Tag Archives: old lady

North Dinajpur News: বাড়িতে ঢোকার ‘অনুমতি’ নেই! বাইরে বসে অসহায় অশীতিপর মা…অভিযুক্ত ছোট ছেলে

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: ৮০ বছর বয়সি বৃদ্ধাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কোতগ্রাম এলাকায়। ওই বৃদ্ধার নাম মঙ্গলা সরকার। তার পাঁচ ছেলে, চার মেয়ে। জানা গিয়েছে ওই বৃদ্ধা তাঁর নিজের বাড়িতে ছোট ছেলের সঙ্গেই থাকতেন।

গত কিছুদিন আগে মেয়েরা তাঁকে তাঁদের বাড়িতে নিয়ে যান। অভিযুক্ত ছোট ছেলের নাম স্বপন সরকার। মেয়েরা জোর করে মাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরই আর বাড়িতে ঢুকতে দিতে চায় না ছোট ছেলে স্বপন সরকার। অভিযোগ, এর পর বৃদ্ধা বাড়িতে গেলে তাঁকে বের করে দেওয়া হয় বাইরে। অসহায় অবস্থায় বাইরেই বসে থাকেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিজের মাকে এভাবে কেউ বাড়ির বাইরে বসিয়ে রাখতে পারে,তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।

আরও পড়ুন : বুথ না জমকালো বিয়েবাড়ি! সাতসকালে ভোট দিতে গিয়ে হতভম্ব ভোটাররা

ঘটনার জন্য রীতিমতো হতাশাগ্রস্ত বৃদ্ধা। তিনি জানিয়েছেন, এই জায়গাটি তার নামেই ছিল। পরে কী করে তার ছোট ছেলের নামে হয়ে গেল তা তিনি জানতেন না। অর্থাৎ এই ঘটনার নেপথ্যে জায়গা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

Heat Wave Death: তীব্র গরমে রাস্তাতেই মৃত্যু বৃদ্ধার, অটোয় করে যাচ্ছিলেন

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমের বলি হলেন এক বৃদ্ধা। শেখ শাকিলা বিবি (৬২) নামে ওই বৃদ্ধা অটোয় করে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক দায়িত্ব নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। সোনারপুরের ঘটনা।

জানা গিয়েছে, সোনারপুরের দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা এদিন অটোয় করে চোহাটি যাচ্ছিলেন। তিনি পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন। এই প্রবল গরমে অটোর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সোনারপুর থানাতেও। এদিকে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: একটা স্কুটি ও ২২ হাজার টাকার সম্বল নিয়ে লোকসভার লড়াইয়ে ‘কমরেড’ সুস্মিতা

প্রাথমিকভাবে ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সেখান থেকেই ওই বৃদ্ধার পরিচয় বেরিয়ে আসে। এদিকে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিয়মমাফিক তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ধরে গরমের তীব্রতা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাপ প্রবাহ বইবে কয়েক জায়গায়। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, নিতান্তই প্রয়োজন না থাকলে দুপুরের সময়টায় বাড়িতে বা কোনও ঘেরা জায়গায় থাকা উচিত। বয়স্কদের বিশেষ করে বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে।

সুমন সাহা

Old Women Struggle: মা-ঠাকুমাকে ফেলে বাড়ি বিক্রি গুণধর নাতির, পাঁচিল টপকে যাতায়াত তিন বৃদ্ধার

পূর্ব বর্ধমান: বসবাসের জন্য বাড়ি থাকলেও যাতায়াত করার জন্য নেই কোনও রাস্তা। তাই গত পাঁচ বছর ধরে পাঁচিল টপকে যাতায়াত করছেন কালনার তিন বৃদ্ধা। এমন ঘটনার কথা জানাজানি হতেই চমকে গিয়েছেন সবাই। রীতিমত জিমন্যাস্টদের মত শারীরিক কসরত করে তবে বাড়ি থেকে বের হতে পারছেন ওই তিন বয়স্ক মহিলা।

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। এখানেই বাড়ি সন্ধ্যা দেবনাথের। তাঁর বয়স ৬০ পেরিয়েছে। বর্তমানে তিনি দৃষ্টিহীন মেয়ে মায়া এবং অসুস্থ বৌমা আরতি দেবনাথকে নিয়ে ছোট্ট টিনের চালের ঘরের মধ্যে বসবাস করেন। সূত্রের খবর, সন্ধ্যা দেবনাথ প্রায় বছর ছয় আগে তাঁর পুরো সম্পত্তি নাতির নামে লিখে দেন। পরবর্তীতে নাতি সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে অন্য জায়গায় চলে যায়। যদিও বৃদ্ধা মা, ঠাকুমা এবং পিসিকে সঙ্গে নিয়ে যাননি তিনি। আর তাই বর্তমানে এই তিন বৃদ্ধাকে বেহাল পরিস্থিতির মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

আর‌ও পড়ুন: দাবদাহ শুরু হতেই সুইমিং পুলে ছুটছে বাঁকুড়া

এই প্রসঙ্গে সন্ধ্যা দেবনাথের বৌমা আরতি দেবনাথ বলেন, ছেলে বাড়ি বিক্রি করে চলে গেল। এটাও বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এই বাড়ি আমার শাশুড়ির নামেই আছে। কিন্তু এখন আমাদের যাতায়াত করতে, খাওয়া-দাওয়া সব কিছুতেই অসুবিধা হয়। ছেলে আসেও না, খোঁজও নেয় না।

দীর্ঘদিন ধরে প্রাচীর টপকে যাতায়াত করতে হয় প্রবল সমস্যার মুখে পড়েছেন তারা। এমনকি এই তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ সংযোগ ছাড়াই দিন কাটাতে হচ্ছে। পানীয় জল আনতেও তাঁদের পাঁচিল টপকাতে হয়। রেশনের থেকে পাওয়া চাল দিয়ে কোন‌ওরকমে পেট ভরে।

এদিকে তিন বয়স্ক মহিলার এই জীবন যন্ত্রণার কথা জানতে পেরে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বনোয়ারীলাল চৌধুরী