Tag Archives: Jangipur

Jangipur Superspecialty Hospital: সরকারি হাসপাতালে এ কী কাণ্ড! পালাই পালাই করছেন রোগীরা

মুর্শিদাবাদ: এই তীব্র গরমের মধ্যেই কুলার খারাপ হয়ে গিয়েছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের। তার জেরে সেখানে রাখা দেহ পচতে শুরু করেছে। তারফলে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসছে। সেই দুর্গন্ধে বিপাকে পড়েছেন মর্গের কর্মীদের পাশাপাশি হাসপাতালে ভর্তি এই রোগী, কর্মী ও চিকিৎসকরা। এমনকি হাসপাতালের আশেপাশে বসবাসরত মানুষজনরাও এর ফলে বাড়িতে কার্যত থাকতে পারছেন না।

জানা গিয়েছে, জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসে বহু রোগী। কিন্তু এই হাসপাতালের মধ্যেই পুলিশ মর্গের বেহাল অবস্থা। জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের একমাত্র মর্গে যেখানে সাগরদিঘি থেকে শুরু করে ফরাক্কা ও বীরভূমের কিছু অংশ থেকেও সমস্থ মৃতদেহ নিয়ে আশা হয় এই মর্গে। যে মৃতদেহগুলিকে সনাক্ত করা হয় সেগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও যেগুলি সনাক্ত করা যায় না, সেই মৃতদেহগুলিকে রেখে দেওয়া হয় এই মর্গের মধ্যেই। অভিযোগ, দীর্ঘ দিন ধরে মর্গে বহু দেহ জমেছিল। এখন কুলার খারাপ হয়ে যাওয়ায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসছে।

আর‌ও পড়ুন: চিনি-আটা মিল ছিল না আগেই, এবার রেশনে বাড়ন্ত চাল’ও! এখানে ক্ষোভে ফুটছে মানুষ

এই হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই মর্গের পচা গন্ধে থাকতে পারছেন না তাঁরা। কীভাবে মৃতদেহগুলো রাখা হচ্ছে তাও বোঝা যাচ্ছে না। জানা গিয়েছে, এই মর্গে ছয়টি ফ্রিজ ও কুলার রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ফ্রিজ অকেজো হয়ে পড়ে রয়েছে। আর এই কারণেই মৃতদেহে পচন ধরছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়।

গোটা ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা পুলিশের উপরেই দায় চাপিয়েছেন। পাশাপাশি তিনি জানান দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কৌশিক অধিকারী

West Bengal Lok Sabha Election 2024 LIVE : বাংলার ৪ আসনে ভোট, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা : ৭ মে ২০২৪, মঙ্গলবার দেশজুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান হবে। মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। পরীক্ষায় নামবেন একাধিক হেভিওয়েট। পশ্চিমবঙ্গের ৪ আসনে ভোট রয়েছে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তৃতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের চারটির পাশাপাশি গুজরাতের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ন’টি, ছত্তীসগঢ়ের সাতটি, বিহারের পাঁচটি, অসমের চারটি, গোয়ার দু’টি, দাদরা ও নগর হভেলীর একটি এবং দমন ও দিউয়ের একটি লোকসভা কেন্দ্র রয়েছে। এর পরে আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তৃতীয় দফা বাংলার ভোটে যত সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে বুথে বুথে তত সংখ্যক বাহিনী প্রায় মোতায়েন হচ্ছে কুইক রেসপন্স টিম-এ। কৃষ্ণনগরে ১২ কোম্পানি আধাসেনা, QRT তে থাকছে ১২, জঙ্গিপুর ৬৪ কোম্পানি আধাসেনা, Qrt ৬৪ কোম্পানি, মালদহতে ১৪৪ কোম্পানি বুথে Qrt ১৪৩ কোম্পানি থাকছে এবং মুর্শিদাবাদে ১৪৪ কোম্পানি বুথে, QRT তে থাকছে ১৪৩ কোম্পানি।