Tag Archives: Rinku Singh

KKR Team News: রিঙ্কুর উপর গ্রহণের কালো ছায়া! পারফরম্যান্সের জাদু নেই, গোদের ওপর বিষফোঁড়া-চোটের খবর

: কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের দলে ফেরার অনেক দিক থেকেই ভাল প্রমাণিত হয়েছে। কেকেআর বর্তমানে এই মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে কেকেআর৷ সুনীল নারিন এ মরশুমে দেখাচ্ছে জ্বলওয়া৷ অন্যদিকে চেনা রিঙ্কু এদিন কেমন যেন অচেনা ছন্দে৷
: কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের দলে ফেরার অনেক দিক থেকেই ভাল প্রমাণিত হয়েছে। কেকেআর বর্তমানে এই মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে কেকেআর৷ সুনীল নারিন এ মরশুমে দেখাচ্ছে জ্বলওয়া৷ অন্যদিকে চেনা রিঙ্কু এদিন কেমন যেন অচেনা ছন্দে৷
গম্ভীরের ফিরে আসায় দলের পারফরম্যান্স ও বডি ল্যাঙ্গোয়েজেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন দেখা গেছে সুনীল নারিনের পারফরম্যান্সে। নারিন এই মরশুমে ওপেনিং করছেন এবং দলও এর সুফল পাচ্ছে। কিন্তু যে ব্লকবাস্টার রিঙ্কু সিংকে এর আগের মরশুমে  দল পেয়েছে  সেই রিঙ্কু সিং কেমন যেন অমিল!
গম্ভীরের ফিরে আসায় দলের পারফরম্যান্স ও বডি ল্যাঙ্গোয়েজেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন দেখা গেছে সুনীল নারিনের পারফরম্যান্সে। নারিন এই মরশুমে ওপেনিং করছেন এবং দলও এর সুফল পাচ্ছে। কিন্তু যে ব্লকবাস্টার রিঙ্কু সিংকে এর আগের মরশুমে  দল পেয়েছে  সেই রিঙ্কু সিং কেমন যেন অমিল!
রিঙ্কু সিং এই মরশুমে ব্যাট হাতে রানে যে ভাবে জ্বলওয়া দেখাতে পারেননি৷ এবার আবার সামনে এল রিঙ্কু সিংয়ের চোটের খবর৷ কোনও জল্পনা নয়, কেকেআরের ধামাল ব্যাটসম্যান নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর সাইড নিগল রয়েছে। যার জন্য মাঠের মধ্যে ছোটাছুটি করতে অসুবিধা হচ্ছে। তাই ম্যাচে কখনও কখনও তিনি ফিল্ডিং করতে পারছেন না।
রিঙ্কু সিং এই মরশুমে ব্যাট হাতে রানে যে ভাবে জ্বলওয়া দেখাতে পারেননি৷ এবার আবার সামনে এল রিঙ্কু সিংয়ের চোটের খবর৷ কোনও জল্পনা নয়, কেকেআরের ধামাল ব্যাটসম্যান নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর সাইড নিগল রয়েছে। যার জন্য মাঠের মধ্যে ছোটাছুটি করতে অসুবিধা হচ্ছে। তাই ম্যাচে কখনও কখনও তিনি ফিল্ডিং করতে পারছেন না।
২০২৩ সালের আইপিএলে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি নারিন। তাঁর ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। শুরুতে তাঁকে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যায়। কিছু ম্যাচে ওপেন করতেও এসেছেন তিনি। তবে তিনি আইপিএল ২০২৪-এ ওপেন করছেন এবং দলের সুবিধা পেয়েছে। গম্ভীর আসার পরে এই পরিবর্তন সকলের চোখের সামনে চলে এসেছিল। কিন্তু রিঙ্কুর কথা বললে সে বিশেষ কিছু করতে পারেনি। রিঙ্কুর ব্যাটিং নম্বরও ঠিক হয়নি।
২০২৩ সালের আইপিএলে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি নারিন। তাঁর ব্যাটিং অর্ডার ঠিক ছিল না। শুরুতে তাঁকে লোয়ার অর্ডারে ব্যাট করতে দেখা যায়। কিছু ম্যাচে ওপেন করতেও এসেছেন তিনি। তবে তিনি আইপিএল ২০২৪-এ ওপেন করছেন এবং দলের সুবিধা পেয়েছে। গম্ভীর আসার পরে এই পরিবর্তন সকলের চোখের সামনে চলে এসেছিল। কিন্তু রিঙ্কুর কথা বললে সে বিশেষ কিছু করতে পারেনি। রিঙ্কুর ব্যাটিং নম্বরও ঠিক হয়নি।

ওপেনিং থেকেই ব্যাটিংয়ে উজ্জ্বল সুনীল নারিন তারপরে একের পর এক ম্যাচে শুধু নারিন ঝড়৷ কলকাতা এই মরশুমে প্রথম ম্যাচ খেলেছে হায়দরাবাদের বিপক্ষে। সেটি কেকেআর জিতেছেন ৪ রানে। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে আসেন রিঙ্কু৷  ১৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। ওপেনিংয়ে এসেছিলেন সুনীল নারিন। ২ রান করে আউট হন তিনি। আরসিবির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেছে দলটি। এই ম্যাচে রিঙ্কু ব্যাট করতে আসেন ৫ নম্বরে। খেলতে পারতেন মাত্র ৫ বল। নারিন ওপেন করে ৪৭ রান করেন।

এর পরে শতরান করেছেন নারিন, একমাত্র এলএসজি-র বিরুদ্ধে পারফর্ম করতে পারেননি তিনি৷ বাকি সব ম্যাচেই তিনি সেরা পারফর্ম করেছেন৷ 
এর পরে শতরান করেছেন নারিন, একমাত্র এলএসজি-র বিরুদ্ধে পারফর্ম করতে পারেননি তিনি৷ বাকি সব ম্যাচেই তিনি সেরা পারফর্ম করেছেন৷
এই মরশুমে রিঙ্কু বিশেষ কিছু করতে পারেনিচলতি মরশুমে এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ২০ রান করেন। লখনউয়ের হয়ে ব্যাট করার সুযোগ পাননি। চেন্নাইয়ের বিপক্ষে করেছেন ৯ রান। দিল্লির বিরুদ্ধে ২৬ রান এবং আরসিবির বিরুদ্ধে ৫ রান করেছেন। হায়দরাবাদের বিপক্ষে করেন ২৩ রান।
এই মরশুমে রিঙ্কু বিশেষ কিছু করতে পারেনি
চলতি মরশুমে এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ২০ রান করেন। লখনউয়ের হয়ে ব্যাট করার সুযোগ পাননি। চেন্নাইয়ের বিপক্ষে করেছেন ৯ রান। দিল্লির বিরুদ্ধে ২৬ রান এবং আরসিবির বিরুদ্ধে ৫ রান করেছেন। হায়দরাবাদের বিপক্ষে করেন ২৩ রান।

KKR News: নীতিশ রানার পর আরও এক কেকেআর তারকা ব্যাটারের চোট! আরসিবি ম্যাচে খেলবেন তো? রইল আপডেট

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইটরাইডার্সকে। এই হার আরসিবি ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।
ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইটরাইডার্সকে। এই হার আরসিবি ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।
তারউপর চোটের লাইনে সংখ্যা বেড়েই চলেছে কেকেআরের অন্দরে। এর আগে চোটের কবলে রয়েছেন নীতিশ রানা। কবে দলে ফিরবেন তা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চোট সারিয়ে ফিরিয়েছেন হর্ষিত রানা।
তারউপর চোটের লাইনে সংখ্যা বেড়েই চলেছে কেকেআরের অন্দরে। এর আগে চোটের কবলে রয়েছেন নীতিশ রানা। কবে দলে ফিরবেন তা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চোট সারিয়ে ফিরিয়েছেন হর্ষিত রানা।
এবার চোটের কবলে কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। লখনউ ম্যাচে রিঙ্কু ফিল্ডিং না করার পরই সন্দেহ দানা বেঁধেছিল। তারপর রাজস্থানের বিরুদ্ধেও ফিল্ডিং করেননি রিঙ্কু সিং। জানা যায় চোট রয়েছে কেকেআর তারকার।
এবার চোটের কবলে কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। লখনউ ম্যাচে রিঙ্কু ফিল্ডিং না করার পরই সন্দেহ দানা বেঁধেছিল। তারপর রাজস্থানের বিরুদ্ধেও ফিল্ডিং করেননি রিঙ্কু সিং। জানা যায় চোট রয়েছে কেকেআর তারকার।
তবে ব্যাটিং করার সময় কোনও সমস্যা শেষ ম্যাচেও দেখা যায়নি রিঙ্কু সিংয়ের। ২০ রানের মারকাটারি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার যে চোট রয়েছে সেই কথা নিজেই জানিয়েছেম রিঙ্কু সিং।
তবে ব্যাটিং করার সময় কোনও সমস্যা শেষ ম্যাচেও দেখা যায়নি রিঙ্কু সিংয়ের। ২০ রানের মারকাটারি ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার যে চোট রয়েছে সেই কথা নিজেই জানিয়েছেম রিঙ্কু সিং।
কেকেআর তারকা বলেছেন,"আমার সামান্য চোট রয়েছে। সেই কারণেই শেষ দুটি ম্যাচে ফিল্ডিং করতে পারেনি।" তবে সেই চোট যে খুব বড় নয় সেই কথাও নিজেই জানিয়েছেন রিঙ্কু সিং।
কেকেআর তারকা বলেছেন,”আমার সামান্য চোট রয়েছে। সেই কারণেই শেষ দুটি ম্যাচে ফিল্ডিং করতে পারেনি।” তবে সেই চোট যে খুব বড় নয় সেই কথাও নিজেই জানিয়েছেন রিঙ্কু সিং।
এছাড়া দলের অন্যতম সেরা তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারউপর সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে আগামী ম্যাচ থেকে ফিল্ডিং করতে দেখা যেতে পারে রিঙ্কুকে।
এছাড়া দলের অন্যতম সেরা তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারউপর সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে আগামী ম্যাচ থেকে ফিল্ডিং করতে দেখা যেতে পারে রিঙ্কুকে।

KKR vs DC: নারিন-রঘুবংশী-রাসেল-রিঙ্কুদের ব্যাটিং তাণ্ডব, দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কেকেআর

বিশাখাপত্তনম: আরসিবি ম্যাচে কেকেআরের ব্যাটিং যেখানে শেষ হয়েছিল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করে নাইটরা। দিল্লির বোলিং লাইনকে রীতিমত ‘গলি ক্রিকেটের’ স্তরে নামিয়ে আনে কেকেআর ব্যাটাররা। সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স। যা কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একটুর জন্য রক্ষা পেল সানরাইজার্সের ২৭৭ রানের রেকর্ড।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ২ ওভার একটু শান্ত থাকলেও তৃতীয় ওভার থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট। চতুর্থ ওভারেই ৫০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন। ৬০ রানে প্রথম উইকেট পড়ে কেকেআরের। ১৮ রান করে আউট হন ফিল সল্ট।

উইকেট পড়লেও দিল্লির বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন সুনীল নারিন। আরসিবির ম্যাচের ফর্ম ধরে রাখেন দিল্লির বিরুদ্ধেও। বিধ্বংসী ইনিংস খেলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। অপরিদিকে, নারিনকে যোগ্য সঙ্গ দেন ২০২২ অনূর্ধ্বং ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ আংক্রিশ রঘুবংশী। আইপিএল অভিষেকেই দুরন্ত ব্যাটিং করেন অংক্রিশ রঘুবংশী।

নারিন ও রঘুবংশী জুটি একের পর এক আক্রমণাত্মক শট খেলে ১১ ওভারেই দলের স্কোর ১৫০ পার করে দেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। আইপিল অভিষেক অর্ধশতরান করে নজর কাড়েন আংক্রিশ রঘুবংশী। ১৬৪ রানে দ্বিতীয় উইকেটে পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮৫ রান করে আউট হন নারিন। যা তার আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ রান। জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকেননি রঘুবংশীও। ২৭ বলে ৫৪ করে দলের ১৭৬ রানে আউট হন তিনি।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

এরপরের বাকি দায়িত্বটা নিয়ে নেন আন্দ্রে রাসেল। ক্রিজে এসেই একের পর এক বড় হিট করতে থাকেন ক্যারিবিয়ান তারকা। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ১১ বলে ১১ কর আউট হন শ্রেয়স আইয়ার। এরপর রিঙ্কু সিং এসে খেলেন ৮ বলে ২৬র রানের ঝোড়ো ইনিংস। এক ওভারে ৩টি ছয় মারেন নকিয়াকে। রাসেল আউট ১৯ বলে ৪১ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর।

এই জন্যই তিনি বিরাট কোহলি! হেরেও রিঙ্কু সিংকে দিলেন এক অসাধারণ উপহার

বেঙ্গালুরু: শুক্রবার চিন্নাস্বামীতে কেকেআর-আরসিবি ম্যাচের পর ঘটল আসল ঘটনা। এই ম্যাচে রিঙ্কু সিং সেভাবে স্পটলাইটে ছিলেন না। সুনীল নারিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন। কিন্তু ম্যাচের শেষে বড় পুরস্কারটা রিঙ্কু সিংয়ের ভাগ্যেই জুটল।

এই ম্যাচে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। তবুও তাঁর দল জিতল না। খুব কম সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছেন রিঙ্কু। দারিদ্রের কঠিন গণ্ডি পেরিয়ে এত বড় মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য সহজ কাজ ছিল না।

আরও পড়ুন- টসের সময় তোতলাচ্ছেন শ্রেয়স আইয়ার,কে খেলছে জানেনও না,‘আসল অধিনায়ক’ কে তাহলে?

রিঙ্কুর লড়াইয়ের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগায়। বিরাট কোহলিও হয়তো তাঁর লড়াইয়ের কথা শুনেছেন। আর তাই কেকেআর তারকার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনিও। তিনি কেন বিরাট কোহলি, এদিন সেটা বুঝিয়ে দিয়ে গেলেন।

দল হারলেও রিঙ্কুকে উপহার দিলেন কোহলি। রিঙ্কুতে মুগ্ধ বিরাট। নিজের ব্যাটটাই উপহার হিসেবে দিয়ে দিলেন কেকেআর তারকাকে। রিঙ্কুকে ব্যাট উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। বোঝা যায়, কোহলি নিজেও লড়াকু রিঙ্কুর ফ্যান।

একজোড়া ক্যাচ ও অপরাজিত ৫ রান। এদিনের ম্যাচে রিঙ্কুর পারফরম্যান্স বলতে এটুকুই। কারণ রিঙ্কু নামার আগেই ভেঙ্কটেশ আইয়াররা ম্যাচ ফিনিশ করে দিয়েছিলেন। ফলে রিঙ্কুর আর এদিন বেশি কিছু করার ছিল না।

আরও পড়ুন- KKR News: কোহলিদের বিরুদ্ধে ৫ বড় রেকর্ড গড়লেন রাসেল,কেকেআরের নাম করলেন উজ্জ্বল

এই ম্যাচে সুনীল নারিনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ ধরেন রিঙ্কু সিং। তার পর রাসেলের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দেন রজত পতিদার। তাঁর সেই অসাধারণ দুটি ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

KKR vs RCB: ফের রিঙ্কু সিংয়ের সামনে যশ দয়াল, বদলা না ফের রিঙ্কু ঝড়! অপেক্ষায় ফ্যানেরা

চিন্নাস্বামী: শুক্রবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি বনাম শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলদের লড়াই ঘিরে যেমন চড়ছে পারদ। ঠিক তেমনই চিন্নাস্বামী সাক্ষী থাকতে চলেছে আরও একটি দ্বৈরথের। এক বছর পর ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে রিঙ্কু সিং ও যশ দয়াল। পার্থক্য শুধু দল বদল হয়েছে যশ দয়ালের।

গতবছর গুজরাত টাইটান্স-কেকেআর ম্যাচে একটা ওভার বদলে দিয়েছিল দুই ক্রিকেটারের ভাগ্য। শেষ ওভারে ৫টি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে রাতারাতি সুপার হিরো হয়ে উঠেছিলেন রিঙ্কু। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। জাতীয় দলের হয়ে খেলে ফলেছেন ওডিআই ও টি-২০। সেখানেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে রিঙ্কু কেকেআরের অন্যতম সেরা ফিনিশার।

অপরদিকে, গত বছর কেকেআর বনাম গুজরাত ম্যাচের আগে পর্যন্ত যে যশ দয়াল ভাল বোলিং করছিলেন। কিন্তু রিঙ্কু হাতে ৫ ছক্কা খেয়ে মানসীকভাবে ভেঙে পড়ে তিনি। বেশ কিছু দিন ক্রিকেটার বাইরেও ছিলেন। নিয়েছিলেন কাউন্সেলিং। যশ দয়াল সেই এক ধাক্কায় শিখেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করতে হবে। তারপরও দল বদল হয়েছে তাঁর। এবার আরসিবির জার্সিতে রিঙ্কু-দয়ালের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।

আরও পড়ুনঃ KKR News: আরসিবি ম্যাচের আগে কেকেআরের ৩ বড় চিন্তা! জেনে নিন বিস্তারিত

তবে বিগত এক বছরের জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছেন রিঙ্কু। গুজরাত ম্যাচের থেকেও বর্তমান রিঙ্কু সিং অনেক বেশি পরিপক্ক। তাই যশ দয়ালের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামার আগে রিঙ্কু সিংকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

KKR Team News: ‘কোচ তো নয়, যেন ড্রেসিং রুমে মিলিটারি শাসন চলছে’ কেকেআর ড্রেসিংরুমের এ কোন সত্য এল সামনে

KKR এই মরশুমে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে৷ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিয়ে অভিযান শুরু করেছে৷  চন্দ্রকান্ত পণ্ডিত ভারতের একজন ঘরোয়া ক্রিকেট খুবই নামী কোচ৷
KKR এই মরশুমে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে৷ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিয়ে অভিযান শুরু করেছে৷  চন্দ্রকান্ত পণ্ডিত ভারতের একজন ঘরোয়া ক্রিকেট খুবই নামী কোচ৷
তার কোচিংয়ে মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ রনজি ট্রফিতে বড়সড় সাফল্য পেয়েছিল। শুক্রবার কেকেআর অ্যাওয়ে ম্যাচে আরসিবি -র বিরুদ্ধে ম্যাচ খেলবে৷"
তার কোচিংয়ে মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ রনজি ট্রফিতে বড়সড় সাফল্য পেয়েছিল। শুক্রবার কেকেআর অ্যাওয়ে ম্যাচে আরসিবি -র বিরুদ্ধে ম্যাচ খেলবে৷”
২০২৩ সাল থেকে, চন্দ্রকান্ত পন্ডিত কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। তাঁর কেচিংয়ে সেভাবে ভাল কিছু না করলেও কলকাতা নাইট রাইডার্স একটি লড়াকু দলে পরিণত হয়েছে৷ তবে গত মরশুমে খেলা কেকেআরের বেশ  কিছু শীর্ষ তারকা যাঁরা ২০২৩-র আইপিএলে খেলেছিলেন তাঁরা আইপিএল ২০২৪-এ দলে নেই৷
২০২৩ সাল থেকে, চন্দ্রকান্ত পন্ডিত কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। তাঁর কেচিংয়ে সেভাবে ভাল কিছু না করলেও কলকাতা নাইট রাইডার্স একটি লড়াকু দলে পরিণত হয়েছে৷ তবে গত মরশুমে খেলা কেকেআরের বেশ  কিছু শীর্ষ তারকা যাঁরা ২০২৩-র আইপিএলে খেলেছিলেন তাঁরা আইপিএল ২০২৪-এ দলে নেই৷
কিন্তু এই সবের মধ্যেই ডেভিড উইজের কেকেআর ক্যাম্পে গত মরশুেম খেলা বিদেশি ক্রিকেটার একটি বড়সড় বোমা ফাটিয়েছেন৷  তাঁকে দলে নেওয়া নাকি বেশ কিছু বিদেশী তারকাদের পছন্দ হয়নি। এই অলরাউন্ডার ২০২৩ সালে আইপিএলে কেকেআরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন
কিন্তু এই সবের মধ্যেই ডেভিড উইজের কেকেআর ক্যাম্পে গত মরশুেম খেলা বিদেশি ক্রিকেটার একটি বড়সড় বোমা ফাটিয়েছেন৷  তাঁকে দলে নেওয়া নাকি বেশ কিছু বিদেশী তারকাদের পছন্দ হয়নি। এই অলরাউন্ডার ২০২৩ সালে আইপিএলে কেকেআরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন
তিনি তাঁর পডকাস্টে  কেকেআর ড্রেসিংরুমের অশান্তির কথা তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, "পর্দার আড়ালে দলে  কিছু কিছু সমস্যা চলছিল। ছেলেরা কিছু জিনিস নিয়ে খুশি ছিল না, এবং অনেক সময়, এটি একটি কঠিন চেঞ্জিং রুম ছিল।’’
তিনি তাঁর পডকাস্টে  কেকেআর ড্রেসিংরুমের অশান্তির কথা তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, “পর্দার আড়ালে দলে  কিছু কিছু সমস্যা চলছিল। ছেলেরা কিছু জিনিস নিয়ে খুশি ছিল না, এবং অনেক সময়, এটি একটি কঠিন চেঞ্জিং রুম ছিল।’’
তিনি আরও বলেন, ‘‘সেখানে একজন নতুন কোচ আসতেন এবং তিনি একটি নির্দিষ্ট উপায়ে জিনিসগুলি করতে পছন্দ করতেন, এবং এটি ক্রিকেটারদের সঙ্গে ভালভাবে যেত না," ডেভিড উইজ বলেছেন 'হায়ারের জন্য হিটম্যান: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের জীবনে একটি বছর' পডকাস্ট স্যাম কির হোস্ট করেছেন।
তিনি আরও বলেন, ‘‘সেখানে একজন নতুন কোচ আসতেন এবং তিনি একটি নির্দিষ্ট উপায়ে জিনিসগুলি করতে পছন্দ করতেন, এবং এটি ক্রিকেটারদের সঙ্গে ভালভাবে যেত না,” ডেভিড উইজ বলেছেন ‘হায়ারের জন্য হিটম্যান: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের জীবনে একটি বছর’ পডকাস্ট স্যাম কির হোস্ট করেছেন।
তিনি আরও বলেন যে চন্দ্রকান্ত পণ্ডিতের  কোচিংয়ে  কিছু কেকেআর তারকা হতাশ ছিলেন৷ "ছেলেরা হতাশ ছিল কারণ অনেক পরিবর্তন এসেছিল, এবং কোচ এমন কিছু নিয়ে এসেছেন যা তিনি ভেবেছিলেন সাফল্য এনে দেবে। কিন্তু একজন বিদেশী খেলোয়াড় হিসাবে, তাঁরা কখনও কখনও ভালভাবে মেনে নিতে পারতেন না৷ তিনি ভারতে মোটামুটি জঙ্গি ধরণের কোচ হিসাবে পরিচিত, একজন কঠোর ডিসিপ্লিন মেনে চলা একজন লোক ।’’
তিনি আরও বলেন যে চন্দ্রকান্ত পণ্ডিতের  কোচিংয়ে  কিছু কেকেআর তারকা হতাশ ছিলেন৷ “ছেলেরা হতাশ ছিল কারণ অনেক পরিবর্তন এসেছিল, এবং কোচ এমন কিছু নিয়ে এসেছেন যা তিনি ভেবেছিলেন সাফল্য এনে দেবে। কিন্তু একজন বিদেশী খেলোয়াড় হিসাবে, তাঁরা কখনও কখনও ভালভাবে মেনে নিতে পারতেন না৷ তিনি ভারতে মোটামুটি জঙ্গি ধরণের কোচ হিসাবে পরিচিত, একজন কঠোর ডিসিপ্লিন মেনে চলা একজন লোক ।’’
‘‘বিদেশি ছেলেরা যাঁরা সারা বিশ্বে খেলেছে তাঁদের কাউকে আসতে হবে না এবং তাকে বলতে হবে কিভাবে আচরণ করতে হবে এবং কী পরতে হবে এবং কী করতে হবে।আমি এই পরিস্থিতিতে কুল ছিলাম, কিন্তু সেখানে আমার চেয়ে বেশি জেদি ক্রিকেটার ছিল৷’’
‘‘বিদেশি ছেলেরা যাঁরা সারা বিশ্বে খেলেছে তাঁদের কাউকে আসতে হবে না এবং তাকে বলতে হবে কিভাবে আচরণ করতে হবে এবং কী পরতে হবে এবং কী করতে হবে।আমি এই পরিস্থিতিতে কুল ছিলাম, কিন্তু সেখানে আমার চেয়ে বেশি জেদি ক্রিকেটার ছিল৷’’
নিজের এই পডকাস্টে  রিঙ্কু সিংয়ের কথাও বলেছেন তিনি। "একজন খেলোয়াড় হিসাবে, ছেলেরা যখন ভাল পারফর্ম করে তখন আপনি এটির প্রশংসা করেন। রিঙ্কু সিং পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন - আপনি এটিরও প্রশংসা করতে পারবেন না। যেহেতু সেই মুহূর্তে এই ফলাফলেরও খুব বেশি গুরুত্ব নেই । আপনি সেখানে নার্ভাস হয়ে বসে থাকবেন না তা নিয়ে ঘাবড়ে যাবেন না। জিততে যাচ্ছে সে সময়ে প্রতিটা প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করবেন না৷’’
নিজের এই পডকাস্টে  রিঙ্কু সিংয়ের কথাও বলেছেন তিনি। “একজন খেলোয়াড় হিসাবে, ছেলেরা যখন ভাল পারফর্ম করে তখন আপনি এটির প্রশংসা করেন। রিঙ্কু সিং পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন – আপনি এটিরও প্রশংসা করতে পারবেন না। যেহেতু সেই মুহূর্তে এই ফলাফলেরও খুব বেশি গুরুত্ব নেই । আপনি সেখানে নার্ভাস হয়ে বসে থাকবেন না তা নিয়ে ঘাবড়ে যাবেন না। জিততে যাচ্ছে সে সময়ে প্রতিটা প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করবেন না৷’’
তিনি আরও বলেন, "টুর্নামেন্ট চলার সঙ্গে সঙ্গে, আপনি বুঝতে পারছেন যে আপনি যোগ্যতা অর্জনে শট করেছেন কি না। এটা আপনি খেলছেন কিনা তা নিয়ে নয়; এটি কেবল পরিবার থেকে আরও কয়েক সপ্তাহ দূরে কাটানোর বিষয়ে। ব্যক্তিগতভাবে আমার জন্য, আমার জন্য, ফলাফল খেলাটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না, তবে আমি এখনও ব্যক্তিগত পারফরম্যান্সে টানছি।"
তিনি আরও বলেন, “টুর্নামেন্ট চলার সঙ্গে সঙ্গে, আপনি বুঝতে পারছেন যে আপনি যোগ্যতা অর্জনে শট করেছেন কি না। এটা আপনি খেলছেন কিনা তা নিয়ে নয়; এটি কেবল পরিবার থেকে আরও কয়েক সপ্তাহ দূরে কাটানোর বিষয়ে। ব্যক্তিগতভাবে আমার জন্য, আমার জন্য, ফলাফল খেলাটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না, তবে আমি এখনও ব্যক্তিগত পারফরম্যান্সে টানছি।”

মাইনে শেষমেশ বাড়ল রিঙ্কু সিংয়ের! ছিল ৫৫ লাখ টাকা, এবার পাবেন অনেক বেশি টাকা

সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং শেষমেশ সুখবর পেলেন।
সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং শেষমেশ সুখবর পেলেন।
আলিগড়ের ছেলে রিঙ্কু সিং এখন জাতীয় দলের তারকা। তবুও তাঁর বাবা এখনও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিয়ে আসেন। ছেলের সাফল্যের পরও তিনি নিজের কাজ করে যাচ্ছেন।
আলিগড়ের ছেলে রিঙ্কু সিং এখন জাতীয় দলের তারকা। তবুও তাঁর বাবা এখনও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিয়ে আসেন। ছেলের সাফল্যের পরও তিনি নিজের কাজ করে যাচ্ছেন।
কেকেআর থেকে রিঙ্কু পান ৫৫ লাখ টাকা। পান নয়, এখন পেতেন বলা ভাল। কারণ তাঁর মাইনে বড়ে গেল অনেকটাই।
কেকেআর থেকে রিঙ্কু পান ৫৫ লাখ টাকা। পান নয়, এখন পেতেন বলা ভাল। কারণ তাঁর মাইনে বেড়ে গেল অনেকটাই।
রিঙ্কুর যা পারফরম্যান্স তার তুলনায় অনেক কম টাকা পারিশ্রমিক হিসেবে পান তিনি। এমন অভিযোগ করেছিলেন অনেকেই।
রিঙ্কুর যা পারফরম্যান্স তার তুলনায় অনেক কম টাকা পারিশ্রমিক হিসেবে পান তিনি। এমন অভিযোগ করেছিলেন অনেকেই। যদিও কেকেআর এখনও তাঁর মাইনে বাড়ায়নি। তবে বিসিসিআই-এর তরফে রিঙ্কু এবার অনেক বেশি টাকা পাবেন।
শেষ পর্যন্ত কেকেআর রিঙ্কুর মাইনে অনেকটাই বাড়িয়ে দিল। রিঙ্কু সিং এতদিনে কোটিপতি হলেন।
শেষ পর্যন্ত  বিসিসিআই রিঙ্কুর মাইনে অনেকটাই বাড়িয়ে দিল। রিঙ্কু সিং এতদিনে কোটিপতি হলেন।
রিঙ্কু ছাড়া রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মারও মাইনে বাড়াল কেকেআর।
রিঙ্কু ছাড়া রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মারও মাইনে বাড়াল বিসিসিআই। সেটাও আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যার বিচারে বাড়ল।
চলতি আইপিএল মরশুম থেকে এক কোটি টাকা মাইনে পাবেন রিঙ্কু।
চলতি আইপিএল মরশুমের পর থেকেই এক কোটি টাকা মাইনে পাবেন রিঙ্কু। কারণ বিসিসিআই-এর নিয়ম মেনে তিনি ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন। ফলে এবার থেকে এক কোটি টাকা মাইনে পাবেন তিনি।
রিঙ্কু সিং ছাড়া বাকি তিন ক্রিকেটার রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মার মাইনে বেড়ে হল ৫০ লাখ টাকা।
রিঙ্কু সিং ছাড়া বাকি তিন ক্রিকেটার রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মার মাইনে বেড়ে হল ৫০ লাখ টাকা। আগে তাঁরা বিসিসিআই-এর থেকে পেতেন ২০ লাখ টাকা।

KKR vs RCB: শুক্রবার কেকেআর-আরসিবি ম্যাচ, তার আগে নাইট তারকাকে নিয়ে বড় মন্তব্য দীনেশ কার্তিকের

বেঙ্গালুরু: স্লগ ওভারে প্রবল চাপের মধ্য়ে আরসিবির হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। ২০২২ মরশুমে যে ফর্মে ছিলেন ডিকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই পুরনো ছন্দে পাওয়া যায় তারকা উইকেট কিপার ব্যাটারকে। ১০ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর দীনেশ কার্তিক জানান বর্তমানে কার ব্যাটিং দেখে অনুপ্রাণিত তিনি।

আগামী শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়েমে কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। তার আগে দীনেশ কার্তিক জানিয়ে দিলেন, কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাঁকে অনুপ্রাণিত করে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর কার্তিকের কাছে জানতে চাওয়া হয় এখন তিনি কাকে দেখে অনুপ্রাণিত হন। সেই সময় রিঙ্কু সিংয়ের নাম নেন ডিকে।

আইপিএলের তরফ থেকে দীনেশ কার্তিকের সাক্ষাৎকারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দীনেশ কার্তিক বলেন,?রিঙ্কু সিংহকে দেখে অনুপ্রাণিত হয়েছি। দুর্দান্ত ব্যাটিং করে ও। বেশ কিছু আগ্রাসী ক্রিকেটার আছে। যাদের খেলা দেখে আমি শিখছি।? এছাড়া নিজের কোচের গুরুত্বের কথাও জানিয়েছেন দীনেশ কার্তিক।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, এই বছরই তাঁর আইপিএলের শেষ মরশুম বলে জানিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। চলতি মরশুমের শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন তারকা উইকেটকিপার ব্যাটার। তার আগে শেষ মরশুমে আরসিবির হয়ে নিজের সেরাটা দিয়ে অবদান রাখাই লক্ষ্য ডিকের। একইসঙ্গে আরসিবিকে আইপিএল চ্য়াম্পিয়ন দেখতে চান কার্তিক।

KKR News: কলকাতায় হলুদ ট্যাক্সিতে রিঙ্কু সিং ও নীতিশ রানা, ‘প্রাণের শহর’ ঘুরে দেখলেন দুই কেকেআর তারকা

কলকাতা: জমে উঠেছে আইিপএল ২০২৪। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী শুক্রবার অ্য়াওয়ে ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর। তার আগে দুই কেকেআর তারকার একটি ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

যদিও ভিডিওটি আইপিএল শুরুর আগের। কিন্তু আইপিএলের পারদ চড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। যেখানে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি করে গোটা শহর ঘুড়ে বেড়াচ্ছেন দুই কেকেআর তারকা রিঙ্কু সিং ও নীতিশ রানা। বেশ চুটিয়ে উপভোগ করছেন ‘প্রাণের শহরের’ পরিক্রমা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে একটি হলুদ ট্যাক্সিকে হাত দেখিয়ে দাঁড় করান রিঙ্কু সিং ও নীতিশ রানা। তারপর ওই ট্যাক্সি করেই ঘুড়ে দেখেন বিখ্যাত জায়গা থেকে শুরু করে ধর্মীয় স্থান। ভিডিওতে গড়ের মাঠ, ভিক্টোরিয়া, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, ধর্মতলা থেকে শুরু ককে দক্ষিণেশ্বর মন্দির, নিউটাউন, ইকো পার্ক, সবকিছুরই ঝলক ধরা পড়ে।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

কেকেআরের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল আইপিএল শুরুর বেশ কিছুটা সময় আগে। যা এখনও মন জয় করে চলেছে কেকেআর ফ্যান থেকে শুরু কলকাতাবাসীর। প্রাণের শহরের প্রাণের দল বলে কথা। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে ভিডিওটি।

KKR News: ‘ওলে ওলে’ গানে উদ্দাম নাচ রিঙ্কু ও কেকেআর কোচের, ঝড় তুলল ভিডিও

কলকাতা: শুক্রবার আইপিএল ২০২৪-এর ঢাকে কাঠি। ২৩ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। জোর কদমে চলছে প্রস্তুতি শিবির। তবে প্রথম ম্য়াচের আগে ফুরফুরে মেজাজে নাইটরা। সামনে এল কোচ ও ক্রিকেটারের নাচের উদ্দাম নাচের ভিডিও।

অনুশীলনের পাশাপাশি টিম বন্ডিংয়ের ক্ষেত্রেও জোর দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বুধবার ছিল টিম বন্ডিং সেশন। যেখানে ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফরা সকলে নিজেদের মধ্যে মজাদার নানা অ্যাক্টেভিটি করে থাকে। সেখানে কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে নাচতে দেখা গেল কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিংকে।

কেকেআরের তরফ থেকে ভিডিওটি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলিউড সিনেমা ?দিল্লাগি?-র বিখ্যাত গান ‘ওলে ওলে’-র সঙ্গে নাচতে দেখা যায় রিঙ্কু ও পন্ডিত স্যারকে। হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছিলেন বাকি ক্রিকেটারেরা। নাচ শেষে একে-অপরকে আলিঙ্গন করেন দুজন। যেই ভিডিও মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: KKR News: জলে যাবে কেকেআরের প্রায় ২৫ কোটি টাকা? আইপিএল শুরুর আগে কী জানালেন মিচেল স্টার্ক

প্রসঙ্গত, নতুন মেন্টর গৌতম গম্ভীরের অধীনে ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। একে একে যোগ দিয়েছেন দেশি-বিদেশী সব ক্রিকেটাররা। শনিবার ইডেনে জয় দিয়ে মরশুম করতে মরিয়া দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা