মেক্সিকোর প্রাচীন সভ্যতাগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত মেক্সিকোর মানুষের জীবনের অংশ।

Knowledge Story: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন

বাড়িতে কুকুর পোষেন অনেকেই। কুকুরের প্রতি ভালবাসা রয়েছে বহু মানুষের। অত্যন্ত আদুরে এবং খুবই যত্নশীল এক প্রাণী কুকুর। এদের সবচেয়ে বড় গুণ বিশ্বস্ত। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন আপনার পোষ্য কুকুরটি নিজে কী কী ভালবাসে? জানুন বিশ্বের কোন জিনিসগুলি কুকুরদের সবচেয়ে পছন্দ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাড়িতে কুকুর পোষেন অনেকেই। কুকুরের প্রতি ভালবাসা রয়েছে বহু মানুষের। অত্যন্ত আদুরে এবং খুবই যত্নশীল এক প্রাণী কুকুর। এদের সবচেয়ে বড় গুণ বিশ্বস্ত। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন আপনার পোষ্য কুকুরটি নিজে কী কী ভালবাসে? জানুন বিশ্বের কোন জিনিসগুলি কুকুরদের সবচেয়ে পছন্দ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পছন্দের মানুষের জিনিস লুকিয়ে রাখা কুকুরদের স্বভাব। আসলে নিজের প্রিয় মানুষের কোনও জিনিস অজান্তে সরিয়ে রাখাকে তারা নিজেদের পুরস্কার করার কারণ বলে মনে করে। টিভির রিমোট, মোজা সে কারণেই তারা অন্য জায়গায় লুকিয়ে রাখে।
পছন্দের মানুষের জিনিস লুকিয়ে রাখা কুকুরদের স্বভাব। আসলে নিজের প্রিয় মানুষের কোনও জিনিস অজান্তে সরিয়ে রাখাকে তারা নিজেদের পুরস্কার করার কারণ বলে মনে করে। টিভির রিমোট, মোজা সে কারণেই তারা অন্য জায়গায় লুকিয়ে রাখে।
এটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন। অনেকেই ভাবেন নিজে যখন খাবেন, তখনই পোষ্যকে খাওয়াবেন বা খেতে দেবেন। কিন্তু কুকুররা মনে করে খাওয়া খুবই ব্যক্তিগত একটি কাজ। ফলে একা এবং নিভৃতে খেতেই তারা পছন্দ করে।
এটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন। অনেকেই ভাবেন নিজে যখন খাবেন, তখনই পোষ্যকে খাওয়াবেন বা খেতে দেবেন। কিন্তু কুকুররা মনে করে খাওয়া খুবই ব্যক্তিগত একটি কাজ। ফলে একা এবং নিভৃতে খেতেই তারা পছন্দ করে।
মালিক বা মালকিনের সঙ্গেই সব সময় কুকুর থাকতে ভালবাসে। অন্য কোনও ব্যক্তির সঙ্গে সময় কাটানো তাদের খুব বেশি পছন্দের নয়। মালিক বা মালকিনের থেকে দূরে থাকলে তারা খানিকটা ভীত থাকে। এটি পোষ্য কুকুরদের প্রাথমিক অভ্যাস।
মালিক বা মালকিনের সঙ্গেই সব সময় কুকুর থাকতে ভালবাসে। অন্য কোনও ব্যক্তির সঙ্গে সময় কাটানো তাদের খুব বেশি পছন্দের নয়। মালিক বা মালকিনের থেকে দূরে থাকলে তারা খানিকটা ভীত থাকে। এটি পোষ্য কুকুরদের প্রাথমিক অভ্যাস।
টিভি দেখতে কুকুররা ভালবাসে। আপনি যেমন টিভিতে সিনেমা, সিরিয়াল, গান দেখেন ও শোনেন, তেমনই কুকুররাও এসব খুবই পছন্দ করে। টিভির স্ক্রিনের আলো, শব্দ, রং দেখতে তারা খুবই ভালবাসে, খুশি হয়। তবে মানুষের ভালবাসার চেয়ে বেশি কখনওই নয়।
টিভি দেখতে কুকুররা ভালবাসে। আপনি যেমন টিভিতে সিনেমা, সিরিয়াল, গান দেখেন ও শোনেন, তেমনই কুকুররাও এসব খুবই পছন্দ করে। টিভির স্ক্রিনের আলো, শব্দ, রং দেখতে তারা খুবই ভালবাসে, খুশি হয়। তবে মানুষের ভালবাসার চেয়ে বেশি কখনওই নয়।
কুকুরদের আরেকটি পছন্দের কাজ হল সাঁতার কাটা। এতে আপনার পোষ্যের স্বাস্থ্যও ভাল থাকবে।
কুকুরদের আরেকটি পছন্দের কাজ হল সাঁতার কাটা। এতে আপনার পোষ্যের স্বাস্থ্যও ভাল থাকবে।
টিভির পাশাপাশি গানের কথা না বললেই নয়। গান শুনতেও ভালবাসে কুকুররা। বোরডম কাটাতে ও মনকে শান্ত করতে হাল্কা গানের সুর কুকুরদের পছন্দের।
টিভির পাশাপাশি গানের কথা না বললেই নয়। গান শুনতেও ভালবাসে কুকুররা। বোরডম কাটাতে ও মনকে শান্ত করতে হাল্কা গানের সুর কুকুরদের পছন্দের।
মালিকের সঙ্গে বেড়াতে যেতেও খুবই ভালবাসে কুকুররা। আরও ভাল হয় পরিবারের অনেকে মিলে গেলে। এতে তারাও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করে।
মালিকের সঙ্গে বেড়াতে যেতেও খুবই ভালবাসে কুকুররা। আরও ভাল হয় পরিবারের অনেকে মিলে গেলে। এতে তারাও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করে।
আপনার সঙ্গে অর্থাৎ পোষ্যের মালিক বা মালকিনের সঙ্গে ঘুমনোর মতো আনন্দ আর কোনও কিছুতেই নেই কুকুরের। সবচেয়ে নিশ্চিন্তে ঘুমোতে মালিক বা মালকিনের পাশকেই বেছে নেয় পোষ্য কুকুরেরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার সঙ্গে অর্থাৎ পোষ্যের মালিক বা মালকিনের সঙ্গে ঘুমনোর মতো আনন্দ আর কোনও কিছুতেই নেই কুকুরের। সবচেয়ে নিশ্চিন্তে ঘুমোতে মালিক বা মালকিনের পাশকেই বেছে নেয় পোষ্য কুকুরেরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Bengali Video: বলিউডের তারকা নন, ফ‍্যাশন শো-এর র‍্যাম্প কাঁপাল সারমেয়রা! দেখুন ভিডিও

শিলিগুড়ি: চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা নন, র‍্যাম্প মাতাচ্ছে কুকুর! গুজব নয়, এমনটাই ঘটেছে বাস্তবে। এতদিন সকলে বলিউড, টলিউডের তারকাদের ফ্যাশান শো, র‍্যাম্পে হাঁটতে দেখেছেন। তবে এবার শিলিগুড়িবাসী দেখল কুকুরদের ফ্যাশান শো। মানুষদের মতো কুকুরদেরও যে ফ্যাশান শো, র‌্যাম্পে হাঁটার শখ হয় সেটা হয়ত বুঝতে পেরেছিলেন পশুপ্রেমী মৌসুমী পাল। আর তাই কুকুরদের নিয়ে এই অভিনব উদ্যোগ। শিলিগুড়ির উত্তরায়নে কুকুরদের এই ফ্যাশান শো-এর আয়োজন করা হয়।

আরও পড়ুন: সেতু তৈরিতে ঝালাইয়ের ভুল ধরবে AI, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের

ফ্যাশন শো’র পাশাপাশি শিলিগুড়ির এই অনুষ্ঠানে কুকুরদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। দেশি-বিদেশি প্রায় ৫০ টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয়। চোখের পলকে নজর কাড়ল সারমেয়রা। দিব‍্যি লেজ উঁচিয়ে পোজ দিল তারা। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, ল্যাব্রাডর, পাগ সহ বহু বিদেশি কুকুর এই শো’তে অংশ নেয়। দেশী কুকুররা তাদের মনিবের সঙ্গে র‍্যাম্পে হেঁটে নজর কেড়েছে সকলের।

শিলিগুড়িতে এর আগেও অনেক জায়গায় সারমেয়দের ফ্যাশান শো হয়েছে। তবে এত বড় করে এর আগে এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। এই ফ্যাশন শো’তে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেকটি কুকুরদের জন্য মেমেন্টোর ব্যবস্থা ছিল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রবীর শীল জানান, আবাসনে যাঁদের পোষ্য আছে, তাঁরা তো বটেই বাইরে থেকেও পোষ্য নিয়ে অনেকে এই ডগ-শো তে যোগ দেন। বিশিষ্ট পশুপ্রেমী মৌসুমি পাল এই কর্মসূচির মূলে। তাঁর কথায়, ‘পশুদের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই ডগ ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। ওদছর মত বিশ্বস্ত আর কেউ হয় না। আমি নিজে বহুদিন ধরেই রাস্তার কুকুরদের নিয়ে কাজ করছি। বর্তমানে ২৭ টি কুকুরের দেখভাল আমি নিজে করছি। আমার ইচ্ছে রয়েছে তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার।

অনির্বাণ রায়