Tag Archives: RG Kar murder

Left Front: এবার লালবাজার অভিযান বামফ্রন্টের! রাতভর যা পরিকল্পনা, শুনে চমকে যাবেন! কবে অভিযান?

কলকাতা: আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানিয়ে লালবাজার অভিযান করতে চলেছে রাজ্য বামফ্রন্ট। আগামী ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচি করা হবে। এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করে ফেলেছেন বাম নেতারা। ফ্রন্ট সূত্রে খবর, ১৩ তারিখ বিকেল তিনটে নাগাদ এই কর্মসূচি শুরু হবে। পুলিশ যেখানে আটকাবে সেখানেই অবস্থান শুরু করবেন বামফ্রন্টের নেতা, কর্মী, সমর্থকেরা।

তার পর সারারাত সেই কর্মসূচি চলবে। ১৪ তারিখ সেখানেই সভা করা হবে। প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর সিপিএমের পক্ষ থেকে একই দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এই কর্মসূচিতে যোগ দান করবে। কলকাতা ছাড়া জেলাগুলির মধ্যে থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাম নেতা কর্মীরা।

আরও পড়ুন: দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন? পাঠাতেন কাকে? খোঁজ পেল ইডি! চাঞ্চল্যকর মোড়

বামফ্রন্টের শরির দলের এক নেতা জানিয়েছেন, নাগরিকদের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি হচ্ছে, তাতে সরাসরি অংশগ্রহণ করবে না দলীয় নেতৃত্ব। তবে বাইরে থেকে সমর্থন করা হবে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে। নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কর্মসূচি।

এর আগে রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে। তারও আগে রাসবিহারী থেকে বাংলা অ্যাকাডেমি পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব। এবার লালবাজার অভিযানের ডাক দিল রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্টের শরিক দলের এক নেতার কথায়, “আরজি কর কাণ্ডের পেছনে কলকাতা পুলিশের দায় অস্বীকার করার কোনও উপায় নেই। প্রথম থেকেই যে ঘটনাক্রম চলে আসছে, তাতে প্রশ্নের মুখে কলকাতা পুলিশও। আর যেহেতু কলকাতা পুলিশের প্রধান কমিশনার, তাই তাঁকে এর দায় নিতে হবে। আমরা তাঁর অপসারণ দাবি করছি।”

Doctor: ১৫ জন জুনিয়র চিকিৎসক-ছাত্র সাসপেন্ড! বড় পদক্ষেপ সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষের

সুবীর দে,কামারহাটি: সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় ১৫ জন জুনিয়র চিকিৎসক ও ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে কাউন্সিলিং মিটিং চলাকালীন সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ওঠে ‘উত্তরবঙ্গ লবির’ জুনিয়র চিকিৎসকদের দিকে। এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় বড়সড় সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। জুনিয়র চিকিৎসক ও ছাত্র সহ মোট ১৫ জনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আরজি করের ঘটনার দিন কাকভোরে ড্রাইভারকে ফোন সন্দীপের! তারপর কী ঘটে? মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য CBI-এর হাতে

যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্ত শেষ হবে, ততদিন এই ছাত্ররা সাসপেন্ড থাকবে। নিউজ ১৮ বাংলা-কে ফোনে এমনটাই জানালেন হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। সাসপেন্ড হওয়া বিরুপাক্ষ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা সৌমিত্র প্রামাণিক বলেন, ”ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না। হাসপাতাল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। আমরা তদন্তের দিকে তাকিয়ে আছি।” পাশাপাশি অভিযোগকারী চিকিৎসকেরা বলেন, হাসপাতাল কতৃপক্ষের এই সিদ্ধান্ত তাদের নৈতিক জয়।

Jawhar Sircar: আরজি কর কাণ্ডে ক্ষুব্ধ, তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন জহর সরকার! নিশানায় দল

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনদের মতো দলের নেতাদের নিয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল তৃণমূল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে শাসক দলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিলেন জহর সরকার। সূত্রের খবর, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগেই দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনও সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

চিঠিতে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাই যদি থাকতেন, তাহলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সমস্যার সমাধানের চেষ্টা করতেন। শুধু তাই নয়, তৃণমূল আমলে একের পর এক দুর্নীতি, কাটমানি, শিক্ষা-স্বাস্থ্যে দুর্নীতি, সিন্ডিকেট রাজ নিয়েও তিনি সরব হয়েছেন।

 

 

জহর সরকারের চিঠি
জহর সরকারের চিঠি

 

জহর সরকারের চিঠি
জহর সরকারের চিঠি

 

আরও পড়ুন: আরজি করের ঘটনার দিন কাকভোরে ড্রাইভারকে ফোন সন্দীপের! তারপর কী ঘটে? মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য CBI-এর হাতে

প্রসঙ্গত, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন জহর সরকার। তাঁর করা মন্তব্য ঘিরে গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই সময় তৃণমূলের তরফ থেকে অবশ্য অধুনা ‘বিক্ষুব্ধ’ সুখেন্দু শেখর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল জহর সরকারকে ‘সমঝে’ দেওয়ার। সেই সময় জহর সরকারকে স্পষ্ট বলে হয়েছিল, দলের মধ্যে থেকে দলীয় অবস্থানেই আস্থা রাখতে হবে। নাহলে সম্মানজনক বিদায় নিয়ে তিনি দলও ছাড়তে পারেন প্রয়োজন। সেই বিদায় অবশেষে এল আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জহর সরকার লিখেছেন, ”আমি গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।” এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি।

Sandip Ghosh-CBI: আরজি করের ঘটনার দিন কাকভোরে ড্রাইভারকে ফোন সন্দীপের! তারপর কী ঘটে? মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য CBI-এর হাতে

কলকাতা: আরজি করের নারকীয় ঘটনার দিন কাকভোরে ফোন করা হয়েছিল আরজি কর হাসপাতালের অধ্যক্ষের জন্য বরাদ্দ গাড়ির চালককে। প্রসঙ্গত, সেই সময় আরজি করের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ স্বয়ং। আর সেই সূত্রেই আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ সরকারি গাড়ির চালকের কাছে ভোর বেলায় ফোন যায়। ভোর বেলায় গাড়ির চালককে ফোন করে ডেকেছিলেন স্বয়ং সন্দীপ ঘোষ। এমনই জেনেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই চালকের বয়ান রেকর্ড করেছে সিবিআই। যাচাই করা হয়েছে ওই গাড়ির গতিবিধি।

আরও পড়ুন: দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন? পাঠাতেন কাকে? খোঁজ পেল ইডি! চাঞ্চল্যকর মোড়

যদিও সন্দীপ ঘোষ সিবিআই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সকাল ১০টার পর ঘটনা সম্পর্কে তিনি জানেন। এখানেই অসঙ্গতি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। যা তদন্তে অন্য মোড় দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে, আরজি কর দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিশ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডির তদন্তকারী অফিসারদের। প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই ইঙ্গিত পেয়েছে ইডি।

TMC: আর কটাক্ষ হজম নয়, আরজি কর কাণ্ডে এবার জবাব দেবে তৃণমূল! চলে এল নির্দেশ

কলকাতা: দ্বিমুখী লড়াইয়ের রাস্তায় এবার তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রচার, সভা, জনসংযোগের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও রাজনৈতিক জবাব দিতে চায় শাসক দল। আরজি কর ইস্যুতে বিরোধীরা প্রতিদিন রাজনৈতিক আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে।তৃণমূলের অন্দরে আলোচনায় উঠে এসেছে, নেতা-নেত্রীদের চুপ থাকার বিষয়টি।

দলের অন্দরে আলোচনা, এতে সুযোগ পেয়েছে বিরোধীরা। জেলার একাধিক জায়গায় গ্রামে গিয়ে কথা বলা, রাজনৈতিক কর্মসূচী পালন করা, বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন সাংসদ-বিধায়করা। বিশেষ করে উত্তরবঙ্গে রাজনৈতিক কর্মসূচীতে জোর এসেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স নিয়ে নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি মমতা বন্দোপাধ্যায়। ২৮ অগাস্টের মঞ্চ থেকেই সোচ্চার হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

এবার বিরোধীদের পালটা জবাব সোশ্যাল মিডিয়াতেও রাখছে তৃণমূল।সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।এরপরেই দুই ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলনে জোর বাড়াচ্ছে শাসক দল।মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাঁকুনিতে নড়াচড়া শুরু শাসক দলের। আরজি কর ইস্যুতে বিরোধীরা লাগাতার আক্রমণ শানালেও কার্যত নিশ্চুপ ছিল শাসক শিবির।

প্রতিদিন বাছাই করা কয়েকজন নেতা বিরোধীতার কথা বললেও, রাস্তায় নেমে পাল্টা বিরোধীতা সে অর্থে চোখে পড়েনি। এবার নিজ নিজ এলাকায় বিরোধীদের পাল্টা প্রচারের রাস্তা শুরু করছে তৃণমূল। গ্রামাঞ্চলে এই দায়িত্ব সামলাবে মুলত মহিলা সংগঠন। বাড়ি বাড়ি গিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে সেই বার্তা দেওয়ার কাজ শুরু হবে, তেমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

সাংসদ ও বিধায়ক উভয়কেই নিজ নিজ এলাকায় রোজ প্রচার, জনসংযোগ করতে বলা হয়েছে। শুধু বিরোধীরা যা বলছে তার পাল্টা প্রচার নয়। সরকার মহিলা নিরাপত্তায় কি কাজ করেছে? আর জি কর নিয়ে সরকারের ও দলের অবস্থান কি? সবটাই প্রচারে নির্দেশ।

আরও পড়ুন: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! ৩ রাশির কপাল খুলবে, টাকার বৃষ্টি

ঘরে বসে থাকার সময় নয়, জনপ্রতিনিধি বা সংগঠন পদাধিকারীদের বুঝিয়ে দিয়েছে তৃণমূল। দলের কর্মসূচীর পাশাপাশি নেতাদের নিজেদের উদ্যোগী হবার বার্তা। যদিও বিরোধীদের পালটা কটাক্ষ, রাজ্যের শাসক দলের নেতারা জনমত হারাচ্ছেন বুঝতে পেরেই ময়দানে অবতীর্ণ হয়েছেন।

Junior Doctors Front Agenda: আরজি কর নৃশংসতার ১ মাস পার! বিচার কোথায়? আগামী ২ দিনের বড় কর্মসূচি নবীন চিকিৎসকদের

কলকাতা: ৯ সেপ্টেম্বর আসতে চলেছে। আরজি কর কাণ্ডের পর কেটে গেল এক মাস। বিচারের দাবিতে নয়া কর্মসূচি ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রবিবার আগামী ৮ সেপ্টেম্বর, রাজ্য জুড়ে ‘অভয়া ক্লিনিক’ খোলা হবে। রবিবার বিকেল ৫টায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দিয়েছেন নবীন চিকিৎসকরা। সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

৯ সেপ্টেম্বর, সোমবার অভয়া ক্লিনিকের পাশে চলবে জনতার মতামত,রাজপথে আদালত। এখানে মানুষের থেকে আন্দোলনকারীদের দাবি নিয়ে রায় জানতে চাওয়া হবে।

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

সোমবার ‘অভয়ার রাত’ কর্মসূচি। ৮ এবং ৯ সেপ্টেম্বর মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বানও জানাচ্ছে ফ্রন্ট। আগামী ৯ সেপ্টেম্বর, আরজি কর নৃশংসতার ৩০ দিনের মাথায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সবাইকে কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর। তাঁদের কথায়, আওয়াজ তুলুন “আর কবে!”।

BJP RG Kar: কী হতে চলেছে আগামী কর্মসূচি? আরজি কর নিয়ে আন্দোলনের রুটম্যাপ তৈরি পদ্মশিবিরে!

কলকাতা: একমাস প্রায় পূর্ণ হতে চলেছে শহরের বুকে ঘটে যাওয়া নক্কারজনক একটি ঘটনা। গত ৯ অগাস্টের ভয়াবহ ঘটনা, এক চিকিৎসকের নৃশংস হত্যা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশকে। যে অমানবিক ঘটনা ঘটেছে রাজ্যের বুকে তার প্রতিবাদে একাধিক অভিযোগে পথে নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি। এদিন বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেনে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে আগামী কর্মসূচি জানিয়ে দিলেন।

শুভেন্দুর কথায়, “বিজেপির আন্দোলন রাস্তাতে আর বিধানসভার ভিতরে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। এর মাঝে একাধিকবার আমাদের অনেক কর্মী গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন। ছাত্রদের নবান্ন অভিযানে একই ঘটনা দেখা গিয়েছে। আলো জ্বালার কর্মসূচিতেও আমরা বিজেপির দলীয় পতাকা সরিয়ে আন্দোলনকে প্রত্যক্ষ সমর্থন করেছি। জেলাশাসকের দফতর ঘেরাও হয়েছে ব্লকে ব্লকে, ধরনা করেছে বিজেপি ও সাধারণ মানুষ সাফল্যের সঙ্গে। নবান্ন অভিযানে সায়ন লাহিড়ী, শুভঙ্কর-সহ ২০৪ জন যারা গ্রেফতার হয়েছিল তাদের পাশে ছিলাম আমরা আইনি ভাবে। লিগ্যাল সেল আমাদের সম্পূর্ণভাবে সঙ্গে থেকেছে । ২০৪ জনের মধ্যে আমরা ১৯৮ জনের জামিন করাতে পেরেছি।”

আগামী দিনে আরজি কর ইস্যুতে বিজেপির বিরাট কর্মসূচির কথাও জানিয়ে দেন শুভেন্দু। রাজ্যজুড়ে সমস্ত রেলস্টেশন, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা-সহ জনবহুল এলাকায় আরজি কর ঘটনার দ্রুত বিচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পথসভা করার ঘোষণা বিরোধী দলনেতার।

আরও পড়ুন: সাগরে ফুঁসছে নিম্নচাপ…! আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিরাট সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে! কী হবে কলকাতায়? জানিয়ে দিল আইএমডি

পাশাপাশি দুর্গাপুজোতেও বসে থাকবে না বিজেপি বলেও স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। পুজোর কটা দিন কলকাতা-সহ রাজ্যের সর্বত্র বড় ছোট পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী নেতৃত্ব ক্যাম্প করবে। সেই ক্যাম্প থেকেই মাইকে বাজানো হবে আরজি কর নিয়ে শাসক দল তৃণমূলের বিভিন্ন নেতা জনপ্রতিনিধিদের হুমকি হুঁশিয়ারি এবং কু-কথা। বিজেপির তরফে জানানো হয়, পথসভাগুলি চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই হবে। পুজোর কদিন আরজিকর ইস্যুতে তৃণমূলীদের বিভিন্ন হুমকি, হুঁশিয়ারি, কুকথা একত্রিত করার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের সামনে একে একে পুজো প্যান্ডেলের সামনে বিজেপি ক্যাম্প করে ক্রমাগত সেসব মাইকে বাজানো হবে শাসক নেতা নেত্রীদের সেই সমস্ত ‘কু-কথা।’ পুজোর কটা দিন বিশেষ ক্যাম্প থেকে মাইক বাজানোর পাশাপাশি দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানও করা হবে বলে এদিন জানান শুভেন্দু অধিকারী।‌

RG Kar Doctor’s Mother Letter: ‘আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি…’ শিক্ষক দিবসে নির্যাতিতার মায়ের কান্না ভেজা চিঠি, লিখলেন, মেয়ে বলত…

কলকাতা: প্রায় এক মাস হতে চলল ওলোট পালট হয়ে গিয়েছে জীবন। নির্মমভাবে মা-বাবার কোল ছেড়েছে একমাত্র সন্তান। এক সকালের একটামাত্র ফোন মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মায়ের মন কিছুতেই যেন এখনও ভাবতে পারে না একমাত্র সন্তানের এই নির্মম মৃত্যু। নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে। মেয়ের পরিণতির সুবিচারের আশায় এখন অপেক্ষায় কাটছে মায়ের সকাল থেকে রাত। শিক্ষক দিবসের প্রাক্কালে শেল বেধা বুকে এবার খোলা চিঠি লিখলেন তিলোত্তমার মা। যে চিঠির পরতে পরতে ধরা পড়ল সন্তানহারা মায়ের যন্ত্রণা। সকলের কাছে চাইলেন মেয়ের মৃত্যুর বিচারের আর্জি।

আরও পড়ুন: সন্দীপের ‘সব’ নাকি দেখতেন…! ইডির আতশ কাচের তলায় সন্দীপ ঘনিষ্ঠ ‘বিশ্বস্ত’ চিকিৎসক! কে তিনি?

খোলা চিঠিতে তিলোত্তমার মা লিখেছেন, ‘আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওঁর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ছেলেবেলা থেকেই ওঁর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারী। আমরা অভিভাবক হিসাবে পাশে থেকেছি, নিজেও অনেক কষ্ট করেছিল। কিন্তু আমি মনে করি, আপনাদের মত ভাল ভাল শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই, মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল।’

চিঠিতে মেয়ের স্মৃতিচারণ করে মা লেখেন, “মেয়ে বলত, মা আমার টাকা, পয়সা চাই না, শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আর আমি যেন অনেক অনেক রোগীকে ভাল পারি। সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটি অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরতাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়। অধরা থাকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মডেল পাওয়ার স্বপ্ন।”

আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা…! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

চিঠির শেষে নির্যাতিতার মা লেখেন, “একমাত্র কন্যার মায়ের আকুল আর্তি, সকল মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যভবনের কর্তৃপক্ষ, নার্সিংস্টাফ সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ ভাল মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলেই আমি মনে করি। চিকিৎসক সমাজ, এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়, তিলোত্তমার মা।”

Sandip Ghosh ED: শ্বশুরবাড়িতে কী এমন রেখেছেন সন্দীপ ঘোষ? সকাল-সকাল হানা দিল ইডি!

হুগলি: শুক্রবার সাত সকালে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে ইডির হানা। সূত্রের খবর মারফত জানা যায়, পাদ্রী পাড়ার বিবেকানন্দ সরণিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। এই বাড়িতেই সাতসকালে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হানা দেয়।

তবে বাড়িতে গিয়ে তাঁরা দেখেন দরজায় তালা বন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ থেকে ছয় বছর ধরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে কেউ থাকে না, তালা বন্ধই থাকে বেশিরভাগ সময়। সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস। তবে বর্তমানে এই বাড়িতে তাঁরা থাকেন না বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

আরও পড়ুন: বাড়িতে গণেশ পুজো করবেন? সিদ্ধিদাতার ভোগে এগুলি রাখতেই হবে! জেনে নিন পুরোহিতের মত

আর সেই কারণেই তালা বন্ধ দেখে ফিরে যান ইডির আধিকারিকেরা।এরপর বৈদ্যবাটি নার্সারি রোডে কুণাল রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী নিয়েই শঙ্করপল্লিতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তাঁরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে দরজা খোলেন তিনি। দীর্ঘ সময় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সন্দীপের সঙ্গে এত খাতির! এমন এক ব্যক্তিকে ধরেছে সিবিআই, যার কাণ্ডকারখানা চোখ কপালে তুলে দেবে

স্থানীয় এক বাসিন্দা সুব্রত বিশ্বাস জানান, সকালবেলা আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ দেখলাম এখানে কেন্দ্রীয় বাহিনীর লোকজনেরা এসেছিলেন। অনেক ভিড় ছিল আমরা কাছে গিয়ে দেখতে পারিনি। এরপর তাঁরা তালা বন্ধ দেখে ফিরে যান। তিনি আরও জানান, এটিই সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি তবে বর্তমানে পাঁচ ছয় বছর হয়ে গেল এই বাড়িতে কেউ আর থাকেন না।

Mainak Debnath

Jalpaiguri News: মশাল হাতে রাস্তায় এবার শিক্ষকরা! আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব

আগুনের মশালের শিখায় এবার প্রতিবাদ শিক্ষকদের ও শিক্ষা কর্মীদের জলপাইগুড়ির রাজপথে।
আগুনের মশালের শিখায় এবার প্রতিবাদ শিক্ষকদের ও শিক্ষা কর্মীদের জলপাইগুড়ির রাজপথে।
গত প্রায় এক মাস আগে ঘটে যাওয়া কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নক্কারজনক ঘটনার বিচার এখনও চলমান। ন্যায় বিচারের চেয়ে এখনও সাধারণ মানুষের মনে ক্ষোভ প্রজ্জ্বলিত। রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল রাত দখল।
গত প্রায় এক মাস আগে ঘটে যাওয়া কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নক্কারজনক ঘটনার বিচার এখনও চলমান। ন্যায় বিচারের চেয়ে এখনও সাধারণ মানুষের মনে ক্ষোভ প্রজ্জ্বলিত। রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল রাত দখল।
লিঙ্গ, পেশা, জাতিভেদ এবং স্থান নির্বিশেষে সকলের প্রতিবাদের দাবি একটাই, চাই ন্যায় বিচার, চাই দোষীদের কঠোর শাস্তি!
লিঙ্গ, পেশা, জাতিভেদ এবং স্থান নির্বিশেষে সকলের প্রতিবাদের দাবি একটাই, চাই ন্যায় বিচার, চাই দোষীদের কঠোর শাস্তি!
আজ শিক্ষক দিবসের দিন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা কর্মীরা মশালের আগুন জ্বেলে জলপাইগুড়ির রাজপথে নামলেন তারা। চাই "ন্যায় বিচার"!
আজ শিক্ষক দিবসের দিন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা কর্মীরা মশালের আগুন জ্বেলে জলপাইগুড়ির রাজপথে নামলেন তারা। চাই “ন্যায় বিচার”!
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ির পথে নামল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের ঐক্য মঞ্চ। হাতে মশাল নিয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গান এবং কবিতার মাধ্যমে তিলোত্তমার প্রতিবাদ করেন তাঁরা।
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ির পথে নামল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের ঐক্য মঞ্চ। হাতে মশাল নিয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গান এবং কবিতার মাধ্যমে তিলোত্তমার প্রতিবাদ করেন তাঁরা।
প্রশ্ন তুললেন কবে হবে
প্রশ্ন তুললেন কবে হবে “ন্যায় বিচার”? কবে বিচার পাবে “অভয়া”? মূলত, এই দাবিকে সামনে রেখে হাতে আগুনের শিখা নিয়ে জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করবে শিক্ষক এবং শিক্ষক কর্মীরা। আজ রাত ৯ টা থেকে শুরু হয় এই কর্মসূচী। চলবে রাত বারোটা পর্যন্ত।