Tag Archives: Festival

Tribal Festival: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

আলিপুরদুয়ার: আদিবাসী সম্প্রদায়ের মুন্ডা, ওঁরাও, বড়াই সহ বিভিন্ন উপজাতির মানুষেরা নৃত্য ও নাটকের মাধ্যমে তুলে ধরছেন তাঁদের জীবনযাত্রা।কালচিনি ময়দানে সারহুল উৎসবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা দেখতে জমছে ভিড়।

সারহুল উৎসব ঝাড়খণ্ডে বসবাসরত বহু উপজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশেষ করে ওরাওঁ উপজাতির কাছে এটি অতি গুরুত্বপূর্ণ। যদিও এই উৎসবে সামিল হন অন্যান্য উপজাতির মানুষেরা। এই দেশের আদিবাসী সম্প্রদায় বরাবরই প্রকৃতির পূজারী। সরহুল উৎসবের সময় তাঁরা শাল গাছের পুজো করে থাকেন। মনে করেন শাল গাছ আশ্রয় দেয়, আবহাওয়া থেকে রক্ষা করে এবং কাঠের জোগান দেয়। তাই তাকে মা রূপে পুজো করা হয়।

আরও পড়ুন: কমছে পাখির সংখ্যা, গুরুত্ব হারাচ্ছে কুলিক পাখিরালয়

সারহুল উৎসবের উদ্যোক্তা ওমদাস লোহার জানান, এই উপলক্ষে পুজোর পাশাপাশি রোজ নাচ ও নাটকের আয়োজন করা হয়েছে। চলে মেলা। প্রতিদিন বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যনাট্য-এর মাধ্যমে দেখানো হবে বিভিন্ন জনজাতির জীবনযাত্রা। এর মধ্যে থাকছে চাষের আগে পুজো, নতুন বছরকে বরণ, মাছ শিকার সহ আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন আঙ্গিক। অজানা তথ্য জনসমক্ষে আসবে বলে জানান উদ্যোক্তারা‌।

অনন্যা দে

Purba Bardhaman News: বৈশাখ সংক্রান্তিতে দেবীর পুজো ঘিরে সাজো সাজো রব এই সতীপীঠে, ভিড় পুণ্যার্থীদের

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: শরৎকালে এই গ্রামে হয় না কোনও দুর্গাপুজো। বৈশাখমাসের এই পুজোকে ঘিরেই উৎসবের আমেজ গ্রাম জুড়ে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষীরগ্ৰামে য্যোগাদ্যা দেবীর পুজো ও মেলা। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্ৰামের য্যোগাদ্যা সতীপীঠ। জানা যায়, বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ ক্ষীরগ্ৰামে য্যোগাদ্যা দেবীর মন্দির নির্মাণ করান।

সারাবছর মা য্যোগাদ্যার প্রস্তর মূর্তি ক্ষীরদীঘির জলে নিমজ্জিত থাকে। বছরে মাত্র ছ’দিনের জন্য ডাঙায় আনা হয় সেই মূর্তি। কিন্তু এর মধ্যে মাত্র দু’দিন দেবীর দর্শন পান ভক্তরা। বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের চার তারিখে। এছাড়া, বাকি চারদিন হল আষাঢ় নবমী, বিজয়া দশমী, পনেরোই পৌষ এবং মাঘ মাসের মাকরী সপ্তমী। ওই চারদিন দেবী যোগাদ্যাকে তুলে পুজো করা হলেও, দেবীকে দর্শনের অনুমতি পান না ভক্তরা। প্রত্যেক বছরের মত এবারেও ধূমধাম সহকারে শুরু হয়েছে দেবী যোগাদ্যার পুজো এবং মেলা।

আরও পড়ুন : অতীতে ভেসে আসা বন্ধ বাক্স ঘিরেই চলে পুজো, বসে মেলা, নামে ভক্তদের ঢল

এই প্রসঙ্গে মন্দির কমিটির এক সদস্য বলেন , “এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। দেবীকে দর্শনের জন্য উপচে পড়ে ভিড়। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। এটাই আমাদের প্রধান উৎসব। ” পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের যোগাদ্যা পুজোকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। দুর্গাপুজো নয় , যোগাদ্যা দেবীর পুজোই এই গ্রামের প্রধান উৎসব। যোগাদ্যা দেবীর পুজো গ্রামবাসীর কাছে যেন একটা আবেগ। সারাবছর এই পুজোর জন্য অপেক্ষায় থাকেন গ্রামবাসীরা। জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকেও বহু ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিতে।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ক্ষীরগ্রামের দেবী যোগাদ্যার এই পুজো এবং মেলা। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসেছে এই মেলা। আনন্দ উৎসবে মেতে উঠেছে সম্পূর্ণ ক্ষীরগ্রাম। রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। জানা গিয়েছে সাতদিন ধরে এই উৎসব চলবে ।

Akshaya Tritiya Rituals: অক্ষয় তৃতীয়ার রাতে ১ চামচ নুন ও ৩ টে লবঙ্গ দিয়ে করুন এই কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদে টাকার অভাব হবে না কোনওদিন

শুক্রবার, ১০ মে পালিত হল চলতি বছরের অক্ষয় তৃতীয়া৷ সনাতনী মতে বিশ্বাস করা হয় এই তিথিতে যে কাজ করা হয়, তার পুণ্যফল শাশ্বত ও অক্ষয় হয়ে থাকে জীবনভর৷
শুক্রবার, ১০ মে পালিত হল চলতি বছরের অক্ষয় তৃতীয়া৷ সনাতনী মতে বিশ্বাস করা হয় এই তিথিতে যে কাজ করা হয়, তার পুণ্যফল শাশ্বত ও অক্ষয় হয়ে থাকে জীবনভর৷

 

এই দিনে শুভক্ষণ মেনে করা হয় হালখাতা৷ কেনা হয় সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ কিন্তু জানেন কি শুধু দিনের বেলা নয়৷ অক্ষয় তৃতীয়া তিথির রাতেও পালনীয় কিছু রীতিনীতি আছে৷
এই দিনে শুভক্ষণ মেনে করা হয় হালখাতা৷ কেনা হয় সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ কিন্তু জানেন কি শুধু দিনের বেলা নয়৷ অক্ষয় তৃতীয়া তিথির রাতেও পালনীয় কিছু রীতিনীতি আছে৷

 

মনে করা হয় এই তিথির রাতে এই টোটকাগুলি পালন করলে জীবনভর অর্থাভাব হয় না৷ টের পাওয়া যায় না অভাব৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র শর্মা৷
মনে করা হয় এই তিথির রাতে এই টোটকাগুলি পালন করলে জীবনভর অর্থাভাব হয় না৷ টের পাওয়া যায় না অভাব৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র শর্মা৷

 

এই তিথির রাতে একটি কাচের গ্লাসে গঙ্গাজল নিয়ে তাতে মেশান ১ চামচ শুদ্ধ নুন৷ রান্নাঘরে ব্যবহৃত নুন নেবেন না৷ এ বার লালকাপড়ে গ্লাসের মুখবন্ধ করে রেখে দিন ঘরের ঈশান কোণে৷
এই তিথির রাতে একটি কাচের গ্লাসে গঙ্গাজল নিয়ে তাতে মেশান ১ চামচ শুদ্ধ নুন৷ রান্নাঘরে ব্যবহৃত নুন নেবেন না৷ এ বার লালকাপড়ে গ্লাসের মুখবন্ধ করে রেখে দিন ঘরের ঈশান কোণে৷

 

মনে করা হয় এর ফলে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সংসারে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সঙ্গতি৷ বিভিন্ন দিক থেকে অর্থাগমের পথ সুগম হবে৷
মনে করা হয় এর ফলে সংসার থেকে নেগেটিভ শক্তি দূর হয়৷ সংসারে আসে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সঙ্গতি৷ বিভিন্ন দিক থেকে অর্থাগমের পথ সুগম হবে৷

 

অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে পুজো করে তাঁর চরণে নিবেদন করুন ১ টি ১ টাকার কয়েন ও ৩ টি লবঙ্গ৷ এর পর তাঁর চরণে মনস্কামনা নিবেদন করুন৷
অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে পুজো করে তাঁর চরণে নিবেদন করুন ১ টি ১ টাকার কয়েন ও ৩ টি লবঙ্গ৷ এর পর তাঁর চরণে মনস্কামনা নিবেদন করুন৷

 

এর পর ওই লবঙ্গ খুব গোপনে রেখে দিন নুনের কৌটোয়৷ এবং কয়েন রাখুন আলমারির লকারে৷ এতে আপনার দুর্ভাগ্য পরিবর্তিত হবে সৌভাগ্যে৷ তবে খেয়াল রাখবেন এই কাজ করার সময় যেন কেউ আপনাকে না দেখে৷
এর পর ওই লবঙ্গ খুব গোপনে রেখে দিন নুনের কৌটোয়৷ এবং কয়েন রাখুন আলমারির লকারে৷ এতে আপনার দুর্ভাগ্য পরিবর্তিত হবে সৌভাগ্যে৷ তবে খেয়াল রাখবেন এই কাজ করার সময় যেন কেউ আপনাকে না দেখে৷

 

অক্ষয় তৃতীয়ার রাতে এই কাজগুলি করলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস৷ আপনার ওয়ালেট কোনওদিন শূন্য হবে না৷ মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে আপনার সঙ্গী হয়ে৷
অক্ষয় তৃতীয়ার রাতে এই কাজগুলি করলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস৷ আপনার ওয়ালেট কোনওদিন শূন্য হবে না৷ মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকবে আপনার সঙ্গী হয়ে৷

Akshaya Tritiya Halkhata Timing: রাত পোহালে অক্ষয় তৃতীয়ার এই সময়ে করুন হালখাতা, এই সময়ে কিনুন সোনা! ব্যবসায় উপচে পড়বে লাভ, জীবনে টের পাবেন না অভাব

রাত পোহালেই, শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ।
রাত পোহালেই, শুক্রবার অক্ষয় তৃতীয়া। বৈশাখমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ।

 

সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
সনাতনী মতে মনে করা হয়, এই শুভ তিথিতে যা করবেন, তার সুফল অক্ষয় হয়ে থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

শুক্রবার অক্ষয়তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে।
শুক্রবার অক্ষয়তৃতীয়া শুরু হবে ভোর ৪.১৭ মিনিটে।

 

১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷
১০ মে দিনভর অক্ষয় তৃতীয়া তিথি থাকার পর সেদিন রাত ২.৫০ মিনিট পর্যন্ত এই শুভ তিথি থাকবে৷

 

অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷
অক্ষয় তৃতীয়ায় ভোর ৫.৩৩ মিনিট থেকে রাত ২.৫০ মিনিট পর্যন্ত পুরোটাই সোনা কেনার শুভ মুহূর্ত৷

 

ব্যবসায়ীরা এই তিথিতে হালখাতা করেন। এ বছর হালখাতা করার শুভ সময় সকাল ৭.৩৫ থেকে সকাল ১০.১২ মিনিট।
ব্যবসায়ীরা এই তিথিতে হালখাতা করেন। এ বছর হালখাতা করার শুভ সময় সকাল ৭.৩৫ থেকে সকাল ১০.১২ মিনিট।

 

হালখাতা করার আরও একটি শুভ পর্ব হল দুপুর ১২.৪৮ থেকে দুপুর ২.৩৮ পর্যন্ত।
হালখাতা করার আরও একটি শুভ পর্ব হল দুপুর ১২.৪৮ থেকে দুপুর ২.৩৮ পর্যন্ত।

 

Akshaya Tritiya 2024 Rituals:শুক্রবার অক্ষয় তৃতীয়া! পুণ্যতিথিতে ভুলেও খাবেন না এই খাবারগুলি! অভাবে তছনছ হতে পারে সংসার

আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।
আগামী ১০ মে, শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই পার্বণ।

 

শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।
শুধু বৈশাখ মাসই নয়। বছরভরই এই দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে যা করা হয়, তার ফল অক্ষয় হয়ে থাকে।

 

সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।
সনাতন বিশ্বাস মতে এই তিথিতে দানধ্যান এবং পুণ্যদীতে স্নান করা খুবই গুরুত্বপ্ূর্ণ।

 

কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
কিছু খাবার এই তিথিতে কখনওই গ্রহণ করা যাবে না। তাহলে সব পুণ্যফল হাতছাড়া হবে। নইলে অর্থাভাবে তছনছ হবে সংসার। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।
এই তিথিতে আমিষ খাবার বা পেঁয়াজ, রসুন, মুসুরডাল গ্রহণ করবেন না।

 

ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।
ভুলেও মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার এদিন খাবেন না। বাড়িতেও আনবেন না।

 

 কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।
কোনও পোড়া খাবার এই তিথিতে খাবেন না। বেগুন পোড়া, টম্যাটো পোড়া জাতীয় খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।

 

এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।
এই তিথিতে এড়িয়ে চলুন নেশাজাতীয় সব রকম জিনিস।

 

প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।
প্রচলিত বিশ্বাস, এই নিয়মগুলি পালন করলে জীবনে ও সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। কোনওদিন দারিদ্রে পড়তে হয় না।

Vaishakhi Amavasya 2024: মঙ্গল ও বুধ বৈশাখী অমাবস্যা! সন্ধ্যায় করুন এই কাজ, ঘর মোছার জলে দিন এই জিনিস! অভাব কাটিয়ে চুম্বকের টানে পাবেন অর্থসুখ

মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷
মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷
পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷

 

এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷
অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷

 

এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷
এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷

 

পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷
পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷

 

এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷
এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷

 

এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷
এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷

 

অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷
অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷

Pradosh Vrat Rituals: আসছে প্রদোষ ব্রত, ভগবান শিবকে নিবেদন করুন এই ২ বিশেষ জিনিস! সম্পর্ক মধুর হবে

অনন্যা দে, আলিপুরদুয়ার: ত্রয়োদশী তিথিকে দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়। শিবের প্রদোষ ব্রত পালন করে জীবনে ফিরিয়ে আনুন সুখ,শান্তি। ভোগে দিন দই, জানালেন জ‍্যোতিষবিদ বিনোদ তিওয়ারি। জ‍্যোতিষবিদ জানান, “প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিশেষ পুজো করা হয়।এবারের প্রদোষ ব্রততে শিবকে অর্পণ করা উচিত মধু,দই। জীবনে মাধুর্য বাড়ে।”

ধর্মীয় বিশ্বাস অনুসারে, যথাযথ আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও এটি জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ৫ মে বিকেল ৫ টা ৪১ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ৬ মে দুপুর ২ টো ৪০ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে প্রদোষ ব্রত পালিত হবে ৫ মে।

আরও পড়ুন : অবাক কাণ্ড! দুর্গাপুরে রামলালার সূর্য তিলক, বিজ্ঞানে বাজিমাত যুবকের

হিন্দু ধর্মে প্রদোষ ব্রতকে ভগবান শিবের উপাসনার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস ও ভগবান শিবের উপাসনা করলে অন্বেষণকারী সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পান।

Vaishakh Amavasya 2024: কাটবে বাধা, কুদৃষ্টি দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি ও সৌভাগ্য! অমাবস্যায় করুন এই ছোট্ট কাজ

বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।
বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।

 

 আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।
এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।

 

অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।
অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।

 

এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।
এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।

 

বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।
বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।

 

এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।
এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।

Akshay Tritiya 2024 Shubh Muhurt: আসছে অক্ষয় তৃতীয়া, সকালের এই সময়ে কিনুন সোনা রুপো! দুপুরের এই সময়ে বাড়ি গাড়ি জমি! জীবনে উপচে পড়বে টাকার রাশি

আগামী ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া পার্বণ৷ বৈশাখের শুক্লপক্ষের এই তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷
আগামী ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া পার্বণ৷ বৈশাখের শুক্লপক্ষের এই তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷

 

প্রচলিত বিশ্বাস, এই শুভ তিথিতে যে কাজ করা হয়, তার ফললাভ চিরজীবন অক্ষয় হয়ে থাকে৷
প্রচলিত বিশ্বাস, এই শুভ তিথিতে যে কাজ করা হয়, তার ফললাভ চিরজীবন অক্ষয় হয়ে থাকে৷

 

এই তিথিতে সোনা, রুপো-সহ অন্যান্য মূল্যবান জিনিস কেনা শুভ বলে মনে করা হয়৷ শুভ কাজের সূত্রপাতও করা হয় এই তিথিতে৷
এই তিথিতে সোনা, রুপো-সহ অন্যান্য মূল্যবান জিনিস কেনা শুভ বলে মনে করা হয়৷ শুভ কাজের সূত্রপাতও করা হয় এই তিথিতে৷

 

পণ্ডিত সঞ্জয় উপাধ্যায়ের মতে এই দিন ভোর ৫.৪৫ থেকে সকাল ৭.২৫ পর্যন্ত এবং দুপুর ১২.০৭ থেকে দুপুর ২.২১ পর্যন্ত সময় কোনও নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ৷
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায়ের মতে এই দিন ভোর ৫.৪৫ থেকে সকাল ৭.২৫ পর্যন্ত এবং দুপুর ১২.০৭ থেকে দুপুর ২.২১ পর্যন্ত সময় কোনও নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ৷

 

দুপুর ১২.০১ থেকে দুপুর ২.২১ পর্যন্ত সময় অত্যন্ত শুভ সোনা, রুপো, নতুন গাড়ি বা জমি কেনার জন্য৷
দুপুর ১২.০১ থেকে দুপুর ২.২১ পর্যন্ত সময় অত্যন্ত শুভ সোনা, রুপো, নতুন গাড়ি বা জমি কেনার জন্য৷

 

মনে করা হয় এই সময় মেনে শুভ কাজগুলি করলে সবথেকে বেশি পুণ্য অর্জন সম্ভব৷
মনে করা হয় এই সময় মেনে শুভ কাজগুলি করলে সবথেকে বেশি পুণ্য অর্জন সম্ভব৷