Tag Archives: RG Kar

RG Kar Murder Case: আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদের সুর চড়ালেন দাদা, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল করে দিলেন কালো

কলকাতা:  আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদ-আন্দোলনে উত্তাল গোটা রাজ্য তথা গোটা দেশ। এমনকী সেই আন্দোলনের ঢেউ গিয়ে পড়েছে বিদেশের মাটিতেও। আর এই প্রতিবাদের সংহতি প্রদর্শনের জন্য নিজেদের প্রোফাইলে কালো রঙের ডিপি লাগাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সেই তালিকায় এবার যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের প্রোফাইল পিকচারেও দেখা দিয়েছে কালো রঙ।

সারা দেশ জুড়ে প্রতিবাদ-আন্দোলন জারি রয়েছে। ঘটনায় মৃত ট্রেনি চিকিৎসক যাতে বিচার পান, সেই দাবিই আপাতত শোনা যাচ্ছে চারিদিকে। অনলাইনেও চালু হয়েছে এক প্রতিবাদ-আন্দোলন। সেখানে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বা ডিপি কালো করে দিতে হবে।

এদিকে দিন কয়েক আগেই আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে কলকাতার সুরক্ষা পরিস্থিতির বিষয়ে মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার জেরে তাঁর বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছিল। এরপরেই অবশ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকার এহেন পদক্ষেপ। প্রসঙ্গত এই অপরাধের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে। এমনকী এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

আরও পড়ুন – Google: চারদিকে পরিস্থিতি উত্তাল, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, ইউজারদের হাতেই বড় ক্ষমতা দিল গুগল, আপনি জানেন

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন যে, “গত রবিবার আমি যা বলেছিলাম, সেটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছিল, তা আমি জানি না। আমি তো আগেই বলেছিলাম যে, এই অপরাধ জঘন্য এক ঘটনা। বর্তমানে সিবিআই এই ঘটনার তদন্ত করছে। যা ঘটেছে, তা অত্যন্ত লজ্জাজনক।”

তিনি আরও বলেন যে, “আমি আশা করছি যে, সিবিআই বিষয়টি খতিয়ে দেখছে। তারা একবার অপরাধীকে ধরে ফেললে যেন তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। শাস্তি এমন হতে হবে, যেন এই জীবনে আর কেউ এহেন অপরাধ ঘটানোর সাহস না পায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্তি কঠোরতম হওয়া আবশ্যক।”

এদিকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের এক ইভেন্টে সৌরভ সাংবাদিকদের বলেছিলেন যে, “একটা বিচ্ছিন্ন ঘটনা দেখে সব কিছুকে বিচার করা উচিত বলে আমার মনে হয় না। এমনটা ভাবনার কোনও কারণ নেই যে, সব কিছু কিংবা কেউই নিরাপদ নন। এই ঘটনা তো গোটা বিশ্বেই ঘটে। মেয়েরা নিরাপদ নয়, এমনটা ভাবা ঠিক নয়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশেই মহিলারা সুরক্ষিত। যেখানে আমরা থাকি, সেটা সেরা জায়গা। কেবলমাত্র একটা ঘটনার ভিত্তিতে কোনও কিছুর বিচার করা উচিত নয়।”

এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য সামনে আসতেই সরব হন নেটিজেনরা। আর নিন্দার মুখে পড়ে তড়িঘড়ি আসরে নামতে বাধ্য হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু ফ্যান গ্রুপ অবশ্য প্রিয় ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে। এক ফ্যান গ্রুপের তরফে লেখা হয়েছে, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন দাদা। এমনকী অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়ারও দাবি তুলেছিলেন তিনি। কার্যক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার বিষয়ে সরবও হয়েছিলেন তিনি। আমরা নির্যাতিতার পাশে রয়েছি। আর আমরা দাদার পাশেও আছি। দাদা তো বাংলা তথা ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্র।”

তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছিলেন। এক নেটাগরিক লিখেছেন, “দুঃখের বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায় আর দাদা থাকবেন না।” তিনি আরও লিখেছেন, “লর্ডসের ব্যালকনিতে নিজের জার্সি খুলে ভারতীয় দলকে লড়াই করতে শেখানো সাহসী মানুষটিকে নিজের শিরদাঁড়া হারাতে দেখে আমি মর্মাহত এবং হতবাক!”

RG kar Case: ‘আমাদের নিরাপত্তার দায় কার?’ মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান,সিজিও কমপ্লেক্সে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের

কলকাতা: গত ৯ অগাস্ট সকালে আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই নৃশংস, নারকীয় ঘটনার বিচার চেয়ে, দোষীদের শাস্তির দাবিতে আরজি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা! আজ, সোমবার, আন্দোলনের ১১ তম দিন। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, ” আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে, কিন্তু আমাদের কোন-ও দাবিই পূরণ হয়নি।”

সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা জানান,” রাত দখলের দিন দুষ্কৃতীরা আরজি কর হাসপাতালে হামলা চালায়। চিকিৎসকদের নাম ধরে ধরে মারতে যায়। প্রমাণ লোপাটের জন্যই তারা এসেছিল।” জুনিয়র চিকিৎদের প্রশ্ন, ”আমাদের নিরাপত্তার দায় কার? বর্তমান প্রিন্সিপাল পুলিশের মত দায় ঝেড়ে ফেলেছেন। প্রিন্সিপাল আমাদের বলেন, তিনি নাকি হাসপাতালে নিরাপদ নন, স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাবেন। এটা হতে পারে না! প্রিন্সিপাল-ই যখন নিরাপদ বোধ করছেন না, আমরা নিরাপত্তা কীভাবে পাব?”

মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করা হবে। তাঁদের কথায়, ” ফুটবল প্রেমীদের জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।” পাশাপাশি,তাঁদের উষ্মা, ” রাত্তিরের সাথী একটা মধ্যযুগীয় সিদ্ধান্ত। মেয়েদের ঘরে আটকে রাখার এই রক্ষণশীল নিয়ম আমরা মানছি না। যেখানে রক্ষক আমাদের নিরাপত্তা দিতেই ব্যর্থ, সেখানে আমরা কীভাবে কাজে ফিরব? যতদিন না আমরা ক্ষিণতম সুরক্ষার আশ্বাস পাচ্ছি,ততদিন আমরা কাজে ফিরতে পারছি না।”

ইতিমধ্যে সামনে এসেছে চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসককে৷ ওই চিকিৎসককে যে যৌন নির্যাতন করা হয়েছিল, ময়নাতদন্তে তারও প্রমাণ মিলেছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার শরীরে প্রচুর আঘাতে চিহ্ন রয়েছে৷ নির্যাতিতার ঠোঁট, মাথা, নাক, চিবুক, গলা, বাঁদিকের ঘাড়, বাঁ হাত, গোড়ালিতেও আঘাতের চিহ্ন মিলেছে৷ তাছাড়াও নির্যাতিতার যৌনাঙ্গের ভিতরেও আঘাতের চিহ্ন মিলেছে৷ নির্যাতিতার ফুসফুস এবং শরীরে ভিতরে অন্যান্য অংশেও রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে৷

সোমবার-ই কেন্দ্রীয় তদন্তকারী দলে যোগ দিয়েছেন সিবিআই অফিসার সীমা পাহুজা। তিনি এর আগে উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের তদন্ত করেছিলেন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সোমবার তাঁকে চতুর্থ বারের জন্য ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। যদিও এখন-ও পর্যন্ত সিবিআইকাউকে গ্রেফতার করেনি।

এবার রং-তুলিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, রইল ভিডিও

রঙ তুলি হাতে বিক্ষোভ জলপাইগুড়ির পথে। রাজ্য,দেশের সীমানা পেরিয়ে যেখানে আর.জি.করের আগুন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও সেখানে শহর জলপাইগুড়ির পথে দেখা গেল আন্দোলনের নয়া চিত্র। ছবি এঁকে আরজিকর ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন শিল্প জগতের শিল্পীদের একাংশ।

RG Kar Case Protest: মাঠেই এবার স্লোগান, জাস্টিস ফর আরজি কর জার্সিতে লিখে তুলে ধরলেন গোল করার পর, ভাইরাল মহমেডান ম্যাচের ফটো

কলকাতা: RG Kar-র পাশে মহামেডান স্পোর্টিং দলের ফুটবলাররা। এর আগে এই কাণ্ডে জাস্টিসের দাবিতে রাস্তায় নেমেছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা৷ রবিবার নিরাপত্তার কারণ দেখিয়ে ডুরান্ডে ডার্বি বাতিল হয়৷ এরপরেই রবিবার রাস্তায় নামেন মোহন ও ইস্ট সমর্থকরা৷

সেই প্রতিবাদটাও সেই অর্থে ছিল মাঠের বাইরে৷ এবার প্রতিবাদ এল মাঠ থেকেই৷  আরজি কর কাণ্ডের প্রতিবাদ ফুটবল মাঠে। এই প্রথম ফুটবলাররা প্রতিবাদ দেখালেন৷

মাঠেই প্রতিবাদ। We Want justice! লেখা জার্সি। এরিয়ানের বিরুদ্ধে গোলের পর সাদা কালো দলের ফুটবলাররা। কলকাতা লিগের ম্যাচে এরিয়ান ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলে জিতল মহামেডান।‌

ম্যাচে একটি গোল করেন মোহিতোষ রায়। সাদা কালো শিবিরের হয়ে হ্যাট্রিক করেন ইসরাফিল দিওয়ান। প্রথম গোল করার পরেই মোহিতোষ রিজার্ভ বেঞ্চে রাখা জার্সি নিয়ে গ্যালারির উদ্দেশ্যে দেখান। ক্লাবের একটি জার্সিকে উল্টো দিক করে নিয়ে সাদা জায়গায় লেখা হয়, জাস্টিস ফর আরজি কর৷

এদিনের ম্যাচ ছিল কল্যাণী স্টেডিয়ামে৷ সেখানেই গোল করার পর এভাবে আরজি করের জন্য ফুটবল মাঠের মধ্যে থেকেই উঠল প্রতিবাদের ঝড়৷

RG Kar: রাতে দু’বার হাসপাতালে, আর দিনে? অভিযুক্ত সঞ্জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে! লালবাজারে সিবিআই

কলকাতা: এবার লালবাজারের সাইবার সেলে সিবিআই আধিকারিকেরা। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের প্রধান হাতিয়ার গেজেটের তথ্য। সন্দীপ ঘোষের বয়ান এবং পরিবারের বয়ানের অমিলের যোগসূত্র খুঁজতে তথ্যপ্রযুক্তির সন্ধানে সিবিআই। লালবাজার সাইবার সেলে তারই সন্ধান করতে সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর এমনটাই।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ও সাইবার সেল থেকে তথ্য সংগ্রহ করতে লালবাজারে গোয়েন্দারা। অভিযুক্ত সঞ্জয় রাইয়ের গতিবিধি এবার সিবিআই নজরে। রাতে দু’বার তো বটেই দিনেও আরও দুবার আরজি কর হাসপাতালে গিয়েছিল সঞ্জয়। দিনে রাতে মিলিয়ে মোট চারবার হাসপাতালে যায় সঞ্জয়।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বড় মোড়, এবার অভিযুক্ত সঞ্জয়ের হবে পলিগ্রাফ টেস্ট! এবার ফাঁস হবে বড় রহস্য?

বেলা একটা ও বিকেল পাঁচটায় দুবার হাসপাতালে ঢুকেছিল সঞ্জয়। এরপর রাত এগারোটায় ঢুকে হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে যায়। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে মদ্যপান করে সে। এরপর শোভাবাজার ও চেতলা এলাকায় ছিল সঞ্জয়।

ভোর রাতে চারটের সময় হাসপাতালে ঢোকে সঞ্জয়। সঞ্জয়ের এই গতিবিধিতে তার সঙ্গে কারা দেখা করেছিল, কলকাতার রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করতে চাইছে সিবিআই। সেই জন্যই লালবাজার সাইবার সেল এবং হোমিসাইড শাখায় সিবিআই আধিকারিকরা।

RG Kar Case: আরজি কর কাণ্ডে বড় মোড়, এবার অভিযুক্ত সঞ্জয়ের হবে পলিগ্রাফ টেস্ট! এবার ফাঁস হবে বড় রহস্য?

কলকাতা: আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিল সিবিআই। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থও হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই।

এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই তাঁরও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে পারে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন: সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত সিবিআইয়ের! এবার পলিগ্রাফ টেস্ট? মোড় ঘুরে যাবে আরজি করে কাণ্ডের?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্যে অসঙ্গতি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল, তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান রেকর্ড করার জন্যই সোদপুরের নির্যাতিতার বাড়িতে এদিন যায় সিবিআই টিম।

সিবিআই সূত্রে খবর, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনও অধরা বা অমিল, সেই সমস্ত তথ্য আবারও খতিয়ে দেখা হবে।

RG Kar Murder Case: আরজি কর চিকিৎসক মৃত্যুর ঘটনার তল পেতে সিবিআইয়ের বিশেষ পদক্ষেপ, উড়িয়ে আনা হল হাথরাস তদন্তের দুঁদে মহিলা অফিসারকে

কলকাতা: আরজি কর মামলায় নিযুক্ত হলেন নিযুক্ত হলেন মহিলা এসপি পদমর্যাদা অফিসার ২০২০ সালে হাথরাসে গণধর্ষণের ঘটনায় মহিলা পদমর্যাদা এসপি নিযুক্ত হয়েছিল। সেই পদ্ধতিতেই আরজিকর ঘটনায় নিযুক্ত করা হল মহিলা এসপিকে৷  তাঁর নাম সীমা পাহুজা৷

এখানেও এই মহিলা একটি ছিলেন গোটা তদন্ত প্রক্রিয়ায় ঠিক তেমনি আর জি কর ঘটনায় তাকে নিযুক্ত করা হল তিনি ইতিমধ্যেই কলকাতা এসেছেন আরজি কর যে সেমিনার হলে গোটা ঘটনা ঘটেছে সেখানে ভিজিট করবেন পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার বাড়িতেও যাবেন৷

আরও পড়ুন – Rajdhani Express: ফের ভয়ানক পরিস্থিতি, রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে জীবন বাঁচানোর আতঙ্ক, অয়েল ট্যাঙ্কারের সঙ্গে এক লাইনে রাজধানী

ইতিমধ্যেই এই মামলায় তিনজন তদন্তকারী আধিকারিক নিযুক্ত করা আছে তাদের মধ্যে দুজন মহিলা একজন কলকাতার অফিসার৷

যাতে তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে সেই কারণেই যুক্ত করা হল হাথরাসের ঘটনায় তদন্তে থাকা মহিলা এসপিকে৷

RG Kar Protest: RG Kar-কাণ্ডের প্রতিবাদের ঝড় তুলতে যুবকের অস্ত্র নাটক, কলমের জোরেই লড়াই, পথ নাটিকায় কাঁপাচ্ছেন সব

হাওড়া: আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় তুলতে যুবকের অস্ত্র নাটক ৷ সমাজের ডাক্তার, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী থেকে সমাজের সর্বস্তরের মানুষ কন্ঠে প্রতবাদের সুর চড়িয়ে পথে নেমেছে। অপরাধী চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্ত্রীর দাবি জানাচ্ছে।

দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মহিলারা রাত দখল করে পথে নামতে দেখা গেছে। প্রতিবাদকে আরও ত্বরান্বিত করতে গ্রাম থেকে শহর মিছিল সভা অনুষ্ঠিত হচ্ছে আরও বেশি করে মানুষকে এই প্রতিবাদে সামিল করতে যুবকের অভিনব ভাবনা।

নাট্যকার নয়ন চন্দ্র দাস নিজেই নাটক লিখে প্রযোজনা করে মঞ্চস্থ করছেন পথে পথে। হাওড়া শহরের পর আন্দুল স্টেশন সংলগ্ন মাড়োয়ারি বাগানে দ্বিতীয় পত্র নাটক প্রদর্শনী হয়।

আরও পড়ুন – Virat Kohli and KKR: না মুম্বই ইন্ডিয়ান্স নয়, কেকেআর-ই তাঁর সবচেয়ে পছন্দের…কলকাতা ফ্যানরা জানেন এত বড় সত্যিটা

শহর থেকে শহরতলিতে এর জোরদার প্রতিবাদ চলছে। এতে গ্রামের মানুষও সামিল হয়েছেন। মানুষকে আরও ঐক্যবদ্ধ করে প্রতিবাদ আরও জোরদার করতে নানা উদ্যোগ চলছে রাজ্য জুড়ে। পৈশাচিক ঘটনার প্রতিবাদে পথে পথে নাটক করছেন হাওড়া আন্দুলের যুবক নয়ন দাস।

নাটকের প্রতি শৈশব থেকেই আলাদা ভাললাগা তার। যেমন সে নাটকে অভিনয় করতে ভালোবাসেন তেমনি সমাজ সচেতনতায় নাটক রচনা করেছেন। কখনও গঙ্গা দূষণ রোধ করতে নাটক, আবার কখনও পলিথিন বর্জন করতে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন। এবার আর জি করের মত মহিলা ধর্ষণ খুন ভয়ঙ্কর কাণ্ডের প্রতিবাদে নিজে নাটক লিখে পথে নেমে অভিনয়।

এ প্রসঙ্গে নাট্যকার নয়ন দাস জানান, বর্তমান সময় অত্যান্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চুরি ছিনতাই ধর্ষণ খুনের মত ঘটনা ঘটে চলেছে। সমাজকে অপরাধ মুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসতে হবে। আজগর কাণ্ডের ঘটনার পর বহু মানুষ পথে নেমেছেন। এই প্রতিবাদ আরও জোরদার হোক। বহু মানুষ নানা ভাবে উদ্যোগী মানুষকে ঐক্যবদ্ধ করতে। সেই পথে আমিও, একজন নাট্যশিল্পী হয়ে নাটকের মধ্য দিয়ে মানুষকে অন্যায়ের প্রতিবাদ সামিল হবার আহ্বান জানাচ্ছি।
Rakesh Maity

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত সিবিআইয়ের! এবার পলিগ্রাফ টেস্ট? মোড় ঘুরে যাবে আরজি করে কাণ্ডের?

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্যে অসঙ্গতি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল, তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান রেকর্ড করার জন্যই সোদপুরের নির্যাতিতার বাড়িতে এদিন যায় সিবিআই টিম।

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

সিবিআই সূত্রে খবর, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনও অধরা বা অমিল, সেই সমস্ত তথ্য আবারও খতিয়ে দেখা হবে।

RG Kar Case: আরজি করের নৃশংস ঘটনার আসল অপরাধী কে? Google কি পারবে তাদের ধরিয়ে দিতে? রহস্যে নতুন মোড়…

কলকাতা: Google কি পারবে অপরাধীকে ধরিয়ে দিতে? আজকাল স্মার্ট ফোনের ছড়াছড়ি। আর স্মার্ট ফোন মানেই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এন্ড্রোয়েড আর সেখানে গুগল ম্যাপস প্রি-ইনস্টলড।

গুগল স্ট্রিট ভিউ এখন কলকাতার রাস্তাতেও দেখা যাচ্ছে। অতীত বলছে পূর্বে বেশ কিছু অপরাধ বা দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এই গুগল ম্যাপ তদন্তকারীদের কাছে এক বিরাট হাতিয়ার হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে কলকাতার বুকে সদ্য ঘটে থাকা আরজি করের মতো ঘৃণ্য ঘটনায় কি গুগল কিছু সাহায্য করতে পারবে?

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম শ্রীরামপুরের চাতরা নিবাসী গুগলএর আঞ্চলিক গাইড শৌনক দাসের সঙ্গে। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও দীর্ঘ ৮ বছর ধরে গুগল ম্যাপসের টিমকে সাহায্য করে যাচ্ছেন। আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে Google-এর সদর দফতর বেশ কিছুবার গেছেন ম্যাপস সংক্রান্ত কর্মশালায়। আরজি কর মেডিক্যাল কলেজ, হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে দেশ উত্তাল। ইতিমধ্যেই আদালতের নির্দেশে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে একাধিক প্রযুক্তির ব্যবহার করছে তারা৷ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্নভাবে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে শৌনক মনে করছেন এখানে ফরেনসিক ক্ষেত্রে গুগল ম্যাপস নিশ্চই কিছুটা হলেও সাহায্য করবে।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কেননা যে কোনও অ্যান্ড্রোয়েড ফোনে নিজে থেকেই প্রতিনিয়ত লোকেশন গুগল ম্যাপসে সেভ হয়ে থাকে by default। সেক্ষেত্রে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সেটা সেখানে থাকা সবাইয়ের ফোনের  ম্যাপস লোকেশন হিস্টরিতে সেভ থাকবে ও সেটা ফোন লোকেশন টাওয়ার এর থেকেও আরও বেশি accurate থাকবে। এমনকি জিপিএস লোকেশন গুগল ম্যাপসে সাহায্য করে থাকে  একেবারে পিন পয়েন্ট লোকেশন (সেই জায়গার ভৌগোলিক দ্রাঘিমাংশ , অক্ষাংশ দিয়ে)। তিনি আরও বলেন যদিও ব্যাপারটি বিচারাধীন বিষয়। তদন্তের পুরো বিষয়টি CBI টিম দেখছেন। তিনি বিশ্বাস করেন গুগল ম্যাপস এক্ষেত্রে তদন্তকারী টিমকে সাহায্য করবেই।