Tag Archives: KKR vs RCB

KKR vs RCB: হার থেকে শিক্ষা! আরসিবির বিরুদ্ধে কেকেআর একাদশে ৩ বড় বদল? মহাচমক দেবেন গম্ভীর! জেনে নিন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটা হার প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলি। ২২৩ রান করে ঘরের মাঠে হারের ক্ষত কেকেআরের কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটা হার প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলি। ২২৩ রান করে ঘরের মাঠে হারের ক্ষত কেকেআরের কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে রাজস্থান ম্যাচের পর ৪ দিন সময় পেয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। গত ম্যাচ শেষে দলকে খোদ পেপ টক দিয়েছেন কর্ণধান শাহরুখ খানও। বাকি কদিন অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে কেকেআর।
তবে রাজস্থান ম্যাচের পর ৪ দিন সময় পেয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। গত ম্যাচ শেষে দলকে খোদ পেপ টক দিয়েছেন কর্ণধান শাহরুখ খানও। বাকি কদিন অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে কেকেআর।
রবিবার ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর। শেষ পাঁচটি ম্যাচ হেরে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে। তারপরও বেঙ্গালুরুকে হাল্কাভাবে নিতে নারাজ নাইটরা। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল।
রবিবার ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর। শেষ পাঁচটি ম্যাচ হেরে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে। তারপরও বেঙ্গালুরুকে হাল্কাভাবে নিতে নারাজ নাইটরা। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল।
আরসিবির বিরুদ্ধে নামার আগে কয়েকটি বিষয় ভাবাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তারমধ্যে প্রধান হল মিচেল স্টার্কের চূড়ান্ত অফ ফর্ম। নজর কাড়তে ব্যর্থ বরুণ চক্রবর্তীও। ব্যাটিংয়েও পিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ছাড়া কেউ বড় রান পাননি।
আরসিবির বিরুদ্ধে নামার আগে কয়েকটি বিষয় ভাবাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তারমধ্যে প্রধান হল মিচেল স্টার্কের চূড়ান্ত অফ ফর্ম। নজর কাড়তে ব্যর্থ বরুণ চক্রবর্তীও। ব্যাটিংয়েও পিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ছাড়া কেউ বড় রান পাননি।
এর সঙ্গে রয়েছে কেকেআরের ডেথ ওভারে বোলারের অভাব বা খারাপ বোলিং। ফলে আরসিবির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন অনেকেই।
এর সঙ্গে রয়েছে কেকেআরের ডেথ ওভারে বোলারের অভাব বা খারাপ বোলিং। ফলে আরসিবির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন অনেকেই।
এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ:  সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং / মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / সূয়াশ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।
এক ঝলকে দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং / মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / সূয়াশ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।

KKR News: আর সুযোগ নয়! আরসিবি ম্যাচে বাদ কেকেআর মহাতারকা? তৈরি ২ নতুন বিদেশী

অনেক আশা করে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীির জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন স্টার্ক।
অনেক আশা করে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীির জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন স্টার্ক।
কিন্তু মরশুমের প্রথম ৬ ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানেদের আশা পূরণ করতে পারেননি অজি স্পিড স্টার। একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ। অনেকেই বলছেন স্টার্কের কারণেই হারতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে।
কিন্তু মরশুমের প্রথম ৬ ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানেদের আশা পূরণ করতে পারেননি অজি স্পিড স্টার। একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ। অনেকেই বলছেন স্টার্কের কারণেই হারতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে।
এবার আইপিএলে আরসিবি ম্যাচের আগে পর্যন্ত স্টার্কের যা পরিসংখ্যান তা একবারও দেখলে মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। ৬ ম্যাচে ২৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ইকোনমি রেট ১০.৫৫। সেরা বোলিং ২৮ রান দিয়ে ৩ উইকেট।
এবার আইপিএলে আরসিবি ম্যাচের আগে পর্যন্ত স্টার্কের যা পরিসংখ্যান তা একবারও দেখলে মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। ৬ ম্যাচে ২৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ইকোনমি রেট ১০.৫৫। সেরা বোলিং ২৮ রান দিয়ে ৩ উইকেট।
রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচেও ৪ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট নিতে পারেননি স্টার্ক। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসিয়ে অন্য কোনও প্লেয়ারকে খেলানোর জোরাল দাবি তুলেছেন কেকেআর ফ্যানেদের একাংশ ও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচেও ৪ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট নিতে পারেননি স্টার্ক। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসিয়ে অন্য কোনও প্লেয়ারকে খেলানোর জোরাল দাবি তুলেছেন কেকেআর ফ্যানেদের একাংশ ও একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে স্টার্ককে বসিয়ে দলের অন্য কোনও বিদেশী প্লেয়ারকে খেলানো হবে কিনা। স্টার্কের বদলি হিসেবে কেকেআরে রয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা। এছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে স্টার্ককে বসিয়ে দলের অন্য কোনও বিদেশী প্লেয়ারকে খেলানো হবে কিনা। স্টার্কের বদলি হিসেবে কেকেআরে রয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা। এছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
দুষ্মান্তা চামিরাও যথেষ্ট ভাল গতিতে বোলিং করে থাকেন। শ্রীলঙ্কার হয়ে নজরে কেড়েছেন। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভাল। ফলে কেকেআরের ব্যাটিং শক্তিও আরও বাড়বে।
দুষ্মান্তা চামিরাও যথেষ্ট ভাল গতিতে বোলিং করে থাকেন। শ্রীলঙ্কার হয়ে নজরে কেড়েছেন। আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভাল। ফলে কেকেআরের ব্যাটিং শক্তিও আরও বাড়বে।
তবে দেখার বিষয় এটাই যে প্লপ হলেও স্টার্কের মত মহাতারকা দল থেকে বসানোর মত কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট নিতে পারে কিনা। না ফের অজি স্পিড স্টারেই ভরসা রাখেন চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীররা।
তবে দেখার বিষয় এটাই যে প্লপ হলেও স্টার্কের মত মহাতারকা দল থেকে বসানোর মত কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট নিতে পারে কিনা। না ফের অজি স্পিড স্টারেই ভরসা রাখেন চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীররা।

KKR News: নীতিশ রানার পর আরও এক কেকেআর তারকা ব্যাটারের চোট! আরসিবি ম্যাচে খেলবেন তো? রইল আপডেট

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইটরাইডার্সকে। এই হার আরসিবি ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।
ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইটরাইডার্সকে। এই হার আরসিবি ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।
তারউপর চোটের লাইনে সংখ্যা বেড়েই চলেছে কেকেআরের অন্দরে। এর আগে চোটের কবলে রয়েছেন নীতিশ রানা। কবে দলে ফিরবেন তা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চোট সারিয়ে ফিরিয়েছেন হর্ষিত রানা।
তারউপর চোটের লাইনে সংখ্যা বেড়েই চলেছে কেকেআরের অন্দরে। এর আগে চোটের কবলে রয়েছেন নীতিশ রানা। কবে দলে ফিরবেন তা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চোট সারিয়ে ফিরিয়েছেন হর্ষিত রানা।
এবার চোটের কবলে কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। লখনউ ম্যাচে রিঙ্কু ফিল্ডিং না করার পরই সন্দেহ দানা বেঁধেছিল। তারপর রাজস্থানের বিরুদ্ধেও ফিল্ডিং করেননি রিঙ্কু সিং। জানা যায় চোট রয়েছে কেকেআর তারকার।
এবার চোটের কবলে কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। লখনউ ম্যাচে রিঙ্কু ফিল্ডিং না করার পরই সন্দেহ দানা বেঁধেছিল। তারপর রাজস্থানের বিরুদ্ধেও ফিল্ডিং করেননি রিঙ্কু সিং। জানা যায় চোট রয়েছে কেকেআর তারকার।
তবে ব্যাটিং করার সময় কোনও সমস্যা শেষ ম্যাচেও দেখা যায়নি রিঙ্কু সিংয়ের। ২০ রানের মারকাটারি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার যে চোট রয়েছে সেই কথা নিজেই জানিয়েছেম রিঙ্কু সিং।
তবে ব্যাটিং করার সময় কোনও সমস্যা শেষ ম্যাচেও দেখা যায়নি রিঙ্কু সিংয়ের। ২০ রানের মারকাটারি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার যে চোট রয়েছে সেই কথা নিজেই জানিয়েছেম রিঙ্কু সিং।
কেকেআর তারকা বলেছেন,"আমার সামান্য চোট রয়েছে। সেই কারণেই শেষ দুটি ম্যাচে ফিল্ডিং করতে পারেনি।" তবে সেই চোট যে খুব বড় নয় সেই কথাও নিজেই জানিয়েছেন রিঙ্কু সিং।
কেকেআর তারকা বলেছেন,”আমার সামান্য চোট রয়েছে। সেই কারণেই শেষ দুটি ম্যাচে ফিল্ডিং করতে পারেনি।” তবে সেই চোট যে খুব বড় নয় সেই কথাও নিজেই জানিয়েছেন রিঙ্কু সিং।
এছাড়া দলের অন্যতম সেরা তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারউপর সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে আগামী ম্যাচ থেকে ফিল্ডিং করতে দেখা যেতে পারে রিঙ্কুকে।
এছাড়া দলের অন্যতম সেরা তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারউপর সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে আগামী ম্যাচ থেকে ফিল্ডিং করতে দেখা যেতে পারে রিঙ্কুকে।

KKR News: সময়টা ভাল যাচ্ছে না কেকেআর অধিনায়কের, আরসিবি ম্যাচের আগে জোর ধাক্কা খেলেন শ্রেয়স! জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। নাইটদের একার হাতে হারিয়ে দিয়েছেন জস বাটলার।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। নাইটদের একার হাতে হারিয়ে দিয়েছেন জস বাটলার।
ঘরের মাঠে এমন হারের পর স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু ম্যাচ শেষে আরও এক ধাক্কার সম্মুখীন হতে হল কেকেআর অধিনায়ককে।
ঘরের মাঠে এমন হারের পর স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু ম্যাচ শেষে আরও এক ধাক্কার সম্মুখীন হতে হল কেকেআর অধিনায়ককে।
কারণ রাজস্থান ম্যাচ হারের পর শাস্তির সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে নাইটদের সেনাপতিকে।
কারণ রাজস্থান ম্যাচ হারের পর শাস্তির সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে নাইটদের সেনাপতিকে।
নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা পেনাল্টি হয়েছে শ্রেয়স আইয়ারের। যেহেতু এটি প্রথম এমন ঘটনা তাই শুধু অধিনায়কের শাস্তি হয়েছে।
নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা পেনাল্টি হয়েছে শ্রেয়স আইয়ারের। যেহেতু এটি প্রথম এমন ঘটনা তাই শুধু অধিনায়কের শাস্তি হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এমন যদি দুটি ম্যাচে হয় তাহলে অধিনায়ক সহ প্লেয়ারদের জরিমানা হবে। আর তিনটি ম্যাচে হলে সকলের জরিমান ও অধিনায়ক ১ ম্যাচ নির্বাসিত হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এমন যদি দুটি ম্যাচে হয় তাহলে অধিনায়ক সহ প্লেয়ারদের জরিমানা হবে। আর তিনটি ম্যাচে হলে সকলের জরিমান ও অধিনায়ক ১ ম্যাচ নির্বাসিত হবে।

RCB vs RR: কোহলির পাল্টা শতরান বাটলারের, আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে রাজস্থান

বিরাট কোহলি লড়াই ও সেঞ্চুরিও আরসিবিকে ফেরাতে পারল না জয়ের রাস্তায়। কোহলির পাল্টা সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। অধিনায়কোচিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। দুই তারকার ব্যাটিংয়ে ভর করে ঘরের মাঠে সহজ জয় পেল রাজস্থান রয়্যালস। পরপর চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষেস্থানও দখল করল রাজস্থান। আরসিবির ১৮৩ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনি জুটিতে দুরন্ত শুরু করেন দুই আরসিবি তারকা বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। শতরানের পার্টনারশিপ করেন। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন কোহলি ও ডুপ্লেসি। ১২৫ রান ওপেনিং জুটিতে যোগ করেন দুজনে। ৪৪ রান করে আউট হন ফাফ ডুপ্লেসি।

অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলি। আইপিএলে নিজের অষ্টম শতরান করেন কোহলি। স্লগ ওভারে সেভাবে কেউ সাথ দিতে পারেনি কোহলির। ফলে একটা সময় মনে হচ্ছিল ২০০-র বেশি স্কোর করবে আরসিবি। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে আরসিবি। ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন কোহলি। ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো বিরাট ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়েন জস বাটলার ও সঞ্জু স্যামসন। একের পর এক মারকাটারি শট খেলেন দুজনে। শতরানের পার্টনারশিপ করেন দুজন। ১৪৮ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ করেন দুই তারকা ব্যাটার। যা এবারের আইপিএলে সর্বোচ্চ পার্টনারশিপ। ৬৯ রান করে আউট হন সঞ্জু স্যামসন।

আরও পড়ুনঃ KKR News: আরও বাড়ল আন্দ্রে রাসেলর ‘শক্তি’! সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন কেকেআর তারকা

রাজস্থান অধিনায়ক ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান জস বাটলার। তবে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল এদিন রান পাননি। শেষের দিকে জস বাটলারকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। জয়ের জন্য রাজস্থানের জন্য যখন ১ রান দরকার ৯৪-তে ব্যাট করছিলেন বাটলার। ছয় মেরে নিজের শতরান পূরণ করেন ও দলকে জয় এনে দেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান।

KKR News: ২ ম্যাচ জিতেও খারাপ খবর কেকেআর শিবিরে? চোট দলের তারকা ব্যাটারের! জানুন বিস্তারিত

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসবির বিরুদ্ধ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে সহজ জয় পয়েছে কেকেআর। পরপর ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসবির বিরুদ্ধ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে সহজ জয় পয়েছে কেকেআর। পরপর ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির।
সানরাইজার্স ও আরসিবি ম্যাচ জিতলেও  একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর শিবিরের। আর সেই কারণ হল দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা।
সানরাইজার্স ও আরসিবি ম্যাচ জিতলেও একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর শিবিরের। আর সেই কারণ হল দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা।
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার।   (Photo Courtesy- AP)
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার। (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।    (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন।    (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। তবে কেকেআর সূত্রে খবর খুব একটা চিন্তার কারণ নেই।   (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। তবে কেকেআর সূত্রে খবর খুব একটা চিন্তার কারণ নেই। (Photo Courtesy- AP)

Virat Kohli Records: ব্যাটে দিচ্ছেন সমালোচকদের জবাব! কেকেআরের বিরুদ্ধে জোড়া রেকর্ড কোহলির

বিরতির পর ক্রিকেটে ফিরে সেই একই চেনা ছন্দে বিরাট কোহলি। পঞ্জাবের পর কেকেআরের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
বিরতির পর ক্রিকেটে ফিরে সেই একই চেনা ছন্দে বিরাট কোহলি। পঞ্জাবের পর কেকেআরের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
কেকেআরের বিরুদ্ধে আরসিবি হারলেও ৫৯ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একইসঙ্গে গড়েছেন জোড়া রেকর্ড।
কেকেআরের বিরুদ্ধে আরসিবি হারলেও ৫৯ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একইসঙ্গে গড়েছেন জোড়া রেকর্ড।
বিরাট কোহলি যে দুটি রেকর্ড গড়েছেন সেই দুটিই ছয় মারার নিরিখে। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট চারটি ছয়।
বিরাট কোহলি যে দুটি রেকর্ড গড়েছেন সেই দুটিই ছয় মারার নিরিখে। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট চারটি ছয়।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার নিরিখে এমএস ধোনিকে টপকে চার নম্বরে উঠে এলেন কোহলি। কেহলির আইপিএলে মোট ছয় হল ২৪১টি।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার নিরিখে এমএস ধোনিকে টপকে চার নম্বরে উঠে এলেন কোহলি। কেহলির আইপিএলে মোট ছয় হল ২৪১টি।
এমএস ধোনি আইিপএলে এখনও পর্যনন্ত ২৩৯টি ছয় মেরেছেন। বিরাট ধোনিকে পিছেনে ফেললেন। ৩৫৭টি ছয় মেরে শীর্ষে রয়েছেন ক্রিস গইল।
এমএস ধোনি আইিপএলে এখনও পর্যনন্ত ২৩৯টি ছয় মেরেছেন। বিরাট ধোনিকে পিছেনে ফেললেন। ৩৫৭টি ছয় মেরে শীর্ষে রয়েছেন ক্রিস গইল।
এছাড়া ২৪১ টি ছয় মেরে আরসিবির ইতিহাসে  সর্বোচ্চ ছয় স্কোরার হয়েছেন বিরাট কোহলি। টপকে গিয়েছেন গেইলের ২৪১ ও ডিভিলিয়ার্সের ২৩৮ ছক্কার নজির।
এছাড়া ২৪১ টি ছয় মেরে আরসিবির ইতিহাসে সর্বোচ্চ ছয় স্কোরার হয়েছেন বিরাট কোহলি। টপকে গিয়েছেন গেইলের ২৪১ ও ডিভিলিয়ার্সের ২৩৮ ছক্কার নজির।

KKR News: কোহলিদের বিরুদ্ধে ৫টি বড় রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল, কেকেআরের নাম করলেন উজ্জ্বল

টানা ২ ম্যাচে জয়। আইপিএল ২০২৪ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছে নাইটরা। ৭ উইকেটে জয় পেয়েছে কেকেআর।
টানা ২ ম্যাচে জয়। আইপিএল ২০২৪ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছে নাইটরা। ৭ উইকেটে জয় পেয়েছে কেকেআর।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার। তবে আরসিবির বিরুদ্ধে ৫ বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার। তবে আরসিবির বিরুদ্ধে ৫ বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল।
আরসিবির বিরুদ্ধে ব্যাট না করলেও ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন রাসেল। ক্যামেরন গ্রিন ও রজত পতিদারের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। যার সৌজন্যে আইপিএলে ১০০ উইকেটের মাইল স্টোন স্পর্শ করলেন রাসেল।
আরসিবির বিরুদ্ধে ব্যাট না করলেও ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন রাসেল। ক্যামেরন গ্রিন ও রজত পতিদারের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। যার সৌজন্যে আইপিএলে ১০০ উইকেটের মাইল স্টোন স্পর্শ করলেন রাসেল।
আইপিএলের ইতিহাসে বিশ্বের ২৩তম বোলার হিসেবে আইপিএল ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। একইসঙ্গে ক্যারিবিয়ান তারকা সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেন।
আইপিএলের ইতিহাসে বিশ্বের ২৩তম বোলার হিসেবে আইপিএল ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। একইসঙ্গে ক্যারিবিয়ান তারকা সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেন।
এর পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল ব্যাট হাতে ২ হাজার রান ও ১০০ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। কেকেআর তারকা ছাড়া এই রেকর্ড রয়েছে রবীন্দ্র জাদেজার।
এর পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেল ব্যাট হাতে ২ হাজার রান ও ১০০ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। কেকেআর তারকা ছাড়া এই রেকর্ড রয়েছে রবীন্দ্র জাদেজার।
আর পঞ্চম রেকর্ড হল আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁলেন আন্দ্রে রাসেল। দলের সেরা ম্যাচ উইনারকে মরশুমের শুরু থেকেই ছন্দে পেয়ে খুশি ফ্যানেরা, স্বস্তি কেকেআর শিবিরে।
আর পঞ্চম রেকর্ড হল আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁলেন আন্দ্রে রাসেল। দলের সেরা ম্যাচ উইনারকে মরশুমের শুরু থেকেই ছন্দে পেয়ে খুশি ফ্যানেরা, স্বস্তি কেকেআর শিবিরে।

KKR News: কোহলিকে দেখেই সামনে এগিয়ে গেলেন গম্ভীর, তারপর যা ঘটল তা কল্পনার বাইরে! দেখুন ভিডিও

বেঙ্গালুরু: কেকেআরে অধিনায়ক হিসেবে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। গত বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন বিরাট-গম্ভীর দ্বন্দ্বের জল বহুদূর গড়িয়েছিল। এবার কেকেআর মেন্টর হিসেবে কলকাতায় ফিরেছেন গম্ভীর। শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআর ম্যাচ কী ঘটে সেদিকেই নজর ছিল সকলের।

কিন্তু শুক্রবারের সন্ধ্যায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম যা দেখল, তা অবাক করলে সকলেক। অতীতে সব তিক্ততা ভুলে সৌজন্য়তা দেখালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। আরসিবির ইনিংসের ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। সেই সময় মাঠে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন বিরাট কোহলি।

আরসিবি তারকাকে দেখে হঠাতই তাঁর দিকে এগিয়ে যান গম্ভীর। সেই সময় অনেকেই সেই সম ক্ষণিকের জন্য ভেবে নিয়েছিল এবার কোহলি-গম্ভীর ক্ল্যাষ চ্যাপ্টার থ্রি আসতে চলেছে? কিন্তু না সকলকে অবাক করে বিরাট কোহলিকে গিয়ে জড়িয়ে ধরেন গৌতম গম্ভীর। দুজন একে অপরকে আলিঙ্গন করে হাসেন ও দু একটি কথা হয়। তারপর কোহলি চলে যান ব্যাট করতে ও গম্ভীর ডাগআউটে।

আরও পড়ুনঃ KKR News: আরসিবিকে হেলায় উড়িয়ে দিল কেকেআর, ৭ উইকেটে সহজ জয় নাইটদের

তবে অতীতের সকলকে ঝামেলাকে ফুল স্টপ লাগিয়ে গম্ভীর নিজে উদ্যোগ নিয়ে কৌহলির সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন তা মন জিতে নিয়েছে সকলের। কোহলির সৌজন্যতাও মুখে হাসি ফুটিয়েছে সকলের। তিক্ততা ভুলে কোহলি-গম্ভীরের সম্পর্কের মিষ্টতা কতদিন থাকে এবার সেটাই দেখার।

KKR vs RCB: ফের রিঙ্কু সিংয়ের সামনে যশ দয়াল, বদলা না ফের রিঙ্কু ঝড়! অপেক্ষায় ফ্যানেরা

চিন্নাস্বামী: শুক্রবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি বনাম শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলদের লড়াই ঘিরে যেমন চড়ছে পারদ। ঠিক তেমনই চিন্নাস্বামী সাক্ষী থাকতে চলেছে আরও একটি দ্বৈরথের। এক বছর পর ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে রিঙ্কু সিং ও যশ দয়াল। পার্থক্য শুধু দল বদল হয়েছে যশ দয়ালের।

গতবছর গুজরাত টাইটান্স-কেকেআর ম্যাচে একটা ওভার বদলে দিয়েছিল দুই ক্রিকেটারের ভাগ্য। শেষ ওভারে ৫টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে রাতারাতি সুপার হিরো হয়ে উঠেছিলেন রিঙ্কু। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। জাতীয় দলের হয়ে খেলে ফলেছেন ওডিআই ও টি-২০। সেখানেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে রিঙ্কু কেকেআরের অন্যতম সেরা ফিনিশার।

অপরদিকে, গত বছর কেকেআর বনাম গুজরাত ম্যাচের আগে পর্যন্ত যে যশ দয়াল ভাল বোলিং করছিলেন। কিন্তু রিঙ্কু হাতে ৫ ছক্কা খেয়ে মানসীকভাবে ভেঙে পড়ে তিনি। বেশ কিছু দিন ক্রিকেটার বাইরেও ছিলেন। নিয়েছিলেন কাউন্সেলিং। যশ দয়াল সেই এক ধাক্কায় শিখেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করতে হবে। তারপরও দল বদল হয়েছে তাঁর। এবার আরসিবির জার্সিতে রিঙ্কু-দয়ালের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।

আরও পড়ুনঃ KKR News: আরসিবি ম্যাচের আগে কেকেআরের ৩ বড় চিন্তা! জেনে নিন বিস্তারিত

তবে বিগত এক বছরের জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছেন রিঙ্কু। গুজরাত ম্যাচের থেকেও বর্তমান রিঙ্কু সিং অনেক বেশি পরিপক্ক। তাই যশ দয়ালের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামার আগে রিঙ্কু সিংকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।