Tag Archives: Raksha Bandhan 2024

Raksha Bandhan 2024: উল বা ফুলের বদলে এই নতুন রাখিতে মজেছে সবাই

দক্ষিণ দিনাজপুর: রাখি বন্ধন উপলক্ষে স্বাভাবিকভাবেই বাজার ভরে গিয়েছে বাহারি রাখিতে। তবে উল বা ফুলের রাখি, কিংবা রংবেরঙের কাগজের রাখি, এসব এখন অতীত। সবাই চান, সবচেয়ে সুন্দর রাখি কিনতে নিজের ভাইয়ের জন্য। তাই এই বছরের রাখিতে নতুন চমক। বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা ইন্দ্রানী সরকার তৈরি করে ফেলেছেন ক্লে ও ফেব্রিক দিয়ে রকমারি রাখি। বর্তমান দিনে আধুনিকতার চাকচিক্য থেকে একটু সরে এসে রাখিতে একটু অভিনবত্বের ছোঁয়া। যা ইতিমধ্যেই বালুরঘাট শহরে বেশ সাড়া ফেলেছে।

প্রসঙ্গত, রাখি বন্ধন উৎসব মানে একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখার একটি আনুষ্ঠানিক প্রয়াস মাত্র। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধ করতে কবিগুরু কলকাতা, ঢাকা ও সিলেট থেকে কয়েক হাজার হিন্দু ও মুসলিম ভাই-বোনেদের একত্রিত করে রাখি বন্ধন পালনের আবেদন জানিয়েছিলেন। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে খোলা বাজারে পসরা সাজিয়ে বিভিন্ন ধরনের রাখি বেচাকেনা করতে দেখা যায় দোকানিদের। তবে, এই বছর বাজারের দোকানে নয়, ক্লে দিয়ে রাখি তৈরি করে ভাল অর্ডার পাচ্ছেন বলেও জানান তিনি। তাই চাহিদা ব্যাপকভাবে থাকায় ইন্দ্রানীদেবী রীতিমতন রাত দিন এক করে তৈরি করছেন তাঁর হাতে তৈরি রাখি।

আর‌ও পড়ুন: নেশামুক্ত ভারত গড়তে সাইকেলে কেদারনাথ যাত্রা

এই বিষয়ে রাখি বিক্রেতা ইন্দ্রানী সরকার জানান, ছোট থেকেই আঁকার প্রতি তাঁর ভালবাসা রয়েছে। প্রায় দু’বছর ধরে ফেব্রিক ও তুলির টানে ফুটিয়ে তোলেন বিভিন্ন জিনিসের উপর রকমারি ডিজাইন। প্রথম অবস্থায় তেমন চাহিদা না থাকলেও বর্তমানে তাঁর হাতে তৈরি ডিজাইনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে ক্লে ও ফেব্রিক দিয়ে বিভিন্ন জিনিসের আদলে তৈরি এই রাখি একটু ভিন্ন ধরনের। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের। দামও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যেই। মাত্র ৩০ টাকা থেকে ৮০ টাকার মধ্যেই। ফলে সকলেই সাধ্যমত রাখি কিনতে পারছেন।

অনেকে মনে করেন, উল বা ফুলের রাখির পরিবর্তে ক্লে দিয়ে তৈরি রাখি কেনাই ভাল। কারণ অন্য সব রাখি পরালে কিছুদিন পরেই তা সকলেই খুলে ফেলে। এমনকি ফুলের রাখি নষ্ট হয়ে যায় সহজেই। কিন্তু এই রাখি একবার পরালে খুলতে মন চাইবে না। খুললেও তা ফেলে না দিয়ে সযত্নে রেখে দেবেন দাদা ও ভাইয়েরা। এমনকি, সচরাচর বালুরঘাটে দেখা যায় না বললেই চলে। তাই প্রতিবার রাখিতে কিছুটা নতুনত্ব থাকলেও এবছর শহরবাসীর নজর কাড়ছে ইন্দ্রানীদেবীর তৈরি রাখি।

সুস্মিতা গোস্বামী

Rakhi Purnima 2024: ১৯ অগাস্ট রাখি পূর্ণিমা, ঠিক এই সময় ভুলেও ভাই-দাদার হাতে রাখি বাঁধবেন না, ভদ্রাকালে ছারখার জীবন

*১৯ অগাস্ট রাখি পূর্ণিমা। তবে এ দিন ভদ্রাকাল থাকবে। যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। জ্যোতিষশাস্ত্র মতে, ভাদ্রমাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
*১৯ অগাস্ট রাখি পূর্ণিমা। তবে এ দিন ভদ্রাকাল থাকবে। যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে। জ্যোতিষশাস্ত্র মতে, ভাদ্রমাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
*রক্ষাসূত্র বেঁধে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়। শাস্ত্রে বৈদিক রাখির উল্লেখ পাওয়া যায়। অনেকে বাড়িতেই বৈদিক রাখি তৈরি করে থাকেন।
*রক্ষাসূত্র বেঁধে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রাখি কিনতে পাওয়া যায়। শাস্ত্রে বৈদিক রাখির উল্লেখ পাওয়া যায়। অনেকে বাড়িতেই বৈদিক রাখি তৈরি করে থাকেন।
*তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, রাখী পূর্ণিমার দিন থেকে শুরু হবে ভাদ্রমাস। জ্যোতিষ শাস্ত্রী পূবালি গুহ জানান, ভাদ্র শুরু হলেও রক্ষাবন্ধন উৎসব শেষ না হওয়া পর্যন্ত পালিত হয় না। সংগৃহীত ছবি। 
*তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, রাখি পূর্ণিমার দিন থেকে শুরু হবে ভাদ্রমাস। জ্যোতিষ শাস্ত্রী পূবালি গুহ জানান, ভাদ্র শুরু হলেও রক্ষাবন্ধন উৎসব শেষ না হওয়া পর্যন্ত পালিত হয় না। সংগৃহীত ছবি।
*ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখি বাঁধেন না। এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগাস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষাবন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্রকালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। সংগৃহীত ছবি। 
*ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখি বাঁধেন না। এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগাস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষাবন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্রকালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। সংগৃহীত ছবি।
*তিথি সময়: ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে। ভদ্রাকাল সমাপ্ত ১৯ অগাস্ট দুপুর ১টা ৩০ মিনিটে। ভদ্রা মুখ থাকবে ১৯ অগাস্ট সকাল ১০টা ৫৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি। 
*তিথি সময়: ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে। ভদ্রাকাল সমাপ্ত ১৯ অগাস্ট দুপুর ১টা ৩০ মিনিটে। ভদ্রা মুখ থাকবে ১৯ অগাস্ট সকাল ১০টা ৫৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।
*১৯ অগাস্ট সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে না।  দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৭ মিনিট পর্যন্তও রাখী বাঁধা যাবে ভাইয়ের হাতে, এটা শুভ সময়। সংগৃহীত ছবি। 
*১৯ অগাস্ট সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে না।  দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৭ মিনিট পর্যন্তও রাখী বাঁধা যাবে ভাইয়ের হাতে, এটা শুভ সময়। সংগৃহীত ছবি।
*ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি? ভদ্রাকালকে শুভ মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। রাখিবন্ধন এক পবিত্র কাজ। তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয়। সংগৃহীত ছবি।
*ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি? ভদ্রাকালকে শুভ মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। রাখীবন্ধন এক পবিত্র কাজ। তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয়। সংগৃহীত ছবি।

Rakhi Purnima 2024: এই রাখিতেই জমবে এবার রক্ষা বন্ধন! ‌যা দিয়ে তৈরি দেখলে চমকে ‌যাবেন!

শিলিগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। ধান, মিষ্টি কুমড়োর বীজ, মটর সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখি তৈরি করছেন ফকদই বাড়ির বেশ কিছু ছেলেমেয়ে। তাদের বেশির ভাগই কথা বলতে পারে না। তবে মনের জোর থাকলে সব সম্ভব। মনের অদম্য ইচ্ছার জোরে আজ তারা সবকিছুই করতে সক্ষম।

সামনেই রাখি উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করা শেখাচ্ছেন শিলিগুড়ি ফকদইবাড়ির বাসিন্দা দিপালী। দিপালী নিজে একজন বিশেষ চাহিদা সম্পন্নর মা। নিজের ছেলেকে হার মানতে দিতে নারাজ সে। ছেলেকে সব সময় এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনড় মা। তাই নিজের ছেলের মত করে আরও দশ জনকে তাই তিনি স্বাবলম্বী হতে শেখাচ্ছেন।

আরও পড়ুন:একই জমিতে হবে তিনরকমের চাষ! শুধু জেনে নিন এই পদ্ধতি! লাভও ব্যাপক

রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। দিপালীর হাত ধরে সারা বছর ধরেই তারা নতুন কিছু শিখছে। এবার তারা রাখি তৈরিটাও শিখে ফেলছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তারা। এই রাখির মূল্য ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়

Rakshabandhan & Jhulanpurnima Lucky Zodiac Signs: চাকরি! প্রোমোশন! বিদেশযাত্রা! ব্যবসায় মুনাফা! ঝুলনযাত্রা ও রাখীপূর্ণিমায় কপাল খুলে সোনায় সোহাগা এই ৪ রাশির

আগামী ১৯ অগাস্ট রাখীপূর্ণিমা৷ সেদিনই পালিত হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বা ঝুলনপূর্ণিমার সমাপনও৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার সমাপন ঘটে এই তিথিতে৷
আগামী ১৯ অগাস্ট রাখীপূর্ণিমা৷ সেদিনই পালিত হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বা ঝুলনপূর্ণিমার সমাপনও৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার সমাপন ঘটে এই তিথিতে৷

 

দুর্লভ সংযোগের প্রভাবে রাখীপূর্ণিমায় বদলাবে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
দুর্লভ সংযোগের প্রভাবে রাখীপূর্ণিমায় বদলাবে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

রাখীপূর্ণিমা তিথি শুভ যোগ তথা শুভ বার্তা বয়ে আনছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য৷ ব্যবসায় আসবে তেজি উত্থান৷ আটকে থাকা কাজ সম্পন্ন হবে৷ কর্মক্ষেত্রে আসবে সাফল্য৷ সম্পর্কের বাঁধন মজবুত হবে৷
রাখীপূর্ণিমা তিথি শুভ যোগ তথা শুভ বার্তা বয়ে আনছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য৷ ব্যবসায় আসবে তেজি উত্থান৷ আটকে থাকা কাজ সম্পন্ন হবে৷ কর্মক্ষেত্রে আসবে সাফল্য৷ সম্পর্কের বাঁধন মজবুত হবে৷

 

কন্যারাশির জাতক জাতিকাদের কাছে চাকরি ও প্রোমোশনের যোগ মজবুত হবে৷ সরকারি কর্মীরা লাভবান হবেন৷ সমাজে মানসম্মান বাড়বে৷ পারিবারিক সম্পর্কের বন্ধন মজবুত হবে৷
কন্যারাশির জাতক জাতিকাদের কাছে চাকরি ও প্রোমোশনের যোগ মজবুত হবে৷ সরকারি কর্মীরা লাভবান হবেন৷ সমাজে মানসম্মান বাড়বে৷ পারিবারিক সম্পর্কের বন্ধন মজবুত হবে৷

 

ধনুরাশির জাতক জাতিকাদের কাছে ব্যবসায় বিশাল মুনাফা আসবে৷ বিদেশযাত্রার যোগ তীব্র হবে৷ কার্যক্ষেত্রে লাভবান হবেন৷
ধনুরাশির জাতক জাতিকাদের কাছে ব্যবসায় বিশাল মুনাফা আসবে৷ বিদেশযাত্রার যোগ তীব্র হবে৷ কার্যক্ষেত্রে লাভবান হবেন৷

 

মীনরাশির জাতক জাতিকাদের কাছে প্রচুর ধনসম্পদের আসবে রাখীপূর্ণিমায়৷ নতুন ব্যবসা শুরু করলে লাভবান হবেন৷ পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় মুনাফা হবে আকাশছোঁয়া৷
মীনরাশির জাতক জাতিকাদের কাছে প্রচুর ধনসম্পদের আসবে রাখীপূর্ণিমায়৷ নতুন ব্যবসা শুরু করলে লাভবান হবেন৷ পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় মুনাফা হবে আকাশছোঁয়া৷

Raksha Bandhan 2024: রাখি পরান এই সময়, প্রচুর উপকার পাবে ভাই-বোনরা! রাখি বন্ধনের শুভ সময় জানুন

ধর্মে সংঘটিত সকল উৎসবেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। একই ভাবে, ২০২৪-এর শ্রাবণের পূর্ণিমা তিথিতে, ভাই-বোনের সম্পর্কের এই উৎসবকেও ব্যাপক উৎসাহ এবং রীতিনীতির সঙ্গে পালন করা হয়।
ধর্মে সংঘটিত সকল উৎসবেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। একই ভাবে, ২০২৪-এর শ্রাবণের পূর্ণিমা তিথিতে, ভাই-বোনের সম্পর্কের এই উৎসবকেও ব্যাপক উৎসাহ এবং রীতিনীতির সঙ্গে পালন করা হয়।
শুধু দেশেই নয়, বিদেশেও বসবাসকারী অনেকেই এই উৎসব পালন করেন। ২০২৪-এর রাখিবন্ধন উৎসব আসছে শ্রাবণ মাসের শেষ সোমবারে।
শুধু দেশেই নয়, বিদেশেও বসবাসকারী অনেকেই এই উৎসব পালন করেন। ২০২৪-এর রাখিবন্ধন উৎসব আসছে শ্রাবণ মাসের শেষ সোমবারে।
রাখিবন্ধনের এই উৎসব একটি প্রাচীন উৎসব। ক্যালেন্ডার অনুসারে, ২০২৪-এর রাখিবন্ধন উৎসব পালিত হবে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং ১৯ অগাস্ট শ্রাবণের পূর্ণিমার দিন। হিন্দু ধর্মে, রাখিবন্ধনের এই উৎসবটি ভাই এবং বোনদের জন্য উৎসর্গীকৃত যা সম্পর্ককে আরও প্রেমময় ও সুন্দর করার জন্য উদযাপন করা হয়।
রাখিবন্ধনের এই উৎসব একটি প্রাচীন উৎসব। ক্যালেন্ডার অনুসারে, ২০২৪-এর রাখিবন্ধন উৎসব পালিত হবে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং ১৯ অগাস্ট শ্রাবণের পূর্ণিমার দিন। হিন্দু ধর্মে, রাখিবন্ধনের এই উৎসবটি ভাই এবং বোনদের জন্য উৎসর্গীকৃত যা সম্পর্ককে আরও প্রেমময় ও সুন্দর করার জন্য উদযাপন করা হয়।
২০২৪-এর রাখিবন্ধনের উৎসবে ভদ্রা নক্ষত্রের কালে পড়ার কারণে এটি উদযাপনের সময় পরিবর্তন হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভদ্রা কালে কোনও উৎসব পড়লে তা অতিক্রান্ত হওয়ার পরেই সেই উৎসব পালনের নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্রে, ভদ্রা কালকে অশুভ বলে মনে করা হয়, আমাদের এই ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, এই সময় কোনও শুভ কাজ করলেও তাতে দোষ দেখা দেয়।
২০২৪-এর রাখিবন্ধনের উৎসবে ভদ্রা নক্ষত্রের কালে পড়ার কারণে এটি উদযাপনের সময় পরিবর্তন হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভদ্রা কালে কোনও উৎসব পড়লে তা অতিক্রান্ত হওয়ার পরেই সেই উৎসব পালনের নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্রে, ভদ্রা কালকে অশুভ বলে মনে করা হয়, আমাদের এই ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, এই সময় কোনও শুভ কাজ করলেও তাতে দোষ দেখা দেয়।
রাখি বাঁধার শুভ সময়রাখিবন্ধন উৎসব সম্পর্কে হরিদ্বারের জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে, ২০২৪-এর ১৯ অগাস্ট সোমবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তা পালিত হবে। এই বছর রাখিবন্ধনের দিন ভদ্রা কাল সকালে শুরু হওয়ার কারণে বিকেলে এই উৎসবটি উদযাপন করা শুভ হবে। দুপুর ১টা বেজে ৩১ মিনিটের পরে এই উৎসব উদযাপন করাই অতএব পঞ্জিকা মতে প্রশস্ত হবে।
রাখি বাঁধার শুভ সময়
রাখিবন্ধন উৎসব সম্পর্কে হরিদ্বারের জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে, ২০২৪-এর ১৯ অগাস্ট সোমবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তা পালিত হবে। এই বছর রাখিবন্ধনের দিন ভদ্রা কাল সকালে শুরু হওয়ার কারণে বিকেলে এই উৎসবটি উদযাপন করা শুভ হবে। দুপুর ১টা বেজে ৩১ মিনিটের পরে এই উৎসব উদযাপন করাই অতএব পঞ্জিকা মতে প্রশস্ত হবে।
ভদ্রা কালে রাখি বাঁধলে তা অশুভ ফল দেয়তিনি আরও ব্যাখ্যা করেন যে, ভদ্রা কালে উৎসব পালন করলে ব্যক্তি যে কোনও ত্রুটির সম্মুখীন হতে পারেন, যা সারা জীবনেও দূর হয় না। এই ত্রুটির কারণে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অতএব, এই সময় অতিক্রান্ত না হলে বোনেদের তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধা উচিত হবে না। ( Disclaimer: প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)
ভদ্রা কালে রাখি বাঁধলে তা অশুভ ফল দেয়
তিনি আরও ব্যাখ্যা করেন যে, ভদ্রা কালে উৎসব পালন করলে ব্যক্তি যে কোনও ত্রুটির সম্মুখীন হতে পারেন, যা সারা জীবনেও দূর হয় না। এই ত্রুটির কারণে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অতএব, এই সময় অতিক্রান্ত না হলে বোনেদের তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধা উচিত হবে না। ( Disclaimer: প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)

Raksha Bandhan 2024 Lucky Rashifal: ৯০ বছর পরে রাখিপূর্ণিমায় দুর্লভ সংযোগ! ৩ রাশির জন্য বিশাল টাকা, গাড়ি-বাড়ি করতে পারবেন

প্রতি বছরেই শ্রাবণ পূর্ণিমার তিথি ভাইবোনের জন্য উৎসব ৷ রাখিপূর্ণিমা এই বছর ১৯ অগাস্ট ২০২৪, সোমবারে-এ পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রতি বছরেই শ্রাবণ পূর্ণিমার তিথি ভাইবোনের জন্য উৎসব ৷ রাখিপূর্ণিমা এই বছর ১৯ অগাস্ট ২০২৪, সোমবারে-এ পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
সোমবার সন্ধেবেলায় এই তিথি পড়েছে ৷ যা শুভ সংযোগ তৈরি হতে চলেছে ৷ এই পঞ্চক রাজযোগের ফলে বিরাট উন্নতিকর পরিস্থিতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সোমবার সন্ধেবেলায় এই তিথি পড়েছে ৷ যা শুভ সংযোগ তৈরি হতে চলেছে ৷ এই পঞ্চক রাজযোগের ফলে বিরাট উন্নতিকর পরিস্থিতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
৯০ বছর পরে এমন সংযোগ তৈরি হতে চলেছে ৷ এরফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে, চাকরি, ব্যবসায় বিরাট উন্নতির সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
৯০ বছর পরে এমন সংযোগ তৈরি হতে চলেছে ৷ এরফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে, চাকরি, ব্যবসায় বিরাট উন্নতির সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
৯০ বছর পরে একসঙ্গে সর্বার্থ সিদ্ধি সংযোগ, রবিযোগ, শোভনযোগের ফলে শ্রবণ নক্ষত্রের সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
৯০ বছর পরে একসঙ্গে সর্বার্থ সিদ্ধি সংযোগ, রবিযোগ, শোভনযোগের ফলে শ্রবণ নক্ষত্রের সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
শ্রাবণের শেষদিন সোমবার চন্দ্র কুম্ভতে প্রবেশ করতে চলেছেন, চন্দ্রের স্বামী শিব, কুম্ভের স্বামী শনি ৷ এরফলে কয়েকটি রাশির উপরে শিব ও শনির বিশাল কৃপা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
শ্রাবণের শেষদিন সোমবার চন্দ্র কুম্ভতে প্রবেশ করতে চলেছেন, চন্দ্রের স্বামী শিব, কুম্ভের স্বামী শনি ৷ এরফলে কয়েকটি রাশির উপরে শিব ও শনির বিশাল কৃপা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয়, সিংহ রাশিতে বুধ, শুক্র ও সূর্য বিরাজমান ৷ এরফলে শুক্রাদিত্য, বুধাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয়, সিংহ রাশিতে বুধ, শুক্র ও সূর্য বিরাজমান ৷ এরফলে শুক্রাদিত্য, বুধাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ ৷ প্রতীকী ছবি ৷
লক্ষ্মী নারায়ণ রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, শনি কুম্ভতে শশ মহাপুরুষ রাজযোগের নির্মাণ করতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
লক্ষ্মী নারায়ণ রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, শনি কুম্ভতে শশ মহাপুরুষ রাজযোগের নির্মাণ করতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
রাখিপূর্ণিমাতে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতির সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
রাখিপূর্ণিমাতে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতির সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ বুধ, শুক্র, সূর্যের কৃপায় বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে ৷ বুধ, শুক্র, সূর্যের কৃপায় বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কেননা শনি, শুক্র ও সূর্য পঞ্চম ঘরে বিরাজমান ৷ সন্তানের জন্য সুখ প্রাপ্তি হতে চলেছে ৷ একাদশতম ঘরে চন্দ্রের অবস্থান ৷ প্রতীকী ছবি ৷
কেননা শনি, শুক্র ও সূর্য পঞ্চম ঘরে বিরাজমান ৷ সন্তানের জন্য সুখ প্রাপ্তি হতে চলেছে ৷ একাদশতম ঘরে চন্দ্রের অবস্থান ৷ প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবেন জাতক-জাতিকারা ৷ কেরিয়ারে বাধা বিপত্তি দূর হবে এবার ৷ সাফল্যের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবেন জাতক-জাতিকারা ৷ কেরিয়ারে বাধা বিপত্তি দূর হবে এবার ৷ সাফল্যের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
ভাইবোনের সম্পর্কে মিষ্টতা ব্যবসা বাণিজ্যে মুনাফা পাবেন ৷ ব্যবসা বাণিজ্যে সাফল্য পাবেন নজরকাড়া ৷ প্রতীকী ছবি ৷
ভাইবোনের সম্পর্কে মিষ্টতা ব্যবসা বাণিজ্যে মুনাফা পাবেন ৷ ব্যবসা বাণিজ্যে সাফল্য পাবেন নজরকাড়া ৷ প্রতীকী ছবি ৷
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় শুরু হতে চলেছে ৷ রাখিপূর্ণিমা থেকে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় শুরু হতে চলেছে ৷ রাখিপূর্ণিমা থেকে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সূর্য, বুধ ও শুক্র সপ্তম ঘরে বিরাজমান ৷ শশ মহাপুরুষ রাজযোগ লগ্নে তৈরি হচ্ছে ৷ জাতক-জাতিকাদের জন্য পার্থিব সুখ পেতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
সূর্য, বুধ ও শুক্র সপ্তম ঘরে বিরাজমান ৷ শশ মহাপুরুষ রাজযোগ লগ্নে তৈরি হচ্ছে ৷ জাতক-জাতিকাদের জন্য পার্থিব সুখ পেতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
রাখিপূর্ণিমায় বিরাট মুহূর্ত তৈরি হতে চলেছে ৷ তৈরি রাজযোগের ফলে ভাগ্যবদল হতে চলেছে ৷ দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
রাখিপূর্ণিমায় বিরাট মুহূর্ত তৈরি হতে চলেছে ৷ তৈরি রাজযোগের ফলে ভাগ্যবদল হতে চলেছে ৷ দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা বাণিজ্যে বিরাট সাফল্য পেতে চলেছে ৷ প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে পেতে চলেছেন ৷ নতুন নতুন ডিল হতে চলেছে ৷ আর্থিক অবস্থা আগের থেকে আরও বলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা বাণিজ্যে বিরাট সাফল্য পেতে চলেছে ৷ প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে পেতে চলেছেন ৷ নতুন নতুন ডিল হতে চলেছে ৷ আর্থিক অবস্থা আগের থেকে আরও বলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ নতুন নতুন মুহূর্ত জীবনে আসতে চলেছে ৷ সব মিলিয়ে জীবনে নানান সময়ের অবস্থান আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ নতুন নতুন মুহূর্ত জীবনে আসতে চলেছে ৷ সব মিলিয়ে জীবনে নানান সময়ের অবস্থান আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বিদেশে যাঁরা চাকরি করতে চলেছেন এবার চাকরি পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বিদেশে যাঁরা চাকরি করতে চলেছেন এবার চাকরি পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
আয়ের নতুন নতুন স্রোত তৈরি হতে চলেছে ৷ শরীর ও স্বাস্থ্য আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
আয়ের নতুন নতুন স্রোত তৈরি হতে চলেছে ৷ শরীর ও স্বাস্থ্য আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷

Raksha Bandhan: জরুরি কিন্তু! কতক্ষণ বেঁধে রাখতে হয় রাখি? কতদিন পর খোলা যাবে হাত থেকে? রাখি পূর্ণিমার আগে জেনে নিন

বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখি পূর্ণিমা৷
বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখি পূর্ণিমা৷
এ বছর রাখি পূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
এ বছর রাখি পূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
হাতে আর এক মাসও নেই। তারপরেই রাখিবন্ধন। রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
হাতে আর এক মাসও নেই। তারপরেই রাখিবন্ধন। রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
এ বছর রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
এ বছর রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।  
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।
 এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।