Category Archives: ব্যবসা-বাণিজ্য

Bandhan Bank Q2 Results: বাড়ছে ব্যাঙ্কের ব্যবসা, বন্ধনের আমানত বেড়ে হল ৬৬ হাজার কোটি টাকা

#কলকাতা: করোনা পরিস্থিতিতেও লাভের মুখ দেখল বন্ধন ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর বেড়ে হল ৬৬,১২৭.৭ কোটি টাকা। এই ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা এখন ২.০৮ কোটি। এবং কর্মী সংখ্যা ৪৫,৫৪৯ জন ৷

সোমবার একটি ভার্চুয়াল কনফারেন্সে বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি আর্থিক বছরের প্রথম তিন মাস একেবারেই লকডাউন ছিল দেশ। দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অনেকাংশে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এই কঠিন সময়ের মধ্যেও আমাদের গ্রাহকরা যে দৃঢ়তা দেখিয়েছেন এবং বন্ধনের উপর যে ভাবে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার ফলেই আমাদের বৃদ্ধি হয়েছে। গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে ব্যাঙ্ক ও আমাদের কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এর মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে বদ্ধপরিকর।”

দেশে আনলক পর্ব শুরু হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩৪.৪ শতাংশ হারে বেড়েছে। বর্তমানে আমানতের পরিমান ৬৬,১২৭.৭ কোটি টাকা ৷ গত অর্থবর্ষের তুলনায় CASA ( কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে) ৫৬.২ শতাংশ হারে বেড়ে হয়েছে ২৫,২৭৯ কোটি টাকা। মোট আমানতের মধ্যে এখন CASA অনুপাত হল ৩৮.২ শতাংশ।

বন্ধন ব্যাঙ্কের ঋণের খাতাতেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। গ্রাহকদের গত অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছিল তার তুলনায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ঋণের খাতায় ১৯.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট ঋণের বহর এখন ৭৬,৬১৪.৬ কোটি টাকা।

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যে কোনও ব্যাঙ্কের দৃঢ়তাকে বোঝায়। বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২৭.৮ শতাংশ। যা প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

বদল ঘটিয়ে ফিরল Paytm, গুগল প্লে স্টোরে ফের স্বমহিমায় এই পেমেন্ট অ্যাপ

#নয়াদিল্লি: স্বমহিমায় প্লে স্টোরে ফিরে এল Paytm ৷ শুক্রবার সকালে আচমকা প্লে স্টোর থেকে গুগল এই পেমেন্ট অ্যাপ সরিয়ে দেওয়ায় তৈরি হয়েছিল জল্পনা ৷ প্রশ্ন উঠে গিয়েছে অ্যাপের ওয়ালেটে সঞ্চিত গ্রাহকদের টাকার সুরক্ষা নিয়েও ৷ অবশেষে উপভোক্তাদের আশ্বস্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই বদল ঘটিয়ে সন্ধেতেই গুগল প্লে স্টোরে স্বমহিমায় ফিরে এল পেমেন্ট অ্যাপ Paytm ৷

অনলাইন জুয়া নিয়ে Google-এর নতুন গাইডলাইন না মানার জন্যই Paytm-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল গুগল ৷ সংস্থার গাইডলাইন মেনে Paytm অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনতে দুপক্ষের আলোচনা চলে ৷ অবশেষে এদিন সন্ধেয় নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে প্লে স্টোরে ফিরে আসার খবর জানায় Paytm ৷ জানা গিয়েছে এই পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে অন্য ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে অর্থ পুরস্কার জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল ৷

পেটিএমে চিনা সংস্থার বিপুল লগ্নি। আবার চিনা সংস্থার বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ রয়েছে। সেই কারণেই কি প্লে স্টোর থেকে উধাও? জল্পনার মধ্যেই জানা গেল, ঘটনা একেবারেই আলাদা। গুগলের অভ্যন্তরীণ নীতি ভঙ্গের অভিযোগ উঠছে ভারতীয় স্টার্টআপ সংস্থার বিরুদ্ধে। কী অভিযোগ? IPL-কে সামনে রেখে অনলাইন গেম চালু করেছে পেটিএম | টাকা দিয়ে এই গেম খেলার সুযোগ | ঘুরপথে অনলাইন জুয়া বা বেটিং-চক্র চালানোর অভিযোগ অনলাইন জুয়া নিয়ে গুগলের কাছে ই-মেলে অভিযোগ জমা পড়ে। তারপরই গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ সরানো হয়।

Paytm-এর পেমেন্ট অ্যাপ সরিয়ে নেওয়া হলেও এই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm for Business, Paytm Mall, Paytm Money-এর মতো অ্যাপগুলি প্লে স্টোরে ছিল ৷ তবে গুগল স্টোর থেকে বাদ পড়লেও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছিল Paytm ৷

গুগল প্লে স্টোর থেকে বাদ পড়ার পরে Paytm-এর তরফে জানানো হয়েছিল, ‘‘আমরা গুগলের সঙ্গে কাজ করছি আবারও অ্যান্ড্রয়েড অ্যাপটিকে ফিরিয়ে আনার জন্য ।গুগল প্লে-স্টোরে পেটিএম অ্যাপ ডাউনলোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়িই তা ফের চালু হবে। গ্রাহকদের টাকা ও অন্যান্য তথ্য সম্পুর্ণ সুরক্ষিত রয়েছে। ওয়ালেটের মাধ্যমে টাকার লেনদেনও আগের মতোই করা যাবে। পেটিএম গ্রাহকরা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন ৷’ সেই প্রতিশ্রুতি মতোই কয়েকঘণ্টার মধ্যেই গুগলের নিয়মনীতি মেনে ফিরে আসে Paytm ৷

উল্লেখ্য, Paytm ভারতের সবথেকে দামী স্টার্টআপস ৷ One97 Communications Ltd নামে একটি সংস্থার হাতে Paytm-এর মালিকানা রয়েছে৷ এই সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মা৷ এই সংস্থার নথি অনুযায়ী মাসিক ৫ কোটি অ্যাক্টিভ ইউজার্স এই অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করেন ৷

শেষ যাত্রাতেও নজির গড়ল কোয়ান্টাসের Boeing 747, আকাশে ক্যাঙারু আঁকল ‘কুইন অফ দ্য স্কাই’

#সিডনি: বোয়িং-৭৪৭ ৷ বোয়িংয়ের এই বিমান ‘কুইন অফ দ্য স্কাই’ নামেই পরিচিত ৷ সত্তরের দশক থেকেই বিভিন্ন দেশে পরিষেবা দিয়ে আসছে বোয়িং-৭৪৭ বিমানগুলি ৷ চার ইঞ্জিনের এই ‘জাম্বো জেট’ খুব কম মানুষই আছেন, যাদের চড়ে পছন্দ হয়নি ৷ কিন্তু সবকিছুরই একটা শেষ থাকে ৷ এবার ধীরে ধীরে বোয়িং-৭৪৭ অবলুপ্তির পথে ৷

শেষবার ওড়ার আগে বিমানবন্দরে কোয়ান্টাসের বোয়িং ৭৪৭
শেষবার ওড়ার আগে বিমানবন্দরে কোয়ান্টাসের বোয়িং ৭৪৭

ব্রিটিশ এয়ারওয়েজ কিছুদিন আগেই তাদের বোয়িং-৭৪৭ বিমানগুলির রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেছিল ৷ এবার সেই পথেই হেঁটে শেষবারের মতো উড়ল অস্ট্রেলিয়ার বিমানসংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের শেষ বোয়িং ৭৪৭ বিমানটি ৷

শেষ যাত্রাতেও অবশ্য একটা মনে রাখার মতোই কাজ করলেন বিমানের পাইলটরা ৷ কোয়ান্টাসের প্রতীক ক্যাঙারুর আকারে আকাশে লাইন একে দিলেন শেষবারের মতো ওড়া বোয়িং ৭৪৭-এর পাইলটরা ৷ যে ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয় কোয়ান্টাস এয়ারওয়েজের পক্ষ থেকে ৷

১৯৭১ সালে কোয়ান্টাসের বিমান তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এই বোয়িং ৭৪৭ বিমানের যাত্রা অবশেষে শেষ হল ৷ আমেরিকার পথে রওনা হওয়ার আগে এই সুন্দর দৃশ্যের উপহার দিলেন পাইলটরা ৷ গত প্রায় ৪০ বছরে ২৫০ মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে কোয়ান্টাসের বোয়িং-৭৪৭ বিমানগুলি ৷ ভিভিআইপি যাত্রীদের তালিকায় রয়েছেন কুইন এলিজাবেথ দ্বিতীয় এবং ১৯৮৪ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রতিবারের অস্ট্রেলিয়ান অলিম্পিক দল ৷

একসময় কোয়ান্টাস এয়ারওয়েজ বিশ্বের একমাত্র বিমানসংস্থা ছিল, যাদের প্রত্যেকটি বিমানই ছিল বোয়িং ৭৪৭ ৷ করোনার জেরে এখন বিপর্যস্ত বিমানশিল্প ৷ চার ইঞ্জিনের জাম্বো জেটগুলি রক্ষণাবেক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে অধিকাংশ বিমানসংস্থাগুলির পক্ষেই ৷ তাই ধীরে ধীরে বিশ্বের বিমান মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে ‘কুইন অফ দ্য স্কাই’ বোয়িং ৭৪৭ ৷

আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট….

#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷

যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷

অর্ডার ছিল ৩০০ টাকার লোশন, বাড়িতে এল ১৯০০০’র হেডফোন! কিছুতেই ফেরত নিল না Amazon

#পুনে: অর্ডার করেছিলেন ৩০০ টাকা মূল্যের লোশন , তার বদলে বাড়িতে এল উনিশ হাজারির ব্লুটুথ হেডফোন । এখানেই শেষ নয় । উপভোক্তা জানিয়েছেন, তিনি হেডফোনটি ফেরত দিতে চাইলেও , কোনভাবে তা ফেরত নিতে রাজি হয়নি সংস্থা । এমনকি তাঁকে লোশনের টাকা ফেরত দেওয়া হয় ।

যিনি উপভোক্তা তিনি জোশ সফটওয়্যারের অধিকর্তা গৌতম রাগা ।  সম্প্রতি ৩০০ টাকার একটি স্কিন লোশন তিনি Amazon থেকে অর্ডার করেন । সময় মতো এসে পৌঁছয় পার্সেল । প্যাকেট খুলতেই দেখতে পান লোশনের বদলে তিনি ডেলিভারি পেয়েছেন দামি একটি হেডফোন । এরপর তিনি ফোন করে সংস্থার কাস্টমার কেয়ারে হেডফোনটি ফেরত দেওয়ার আবেদন জানান । কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, সেটি নন রিটার্নেবল । ফলে সেটি ফেরত দেওয়া যাবে না ।

এরপরই তিনি ছবি দিয়ে তাঁর অভিজ্ঞতার কথা ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি । সেখানে উপভোক্তা লেখেন , “Bose wireless earbuds (₹19k) delivered instead of skin lotion (₹300). @amazonIN support asked to keep it as order was non-returnable! ” এরপর গৌতম রাগার ট্যুইটের জবাবে একজন লেখেন, তিনি তাঁর বোস-এর হেডফোনের জায়গার লোশন ডেলিভারি পেয়েছেন ।

এদিকে গৌতম রাগার ট্যুইটের প্রেই এই থ্রেডে আরও বহু মানুষ নিজেদের Amazon এক্সপেরিয়েন্সের এবং সেখানে ঠকে যাওয়ার ঘটনা ছবিসহ পোস্ট করতে থাকেন ।  এরমধ্যে একটি ট্যুইটে এক উপভোক্তা লেখেন , তিনি ১৩,০০০ টাকা মূল্যের ডেল মনিটর অর্ডার করেছিলেন । যেখানে সে ওই মনিটরের পরিবর্তে কলিনের বোতল পেয়েছেন ।