Tag Archives: RG Kar murder

Kunal Ghosh On Tollywood Actors: শুধুই আরজি কর কাণ্ড নিয়ে গান? অরিজিৎকে খোঁচা কুণালের

কলকাতা: আরজি কর কাণ্ডে যে ভাবে সরব হয়েছেন টলিউডের কলাকুশলী, তাতে বাংলার ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে বলে মনে করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

আরও পড়ুন- নারকেল তেলে মেশান শুধু ‘এই’ সবজির রস, একঢাল চুল পাবেন ২ মাসে! চুল পড়াও বন্ধ…

তৃণমূল নেতা বললেন, “আফসোস লাগে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে।
অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।”

আরও পড়ুন- সিগারেট ছাড়া ১ দিন? এতেই অস্বস্তি হচ্ছে? জানেন ১ দিনেই কী বদলাল শরীরে..

 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যে প্রতিবাদী গান উঠে এসেছে, তা নিয়েও মন্তব্য করেন কুণাল। তিনি এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)- এ গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসা করেও আফসোসের কথাই লিখলেন। তাঁর কথায়,”অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।”

কুণাল এর পরেই তুলনা টানেন অন্য রাজ্যের। কই সেখানে তো রাজ্যকে ছোট করে কেউ কিছু করেন না? মানুষ কি রুজিরুটির স্থানকে অমর্যাদা করতে পারে? যতই খারাপ সময় আসুক, এমনই স্বর শোনা যায় কুণালের। তিনি লেখেন,”মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র। হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?”

এ দিকে বাংলার শিল্পীরা যেন ভুলে যেতে বসেছেন, রাজ্য কী ভাবে তাঁদের পাশে থাকে! আক্ষেপ কুণালের। তিনি শিল্পীদের থেকে টেকনিশিয়ানদের এগিয়েই রাখতে চাইলেন এ দিক দিয়ে। তাঁর মতে টেকনিশিয়ানরা শাসকদলের প্রতি কৃতজ্ঞ। কুণালের কথায়, “বরং টেকনিশিয়ানরা অনেক বেশি দরদী। অভিনেতারা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এঁদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এঁরা মুখ খোলা বন্ধ করেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচি, টুইটেও পাওয়া যায় না।”

নাম না করেই কুণাল ফের ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর কথাই বলে ফেললেন। তাঁর কথায়, “এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে-বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত, এঁরা জানেন না? অথচ এঁরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এঁদের কেউ কেউ আন্তরিক। বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক।”

Shabana Azmi on RG Kar Case: আরজি করের ধর্ষণ-হত্যার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বলিউড অভিনেত্রী শাবানা আজমি, দেখুন ভিডিও

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে এবার সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। দেখুন ভিডিও।

Arijit Singh on RG Kar Case: ‘আর কবে’! সুরে সুরে প্রতিবাদে শামিল অরিজিৎ সিং, গান বাঁধলেন আরজি করের নৃশংস ঘটনা নিয়ে

মুর্শিদাবাদ: আরজি কর ঘটনা নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে নেমেছে ছাত্র সমাজ। নবান্ন অভিযানকে ঘিরে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আর এরই মধ্যে আরজি কর কাণ্ড নিয়ে গান বাঁধলেন গায়ক অরিজিৎ সিং।

RG Kar Doctor Murder Case: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়

কলকাতা: এবার বিচারের দাবিতে সরব আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার একটি কনভেনশনে, যেখানে ছাত্ররা উপস্থিত ছিলেন সেখানে তিনি প্রতিবাদীদের সঙ্গে বিচারের দাবি জানান।

তাঁর বক্তব্য, ‘আমি অতীতে বিশ্বাস করি না। আমি ভবিষ্যতে বিশ্বাসী। আরজি করে কী কালচার চলত আমি জানি। কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর উপরে যে যেতে চাইবে তাঁকে আমায় ফেস করতে হবে। যদি আমি উপাধ্যক্ষ না হতাম তাহলে আমার গলায় একই স্বর থাকত।’

আরও পড়ুন: টানা বৃষ্টি শেষে এবার কি রোদ ঝলমলে দিন? আবহাওয়ার পূর্বাভাস শুনলে মন ভাল হয়ে যাবে!

হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি, ‘কারও চাপে আমি নত হই না। তাই আমাদের একটাই স্বর থাকবে। “We want justice”। আমরা আরজি করে এমন কিছু করব না যাতে সাধারণ মানুষের সহানুভূতি হারিয়ে যায়। আমাদের আবার এটাও দেখতে হচ্ছে যাতে পরিবার আমাদের বিপক্ষে না চলে যায়। তবে আমি শেষ একটাই কথা বলব, বিচার পাওয়ার পরেই আমরা থামব।’

আরও পড়ুন: হাসপাতালের চিকিৎসা বর্জ্য নিয়েও সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! মামলা এবার হাইকোর্টে

বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন তিনি৷ তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালের সুপার পদে বসানো হয়। গত বুধবার স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই কথা জানানো হয়। গত বৃহস্পতিবার তিনি বাঁকুড়া থেকে কলকাতা এসে পদে যোগ দেন।

অভিজিৎ চন্দ

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথনাটিকা, আগুন ঝরালেন বসিরহাটের তরুণরা

বসিরহাট: আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় শহর থেকে গ্রামে। তবে এবার প্রতিবাদের ভাষায় যুবক যুবতীদের অস্ত্র পথনাটিকা। সমাজের চিকিৎসক, শিক্ষক থেকে ছাত্র সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদের সুর চড়াতে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন পথনাটককে। এই পথনাটকের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন।

ইতিমধ্যে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মহিলাদের রাত দখল করে পথে নামতে দেখা গিয়েছে। প্রতিবাদকে আরও ত্বরান্বিত করতে গ্রাম থেকে শহরে কোণায় কোণায় রোজ মিছিল, সভা অনুষ্ঠিত হচ্ছে। মানুষকে এই প্রতিবাদে সামিল করতে যুবকের অভিনব ভাবনা দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে।

আরও পড়ুন: খাবেন নাকি জ্বালাবেন? এবার গণেশ পুজোয় ট্রেন্ডিং লাড্ডু মোমবাতি, কোথায় পাবেন!

বসিরহাটের ইটিন্ডা রোডের উপরে ‘আগুন জ্বালো’ পথনাটিকার মাধ্যমে প্রতিবাদের আগুন জ্বেলে পথে নামতে দেখা গেল একদল তরুণকে। আরজিকর কাণ্ডে অভয়া যাতে বিচার পায়, অপরদিকে দোষীদের কঠোর শাস্তির দাবিতে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন।

আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বসিরহাটে জেলাতেও। এলাকায় এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল। বসিরহাট জোড়া পেট্রোল পাম্পের কাছে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। নাটকের মাধ্যমে একদিকে যেমন নারীদের উপর কেমন অত্যাচার হলে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা তুলে ধরা হয়।

জুলফিকার মোল্যা

Tapasi Malik Case: ‘১৮ বছর কেটেছে CBI কাউকে ধরতে পারেনি’, আরজি করের বিচার চেয়ে সরব তাপসী মালিকের বাবা

হুগলি: আরজি কর-কাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা। এরই মধ্যে আবারও উঠে এল সিঙ্গুর জমি আন্দোলনের তাপসী মালিকের ধর্ষণ ও খুনের ঘটনা। তৎকালীন সময় এই হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে। ১৮ বছর আগের তাপসী মালিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজও বিচার চলছে।

তবে এবার যেন আরজি করের নারকীয় কাণ্ডের অপরাধীরা ফাঁসির সাজা পায় সেই দাবি করছেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার জমি থেকে বাজেমেলিয়ার তরুণী তাপসী মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ২০০৬ সালের ১৮ ডিসেম্বর। সিঙ্গুরের জমি আন্দোলনে থাকা তাপসীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ভাড়াবাড়িতে ঢুকে কোচবিহারের নার্সকে গণধর্ষণ, ৪২ বছর কেটে গেলেও আজও কেউ গ্রেফতার হয়নি!

ঘটনার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। তারপরে কেটে গিয়েছে অনেকটা বছর। এবার আরজিকর কাণ্ডের পর আবারও সাংবাদিকদের সামনে মুখ খুললেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। তিনি চাইছেন যত শীঘ্র সম্ভব মৃতা চিকিৎসক বিচার পাক। মনোরঞ্জন জানান, তাঁর মেয়ের দোষীরা আজও সমাজে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে মূল অভিযুক্ত ছিলেন যিনি তার শাস্তি ভগবানই দিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ‘ব্যাগ’, কিন্তু শেষরক্ষা হল না! ধরা পড়তেই ভিতর থেকে যা বেরল, বিশ্বাস হবে না শুনে!

হাইকোর্টে চলা কেসের মধ্যে মারা গিয়েছেন তাপসী মালিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নেতা সুহৃৎ দত্ত। তবে চিকিৎসক তরুণীর বিচার যেন দ্রুত হয় সেই দিকে চেয়ে রয়েছেন তাপসীর বাবা। মৃত মেয়ের ছবি হাতে ধরে মনোরঞ্জন বলেন, ‘আরজিকর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের যেন ফাঁসি হয়। এই ঘটনায় অন্তত যেন সিবিআই তাড়াতাড়ি দোষীদের ধরে নিয়ে আসে। চিকিৎসকের ধর্ষণকারী ও হত্যাকারীরা যেন থাকে ফাঁসির মঞ্চে। তাহলে শুধু তাঁর নয় আত্মার শান্তি হবে আমার মেয়ে তাপসী মালিকেরও।’

রাহী হালদার

Bengali Movie: মেয়েদের স্বাধীনতার লড়াই এবার সেলুলয়েডে, ধর্ষণ-হেনস্থার বিরুদ্ধে হুঙ্কার তুলতে আসছে ‘রিয়েল ডেভিল’

কলকাতা: আরজি কর হোক বা হাথরস, যুগের পর যুগ ধরে মহিলারা যৌন নির্যাতন, শারীরিক হেনস্থার শিকার। ক্ষমতার আস্ফালনে পিষে মরে মেয়েরা। ধর্ম-বর্ণ-জাত-পাত নির্বিশেষে নারীদের ভোগ্যবস্তুতে পরিণত করতে চায় সমাজ। আর সেই সময়েই নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের কথা বলবে নতুন বাংলা ছবি। ‘রিয়েল ডেভিল’।

রহস্যরোমাঞ্চ ঘরানায় তৈরি হয়েছে এই ছবি। গল্পে টানটান উত্তেজনা। এই ছবির পরিচালক ও গল্পকার রাহুল সেখ এবং প্রযোজক হাফিজুর রহমান খান। ‘রিয়েল ডেভিল’ নির্মিত হয়েছে আর এস ফিল্ম ওয়ার্কস-এর ব্যানারে। বহরমপুর, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে শ্যুটিং হয়েছে এই ছবির।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকা! দারুণ সব ঝকঝকে ফোন এল বাজারে, Moto G45, Vivo T3 Lite, Realme C63-এর মধ্যে কোনটি সেরা

একজন অসহায় বাবার তাঁর মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজে মেয়েদের নিরাপত্তা, নির্মম ধর্ষণের ঘটনা ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এই ছবির চিত্রনাট্য। ‘ডেভিল’ তথা সমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা টনি খানকে। অভিনেত্রী অনামিকা সাহাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেতা প্রদীপ ধরকে এই প্রথমবার মুখ্য খলনায়কের ভূমিকায় দেখবেন দর্শকেরা। দেবাশিস গঙ্গোপাধ্যায় থাকছেন কমেডি চরিত্রে।

দু’ঘণ্টা দশ মিনিটের এই ছবি খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পরিচালক রাহুল শেখের বিশ্বাস, এই ছবির মাধ্যমে সমাজের অনেক স্তরে তিনি পরিবর্তন আনতে পারবেন।

RG Kar Case: ‘স্বাস্থ্যের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ করুন’, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রীয় সচিবের

কলকাতাঃ আরজি কর কাণ্ডের পর রাজ‍্যের স্বাস্থ‍্য দফতর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে সুপারিশ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত জাতীয় টাস্কফোর্স- এনটিএফ। বুধবার, বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

আরও পড়ুনঃ আরজি করের ঘটনার প্রতিবাদ এবার মাটির সুরে! দোতারায় সুর তুললেন এই শিল্পী

রাজ্যের হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে কী কী করা হচ্ছে? রাজ্যের মুখ্য সচিবের থেকে জানতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। নবান্ন সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের কাছে বেশ কিছু বিষয় বিশদে  জানতে চান কেন্দ্রের এই দুই শীর্ষকর্তা।

হাসপাতালগুলি সুরক্ষায় সিসিটিভি, সিকিউরিটি অফিসার-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করার কথা বৈঠকেই কেন্দ্রের দুই শীর্ষকর্তাকে জানানো হয়। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশগুলি দ্রুত কার্যকর করুন কথা বলা হয়েছে রাজ‍্যকে।রাজ্যের তরফে এই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিব।

RG Kar Protest: আরজি করের ঘটনার প্রতিবাদ এবার মাটির সুরে! দোতারায় সুর তুললেন এই শিল্পী

জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডে এখনও উত্তাল সারা রাজ্য! দিকে দিকে বিচার চেয়ে আন্দোলন, প্রতিবাদ। কিন্তু এরই মধ্যে সুর, তাল, লয়, ছন্দের মধ্য দিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিবাদ জানালেন এই প্রাক্তন শিক্ষক! তাঁর একমাত্র সঙ্গী “দোতারা”।

আরও পড়ুন: পঞ্চায়েত ডিজিটাল করতে অগ্রণী ভূমিকা বাঁকুড়া জেলার, দারুন খবর

সবুজে ঘেরা গ্রাম বাংলা.. সেই গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে পথের পথিক লোকশিল্পী ঈশ্বর চন্দ্র। জলপাইগুড়ি অন্তর্গত ধূপগুড়ির বারঘড়িয়ার বাসিন্দা তিনি। আরজি কর কাণ্ডকে ঘিরে রাজ্য, দেশ-বিদেশে যখন বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ঠিক তখনই বাংলার মাটির সুরের মধ্য দিয়ে আরজি কর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। কখনও রাস্তা দিয়ে হেঁটে কিংবা দোতারা নিয়ে কখনও আবার ধান ক্ষেতে বসে এভাবেই প্রতিবাদী সুর তুলেছেন ঈশ্বরচন্দ্র রায়।

প্রতিবাদের জন্য তাঁর প্রয়োজন নেই কোনও লোকবল, প্রয়োজন নেই কোনও প্ল্যাকার্ড বা পতাকার! এক্কেবারেই নিজের মতো প্রতিবাদের পথে হেঁটেছেন তিনি। আরজি কর মেডিক‍‍্যাল কলেজের নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ন্যায় বিচারের দাবিতেই তাঁর সুর। পেশায় তিনি প্রাক্তন শিক্ষক হলেও তার অন্য আরও একটি পরিচয় রয়েছে কিছু বছর আগে বিধানসভা উপনির্বাচনের ভোটে তিনি বাম প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে সেই এলাকায় শিক্ষক হিসেবেই তার বেশি প্রভাব রয়েছে। তাই নতুন প্রজন্মকে তার মাটির সুরেই প্রতিবাদে শিখিয়ে দিলেন তিনি।

সুরজিৎ দে

RG Kar Protest: আন্দোলনের জেরেই বড় সিদ্ধান্ত জেলার স্কুলগুলি নিয়ে! শিক্ষা দফতরের কোন নির্দেশিকা বাতিল করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক?

পশ্চিম মেদিনীপুর: অবশেষে একাংশ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে স্কুল গুলিকে পাঠানো নির্দেশিকা বাতিল করলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)।

গত ২২ শে অগাস্ট পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় গুলিকে নির্দেশ দিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জানানো হয় “শিক্ষা দফতর নির্দেশিত কর্মসুচি ছাড়া, স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা অন্য কোনও কর্মসুচিতে অংশ নিতে পারবে না”।

আরও পড়ুন: রণক্ষেত্র হাওড়া-সাঁতরাগাছি! ইটবৃষ্টি, কাঁদানে গ‍্যাস, লাঠিচার্জ…নবান্ন অভিযানে এখন কী পরিস্থিতি?

এরপরই এই নির্দেশিকার বিরুদ্ধে এবং তা বাতিলের দাবিতে আন্দোলনে নামে একাংশ শিক্ষক ও ছাত্র সংগঠন। আজ মঙ্গলবারও বামপন্থী ছাত্র সংগঠন SFI-এর উদ্যোগে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচি নেওয়া হয় নির্দেশিকা বাতিলের দাবিতে।

অবশেষে আন্দোলনের জেরে ২২ শে আগস্ট-এর নির্দেশিকা বাতিল করলেন DI (মাধ্যমিক) স্বপন সামন্ত। SFI-এর জেলা সম্পাদক রনিত বেরা জানান, ‘‘এটা আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলনের নৈতিক জয়।’’ তবে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরে SFI-কে দেখা গেল হাওয়াই চটি নিয়ে বিক্ষোভ দেখাতে।

আরও পড়ুন: কলে ভাল করে শুনতে পান না, স্মার্টফোনের স্পিকার ঠিকমতো কাজ করে না? সহজ টিপস্ মেনে সারিয়ে ফেলুন

প্রসঙ্গত, আর জি করের ঘটনার পরই জেলা জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারপরই এই নির্দেশিকা জারি করে DI (মাধ্যমিক)।

শোভন দাস