Tag Archives: Rathyatra

Rathyatra 2025 Date and Time: আগামী বছর রথযাত্রা উৎসব কবে? তারিখ ও দিনক্ষণ জানলে মুখে আসবে হাসি, মন ভরে উঠবে আনন্দে

আষাঢ় মাসের অন্যতম বড় উ‍ৎসব রথযাত্রা৷ এই মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷
আষাঢ় মাসের অন্যতম বড় উ‍ৎসব রথযাত্রা৷ এই মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷

 

সদ্য সমাপ্ত হল এ বছরের রথযাত্রা৷ শুরু হল আগামী বছরের রথযাত্রার অপেক্ষা৷
সদ্য সমাপ্ত হল এ বছরের রথযাত্রা৷ শুরু হল আগামী বছরের রথযাত্রার অপেক্ষা৷

 

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বা ১৪৩২ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে ২৭ জুন, শুক্রবার৷
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বা ১৪৩২ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে ২৭ জুন, শুক্রবার৷

 

আগামী বছর দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ মিনিটে৷
আগামী বছর দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ মিনিটে৷

 

তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে ২৭ জুনই৷
তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে ২৭ জুনই৷

 

রথযাত্রা পড়েছে শুক্রবার৷ তার পর শনি ও রবিবারের ছুটি৷ সপ্তাহান্তের ছুটির সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন পুরী৷ সাক্ষী থাকতে পারেন জগন্নাথদেবের রথযাত্রায়৷
রথযাত্রা পড়েছে শুক্রবার৷ তার পর শনি ও রবিবারের ছুটি৷ সপ্তাহান্তের ছুটির সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন পুরী৷ সাক্ষী থাকতে পারেন জগন্নাথদেবের রথযাত্রায়৷

 

যদি বাড়তি ছুটি না পান, তাহলে রথযাত্রায় শুধু সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন ঘরের কাছেই অন্য কোনও বিখ্যাত রথযাত্রায়৷
যদি বাড়তি ছুটি না পান, তাহলে রথযাত্রায় শুধু সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন ঘরের কাছেই অন্য কোনও বিখ্যাত রথযাত্রায়৷

LIVE Puri Rath Yatra 2024: জগন্নাথদেবের উল্টো রথ, সাজো সাজো রব পুরীতে! দেখুন পুরীর ছবি

উল্টোরথ। সোজা রথ থেকে ন'দিনের মাথায় আয়োজন করা হয় উল্টো রথের। উল্টো রথ উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভু কে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন।
উল্টোরথ। সোজা রথ থেকে ন’দিনের মাথায় আয়োজন করা হয় উল্টো রথের। উল্টো রথ উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভু কে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন।
সোমবার সকাল দশটার পরেই গুন্ডিচা মন্দির থেকে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ কে বের করে নিয়ে আসা হয়। পরে পুরীর রাজা এসে রথের সুচনা করে। এক এক করে রথের চাকা এগোতে থাকে প্রধান মন্দিরের দিকে।
সোমবার সকাল দশটার পরেই গুন্ডিচা মন্দির থেকে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথকে বের করে নিয়ে আসা হয়। পরে পুরীর রাজা এসে রথের সূচনা করে। এক এক করে রথের চাকা এগোতে থাকে প্রধান মন্দিরের দিকে।
উল্টা রথ, বহুদা যাত্রা বা উল্টো রথ নামে পরিচিত, হল পুরী জগন্নাথ রথযাত্রার রথের প্রত্যাবর্তন যাত্রা।গুন্ডিচা মন্দির আট দিন পর। আষাঢ় মাসের সপ্তম দিনে শুরু হয় ফিরতি যাত্রার প্রস্তুতি।
উল্টা রথ, বহুদা যাত্রা বা উল্টো রথ নামে পরিচিত, হল পুরী জগন্নাথ রথযাত্রার রথের প্রত্যাবর্তন যাত্রা।গুন্ডিচা মন্দির আট দিন পর। আষাঢ় মাসের সপ্তম দিনে শুরু হয় ফিরতি যাত্রার প্রস্তুতি।
এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে। সুভদ্রার (দেবদালন) রথটি মাঝখানে, তার পরে পশ্চিমে বলভদ্রের (তালধ্বজা) রথ এবং সবশেষে পূর্বে জগন্নাথের (নন্দীঘোষ) রথ। মাঝখানে সুভদ্রা, ডানে জগন্নাথ এবং বামদিকে বলভদ্র। রথভোগ হল একটি বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয়।
এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে। সুভদ্রার (দেবদালন) রথটি মাঝখানে, তার পরে পশ্চিমে বলভদ্রের (তালধ্বজা) রথ এবং সবশেষে পূর্বে জগন্নাথের (নন্দীঘোষ) রথ। মাঝখানে সুভদ্রা, ডানে জগন্নাথ এবং বামদিকে বলভদ্র। রথভোগ হল একটি বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয়।

Healthy Fruit: রথের দিনে হরির লুটে মিলত এই ফল! অ্যানিমিয়া সারাতে ধন্বন্তরি! বাকি উপকারিতা জানলে চমকে যাবেন

বর্ষায় বাজারে চলে এসেছে লটকন! এক সময় রথের দিন কলা বাতসার সঙ্গে এই ফলও দেওয়া হতো হরির লুটে! লটকন খেলে মিলবে বেশ কিছু উপকারিতা, রথের মেলায় এই ফল খেতে কিন্তু ভুলবেন না।
বর্ষায় বাজারে চলে এসেছে লটকন! এক সময় রথের দিন কলা বাতসার সঙ্গে এই ফলও দেওয়া হতো হরির লুটে! লটকন খেলে মিলবে বেশ কিছু উপকারিতা, রথের মেলায় এই ফল খেতে কিন্তু ভুলবেন না।

 

বিশিষ্ট ডাক্তার কিংশুক প্রামাণিক জানান, লটকনে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ভিটামিন এ, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার-সহ বেশ কয়েকটি জৈব সক্রিয় যৌগ। এই লটকন ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্টস যা স্ট্রেস কমায়।
বিশিষ্ট ডাক্তার কিংশুক প্রামাণিক জানান, লটকনে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ভিটামিন এ, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার-সহ বেশ কয়েকটি জৈব সক্রিয় যৌগ। এই লটকন ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্টস যা স্ট্রেস কমায়।

 

এতে ক্যানসারের মতো জটিল রোগ থেকে দূরে থাকা যায়। লটকনে পাওয়া যায় আয়রন। আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করে। ভিটামিন-সি ভরপুর দারুণ এই লটকন শক্তিশালী এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এতে ক্যানসারের মতো জটিল রোগ থেকে দূরে থাকা যায়। লটকনে পাওয়া যায় আয়রন। আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করে। ভিটামিন-সি ভরপুর দারুণ এই লটকন শক্তিশালী এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

প্রতিদিন কয়েকটি লটকন খেলে শরীরের ভিটামিন সি-র চাহিদা পূরণ করা সম্ভব। শরীর হাইড্রেটেড থাকে লটকন খেলে।লটকনে থাকা উচ্চমাত্রার ফাইবার উপাদান পরিপাকতন্ত্র সুস্থ রাখে।রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লটকন ফল বেশ উপকারী।
প্রতিদিন কয়েকটি লটকন খেলে শরীরের ভিটামিন সি-র চাহিদা পূরণ করা সম্ভব। শরীর হাইড্রেটেড থাকে লটকন খেলে।লটকনে থাকা উচ্চমাত্রার ফাইবার উপাদান পরিপাকতন্ত্র সুস্থ রাখে।রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লটকন ফল বেশ উপকারী।

 

এতে অতিরিক্ত চিনির উপাদান নেই। লটকন ক্যালসিয়ামের ভালো উৎস এই ফল হাড় ও দাঁত শক্তিশালী রাখে।
এতে অতিরিক্ত চিনির উপাদান নেই। লটকন ক্যালসিয়ামের ভালো উৎস এই ফল হাড় ও দাঁত শক্তিশালী রাখে।

Mahesh RathYatra :মাহেশের প্রাচীন রথযাত্রায় রাজবেশের অঙ্গ রুপোর হাত, তুঙ্গে পুণ্যার্থীদের আগ্রহ

মাহেশের ৬২৮ বছরের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের প্রাক্কালে এক বিশেষ উৎসব হল নবযৌবন উৎসব।
মাহেশের ৬২৮ বছরের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের প্রাক্কালে এক বিশেষ উৎসব হল নবযৌবন উৎসব।
এই দিনই একমাত্র যখন জগন্নাথ দেবের হাত দেখা যায় মহেশের মন্দিরে। নবযৌবন উপলক্ষে জগন্নাথ দেবকে পড়ানো হয় রুপোর হাত। একদম রাজ বেশে সাজানো হয় মহাপ্রভু কে।
এই দিনই একমাত্র যখন জগন্নাথ দেবের হাত দেখা যায় মহেশের মন্দিরে। নবযৌবন উপলক্ষে জগন্নাথ দেবকে পড়ানো হয় রুপোর হাত। একদম রাজ বেশে সাজানো হয় মহাপ্রভু কে।
স্নানযাত্রা যাত্রা উৎসবের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাই মহাপ্রভু কে একদম একান্তে মন্দিরের গর্ভগৃহে ১৫ দিনের জন্য নিভৃত বাসে রাখা হয়। এই ১৫ দিন মন্দিরের সমস্ত দরজা বন্ধ থাকে এমনকি ভক্তদের নাম কীর্তন বন্ধ থাকে ওই সময়।
স্নানযাত্রা যাত্রা উৎসবের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাই মহাপ্রভু কে একদম একান্তে মন্দিরের গর্ভগৃহে ১৫ দিনের জন্য নিভৃত বাসে রাখা হয়। এই ১৫ দিন মন্দিরের সমস্ত দরজা বন্ধ থাকে এমনকি ভক্তদের নাম কীর্তন বন্ধ থাকে ওই সময়।
কথিত রয়েছে, জগন্নাথ দেব এই দিন জ্বর থেকে সেরে উঠে মহানন্দে থাকেন। দীর্ঘ ১৫ দিন মন্দিরের মধ্যে নিভৃত বাসায় থাকার পর আজই প্রথম মহাপ্রভুকে দর্শন জন্য মন্দিরের দরজা খোলা হয়।
কথিত রয়েছে, জগন্নাথ দেব এই দিন জ্বর থেকে সেরে উঠে মহানন্দে থাকেন। দীর্ঘ ১৫ দিন মন্দিরের মধ্যে নিভৃত বাসায় থাকার পর আজই প্রথম মহাপ্রভুকে দর্শন জন্য মন্দিরের দরজা খোলা হয়।
এই নবযৌবন উৎসবের এক বিশেষ মাহাত্ম্য হলো জগন্নাথ দেবের হাত। নবযৌবন উৎসবের দিন জগন্নাথ দেবের শরীরে হাত লাগানো হয়।
এই নবযৌবন উৎসবের এক বিশেষ মাহাত্ম্য হলো জগন্নাথ দেবের হাত। নবযৌবন উৎসবের দিন জগন্নাথ দেবের শরীরে হাত লাগানো হয়।
ভক্তদের বিশ্বাস এই দিন জগন্নাথ দেব রাজ বেশে থেকে সমস্ত ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করেন। এই একটি দিনই জগন্নাথ দেবের শরীরে হাত দেখতে পাওয়া যায়।
ভক্তদের বিশ্বাস এই দিন জগন্নাথ দেব রাজ বেশে থেকে সমস্ত ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করেন। এই একটি দিনই জগন্নাথ দেবের শরীরে হাত দেখতে পাওয়া যায়।

Purulia News : ১১৩ তম বর্ষে পদার্পণ করল মনি বাইয়ের রথযাত্রা, প্রস্তুতি তুঙ্গে! 

পুরুলিয়া: বাঙালির অন্যান্য উৎসবের মধ্যে রথযাত্রা অন্যতম। এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। গোটা বঙ্গের বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। পুরুলিয়া শহরের চকবাজারের দত্ত পরিবারের রথ যাত্রা খুবই জনপ্রিয়। ১২১২ সাল থেকে এই রথযাত্রার সূচনা হয়। ‌ ১১৩ বছরে পদার্পণ করল এবছরের এই রথযাত্রা।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন

বাঁকুড়া জেলার কারিগর আশুতোষ কর্মকারের কারিগরি দক্ষতায় লোহা ও পিতলের সংমিশ্রণে নির্মিত হয়েছিল এই রথটি। এই রথের প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণা বাইজি মনমোহিনী বৈষ্ণবী তথা মনি বাই। তিনি চকবাজারে প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন রাধাগোবিন্দ জিউর মন্দির। ওই মন্দিরের রাখা বিগ্রহ রথেরদিন রথের উপর অধিষ্ঠিত হয়। এবং সেই রথ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পুরুলিয়া চক বাজারে বাসিন্দা নন্দলাল দত্ত কয়াল পরিবার ১৯২২ সাল থেকে বংশ পরম্পরায় এই মন্দির ও রথের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার পালন করে আসছেন।

এ বিষয়ে দত্ত পরিবারের বর্তমান উত্তরসূরী শচী দুলাল দত্ত জানান, তাঁরা বংশ পরম্পরায় এই রথযাত্রা পালন করে আসছেন এ বছর এই রথযাত্রা ১১৩ তম বর্ষে পদার্পণ করল। ‌ প্রতিবছরের মত এ বছরও ধুমধাম এর সঙ্গে রথযাত্রা পালিত হবে। এখন থেকেই রথে রং ও সাজানোর কাজ চলছে। ‌এই রথ তাঁদের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ।

মনি বাইয়ের হাতে এই রথের সূচনা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে এতগুলো বছর। কিন্তু আজও পুরুলিয়ার চকবাজারের এই রথ নিজের ঐতিহ্য ধরে রেখেছে। রথের দিন দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই এলাকায়। ‌ একপ্রকার মেলার আয়োজন হয়।‌ পুরুলিয়াবাসীর আবেগের সঙ্গে মিশে রয়েছে এই রথযাত্রা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Rathyatra 2024 Jagannathdev Favourite Zodiac Signs: সৌভাগ্যে অটুট অর্থসুখ! জগন্নাথদেবের প্রিয় এই ৪ রাশি টের পান না অভাব! জানুন রথযাত্রার আগেই

সামনেই রথযাত্রা উৎসব৷ আগামী ৭ জুলাই দেশ জুড়ে পালিত হবে এই পার্বণ৷
সামনেই রথযাত্রা উৎসব৷ আগামী ৭ জুলাই দেশ জুড়ে পালিত হবে এই পার্বণ৷

 

এ বছর রথযাত্রা পড়েছে ৭ জুলাই৷ সেদিন ভোর ৪.২৬ মিনিটে শুরু হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷
এ বছর রথযাত্রা পড়েছে ৭ জুলাই৷ সেদিন ভোর ৪.২৬ মিনিটে শুরু হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷

 

এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷

 

রথযাত্রার আগেই জেনে নিন জগন্নাথদেবের প্রিয় চার রাশি৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা৷
রথযাত্রার আগেই জেনে নিন জগন্নাথদেবের প্রিয় চার রাশি৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা৷

 

বৃষরাশি অত্যন্ত প্রিয় জগন্নাথদেবের৷ তাঁর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের সব কাজে সাফল্য বর্ষিত হয় বলে বিশ্বাস৷
বৃষরাশি অত্যন্ত প্রিয় জগন্নাথদেবের৷ তাঁর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের সব কাজে সাফল্য বর্ষিত হয় বলে বিশ্বাস৷

 

 কর্কটরাশিও জগন্নাথদেবের খুবই প্রিয়৷ প্রভুর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সব সময় আনন্দ বজায় থাকে৷
কর্কটরাশিও জগন্নাথদেবের খুবই প্রিয়৷ প্রভুর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সব সময় আনন্দ বজায় থাকে৷

 

সিংহরাশির জাতক জাতিকারা প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে তাঁদের সব কাজে সাফল্য লাভ করেন৷ এই রাশিও জগন্নাথদেবের অত্যন্ত প্রিয়৷
সিংহরাশির জাতক জাতিকারা প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে তাঁদের সব কাজে সাফল্য লাভ করেন৷ এই রাশিও জগন্নাথদেবের অত্যন্ত প্রিয়৷

 

তুলারাশির জাতক জাতিকাদের উপরও জগন্নাথদেবের আশীর্বাদ বর্ষিত হয় সবসময়৷ তাঁরা জগন্নাথদেবের কৃপাধন্য৷ তাই জীবনে বজায় থাকে অর্থসুখ৷
তুলারাশির জাতক জাতিকাদের উপরও জগন্নাথদেবের আশীর্বাদ বর্ষিত হয় সবসময়৷ তাঁরা জগন্নাথদেবের কৃপাধন্য৷ তাই জীবনে বজায় থাকে অর্থসুখ৷

Rathyatra 2024: জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরেছে! রথযাত্রা থেকে সৌভাগ্য ফিরবে, নতুন করে জীবন শুরুর বড় সুযোগ

*হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এইদিনে করা কোনও কাজ শুভ ফল দেয় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। আবার এই দিনেই কয়েকটি ছোট্ট টোটকায় ভাগ্য ফেরানোর সুযোগ।
*হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এইদিনে করা কোনও কাজ শুভ ফল দেয় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। আবার এই দিনেই কয়েকটি ছোট্ট টোটকায় ভাগ্য ফেরানোর সুযোগ।
*সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী বলছেন, রথযাত্রার দিনে জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনে আসা বাধা-বিপত্তি, অর্থ সংকট, দুঃখ-দুর্দশা সাংসারিক অশান্তি কেটে যায়।
*সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী বলছেন, রথযাত্রার দিনে জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনে আসা বাধা-বিপত্তি, অর্থ সংকট, দুঃখ-দুর্দশা সাংসারিক অশান্তি কেটে যায়।
*এদিন জগন্নাথ দেবকে ১০৮ তুলসী পাতার মালা নিবেদন করা উচিত। কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না। সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। তাহলে তিনি খুব খুশি হন। পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে ১০৮টি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দিয়েছেন তিনি। ১০৮ সম্ভব না হলে কমপক্ষে ২১টি গোলাপ নিবেদন করুন।
*এদিন জগন্নাথ দেবকে ১০৮ তুলসী পাতার মালা নিবেদন করা উচিত। কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না। সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। তাহলে তিনি খুব খুশি হন। পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে ১০৮টি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দিয়েছেন তিনি। ১০৮ সম্ভব না হলে কমপক্ষে ২১টি গোলাপ নিবেদন করুন।
*রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি এবং এক টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনও মন্দিরে। দেখুন ফল পাবেন হাতেনাতে। সংসারে ফিরবে সুখ-শান্তি, বয়ে যাবে অর্থের বন্যা।
*রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি এবং এক টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনও মন্দিরে। দেখুন ফল পাবেন হাতেনাতে। সংসারে ফিরবে সুখ-শান্তি, বয়ে যাবে অর্থের বন্যা।
*এ দিন একটি হলুদ কাপড়ে ১১ রকমের ফুল, ১১ রকমের ফল এবং ১১টি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন, দেখুন কাজ হবে ম্যাজিকের মত। জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায়। সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা নদীতে স্নান করুন।
*এ দিন একটি হলুদ কাপড়ে ১১ রকমের ফুল, ১১ রকমের ফল এবং ১১টি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন, দেখুন কাজ হবে ম্যাজিকের মত। জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায়। সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা নদীতে স্নান করুন।
*এদিন অবশ্যই জগন্নাথদেবের রথ দর্শন করুন। রথের রশিতে টান দিন। এটিকে খুবই শুভ কাজ বলে মনে করা হয়। রথের দড়িতে টান না দিলে রথযাত্রায় পূণ্যলাভ অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান। তার ফলে কেটে যাবে বাস্তুদোষ। নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ।
*এদিন অবশ্যই জগন্নাথদেবের রথ দর্শন করুন। রথের রশিতে টান দিন। এটিকে খুবই শুভ কাজ বলে মনে করা হয়। রথের দড়িতে টান না দিলে রথযাত্রায় পূণ্যলাভ অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান। তার ফলে কেটে যাবে বাস্তুদোষ। নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ।

Rath Yatra 2024: এবছর রথযাত্রা কবে? জেনে নিন তারিখ, ইসকনে সাজো সাজো রব, শুরু রথ তৈরির কাজ, দেখুন ফটো

শিলিগুড়ি: একমাস বাদে রথযাত্রা। তার আগেভাগেই রথযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু শিলিগুড়ির ইসকন মন্দিরে। এদিন সকালে ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পুজো করা হয়। এরপরই আজ থেকে শুরু হল রথ তৈরির কাজ। এদিন রথের চাকা থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন মন্দিরের কর্তৃপক্ষ। পাশাপাশি রথ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করার কাজও শুরু করা হয়েছে।

করোনার কারণে কয়েকবছর রথযাত্রায় ইসকন রথযাত্রা সেভাবে করে উঠতে পারেনি। তবে গত বছর আলাদা করে মাসির বাড়ি তৈরি করে দৃষ্টি আকর্ষণ করেছিল ইসকন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ মাসির বাড়িতে গিয়ে ছিল কয়েকদিন। এবারে একটু অন্য রকম চিন্তাভাবনা করছেন ইসকন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাত পোহালেই ফের বৃষ্টির দাপট! ভাসবে উত্তরের একাধিক জেলা! রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে

আগামী জুলাই মাসের ৭ তারিখ রথযাত্রা অনুষ্ঠিত হবে। তাই এবছর কোনওরকম খামতি রাখতে চাইছে না ইসকন কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এদিন ইসকন মন্দিরের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, “আজকে আমাদের রথযাত্রার প্রস্তুতি পর্বের সূচনা হল। আগামী ৭ জুলাই অনুষ্ঠিত রথযাত্রার জন্য আজ থেকে শিলিগুড়িতে রথ তৈরির কাজ শুরু হল। ইসকন মন্দিরের পুরোহিতরা আজ রথযাত্রা নির্মাণ কাজ পুজো আর্চার মাধ্যমে শুরু করলেন। পূজার পাশাপাশি নারকেল ভেঙে রথ নির্মাণের কাজ শুরু হয়। এছাড়া কীর্তন হয়। রথের দিন প্রতি বছরের মতো এবছরও তিনটি রথ বের করা হবে। এবার আবার শিলিগুড়িবাসী শহরের রাস্তায় রথযাত্রা দেখতে পারবেন।

অনির্বাণ রায়