Tag Archives: healthy life

Mushroom health benefits: ডায়াবিটিস নিয়ন্ত্রণ থেকে রোগ প্রতিরোধ, মাশরুমের অনেক গুণাগুণ

কলকাতা: আগে অনেকেই মাশরুমকে ‘ব্যাঙের ছাতা’ বলে কটাক্ষ করতেন। কিন্তু দিন বদলেছে। এখন অনেকের কাছেই পাতে মাশরুম পড়লে আর নিরামিষ খাচ্ছেন বলে মনে হয় না। যেমন স্বাদ, তেমন স্বাস্থ্য গুণ, মাশরুম তাই অনেকের কাছেই বেশ পছন্দের। বাজারে বাটন মাশরুম, অয়েস্টার মাশরুম- সহ বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। জেনে নিন মাশরুম কী ভাবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখে।

আরও পড়ুন: রাত থেকেই বৃষ্টি রাজ্যে, রবিবারও ভিজতে পারে একাধিক জেলা, জানাল আবহাওয়া দফতর

১) কম কোলেস্টেরল যুক্ত খাবার হিসাবে মাশরুম বেশ জনপ্রিয়। গবেষণা থেকে পাওয়া গেছে যে মাশরুম শরীরে কোলেস্টেরলের মাত্রা কম রাখতে সাহায্য করে।

২) মাশরুমে থাকে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। বিটা গ্লুকান নামক এক ধরনের ফাইবার মাশরুম থেকে পাওয়া যায়। এই ফাইবার কোলেস্টেরলের সমস্যা দূর করে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

৩) ভিটামিন ডি-র উৎস হিসাবে মাশরুম বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই ভিটামিন ডি-র জন্য সাপ্লিমেন্ট খান, কিন্তু মাশরুমে ভিটামিন ডি রয়েছে। এই ভিটামিন ডি হাড়ের যত্নের জন্য দরকারি।

৪) বিটা গ্লুকান নামক ফাইবার ডায়াবিটিস নিয়ন্ত্রণেও বেশ কার্যকর। নিয়মিত মাশরুম খেলে টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি কমে।

‍৫) মাশরুমে রয়েছে একাধিক অ্যান্টি-অক্সিড্যান্ট। অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এবং পরোক্ষ ভাবে হৃদ্‌রোগ এবং ক্যানসারের মতো রোগের ঠেকাতে ভূমিকা নেয়।

Sleeping tea: কিছুতেই ঘুম আসে না? ওষুধ না খেয়ে চুমুক দিন ঘুমপাড়ানি চায়ে

শুয়ে পড়েন, তাও ঘুম আসে না? দীর্ঘ ক্ষণ জেগে থাকতে হয়? ঘুমের ওষুধ নয়, ভরসা রাখতে পারেন কিছু পানীয়ে। অনেকেই মনে করেন চা বা কফি খেলে ঘুম চলে যায়। তাই অনেকেই উপদেশ দেন খুব সকালে ঘুম থেকে উঠলে চা খেতে, এতে নাকি ঝিমুনি ভাব চলে যায়। বাস্তবে এমন কিছু চা আছে যা খেলে ঘুম তো কাটবেই না উল্টে ভাল ঘুম হবে। তবে শুধু চা নয়, তালিকা নয় ঘুমপাড়ানি পানীয়ের তালিকায় রয়েছে একাধিক নাম।

১. ক্যামোমাইল টি: ঘুম না আসার সমস্যা যে চাগুলি সমাধান করতে পারে, তার মধ্যে রয়েছে এই ক্যামোমাইল চা। ২০১৯ সালের এক গবেষণা থেকে জানা যায়, ক্যামোমাইল চায়ে ক্যাফাইন থাকে না, শুধু তাই নয় এতে এপিজেনিন নামের এক অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে অনিদ্রার সমস্যা সমাধান করতে পারে। ক্লান্তি কাটাতে এক কাপ চায়ে চুমুক দিলেই ঘুম সমস্যা মিটবে।।

২. পুদিনা চা: ক্যাফাইন-মুক্ত পুদিনা চা ঘুমের আগে খেলে অনিদ্রার সমস্যা মিটতে পারে। পুদিনার নানা গুণ রয়েছে, এটি অ্যান্টি অক্সিডেন্টও।

আরও খবর: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

৩. ল্যাভেন্ডার টি: ল্যাভেন্ডার ফুলের কুঁড়ি দিয়ে তৈরি হয় ল্যাভেন্ডার চা। ২০২০ সালে সাহার হামজে-সহ তিন বিজ্ঞানীর করা এক গবেষণা থেকে জানা গিয়েছে, সারা দিনের পরে বিছানায় যাওয়ার আগে ল্যাভেন্ডার চায়ের খেলে ঘুম আসতে পারে। ল্যাভেন্ডার হৃৎস্পন্দন, রক্তচাপ, স্ট্রেস কমিয়ে দেয়, তাই অনিদ্রা কাটাতে এটি কার্যকর।

৪. লেমনগ্রাস টি: অনিদ্রা কাটাতে অন্যান্য চাগুলির মতো লেমনগ্রাস টিও বেশ উপকারী। লেমনগ্রাস টি ব্যথা কমাতে সাহায্য করে, এ ছাড়াও ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা সমাধানে সাহায্য করে।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

৫. দারচিনি দিয়ে চা: দারচিনির মধ্যে ফাইবার, আয়রন, ক্যালশিয়াম, কপার ছাড়াও বিভিন্ন উপাদান থাকে যা শরীরের পক্ষে উপকারী। রান্নায় ব্যবহার হলেও দারচিনি দিয়ে চা ঘুম না আসার সমস্যা মেটাতে সাহায্য করে।

Cancer from air inside car: গাড়িতেই লুকিয়ে থাকতে পারে ক্যানসারের কারণ, ভয় ধরাল নতুন গবেষণা

গাড়ির মধ্যে থাকা বাতাস থেকেই হতে পারে মারণ রোগ, সম্প্রতি এক গবেষণা থেকে জানা গিয়েছে এমনই। অনেকেই গাড়ির মধ্য়ে দিনের অনেকটা সময় ব্যয় করেন, গাড়ির চালকেরা ছাড়াও এই তালিকায় আছে অনেকেই। গাড়িতে থাকা গ্যাস থেকে বাড়তে পারে বিপদ।

আরও খবর: দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ তিন জেলায়

সম্প্রতি এক গবেষণা থেকে জানা গিয়েছে গাড়ির মধ্যে নির্গত গ্যাসের মধ্যে এমন কিছু রাসায়নিক রয়েছে যা ক্যানসারের কারণ হতে পারে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড রিসার্চারস ১০১টি গ্যাস, ইলেক্ট্রিক এবং হাইব্রিড গাড়ি নিয়ে এক গবেষণা চালিয়েছিল, সব ক’টি গাড়িই তৈরি হয়েছে ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

গবেষণা থেকে জানা গিয়েছে ৯৯ শতাংশ গাড়িতেই টিসিআইপিপি নামের এক রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিক আগুনে পুড়ে যাওয়া প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। টিসিআইপিপিতে কার্সিনোজেন (অর্থাৎ ক্যানসার হতে পারে) রয়েছে বলে জানা গিয়েছে ইউএস ন্যাশিওনাল টক্সিকোলজি প্রোগ্রামের (US National Toxicology Program) অনুসন্ধানে। এ ছাড়াও আগুনের শিখা প্রতিরোধকারী  আরও দুই রাসায়নিক অধিকাংশ গাড়িতেই ব্যবহার করা হয়, সেগুলি হল টিডিসিআইপিপি এবং টিসিইপি। এই দুটো রাসায়নিক থেকেও ক্যানসার হতে পারে। গাড়ি চলাচলের গরম হলে এই রাসায়নিকগুলি বাতাসের সঙ্গে নির্গত হয়। শীতকালের তুলনায় গরমকালে দুই থেকে পাঁচ গুণ বেশি নির্গত হয়। ক্যানসার ছাড়াও গাড়ি থেকে নির্গত গ্যাস থেকে স্নায়ুজনিত রোগ এবং সন্তানধারণ সংক্রান্ত সমস্যা হতে পারে।

Meditation: মানসিক চাপের মুক্তি মিলবে শুধু এভাবেই, ঘরেই তৈরি করুন পরিবেশ, ঘটবে ম্যাজিক

বর্তমান সময়ে সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যেও সব সময়েই এক ধরনের অনিশ্চয়তা ও সংশয় এখন আমাদের নিত্য সঙ্গী। ব্যস্ত জীবনে উদ্বেগ ও মানসিক চাপ ক্রমাগত বাড়ছে। এ সব থেকে বাঁচতে সহজ উপায় ধ্যান।

বর্তমান সময়ে সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যেও সব সময়েই এক ধরনের অনিশ্চয়তা ও সংশয় এখন আমাদের নিত্য সঙ্গী। ব্যস্ত জীবনে উদ্বেগ ও মানসিক চাপ ক্রমাগত বাড়ছে। এ সব থেকে বাঁচতে সহজ উপায় ধ্যান।
প্রথমেই ধ্যান করার জন্য একটি উপযুক্ত জায়গার দরকার। বাড়ির যে জায়গায় সবচেয়ে কম কোলাহল হয় এবং বাইরের শব্দ তেমন পৌঁছয় না, সেই রকম একটি জায়গা আগে বাছুন। এর আশপাশে টিভি বা কাজের জিনিসপত্র না থাকলেই ভাল। জায়গা বেশি হলে এই রকম পুরো একটি ঘরই বাছতে পারেন। না হলে ঘরের এরকম একটি কোণ বাছুন।
প্রথমেই ধ্যান করার জন্য একটি উপযুক্ত জায়গার দরকার। বাড়ির যে জায়গায় সবচেয়ে কম কোলাহল হয় এবং বাইরের শব্দ তেমন পৌঁছয় না, সেই রকম একটি জায়গা আগে বাছুন। এর আশপাশে টিভি বা কাজের জিনিসপত্র না থাকলেই ভাল। জায়গা বেশি হলে এই রকম পুরো একটি ঘরই বাছতে পারেন। না হলে ঘরের এরকম একটি কোণ বাছুন।
ধ্যান করার জায়গাটি যদি অপরিচ্ছন্ন কিংবা প্রচুর আসবাবে ঠাসা হয়, তা হলে কিন্তু মন বসাতে সমস্যা হবে। নিয়মিত জায়গাটি পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিস ও অতিরিক্ত আসবাব রাখবেন না। একটি সরু ডিভান রাখতে পারেন ঘরের মেঝেতে। আর দেওয়ালের তাকে কিছু ছোট গাছ ও বই রাখা যেতে পারে। জায়গাটি যত বেশি খোলামেলা হবে, তত বেশি মানসিক শান্তি পাবেন।
ধ্যান করার জায়গাটি যদি অপরিচ্ছন্ন কিংবা প্রচুর আসবাবে ঠাসা হয়, তা হলে কিন্তু মন বসাতে সমস্যা হবে। নিয়মিত জায়গাটি পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিস ও অতিরিক্ত আসবাব রাখবেন না। একটি সরু ডিভান রাখতে পারেন ঘরের মেঝেতে। আর দেওয়ালের তাকে কিছু ছোট গাছ ও বই রাখা যেতে পারে। জায়গাটি যত বেশি খোলামেলা হবে, তত বেশি মানসিক শান্তি পাবেন।
অনেকেই ঘরে ডিভান বা ওই জাতীয় কিছু রাখেন না। এ রকম হলে মেঝেতে একটি কার্পেট ও কয়েকটি ছোট কুশন রাখতে পারেন। কার্পেটটিতে বসে অনায়াসে শ্বাসের কিছু ব্যায়াম করা যেতে পারে। ব্যায়াম বা ধ্যান হয়ে গেলে কার্পেটটি গুটিয়ে রাখতে চাইলে গুটিয়ে রাখতেও পারেন।

অনেকেই ঘরে ডিভান বা ওই জাতীয় কিছু রাখেন না। এ রকম হলে মেঝেতে একটি কার্পেট ও কয়েকটি ছোট কুশন রাখতে পারেন। কার্পেটটিতে বসে অনায়াসে শ্বাসের কিছু ব্যায়াম করা যেতে পারে। ব্যায়াম বা ধ্যান হয়ে গেলে কার্পেটটি গুটিয়ে রাখতে চাইলে গুটিয়ে রাখতেও পারেন।
ধ্যান করার সময়ে উপযুক্ত পারিপার্শ্বিকতা তৈরি করাও কিন্তু বড় ব্যাপার। আশপাশে কী দেখছেন বা কী ধরনের শব্দ-গন্ধ আসছে সেটার উপরও নির্ভর করে ধ্যানের প্রতি মনোসংযোগ কতখানি গভীর হবে। ছোট ছোট টবে গাছ রাখতে পারেন আশপাশে, অনেকে জানলাতে ড্রিমক্যাচারও ঝুলিয়ে রাখেন।
ধ্যান করার সময়ে উপযুক্ত পারিপার্শ্বিকতা তৈরি করাও কিন্তু বড় ব্যাপার। আশপাশে কী দেখছেন বা কী ধরনের শব্দ-গন্ধ আসছে সেটার উপরও নির্ভর করে ধ্যানের প্রতি মনোসংযোগ কতখানি গভীর হবে। ছোট ছোট টবে গাছ রাখতে পারেন আশপাশে, অনেকে জানলাতে ড্রিমক্যাচারও ঝুলিয়ে রাখেন।
এ ছাড়া পুজোর সময়ে যে রকম মোমবাতি ও ধূপ জ্বালান, সেই রকমও জ্বালাতে পারেন। সেই সঙ্গে হাল্কা কোনও ধ্যান করার উপযুক্ত মিউজিক চালাতে পারেন, এতে মনোযোগ বাড়বে। পরিবেশটিও হয়ে উঠবে ধ্যান করার পক্ষে আদর্শ।
এ ছাড়া পুজোর সময়ে যে রকম মোমবাতি ও ধূপ জ্বালান, সেই রকমও জ্বালাতে পারেন। সেই সঙ্গে হাল্কা কোনও ধ্যান করার উপযুক্ত মিউজিক চালাতে পারেন, এতে মনোযোগ বাড়বে। পরিবেশটিও হয়ে উঠবে ধ্যান করার পক্ষে আদর্শ।

Health Tips: ১ চামচেই জব্দ হাজার রোগ…! পুরুষদের এনার্জি বাড়াতে ‘ধন্বন্তরি’! ডায়াবেটিসের যম! শুধু জানতে হবে ‘কীভাবে’ ‘কতটা’ খাবেন…

যে কোনও রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যেস অনেকেই। কিন্তু জানেন কী আমাদের এই গ্রাম বাংলার পথে ঘাটেই লুকিয়ে থাকে হাজার রোগের উপশম। আয়ুর্বেদে এমনই সব ঔষধি গুণ সম্পন্ন গাছের নির্যাস থেকেই তৈরি হয় নানা ওষুধ। আবার এইসব গাছের ফুল ফল পাতাই ওষুধের বিকল্প হিসেবেও কাজ করে যদি জানেন কী ভাবে খাবেন আর কতটা।
যে কোনও রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যেস অনেকেই। কিন্তু জানেন কী আমাদের এই গ্রাম বাংলার পথে ঘাটেই লুকিয়ে থাকে হাজার রোগের উপশম। আয়ুর্বেদে এমনই সব ঔষধি গুণ সম্পন্ন গাছের নির্যাস থেকেই তৈরি হয় নানা ওষুধ। আবার এইসব গাছের ফুল ফল পাতাই ওষুধের বিকল্প হিসেবেও কাজ করে যদি জানেন কী ভাবে খাবেন আর কতটা।
আয়ুর্বেদের আশীর্বাদ। দেশীয় এই গাছের ঔষধি শক্তি চমকে দেওয়ার মতো। ডায়াবেটিস থেকে হৃদরোগ, হাজারো সমস্যা একই ঘায়েল করবে 'অতিবালা'। নিয়মিত এইভাবে মাত্র এক চামচ খেলেই জীবন থেকে উধাও হবে রোগ-ব্যাধি।
আয়ুর্বেদের আশীর্বাদ। দেশীয় এই গাছের ঔষধি শক্তি চমকে দেওয়ার মতো। ডায়াবেটিস থেকে হৃদরোগ, হাজারো সমস্যা একই ঘায়েল করবে ‘অতিবালা’। নিয়মিত এইভাবে মাত্র এক চামচ খেলেই জীবন থেকে উধাও হবে রোগ-ব্যাধি।
'অতিবালা' উদ্ভিদের নাম শুনেছেন আগে? এই উদ্ভিদটি অনেক জায়গায় কান্ধি উদ্ভিদ নামে পরিচিত। আসলে, এই গুল্ম জাতীয় উদ্ভিদটি আয়ুর্বেদে অনেক ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদের চিকিৎসকরা একে 'ইমিউনিটি বুস্টার' প্ল্যান্ট বলে।
‘অতিবালা’ উদ্ভিদের নাম শুনেছেন আগে? এই উদ্ভিদটি অনেক জায়গায় কান্ধি উদ্ভিদ নামে পরিচিত। আসলে, এই গুল্ম জাতীয় উদ্ভিদটি আয়ুর্বেদে অনেক ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদের চিকিৎসকরা একে ‘ইমিউনিটি বুস্টার’ প্ল্যান্ট বলে।
ডাঃ চন্দ্রপ্রকাশ দীক্ষিত ব্যাখ্যা করেছেন যে একটি গবেষণায় জানা গিয়েছে যে আতিবালা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। এটি ইঁদুরের উপরও পরীক্ষা করা হয়েছিল, তবে এটি কীভাবে মানুষের রক্তে শর্করার মাত্রা কমায় তা নিয়ে আরও গবেষণা করা দরকার।
ডাঃ চন্দ্রপ্রকাশ দীক্ষিত ব্যাখ্যা করেছেন যে একটি গবেষণায় জানা গিয়েছে যে আতিবালা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। এটি ইঁদুরের উপরও পরীক্ষা করা হয়েছিল, তবে এটি কীভাবে মানুষের রক্তে শর্করার মাত্রা কমায় তা নিয়ে আরও গবেষণা করা দরকার।
জ্বর, অ্যালার্জি, সংক্রমণ, মাথাব্যথা, আলসার এবং পাইলসের মতো রোগে আতিবালার ব্যবহার উপকারী বলে মনে করা হয়। এছাড়া যৌন ইচ্ছা বাড়াতেও আতিবালা ব্যবহার করা হয়।
জ্বর, অ্যালার্জি, সংক্রমণ, মাথাব্যথা, আলসার এবং পাইলসের মতো রোগে আতিবালার ব্যবহার উপকারী বলে মনে করা হয়। এছাড়া যৌন ইচ্ছা বাড়াতেও আতিবালা ব্যবহার করা হয়।
তবে এই গাছের নির্যাস অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ক্ষতিকরও বটে।
তবে এই গাছের নির্যাস অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ক্ষতিকরও বটে।
আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি গ্রহণ করেন, তাহলে সতর্ক থাকুন, এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিপজ্জনক। অতএব, এটি ব্যবহার করার আগে, অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি গ্রহণ করেন, তাহলে সতর্ক থাকুন, এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিপজ্জনক। অতএব, এটি ব্যবহার করার আগে, অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
আয়ুর্বেদে, আতিবালা বেশিরভাগ লিভার সম্পর্কিত রোগের জন্য ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই উদ্ভিদের নির্যাস ফ্রি র্যাডিক্যালের উৎপাদনকে প্রভাবিত করে এবং লিভারের রোগ থেকে মুক্তি দেয়।
আয়ুর্বেদে, আতিবালা বেশিরভাগ লিভার সম্পর্কিত রোগের জন্য ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই উদ্ভিদের নির্যাস ফ্রি র্যাডিক্যালের উৎপাদনকে প্রভাবিত করে এবং লিভারের রোগ থেকে মুক্তি দেয়।