Tag Archives: Rachna Banerjee

Lok Sabha Election 2024: দেবের ভোকাল টনিক রচনাকে, ‘দিদি নং ১’-কে কী কী বিশেষ টিপস দিলেন সুপারস্টার

হুগলি: অভিনয় জগতে রচনা ব্যানার্জি দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও, রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের বিদায়ী সাংসদ দেব, এবার নিজের সতীর্থকে রচনাকে ও লোকসভায় দেখতে চান এমন জানিয়েছেন খোদ দীপক অধিকারী। শনিবার রচনার সমর্থনে রোড শো করতে পান্ডুয়া আসেন দেব। দেব ও রচনার জুটিকে দেখার জন্য জনজোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ।পান্ডুয়ার রাস্তায় বিকাল ৫ টা নাগাদ এসে পৌঁছান দেব। হুড খোলা সু-সজ্জিত গাড়িতে মেগা র‍্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার দুই প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান সেলফি ও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্প ও করতে।

দেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘তোমায় জিততেই হবে রচনা দি’ দেবের ভোকাল টনিক রচনাকে। গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। একই সঙ্গে দেব রচনাকে আরও বলেন মানুষের জন সমর্থন যা দেখা যাচ্ছে তাতে রচনা অনায়াসে জিতে যাবেন।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

শনিবার বিকেল পান্ডুয়ার কলবাজার থেকে কাকলী তোলা সিনেমার কাছে পাড়ায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় জমেছিল রাস্তার দুই ধারে।দেব রচনার প্রচারে ময়দানে দেব নেমেছে তাতেই বাড়তি আত্মবিশ্বাস বেড়েছে রচনার।

দেবের দেওয়া টিপস কি কি ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সব সময় মানুষের সঙ্গে ভালভাবে মিশতে। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে। সর্বদা হাসি খুশি থাকতে। বাকি মানুষের যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবে রচনার এমনই আশাবাদী দেব। প্রসঙ্গত গত লোকসভায় প্যান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র‍্যালি, সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে ! এর প্রভাব কতটা পড়ে এবারের ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।

Lok Sabha Election 2024: বিয়ের পিড়ি ছেড়ে রচনার কাছে ছুটে এলেন হবু বধু, ব্যাপারটা কি! জানলে আঁতকে উঠবেন

হুগলি: নির্বাচন উৎসবকে পাখির চোখ করে ময়দানে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। জনসংযোগ ও প্রচারে বিন্দুমাত্র জায়গা ছাড়ছে না কেউ কাউকে। এরই মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থীর রচনা ব্যানার্জি যখনই প্রচার বেরোচ্ছেন তখনই হৈচৈ শুরু হয়ে যাচ্ছে যেখানে তিনি প্রচার করছেন সেই জায়গায়। সেই মতনই শনিবার প্রচার ও জনসংযোগ করতে বেরিয়ে বিয়ের আমন্ত্রণ পেলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

ঘটনাটি বলাগরের একতারপুরের। সেই সময় একতারপুরে চলছে বিয়ের তোড়জোড়। পাত্রী পক্ষ ইয়াসমিন সুলতানার বিয়ে রয়েছে। বিয়ের তোড়জোড় শুরু হয়েছে হালাইকাররা সেই সময় বিরিয়ানি রান্না করতে ব্যস্ত। এমন সময় মাইক বাজতে শুরু করল গ্রামে এসেছেন দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি। অমনি এক ছুটে হবু বউ দৌড়ে চলে এলেন রাস্তায়, দিদি নম্বর ওয়ান-কে দেখার জন্য।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

রচনা ব্যানার্জি জনসংযোগের সঙ্গে কথা বলেন নববধূর সঙ্গে। হবু কনে তখন ও সাজ গোজ করে উঠেতে পারেনি তাই রচনা বলেন বিয়ের দিনে তাড়াতাড়ি সেজে নিতে নাহলে বড় এসে দেখে দুঃখ পাবে। একইসঙ্গে নিজের হাতে থাকা একটি গোলাপ ফুল তিনি তুলে দেন ইয়াসমিনের হাতে। ইয়াসমিনের বাড়ির তরফেও নিমন্ত্রণ জানানো হয় রচনাকে তার বাড়িতে আসার জন্য। যদিও ব্যস্ততম দিনে প্রচার থাকার জন্য রচনা বিয়ে বাড়িতে আসতে পারেননি ঠিকই তবে বিয়ে বাড়ির বিরিয়ানির গন্ধ যে রচনাকে আকৃষ্ট করেছিল তা ফুটে উঠেছে তার কথার মধ্যে দিয়ে।

এই বিষয়ে রচনা জানান, একটি বিয়ে বাড়ি থেকে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু, প্রচারে যেতে হবে। তাই এই যাত্রায় আর বিরিয়ানি খাওয়া তাঁর হয়ে ওঠেনি। এদিকে বিরিয়ানি না খেলেও পাত্রীকে আশীর্বাদ করেছেন তিনি। বিয়ের পাত্রী ইয়াসমীন সুলতানা বলেন, ‘রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচার করছিলেন। সেই সময় বিয়ে বাড়ি দেখে রচনাদি জানতে চান কার বিয়ে? সেই সময় বাড়ির লোক আমাকে ডেকে নিয়ে আসেন। রচনা বন্দ্যোপাধ্যায় আমাকে গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ করেন। খাবারের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু, প্রচারে বেরিয়েছিলেন তিনি। তবে পরে এসে খেয়ে যাবেন বলে জানিয়েছেন।

রাহী হালদার

ভোটের প্রচারে চমক হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের

২০২৪ লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দিদি No.1 রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে চমক দিলেন রচনা।

Donna Gangopadhyay in Didi no1: হাতে আর তিন দিন, রচনার ‘দিদি নম্বর ১’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হবেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এবার আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এবার আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। জানা গিয়েছে, বহু বছর ধরে এই চেষ্টা করা হচ্ছিল। অবশেষে সঞ্চালিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা। অভিনেত্রীর ডাকে সাড়া দিয়েই এবার ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।
‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। জানা গিয়েছে, বহু বছর ধরে এই চেষ্টা করা হচ্ছিল। অবশেষে সঞ্চালিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা। অভিনেত্রীর ডাকে সাড়া দিয়েই এবার ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে সে দিন দিদি নম্বর ১-এর মঞ্চে উপস্থিত থাকবেন বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। তাঁর সঙ্গে আরও সব তারকা সমাবেশ ঘটবে।
জানা গিয়েছে সে দিন দিদি নম্বর ১-এর মঞ্চে উপস্থিত থাকবেন বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। তাঁর সঙ্গে আরও সব তারকা সমাবেশ ঘটবে।
তবে আর কে কে আসবেন তার সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি।
তবে আর কে কে আসবেন তার সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি।
চলতি মাসের ২১ তারিখ, বধুবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ১’-এর শ্যুটিং হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
চলতি মাসের ২১ তারিখ, বধুবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ১’-এর শ্যুটিং হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
‘দিদি নম্বর ১’-এর মঞ্চে আরও কী কী চমক থাকছে তা অবশ্য এখনও পুরো জানা যায়নি।
‘দিদি নম্বর ১’-এর মঞ্চে আরও কী কী চমক থাকছে তা অবশ্য এখনও পুরো জানা যায়নি।