Tag Archives: fridge

Curd In Fridge: কিনে খাবেন কেন, কোনও খাটনি ছাড়াই অনায়াসে ফ্রিজেই পাতুন দই! চিন্তা দূর, গরমে নিশ্চিন্তে খান বাটির পর বাটি

গরম কালে বাড়িতে পাতা দই, যেন অমৃত। কিন্তু ঝামেলা বিস্তর। দুধ জ্বাল দেওয়া। ক্রমাগত নাড়া। মাটির হাঁড়িতে রাখা। খাটুনির কাজ। কিন্তু যদি ফ্রিজই দই তৈরি করে দেয়, তাহলে? ম্যাজিক না কি! একপ্রকার তাই।
গরম কালে বাড়িতে পাতা দই, যেন অমৃত। কিন্তু ঝামেলা বিস্তর। দুধ জ্বাল দেওয়া। ক্রমাগত নাড়া। মাটির হাঁড়িতে রাখা। খাটুনির কাজ। কিন্তু যদি ফ্রিজই দই তৈরি করে দেয়, তাহলে? ম্যাজিক না কি! একপ্রকার তাই।
প্রযুক্তি ক্রমাগত বদলাচ্ছে। আজ যা নতুন, কাল তা সেকেলে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে গ্রাহকের নাড়ি নক্ষত্র জানতে হবে। এটা স্যামসং-এর চেয়ে ভাল আর কেউ বোঝে না। সম্প্রতি Samsung লঞ্চ করল Curd Maestro। এমন এক রেফ্রিজারেটর যা নিখুঁত দই তৈরি করতে পারে।
প্রযুক্তি ক্রমাগত বদলাচ্ছে। আজ যা নতুন, কাল তা সেকেলে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে গ্রাহকের নাড়ি নক্ষত্র জানতে হবে। এটা স্যামসং-এর চেয়ে ভাল আর কেউ বোঝে না। সম্প্রতি Samsung লঞ্চ করল Curd Maestro। এমন এক রেফ্রিজারেটর যা নিখুঁত দই তৈরি করতে পারে।
শেষ পাতে দই না হলে ভারতীয়দের চলে না। এর সঙ্গে ঘোল, লস্যি তো আছেই। তাছাড়া দইকে শুভ মনে করা হয়। পুজো পার্বনে লাগবেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে কপালে ফোঁটাও। তাই প্রত্যেক ভারতীয় রান্নাঘরে দই থাকেই।
শেষ পাতে দই না হলে ভারতীয়দের চলে না। এর সঙ্গে ঘোল, লস্যি তো আছেই। তাছাড়া দইকে শুভ মনে করা হয়। পুজো পার্বনে লাগবেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে কপালে ফোঁটাও। তাই প্রত্যেক ভারতীয় রান্নাঘরে দই থাকেই।
দই পাতার ঝামেলা আছে। কিন্তু ঝামেলা পোহালেই যে নিখুঁত গাঢ় দই মিলবে তার নিশ্চয়তা নেই। জ্বাল একটু এদিক ওদিক হলেই ব্যস। দই বসবে না। জলের মতো পাতলা হয়ে যাবে। আবার চিনির পরিমাণ ভুল হলে বদলে যাবে স্বাদ।
দই পাতার ঝামেলা আছে। কিন্তু ঝামেলা পোহালেই যে নিখুঁত গাঢ় দই মিলবে তার নিশ্চয়তা নেই। জ্বাল একটু এদিক ওদিক হলেই ব্যস। দই বসবে না। জলের মতো পাতলা হয়ে যাবে। আবার চিনির পরিমাণ ভুল হলে বদলে যাবে স্বাদ।
এই সব সমস্যা মেটাতেই ওয়ান স্টপ দই সলিউশন নিয়ে এসেছে স্যামসং। রেফ্রিজারেটরে স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে দই। গ্রাহককে শুধু দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। স্যামসং-এর এই ফ্রিজে আছে ‘কার্ড’ বাটন। দুধ ঢিকিয়ে সেটা অন করতে হবে। এবার দুটো অপশন আসবে। ঘন দই না কি পাতলা দই। পছন্দ মতো যে কোনও একটা বেছে নিলেই হল।
এই সব সমস্যা মেটাতেই ওয়ান স্টপ দই সলিউশন নিয়ে এসেছে স্যামসং। রেফ্রিজারেটরে স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে দই। গ্রাহককে শুধু দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। স্যামসং-এর এই ফ্রিজে আছে ‘কার্ড’ বাটন। দুধ ঢিকিয়ে সেটা অন করতে হবে। এবার দুটো অপশন আসবে। ঘন দই না কি পাতলা দই। পছন্দ মতো যে কোনও একটা বেছে নিলেই হল।
Curd Maestro রেফ্রিজারেটরে পাতলা দই হতে ৬.৫ ঘণ্টা সময় লাগে। আর ঘন দই হতে ৭.৫ ঘণ্টা। ফার্মেন্টেশন থেকে সংরক্ষণ, সব দায়িত্ব ফ্রিজের। দই তৈরি হয়ে গেলে জ্বলে উঠবে ‘সার্ভ’ আইকন। ব্যস, ঠান্ডা ঘন দই শুধু পাতে দেওয়ার অপেক্ষা।
Curd Maestro রেফ্রিজারেটরে পাতলা দই হতে ৬.৫ ঘণ্টা সময় লাগে। আর ঘন দই হতে ৭.৫ ঘণ্টা। ফার্মেন্টেশন থেকে সংরক্ষণ, সব দায়িত্ব ফ্রিজের। দই তৈরি হয়ে গেলে জ্বলে উঠবে ‘সার্ভ’ আইকন। ব্যস, ঠান্ডা ঘন দই শুধু পাতে দেওয়ার অপেক্ষা।
কোনটা কতটা দেব, সেই আন্দাজে ভুল হওয়ার সম্ভাবনাও নেই। ফ্রিজই বুঝে নেবে। দইয়ের স্বাদ নিয়েও ভাবতে হবে না। বাড়ির সদস্য থেকে অতিথি, চেটেপুটে খাবে সবাই।
কোনটা কতটা দেব, সেই আন্দাজে ভুল হওয়ার সম্ভাবনাও নেই। ফ্রিজই বুঝে নেবে। দইয়ের স্বাদ নিয়েও ভাবতে হবে না। বাড়ির সদস্য থেকে অতিথি, চেটেপুটে খাবে সবাই।

AC Earthing: বাড়িতে AC লাগানোর আগে এই কাজটা করে নিন! না হলে সামান্য টাকা বাঁচাতে গিয়ে মৃত্যুও হতে পারে

অনেক সময় আমরা খালি পায়ে মাটিতে রেখে ল্যাপটপ, ওয়াশিং মেশিন বা ফ্রিজ স্পর্শ করলে কারেন্টের হালকা শক পাই। এর কারণ ঘরের আর্থিং না থাকা।
অনেক সময় আমরা খালি পায়ে মাটিতে রেখে ল্যাপটপ, ওয়াশিং মেশিন বা ফ্রিজ স্পর্শ করলে কারেন্টের হালকা শক পাই। এর কারণ ঘরের আর্থিং না থাকা।
ঘরে আর্থিং করা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট মাটির ভিতরে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখন ডিভাইস স্পর্শ করবেন তখন শক অনুভব করবেন না।
ঘরে আর্থিং করা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট মাটির ভিতরে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখন ডিভাইস স্পর্শ করবেন তখন শক অনুভব করবেন না।
যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে। প্রাণহানিও হতে পারে এক্ষেত্রে।
যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে। প্রাণহানিও হতে পারে এক্ষেত্রে।
ভারী ভোল্টেজ ইকুইপমেন্টের ক্ষেত্রে মেইন তার এসির বডি স্পর্শ করা তারের কানেকশন ঢিলে হয়ে গেলে মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তখন যে কেউ শক পেতে পারেন।
ভারী ভোল্টেজ ইকুইপমেন্টের ক্ষেত্রে মেইন তার এসির বডি স্পর্শ করা তারের কানেকশন ঢিলে হয়ে গেলে মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তখন যে কেউ শক পেতে পারেন।
বিদ্যুতের বিপদ থেকে বাঁচতে বাড়িতে এসি বা যে কোনও বড় যন্ত্র ইনস্টল করার আগে আর্থিং করিয়ে নেওয়া ভাল।
বিদ্যুতের বিপদ থেকে বাঁচতে বাড়িতে এসি বা যে কোনও বড় যন্ত্র ইনস্টল করার আগে আর্থিং করিয়ে নেওয়া ভাল।
বাড়ির ওয়ারিং করানোর সময়ই আর্থি করিয়ে নিতে পারেন। এতে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়। খরচও খুবই কম হয় আর্থিং করাতে।
বাড়ির ওয়ারিং করানোর সময়ই আর্থি করিয়ে নিতে পারেন। এতে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়। খরচও খুবই কম হয় আর্থিং করাতে।
আর্থিং অনেক ধরনের হয়। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী এই আর্থিং এর যে কোন একটি করতে পারেন।
আর্থিং অনেক ধরনের হয়। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী এই আর্থিং এর যে কোন একটি করতে পারেন।
আর্থিং এর জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।

আর্থিং এর জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।

Fridge VS Refrigerator: বলুন তো, ফ্রিজ ও রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য কি? ৯০% মানুষেরই আসল উত্তরটা অজানা, আপনি জানেন?

গরমকাল আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়ার প্রবণতা অনেকগুণ বেড়ে যায়৷ এবং ফ্রিজেও ঠান্ডা জল রাখা শুরু হয়ে যায়৷ তবে শুধু ঠান্ডা জল নয়, বরং নষ্ট হওয়া ঠেকাতে  বিভিন্ন খাদ্য সামগ্রীও রাখা হয় ফ্রিজে।
গরমকাল আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়ার প্রবণতা অনেকগুণ বেড়ে যায়৷ এবং ফ্রিজেও ঠান্ডা জল রাখা শুরু হয়ে যায়৷ তবে শুধু ঠান্ডা জল নয়, বরং নষ্ট হওয়া ঠেকাতে বিভিন্ন খাদ্য সামগ্রীও রাখা হয় ফ্রিজে।
আমাদের জীবনে এমন অনেক জিনিস রয়েছে যা ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারি না। এর মধ্যে একটি জিনিস হল রেফ্রিজারেটর বা ফ্রিজ।
আমাদের জীবনে এমন অনেক জিনিস রয়েছে যা ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারি না। এর মধ্যে একটি জিনিস হল রেফ্রিজারেটর বা ফ্রিজ।
বর্তমানে রেফ্রিজারেটর প্রতিটি বাড়িতেই রয়েছে এবং সকলেই তা নিজের নিজের প্রয়োজন  মতো ব্যবহার করে। সাধারণত লোকেরা চলতি কথায় এটিকে ফ্রিজ বলে৷
বর্তমানে রেফ্রিজারেটর প্রতিটি বাড়িতেই রয়েছে এবং সকলেই তা নিজের নিজের প্রয়োজন মতো ব্যবহার করে। সাধারণত লোকেরা চলতি কথায় এটিকে ফ্রিজ বলে৷
তবে ফ্রিজ ও রেফ্রিজারেটরের মধ্যে কি পার্থক্য রয়েছে জানেন? রেফ্রিজারেটরকে হিন্দিতে কী বলে জানেন?  ৯০ শতাংশ মানুষই জানেন না আসল উত্তর৷
তবে ফ্রিজ ও রেফ্রিজারেটরের মধ্যে কি পার্থক্য রয়েছে জানেন? রেফ্রিজারেটরকে হিন্দিতে কী বলে জানেন? ৯০ শতাংশ মানুষই জানেন না আসল উত্তর৷
অনলাইন প্ল্যাটফর্ম Quora-তে একজন ব্যবহারকারী একই প্রশ্ন করেছেন। তার কৌতূহল মেটানোর জন্য অনেকেই বিভিন্ন উত্তর দিয়েছেন।
অনলাইন প্ল্যাটফর্ম Quora-তে একজন ব্যবহারকারী একই প্রশ্ন করেছেন। তার কৌতূহল মেটানোর জন্য অনেকেই বিভিন্ন উত্তর দিয়েছেন।
রেফ্রিজারেটরকে হিন্দিতে রেফ্রিজারেটর বলে। হিন্দি ভাষায় আবার  রেফ্রিজারেটরকে রেফ্রিজারেন্ট বলা হয়। কিছু লোক আবার এটিকে কুল্যান্টও বলেছে।
রেফ্রিজারেটরকে হিন্দিতে রেফ্রিজারেটর বলে। হিন্দি ভাষায় আবার রেফ্রিজারেটরকে রেফ্রিজারেন্ট বলা হয়। কিছু লোক আবার এটিকে কুল্যান্টও বলেছে।
ফ্রিজ এবং রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য কী জানেন৷ রেফ্রিজারেটর এমন একটি যন্ত্র যা জলকে বরফে পরিণত করে। যেখানে ফ্রিজ একটি তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য জিনিসগুলিকে নিরাপদ রাখে। যদিও মানুষ সাধারণত ফ্রিজ এবং রেফ্রিজারেটরের জন্য একই শব্দ ব্যবহার করে।
ফ্রিজ এবং রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য কী জানেন৷ রেফ্রিজারেটর এমন একটি যন্ত্র যা জলকে বরফে পরিণত করে। যেখানে ফ্রিজ একটি তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য জিনিসগুলিকে নিরাপদ রাখে। যদিও মানুষ সাধারণত ফ্রিজ এবং রেফ্রিজারেটরের জন্য একই শব্দ ব্যবহার করে।

Fridge: সিঙ্গল ডোর ফ্রিজের ‘ডিপ ফ্রিজারে’ কেন জমে যায় বরফ? আসল কারণ কী? ছোট্ট কাজেই সমস্যা গায়েব! জানুন দুর্দান্ত উপায়

ফ্রিজ প্রায় সব বাড়িতেই আছে আজকাল। এই ফ্রিজ নিয়ে অনেককেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয় কী শীত কী গ্রীষ্ম। কারণ দেখা যায় ওয়ান ডোর ফ্রিজের ডিপ ফ্রিজারে প্রায়ই বরফ জমে যায়। এর আসল কারণ কী..? এটি এড়ানোর উপায়ই বা কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
ফ্রিজ প্রায় সব বাড়িতেই আছে আজকাল। এই ফ্রিজ নিয়ে অনেককেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয় কী শীত কী গ্রীষ্ম। কারণ দেখা যায় ওয়ান ডোর ফ্রিজের ডিপ ফ্রিজারে প্রায়ই বরফ জমে যায়। এর আসল কারণ কী..? এটি এড়ানোর উপায়ই বা কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
সাধারণত যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে ফ্রিজে আচমকা অতিরিক্ত বরফ তৈরি হতে শুরু করতে পারে। আপনি ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা থাকে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
সাধারণত যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে ফ্রিজে আচমকা অতিরিক্ত বরফ তৈরি হতে শুরু করতে পারে। আপনি ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা থাকে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
যাদের বাড়িতে একটি দরজাবিশিষ্ট্য ফ্রিজ আছে তারা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হন। দেখা যায় আপনি যতবারই ডিপ ফ্রিজার পরিষ্কার করুন না কেন, ফ্রিজারটি বরফের পাহাড়ের মতো ভরে যাবে। এর কারণ কি..?
যাদের বাড়িতে একটি দরজাবিশিষ্ট্য ফ্রিজ আছে তারা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হন। দেখা যায় আপনি যতবারই ডিপ ফ্রিজার পরিষ্কার করুন না কেন, ফ্রিজারটি বরফের পাহাড়ের মতো ভরে যাবে। এর কারণ কি..?
সাধারণত ফ্রিজের দরজা বা ফ্রিজ ডোরের গ্যাসকেট নষ্ট হলে এই সমস্যা দেখা দেয়। অর্থাৎ এগুলি প্রভাবিত হওয়ার ফলে ফ্রিজে বাতাস ঢুকে যায় এবং এভাবে সঞ্চালিত হয়। তাই যদি দরজা বা গ্যাসকেট একটু ভেঙে যায় বা সেটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সমাধান একটিই, গাসকেটটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে হবে।
সাধারণত ফ্রিজের দরজা বা ফ্রিজ ডোরের গ্যাসকেট নষ্ট হলে এই সমস্যা দেখা দেয়। অর্থাৎ এগুলি প্রভাবিত হওয়ার ফলে ফ্রিজে বাতাস ঢুকে যায় এবং এভাবে সঞ্চালিত হয়। তাই যদি দরজা বা গ্যাসকেট একটু ভেঙে যায় বা সেটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সমাধান একটিই, গাসকেটটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে হবে।
অনেক ক্ষেত্রে আবার ইভাপোরেটর কয়েল নষ্ট হলে এই সমস্যা হয়। এই কয়েল ফ্রিজ থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য দায়ী। এক্ষেত্রে কয়েল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এই সমস্যা হয় না।
অনেক ক্ষেত্রে আবার ইভাপোরেটর কয়েল নষ্ট হলে এই সমস্যা হয়। এই কয়েল ফ্রিজ থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য দায়ী। এক্ষেত্রে কয়েল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এই সমস্যা হয় না।
যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে বরফ তৈরি হতে পারে। আপনি ডিপ ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা হয়ে যায় মুহূর্তের মধ্যে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে বরফ তৈরি হতে পারে। আপনি ডিপ ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা হয়ে যায় মুহূর্তের মধ্যে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
তাই আদর্শ সমাধান হল, ফ্রিজ দীর্ঘদিন হয়ে গিয়ে থাকলে বছরে অন্তত একবার মেরামত করা। কারণ তবেই এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। বাড়িতে সপ্তাহে একবার বা মাসে দুইবার ফ্রিজ পরিষ্কার করার অভ্যাস অনুসরণ করা ভাল।
তাই আদর্শ সমাধান হল, ফ্রিজ দীর্ঘদিন হয়ে গিয়ে থাকলে বছরে অন্তত একবার মেরামত করা। কারণ তবেই এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। বাড়িতে সপ্তাহে একবার বা মাসে দুইবার ফ্রিজ পরিষ্কার করার অভ্যাস অনুসরণ করা ভাল।

Electric Bill Saving Tips: দেওয়াল থেকে কত দূরে ফ্রিজ রেখেছেন? এই ভুলেই ইলেকট্রিক বিল বাড়ছে হুহু করে! ৯৯% মানুষই সঠিকটা জানে না

প্রবল গরমে এসি, ফ্যান, ফ্রিজ চালিয়ে চালিয়ে ইলেকট্রিক বিল চড়চড় করে বাড়তে থাকে। ছোট ছোট জিনিসে খেয়াল না রাখলে বিলে লাগাম লাগানো যাবে না। তাই এই ছোট্ট টিপস জেনে রাখলে আপনারই উপকার।
প্রবল গরমে এসি, ফ্যান, ফ্রিজ চালিয়ে চালিয়ে ইলেকট্রিক বিল চড়চড় করে বাড়তে থাকে। ছোট ছোট জিনিসে খেয়াল না রাখলে বিলে লাগাম লাগানো যাবে না। তাই এই ছোট্ট টিপস জেনে রাখলে আপনারই উপকার।
গ্রীষ্ম হোক বা শীত, প্রতিটি ঋতুতেই ফ্রিজের প্রয়োজন রয়েছে। ইলেকট্রনিক পণ্য যাই হোক না কেন, সেগুলোর ঠিকমতো যত্ন না নিলে সেগুলো বেশিদিন টেকে না। তাই দীর্ঘায়ুর জন্য রেফ্রিজারেটরের যথাযথ যত্ন নেওয়া জরুরি।
গ্রীষ্ম হোক বা শীত, প্রতিটি ঋতুতেই ফ্রিজের প্রয়োজন রয়েছে। ইলেকট্রনিক পণ্য যাই হোক না কেন, সেগুলোর ঠিকমতো যত্ন না নিলে সেগুলো বেশিদিন টেকে না। তাই দীর্ঘায়ুর জন্য রেফ্রিজারেটরের যথাযথ যত্ন নেওয়া জরুরি।
যাঁদের বাড়িতে ফ্রিজ আছে, তাঁরা সময়ে সময়ে তা পরিষ্কার করেন কিন্তু ছোটখাটো বিষয়ের প্রতি মনোযোগ দেন না। আসলে, খুব কম মানুষই জানেন যে রেফ্রিজারেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে এটি ক্ষতিগ্রস্ত হবে এবং বিদ্যুৎ বিলও দ্রুত বাড়বে।
যাঁদের বাড়িতে ফ্রিজ আছে, তাঁরা সময়ে সময়ে তা পরিষ্কার করেন কিন্তু ছোটখাটো বিষয়ের প্রতি মনোযোগ দেন না। আসলে, খুব কম মানুষই জানেন যে রেফ্রিজারেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে এটি ক্ষতিগ্রস্ত হবে এবং বিদ্যুৎ বিলও দ্রুত বাড়বে।
আপনি কি জানেন যে আপনার রেফ্রিজারেটর এবং দেওয়ালের মধ্যে কিছু জায়গা ছেড়ে দেওয়া দরকার, যাতে মেশিনটি আরও দক্ষতার সঙ্গে চলতে পারে?
আপনি কি জানেন যে আপনার রেফ্রিজারেটর এবং দেওয়ালের মধ্যে কিছু জায়গা ছেড়ে দেওয়া দরকার, যাতে মেশিনটি আরও দক্ষতার সঙ্গে চলতে পারে?
খুব কম জায়গা থাকলে ফ্রিজকে নিজেকে ঠান্ডা করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে, যা আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দেবে এবং আপনার বেশি টাকা খরচ হবে।
খুব কম জায়গা থাকলে ফ্রিজকে নিজেকে ঠান্ডা করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে, যা আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দেবে এবং আপনার বেশি টাকা খরচ হবে।
বাতাস চলাচলের জন্য রেফ্রিজারেটরকে দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্বে রাখতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ যে কোনও মেশিনকে মসৃণভাবে চালানোর জন্য এবং অতিরিক্ত গরম এড়াতে, মেশিনের চারপাশে কিছু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।
বাতাস চলাচলের জন্য রেফ্রিজারেটরকে দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্বে রাখতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ যে কোনও মেশিনকে মসৃণভাবে চালানোর জন্য এবং অতিরিক্ত গরম এড়াতে, মেশিনের চারপাশে কিছু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।
এখন প্রশ্ন, দেওয়াল থেকে রেফ্রিজারেটর ঠিক কত দূরত্বে রাখা উচিত? পিছনের দেওয়াল থেকে ২ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ১ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে রাখা উচিত। তবে এটি একটি সাধারণ নিয়ম।
এখন প্রশ্ন, দেওয়াল থেকে রেফ্রিজারেটর ঠিক কত দূরত্বে রাখা উচিত? পিছনের দেওয়াল থেকে ২ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ১ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে রাখা উচিত। তবে এটি একটি সাধারণ নিয়ম।
প্রতিটি প্রস্তুতকারক প্রতিটি ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা পরিমাণের দূরত্বের উল্লেখ করতে পারে। মডেল অনুসারে আলাদা হতে পারে। তাই ম্যানুয়াল পড়া গুরুত্বপূর্ণ। বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে কম্প্রেসার অতিরিক্ত গরম হবে এবং ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিটি প্রস্তুতকারক প্রতিটি ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা পরিমাণের দূরত্বের উল্লেখ করতে পারে। মডেল অনুসারে আলাদা হতে পারে। তাই ম্যানুয়াল পড়া গুরুত্বপূর্ণ। বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে কম্প্রেসার অতিরিক্ত গরম হবে এবং ক্ষতিগ্রস্ত হবে।

Water Cooling Tips: শরীর শেষ করছে ফ্রিজের জল, কিন্তু ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা থাকবে জল! একদম সহজ উপায় জানুন

গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু ঠান্ডা জলেই স্বস্তি। কিন্তু রাস্তায় বেরোলে বোতলের জল গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের জল খেলে অনেকেরই ঠান্ডা লাগার সমস‍্যা দেখা দেয়।
গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু ঠান্ডা জলেই স্বস্তি। কিন্তু রাস্তায় বেরোলে বোতলের জল গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের জল খেলে অনেকেরই ঠান্ডা লাগার সমস‍্যা দেখা দেয়।
কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ‍্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ‍্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
ভেজা কাপড়: বোতলের জল ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। লের পাত্র ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।
ভেজা কাপড়: বোতলের জল ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। লের পাত্র ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।
ঠান্ডা জল: ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন জলের বোতল। এই আদি অকৃত্তিম উপায়েও ঠান্ডা রাখা যায় জল।
ঠান্ডা জল: ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন জলের বোতল। এই আদি অকৃত্তিম উপায়েও ঠান্ডা রাখা যায় জল।
মাটির কলসি: বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির জল খান। মাটির বোতলও ব‍্যবহার করতে পারেন।
মাটির কলসি: বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির জল খান। মাটির বোতলও ব‍্যবহার করতে পারেন।
কুলার বাক্সও কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে কাজে আসতে পারে এই কুলার বক্সও।
কুলার বাক্সও কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে কাজে আসতে পারে এই কুলার বক্সও।
জলের বোতলের মধ‍্যে বরফের কুচি ফেলে দিতে পারেন। জলে বরফকুচি ফেলা থাকলে বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।
জলের বোতলের মধ‍্যে বরফের কুচি ফেলে দিতে পারেন। জলে বরফকুচি ফেলা থাকলে বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।

Fridge Tips: শুধু এসি নয়, ফ্রিজের এই ৫ টিপস মেনে চললে গরমেও বাড়বে না বিদ‍্যুতের বিল! ৯০% লোকই করছেন এই ভুল

তাপপ্রবাহের জেরে অসহ‍্যকর গরম গোটা দেশ জুড়ে। জ্বলছে বাংলা-সহ একাধিক রাজ‍্য। প্রচণ্ড গরমে খাবার ভাল রাখতে একমাত্র ভরসা ফ্রিজ। ফ্রিজের ঠান্ডা জল ছাড়া চলছেই না। সারাদিন-রাত ধরে চলছে ফ্রিজ। কিন্তু জানেন কি ফ্রিজ ঠিকমতো ব‍্যবহার না করলে বাড়তে পারে ইলেকট্রিক বিল। পাশাপাশি চটজলদি খারাপ হয়ে যেতে পারে ফ্রিজও।
তাপপ্রবাহের জেরে অসহ‍্যকর গরম গোটা দেশ জুড়ে। জ্বলছে বাংলা-সহ একাধিক রাজ‍্য। প্রচণ্ড গরমে খাবার ভাল রাখতে একমাত্র ভরসা ফ্রিজ। ফ্রিজের ঠান্ডা জল ছাড়া চলছেই না। সারাদিন-রাত ধরে চলছে ফ্রিজ। কিন্তু জানেন কি ফ্রিজ ঠিকমতো ব‍্যবহার না করলে বাড়তে পারে ইলেকট্রিক বিল। পাশাপাশি চটজলদি খারাপ হয়ে যেতে পারে ফ্রিজও।
গরমে ফ্রিজের তাপমাত্রাও অনেক নামিয়ে আনা হয়। সারাক্ষণ চলতে থাকে ফ্রিজ। গরমে এসি বা কুলারের কারণে কিছুটা বেড়ে যায় ইলেকট্রিকের বিল। জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরী যাতে বিদ্যুৎ বিল বাঁচানো যায়।
গরমে ফ্রিজের তাপমাত্রাও অনেক নামিয়ে আনা হয়। সারাক্ষণ চলতে থাকে ফ্রিজ। গরমে এসি বা কুলারের কারণে কিছুটা বেড়ে যায় ইলেকট্রিকের বিল। জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরী যাতে বিদ্যুৎ বিল বাঁচানো যায়।
প্রথমত মনে রাখতে হবে, যে যদি নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন তাহলে অবশ‍্যই ৫ স্টার রেটিং-সহ কেনা উচিত। ৫ স্টার রেটিংযুক্ত ফ্রিজে ইলেকট্রিসির খরচা অনেক কম হয়।
প্রথমত মনে রাখতে হবে, যে যদি নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন তাহলে অবশ‍্যই ৫ স্টার রেটিং-সহ কেনা উচিত। ৫ স্টার রেটিংযুক্ত ফ্রিজে ইলেকট্রিসির খরচা অনেক কম হয়।
ফ্রিজের লোকেশন: ফ্রিজ কোথায় রাখা হচ্ছে তাও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। রেফ্রিজারেটর এমন জায়গায় রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে। এ ছাড়া মাইক্রো ওভেন, মাইক্রোওয়েভ, গ্যাসের ওভেন বা কুকারের কাছাকাছিও রাখা উচিত নয় ফ্রিজ। এতে ফ্রিজ দ্রুত গরম হবে এবং কম্প্রেসরকে ঠান্ডা করতে আরও বেশি বিদ‍্যুতের প্রয়োজন।
ফ্রিজের লোকেশন: ফ্রিজ কোথায় রাখা হচ্ছে তাও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। রেফ্রিজারেটর এমন জায়গায় রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে। এ ছাড়া মাইক্রো ওভেন, মাইক্রোওয়েভ, গ্যাসের ওভেন বা কুকারের কাছাকাছিও রাখা উচিত নয় ফ্রিজ। এতে ফ্রিজ দ্রুত গরম হবে এবং কম্প্রেসরকে ঠান্ডা করতে আরও বেশি বিদ‍্যুতের প্রয়োজন।
ওভারলোড: ফ্রিজের ধারণক্ষমতার চেয়ে বেশি জিনিস দিয়ে ভর্তি করা হলে তা ঠান্ডা বাতাসের সঞ্চালন বন্ধ করে দেয়। এর অর্থ হল, রেফ্রিজারেটর ঠান্ডা করার প্রক্রিয়াতে অনেক বেশি পরিমাণ শক্তি ব‍্যায় হয়। ফলে কারেন্টের খরচাও বেড়ে যায়।
ওভারলোড: ফ্রিজের ধারণক্ষমতার চেয়ে বেশি জিনিস দিয়ে ভর্তি করা হলে তা ঠান্ডা বাতাসের সঞ্চালন বন্ধ করে দেয়। এর অর্থ হল, রেফ্রিজারেটর ঠান্ডা করার প্রক্রিয়াতে অনেক বেশি পরিমাণ শক্তি ব‍্যায় হয়। ফলে কারেন্টের খরচাও বেড়ে যায়।
গরম খাবার: গরম খাবার কখনও ফ্রিজে রাখবেন না। গরম খাবার ফ্রিজের মধ‍্যে রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। উচ্চ তাপমাত্রা রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ আরও বাড়িয়ে দেয়। ফলে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে।
গরম খাবার: গরম খাবার কখনও ফ্রিজে রাখবেন না। গরম খাবার ফ্রিজের মধ‍্যে রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। উচ্চ তাপমাত্রা রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ আরও বাড়িয়ে দেয়। ফলে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে।
ফ্রিজ পরিষ্কার করা: ফ্রিজ অবশ‍্যই পরিষ্কার রাখুন। এটি শুধুমাত্র দুর্গন্ধ বা দাগ থেকে মুক্তি দেয় তা নয়, পরিষ্কার রাখলে ফ্রিজে বিদ‍্যুত্‍ও বাঁচতে পারে। পিছনের যে কয়েলগুলি রেফ্রিজারেটরকে ঠান্ডা করার কাজ করে, সেগুলি যদি ময়লা দিয়ে আবৃত থাকে তবে তাদের কাজ আরও বেড়ে যায়। ফলে বিদ‍্যুতের খরচাও বেড়ে যায়।
ফ্রিজ পরিষ্কার করা: ফ্রিজ অবশ‍্যই পরিষ্কার রাখুন। এটি শুধুমাত্র দুর্গন্ধ বা দাগ থেকে মুক্তি দেয় তা নয়, পরিষ্কার রাখলে ফ্রিজে বিদ‍্যুত্‍ও বাঁচতে পারে। পিছনের যে কয়েলগুলি রেফ্রিজারেটরকে ঠান্ডা করার কাজ করে, সেগুলি যদি ময়লা দিয়ে আবৃত থাকে তবে তাদের কাজ আরও বেড়ে যায়। ফলে বিদ‍্যুতের খরচাও বেড়ে যায়।

বাড়িতে ফ্রিজ আছে? কতদিন পর পর সার্ভিসিং করান? একটা ভুল কিন্তু খরচ বাড়িয়ে দেবে

কলকাতা: গরমে ফ্রিজের ব্যবহার অনেক বেড়ে যায়। আসলে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে রাখা খাবার জিনিসগুলি দ্রুত নষ্ট হতে শুরু করে। এমন অবস্থায় ফ্রিজে কম-বেশি জিনিসপত্র রাখা হয়।

এমন অবস্থায় ফ্রিজের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমাতে হয়, যার কারণে রেফ্রিজারেটরে চাপ বেড়ে যায়। কেউ যদি এটিকে সময়মতো সার্ভিসিং না করান, তাহলে এটি গ্রীষ্মের মরশুমে যে কোনও সময় খারাপ হতে পারে। এমন পরিস্থিতিতে, আজ আমরা বলতে যাচ্ছি কীভাবে খুব সহজেই গরমে রেফ্রিজারেটরকে নষ্ট হওয়া থেকে বাঁচানো যেতে পারে।

কত দিন অন্তর রেফ্রিজারেটর সার্ভিসিং করা উচিত

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটর এমনভাবে তৈরি করা হয় যে, দু-চার বছর ধরে এটির দিকে মনোযোগ না দেওয়া হলেও এটি কোনও সমস্যা ছাড়াই চলে এবং এতে সেটি খারাপ হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন- বাড়িতে কি AC আছে? তাহলে অবশ্যই এই জিনিসটি পরীক্ষা করুন, না হলেই জরিমানা

একটি সমস্যা যা সাধারণত কয়েক বছর ধরে ফ্রিজে ব্যবহার করার পরে দেখা যায়, তা হল কুলিংয়ের অভাব এবং কুল্যান্ট ফুরিয়ে যাওয়া। এর পরিমাণ কম থাকার কারণে এটি ঘটে। এমন পরিস্থিতিতে, কেউ যখন ফ্রিজে খাবারের জিনিসগুলি রাখেন, তখন কখনও কখনও সেগুলি দীর্ঘ সময়ের জন্য তাজা রাখা কঠিন হয়ে পড়ে।

সঠিক তথ্য –

এই বিষয়ে সঠিক তথ্য জানা খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ ফ্রিজের সার্ভিসিং সম্পর্কে জানেন না। কারণ ফ্রিজ সাধারণত দীর্ঘ সময় ধরে ব্যবহার হতে থাকে।

এই পরিস্থিতিতে, লোকেরা এই দিকে মনোযোগ দেয় না। তবে বেশিরভাগ ব্যবহারকারীর একটি বড় সমস্যা হল যে কয়েক বছর পরে, যখন ফ্রিজটি খারাপ হতে শুরু করে, তখন একের পর এক সমস্যা আসতে থাকে। ফলস্বরূপ একবারে ৪০০০ টাকা থেকে ১০,০০০ টাকার বেশি খরচ করতে হতে পারে।

আরও পড়ুন- ১ টন, ১.৫ টন নাকি…কোন এসি কেনা উচিত? ভুল কিনলে বাড়বে ইলেকট্রিক বিল

কারও সঙ্গে যেনও এমন না ঘটে সেই জন্য আমরা বলছি যে, ফ্রিজটি বছরে অন্তত দু’বার সার্ভিসিং করানো উচিত। যার অর্থ হল নিজেদের ফ্রিজের চেকআপের জন্য একজন মেকানিককে ফোন করা উচিত এবং এতে কোনও ত্রুটি থাকলে, সেই অংশটি প্রতিস্থাপন করা উচিত এবং এর কুল্যান্টও পরিবর্তন করা উচিত। এইভাবে নিজেদের ফ্রিজকে দীর্ঘ সময়ের জন্য ঠিকঠাক রাখা যেতে পারে।

Best Place for Fridge: দেওয়াল থেকে ‘এই’ দূরত্বে রেখেছেন ফ্রিজ…? ভয়ঙ্কর ভুল! ৯৯%ই জানেন না সঠিক ‘দূরত্ব’! জানুন বিশেষজ্ঞদের মত

গরমকালে ফ্রিজের বেশি প্রয়োজন পরে ঠিকই, তবে গ্রীষ্ম হোক বা শীত প্রতিটি ঋতুতেই ফ্রিজের প্রয়োজন রয়েছে। ইলেকট্রনিক পণ্য যাই হোক না কেন, সেগুলোর ঠিকমতো যত্ন ভাল করে না নিলে বেশিদিন টেকে না।
গরমকালে ফ্রিজের বেশি প্রয়োজন পরে ঠিকই, তবে গ্রীষ্ম হোক বা শীত প্রতিটি ঋতুতেই ফ্রিজের প্রয়োজন রয়েছে। ইলেকট্রনিক পণ্য যাই হোক না কেন, সেগুলোর ঠিকমতো যত্ন ভাল করে না নিলে বেশিদিন টেকে না।
কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না ঘরের অতি চেনা এই ইলেক্ট্রনিক মেসিন রেফ্রিজারেটরের যথাযথ যত্ন নেওয়ার জন্য কী কী করা জরুরি। যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা সময়ে সময়ে তা পরিষ্কার করেন কিন্তু ছোটখাটো বিষয়ের প্রতি তেমন খেয়াল করেন কি?
কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না ঘরের অতি চেনা এই ইলেক্ট্রনিক মেসিন রেফ্রিজারেটরের যথাযথ যত্ন নেওয়ার জন্য কী কী করা জরুরি। যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা সময়ে সময়ে তা পরিষ্কার করেন কিন্তু ছোটখাটো বিষয়ের প্রতি তেমন খেয়াল করেন কি?
অথচ জানেন কী খুব কম মানুষই একথা যে রেফ্রিজারেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এটি ক্ষতিগ্রস্থ হবে এবং আপনার বিদ্যুৎ বিল দ্রুত লাফিয়ে বাড়বে।
অথচ জানেন কী খুব কম মানুষই একথা যে রেফ্রিজারেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এটি ক্ষতিগ্রস্থ হবে এবং আপনার বিদ্যুৎ বিল দ্রুত লাফিয়ে বাড়বে।
আপনি কি জানেন যে আপনার রেফ্রিজারেটর এবং দেওয়ালের মধ্যে কিছু জায়গা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ যাতে মেশিনটি আরও দক্ষতার সঙ্গে চলতে পারে?
আপনি কি জানেন যে আপনার রেফ্রিজারেটর এবং দেওয়ালের মধ্যে কিছু জায়গা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ যাতে মেশিনটি আরও দক্ষতার সঙ্গে চলতে পারে?
আসলে, দেওয়াল ও ফ্রিজের মাঝে খুব কম জায়গা থাকলে, রেফ্রিজারেটরটিকে নিজেকে ঠান্ডা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে, যা আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দেবে এবং আপনার অতিরিক্ত খরচ হবে।
আসলে, দেওয়াল ও ফ্রিজের মাঝে খুব কম জায়গা থাকলে, রেফ্রিজারেটরটিকে নিজেকে ঠান্ডা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে, যা আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দেবে এবং আপনার অতিরিক্ত খরচ হবে।
বিশেষজ্ঞদের মতে, রেফ্রিজারেটরে বাতাস চলাচলের জন্য দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্বে রাখতে হবে। কারণ যেকোনও মেশিনকে ভাল ভাবে চালাতে এবং এটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রোধ করতে, মেশিনের চারপাশে কিছু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, রেফ্রিজারেটরে বাতাস চলাচলের জন্য দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্বে রাখতে হবে। কারণ যেকোনও মেশিনকে ভাল ভাবে চালাতে এবং এটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রোধ করতে, মেশিনের চারপাশে কিছু জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।
বিষেশজ্ঞদের পরামর্শ হল, এক্ষেত্রে ঘরেরর স্থান বাঁচাতে আপনার ফ্রিজ ওভারলোড এড়াতে চেষ্টা করুন। এখন প্রশ্ন জাগে যে দেয়াল থেকে রেফ্রিজারেটর কত দূরত্বে রাখা ঠিক?
বিষেশজ্ঞদের পরামর্শ হল, এক্ষেত্রে ঘরেরর স্থান বাঁচাতে আপনার ফ্রিজ ওভারলোড এড়াতে চেষ্টা করুন। এখন প্রশ্ন জাগে যে দেয়াল থেকে রেফ্রিজারেটর কত দূরত্বে রাখা ঠিক?
বলা হয় যে ফ্রিজটি পিছনের দেয়াল থেকে অন্তত ৪ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ২ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে থাকা উচিত।
বলা হয় যে ফ্রিজটি পিছনের দেয়াল থেকে অন্তত ৪ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ২ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে থাকা উচিত।
তবে এটি একটি সাধারণ নিয়ম। প্রতিটি কোম্পানির নিজস্বতা রয়েছে যা মডেল অনুসারে দেওয়া হয়। তাই ম্যানুয়াল পড়া খুবই গুরুত্বপূর্ণ।
তবে এটি একটি সাধারণ নিয়ম। প্রতিটি কোম্পানির নিজস্বতা রয়েছে যা মডেল অনুসারে দেওয়া হয়। তাই ম্যানুয়াল পড়া খুবই গুরুত্বপূর্ণ।
আসলে, ফ্রিজ ও দেওয়ালের মধ্যে বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে, ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হবে এবং ক্ষতির ঝুঁকি নেবে। তাই রেফ্রিজারেটর দেওয়াল থেকে কিছুটা দূরে রাখাই ফ্রিজটি দীর্ঘদিন চালু থাকার জন্য কাম্য।
আসলে, ফ্রিজ ও দেওয়ালের মধ্যে বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে, ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হবে এবং ক্ষতির ঝুঁকি নেবে। তাই রেফ্রিজারেটর দেওয়াল থেকে কিছুটা দূরে রাখাই ফ্রিজটি দীর্ঘদিন চালু থাকার জন্য কাম্য।
ফ্রিজ যাতে ভাল ভাবে চলতে পারে এবং দীর্ঘদিন টেকসই হয় আপনিও বাড়ির ফ্রিজের অবস্থান দেখে নিন। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় অবস্থান বদল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ফ্রিজ যাতে ভাল ভাবে চলতে পারে এবং দীর্ঘদিন টেকসই হয় আপনিও বাড়ির ফ্রিজের অবস্থান দেখে নিন। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় অবস্থান বদল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।