Tag Archives: Chilli

Chilli Gardening Tips: তরতরিয়ে বাড়ছে লঙ্কা গাছ…! অথচ ফলন ‘শূন্য’? মাটিতে দিন ৩টি ছোট্ট জিনিস! দেখুন ম্যাজিক

উত্তর দিনাজপুর: টবে লঙ্কা গাছ লাগিয়েছেন? কিন্তু গাছ বাড়লেও লঙ্কা ফলছে না? এই সমস্যায় কী করবেন ঠিক বুঝতে পারছেন না? এমন সমস্যা দেখা দিলে বুঝতে হবে টবে ঠিক মতো মাটি দেওয়া হয়নি কিংবা প্রয়োজন মতো সার ব্যবহার করা হচ্ছে না। এক্ষেত্রে মেনে চলতে হবে জাস্ট কিছু টিপস।

বাড়ির দৈনন্দিন রান্নায় কাঁচা লঙ্কা তো দিতেই হবে। রান্নাতে লঙ্কা না হলে খাবারের স্বাদ যেন ফিকে হয়ে যায়। তবে বাজার থেকে সব সময় কিনে না এনে বাড়িতে টবেই চাষ করতে পারবেন লঙ্কা। সঠিক কিছু নিয়ম মেনে বাড়ির টবে লঙ্কা চাষ করলে লঙ্কার ভাল ফলন পাওয়া যাবে।

আরও পড়ুন: বর্ষা ফিরছে কবে…? ‘তারিখ’ জানিয়ে দিল হাওয়া অফিস! বর্ষার পিছু পিছু আসছে নতুন ‘অশনি’! বিরাট সতর্কবাণী আইএমডি-র

কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান ,শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সব ঋতুতেই এই লঙ্কা গাছ লাগানো যায়। তবে খুব বেশি গরম বা অতি বৃষ্টিতে লঙ্কার ফলন ভাল হয় না। তাই লঙ্কা লাগানোর সঠিক সময় হল আশ্বিন ,কার্তিক মাস। এই লঙ্কা গাছ লাগানোর জন্য প্রথমে প্রয়োজন মত মাঝারি সাইজের একটি টব বেছে নিতে হবে। প্লাস্টিক বা মাটির টবে গাছ লাগাতে পারেন। তবে টবের নীচে এক্ষেত্রে ছিদ্র রাখতে হবে। বালি দিয়ে এমন ভাবে ঢেকে রাখুন যাতে গাছে জল সম্পূর্ণ গোড়ায় জমে থাকতে না পারে আবার বেরিয়ে যেতেও না পারে। এরপর পর্যাপ্ত সূর্যালোক আছে এমন জায়গায় টব রাখুন।

আরও পড়ুন: বয়স অনুযায়ী ওজন কত হলে আপনি ‘পারফেক্ট’? ১ মিনিটে জেনে নিন! এই রইল ‘ফর্মুলা’..! চার্ট মিলিয়ে দেখুন!

বিশেষজ্ঞ তাঁর পরামর্শে আরও বলেন, লঙ্কা চাষের জন্য প্রয়োজন মাটির। এই লঙ্কা চাষে বেলে মাটি ভীষণ ভাল। এই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার যেমন গোবর সার বা সবজির খোসা পচিয়ে মিশিয়ে নিতে পারেন। এরপর ১৫ দিন পর পর মাটিতে ইউরিয়া,পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, সালফেট মেশাতে হবে।

আরও পড়ুন: ক্যামেরা দেখেই…! সিজিও থেকে বেরিয়ে এ কী করছেন ডাক্তার অভীক দে? মধ্যরাতে বিরাট নাটক! দেখুন…

এছাড়া গাছে পর্যাপ্ত জল দেওয়া প্রয়োজন। তবে মাটি শুকিয়ে গেলেই শুধু জল দিন। স্প্রে বোতলে করে জল ছিটিয়ে দিতে পারেন । তবে টবে লঙ্কা চাষ করার পর গাছের পাতায় পিঁপড়ে বা মাকড়সার উৎপাত দেখা যায়, সে ক্ষেত্রে নিম তেল স্প্রে করতে পারেন।
পিয়া গুপ্তা

Bullet Lanka: লঙ্কার ঝাঁঝে পুরো তৌবা তৌবা! অল্প জমিতে বেশি ফলনে টাকা রোজগার দেদার, রইল লঙ্কা চাষের মেগা আয়ের ঠিকানা

: বুলেট লঙ্কা চাষ এখন সুন্দরবনের আর এই চাষ করে লাভবান হচ্ছে কৃষক রা। অল্প সময়ে বেশি ফলন ফলিয়ে। সাধারণ লঙ্কাগাছে যেখানে আড়াই থেকে তিন মাসে ফল আসে সেখানে হাইব্রিড বুলেটে দু’মাসের আগেই ফলন ধরে৷ ফলনও তুলনায় অনেক বেশি পরিমাণে হয়৷ ফলে অল্প জমিতে অধিক ফলিয়ে বাড়তি লাভ হচ্ছে কৃষকদের।
: বুলেট লঙ্কা চাষ এখন সুন্দরবনের আর এই চাষ করে লাভবান হচ্ছে কৃষক রা। অল্প সময়ে বেশি ফলন ফলিয়ে। সাধারণ লঙ্কাগাছে যেখানে আড়াই থেকে তিন মাসে ফল আসে সেখানে হাইব্রিড বুলেটে দু’মাসের আগেই ফলন ধরে৷ ফলনও তুলনায় অনেক বেশি পরিমাণে হয়৷ ফলে অল্প জমিতে অধিক ফলিয়ে বাড়তি লাভ হচ্ছে কৃষকদের।
যেখানে অন্যান্য জাতের লঙ্কা তুলনায় বুলেট লঙ্কা পাইকারি বাজারে দাম প্রায় তিন ভাগের এক ভাগ দরে বিক্রি হচ্ছে। আর তাতেই অনেক বেশি মুনাফা এবং লাভ করছেন লঙ্কা চাষিরা। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় বাজারে বুলেট লঙ্কার চাহিদা অনেক বেড়েছে।
যেখানে অন্যান্য জাতের লঙ্কা তুলনায় বুলেট লঙ্কা পাইকারি বাজারে দাম প্রায় তিন ভাগের এক ভাগ দরে বিক্রি হচ্ছে। আর তাতেই অনেক বেশি মুনাফা এবং লাভ করছেন লঙ্কা চাষিরা। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় বাজারে বুলেট লঙ্কার চাহিদা অনেক বেড়েছে।
তাই সুন্দরবন অত্যন্ত এলাকা থেকে শুরু করে জয়নগর কুলতলী ভাঙর গোসাবা বাসন্তী এই সমস্ত এলাকার চাষিরা বেশি উপার্জনের আশায় জমিতে অন্য আনাজের পাশাপাশি এই লঙ্কা গাছ বসাচ্ছেন।
তাই সুন্দরবন অত্যন্ত এলাকা থেকে শুরু করে জয়নগর কুলতলী ভাঙর গোসাবা বাসন্তী এই সমস্ত এলাকার চাষিরা বেশি উপার্জনের আশায় জমিতে অন্য আনাজের পাশাপাশি এই লঙ্কা গাছ বসাচ্ছেন।
কথাই বলে যেমন ঝাঁজ তেমন কাজ আর এই ঝাঁজে বুলেটের নতুন বাজার কাঁপাচ্ছে এই লঙ্কা। যা অন্যান্য লঙ্কা বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। আর তাই এই সমস্ত এলাকায় দিনকে দিন কদর বাড়ছে। যদিও ক্যাপসিকামের থেকে অনেক ছোট হলো চাহিদা অনেকটাই বেশি। রাস্তায় অল্প সময়ে বাড়তি ফলন বেশি লাভের আশায় সুন্দরবনে র চাষিরা
কথাই বলে যেমন ঝাঁজ তেমন কাজ আর এই ঝাঁজে বুলেটের নতুন বাজার কাঁপাচ্ছে এই লঙ্কা। যা অন্যান্য লঙ্কা বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। আর তাই এই সমস্ত এলাকায় দিনকে দিন কদর বাড়ছে। যদিও ক্যাপসিকামের থেকে অনেক ছোট হলো চাহিদা অনেকটাই বেশি। রাস্তায় অল্প সময়ে বাড়তি ফলন বেশি লাভের আশায় সুন্দরবনে র চাষিরাকথাই বলে যেমন ঝাঁজ তেমন কাজ আর এই ঝাঁজে বুলেটের নতুন বাজার কাঁপাচ্ছে এই লঙ্কা। যা অন্যান্য লঙ্কা বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। আর তাই এই সমস্ত এলাকায় দিনকে দিন কদর বাড়ছে। যদিও ক্যাপসিকামের থেকে অনেক ছোট হলো চাহিদা অনেকটাই বেশি। রাস্তায় অল্প সময়ে বাড়তি ফলন বেশি লাভের আশায় সুন্দরবনে র চাষিরা
বিভিন্ন সবজি চাষের মধ্যে বীজের পর দিকে জমিতে এই হাইব্রিড বুলেট লঙ্কা চাষ করছেন রমরমিয়ে। কারণ শুধু আমাদের জেলাতে নয় এই লঙ্কা জেলার বাইরে রফতানি হচ্ছে। আর তাই এই লঙ্কা চাষ করে সুন্দরবনের চাষী রাত আয়ের দিশা দেখছে। Input- Suman Saha
বিভিন্ন সবজি চাষের মধ্যে বীজের পর দিকে জমিতে এই হাইব্রিড বুলেট লঙ্কা চাষ করছেন রমরমিয়ে। কারণ শুধু আমাদের জেলাতে নয় এই লঙ্কা জেলার বাইরে রফতানি হচ্ছে। আর তাই এই লঙ্কা চাষ করে সুন্দরবনের চাষী রাত আয়ের দিশা দেখছে। Input- Suman Saha

Health Benefits of Green Chillies: ঝাল লাগে বটে, তবে কাঁচালঙ্কা একাধিক রোগ সারিয়ে তোলে! এক-আধটা খেয়ে দেখুন, দারুণ উপকার

রান্নায় বেশ করে ঝাল দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ঝালের দিকে পা-ই বাড়ান না। মিষ্টি মিষ্টি খাবার-রান্নাই তাঁদের পছন্দ। তবে একটা কথা জেনে রাখুন, ঝাল লাগার ভয়ে কাঁচালঙ্কা না খেলে শরীরে অনেক ক্ষতি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
রান্নায় বেশ করে ঝাল দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ঝালের দিকে পা-ই বাড়ান না। মিষ্টি মিষ্টি খাবার-রান্নাই তাঁদের পছন্দ। তবে একটা কথা জেনে রাখুন, ঝাল লাগার ভয়ে কাঁচালঙ্কা না খেলে শরীরে অনেক ক্ষতি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
অনেকেরই ধারণা ঝাল খেলে শরীরে ক্ষতি হয়। সেই ধারণায় জল ঢেলে পুষ্টিবিদেরা বলছেন, বরং উল্টোটাই। কাঁচালঙ্কার বেশ কিছু পুষ্টিকর দিকও রয়েছে। তবে পরিমাণের উপর নজর দিতে হবে।
অনেকেরই ধারণা ঝাল খেলে শরীরে ক্ষতি হয়। সেই ধারণায় জল ঢেলে পুষ্টিবিদেরা বলছেন, বরং উল্টোটাই। কাঁচালঙ্কার বেশ কিছু পুষ্টিকর দিকও রয়েছে। তবে পরিমাণের উপর নজর দিতে হবে।
কাঁচালঙ্কা খেলে শরীরের কী কী উপকার হয়?
কাঁচালঙ্কা খেলে শরীরের কী কী উপকার হয়?
কাঁচালঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যা প্রদাহনাশক হিসেবে কাজ করে। মাইগ্রেন এবং আর্থ্রাইটিসের ব্যথাও নিয়ন্ত্রণে রাখতে পারে কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যা প্রদাহনাশক হিসেবে কাজ করে। মাইগ্রেন এবং আর্থ্রাইটিসের ব্যথাও নিয়ন্ত্রণে রাখতে পারে কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। লঙ্কার বীজ এই কাজে খুবই কার্যকর। তাই উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলে ভুগতে থাকা রোগীদের পাতে লঙ্কার উপস্থিতি কাজে আসে।
কাঁচালঙ্কা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। লঙ্কার বীজ এই কাজে খুবই কার্যকর। তাই উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলে ভুগতে থাকা রোগীদের পাতে লঙ্কার উপস্থিতি কাজে আসে।
ঠান্ডা লেগে সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। গরম জলের ভাপ নেওয়ার সময়ে হাতে না থাকলে কাঁচালঙ্কার ঘ্রাণ নেওয়া যেতে পারে। চটজলদি বন্ধ নাক খুলতে দারুণ কাজ করে কাঁচালঙ্কা।
ঠান্ডা লেগে সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। গরম জলের ভাপ নেওয়ার সময়ে হাতে না থাকলে কাঁচালঙ্কার ঘ্রাণ নেওয়া যেতে পারে। চটজলদি বন্ধ নাক খুলতে দারুণ কাজ করে কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা খেলে দেহে এক ধরনের তাপ উৎপন্ন হয়। যা বিপাকহারের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। শরীরের বাড়তি মেদ ঝরাতে এবং ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা খেলে দেহে এক ধরনের তাপ উৎপন্ন হয়। যা বিপাকহারের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। শরীরের বাড়তি মেদ ঝরাতে এবং ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। কাঁচালঙ্কা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সংক্রমণজনিত জ্বর, সর্দি-কাশি থেকে বাঁচায়। লঙ্কার মধ্যে রয়েছে ক্যাপসাইসিন, যা দেহের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কাঁচালঙ্কা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। কাঁচালঙ্কা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সংক্রমণজনিত জ্বর, সর্দি-কাশি থেকে বাঁচায়। লঙ্কার মধ্যে রয়েছে ক্যাপসাইসিন, যা দেহের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Chilli Man Viral: ‘লঙ্কাকাণ্ড’! খিদের পেটে লঙ্কা খান ইনি, চোখে-মুখে লঙ্কাবাটা ডলেন; কেন? জানলে চমকে যাবেন

নদিয়া: এ কী কাণ্ড! মুঠো মুঠো লঙ্কা চিবিয়ে অনায়াসে খেয়ে ফেলছেন নদিয়ার এই ব্যক্তি। শুধু তাই নয় লঙ্কা বেটে সারা মুখ মেখে নিচ্ছেন তিনি। এই লঙ্কা চোখেমুখে ডলে দিলে নাকি তাঁর চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি করছেন তিনি।

রানাঘাট দু’নম্বর ব্লকের আইসমালি বেলেরহাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদার। ছোটবেলায় তিনি জন্মানোর পর আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠছিলেন। তবে বছর দুয়েক যেতে না যেতেই তার মধ্যে যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারে তাঁর পরিবার।

তিন বছর বয়স থেকেই মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন তিনি। আর শুধু তাই নয়, ঝাল কাঁচালঙ্কা বেটে সেই লঙ্কা বাটা চোখে খে দিলে নাকি তাঁর চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি শেখর বাবুর।

আরও পড়ুন: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?

বাড়িঘরের অবস্থা খুব বেশি ভাল নয়, সামান্য যা রোজগার করে তাতে কোনও রকমে সংসার চলে যায় তাঁর। বাড়িতে বৃদ্ধ মা জানান, তিন বছর বয়স থেকেই শেখরবাবু এভাবেই অনায়াসে মুঠো মুঠো ঝাল কাঁচালঙ্কা খেয়ে আসছেন। প্রথমদিকে খানিকটা ভয় পেয়ে গেলেও পরবর্তীকালে তাঁরা বোঝেন, তাঁর মধ্যে সাধারণ মানুষের মতো লঙ্কা খেলে তাঁর ঝাল অনুভূতি হয় না।

বাড়ির পাশেই রয়েছে এক মন্দির, সেই দেবতার আশীর্বাদেই নাকি তাঁর ছেলে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন। শেখর বাবু দাবি করেন, সাধারণ মানুষ যে সমস্ত খাবার খান তার চেয়ে বরং কাঁচা লঙ্কাই তাঁর অত্যন্ত প্রিয় খাদ্য। তিন বেলা ভাত না খেয়ে প্রায় এক দিনেই দেড় কেজি কাঁচা লঙ্কায় তিনি অনায়াসেই ক্ষুধা নিবারণ করে থাকতে পারবেন।,

আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা

শুধু তাই নয়, চোখে মুখে কাঁচা লঙ্কা বাটা মেখে রাখলে তাঁর চোখের জ্যোতি বাড়ে, যা সাধারণ মানুষ মাখলে তাঁদের চোখ নষ্ট হয়ে যাবে। পাড়া-প্রতিবেশীরা শেখরবাবুর এই অস্বাভাবিক ক্ষমতা দেখে অভিভূত। তবে ঐশ্বরিক ক্ষমতা নাকি এর চিকিৎসাবিজ্ঞানে রয়েছে কোনও ব্যাখ্যা তা অবশ্য জানা যায়নি।

চিকিৎসক জয় বিশ্বাস জানান, ছোটবেলা থেকে এই অভ্যাসের ফলে শেখরবাবুর শরীরে ঝালের ‌যে অনুভুতি তাতে রেজিসট্যান্স অর্থাৎ সহনশীলতা এসেছে। তাই হয়তো লঙ্কায় ঝাল লাগে না তাঁর। এটা কোনও অলৌকিক ক্ষমতা নয়। এরকম অভ্যাস ‌যে কেউ করতে পারেন।তবে ‌যাই হোক না কেন আপাতত কাঁচা লঙ্কা খেয়েই ভাইরাল নদিয়ার শেখর শিকদার।

Mainak Debnath

Chilli Cultivation: ছাদ বাগানে এই পদ্ধতিতে লঙ্কা গাছ লাগালে প্রচুর ফলন, আর বাজার থেকে কিনতে হবে না

উত্তর দিনাজপুর: বাজার থেকে আর কিনে খেতে হবে না কাঁচা লঙ্কা। বাড়িতেই করুন ঝাল ঝাল লঙ্কার চাষ। লঙ্কা ছাড়া বাঙালির কোন‌ও তরকারিই ঠিক যেন জমে না। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই লঙ্কা ওষুধ ও মসলা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে দিন দিন বাজারের লঙ্কার দাম বেড়েই চলেছে। তবে আর বাজার থেকে দাম দিয়ে লঙ্কা কেনার দরকার নেই। এই পদ্ধতি মেনে চললে বাড়িতেই দুর্দান্ত লঙ্কা ফলাতে পারবেন আপনি।

সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে লঙ্কার চারা লাগালে গাছ ভাল হয়। তবে কাঁচা লঙ্কা গাছ বছরে যে কোন‌ও সময় লাগাতে পারেন। কীভাবে এই লঙ্কা চাষ করা হয় জানেন? কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান, কাঁচা লঙ্কা চাষের জন্য গরমকাল দারুণ উপযোগী। কাঁচা লঙ্কা চাষের জন্য খুব বড় টব না হলেও মাঝারি আকারে টবে এই লঙ্কা চাষ করতে পারেন। তবে টবে গোবর সার দিয়ে তারপর লঙ্কার চারা লাগাবেন। আপনি চারা কিনেও টবে লঙ্কার গাছ লাগাতে পারেন কিংবা বাড়িতে থাকা শুকনো লঙ্কার বীজ ছড়িয়ে দিয়ে চারা উৎপাদন করে নিতে পারবেন।

আর‌ও পড়ুন: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

তবে লঙ্কা গাছে প্রতিদিন ভাল করে জল ও সার দিয়ে পরিচর্যা করতে হবে। লঙ্কা গাছ বড় হলে যদি কোন‌ও একদিকে ঝুঁকে যায় তাহলে একটি লাঠি দিয়ে লঙ্কার গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন। কিছুদিন পরেই গাছে ফুল-ফল দেখা যাবে। এই লঙ্কা গাছে সার হিসেবে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তবে টবে লঙ্কা চাষের সময় জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে। যাতে খুব বেশি জল না দেওয়া হয়। আবার কম জল দিলেও গাছ মরে যাবে। তাই টবের শুকনো অবস্থা দেখে জলের পরিমাণটা ঠিক করতে হবে। এইভাবেই খুব সহজেই বাড়িতে সামান্য জায়গা কিংবা টবের মধ্যেই লাগিয়ে ফেলুন লঙ্কার চারা। আর সারা বছর পান ঝাললঙ্কা।

পিয়া গুপ্তা

সৌভাগ্য পায়ে এসে চুমু খাবে…! মঙ্গলবার মঙ্গলবার শুকনো লঙ্কা দিয়ে করুন এই ‘কৌশল’, কাছে ঘেঁষতে পারবে না দারিদ্র

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? ঘর নেতিবাচক শক্তিতে ভরে যাচ্ছে? কোনও কাজই সফলভাবে হচ্ছে না? বাস্তু বিশেষজ্ঞরা বলেন এর কারণ আপনার বাড়ির বাস্তুদোষ। আর সেই দোষ কাটাতেই নানা টোটকা মোক্ষম কার্যকরী হয়। এমনই একটি টোটকা লাল লঙ্কা। আপনি প্রতি মঙ্গলবার লাল শুকনো লঙ্কা দিয়ে এই প্রতিকারগুলি ব্যবহার করে দেখতে পারেন। হাতেনাতে মিলবে রেজাল্ট।
জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? ঘর নেতিবাচক শক্তিতে ভরে যাচ্ছে? কোনও কাজই সফলভাবে হচ্ছে না? বাস্তু বিশেষজ্ঞরা বলেন এর কারণ আপনার বাড়ির বাস্তুদোষ। আর সেই দোষ কাটাতেই নানা টোটকা মোক্ষম কার্যকরী হয়। এমনই একটি টোটকা লাল লঙ্কা। আপনি প্রতি মঙ্গলবার লাল শুকনো লঙ্কা দিয়ে এই প্রতিকারগুলি ব্যবহার করে দেখতে পারেন। হাতেনাতে মিলবে রেজাল্ট।
লাল লঙ্কার এমন অনেক কৌশল রয়েছে যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং ব্যক্তিকে অনেক ঝামেলা-বিপদ থেকে মুক্তি পেতে সহায়তা করে। আপনি যদি শুকনো লঙ্কার এই কৌশলগুলি চেষ্টা করে দেখেন তবে আপনি জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
লাল লঙ্কার এমন অনেক কৌশল রয়েছে যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং ব্যক্তিকে অনেক ঝামেলা-বিপদ থেকে মুক্তি পেতে সহায়তা করে। আপনি যদি শুকনো লঙ্কার এই কৌশলগুলি চেষ্টা করে দেখেন তবে আপনি জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুকনো লঙ্কার কিছু বিশেষ কৌশল, বিশেষ করে মঙ্গলবার করা খুবই কার্যকরী হয়। এই টোটকা বা প্রতিকার আপনাকে শুধু ঋণ থেকে মুক্তি দিতেই সাহায্য করে না, কাজে বাধা দূর করতেও সাহায্য করে।
শুকনো লঙ্কার কিছু বিশেষ কৌশল, বিশেষ করে মঙ্গলবার করা খুবই কার্যকরী হয়। এই টোটকা বা প্রতিকার আপনাকে শুধু ঋণ থেকে মুক্তি দিতেই সাহায্য করে না, কাজে বাধা দূর করতেও সাহায্য করে।
লাইফ প্রশিক্ষক এবং জ্যোতিষী শীতল শাপাইরার কাছ থেকে জেনে নিন মঙ্গলবার মঙ্গলবার শুকনো লঙ্কার কোন প্রতিকার আপনার জীবনে সুখ আনতে পারে।
লাইফ প্রশিক্ষক এবং জ্যোতিষী শীতল শাপাইরার কাছ থেকে জেনে নিন মঙ্গলবার মঙ্গলবার শুকনো লঙ্কার কোন প্রতিকার আপনার জীবনে সুখ আনতে পারে।
ভাল কাজের জন্য টিপসআপনি কি চাকরি খুঁজছেন? অনেক চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না কর্মক্ষেত্রে? তাহলে একটি মাটির প্রদীপ নিন এবং তাতে সর্ষের তেল দিন। এর ভিতরে ৭টি শুকনো লঙ্কা রাখুন এবং সেই তেলে এক চিমটি লবণ যোগ করুন এবং এটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন।
ভাল কাজের জন্য টিপস
আপনি কি চাকরি খুঁজছেন? অনেক চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না কর্মক্ষেত্রে? তাহলে একটি মাটির প্রদীপ নিন এবং তাতে সর্ষের তেল দিন। এর ভিতরে ৭টি শুকনো লঙ্কা রাখুন এবং সেই তেলে এক চিমটি লবণ যোগ করুন এবং এটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন।
আপনি যে ঘরে বসে অফিস সংক্রান্ত কাজ করেন সেই ঘরেই এই প্রদীপটি রাখুন। এই সমাধানের মাধ্যমে আপনি শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন। কাজের জীবনে আসতে পারে পদোন্নতির যোগ।
আপনি যে ঘরে বসে অফিস সংক্রান্ত কাজ করেন সেই ঘরেই এই প্রদীপটি রাখুন। এই সমাধানের মাধ্যমে আপনি শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন। কাজের জীবনে আসতে পারে পদোন্নতির যোগ।
দৃষ্টিদোষ খণ্ডাতে শুকনো লঙ্কার টিপসশিশু বা বৃদ্ধরা যে কোনও ধরনের কুদৃষ্টিতে আক্রান্ত হলে মঙ্গলবার সন্ধ্যায় সাতটি গোটা লাল লঙ্কা নিয়ে আক্রান্ত ব্যক্তির মাথায় ৭ বার ঘোরান। লাল লঙ্কাটি মাথার উপরে সাতবার সোজা এবং সাতবার বিপরীতে ঘোরান। এর পর এই মরিচগুলো আগুনে দিন। অল্প সময়ের মধ্যেই চোখের ত্রুটি থেকে মুক্তি পাবেন।
দৃষ্টিদোষ খণ্ডাতে শুকনো লঙ্কার টিপস
শিশু বা বৃদ্ধরা যে কোনও ধরনের কুদৃষ্টিতে আক্রান্ত হলে মঙ্গলবার সন্ধ্যায় সাতটি গোটা লাল লঙ্কা নিয়ে আক্রান্ত ব্যক্তির মাথায় ৭ বার ঘোরান। লাল লঙ্কাটি মাথার উপরে সাতবার সোজা এবং সাতবার বিপরীতে ঘোরান। এর পর এই মরিচগুলো আগুনে দিন। অল্প সময়ের মধ্যেই চোখের ত্রুটি থেকে মুক্তি পাবেন।
বিয়ের জন্য শুকনো লঙ্কার টিপসযদি আপনার বিবাহে বাধা আসে, তবে হলুদের সঙ্গে ৭টি শুকনো লঙ্কা নিন। একটি হলুদ কাপড়ে বেঁধে পূজার স্থানে রাখুন। এই সমাধানের মাধ্যমে, শীঘ্রই আপনার বিবাহের সম্ভাবনা হবে। বিশেষ করে ছেলের বিয়েতে বাধা থাকলে মায়েরা এসব সমাধান করে দেখতে পারেন।
বিয়ের জন্য শুকনো লঙ্কার টিপস
যদি আপনার বিবাহে বাধা আসে, তবে হলুদের সঙ্গে ৭টি শুকনো লঙ্কা নিন। একটি হলুদ কাপড়ে বেঁধে পূজার স্থানে রাখুন। এই সমাধানের মাধ্যমে, শীঘ্রই আপনার বিবাহের সম্ভাবনা হবে। বিশেষ করে ছেলের বিয়েতে বাধা থাকলে মায়েরা এসব সমাধান করে দেখতে পারেন।
যদি আপনার বাজারে অনেক ঋণ হয়ে গিয়ে থাকে এবং তা থেকে মুক্তির পথ খুঁজছেন এমন হয়, তাহলে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন এবং ঘর থেকে বের হওয়ার সময় মূল দরজার কাছে রাখুন। আপনি যে কাজের জন্য যাত্রা করছেন তাতে সাফল্যের পাশাপাশি আপনি ঋণ থেকে মুক্তি পাবেন।
যদি আপনার বাজারে অনেক ঋণ হয়ে গিয়ে থাকে এবং তা থেকে মুক্তির পথ খুঁজছেন এমন হয়, তাহলে পাঁচটি শুকনো লাল লঙ্কা নিন এবং ঘর থেকে বের হওয়ার সময় মূল দরজার কাছে রাখুন। আপনি যে কাজের জন্য যাত্রা করছেন তাতে সাফল্যের পাশাপাশি আপনি ঋণ থেকে মুক্তি পাবেন।
টাকার জন্য শুকনো লঙ্কা দিয়ে করুন এই প্রতিকারজ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি আর্থিক লাভ চান তাহলে আপনাকে একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা বেঁধে যেখানে টাকা আছে সেখানে রাখতে হবে। এটি আপনার বাড়ি নিরাপদে রাখবে। অর্থের কোনও অভাব হবে না। বিশেষ করে মঙ্গলবার এই উপায় অবলম্বন করলে আপনার ঘরে দ্রুত অর্থের বৃষ্টি হবে।
টাকার জন্য শুকনো লঙ্কা দিয়ে করুন এই প্রতিকার
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি আর্থিক লাভ চান তাহলে আপনাকে একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা বেঁধে যেখানে টাকা আছে সেখানে রাখতে হবে। এটি আপনার বাড়ি নিরাপদে রাখবে। অর্থের কোনও অভাব হবে না। বিশেষ করে মঙ্গলবার এই উপায় অবলম্বন করলে আপনার ঘরে দ্রুত অর্থের বৃষ্টি হবে।