Tag Archives: NEET UG

NEET UG 2024: পরীক্ষা ‘প্রহসনে’ NTA-র ডিজি অপসারণ, NEET-UG-তেও কি বড়সড় দুর্নীতি? সিবিআইকে তদন্তের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। গত ১৩ জুন সুপ্রিম কোর্ট এই পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস বা বাড়িতে নম্বর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনরায় পরীক্ষার। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার দিল সিবিআই-কে।

কেন্দ্রের নির্দেশ, নিট-ইউজি নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে সিবিআই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

শনিবার একটি বিবৃতি জারি করে সিবিআই তদন্তের নির্দেশের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘নিট পরীক্ষা নিয়ে নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রে টুকলি করা, এক জনের পরীক্ষা অন্য জনের দেওয়া, অসৎ উপায় অবলম্বন করা ইত্যাদি অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখেছে। পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সিবিআইয়ের হাতে এর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

দেশ জুড়ে বিতর্ক চলছে কেন্দ্রীয় পরীক্ষক সংখ্যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিয়ে। ইউজিসি নেট, নিট ইউজি, নিট পিজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বিতর্কের মধ্যেই শনিবার বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। অপসারিত হন এনটিএ-র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন ১৯৮৫ সালের ব্যাচের আইপিএস প্রদীপ সিং খারোলা। তারই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়।

গত ৫ মে নিট-ইউজি পরীক্ষা হয়। দেশ জুড়ে ৪,৭৫০টি কেন্দ্রে ওই পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২৪ লক্ষ পড়ুয়া। ফলপ্রকাশের নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে গত ৪ জুন এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। দেখা যায়, ৬৭ জন সম্পূর্ণ নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এক নম্বরও তাঁদের কাটা যায়নি। এমনকি, এই ৬৭ জনের মধ্যে অনেকে একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন বলেও জানা যায়। ফলে প্রশ্ন ওঠে, পরীক্ষার আগেই নির্দিষ্ট কোনও কোনও এলাকায় প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল কি না।

UGC NET vs NEET UG: দেশজুড়ে UGC NET ও NEET UG নিয়ে তোলপাড়, কোনটা কীসের পরীক্ষা? কোন পরীক্ষায় কী হওয়া যায়? বিশদে জানুন

দেশজুড়ে দুই পরীক্ষা নিয়ে তোলপাড়। গতকালই ১৮ জুন হওয়া ইউজিসি নেট (UGC-NET 2024)পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷
দেশজুড়ে দুই পরীক্ষা নিয়ে তোলপাড়। গতকালই ১৮ জুন হওয়া ইউজিসি নেট (UGC-NET 2024)পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷
এর কিছুদিন আগে থেকেই নিট ইউজি (NEET UG) নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিট মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই পরীক্ষা হবে আগামী ২৩ জুন। আর তার ফলপ্রকাশ ৩০ জুন।
এর কিছুদিন আগে থেকেই নিট ইউজি (NEET UG) নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিট মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই পরীক্ষা হবে আগামী ২৩ জুন। আর তার ফলপ্রকাশ ৩০ জুন।
ইউজিসি নেট (UGC-NET 2024) ও নিট ইউজি (NEET UG) এই পরীক্ষাগুলি কী? কোনটি কীসের পরীক্ষা এ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন।
ইউজিসি নেট (UGC-NET 2024) ও নিট ইউজি (NEET UG) এই পরীক্ষাগুলি কী? কোনটি কীসের পরীক্ষা এ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন।
বিশদে রইল এই দুই পরীক্ষার খুঁটিনাটি।
বিশদে রইল এই দুই পরীক্ষার খুঁটিনাটি।
UGC-NET পরীক্ষা কী: অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, UGC-NET হল ভারত জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ‘সহকারী অধ্যাপক’ এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক’ পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা।
UGC-NET পরীক্ষা কী: অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, UGC-NET হল ভারত জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ‘সহকারী অধ্যাপক’ এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক’ পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ পরীক্ষা।
পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা বেশ কয়েকটি ফেলোশিপের জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। ওয়েবসাইট অনুযায়ী, ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থীদের এই পরীক্ষার মাধ্যমে আবেদন এবং যোগ্যতা অর্জন করতে হয়।
পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা বেশ কয়েকটি ফেলোশিপের জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। ওয়েবসাইট অনুযায়ী, ফেলোশিপের জন্য আগ্রহী প্রার্থীদের এই পরীক্ষার মাধ্যমে আবেদন এবং যোগ্যতা অর্জন করতে হয়।
NEET UG পরীক্ষা কী: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলে প্রথমে এই পরীক্ষায় পাশ করতে হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার সুযোগ পান।
NEET UG পরীক্ষা কী: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলে প্রথমে এই পরীক্ষায় পাশ করতে হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার সুযোগ পান।
জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দেশ জুড়ে নিট পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দেশ জুড়ে নিট পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
চলতি বছরের নিটের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। দেশের লোকসভা নির্বাচন ফল যে দিন প্রকাশিত হয়েছে, সে দিনই নিটের ফল প্রকাশ করে এনটিএ। নিটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এ বারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছেন অনেকে।
চলতি বছরের নিটের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। দেশের লোকসভা নির্বাচন ফল যে দিন প্রকাশিত হয়েছে, সে দিনই নিটের ফল প্রকাশ করে এনটিএ। নিটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এ বারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছেন অনেকে।
এরপরই বুধবার ইউজিসি নেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার পরীক্ষা নেওয়ার একদিন পরেই, বুধবার ইউজিসি-নেট বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শুধু বাতিলই নয়। জানা গিয়েছে, পরীক্ষায় বিরাট অনিয়ম বা কেলেঙ্কারি ঘটেছে। যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে শিক্ষা মন্ত্রক।
এরপরই বুধবার ইউজিসি নেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার পরীক্ষা নেওয়ার একদিন পরেই, বুধবার ইউজিসি-নেট বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শুধু বাতিলই নয়। জানা গিয়েছে, পরীক্ষায় বিরাট অনিয়ম বা কেলেঙ্কারি ঘটেছে। যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে শিক্ষা মন্ত্রক।

NEET UG 2024: মাত্র কুড়ি নম্বর কম! আদালতের রায়ে কি প্রকৃত র‍্যাঙ্ক আসবে? আশায় বেদশ্রুত

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের মেধাবী ছাত্র বেদশ্রুত দে সরকার এবারে নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৭০০ পাওয়ার পরেও ২২০৬ র‍্যাঙ্ক পেয়েছে। পরিবারের দাবি, বিগত বছরগুলিতে এই ধরনের নম্বর পেয়ে র‍্যাঙ্ক এত পিছনে কোনদিনও যায়নি।

ফলে দেশের প্রচুর অভিভাবকদের মতো বেদশ্রুতর পরিবারও পরীক্ষার ঘোটালা তুলে সরব হয়েছে। তাঁর বাবা বিশ্বরূপবাবু জানান, “বিগত বছরগুলোতে দেখেছি ৭০০ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা ৩৫০ র‍্যাঙ্কর মধ্যে ছিল। কিন্তু এবছর তাঁর ছেলে সেই সমপরিমাণ নম্বর পেয়েও ২২০৬ র‍্যাঙ্ক পেয়েছে। ৭০০ নম্বরের আগে ১৭০০ জনকে ঢোকানো হয়েছে। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন। নাহলে এই র‍্যাঙ্ক নিয়েই এগোতে হবে। কিছু করার নেই।”

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

মধ্যবর্তী পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক বিশ্বরূপ দে সরকারের ছেলে বেদশ্রুত। সে এবছর নিট পরীক্ষায় ৭২০ এর মধ্যে ৭০০ পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নে পা বাড়াল। কিন্তু আক্ষেপ একটাই। প্রতিবছর এই নম্বর পেয়ে পরীক্ষার্থীদের র‍্যাঙ্ক অনেক আগে থাকলেও এবছর তার র‍্যাঙ্ক ২২০০ পেরিয়েছে। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন।

আরও পড়ুন: JEE পাশ না করলেও চিন্তা নেই, এই ৮ জায়গায় B-TECH করার দারুণ সুযোগ! কলকাতার কোন কলেজ?

বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার বিরাট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দু-সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিস দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই।

সুস্মিতা গোস্বামী

NEET UG: বড় সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের! সর্বভারতীয় NEET UG-তে ৭০০ পেরোল ৩ ছাত্র

দক্ষিণ ২৪ পরগনা : একের পর এক সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। এ যেন এক সাফল্যের চাবিকাঠি এই প্রতিষ্ঠান । মাধ্যমিক হোক উচ্চমাধ্যমিক সব ধরনের পরীক্ষার একধাপ এগিয়ে থাকে বরাবরইনরেন্দ্রপুর রামকৃষ্ণ। এ বছরই মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ এ জায়গা করে নিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছয় জন ছাত্র। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে আরও এগিয়ে রেখেছিল এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিল ১০ জন পরীক্ষার্থী।

যায় সাফল্য এনে দিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্ররা। আর এবার সর্বভারতীয় নিট ইউ জি রেজাল্ট প্রকাশ হতেই আবারও জয় জয়াকার ফল করলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অর্থাৎ সর্বভারতীয় স্তরে মেডিকেল প্রবেশিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র ৭০০ উপরে নম্বর পেয়েছে! তার মধ্যে বিবশ্বন দাস তার প্রাপ্ত নম্বর ৭০৫, ও সার্থক মণ্ডল তারও প্রাপ্ত নম্বর ৭০৫, এবং বিতান রায় তার প্রাপ্ত নম্বর ৭০০, এছাড়া আরও১৭ জন ছাত্র তারা ৬০০ ঊর্ধ্বে নম্বর পেয়েছে!

আরও পড়ুন: পাকা আম শরীরের জন্য উপকারী! দিনে কটা আম খাওয়া উচিত? বেশি খেলেই বিপদ

তাদের মধ্যে হল, পথিকৃৎ পাত্র, প্রাপ্ত নম্বর ৬৯১। আয়ুষ্মান সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৬, সৌম্যজিৎ দাস, প্রাপ্ত নম্বর ৬৮২, সৌমিক পাল, প্রাপ্ত নম্বর ৬৮১, নীল প্রধান, প্রাপ্ত নম্বর ৬৮০, অনিব্রত সামন্ত, প্রাপ্ত নম্বর ৬৮০, ইন্দ্রনাথ দে, প্রাপ্ত নম্বর ৬৭৮, সৌম্যরাজ দাস, প্রাপ্ত নম্বর ৬৬০, সোহম মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৫০, অভ্র চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৫০, অর্ক সাহা, প্রাপ্ত নম্বর ৬৪১, সুবর্ণ ময়রা, প্রাপ্ত নম্বর ৬৩৫,অর্ণব গড়াই, প্রাপ্ত নম্বর ৬২৭, দেবব্রত ভুঁইয়া, প্রাপ্ত নম্বর ৬২৫, ) অর্কপ্রভ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬২৩, অর্ণব রায়, প্রাপ্ত নম্বর ৬২০, সাগ্নিক তুঙ্গা, প্রাপ্ত নম্বর ৬২০। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাথে সাথে সর্বভারতীয় পরীক্ষায় নিজেদের স্থান বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

সুমন সাহা