Tag Archives: Note Saag

Health Tips: আয়রনের খনি…! পালং-বেতো-মেথিকে বলে বলে দশ গোল, ক্যালসিয়ামের ভাণ্ডার এই শাক! রোজ খেলে হাড় লোহার মতো মজবুত

এখন বর্ষার মরশুম চলছে। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সবুজ শাক-সবজি। আর সবুজ শাকসবজি তো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে পালং শাক, মেথি শাক, ছোলা শাক কিংবা বেতো শাক - প্রতিটি শাকই পুষ্টিগুণে ভরপুর। তেমনই আয়রনের খনি, ক্যালসিয়ামের ভাণ্ডার হল নটে শাক৷ জেনে নেওয়া যাক এর গুণাগুণ৷
এখন বর্ষার মরশুম চলছে। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সবুজ শাক-সবজি। আর সবুজ শাকসবজি তো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে পালং শাক, মেথি শাক, ছোলা শাক কিংবা বেতো শাক – প্রতিটি শাকই পুষ্টিগুণে ভরপুর। তেমনই আয়রনের খনি, ক্যালসিয়ামের ভাণ্ডার হল নটে শাক৷ জেনে নেওয়া যাক এর গুণাগুণ৷
সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী। এই সবজির মধ্যে একটি হল নটে শাক। এই সবজি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। আসলে নটে  শাক অনেক ঔষধি গুণে ভরপুর।  আবার এটি লাল এবং সবুজ উভয় রঙেরই হয়ে থাকে।
সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী। এই সবজির মধ্যে একটি হল নটে শাক। এই সবজি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। আসলে নটে শাক অনেক ঔষধি গুণে ভরপুর। আবার এটি লাল এবং সবুজ উভয় রঙেরই হয়ে থাকে।
আয়ুর্বেদিক চিকিৎসক চন্দ্রপ্রকাশ দীক্ষিত Local18-এর কাছে বলেন যে, নটে শাক শুধুমাত্র সুস্বাদুই নয়, তা স্বাস্থ্যের জন্যও উপকারী বটে! এটি একাধিক পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন এবং ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান পাওয়া যায়। আর এই প্রতিটি উপাদানই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে থাকে।
আয়ুর্বেদিক চিকিৎসক চন্দ্রপ্রকাশ দীক্ষিত Local18-এর কাছে বলেন যে, নটে শাক শুধুমাত্র সুস্বাদুই নয়, তা স্বাস্থ্যের জন্যও উপকারী বটে! এটি একাধিক পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন এবং ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান পাওয়া যায়। আর এই প্রতিটি উপাদানই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে থাকে।
ডা. দীক্ষিত বলেন যে, নটে শাক খুবই সুস্বাদু। ফলে মানুষ এই শাক খেতে খুবই পছন্দ করেন। আর সবথেকে বড় কথা হল, ঔষধি গুণে ভরপুর এই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নটে শাক খেলে দেহের হাড় আরও মজবুত হয়।
ডা. দীক্ষিত বলেন যে, নটে শাক খুবই সুস্বাদু। ফলে মানুষ এই শাক খেতে খুবই পছন্দ করেন। আর সবথেকে বড় কথা হল, ঔষধি গুণে ভরপুর এই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নটে শাক খেলে দেহের হাড় আরও মজবুত হয়।
এখানেই শেষ নয়, নটে শাক নিয়মিত পাতে রাখলে চোখেরও অনেক উপকার পাওয়া যায়। কারণ এটি চোখের স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। আর এই শাক প্রতিদিন খাওয়া হলে শরীরের হাড়ও মজবুত হবে। তাই শরীর ভাল রাখার জন্য নিয়মিত পাতে রাখতে হবে ঔষধি গুণে ভরপুর এই নটে শাক।
এখানেই শেষ নয়, নটে শাক নিয়মিত পাতে রাখলে চোখেরও অনেক উপকার পাওয়া যায়। কারণ এটি চোখের স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। আর এই শাক প্রতিদিন খাওয়া হলে শরীরের হাড়ও মজবুত হবে। তাই শরীর ভাল রাখার জন্য নিয়মিত পাতে রাখতে হবে ঔষধি গুণে ভরপুর এই নটে শাক।

Cholesterol & Constipation Control Tips: সস্তায় কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য একসঙ্গে কমাতে চান? ঝোপজঙ্গলে অনাদরে জন্মানো এই পাতা খান রান্না করে

আয়ুর্বেদের জগতে ভেষজের সমাহার। সেই ভেষজের গুণে মুশকিল আসান হয় বহু সমস্যার। সেরকমই এক সমাধান হল নটেশাক। হিন্দিতে একে বলা হয় অমরনাথ।
আয়ুর্বেদের জগতে ভেষজের সমাহার। সেই ভেষজের গুণে মুশকিল আসান হয় বহু সমস্যার। সেরকমই এক সমাধান হল নটেশাক। হিন্দিতে একে বলা হয় অমরনাথ।

 

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা এই শাক দীর্ঘ দিন ধরে পুষ্টিগুণের আধার। সার্বিক সুস্থতার ঠিকানা নটেশাক। বলছেন আয়ুর্বেদ বিশারদ দীক্ষা ভাভসর।
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা এই শাক দীর্ঘ দিন ধরে পুষ্টিগুণের আধার। সার্বিক সুস্থতার ঠিকানা নটেশাক। বলছেন আয়ুর্বেদ বিশারদ দীক্ষা ভাভসর।

 

নটেশাকের অ্যান্টিঅক্সিড্যান্টস কমিয়ে দেয় অক্সিডেটিভ স্ট্রেস। এর ভিটামিন সি, ভিটামিন ই এবং ফাইটোনিউট্রিয়েন্টস শরীরকে সুরক্ষিত রাখে।
নটেশাকের অ্যান্টিঅক্সিড্যান্টস কমিয়ে দেয় অক্সিডেটিভ স্ট্রেস। এর ভিটামিন সি, ভিটামিন ই এবং ফাইটোনিউট্রিয়েন্টস শরীরকে সুরক্ষিত রাখে।

 

ভিটামিন এ, ভিটামিন কে, ফোলেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম-সহ একাধিক উপাদান রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে।
ভিটামিন এ, ভিটামিন কে, ফোলেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম-সহ একাধিক উপাদান রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে।

 

নটেশাকের অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য রক্ষা করে ক্রনিক অসুখ থেকে। কোষের সুস্বাস্থ্য বজায় রাখে।
নটেশাকের অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য রক্ষা করে ক্রনিক অসুখ থেকে। কোষের সুস্বাস্থ্য বজায় রাখে।

 

নটেশাকের খাদ্যগুণ খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফলে সুস্থ থাকে হার্ট। কমে হৃদরোগের আশঙ্কা।
নটেশাকের খাদ্যগুণ খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফলে সুস্থ থাকে হার্ট। কমে হৃদরোগের আশঙ্কা।

 

নটেশাকের ভিটামিন ই বাড়িয়ে তোলে ত্বকের ঔজ্বল্য। ত্বকের জেল্লা ধরে রাখে। বয়সের ছাপ পড়তে দেয় না। একজিমা, অ্যাকনের সমস্যা রোধ করে।
নটেশাকের ভিটামিন ই বাড়িয়ে তোলে ত্বকের ঔজ্বল্য। ত্বকের জেল্লা ধরে রাখে। বয়সের ছাপ পড়তে দেয় না। একজিমা, অ্যাকনের সমস্যা রোধ করে।

 

কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি-সহ বদহজমের সব সমস্যা দূর করে হজমে সাহায্য করে নটেশাকের উপকারিতা।
কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি-সহ বদহজমের সব সমস্যা দূর করে হজমে সাহায্য করে নটেশাকের উপকারিতা।

Health Tips: ডায়াবেটিস, কোলেস্টেরল দূর করে! অবহেলায় বেড়ে ওঠা এই শাক ক্যানসারেও কাজ দেয়!

এই শাক বড় হয় অবহেলায়। পাওয়া যায় যেখানে সেখানে। বাঙালির হেঁসেলে পরিচিত হলেও, এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু পুষ্টিগুণে সুপারফুড আম বাঙালির নটে শাক।
এই শাক বড় হয় অবহেলায়। পাওয়া যায় যেখানে সেখানে। বাঙালির হেঁসেলে পরিচিত হলেও, এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু পুষ্টিগুণে সুপারফুড আম বাঙালির নটে শাক।
নটে শাক খেলে পাওয়া যায় একাধিক উপকারিতা। বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানের শিক্ষিকা অন্তরা সামন্ত বলছেন, নটে শাক কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কারণ এতে ফাইবারের উপাদান বেশি।
নটে শাক খেলে পাওয়া যায় একাধিক উপকারিতা। বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানের শিক্ষিকা অন্তরা সামন্ত বলছেন, নটে শাক কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কারণ এতে ফাইবারের উপাদান বেশি।
তিনি জানিয়েছেন, নটে শাক যথেষ্ট কার্যকরী ডায়াবেটিসের ক্ষেত্রে। এই শাক টাইপ টু ডায়াবেটিস কমাতে সাহায্য করে। এর প্রোটিন রক্তে ইনসুলিনের মাত্রা কমায়।
তিনি জানিয়েছেন, নটে শাক যথেষ্ট কার্যকরী ডায়াবেটিসের ক্ষেত্রে। এই শাক টাইপ টু ডায়াবেটিস কমাতে সাহায্য করে। এর প্রোটিন রক্তে ইনসুলিনের মাত্রা কমায়।
তিনি জানিয়েছেন, এই পাতায় ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন সি সহ বিভিন্ন উপাদান থাকে যা শরীরে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষাবলয় তৈরি করে।
তিনি জানিয়েছেন, এই পাতায় ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন সি সহ বিভিন্ন উপাদান থাকে যা শরীরে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষাবলয় তৈরি করে।
এছাড়াও নটে শাক অতিরিক্ত খাওয়া রোধ করে। শরীরে হজমের জন্য সাহায্য করে। পাশাপাশি ডায়রিয়ার ক্ষেত্রেও নটে শাক খেলে উপকারী ফল পাওয়া যায়।
এছাড়াও নটে শাক অতিরিক্ত খাওয়া রোধ করে। শরীরে হজমের জন্য সাহায্য করে। পাশাপাশি ডায়রিয়ার ক্ষেত্রেও নটে শাক খেলে উপকারী ফল পাওয়া যায়।