Tag Archives: jhalmuri

Evening Snacks: মুচমুচে মুড়িতে জমে যাবে সন্ধের আড্ডা, খেতে ঠিক দোকানের মত! রইল সহজ রেসিপি

সন্ধে হতেই চটকদার কিছু খাবার জন্য মনটা আনচান করছে? নির্দ্বিধায় বানিয়ে ফেলুন ঝাল মুড়ি। সামান্য উপকরণে টেস্টি খাবার। স্বাদ হবে দোকানের মত। শরীরও থাকবে ফিট। জেনে নিন সহজ রেসিপি।
সন্ধে হতেই চটকদার কিছু খাবার জন্য মনটা আনচান করছে? নির্দ্বিধায় বানিয়ে ফেলুন ঝাল মুড়ি। সামান্য উপকরণে টেস্টি খাবার। স্বাদ হবে দোকানের মত। শরীরও থাকবে ফিট। জেনে নিন সহজ রেসিপি।
দীর্ঘদিনের ঝাল মুড়ি বিক্রেতা শিবম কেশরী বলছেন, সামান্য কিছু জিনিস ব্যবহার করে বাড়িতে ঝাল মুড়ি তৈরি করা যাবে। এর জন্য অবশ্যই লাগবে মুড়ি, সঙ্গে ব্যবহার করুন অল্প চানাচুর, একটু ভাজা মশলা, অল্প কাঁচা তেল, ছোলা, বাদাম ইত্যাদি।
দীর্ঘদিনের ঝাল মুড়ি বিক্রেতা শিবম কেশরী বলছেন, সামান্য কিছু জিনিস ব্যবহার করে বাড়িতে ঝাল মুড়ি তৈরি করা যাবে। এর জন্য অবশ্যই লাগবে মুড়ি, সঙ্গে ব্যবহার করুন অল্প চানাচুর, একটু ভাজা মশলা, অল্প কাঁচা তেল, ছোলা, বাদাম ইত্যাদি।
এছাড়াও অল্প সিদ্ধ আলু ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ব্যবহার করবেন। বাড়িতে নারকেল এবং বেদানা থাকলে অবশ্যই ছোট কুচি করে মিশিয়ে দিতে ভুলবেন না। স্বাদ বেড়ে যাবে অনেকখানি।
এছাড়াও অল্প সিদ্ধ আলু ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ব্যবহার করবেন। বাড়িতে নারকেল এবং বেদানা থাকলে অবশ্যই ছোট কুচি করে মিশিয়ে দিতে ভুলবেন না। স্বাদ বেড়ে যাবে অনেকখানি।
শিবমবাবু বলছেন, প্রথমেই একটা বড় পাত্রে মুড়ি নিন। তার মধ্যে অল্প একটু নুন দিন। দিন ভাজা মশলা, অল্প কাঁচা তেল, চানাচুর, শুকনো খোলায় ভাজা বাদাম, ছোলা ইত্যাদি। প্রথমে সবগুললিকে ভাল করে মিশিয়ে নিন। কাঁচা সরষের তেলের বদলে অল্প একটু আমতেল ব্যবহার করতে পারেন।
শিবমবাবু বলছেন, প্রথমেই একটা বড় পাত্রে মুড়ি নিন। তার মধ্যে অল্প একটু নুন দিন। দিন ভাজা মশলা, অল্প কাঁচা তেল, চানাচুর, শুকনো খোলায় ভাজা বাদাম, ছোলা ইত্যাদি। প্রথমে সবগুললিকে ভাল করে মিশিয়ে নিন। কাঁচা সরষের তেলের বদলে অল্প একটু আমতেল ব্যবহার করতে পারেন।
পরবর্তী ধাপে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেল কুচি ইত্যাদি পাত্রে ঢালুন। আর একবার ভাল করে মিশিয়ে নিন। তারপর আলু দিয়ে হালকা করে মেশান। তবেই মুড়ি মুচমুচে থাকবে। সবশেষে ওপরে নারকেলের টুকরো আর ভুজিয়া ছড়িয়ে দিন। তাহলেই রেডি আপনার ঝালমুড়ি।
পরবর্তী ধাপে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেল কুচি ইত্যাদি পাত্রে ঢালুন। আর একবার ভাল করে মিশিয়ে নিন। তারপর আলু দিয়ে হালকা করে মেশান। তবেই মুড়ি মুচমুচে থাকবে। সবশেষে ওপরে নারকেলের টুকরো আর ভুজিয়া ছড়িয়ে দিন। তাহলেই রেডি আপনার ঝালমুড়ি।

Cheap Masala Muri: খুব কম দামের এই মুড়িতে আলদাই মজা, স্বাদে ভরপুর, ওজন কমে পালকের মতো হবে শরীর!

হাওড়া: মনোরম ঝাল মুড়ি! সন্ধে নামলে এই ঝালমুড়ির খাবার হিড়িক চোখে পড়ার মত। ৮-৮০ বয়সের মানুষের পছন্দের এই মশলা মুড়ি। ‘ মুড়ি’ বলতে, অনেকেই তেলে ভাজা মুড়ির কথা ভাবেন। তবে বহু মানুষের কাছে, এই মশলা মুড়ির আকর্ষণ একেবারে অন্য মাত্রায়। সন্ধে নামলেই এই মশলা মুড়ি খেতে ভিড় জমায় মানুষ। বাস ট্রেন রেল স্টেশন বাজার জবহুল স্থানে, বিকেলে কিংবা সন্ধায় পাওয়া যায় মশলা মুড়ি। মশলা মুড়ি প্রায় সর্বত্র পাওয়া গেলেও, এই মশলা মুড়ি অন্য স্বাদের।

সুস্বাদ এবং দামে কম মনোরমা মশলা মুড়ি। যে কারণে বেশি জন প্রিয়তা। এখানে তেলে ভাজা মুড়ির থেকেও বেশি জনপ্রিয় এই মশলা মুড়ি। কাগজের ঠোঙায় মুড়ি তেল মশলা বাদাম কড়াই পেঁয়াজ লঙ্কা মেশানো। ঝরঝরে মশলা মুড়ির খাবার আনন্দটাই আলাদা। মুড়ির সঙ্গে টক ঝাল মিষ্টি স্বাদ তার উপর মশলার সুগন্ধ বেশি করে মানুষকে আকর্ষণ করে। জনপ্রিয় এই মশলা মুড়ি পাওয়া যায় মাত্র ৬ টাকায়। এই দাম একই রয়েছে গত কয়েক বছর।

আরও পড়ুনWhiskey Health Benefit: হুইস্কি খান? ঝপঝপ করে কমবে ওজন! মার্কিন গবেষণায় উঠে এসেছে হুইস্কি পানের বহু গুণ!

এ প্রসঙ্গে বিক্রেতা দীপু মালিক জানান, প্রায় সাত বছর আগে ঠেলা গাড়িতে এই মশলা মুড়ির ব্যবসা শুরু। শুরুতে সেভাবে চাহিদা ছিল না। তবে গত কয়েক বছর দারুন চাহিদা বেড়েছে। সন্ধে থেকে কয়েক ঘণ্টা মশলা মুড়ি খেতে দারুণ ভিড় জমায় মানুষ। ৮-৮০ বয়সের মানুষ এই মশলা মুড়ি পছন্দ করে। তবে স্কুল কলেজের পড়ুয়ারা দারুন পছন্দ করে। সেই দিক গুরুত্ব রেখেই দাম মাত্র ৬ টাকা রাখা হয়েছে।

এই মশলা মুড়ির ক্রমশ চাহিদা বেড়ে চলেছে। ঠেলা গাড়িতে এই মশলা মুড়ির কাউন্টার রয়েছে, পাঁচলার গঙ্গাধরপুর লাইব্রেরী সংলগ্ন। শুনতে অবাক মনে হলেও, স্থানীয় মানুষের সন্ধায় টিফিন সাড়ে মাত্র ৬ টাকায়।
রাকেশ মাইতি