Tag Archives: Festival

Ratha Yatra 2024 : এ বছর রথযাত্রা কবে? এখনই জেনে রাখুন রথযাত্রা ও উল্টোরথযাত্রার দিনক্ষণ তারিখ ও সূচি

 বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে৷ এর পরই আসবে আষাঢ় মাস৷ সে সময় বর্ষা ঋতুতে পালিত হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব৷ বাংলা-সহ সারা দেশ মেতে ওঠে এই অনুষ্ঠানে৷
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে৷ এর পরই আসবে আষাঢ় মাস৷ সে সময় বর্ষা ঋতুতে পালিত হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব৷ বাংলা-সহ সারা দেশ মেতে ওঠে এই অনুষ্ঠানে৷

 

এ বছর রথযাত্রা পড়েছে ৭ জুলাই৷ সেদিন ভোর ৪.২৬ মিনিটে শুরু হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷
এ বছর রথযাত্রা পড়েছে ৭ জুলাই৷ সেদিন ভোর ৪.২৬ মিনিটে শুরু হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷

 

এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷

 

পুরীতে অবশ্য ২৯ জুন থেকেই শুরু হবে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান৷
পুরীতে অবশ্য ২৯ জুন থেকেই শুরু হবে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান৷

 

নানা রীতি রেওয়াজ, অনুষ্ঠানের পর ৭ জুলাই বা ২২ আষাঢ় টান পড়বে রথের রশিতে৷ ১৬ জুলাই বা ১ শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা৷
নানা রীতি রেওয়াজ, অনুষ্ঠানের পর ৭ জুলাই বা ২২ আষাঢ় টান পড়বে রথের রশিতে৷ ১৬ জুলাই বা ১ শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা৷

 

প্রতি বছরের মতো এ বারও শ্রীক্ষেত্রে অগণিত ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে৷
প্রতি বছরের মতো এ বারও শ্রীক্ষেত্রে অগণিত ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে৷

Buddha Purnima 2024 Rituals: বুদ্ধপূর্ণিমার সন্ধ্যায় এই গাছের নীচে প্রদীপ জ্বালুন! বাড়িতে করুন এই কাজ! টের পাবেন না অভাব! উধাও অশান্তি

বুদ্ধপূর্ণিমা দিনটি সনাতনী মতেও অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠমাসে পালিত হচ্ছে বুদ্ধজয়ন্তী৷ এই তিথি তাঁর মহাপ্রয়াণ ও মহানিষ্ক্রমণেরও তিথি৷
বুদ্ধপূর্ণিমা দিনটি সনাতনী মতেও অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ৷ এ বছর বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠমাসে পালিত হচ্ছে বুদ্ধজয়ন্তী৷ এই তিথি তাঁর মহাপ্রয়াণ ও মহানিষ্ক্রমণেরও তিথি৷

 

এই বিশেষ দিনে অহিংসা, সততা ধর্ম পালন করা হয়৷ জানুন এই তিথিতে কোন কোন আচার আচরণ পালন করলে জীবনে অভাব অনটন থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
এই বিশেষ দিনে অহিংসা, সততা ধর্ম পালন করা হয়৷ জানুন এই তিথিতে কোন কোন আচার আচরণ পালন করলে জীবনে অভাব অনটন থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

বাড়ির কাছে অশ্বত্থ বা বটগাছ থাকলে তার গোড়ায় জল দিন৷ বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করুন৷ সন্ধ্যায় গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ জীবনে শান্তি আসে৷ অশ্বত্থগাছের নীচে তথাগত বোধি লাভ করেছিলেন৷ তাই এই গাছ বৌদ্ধদের কাছে খুবই পবিত্র৷
বাড়ির কাছে অশ্বত্থ বা বটগাছ থাকলে তার গোড়ায় জল দিন৷ বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করুন৷ সন্ধ্যায় গাছের নীচে প্রদীপ প্রজ্বলন করুন৷ জীবনে শান্তি আসে৷ অশ্বত্থগাছের নীচে তথাগত বোধি লাভ করেছিলেন৷ তাই এই গাছ বৌদ্ধদের কাছে খুবই পবিত্র৷
এই তিথির সন্ধ্যায় ঠাকুরঘরে এবং বাড়ির প্রতি ঘরে একটি ঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির সদর দরজার দু’পাশে প্রজ্বলন করুন দু’টি ঘিয়ের প্রদীপ৷ দরজায় হলুদ ও কুমকুম দিয়ে অঙ্কন করুন মাঙ্গলিক চিহ্ন৷
এই তিথির সন্ধ্যায় ঠাকুরঘরে এবং বাড়ির প্রতি ঘরে একটি ঘরে প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির সদর দরজার দু’পাশে প্রজ্বলন করুন দু’টি ঘিয়ের প্রদীপ৷ দরজায় হলুদ ও কুমকুম দিয়ে অঙ্কন করুন মাঙ্গলিক চিহ্ন৷

 

এ বছর এই তিথিতে বৃহস্পতিবারও পড়েছে৷ তাই যত্ন ও নিষ্ঠাভরে মা লক্ষ্মীর পুজো করুন৷ তাঁকে অর্পণ করুন পায়েস৷
এ বছর এই তিথিতে বৃহস্পতিবারও পড়েছে৷ তাই যত্ন ও নিষ্ঠাভরে মা লক্ষ্মীর পুজো করুন৷ তাঁকে অর্পণ করুন পায়েস৷

 

সন্ধ্যায় চন্দ্রদেবের পুজো করে তাঁকে ক্ষীর নিবেদন করতে পারেন৷ জন্মছকে চন্দ্রদোষ থাকলে তা দূর হয়ে যাবে৷
সন্ধ্যায় চন্দ্রদেবের পুজো করে তাঁকে ক্ষীর নিবেদন করতে পারেন৷ জন্মছকে চন্দ্রদোষ থাকলে তা দূর হয়ে যাবে৷

 

 সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্রদান করুন দরিদ্রদের৷ পুণ্যনদীতে স্নান করুন৷ নয়তো স্নানের জলে তিল মিশিয়ে নিন৷
সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্রদান করুন দরিদ্রদের৷ পুণ্যনদীতে স্নান করুন৷ নয়তো স্নানের জলে তিল মিশিয়ে নিন৷

 

সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত পূ্র্ণিমার উপবাস ব্রত পালন করলে তা ভঙ্গ করুন সাত্তিক আহার গ্রহণ করে৷
সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত পূ্র্ণিমার উপবাস ব্রত পালন করলে তা ভঙ্গ করুন সাত্তিক আহার গ্রহণ করে৷

Lakshmipuja Rituals: বৃহস্পতিবারে পূর্ণিমা! এভাবে ঘট পেতে এই জিনিসগুলি দিন মা লক্ষ্মীর পুজোয়! সংসারে উপচে পড়বে ধনসম্পদ

প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি।
প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালি।

 

বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কী করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।
বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কী করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।

 

প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তার পর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।
প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তার পর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।

 

মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপশিখার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখুন।
মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপশিখার মুখ সব সময় পূর্ব দিকে করে রাখুন।

 

ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না।
ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না।

 

ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনও একটি ফল। এ বার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন।
ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনও একটি ফল। এ বার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন।

 

ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে। পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিতকি, আবির এবং একটি কাঁচা টাকা।
ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে। পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিতকি, আবির এবং একটি কাঁচা টাকা।

 

এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করুন। পুজো শেষে পাঁচালি, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন।
এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করুন। পুজো শেষে পাঁচালি, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন।

Phalaharini Amavasya Rituals 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, কিছু মৌরিদানা দিয়ে করুন এই কাজ! অভাব কেটে অর্থলাভ! হাতের মুঠোয় সাফল্য

আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।
আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।

 

ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।
ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।

 

এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।
এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।

 

বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।
বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।

 

বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।
বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।

 

এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।
এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।

 

এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।
এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।

 

 

Buddha Purnima Astrological Tips: রাত পোহালেই লক্ষ্মীবারে বুদ্ধপূর্ণিমা! চালের পাত্রে রাখুন এই জিনিস, অভাব, বাধাবিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না!

রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷
রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷

 

বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন৷ তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র থাকবে না৷ সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷
বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন৷ তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র থাকবে না৷ সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷
পুণ্যস্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ৷ লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের৷ বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়৷ কোনও সঙ্কট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না৷
পুণ্যস্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ৷ লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের৷ বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়৷ কোনও সঙ্কট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না৷

 

সেদিন মা লক্ষ্মীকে হলুদফুল, লালপদ্ম এবং বৃন্ত-সহ অক্ষত পান নিবেদন করুন৷ পানের উপর রাখুন একটি সুপুরি৷ পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা৷ একটি একটাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে৷ পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল৷
সেদিন মা লক্ষ্মীকে হলুদফুল, লালপদ্ম এবং বৃন্ত-সহ অক্ষত পান নিবেদন করুন৷ পানের উপর রাখুন একটি সুপুরি৷ পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা৷ একটি একটাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে৷ পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল৷

 

সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালিপাঠ করুন৷ এ বার দেবীকে নিবেদন করা পানসুপারি, একট টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন৷
সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালিপাঠ করুন৷ এ বার দেবীকে নিবেদন করা পানসুপারি, একট টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন৷

 

তার পর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পানসুপারি এবং একটাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে৷ অর্থাৎ যে পাত্রে চাল রাখেন, তার ভিতরে৷
তার পর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পানসুপারি এবং একটাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে৷ অর্থাৎ যে পাত্রে চাল রাখেন, তার ভিতরে৷

 

আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হত৷ এখন রাখুন চালের পাত্রে৷
আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হত৷ এখন রাখুন চালের পাত্রে৷

 

এদিন নিরামিষ সাত্তিক আহার গ্রহণ করুন৷ রান্নাঘর পরিষ্কার রাখুন৷ কখনওই এঁটো বাসন জমিয়ে রাখবেন না৷ এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে৷
এদিন নিরামিষ সাত্তিক আহার গ্রহণ করুন৷ রান্নাঘর পরিষ্কার রাখুন৷ কখনওই এঁটো বাসন জমিয়ে রাখবেন না৷ এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে৷

 

Sinni Making Tips on Satyanarayan Puja: বুদ্ধপূর্ণিমায় সত্যনারায়ণ পুজোয় সেরা সিন্নি তৈরি করবেন? জানুন সহজ টিপস ও পদ্ধতি

আগামী বৃহস্পতিবার, ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা৷ এ বার বৈশাখের বদলে এই শুভ তিথি পালিত হবে জ্যৈষ্ঠে৷
আগামী বৃহস্পতিবার, ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা৷ এ বার বৈশাখের বদলে এই শুভ তিথি পালিত হবে জ্যৈষ্ঠে৷

 

বুদ্ধপূর্ণিমায় পালনীয় একাধিক আচার অনুষ্ঠান আছে৷ সেগুলির মধ্যে অন্যতম সত্যনারায়ণ পুজো৷ অনেক পরিবারেই এই শুভ দিনে সংসারের অমঙ্গল কাটাতে এই পুজো করা হয়৷
বুদ্ধপূর্ণিমায় পালনীয় একাধিক আচার অনুষ্ঠান আছে৷ সেগুলির মধ্যে অন্যতম সত্যনারায়ণ পুজো৷ অনেক পরিবারেই এই শুভ দিনে সংসারের অমঙ্গল কাটাতে এই পুজো করা হয়৷

 

সত্যনারায়ণ পুজোর প্রসাদের অন্যতম অংশ সিন্নি৷ বিভিন্ন উপকরণ পুজোয় উৎসর্গ করার পর হাতে মেখে তৈরি করা হয় সিন্নি প্রসাদ৷
সত্যনারায়ণ পুজোর প্রসাদের অন্যতম অংশ সিন্নি৷ বিভিন্ন উপকরণ পুজোয় উৎসর্গ করার পর হাতে মেখে তৈরি করা হয় সিন্নি প্রসাদ৷

 

কীভাবে কোন কোন উপকরণে মাখলে উপাদেয় হবে সিন্নি, তার জন্য মনে রাখুন কিছু টিপস৷
কীভাবে কোন কোন উপকরণে মাখলে উপাদেয় হবে সিন্নি, তার জন্য মনে রাখুন কিছু টিপস৷

 

নানাভাবে সিন্নি তৈরি করা যায়৷ এক এক পরিবারের রীতি অনুযায়ী পাল্টে যায় মূল উপকরণ৷
নানাভাবে সিন্নি তৈরি করা যায়৷ এক এক পরিবারের রীতি অনুযায়ী পাল্টে যায় মূল উপকরণ৷

 

সাধারণত পুজোর জন্য ব্যবহৃত বড় পাত্রে সিন্নি মাখা হয়৷ সাধারণত সব উপকরণ পুজোর সময় উৎসর্গ করা হয়৷ পুজোর পর বাড়ির গৃহিণী সিন্নি তৈরি করেন৷
সাধারণত পুজোর জন্য ব্যবহৃত বড় পাত্রে সিন্নি মাখা হয়৷ সাধারণত সব উপকরণ পুজোর সময় উৎসর্গ করা হয়৷ পুজোর পর বাড়ির গৃহিণী সিন্নি তৈরি করেন৷

 

সিন্নির জন্য সবার আগে পুজোয় নিবেদন করা বিজোড় সংখ্যক কলা ও ১২৫ গ্রাম গুড় ভাল করে মিশিয়ে চটকে নিন৷ এ বার এই মিশ্রণে একে একে সব উপকরণ দিন৷
সিন্নির জন্য সবার আগে পুজোয় নিবেদন করা বিজোড় সংখ্যক কলা ও ১২৫ গ্রাম গুড় ভাল করে মিশিয়ে চটকে নিন৷ এ বার এই মিশ্রণে একে একে সব উপকরণ দিন৷

 

এই মিশ্রণে এবার ২৫০ গ্রাম সুজি নিন, সঙ্গে ৫০০ গ্রাম আটা বা ময়দা মেশান৷ আটা দিলে স্বাদ ভাল হয় সিন্নির৷
এই মিশ্রণে এবার ২৫০ গ্রাম সুজি নিন, সঙ্গে ৫০০ গ্রাম আটা বা ময়দা মেশান৷ আটা দিলে স্বাদ ভাল হয় সিন্নির৷

 

তার মধ্যে দিন ২৫০ গ্রাম নারকেল কোরা, ১২৫ গ্রাম চিনি এবং ইচ্ছে হলে বাতাসাও৷ সবার শেষে দিন হাফ লিটার কাঁচা দুধ৷
তার মধ্যে দিন ২৫০ গ্রাম নারকেল কোরা, ১২৫ গ্রাম চিনি এবং ইচ্ছে হলে বাতাসাও৷ সবার শেষে দিন হাফ লিটার কাঁচা দুধ৷

 

এ বার হাত দিয়ে চটকে ব্যাটারের মতো মেখে নিন৷ কতটা ঘন বা পাতলা সিন্নি পছন্দ করেন, সেইমতো মেখে নিন৷ সাধারণত সিন্নি খুব ঘন বা পাতলা কোনওটাই হবে না৷ সিন্নি হবে না ঘন, না পাতলা অর্থাৎ সান্দ্র৷
এ বার হাত দিয়ে চটকে ব্যাটারের মতো মেখে নিন৷ কতটা ঘন বা পাতলা সিন্নি পছন্দ করেন, সেইমতো মেখে নিন৷ সাধারণত সিন্নি খুব ঘন বা পাতলা কোনওটাই হবে না৷ সিন্নি হবে না ঘন, না পাতলা অর্থাৎ সান্দ্র৷

 

যদি মনে হয় বেশি ঘন হয়ে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে দুধ মিশিয়ে নেবেন৷ ইচ্ছে হলে দিতে পারেন কাজুবাদাম, কিশমিশও৷
যদি মনে হয় বেশি ঘন হয়ে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে দুধ মিশিয়ে নেবেন৷ ইচ্ছে হলে দিতে পারেন কাজুবাদাম, কিশমিশও৷

BuddhaPurnima Vastu Tips 2024: বুদ্ধপূর্ণিমার সন্ধ্যায় তুলসিমঞ্চের মাটিতে পুঁতে রাখুন এই জিনিস! কোনওদিন অভাব কাকে বলে টের পাবেন না

সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এ বছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে৷
সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এ বছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে৷

 

উদয়া তিথি অনুযায়ী আগামী ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধ পূর্ণিমা উৎসব৷ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অর্থ এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না৷ বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
উদয়া তিথি অনুযায়ী আগামী ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধ পূর্ণিমা উৎসব৷ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অর্থ এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না৷ বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

এই তিথিতে পায়েস তৈরি করে আরাধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
এই তিথিতে পায়েস তৈরি করে আরাধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

বুদ্ধ পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে নিবেদন করুন অর্ঘ্য৷ পুণ্যসঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও৷ এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ৷
বুদ্ধ পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে নিবেদন করুন অর্ঘ্য৷ পুণ্যসঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও৷ এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ৷

 

 এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লালপদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন৷ শুভ তিথির সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷
এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লালপদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন৷ শুভ তিথির সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷

 

শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থগাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থগাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়৷ তাহলে আপনার কোনওদিন অর্থের অভাব হবে না৷
একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়৷ তাহলে আপনার কোনওদিন অর্থের অভাব হবে না৷

 

দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসিতলার মাটিতে পুঁতে রাখুন৷ তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ সমৃদ্ধি৷
দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসিতলার মাটিতে পুঁতে রাখুন৷ তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ সমৃদ্ধি৷

Satyanarayan Puja on Buddha Purnima: বুদ্ধপূর্ণিমায় সত্যনারায়ণপুজো করবেন? জানুন সঠিক মুহূর্ত! এই সময়ে পুজো করলে সেরা ফল পাবেন

গৃহপ্রবেশ-সহ অন্যান্য শুভ উপলক্ষ এবং পূর্ণিমাতিথিতে বাঙালি গৃহস্থবাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। অনেক পরিবারের প্রতি পূর্ণিমা তিথিতে এই ব্রত পালনের রীতি আছে। আবার অন্যান্য পরিবারে সত্যনারায়ণ ব্রত পালন করা হয় বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে।
গৃহপ্রবেশ-সহ অন্যান্য শুভ উপলক্ষ এবং পূর্ণিমাতিথিতে বাঙালি গৃহস্থবাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। অনেক পরিবারের প্রতি পূর্ণিমা তিথিতে এই ব্রত পালনের রীতি আছে। আবার অন্যান্য পরিবারে সত্যনারায়ণ ব্রত পালন করা হয় বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে।

 

আগামী ২৩ মে, বৃহস্পতিবার পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা। সেদিনও অনেক পরিবারে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ পুজো। জেনে নিন তার পূর্ণাঙ্গ সময়সূচি।
আগামী ২৩ মে, বৃহস্পতিবার পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা। সেদিনও অনেক পরিবারে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ পুজো। জেনে নিন তার পূর্ণাঙ্গ সময়সূচি।

 

এ বছর বুদ্ধপূর্ণিমা বৈশাখমাস পড়েনি। পড়েছে জ্যৈষ্ঠমাসে। এই শুভ তিথি শুরু হবে ২২ মে বা ৮ জ্যৈষ্ঠ সন্ধ্যা ৭.০৪ মিনিট থেকে। বুদ্ধপূর্ণিমা থাকবে ২৩ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৮ মিনিট পর্যন্ত।
এ বছর বুদ্ধপূর্ণিমা বৈশাখমাস পড়েনি। পড়েছে জ্যৈষ্ঠমাসে। এই শুভ তিথি শুরু হবে ২২ মে বা ৮ জ্যৈষ্ঠ সন্ধ্যা ৭.০৪ মিনিট থেকে। বুদ্ধপূর্ণিমা থাকবে ২৩ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৮ মিনিট পর্যন্ত।

 

এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণপুজো করার সময় ২২ মে, বুধবার সন্ধ্যা ৬.১১ মিনিট থেকে রাত ৭.৪৭ মিনিট পর্যন্ত। সত্যনারায়ণের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে। সেগুলি সম্বন্ধে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণপুজো করার সময় ২২ মে, বুধবার সন্ধ্যা ৬.১১ মিনিট থেকে রাত ৭.৪৭ মিনিট পর্যন্ত। সত্যনারায়ণের পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে। সেগুলি সম্বন্ধে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

এই পুজো করার জন্য সব সময় পূর্ব বা উত্তরদিকে মুখ করে বসুন। পুজোয় নিবেদন করুন চরণামৃত, পান, তিল, সুপারি, সিঁদুর, ফুল, দূর্বা এবং ফলপ্রসাদ।
এই পুজো করার জন্য সব সময় পূর্ব বা উত্তরদিকে মুখ করে বসুন। পুজোয় নিবেদন করুন চরণামৃত, পান, তিল, সুপারি, সিঁদুর, ফুল, দূর্বা এবং ফলপ্রসাদ।

 

পুজো শেষে বিতরণ করুন সিন্নি ও ফলপ্রসাদ। পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস।
পুজো শেষে বিতরণ করুন সিন্নি ও ফলপ্রসাদ। পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস।

Phalaharini Kalipuja Rituals 2024: আসছে ফলহারিণী কালীপুজো, সন্ধ্যায় বাড়ির এই কোণে এভাবে জ্বালুন প্রদীপ, দুঃখ দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি

ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।
ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।

 

প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।
প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।

 

এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।
ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।

 

এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।

 

প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।
প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।

 

এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।
এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

Phalaharini Kalipuja 2024: সামনেই ফলহারিণী কালীপুজো, জানুন অমাবস্যার দিনক্ষণ ও সূচি, দেবীর আশীর্বাদ পেতে তাঁর শ্রীচরণে নিবেদন করুন এই ৩ ফল

জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালীপুজো৷ এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে৷
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালীপুজো৷ এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে৷

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷

 

এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷
এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷

 

ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷
ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷