Tag Archives: New Born

Siliguri News: চলন্ত ট্রেনে প্রসব বেদনা! কামরাতেই জন্মাল ফুটফুটে শিশু, রেলের উদ্যোগকে কুর্নিশ যাত্রীদের

শিলিগুড়ি : ট্রেনের মধ্যে আচমকাই প্রসব বেদনা। কাতরাতে শুরু করেছিলেন গর্ভবতী মহিলা। পরিস্থিতি বেগতিক দেখে থামানো হল ট্রেন। ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। আর তাতেই মানবিক মুহূর্তের সাক্ষী থাকলেন ট্রেনের যাত্রীরা। মা এবং সন্তান সুস্থ আছেন। রেল পুলিশ সূত্রে বিষয়টি সামনে এসেছে।

জানা গিয়েছে, ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন বিহারের মুজফফরপুরের বাসিন্দা পূজা দেবী। অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে তিনি অসমের কামাখ্যা জংশন থেকে কবিগুরু এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন। মুজফফরপুরে যাওয়ার পথে তিনি বুঝতে পারেন, শরীরে সমস্যা হচ্ছে। প্রসব বেদনা ওঠে তাঁর।

কবিগুরু এক্সপ্রেস শুক্রবার রাতে এনজেপিতে পৌঁছানোর মুহূর্তে তিনি প্রসবযন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তার চিৎকারের আওয়াজে ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফের লেডি হেড কনস্টেবল সুনীতা মিঞ্জ এবং কনস্টেবল সুজাতা বর্মন ছুটে যান সেখানে। সেখানে কবিগুরু এক্সপ্রেস এর ২ নম্বর কোচের ৫৭ নম্বর বার্থের সামনে গিয়ে তাঁরা দেখেন প্রসব যন্ত্রনায় ছটফট করছেন ওই মহিলা।

দেরি না করে মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয় কামরাটি। জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখান থেকে আসার ক্ষেত্রে দেরি করেননি ডাক্তার এবং নার্সরা। কোচের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কান্নার আওয়াজ। পূজার সহযাত্রীদের মুখে তখন অনাবিল হাসি। সদ্যোজাত কন্যাকে একপলক দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। যা সামাল দিতেও বেগ পেতে হয় আরপিএফকে।

আরও পড়ুনঃ IND vs SA T20WC Final: দেশলাই দিয়ে বানানো ৮ মিলিমিটারের ওয়ার্ল্ড কাপ, ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক

তারপর সদ্যোজাত এবং তার মা-কে নিয়ে যাওয়া হয় এনজেপি রেলওয়ে হাসপাতালে। সেখানে কিছুক্ষণ রেখে প্রাথমিক কাজ শেষ করার পর পাঠিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার রজত কুন্দাকর বলছেন, ‘সমস্ত কিছু করা হয়েছে চরম ব্যস্ততার মধ্যে। মা এবং সদ্যোজাতকে এনজেপি রেলওয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হয়েছে। তবে আমাদের তরফে তো একটা নাম দেওয়া হবেই। আর এক্ষেত্রে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা নাম খোঁজা হবে।’

অনির্বাণ রায়

Knowledge Story: বলুন তো, বছরের কোন মাসে বিশ্বে সবথেকে বেশি মানুষ জন্মায়? আপনারও জন্ম নাকি? চমকে উঠবেন শুনে

কথায় বলে, জন্ম কিংবা মৃত্যু সমস্ত কিছুই নির্ভর করে ভাগ্যের উপর। সারা বিশ্বে কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু হবে, তা আগে থেকে নির্ধারিত থাকে না। এর পিছনে তেমন বিজ্ঞানসম্মত যুক্তিও বিশেষ পান না গবেষকরা।

কথায় বলে, জন্ম কিংবা মৃত্যু সমস্ত কিছুই নির্ভর করে ভাগ্যের উপর। সারা বিশ্বে কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু হবে, তা আগে থেকে নির্ধারিত থাকে না। এর পিছনে তেমন বিজ্ঞানসম্মত যুক্তিও বিশেষ পান না গবেষকরা।
তবে, মজার বিষয়, বছরের ১২ মাসের মধ্যে একটি মাসে সবথেকে বেশি মানুষের জন্ম হয় অন্যান্য মাসের তুলনায়। তেমনই তথ্য প্রকাশ করছেন গবেষকরা। তাহলে দেখে নেওয়া যাক, বারো মাসের মধ্যে কোন মাসে সারা বিশ্বে সবথেকে বেশি মানুষের জন্ম হয়।

তবে, মজার বিষয়, বছরের ১২ মাসের মধ্যে একটি মাসে সবথেকে বেশি মানুষের জন্ম হয় অন্যান্য মাসের তুলনায়। তেমনই তথ্য প্রকাশ করছেন গবেষকরা। তাহলে দেখে নেওয়া যাক, বারো মাসের মধ্যে কোন মাসে সারা বিশ্বে সবথেকে বেশি মানুষের জন্ম হয়।
গবেষকরা জানাচ্ছেন, বিজ্ঞানসম্মত না হলেও শিশুর জন্মের ক্ষেত্রে আবহাওয়া অনেকটাই নির্ভর করে। মরসুম এবং আবহাওয়া একটা বড় ভূমিকা পালন করে জন্মের ক্ষেত্রে। কিন্তু কোন মাসে সবথেকে বেশি মানুষ জন্মগ্রহণ করে তা জানা আছে?
গবেষকরা জানাচ্ছেন, বিজ্ঞানসম্মত না হলেও শিশুর জন্মের ক্ষেত্রে আবহাওয়া অনেকটাই নির্ভর করে। মরসুম এবং আবহাওয়া একটা বড় ভূমিকা পালন করে জন্মের ক্ষেত্রে। কিন্তু কোন মাসে সবথেকে বেশি মানুষ জন্মগ্রহণ করে তা জানা আছে?
গবেষকরা এই প্রশ্নের উত্তর হিসেবে জানাচ্ছেন অগাস্ট মাস। এর পিছনে বেশ কিছু কারণও জানাচ্ছেন তাঁরা। গবেষকদের মতে, অগাস্ট মাসের আবহাওয়া শিশুর জন্মের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের নানা প্রান্তে এই সময়ের আবহাওয়া তুলনায় শিশুর জন্মের জন্য মনোরম থাকে।
গবেষকরা এই প্রশ্নের উত্তর হিসেবে জানাচ্ছেন অগাস্ট মাস। এর পিছনে বেশ কিছু কারণও জানাচ্ছেন তাঁরা। গবেষকদের মতে, অগাস্ট মাসের আবহাওয়া শিশুর জন্মের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের নানা প্রান্তে এই সময়ের আবহাওয়া তুলনায় শিশুর জন্মের জন্য মনোরম থাকে।
একটি তালিকাও তাঁদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যে তালিকার মাধ্যমে দেখা গিয়েছে, অন্যান্য মাসের তুলনায় অগাস্ট মাসেই সবথেকে বেশি শিশু জন্ম নিয়েছে।
একটি তালিকাও তাঁদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যে তালিকার মাধ্যমে দেখা গিয়েছে, অন্যান্য মাসের তুলনায় অগাস্ট মাসেই সবথেকে বেশি শিশু জন্ম নিয়েছে।
এই তালিকা কোনও একটি নির্দিষ্ট বছরের নয়। বরং, বছরের পর বছর ধরে একই তথ্য প্রকাশ করছেন তাঁরা। অগাস্ট মাস ছাড়া শিশুর জন্মের পরিসংখ্যানের হিসেবে কাছাকাছি থাকে সেপ্টেম্বর।
এই তালিকা কোনও একটি নির্দিষ্ট বছরের নয়। বরং, বছরের পর বছর ধরে একই তথ্য প্রকাশ করছেন তাঁরা। অগাস্ট মাস ছাড়া শিশুর জন্মের পরিসংখ্যানের হিসেবে কাছাকাছি থাকে সেপ্টেম্বর।
তবে, এই তথ্য পরিসংখ্যান যাচাই করেনি নিউজ 18 বাংলা ডিজিটাল। গবেষক এবং বিশেষজ্ঞরা নানা সময়ে সারা বিশ্বে নানা সমীক্ষা করেন। এবং সেই তথ্য প্রকাশ করেন। সেই তথ্যই পাঠকদের উদ্দেশে তুলে দেওয়া।
তবে, এই তথ্য পরিসংখ্যান যাচাই করেনি নিউজ 18 বাংলা ডিজিটাল। গবেষক এবং বিশেষজ্ঞরা নানা সময়ে সারা বিশ্বে নানা সমীক্ষা করেন। এবং সেই তথ্য প্রকাশ করেন। সেই তথ্যই পাঠকদের উদ্দেশে তুলে দেওয়া।