Tag Archives: Shopping

International Shopping Festival: সিঙ্গাপুর, দুবাইের পর এবার কলকাতায়! প্রথমবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল

কলকতাঃ আগামী ২০শে সেপ্টেম্বর বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে হতে চলেছে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফেস্টিভ্যাল চলবে ৫ অক্টোবর পর্যন্ত। গ্রাম বাংলার শিল্পীদের হস্তশিল্প সামগ্রী, পাট ও খাদির জিনিসপত্র ছাড়াও এই ফেস্টিভ্যালে থাকবে বিভিন্ন ধরণের আধুনিক মানের ফ্যাশনেবল পোশাক-সহ সুরুচিসম্মত নানা সামগ্রী। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বিভিন্ন সরকারি দফতর এবং বেসরকারি স্টার্টআপ সংস্থা। শুধু তাই নয়, থাকছে অন্যান্য দেশ-বিদেশের বেশ কয়েকটি নামকরা শিল্প সংস্থার স্টল।

আরও পড়ুনঃ প্রকাশ‍্যে শুটআউট! মাঝ রাতে গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী

নবান্ন সূত্রে খবর, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের সবথেকে বড় আন্তর্জাতিক ইভেন্ট হবে এই শপিং ফেস্টিভ্যাল। ১৬ দিন ধরে চলবে এই ফেস্টিভ্যাল। বাংলার শিল্প ও শিল্পীদের নতুন দিশা দেখাতেই এমন আয়োজন বলেই মনে করা হচ্ছে। এই উৎসবের লক্ষ্য পশ্চিমবঙ্গের খুচরো ও বাণিজ্যিক খাতের অপার সম্ভাবনাকে তুলে ধরা ও বাংলাকে একটি আন্তর্জাতিক ‘শপিং ডেস্টিনেশনে’ রূপান্তরিত করা। এই শপিং ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্যই থাকছে বাংলার খাদি এবং হস্তশিল্প প্রদর্শন। রাজ্যের তরফে বিভিন্ন বড় শপিং মলেও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের পাশাপাশি ফ্যাশন আইটেম, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং চামড়াজাত পণ্যের মতো পণ্য প্রদর্শন করা হবে। থাকবে টেক্সটাইল, পাটজাত পণ্য এবং জিআই পণ্য।

প্রসঙ্গত, প্রতি বছরেই সিঙ্গাপুরে দ্য গ্রেট সিঙ্গাপুর সেল নামে এমন একটি ফেস্টিভ্যাল হয়। দুবাই-সহ ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ইস্তানবুল এবং কান-এ এই জাতীয় আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল প্রতি বছরেই হয়। এবার থেকে সেই তালিকায় যোগ হতে চলেছে মহানগরীর নাম।

Independence Day 2024: টুপি থেকে টি-শার্ট তেরঙাতে রঙিন বাজার, রাত পোহালেই স্বাধীনতা দিবস

১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় পতাকা বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে। শহরের আনাচে-কানাচে প্রত্যেকটি দোকানে বিক্রি হচ্ছে এই পতাকাগুলি।
১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় পতাকা বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে। শহরের আনাচে-কানাচে প্রত্যেকটি দোকানে বিক্রি হচ্ছে এই পতাকাগুলি।
শুধুমাত্র পতাকাই নয়, পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে পতাকার রঙের বিভিন্ন আকর্ষণীয় জিনিস। ছোট ছোট পতাকাও কিনছেন দোকানে ভিড় করে।
শুধুমাত্র পতাকাই নয়, পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে পতাকার রঙের বিভিন্ন আকর্ষণীয় জিনিস। ছোট ছোট পতাকাও কিনছেন দোকানে ভিড় করে।
এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ অনেকটা আগে থেকেই এই সমস্ত পতাকা ও বিভিন্ন রকমারি জিনিস বিক্রি শুরু হয়েছে। এই কারণেই প্রতিদিন কম0-বেশি ভিড় লেগেই থাকছে।
এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ অনেকটা আগে থেকেই এই সমস্ত পতাকা ও বিভিন্ন রকমারি জিনিস বিক্রি শুরু হয়েছে। এই কারণেই প্রতিদিন কম0-বেশি ভিড় লেগেই থাকছে।
এবারে বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে তেরঙা স্টিকার, বাচ্চাদের চুরি ও কানের দুল। যা বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন দোকানগুলিতে। ক্রেতারাও কিনছেন ভিড় করে।
এবারে বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে তেরঙা স্টিকার, বাচ্চাদের চুরি ও কানের দুল। যা বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন দোকানগুলিতে। ক্রেতারাও কিনছেন ভিড় করে।
জেলার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের দিন সকালে পতাকা উত্তোলন হবে। হবে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান। সেজন্য পতাকার রঙের সাজসজ্জার জিনিসও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।
জেলার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের দিন সকালে পতাকা উত্তোলন হবে। হবে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান। সেজন্য পতাকার রঙের সাজসজ্জার জিনিসও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।

 Woman Can’t Stop Shopping:টাকা ফুরিয়েছে, রাখার জায়গাও! তবু কেন শপিং থামাতে পারছেন না এই তরুণী?

কলকাতা: অনলাইনে একের পর এক বাক্স এসে ঘর ভরে যায়। খোলা হয় না সে সব। তাও কেনাও শেষ হয় না। কিনতেই থাকেন ১৯ বছরের এই তরুণী।

কোনও কিছুকে পছন্দ করা এবং তাতে আসক্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ যখন কিছু পছন্দ করে, সেটা বারবার করতে চায়। কিন্তু যখন সেটা নেশা হয়ে যায়, তখন আর নিজেকে থামানো যায় না। আসক্তি তৈরি হওয়া ক্ষতিকর বলেই মনে করেন মনোবিদরা।

কোনও কিছুর প্রয়োজন হলে সেটা কিনতে হয়। তবে প্রয়োজন না হলেও কি কেনার অভ্যাস থাকে অনেকের। যেমন, ১৯ বছর বয়সি এক যুবতীর কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর অদ্ভুত আসক্তির কথা। কেনাকাটার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনলাইনে অর্ডার করে একের পর এক জিনিস আনান তিনি। টাকাপয়সা না থাকলেও ধারে কিনতে কসুর করেন না তিনি। একের পর এক বাক্স আসে বাড়িতে। সেগুলো জমা হয়ে ঘর ভর্তি, তাও বন্ধ হয় না কেনাকাটা।

এদিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন সেই যুবতী। জামাকাপড় থেকে আরম্ভ করে গ্যাজেটস, জুতো, গৃহস্থালির সামগ্রী সব কিছুই কেনেন তিনি। আর্থিক সমস্যাও পড়ছেন এত কেনাকাটার ফলে। তাও নিজেকে আটকাতে পারছেন না। এই সমস্যার কথা সমাজমাধ্যমে লেখেন সেই যুবতী। বহু মানুষ তাঁর পোস্টে এসে মন্তব্য করেন। তাঁকে উপদেশ দেন। একজন লেখেন, “আপনি এই ভাবে চললে ধ্বংস হয়ে যাবেন। অন্য পথে সুখ খোঁজার চেষ্টা করুন।”

আরও পড়ুন- এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি সম্পর্কে কে হন? সত্যি জেনে শিউরে উঠলেন যুবতী

মনোবিদদের মতে, যুবতী একধরনের মানসিক রোগে ভুগছেন। কম্পালসিভ বায়িং ডিসঅর্ডার (সিবিডি), যা ওনিওম্যানিয়া নামেও পরিচিত। একটি আচরণগত আসক্তি যা কেনাকাটা এবং কেনাকাটার আচরণের প্রতি আসক্তি তৈরি করে। এই অসুখ বংশানুক্রমিক বা জিনগত সমস্যাও হতে পারে। তাই সতর্ক হওয়া প্রয়োজন, এমনই জানান অনেকে সেই যুবতীকে।

Chaitra Sale: হাসফাঁস করা গরমকে হেলায় উড়িয়ে জমে উঠেছে চৈত্র সেল

পূর্ব বর্ধমান: বাংলা ক্যালেন্ডার বলছে এটা চৈত্র মাস। একদিকে একটু একটু করে বাড়তে থাকা তাপমাত্রা জানান দিচ্ছে গরমে হাঁসফাঁস করার দিন শুরু হল। এদিকে চৈত্র মাসের এক চিরপরিচিত বিষয় হল চৈত্র সেল। গোটা বছরের তুলনায় এই সময় বেশ কিছুটা কমদামে জামাকাপড়, জুতো, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি বিক্রি হয়। বঙ্গজাতির একটা বড় অংশের কাছে চৈত্র মাস ও চৈত্র সেল যেন একে অপরের পরিপূরক। দাম কম হওয়ায় চৈত্র সেলে কেনাকাটি করার জন্য দোকান বাজারে ভালই ভিড় হতে শুরু করেছে।

আর‌ও পড়ুন: পোস্টাল ব্যালটের দিন শেষ, ভোটকর্মীরা এবার ফেসিলিটেশন সেন্টারে মতামত জানাবেন

চৈত্র সেলের সেই চেনা ছবিটা ধরা পড়ল পূর্ব বর্ধমানে। জেলা শহর বর্ধমানের উৎসব ময়দানে বসেছে চৈত্র সেল। যা আয়োজিত হচ্ছে বর্ধমান পুরসভার উদ্যোগে। প্রায় এক মাসব্যাপী চলা এই সেল শুরু হতেই ভিড় করছেন অনেকে। বর্ধমান পুরসভার উদ্যোগে উৎসব ময়দানে আয়োজিত এই সেলে বেশ কিছুটা কম দামে মিলছে বিভিন্ন রকম পোশাক। রয়েছে বাচ্চাদের পোশাকেরও বিপুল সম্ভার। এই প্রসঙ্গে এক বিক্রেতা বলেন, তাঁরা জামাকাপড় বিক্রি করছেন এই জায়গায়। ভালই কেনাকাটা হচ্ছে। ১৩ এপ্রিল পর্যন্ত এখানকার চৈত্র সেল চলবে।

আর‌ও পড়ুন: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু

বিভিন্ন ধরনের শাড়ি, জামা-প্যান্ট ছাড়াও রয়েছে নানান সামগ্রী। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, বিছানার চাদর সহ অন্যান্য জিনিস পত্র। চৈত্র সেলে বাজার করতে আসা এক ব্যক্তি এই প্রসঙ্গে জানান, এখানে প্রতিবছরই বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তাই চৈত্র সেলে মানুষ ব্যাপকভাবে ভিড় করে।

বনোয়ারীলাল চৌধুরী