Tag Archives: Fashion Show

Modeling Competition: ইউটিউব দেখে মডেলিংয়ে বাজিমাত! ফ্যাশন শো’তে প্রথম বন্ধ চা বাগানের তরুণ…

আলিপুরদুয়ার: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মডেল হওয়ার। কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকাটা সেই স্বপ্ন পূরণের পথে বাধা হচ্ছিল বিশেষ বিশ্বা’র। শেষে ইউটিউব এই তরুণের স্বপ্নপূরণ করল। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ে সেরার পুরস্কার পেলেন বন্ধ চা বাগানের এই তরুণ।

ইউটিউব দেখে মডেলিং শেখেন বিশেষ বিশ্বা। তারপরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করলেন। থাকেন ভারত -ভুটান সীমান্তের বন্ধ দলসিংপাড়া চা বাগানে। বিশেষের পরিবারের তরফে জানা গিয়েছে, এই এলাকায় সমস্ত রকম সুযোগ-সুবিধার অভাব। সেখানে মডেলিং আর‌ও অনেক দূরের বিষয়। তাছাড়া অভাবের সংসারে ভাল জামাকাপড় নেই। একটু ঠিকঠাক পোশাক কিনতে হলে যেতে হয় আলিপুরদুয়ার সদরে। মডেল হতে গেলে প্রয়োজন সঠিক প্রশিক্ষণের, যা এখানে সম্ভব ছিল না। তবুও বিশেষ হাল ছাড়েননি। যেখানেই মডেলিং শো হত সেখানে চলে যেতেন। অনুষ্ঠানগুলি থেকেই যা শেখার শিখেছেন।

আর‌ও পড়ুন: দোকানের খাবারে শুধুই বিষ! হানা দিতেই যা যা দেখা গেল

এই বিষয়ে বিশেষ বিশ্বা বলেন, বিখ্যাত মডেল হওয়া আমার জীবনের লক্ষ্য। তার জন্যই কোথাও মডেলিং শো হলে সেখানে চলে যাই। জয়ী হওয়ার লক্ষ্য থাকে না, বরং শিখতে যাই। কীভাবে নিজের হাঁটাচলা, কথাবলা, জীবনযাত্রা উন্নত করা যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করি। বালুরঘাটে সম্প্রতি একটি ফ্যাশন শো হয়েছিল। সেখান থেকে জয়ী হয়ে নিজের এলাকায় ফিরেছেন বিশেষ। গ্রামের ছেলের এই সাফল্য দেখতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁর জয়ে সকলেই আপ্লুত।

অনন্যা দে

Bengali Movie: র‍্যাম্পেই সিনেমার যাত্রা শুরু, জেলার উঠতি ছেলেমেয়েদের স্বপ্নপূরণ অলোকজিতের ছবির হাত ধরে

কলকাতা: র‍্যাম্পেই শুরু সিনেমার জয়যাত্রা। কলকাতা শহরে যোগেশ মাইম অ্যাকাডেমিতে আয়োজিত ফ্যাশন শো থেকেই জেলার ছেলেমেয়েদের কাস্ট করা হবে ছবিতে। নবাগত পরিচালক অলোকজিৎ একঝাঁক নতুন মুখকে নিয়েই নতুন ছবির যাত্রা শুরু করেছেন। ছবির নাম, ‘এনএসএসএআই: দ্য কেস অফ সাসপেন্ডেড এমএলএ’। ছবি শ্যুটিং শুরু হয়েছে আগেই। তবে পরবর্তী অধ্যায়ের শ্যুটিংয়ের আগে অভিনব উদ্যোগ নির্মাতাদের। কাস্টিং নিয়ে নতুন ভাবনা।

অলোকজিতের জুড়িদার অঙ্কুর মাইতি৷ ‘দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন ৩’ এবং ‘লেভেল ৫ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর উদ্যোগে এক ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল। এই শো থেকেই বেছে নেওয়া হিবে সিনেমার কলাকুশলীদের। তারই কর্ণধার অঙ্কুর।

আরও পড়ুন: ট্রেনে এক দেখাতেই প্রেম, বিয়ে করেও পাননি সংসার-সুখ, ‘ডিভোর্স’ হওয়ার আগেই… বলুন তো কে এই গায়িকা?

ফ্যাশন শো-তে যোগ দিয়েছিলেন মেদিনীপুর, বর্ধমান, ক্যানিং-সহ জেলার ৫৫ জন মডেল। সেখান থেকেই অভিনয়ের দক্ষতা বিচার করে কাস্টিং করা হবে। ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে। কাস্টিং সম্পূর্ণ হলে ছবির পরবর্তী শ্যুটিং শুরু হবে। পরিচালক নিজেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই র‍্যাম্পেই পোস্টার লঞ্চ হল ছবির।

সিনেমা তৈরির নেপথ্যে রয়েছে লড়াইয়ের গল্প। বিভিন্ন জেলার উঠতি শিল্পীদের স্বপ্ন জুড়ে গিয়েছে এই ছবিতে। অলোকজিৎ এবং অঙ্কুরের অনেকদিনের ইচ্ছে পূরণ হচ্ছে এই থ্রিলার ছবির হাত ধরে।

Bengali Video: বলিউডের তারকা নন, ফ‍্যাশন শো-এর র‍্যাম্প কাঁপাল সারমেয়রা! দেখুন ভিডিও

শিলিগুড়ি: চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা নন, র‍্যাম্প মাতাচ্ছে কুকুর! গুজব নয়, এমনটাই ঘটেছে বাস্তবে। এতদিন সকলে বলিউড, টলিউডের তারকাদের ফ্যাশান শো, র‍্যাম্পে হাঁটতে দেখেছেন। তবে এবার শিলিগুড়িবাসী দেখল কুকুরদের ফ্যাশান শো। মানুষদের মতো কুকুরদেরও যে ফ্যাশান শো, র‌্যাম্পে হাঁটার শখ হয় সেটা হয়ত বুঝতে পেরেছিলেন পশুপ্রেমী মৌসুমী পাল। আর তাই কুকুরদের নিয়ে এই অভিনব উদ্যোগ। শিলিগুড়ির উত্তরায়নে কুকুরদের এই ফ্যাশান শো-এর আয়োজন করা হয়।

আরও পড়ুন: সেতু তৈরিতে ঝালাইয়ের ভুল ধরবে AI, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের

ফ্যাশন শো’র পাশাপাশি শিলিগুড়ির এই অনুষ্ঠানে কুকুরদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। দেশি-বিদেশি প্রায় ৫০ টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয়। চোখের পলকে নজর কাড়ল সারমেয়রা। দিব‍্যি লেজ উঁচিয়ে পোজ দিল তারা। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, ল্যাব্রাডর, পাগ সহ বহু বিদেশি কুকুর এই শো’তে অংশ নেয়। দেশী কুকুররা তাদের মনিবের সঙ্গে র‍্যাম্পে হেঁটে নজর কেড়েছে সকলের।

শিলিগুড়িতে এর আগেও অনেক জায়গায় সারমেয়দের ফ্যাশান শো হয়েছে। তবে এত বড় করে এর আগে এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। এই ফ্যাশন শো’তে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেকটি কুকুরদের জন্য মেমেন্টোর ব্যবস্থা ছিল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রবীর শীল জানান, আবাসনে যাঁদের পোষ্য আছে, তাঁরা তো বটেই বাইরে থেকেও পোষ্য নিয়ে অনেকে এই ডগ-শো তে যোগ দেন। বিশিষ্ট পশুপ্রেমী মৌসুমি পাল এই কর্মসূচির মূলে। তাঁর কথায়, ‘পশুদের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই ডগ ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। ওদছর মত বিশ্বস্ত আর কেউ হয় না। আমি নিজে বহুদিন ধরেই রাস্তার কুকুরদের নিয়ে কাজ করছি। বর্তমানে ২৭ টি কুকুরের দেখভাল আমি নিজে করছি। আমার ইচ্ছে রয়েছে তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার।

অনির্বাণ রায়

Bankura News : মন্ত্রী স্বয়ং হাঁটলেন ফ্যাশন শো-এর রাম্পে, জমজমাট মুকুটমণিপুর মেলার নজরকাড়া উন্মাদনা

বাঁকুড়া : বহু নামী দামী শহরে দেখা যায় ফ্যাশন শোয়ের। যেই ফ্যাশন শো গুলিতে আধুনিকতার ছোঁয়া বেশি পাওয়া যায়। বাঁকুড়া শহরেও সাম্প্রতিক শুরু হয়েছে ফ্যাশন শো এর হিড়িক। তবে মুকুটমনিপুর মেলায় অনুষ্ঠিত হল একেবারে অন্য ধরনের ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে প্রাচীন ভারতের আঞ্চলিকতার ছোঁয়া। জঙ্গল মহলের আদিবাসী ফ্যাশন শোয়ের মাধ্যমে সকলের সামনে ফুটে উঠল আদিবাসী বেশ ভুসার এক অজানা দিক মুকুটমনিপুর মেলায় অনুষ্ঠিত হল আদিবাসী ফ্যাশন শো।

খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ৪ঠা জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হল সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো।ফ্যাশন শোয়ে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে রাম্পে হাঁটলেন আদিবাসী যুবক-যুবতীরা। সহরায় উৎসব বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পুজো পার্বণের সংস্কৃতি তুলে ধরা হয় এদিনের ফ্যাশন শো’তে।

আরও পড়ুন : মুম্বইয়ের রিয়‍্যালিটি শোয়ের মঞ্চ কাঁপিয়েছেন! এবার নাচ শেখাবেন বাঁকুড়ায়

উল্লেখযোগ্যভাবে ফ্যাশন শো-এর রাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী, একজন প্রশিক্ষক সহ মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশ গ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শোতে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শোয়ের আয়োজন।

আরও পড়ুন : বাম্বু বিরিয়ানি থেকে চকোলেট পাটিসাপটা… বাঁকুড়ার প্রথম খাদ্যমেলায় গেলে তাক লাগবে

খাতড়া মহকুমার আদিবাসী সম্প্রদায়ের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন এই ফ্যাশন শো তে। কলেজের ছাত্র-ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল। অংশগ্রহণকারী সাবিত্রী হাঁসদা জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে পেরে যথেষ্ট আনন্দিত ফ্যাশন শো তে অংশগ্রহণকারীরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ভবিষ্যতে এ ধরনের ফ্যাশন শো দেখার জন্য মুখিয়ে থাকবে জেলা বাঁকুড়া।

নীলাঞ্জন ব্যানার্জী