Tag Archives: IPhone

Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!

ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected 
ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected 
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected 
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected 
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected 
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected 
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected

iPhone: বিপুল সস্তায় এবার পেয়ে যাবেন iPhone 15, কবে, কোথায় মিলবে দেখুন !

আইফোন প্রেমীদের জন্য সুখবর। সস্তায় মিলতে চলেছে iPhone 15। ফ্লিপকার্টে ২ মে থেকে শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। সেখানেই বিশাল ডিসকাউন্টে মিলবে অ্যাপলের iPhone 15। বেস ভ্যারিয়ান্ট পাওয়া যাবে মাত্র ৬৩,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, iPhone 14 Plus এবং iPhone 15 Plus মডেলেও মিলবে বিপুল ছাড়। ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট সহ এই দামে একমাত্র ফ্লিপকার্টের সেলেই মিলবে iPhone 15।
আইফোন প্রেমীদের জন্য সুখবর। সস্তায় মিলতে চলেছে iPhone 15। ফ্লিপকার্টে ২ মে থেকে শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। সেখানেই বিশাল ডিসকাউন্টে মিলবে অ্যাপলের iPhone 15। বেস ভ্যারিয়ান্ট পাওয়া যাবে মাত্র ৬৩,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, iPhone 14 Plus এবং iPhone 15 Plus মডেলেও মিলবে বিপুল ছাড়। ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট সহ এই দামে একমাত্র ফ্লিপকার্টের সেলেই মিলবে iPhone 15।
২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর। দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। গত কয়েক মাসে iPhone 15-এর দাম কমেছে। আর ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে সর্বকালের কম দামে মিলবে iPhone 15। যাদের অতিরিক্ত স্টোরেজ স্পেস প্রয়োজন তাদের জন্য iPhone 15 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে।
২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর। দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। গত কয়েক মাসে iPhone 15-এর দাম কমেছে। আর ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে সর্বকালের কম দামে মিলবে iPhone 15। যাদের অতিরিক্ত স্টোরেজ স্পেস প্রয়োজন তাদের জন্য iPhone 15 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে।
iPhone 15 বর্তমানে অ্যামাজনে ৭০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চের সময়কার দামই দেখাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে যে সব অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার তুলনায় ফ্লিপকার্টের দামই সবচেয়ে সস্তা। iPhone 15 বর্তমানে iOS 17-এ চলে। তবে কমপক্ষে আরও চারটি বড় iOS আপডেট করা যাবে।
iPhone 15 বর্তমানে অ্যামাজনে ৭০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চের সময়কার দামই দেখাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে যে সব অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার তুলনায় ফ্লিপকার্টের দামই সবচেয়ে সস্তা। iPhone 15 বর্তমানে iOS 17-এ চলে। তবে কমপক্ষে আরও চারটি বড় iOS আপডেট করা যাবে।
iPhone 15-এ অন্যান্য অফার: ক্রোমা-তে iPhone 15 বর্তমানে ৭১,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফার হিসেবে ৬০,৫৯৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ফ্ল্যাট ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। বিজয় সেলসে iPhone 15 বিক্রি হচ্ছে ৭১,৪৯০ টাকায়। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের প্রি-পেইড পেমেন্টে মিলছে ৪ হাজার টাকার ছাড়।
iPhone 15-এ অন্যান্য অফার: ক্রোমা-তে iPhone 15 বর্তমানে ৭১,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফার হিসেবে ৬০,৫৯৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ফ্ল্যাট ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। বিজয় সেলসে iPhone 15 বিক্রি হচ্ছে ৭১,৪৯০ টাকায়। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের প্রি-পেইড পেমেন্টে মিলছে ৪ হাজার টাকার ছাড়।
নতুন আইফোন কিনতে চাইলে iPhone 15 ভাল বিকল্প। এর অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এটাই ইউএসবি-সি পোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগা পিক্সলের ক্যামেরা-সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোন। শোনা যাচ্ছে, iPhone 16-এও iPhone 15-এর মতোই স্পেসিফিকেশন থাকবে। সেই দিক থেকে বিচার করলে iPhone 15 কেনাই লাভজনক।
নতুন আইফোন কিনতে চাইলে iPhone 15 ভাল বিকল্প। এর অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এটাই ইউএসবি-সি পোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগা পিক্সলের ক্যামেরা-সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোন। শোনা যাচ্ছে, iPhone 16-এও iPhone 15-এর মতোই স্পেসিফিকেশন থাকবে। সেই দিক থেকে বিচার করলে iPhone 15 কেনাই লাভজনক।

Iphone 16: ফাঁস হয়েছে iPhone 16-এর ফিচার; আড়ম্বরপূর্ণ রঙ, পরিমার্জিত নকশা এবং ম্যাট ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে এই ফোন

কলকাতাঃ iPhone 16-এর প্রত্যাশিত রিলিজ যতই কাছে আসছে, ততই নতুন তথ‍্য ফাঁস এবং গুজব সামনে আসতে চলেছে, যা অ্যাপলের সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেলগুলির জন্য কী থাকতে পারে তার আভাস দেয়। সাম্প্রতিক প্রতিবেদনগুলি পরামর্শ দেয় যে iPhone 16 Pro উল্লেখযোগ্য ডিজাইন বাড়াতে প্রস্তুত, সম্ভাব্যভাবে যা হাই-এন্ড ডিভাইসের চেহারা এবং বিল্ড পরিবর্তন করবে। এরই মধ্যে লিকড হয়েছে iPhone 16 এর ফিচার। লিকড হওয়া তথ্য অনুযায়ী আড়ম্বরপূর্ণ রঙ, পরিমার্জিত নকশা এবং ম্যাট ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে এই ফোন।

আরও পড়ুনঃ বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

ShrimpApplePro নামে পরিচিত একজন বিখ্যাত টিপস্টারের মতে, যার সঠিক ভবিষ্যদ্বাণীর ট্র্যাক রেকর্ড রয়েছে, iPhone 16 Pro স্পেস ব্ল্যাক, ধূসর, সাদা এবং গোলাপ সহ বিভিন্ন রঙের বিকল্পের গর্ব করতে পারে। যাই হোক, সবচেয়ে চমকপ্রদ উদ্ঘাটনটি আইফোন ১৫ লাইনআপে পূর্বে দেখা উন্নত গ্লাস কালারিং প্রযুক্তির ব্যবহারের মধ্যে রয়েছে।

টিপস্টারের সর্বশেষ আপডেট ইঙ্গিত দেয় যে iPhone 16 Pro মডেলগুলিতে একটি গ্লাস ব্যাক থাকবে, যা স্থায়িত্ব বাড়ানোর জন্য ডুয়াল-আয়ন বিনিময় প্রক্রিয়া দ্বারা সুরক্ষিত। এটি অনুসরণ করে, একটি ন্যানোক্রিস্টালাইন কণা পলিশিং পদ্ধতি ডিভাইসটিকে একটি বিলাসবহুল ম্যাট ফিনিশ প্রদান করে, এটিকে পূর্বসূরীদের থেকে আলাদা করে।

নির্মাণের ক্ষেত্রে, এটি অনুমান করা হয় যে iPhone 16-এর বেস মডেলটি এর প্রান্তগুলির জন্য অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত করতে পারে এবং প্রো ভ্যারিয়েন্টটি iPhone 15 প্রো মডেলগুলির সঙ্গে প্রবর্তিত প্রিমিয়াম টাইটানিয়াম ফ্রেমের উত্তরাধিকারী হতে পারে। অ্যাপল টাইটানিয়ামের জন্য তার রঙ প্রক্রিয়াকরণ কৌশলগুলিকে পরিমার্জন করছে বলেও গুজব রয়েছে। যার লক্ষ্য স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সময় আরও পরিমার্জিত চেহারা অর্জন করা।

যদিও প্রাকৃতিক টাইটানিয়াম এবং হোয়াইট টাইটানিয়ামের মতো নির্দিষ্ট টাইটানিয়াম রঙের বৈকল্পিকগুলির সম্ভাব্য বন্ধের বিষয়ে জল্পনা-কল্পনা রয়েছে, তবে অ্যাপল দ্বারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত এই বিবরণগুলি অনিশ্চিত রয়ে গিয়েছে বলে মনে করা আবশ্যক।

অ্যাপলের ঐতিহ্যগত সেপ্টেম্বর রিলিজ প্যাটার্নের সঙ্গে সঙ্গতি রেখে iPhone 16 লঞ্চের জন্য প্রত্যাশা তৈরি করায়, উৎসাহীরা এই অনুমান করা বৈশিষ্ট্য নিশ্চিতকরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে ঘিরে প্রত্যাশা এবং জল্পনা-কল্পনা নিয়ে গ্রাহকদের মধ্যে বজায় রয়েছে উৎসাহ।

iPhone Hack: আইফোন হ্যাক হয়েছে বলে মনে হচ্ছে? এই ৫ লক্ষণ মিলে গেলে সতর্ক হন

আমাদের মধ্যে যাঁরা আইফোন ব্যবহার করেন তাঁরা অনেকসময়ই নিশ্চিন্তে থাকেন যে তাঁদের ফোন কখনই হ্যাক হতে পারে না। তবে অনেকেই সম্প্রতি অ্যাপল থেকে হ্যাকিং সংক্রান্ত নোটিফিকেশন পেয়েছেন। তাঁরা এই পাঁচটি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে তাঁদের ফোনটি হ্যাক হয়েছে কি না।

ব্যাটারি শেষ হয়ে যাওয়া

ফোন হ্যাক হয়েছে কিনা বুঝতে ব্যাটারি কতটা তাড়াতাড়ি শেষ হয়েছে তা লক্ষ্য করা যেতে পারে। ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের ক্ষেত্রে যেহেতু সমস্ত অ্যাপগুলি অ্যাক্টিভ থাকে তাই খুব সহজেই ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বেশিরভাগ সময় ফোনের অ্যাপ চলতে থাকলে সারাক্ষণ ফোন গরম থাকবে, এটিও ফোন হ্যাক হয়ে যাওয়ার একটি লক্ষণ।

আরও পড়ুন: ফোন রিস্টার্ট করা ভাল না কি পাওয়ার অফ করা? এই ‘সিক্রেট’ জেনে নিন, কখনওই খারাপ হবে না মোবাইল

মোবাইলের ডেটা ব্যবহার

ফোনের ডেটা যদি খুব দ্রুত গতিতে ব্যবহার হতে থাকে তবে বুঝতে হবে যে ফোন হ্যাক হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন অ্যাপ থেকে ডেটা নেওয়ার সময় মোবাইলের ডেটা ব্যবহার হয় বলে খুব তাড়াতাড়ি নেট ডেটা খরচ হতে থাকে।

অজানা অ্যাপ ইনস্টল

যদি আমাদের ফোন ব্যবহারের সময় দেখা যায় যে আমাদের ফোনে কোনও অজানা অ্যাপ ইনস্টল হয়েছে, যা আমরা ইনস্টল করিনি তবে বুঝতে হবে যে ফোন হ্যাক হয়েছে। এছাড়াও অনেক অ্যাপ রয়েছে যা বিভিন্ন নামে আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়, সেটিও ফোন হ্যাকিংয়ের লক্ষণ।

আইফোন স্লো হয়ে যাওয়া

যদি আমাদের আইফোনটি ধীরে ধীরে কাজ করতে থাকে তবে বুঝতে হবে এটি ভাইরাসে আক্রান্ত। অনেক সময়ই দেখা যায় ফোনটিকে বারে বারে রিস্টার্ট করতে হচ্ছে বা কোনও ওয়েবপেজ সঠিক ভাবে খুলছে না, তাহলেও বুঝতে হবে ফোনটি হ্যাক হয়েছে।

অ্যাপ প্রায় কাজ করছে না

যদি দেখা যায় আমাদের আইফোনের অ্যাপগুলি সঠিক ভাবে কাজ করছে না বা ফোনের অ্যাপগুলি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে হবে ফোনটি হ্যাক হয়েছে। এটি হয় কেন না অ্যাপের মেমোরি এই ক্ষেত্রে স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হয় এবং অ্যাপগুলি কাজ করা বন্ধ করে দেয়।

iPhone-এ মিলছে বিরাট ডিসকাউন্ট, কোন জায়গা থেকে কিনলে বেশি লাভ করবেন গ্রাহকরা ?

iPhone 13: দুই বছরেরও বেশি সময় আগে লঞ্চ হওয়া সত্ত্বেও, কেউ যদি প্রথম iPhone কিনতে চান বা iPhone 12 থেকে আপগ্রেড করতে চান, তবে iPhone 13 এখনও একটি দুর্দান্ত বিকল্প। ফোনটি, একটি ৬.১-ইঞ্চির ডিসপ্লে এবং A15 বায়োনিক চিপ সহ কম্প্যাক্ট আকারে একটি শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করে। কেউ যদি iOS ইকোসিস্টেমে প্রবেশ করার কথা ভাবছেন এবং খরচের কারণে এটি সম্পর্কে কিছুটা আতঙ্কিত হয়ে থাকেন তবে এটি সঠিক সময় হতে পারে। iPhone 13 অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় ক্ষেত্রেই ছাড়ে বিক্রি হচ্ছে- কোথা থেকে কেনা উচিত তা জেনে নেওয়া যাক।

Flipkart-এ, ডিসকাউন্টের পরে iPhone 13-এর দাম ৫২,৯৯৯ টাকা। যেখানে Amazon-এ ফোনটির দাম ৫২,৯৯০ টাকা। উল্লেখ্য যে আমরা ফোনের পিঙ্ক কালার অপশনের কথা বলছি। এখন, দেখে মনে হতে পারে যে আমাজন একটি সস্তা দামে ফোন বিক্রি করছে এবং তাই এখান থেকে কেনার জন্য এটি সেরা জায়গা হতে পারে। কিন্তু, Flipkart ৯ টাকা বেশি দামে ফোন বিক্রি করা সত্ত্বেও, বিভিন্ন ডিসকাউন্ট অফার রয়েছে যা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক পদ্ধতি কী? জানলে তবেই মিলবে মোটা রিটার্ন

যদি ইএমআই-তে ফোনটি ক্রয় করা হয় এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে, ৬ এবং ৯ মাসের মেয়াদে ২৫০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। অন্য দিকে, যদি ইএমআই লেনদেনের মেয়াদ ১২ মাস হয়, তাহলে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩৫০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। এছাড়াও কিছু অন্যান্য অফার আছে। কেউ যদি Flipkart-এ কোনও অফার না নিতে পারেন, তাহলে তিনি Amazon-এ ফোন কেনার কথা বিবেচনা করতে পারেন। এছাড়া কেউ যদি Airtel Postpaid-এ স্যুইচ করতে চান, তাহলে ১২০০ টাকা ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: স্বল্প পুঁজিতে বাড়িতে বসেই শুরু করতে পারেন এই ব্যবসা, আয় করবেন মোটা টাকা

একটু বিস্তারিতভাবে ফিচার সম্পর্কে কথা বললে, iPhone 13 একটি ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে নিয়ে গর্ব করে, যা ২৫৩২ x ১১৭০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৬০ppi এর একটি পিক্সেল ঘনত্ব অফার করে। হুডের নিচে, এটি A15 Bionic 5nm Hexa-কোর প্রসেসর দ্বারা ১২৮GB, ২৫৬GB, এবং ৫১২GB স্টোরেজ বিকল্পগুলিতে আসে। এটি iOS 15-এ চলে, এর ক্যামেরা সেটআপে একটি ১২-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা পিছনে একটি ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সের সঙ্গে যুক্ত, যেখানে সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি ১২-মেগাপিক্সেল লেন্স রয়েছে। যদিও অ্যাপল ব্যাটারির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি, তবে এতে ২০W পর্যন্ত দ্রুত চার্জিংয়ের সমর্থন সহ একটি ৩২৪০mAh ব্যাটারি রাখার অনুমান করা হচ্ছে।

iPhone Password Reset: আইফোনে পাসওয়ার্ড রিসেটের মেসেজ আসছে? সাবধান

অ্যাপল গ্রাহকরা একটি নতুন ধরনের অনলাইন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেখানে স্ক্যামাররা তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করছে। এই স্ক্যামাররা নতুন কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের তাঁদের অ্যাপলের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য প্রতারণা করছে, যা তাঁদের ডিভাইস এবং ডেটার নিয়ন্ত্রণ হারানোর মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। এটি কীভাবে কাজ করে তা এখানে আমরা আলোচনা করব।

স্ক্যামাররা এক্ষেত্রে ব্যবহারকারীদের এমন ই-মেল বা মেসেজ পাঠায় যা দেখে মনে হয় সেগুলি হুবহু অ্যাপলের থেকে এসেছে। ব্যবহারকারীদের কাছে দাবি করা হয় যে প্রাপকের অ্যাকাউন্ট বিপদে রয়েছে এবং অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন। এরা ব্যবহারকারীদের আতঙ্কিত করে এবং দ্রুত কাজ করার জন্য ভীতিকর ভাষা ব্যবহার করে।

ক্রেবসনসিকিউরিটির একটি প্রতিবেদন অনুসারে, অনেকেই এই টোপে পা দেন এবং মেসেজটিতে ক্লিক করার পরে, ব্যবহারকারীদের একটি জাল ওয়েবসাইটের দিকে পরিচালিত করা হয় যা দেখতে ঠিক অ্যাপলের অফিসিয়াল সাইটের মতো। এখানে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সহ তাঁদের লগইন তথ্য লিখতে বলা হয়। অজান্তেই, ব্যবহারকারীরা তাঁদের মূল্যবান তথ্য স্ক্যামারদের হাতে তুলে দেন।

আরও পড়ুন: প্রথম ও দ্বিতীয় সন্তানের মধ্যে বয়সের তফাত কত হওয়া উচিত? বিশেষজ্ঞদের মত জানুন

কিন্তু প্রতারণা সেখানেই থামে না। কিছু ভুক্তভোগী তাঁদের অ্যাপল ডিভাইসে নোটিফিকেশনের বন্যা হওয়ার কথা জানিয়েছেন, যা তাঁদের একটি পাসওয়ার্ড রিসেট বা লগইন অনুমোদন করতে বলছে। এতে ডিভাইস ব্যবহার প্রায় অসম্ভব হয়ে ওঠে।

স্ক্যামাররা তখন ব্যবহারকারীকে ফোন করে, অ্যাপল সাপোর্টার হওয়ার ভান করে। তারা দাবি করে যে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অ্যাটাকের অধীনে রয়েছে এবং এটি রক্ষা করার জন্য তাদের কিছু তথ্য যাচাই করতে হবে। এর জন্য তারা স্পুফড কলার আইডি ব্যবহার করে।

ভিকটিমদের আস্থা অর্জনের জন্য, স্ক্যামাররা PeopleDataLabs-এর মতো উৎস থেকে প্রাপ্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। এই তথ্য ব্যবহার করা হলে ব্যবহারকারীরা তা বৈধ বলে মনে করেন।

এই স্ক্যামের কথা এক ব্যবহারকারী তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অ্যাপল সাপোর্টার বলে দাবি করে এমন একজনের কাছ থেকে তিনি কল পান। তার আগে অবশ্য তাঁর ফোনে প্রচুর নোটিফিকেশন আসতে শুরু করে। এই স্ক্যামারদের চূড়ান্ত লক্ষ্য হল টেক্সট মেসেজের মাধ্যমে তাদের ডিভাইসে পাঠানো কোড চাওয়া। সফল হলে, স্ক্যামাররা ভিকটিমের অ্যাপল আইডি পাসওয়ার্ড রিসেট করতে এবং সম্ভাব্য ভাবে তাঁদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে এই কোডটি ব্যবহার করে।

এই ধূর্ত স্ক্যামারদের থেকে নিজেকে রক্ষা করতে ব্যবহারকারী কী করতে পারেন? প্রথম কাজ হল যে, কোনও অযাচিত ই-মেল বা মেসেজকে অ্যাপেল থেকে পাঠানো বলে মনে না করা। সর্বদা প্রেরকের ই-মেল আইডি বা যে ওয়েবসাইটে যেতে বলা হয়েছে তার URL দুবার চেক করা৷ যদি কিছু সন্দেহজনক বলে মনে হয়, তবে এর থেকে দূরে থাকা দরকার। মনে রাখতে হবে যে, অ্যাপল কখনই ফোনে বা ই-মেলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড দিতে বলবে না।

Iphone: আইফোন হোম স্ক্রিন কাস্টমাইজ? অনুমতি দিতে পারে অ্যাপল, জেনে নিন বিশদে

কলকাতাঃ আইফোন ব্যবহারকারীরা শীঘ্রই তাঁদের হোম স্ক্রিনকে কাস্টমাইজ করার সুযোগ পেতে পারেন। জানা গিয়েছে যে, iOS ১৮ আপডেট এই বছরের শেষের দিকে রোল আউট হতে পারে। এটি আইফোন ব্যবহারকারীদের হোম স্ক্রিনকে কাস্টমাইজ করতে সাহায্য করবে, যা এই সপ্তাহে ব্লুমবার্গ রিপোর্ট করেছে। মনে করা হচ্ছে যে, অ্যাপল আইওএস ১৮ আপডেট রোল আউট করার পরে আইফোন ব্যবহারকারীদের তাঁদের হোম স্ক্রিন কাস্টমাইজ করার অনুমতি দিতে পারে।

আরও পড়ুনঃ কোন রঙের স্মার্টফোন ব্যবহার করেন? তা দেখেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব! রইল তালিকা

তবে এটা এখনও জানা যায়নি যে আইফোনে এই হোম স্ক্রিন কাস্টমাইজ কীভাবে iOS ১৮ আপডেটের সঙ্গে কাজ করবে। অ্যাপল এই বছরের জুনের কাছাকাছি WWDC ২০২৪ হোস্ট করবে এবং আশা করা যায় এই ইভেন্টে কোম্পানির কাছ থেকে এই আপডেটের সম্পর্কে আরও বিশদ কিছু জানা যাবে। অর্থাৎ এই বছর জুনের কাছাকাছি হওয়া WWDC ২০২৪-এ এই বিষয়ে সমস্ত তথ্য জানা যেতে পারে।

যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না অ্যাপল এই বিষয়ে কিছু জানাবে কি না। এই iOS ১৮ আপডেটটি বছরের মধ্যে সবচেয়ে বড় আপডেট হতে পারে, ফলে তা নিয়ে সংস্থা চমক জিইয়ে রাখতে পারে। তবে মনে করা হচ্ছে যে এই আপডেটে কোম্পানির ইকোসিস্টেমে তৈরি কিছু এআই-চালিত বৈশিষ্ট্য থাকতে পারে।

iOS ১৮ আপডেট করা এবং তা গ্রাহকদের জন্য যথেষ্ট আকর্ষণীয় রাখার জন্য Apple-এর হাতে এখন বেশ বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে যদি এটি আরও বেশি Android গ্রাহকদের নজর নিজের দিকে ঘোরাতে চায়। অ্যাপল বছরের পর বছর ধরে তার ডিভাইসের গোপনীয়তা বজায় রাখতে কাজ করেছে। এটা অস্বীকার করা যায় না যে এই গোপনীয়তা সকল অ্যাপল গ্রাহকদের জন্য খুবই দরকারি। কিন্তু, কোম্পানির এখন একটি এক্স-ফ্যাক্টর ফিচার প্রয়োজন এবং এটি মনে করা হচ্ছে যে এক্ষেত্রে AI ট্রাম্প কার্ড হতে পারে, যা আইফোন নির্মাতাকে বাজারের বাকিদের থেকে নিজেকে বরাবরের মতো আলাদা রাখতে সাহায্য করতে পারে।

অন্য দিকে, গ্রাহকরা দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েডে কাস্টমাইজেশন পেয়েছেন। গ্রাহকরা এই ধরনের নমনীয়তার জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম পছন্দ করেন। তাই অ্যাপলের ক্ষেত্রে তাঁদের ব্যবহারকারীদের জন্য এটি চালু করার সময় এসেছে বলেই দাবি করছেন টেক বিশেষজ্ঞরা।

Apple storage update : যত খুশি ছবি সেভ করার জন্য ১২৮ জিবি পর্যাপ্ত? আইফোনের স্টোরেজ নিয়ে যা বলল Apple

Apple iPhones: জনপ্রিয় কোম্পানি Apple ১২৮GB স্টোরেজ অফার করে বেস ভ্যারিয়েন্ট-সহ iPhones বিক্রি করে চলেছে। iPhone-এ থাকা সমস্ত হাই-টেক ক্যামেরা ফিচারের পরেও এতে রয়েছে ১২৮GB স্টোরেজ। বেশিরভাগ গ্রাহক ১২৮GB বেস টায়ার অফার করার অ্যাপলের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তবে কোম্পানিও অনড়, দাবি করছে যে ১২৮GB অনেকগুলি ফটো সেভ করার জন্য যথেষ্ট। অ্যাপল ‘lot of storage’ মন্তব্যে নিজেদের দাবি দাখিল করার জন্য একটি বিজ্ঞাপনও নিয়ে এসেছে।

৩০-সেকেন্ডের ক্লিপটিতে একজন ব্যক্তি অন্য ছবির জন্য জায়গা তৈরি করতে আইফোন থেকে তাঁর কিছু ফটো মুছে ফেলতে চাইছেন, কারণ তাঁর স্টোরেজ ফুরিয়ে গিয়েছে। কিন্তু, তারপরে অ্যাপল একটি চটকদার বার্তা যোগ করে বলে, আইফোন ১৫-তে “প্রচুর ছবির জন্য প্রচুর স্টোরেজ রয়েছে।”

আরও পড়ুন: নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, হয়ে গেল মহিলা! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

অ্যাপল ৬৪GB আইফোন মডেলটি বাদ দিয়ে এবং চার বছর আগে ১২৮GB বিকল্পের সঙ্গে লাইনআপ শুরু করে বড় পরিবর্তন করেছে। সেই থেকে, অ্যাপল নতুন আইফোন চালু করেছে, যেগুলি বড় ক্যামেরা আপগ্রেড পেতে চলেছে, যা ফটোগুলিকে আগের থেকে আকারে বড় করে তোলে৷ সুতরাং, অ্যাপল এখনও ১২৮GB স্টোরেজকে যদি অনেক স্টোরেজ বলে মনে করে এটি আর পর্যাপ্ত নয় বলতেই হয়। বিশেষ করে যদি গ্রাহকরা নিজেদের ডেটা রাখার জন্য শুধুমাত্র ফিজিক্যাল আইফোন স্টোরেজের উপর নির্ভর করেন। কিছু জায়গা কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করার পরিবর্তে রয়েছে iCloud বা Google ক্লাউড স্টোরেজ।

আরও পড়ুন: ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি! সফল প্রতিস্থাপনে আশার আলো দেখালেন মার্কিন চিকিৎসকরা

অনেকে এটাও বলতে পারেন যে, কিছু আইফোন ক্রেতা আনন্দের সঙ্গেই নতুনগুলির জন্য স্থান তৈরি করতে পুরনো ফটোগুলি মুছে ফেলবেন। কিন্তু, কেন ২৫৬GB-কে ডিফল্ট আইফোন স্টোরেজ বানানো হবে না, সেই দাবি উঠছে। তাছাড়া, আইফোন প্রো ভ্যারিয়েন্টগুলি আজকাল বেস স্টোরেজ মডেল হিসাবে ২৫৬GB দিয়ে শুরু হয়।

সুতরাং, আশা করা যায় যে পরিবর্তনটি এই বছর নজরে আসবে, যখন iPhone 16 সিরিজ সেপ্টেম্বরের কাছাকাছি রোল আউট হবে। তখন গ্রাহকদের Android-এ ঝাঁপিয়ে পড়তে বাধ্য করার পরিবর্তে তাঁদের খুশি রাখতে এবং তাঁদের পাশে থাকার জন্য অতিরিক্ত iCloud স্টোরেজ ব্যবহার করার সুযোগ দেওয়া হতে পারে। এর ফলে আইফোনে একই সঙ্গে অনেক স্টোরেজ পাওয়া যেতে পারে।

৩৫০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে iPhone 14, দেখে নিন এই ধামাকা অফারের লাভ তুলবেন কীভাবে

জনপ্রিয় Apple কোম্পানির iPhone 14-তে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। ৩৫০০০ টাকার নিচে একটি ধামাকা অফারে পাওয়া যাচ্ছে iPhone 14। নতুন ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে এবং ৪৮MP সেন্সর ছাড়াও, এটি সর্বশেষ iPhone 15-এর মতো বৈশিষ্ট্যগুলি অফার করে, তবে তুলনামূলকভাবে কম দামে৷
জনপ্রিয় Apple কোম্পানির iPhone 14-তে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। ৩৫০০০ টাকার নিচে একটি ধামাকা অফারে পাওয়া যাচ্ছে iPhone 14। নতুন ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে এবং ৪৮MP সেন্সর ছাড়াও, এটি সর্বশেষ iPhone 15-এর মতো বৈশিষ্ট্যগুলি অফার করে, তবে তুলনামূলকভাবে কম দামে৷
এই মুহুর্তে Flipkart যে ডিসকাউন্ট দিচ্ছে তাতে ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অর্থাৎ জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ৩৫০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে Apple কোম্পানির iPhone 14। এক নজরে দেখে নেওয়া যাক এই অফারের সমস্ত খুঁটিনাটি।
এই মুহুর্তে Flipkart যে ডিসকাউন্ট দিচ্ছে তাতে ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অর্থাৎ জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ৩৫০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে Apple কোম্পানির iPhone 14। এক নজরে দেখে নেওয়া যাক এই অফারের সমস্ত খুঁটিনাটি।
Flipkart ফ্ল্যাট ১৮% ছাড় দিচ্ছে -ই-কমার্স প্ল্যাটফর্মটি iPhone 14-এর ১২৮জিবি ভ্যারিয়েন্টে ফ্ল্যাট ১৮% ছাড় দিচ্ছে। ৬৯,৯০০ টাকার iPhone 14-এর উপরে দেওয়া হচ্ছে ফ্ল্যাট ১২,৯০১ টাকার ছাড়। এই ছাড়ের পরে, ফোনটি পাওয়া যাচ্ছে ৫৬,৯৯৯ টাকায়। এখনও পর্যন্ত এটি সমস্ত অনলাইনের মধ্যে সর্বনিম্ন মূল্য অফার করছে। এছাড়াও এর উপরে রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। এই অফারের মাধ্যমে iPhone 14 ক্রয় করা যেতে পারে ৩৫০০০ টাকার নিচে।
Flipkart ফ্ল্যাট ১৮% ছাড় দিচ্ছে –
ই-কমার্স প্ল্যাটফর্মটি iPhone 14-এর ১২৮জিবি ভ্যারিয়েন্টে ফ্ল্যাট ১৮% ছাড় দিচ্ছে। ৬৯,৯০০ টাকার iPhone 14-এর উপরে দেওয়া হচ্ছে ফ্ল্যাট ১২,৯০১ টাকার ছাড়। এই ছাড়ের পরে, ফোনটি পাওয়া যাচ্ছে ৫৬,৯৯৯ টাকায়। এখনও পর্যন্ত এটি সমস্ত অনলাইনের মধ্যে সর্বনিম্ন মূল্য অফার করছে। এছাড়াও এর উপরে রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। এই অফারের মাধ্যমে iPhone 14 ক্রয় করা যেতে পারে ৩৫০০০ টাকার নিচে।
৩৫,০০০ টাকার নিচে iPhone 14 -ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উভয়ের সঙ্গেই ফোনটি ৩৫০০০ টাকার কমে কেনা যাবে। কারও যদি ব্যাঙ্ক অফ বরোদা বা সিটিব্যাঙ্ক থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে তিনি সরাসরি ১৫০০ টাকা ছাড় পেতে পারেন। যার অর্থ ফোনটি ৫৫,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
৩৫,০০০ টাকার নিচে iPhone 14 –
ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উভয়ের সঙ্গেই ফোনটি ৩৫০০০ টাকার কমে কেনা যাবে। কারও যদি ব্যাঙ্ক অফ বরোদা বা সিটিব্যাঙ্ক থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে তিনি সরাসরি ১৫০০ টাকা ছাড় পেতে পারেন। যার অর্থ ফোনটি ৫৫,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
তাছাড়া, যদি কারও কাছে এক্সচেঞ্জ করার জন্য একটি পুরনো স্মার্টফোন থাকে, তাহলে তিনি ক্রয়ের উপর অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। উদাহরণস্বরূপ, গ্রাহকরা iPhone 12-এর জন্য ২৪,২০০ টাকা পর্যন্ত পেতে পারেন, যা এর দাম প্রায় ৩২,৭০০ টাকায় নামিয়ে আনে। গ্রাহকরা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে নিজেদের পুরনো স্মার্টফোনের যে কোনও একটি এক্সচেঞ্জ করতে পারেন।
তাছাড়া, যদি কারও কাছে এক্সচেঞ্জ করার জন্য একটি পুরনো স্মার্টফোন থাকে, তাহলে তিনি ক্রয়ের উপর অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। উদাহরণস্বরূপ, গ্রাহকরা iPhone 12-এর জন্য ২৪,২০০ টাকা পর্যন্ত পেতে পারেন, যা এর দাম প্রায় ৩২,৭০০ টাকায় নামিয়ে আনে। গ্রাহকরা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে নিজেদের পুরনো স্মার্টফোনের যে কোনও একটি এক্সচেঞ্জ করতে পারেন।y
অফারের তালিকা -- iPhone 14-এর ১২৮ জিবি মডেলে ফ্ল্যাট ১৮% ছাড়ের অফার। অর্থাৎ প্রায় ১২,৯০১ টাকার ছাড়। এর ফলে ৬৯,৯০০ টাকার ফোন পাওয়া যাবে ৫৬,৯৯৯ টাকায়।
অফারের তালিকা –
– iPhone 14-এর ১২৮ জিবি মডেলে ফ্ল্যাট ১৮% ছাড়ের অফার। অর্থাৎ প্রায় ১২,৯০১ টাকার ছাড়। এর ফলে ৬৯,৯০০ টাকার ফোন পাওয়া যাবে ৫৬,৯৯৯ টাকায়।
- ব্যাঙ্ক অফ বরোদা বা সিটি ব্যাঙ্কের কার্ড থাকলে সরাসরি ১৫০০ টাকার ছাড়। অর্থাৎ ৬৯,৯০০ টাকার ফোন পাওয়া যাবে ৫৫,৪৯৯ টাকায়।- এরপর গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো iPhone 12-এর উপরে পেতে পারেন ২৪,২০০ টাকার ছাড়। এর ফলে ৬৯,৯০০ টাকার iPhone 14 ক্রয় করা যাবে মাত্র ৩২,৭০০ টাকায়।
– ব্যাঙ্ক অফ বরোদা বা সিটি ব্যাঙ্কের কার্ড থাকলে সরাসরি ১৫০০ টাকার ছাড়। অর্থাৎ ৬৯,৯০০ টাকার ফোন পাওয়া যাবে ৫৫,৪৯৯ টাকায়।
– এরপর গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো iPhone 12-এর উপরে পেতে পারেন ২৪,২০০ টাকার ছাড়। এর ফলে ৬৯,৯০০ টাকার iPhone 14 ক্রয় করা যাবে মাত্র ৩২,৭০০ টাকায়।

Smartphone in water: ফোন জলে পড়ে গিয়েছে, চালের কৌটোয় ঢোকালেই কি সমাধান হবে? আসল সত‍্যি জানলে চোখ কপালে উঠবে

হাত থেকে ফোন সোজা জলের বালতিতে। কতবার যে এমনটা হয়েছে। কখনও বেসিনে পড়েছে কখনও আবার কমোডে। একেবারে কেলোর কীর্তি। ফোন খুলে মুছে রোদে দাও রে, শোকাও রে। ঝামেলার শেষ নেই। ইদানীং অবশ্য ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে এসেছে। কিছু ফোনে আবার জলের ফোঁটা বা ঝাপটা লাগলেও কিছু হয় না। সেভাবেই তৈরি। কিন্তু আইফোন?
হাত থেকে ফোন সোজা জলের বালতিতে। কতবার যে এমনটা হয়েছে। কখনও বেসিনে পড়েছে কখনও আবার কমোডে। একেবারে কেলোর কীর্তি। ফোন খুলে মুছে রোদে দাও রে, শোকাও রে। ঝামেলার শেষ নেই। ইদানীং অবশ্য ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে এসেছে। কিছু ফোনে আবার জলের ফোঁটা বা ঝাপটা লাগলেও কিছু হয় না। সেভাবেই তৈরি। কিন্তু আইফোন?
স্মার্টফোন জলে পড়ে গেলে ধুয়ে মুছে অনেকেই চালের বস্তায় ঢুকিয়ে রাখেন। মনে করা হয়, চাল আর্দ্রতা শোষণ করতে পারে। তাই চালের বস্তায় ফোন ঢুকিয়ে দুইদিন চাপাচুপি দিয়ে রাখা হয়।
স্মার্টফোন জলে পড়ে গেলে ধুয়ে মুছে অনেকেই চালের বস্তায় ঢুকিয়ে রাখেন। মনে করা হয়, চাল আর্দ্রতা শোষণ করতে পারে। তাই চালের বস্তায় ফোন ঢুকিয়ে দুইদিন চাপাচুপি দিয়ে রাখা হয়।
অনেকে বলেন, এতে ভাল কাজ হয়। স্মার্টফোনের সব জল শুষে নেয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এর উল্টোটা। চাল মোটেই আর্দ্রতা শোষণ করতে পারে না। হ্যাঁ, মনের শান্তি হয় বটে। কিন্তু ফোনের যা বারোটা বাজার বেজে গেল।
অনেকে বলেন, এতে ভাল কাজ হয়। স্মার্টফোনের সব জল শুষে নেয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এর উল্টোটা। চাল মোটেই আর্দ্রতা শোষণ করতে পারে না। হ্যাঁ, মনের শান্তি হয় বটে। কিন্তু ফোনের যা বারোটা বাজার বেজে গেল।
একই কথা বলছে অ্যাপলও। ওই গবেষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। অ্যাপল বলেছে, আইফোন জলে পড়ে গেলে ইউজাররা যেন ভুলেও সেটাকে চালের বস্তায় না ঢোকায়।
একই কথা বলছে অ্যাপলও। ওই গবেষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। অ্যাপল বলেছে, আইফোন জলে পড়ে গেলে ইউজাররা যেন ভুলেও সেটাকে চালের বস্তায় না ঢোকায়।
কারণ চালের ছোট ছোট কণা ফোনের ক্ষতি করতে পারে। অনেকে জল শুকোতে হেয়ার ড্রায়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার করেন। অ্যাপল বলছে, এটাও করা যাবে না। তুলোর বল বা পাতলা কাগজের ন্যাপকিন দিয়ে আইফোন মোছাও বিপজ্জনক।
কারণ চালের ছোট ছোট কণা ফোনের ক্ষতি করতে পারে। অনেকে জল শুকোতে হেয়ার ড্রায়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার করেন। অ্যাপল বলছে, এটাও করা যাবে না। তুলোর বল বা পাতলা কাগজের ন্যাপকিন দিয়ে আইফোন মোছাও বিপজ্জনক।
তাহলে আইফোন জলে পড়ে গেলে কী করা উচিত? অ্যাপল বলছে, আইফোন নিচের দিকে মুখ করে জল ঝরিয়ে ফেলতে হবে। তেমন হলে হাতের দুই আঙুল দিয়ে উপর থেকে নিচ বরাবর টেনে যেটুকু জল আছে ঝরিয়ে অন্তত আধঘণ্টা শুকনো জায়গায় রাখতে হবে।
তাহলে আইফোন জলে পড়ে গেলে কী করা উচিত? অ্যাপল বলছে, আইফোন নিচের দিকে মুখ করে জল ঝরিয়ে ফেলতে হবে। তেমন হলে হাতের দুই আঙুল দিয়ে উপর থেকে নিচ বরাবর টেনে যেটুকু জল আছে ঝরিয়ে অন্তত আধঘণ্টা শুকনো জায়গায় রাখতে হবে।
আইফোনে লিকুইড ডিটেক্টর আছে। ইউজারকে সতর্ক করে। সেই বলে দেবে আইফোন পুরো শুকিয়েছে কি না। চার্জিংয়ের জায়গায় কিছু জল থাকতে পারে। সিম কার্ড সল্ট এরিয়া, হেডফোন এরিয়াতেও জল থাকার সম্ভাবনা। তাই অন্তত ২৪ ঘণ্টা আইফোন শুকনো জায়গায় রাখতে হবে। এই সময় চার্জ না করাই ভাল।
আইফোনে লিকুইড ডিটেক্টর আছে। ইউজারকে সতর্ক করে। সেই বলে দেবে আইফোন পুরো শুকিয়েছে কি না। চার্জিংয়ের জায়গায় কিছু জল থাকতে পারে। সিম কার্ড সল্ট এরিয়া, হেডফোন এরিয়াতেও জল থাকার সম্ভাবনা। তাই অন্তত ২৪ ঘণ্টা আইফোন শুকনো জায়গায় রাখতে হবে। এই সময় চার্জ না করাই ভাল।