Category Archives: হাওড়া

Howrah News: রাস্তা দখল করে ব্যবসার প্রবণতা! বেচাকেনার হিড়িকে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

হাওড়া: ক্রমশ রাস্তা দখল করে ব্যবসার প্রবণতা বাড়ছে। অলি-গলি কিংবা গ্রামীণ সড়ক নয়। এবার জাতীয় সড়কের সার্ভিস রোড এবং আন্ডারপাস দখল করেই পসরা সাজাচ্ছে ব্যবসায়ীরা। ফুটপাথ দখলের জমানা শেষ। এবার ব্যবসা চলছে কালো পিচ ঢাকা রাস্তার উপরেই। পোশাক তেলেভাজা ফল শাক-সবজি টিফিন সহ নানা দোকান। এই ধরনের অস্থায়ী দোকানের সংখ্যা ক্রমশ বাড়ছে।

হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং পাইকারি সবজি বাজার বা ট্রাক টার্মিনাসে প্রতিদিন ট্রাক মিনি ট্রাকের চাপ। যানবাহনের চাপ নিয়ন্ত্রণ করতে ধুলাগড় আন্ডার পাস। আন্ডারপাসে ব্যবসায়ীদের দখল রাজ। আন্ডারপাস এর বেশ কিছুটা অংশ দখল করে অস্থায়ী জিনিসের পসরা। পথ চলতি মানুষ ক্রেতা হয়ে ভিড় জমাচ্ছে রাস্তায়। সারাদিন যান চলাচলে সেভাবে প্রভাব না পড়লেও সন্ধায় তৈরি হয় যানজট। সাধারণ যানবাহন পথ চলতি মানুষের পাশাপাশি ট্রাকের দারুন চাপ।

আরও পড়ুন:তন্দুরি, মালাই, কেশর কী নেই! ফ্লেভার চায়ে চুমুক দিয়েই জমছে রাসের মেলা

সবকিছু উপেক্ষা করেই রাস্তা দখল করেই চলছে প্রতিদিনের ব্যবসা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন মানুষের মধ্যে। এ প্রসঙ্গে জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার অশোক কুমার পায়রা জানান, দুর্ঘটনা আশঙ্কা মুক্ত করতে একাধিকবার অবৈধ দোকানপাট তুলে দেওয়া হয়েছে। অবৈধভাবে রাস্তার উপর ব্যবসা বন্ধ করার নির্দেশিকাও জারি করা হয়েছে। পুজোর কয়েকদিন আগে সাঁকরাইল ব্লকের ধূলাগড়ে রাস্তা দখল করে ব্যবসা বন্ধ করা হয়। তবে তার পরেও আবার শুরু হয়েছে রাস্তা দখল করে ব্যবসা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Flavour Tea: তন্দুরি, মালাই, কেশর কী নেই! ফ্লেভার চায়ে চুমুক দিয়েই জমছে রাসের মেলা

হাওড়া: ভেরাইটি ফ্লেভার চা! চা নিয়ে চর্চার শেষ নেই মানুষের। চায়ের নেশা অথবা চা ছাড়া চলে না জমাটি আড্ডা। তেমনি টাইমপাসেও প্রয়োজন চা। চলতি পথে চরম ব্যস্ততার মাঝে চায়ের কাপে চুমুক-তো রয়েছে। প্রতিদিনের দিন শুরুতে চায়ে চুমুক। সকালে ঘুম ভাঙলেই ঘরে ঘরে বসে চায়ের আসর। অতিথি আপ্যায়নে স্বাগত জানাতেও এক কাপ চা।চায়ের জনপ্রিয়তা সেকাল থেকে একালের মানুষের। বলা যেতে পারে যত দিন গড়িয়েছে ততই যেন বেড়েছে চায়ের জনপ্রিয়তা। সেই দিক থেকে প্রচুর চায়ের দোকান গজিয়ে উঠেছে চারদিক। হাটে বাজার হোটেল রেস্তোরাঁতে চা। যত দিন এগোচ্ছে চা’য়ে দেখা মিলছে অভিনবত্ব এর ছোঁয়া।

সময় পরিবর্তনের সঙ্গে দুধ বা লিকার চা এর সঙ্গে মিলছে নানা স্বাদের চা। কত রকমের যে চা তার শেষ নেই। তন্দুরি কেশর চকলেট মালাই আম তুলসি গোলাপ কমলালেবুর মত বহু ফ্লেভার চা। আর কত রকমের চা যে হতে পারে তার ঠিক আর ঠিক নেই। যতদিন গড়াচ্ছে ততই ফ্লেভার চায়ের চাহিদা বাড়ছে। নামজাদা হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি বিভিন্ন আচার অনুষ্ঠান বা বিয়ে বাড়ির মত আসরেও চায়ের স্টল।

আরও পড়ুনSuperhit Lassi: শীতেও সুপারহিট বাঁকুড়ার ‘সুমনের’ লস্যি

এবার জেলার ঐতিহ্যবাহী মেলা গুলিতেও চায়ের স্টলের দেখা। তেমনি আন্দুল রাস মেলাতে সুদূর দক্ষিণ ২৪ পরগনা থেকে চা এর স্টল লাগিয়েছেন মস্তাকিন। মেলায় ঘুরতে আসা মানুষের কাছে মস্তাকিনের চায়ের সঙ্গে আন্দুলের রাস মেলা বেশ জমে উঠেছে। হিমেল সন্ধ্যায় কেশর তন্দুরি চকলেট ও মালাই স্পেশাল চা’ য়ে চুমুক দিচ্ছে মানুষ।

যদিও মেলার চায়ে একটু বেশি গাঁটের খরচ। তবুও এই ফ্লেভারের চা আকৃষ্ট করছে ক্রেতাদের। বিশেষ করে নতুন প্রজন্মকে।সন্ধ্যা হলেই পছন্দের চায়ের দোকানে অল্প বয়সী ছেলেদের আড্ডা। নতুন প্রজন্মের চা ‘য়ে টান বা প্রেম অগাধ। সেই দিক থেকে ভাল চা বা ফ্লেভারের চায়ের স্বাদ পেতে কয়েক কিলোমিটার পাড়ি দিতেও দ্বিধা নেই তাদের।

রাকেশ মাইতি

দুর্ঘটনা ‘টার্নিং পয়েন্ট’…! সফল ক্রিকেটারের স্বপ্ন ছেড়ে আজ বাইক রেসার হাওড়ার সায়ক! চমকে দেওয়া গল্প

হাওড়া: ক্রিকেটার থেকে একজন সফল বাইক রেসার সায়ক। শৈশব থেকেই ক্রিকেট ছিল তার প্রাণ। ব্যাট বল আঁকড়ে ধরেই বেড়ে ওঠা। পাড়ার মাঠ থেকে কলকাতার ক্লাবের হয়ে ক্রিকেট খেলা। তখন ক্রিকেটে একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলা। ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার দুচোখে রঙিন স্বপ্ন। তবে এর মাঝেই একটি দুর্ঘটনা সব কিছু বদলে দেয়। দুঃস্বপ্নের কালো মেঘ নেমে আসে সায়কের জীবনে। বাবার বাইকের পিছনের সিটে বসে বাড়ি ফিরছে।

হঠাৎই সড়ক দুর্ঘটনা, তাতে ক্রিকেটার সায়কের পা ভাঙে। তারপর আর মাঠে ফেরা হয়নি। টানা কয়েক মাস গৃহবন্দি হয়ে হতাশ হয়ে একপ্রকার মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। তবে আর পিছনে তাকাতে হয়নি এরপর। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে এগিয়েছে। ২০১০ সালে দুর্ঘটনার পর সুস্থ হয়ে কাজে যোগ দেওয়া। কয়েক বছর কাটতে না কাটতে একটি মোটর কোম্পানিতে ওয়ার্কশপ ম্যানেজারের কাজে যুক্ত হওয়া।

আরও পড়ুন: ধূসর স্মৃতি, প্রেম ভাঙার যন্ত্রণা! ‘সেই রাত ভোলার নয়…’, পিয়া-পরমব্রতর বিয়ের দিনই ‘বিশেষ’ রাতের স্মৃতিচারণ অনুপমের! শেয়ার করলেন ছবিও

গোড়া থেকে বাইকের প্রতি আলাদা টান বা ভাল লাগা ছিল। বাইক নিয়েই লং ট্যুরে বেড়িয়ে পড়া। এক সময় ক্রিকেট ভালবাসা ছেলেটি এবার বাইকের প্রেমে। তারপর নিজের একটি ওয়ার্কশপ তৈরি করা। কয়েক বছরের মধ্যেই বাইকের প্রতি আলাদা প্রেম। তার নিত্য সঙ্গী হয়ে ওঠে বাইক। কয়েক বছরেই বহুবার লং ট্যুরে গিয়েছেন সায়ক।

আরও পড়ুন: র‍্যাট হোল মাইনিং কী…? শ্রমিক উদ্ধারে আশার আলো ‘ইঁদুরের গর্ত’! চমকে দেবে এই ‘টেকনিক’

ধীরে ধীরে বাইক রেসের প্রতি আগ্রহ বাড়ে। বাইক রেসের খুঁটিনাটি জানতে সাক্ষাৎ করেন বিখ্যাত রেসার উদয় বাবুর সঙ্গে। সায়কের দু বছরের রেসার জীবনে ৪৫০ সি সি ক্যাটাগরিতে প্রথম সফলতা আসে রেলি অফ চাম্বায় দ্বিতীয় স্থান। পরে এস যোভ রেলিং এ প্রথম স্থান এবং সদ্য সমাপ্ত রেলি অফ হিমালয়া প্রথম স্থান অর্জন করে সায়ক। এ প্রসঙ্গে রেসার সায়ক মণ্ডল জানান, ক্রিকেট ময়দান বা রেসের ট্র্যাকে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। সাফল্য পেতে হলে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। নিদ্রিষ্ট নিয়ম বা সঠিক উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করতে হবে। সায়ক জানান, আত্মতৃপ্তি মানেই থেমে যাওয়া। তাঁর রেসার জীবনে অনেকখানি পথ চলা বাকি। তাই এখানেই শেষ নয় আরও অনেক স্বপ্ন পূরণ বাকি।

রাকেশ মাইতি

Howrah News: হাজার প্রদীপে আলোকিত! পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে গঙ্গা আরতি, দেখুন ভিডিও

হাওড়া: দ্বীপ জ্বলবে মনে, ভাঙবে ভেদাভেদের প্রাচীর। দ্বীপের আলোয় মুছবে দূষণ। গাঢ় অন্ধকারে পবিত্র গঙ্গায় আলো ছড়াচ্ছে হাজার হাজার প্রদীপ! ৬১ ফুট উচ্চতার শিব মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি।

পরিবেশ ও পবিত্র গঙ্গা রক্ষার বার্তায় হাজার হাজার প্রদীপ জ্বলে উঠলো হাওড়ার গঙ্গা পাড়ে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। নদী সংলগ্ন মন্দির সেজে উঠেছে ফুল আলোক সজ্জায়। সন্ধ্যায় নদীর জলে ভাসছে ফুল দিয়ে সাজানো নৌকার সারি। সেই নৌকোয় মিটমিট করছে হাজার প্রদীপ। এক অপরূপ মনমুগ্ধ করা দৃশ্য। ভারতবর্ষে প্রবাহমান গঙ্গার ভূমিকা অসীম।

আরও পড়ুন:মিরাকেল ফল খেয়েছেন? এই ফল খেলে পাতিলেবুও লাগে মিষ্টি! গুণ জানলে বাজার খুঁজবেন নিশ্চিত

মানুষের রুটি রুজি থেকে মাতৃসম গঙ্গা পুজো আরতি করে মানুষ। আবার নানা পুজোর উপকরণ গঙ্গাজল গঙ্গা মাটি। পবিত্র গঙ্গা দিন দিন ঢাকছে দূষণে। গঙ্গা দূষণ রুখতে ইতিমধ্যেই সরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার গঙ্গা দূষণের বার্তা দিয়ে গঙ্গা বক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Fruit: মিরাকেল ফল খেয়েছেন? এই ফল খেলে পাতিলেবুও লাগে মিষ্টি! গুণ জানলে বাজার খুঁজবেন নিশ্চিত

*'মিরাকেল' এই ফল খাওয়ার পর যে কোনও টক ফল মিষ্টি লাগবে। এটি একটি ম্যাজিক ফলের মত। যা টক ফলকে বানায় মিষ্টি। খুব ছোট আকৃতির ফল হলেও রয়েছে অস্বাভাবিক কিছু গুণ।
*’মিরাকেল’ এই ফল খাওয়ার পর যে কোনও টক ফল মিষ্টি লাগবে। এটি একটি ম্যাজিক ফলের মত। যা টক ফলকে বানায় মিষ্টি। খুব ছোট আকৃতির ফল হলেও রয়েছে অস্বাভাবিক কিছু গুণ।
*মিরাকেল ফল হল সাপটিসিয়ে পরিবারের একটি উদ্ভিদ। এই গাছ গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান গাছ।
*মিরাকেল ফল হল সাপটিসিয়ে পরিবারের একটি উদ্ভিদ। এই গাছ গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান গাছ।
*কাঁচা অবস্থায় সবুজ, পাকলে আকর্ষণীয় লাল রঙের হয়। পাকা অবস্থায় মিরাকেল ফল মিষ্টি স্বাদের।
*কাঁচা অবস্থায় সবুজ, পাকলে আকর্ষণীয় লাল রঙের হয়। পাকা অবস্থায় মিরাকেল ফল মিষ্টি স্বাদের।
*এই মিরাকেল ফল বা মিরাকেল বেরি, রেড বেরি নামেও পরিচিত।
*এই মিরাকেল ফল বা মিরাকেল বেরি, রেড বেরি নামেও পরিচিত।
*এই ফলে রয়েছে মীরাকিউলিন নামক একটি উপাদান। যেটি এক ধরনের গ্লাইকো প্রোটিন। এই ফল খাওয়ার পর, এই ফলে থাকা গ্লাইকো প্রোটিন জিভের স্বাদ কোরকে আটকে থাকে। সে কারণেই জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে। টক স্বাদের পাতিলেবু বা অন্য টক ফল মিষ্টি লাগে।
*এই ফলে রয়েছে মীরাকিউলিন নামক একটি উপাদান। যেটি এক ধরনের গ্লাইকো প্রোটিন। এই ফল খাওয়ার পর, এই ফলে থাকা গ্লাইকো প্রোটিন জিভের স্বাদ কোরকে আটকে থাকে। সে কারণেই জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে। টক স্বাদের পাতিলেবু বা অন্য টক ফল মিষ্টি লাগে।
*মিরাকেল ফল খাওয়ার পর এক-দুই ঘণ্টা পর্যন্ত জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে।
*মিরাকেল ফল খাওয়ার পর এক-দুই ঘণ্টা পর্যন্ত জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক হয়ে থাকে।

Howrah News: পুরুষ-মহিলা খেলছেন একই দলে! এই খেলাতে রয়েছে আরও নানা চমক

হাওড়া: পুরুষ ও মহিলা খেলোয়াড় রয়েছে একই দলে। অল্প ব্যয় সাপেক্ষ এই খেলায় রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। এবার ফেডারেশন কাপ মিক্সড নেটবল চ্যাম্পিয়নশিপে সেরার মুকুট দখলে থাকবে কোন রাজ্যের! দুই দিনব্যাপী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে আট রাজ্য। ছত্রিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মেঘালয়, কর্ণাটক, এন সি আর, আসাম এবং পশ্চিমবঙ্গ। জাতীয় চ্যাম্পিয়ন শেষে মুখো মুখী মিক্সড নেটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে দেশের সেরা আটটি দল। ৫ম মিক্সড নেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ায়!

অল্পদিনেই মিক্সড নেটবল খেলার প্রতি দেশের প্রায় সমস্ত রাজ্যেই বাড়ছে ছেলে মেয়েদের আগ্রহ। একই সঙ্গে সারা বাংলায় এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে ছেলে মেয়েদের। এবার জাতীয় প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বাংলা।
নেটবল খেলার থেকে নিয়মে সামান্য কিছু আলাদা মিক্সড নেটবল।

আরও পড়ুন: বেহালায় বিরাট চুরি! ২০ লক্ষ টাকার গয়না লোপাট, অর্ধেক আপেল খেয়ে টেবিলেই রেখে গেল চোর

সাধারণত দুইবার বিরতি বা বিশ্রাম থাকে, কিন্তু মিক্সড নেটবল খেলায় একবার বিরতি বা বিশ্রাম। মিক্সড নেটবল দলে পুরুষ মহিলা একই সঙ্গে খেলতে পারে। একটি দলে চারজন মহিলা এবং তিনজন পুরুষ খেলার সুযোগ থাকে।

আরও পড়ুন: কনকনে শীতেও পাবেন এঁচোড়! এই পিং কাঁঠালের কী জানেন

বাংলা দলের মহিলা খেলোয়াড় মধু রায় বলেন, “ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১২ টি রাজ্যের মধ্যে বাংলা তৃতীয় স্থান অধিকার করে। এর মাধ্যমে এই পঞ্চম ফেডারেশন কাপ মিক্সড নেটবল চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করি আমরা।”

এই প্রসঙ্গে বাকসাড়া স্পোর্টস অ্যাকাডেমির সাধারণ সম্পাদক, অলোক চট্টপাধ্যায় জানান, “বাংলায় ছেলে মেয়েদের প্রতিভার অভাব নেই। তবে পারিবারিক অর্থনৈতিক সমস্যা দারুণ ভাবে বাধা হয়ে দাঁড়ায় খেলায়। সেই দিক থেকে ফুটবল বা অন্যান্য খেলা ব্যয় সাপেক্ষ। ফলে অধিকাংশ পরিবারে খেলা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই নেটবল খেলার প্রতি বাংলার ছেলে মেয়েদের জোর দেওয়া হচ্ছে। অল্প ব্যয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব এবং জাতীয় স্তরে খেলে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। আগামী দিনে এই খেলার রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ।”

রাকেশ মাইতি

Banana Flower-Mocha: ডায়াবেটিস থেকে বলিরেখা! দূর হবে মোচায়! তবে এই রোগ থাকলে ভুলেও খাবেন না! জানুন চিকিৎসকের মত

হাওড়া: সুস্বাদু কাঁচা সবজির পাশাপাশি নানা উপকারী গুণ রয়েছে মোচায়। বিশেষ করে রক্তের জন্য দারুণ উপকারী মোচা। লোহার মত খনিজ উপাদানের খনি হল মোচা। মোচা হল কলার ফুল। বর্শাকৃতি লালচে পাতার মত খোলোকের মধ্যে শুরু সাদা ও লালচে ফুল। যা থাক দিয়ে সুসজ্জিত থাকে। মোচার সাদা ফুল অংশ তরকারি, ডালনা, কোপ্তা, মোচার ঘন্ট’র মত নানা পদ জনপ্রিয় খাবার। তবে মুখরোচক মোচা’র চপ এর জনপ্রিয়তা দারুণ।

একটি কলা গাছে কাঁধি সহ একটিই মাত্র মোচা পাওয়া যায়। হাওড়া জেলায় সিঙ্গাপুরি, কাঁঠালি এবং কাঁচা কলার মোচা প্রায় সর্বত্র পাওয়া যায়। মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকায় দেহ গঠনে অনন্য ভূমিকা রাখে। মোচায় থাকে লৌহ, ফলে অ্যানিমিয়া এবং রক্ত অল্পতার সমস্যা দূর করে।মোচার মধ্যে যে পরিমাণ আঁশ থাকে ফলে খাবারের হজম ক্ষমতা বাড়ায়।মোচা দূর করে কোষ্ঠকাঠিন্য। মোচার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ফসফরাস আয়রন কপার ম্যাগনেসিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ।

আরও পড়ুন: ঘুমোতে যাওয়ার আগে নাভিতে হলুদ লাগান! শরীরে ঘটবে ম্যাজিক! বাড়বে প্রেম-ভালবাসা!

ডায়াবেটিস রোগীদের জন্য মোচা দারুণ ভাবে কার্যকরী। ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় শিশুদের দাঁত ও হাড়ের পক্ষে উপকারী। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অকালে বৃদ্ধ হওয়া বা বয়সের ছাপ পড়া কমায়, ত্বকের গঠন ভাল রাখে, বলিরেখা দূর করে। চুল ভাল রাখতে মোচার কার্যকারিতাও অতুলনীয়।এ প্রসঙ্গে ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, খনিজের খনি হল মোচা। মোচায় প্রচুর পরিমাণে লোহা থাকে যা সহজেই শরীর তা গ্রহণ করতে পারে। রক্তে অল্পতার সমস্যায় দারুণ কার্যকরী মোচা। তবে যাদের রক্ত ভেঙে যায় বা থ্যালাসেমিয়ার সমস্যা আছে মোচা খেলে আয়রন জমাট বাঁধতে পারে। ফলে মোচা তারা একেবারেই খাবেন না!

রাকেশ মাইতি 

Howrah News: প্রতিমা নিরঞ্জনের বদলে দেবীকে প্রতিষ্ঠা করা হচ্ছে মন্দিরে! আশ্চর্য ঘটনায় হৈ চৈ গ্রামে

হাওড়া: সাক্ষাত দেবীর ‘ভর’ এমনটাই বিশ্বাস মানুষের। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে এলাকায়। আর এই বিশ্বাসে প্রায় ১০ দিন পার। তবে দিন যত গড়াচ্ছে কৌতুহল বাড়ছে মানুষের। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ৮-৮০ বয়সের মানুষ। এমন ঘটনা মধ্য হাওড়ার দেশপ্রাণ সংঘ ক্লাব প্রাঙ্গনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ক্লাবের শ্যামা পুজো শেষে নিয়ম অনুযায়ী ভাসানের দিন। এক অন্য ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষ।প্রত্যক্ষদর্শীদের কথায়, দেবীর ভর তারপর কালী মূর্তিটি কেউ সাহস করে তুলতে এগোয়নি। স্থানীয়রা দাবি করেন বরণের সময় এক মহিলার উপর দেবীর ‘ভর’ হয় বলে খবর ছড়িয়ে পড়ে। সেই খবর শুনেই মানুষের ভিড়।

আরও পড়ুন:হজম হয় না! খিদে নেই! গলায় ইনফেকশন! পান খান এই নিয়মে! জানুন চিকিৎসকের মত

এদিকে, এটাকে দৈবঘটনা বলে রটে যায়। আর সেই খবর ছড়িয়ে পড়তে ভিড় বাড়তে শুরু করে। ক্লাবের কালী প্রতিমার নিরঞ্জন স্থগিত হয়ে যায়। এরপর থেকে ক্লাব প্রাঙ্গনেই প্রতিদিনই চলছে মায়ের পুজোপাঠ। বহু দূরদূরান্ত থেকে মানুষ আসছেন সেখানে। তাঁরা দেবীকে ফুল, ফল নিবেদন করে পুজোও দিয়ে যাচ্ছেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন ক্লাবের প্রাঙ্গনেই প্রয়োজনে মন্দির করে দেবীর মূর্তি স্থাপন করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Betel Leaf: হজম হয় না! খিদে নেই! গলায় ইনফেকশন! পান খান এই নিয়মে! জানুন চিকিৎসকের মত

রোগ মুক্তিতে গুরুত্বপূর্ণ গাছ পাতার মধ্যে অন্যতম হল পান পাতা। পান পাতায় রয়েছে বহু উপকারী গুণ। এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখার বিশ্বাস জানান, এই পান পাতার বিশেষ কিছু গুণ ও ব্যবহারের পদ্ধতি!
রোগ মুক্তিতে গুরুত্বপূর্ণ গাছ পাতার মধ্যে অন্যতম হল পান পাতা। পান পাতায় রয়েছে বহু উপকারী গুণ। এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখার বিশ্বাস জানান, এই পান পাতার বিশেষ কিছু গুণ ও ব্যবহারের পদ্ধতি!
পান পাতা হজম শক্তি বাড়ায়। পাশাপাশি গ্যাস অম্বল কমায়। এছাড়াও পেট খারাপের মত সমস্যা দূর করতে পারে।
পান পাতা হজম শক্তি বাড়ায়। পাশাপাশি গ্যাস অম্বল কমায়। এছাড়াও পেট খারাপের মত সমস্যা দূর করতে পারে।
খিদে বাড়াতে পান দারুণ কার্যকরী। পান পাতার রস পেটের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে।
খিদে বাড়াতে পান দারুণ কার্যকরী। পান পাতার রস পেটের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে।
পান পাতার রস পেটে বায়ু জমতে দেয় না। পেট ফাঁপার মত সমস্যা দূর করে। হলে খিদে বাড়ে।
পান পাতার রস পেটে বায়ু জমতে দেয় না। পেট ফাঁপার মত সমস্যা দূর করে। ফলে খিদে বাড়ে।
পান পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল। ক্ষতস্থানে দিলে উপকার পাওয়া যেতে পারে। পান পাতা ব্যবহারে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
পান পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল। ক্ষতস্থানে দিলে উপকার পাওয়া যেতে পারে। পান পাতা ব্যবহারের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
ঠান্ডা লাগা, গলা ইনফেকশন বা গলা খুসখুসের সমস্যায় হালকা উষ্ণ গরম জলে পান পাতার রস দিয়ে পান করলে উপকার পাওয়া যেতে পারে।
ঠান্ডা লাগা গলা ইনফেকশন বা গলা খুসখুসের সমস্যায় হালকা উষ্ণ গরম জলে পান পাতার রস মিশিয়ে পান করলে উপকার পাওয়া যেতে পারে।
এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, মাউথফ্রেশনার হিসেবে কাজ করে পান পাতা। পান পাতা দাঁত ও মাড়ির পক্ষে উপকারী। পান পাতা চিবিয়ে খাওয়ার কারণে খিদে বাড়ে।
মাউথফ্রেশনার হিসেবে কাজ করে পান পাতা। পান পাতা দাঁত ও মাড়ির পক্ষে উপকারী। পান পাতা চিবিয়ে খাওয়ার কারণে খিদে বাড়ে।

Howrah News: প্রথম রেস্তোরাঁয় খাওয়া, মলে পোশাক কেনা চিড়িয়াখানায় হুল্লোড়! অন্য এক দিন সুদাম, অর্জুনদের

হাওড়া: অন্য একটা দিন! সুদাম, অর্জুনের মত শিশুরা অনেকই প্রথমবার নিজে হাতে পোশাক সংগ্রহ করল। নামজাদা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়া। খাবার শেষে মিনি জু বেড়ানো। অজানা অদেখা পশু পাখিদের সঙ্গে সাক্ষাৎ। খুব সাধারণ ঘটনা হলেও ওদের অনেকের কাছেই এই অভিজ্ঞতাই যে আসাধরণ। এটাই কারও জীবনে প্রথমবার নিজের হাতে পোশাক কেনা অথবা কারও প্রথমবার রেস্টুরেন্টে বসে খাওয়া।

আবার এত পাখির ডাক শোনা। ওদের কেউ স্বচক্ষে দেখল কেউ কানে শুনেই কুমির অজগর ও রাজ্য প্রাণীকে চিনল। প্রায় ৩০ জন বিশেষভাবে সক্ষম শিশুরা পেল অন্য একটা দিন উপহার। হাওড়ার বাগনান যুবক বৃন্দ জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে অভিনব ভাবনা। উলুবেড়িয়া আনন্দনগর ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের প্রায় ৩০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সম্পূর্ণ একটা দিন কাটানো।

আরও পড়ুন: মাত্র ৫০ টাকাতেই এক প্লেট চিকেন বিরিয়ানি, তার যা স্বাদ! কোথায় গেলে পাবেন?

এবার বাগনান যুবক বৃন্দের জগদ্ধাত্রী পুজো ২৫ তম বর্ষে। ২৫ তম বর্ষে জনকল্যাণ মূলক ২৫ টি কর্মকাণ্ড। তার মধ্যে অন্যতম এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সময় কাটানো। পাখি সাপ হরিণ দেখেনি অর্জুন, সুদাম এর মত শিশুরা। সুদাম জানায়, সারা দিন জুড়ে অনেক আনন্দ দাদাদের সঙ্গে। পছন্দের পোশাক কেনা, খাওয়া এবং সব শেষে অনেক পাখি কুমির সাপ হরিণ সজারু এবং প্রথম বার রাজ্য প্রাণীর সঙ্গে সাক্ষাৎ। সেই সঙ্গে চিত্রক দাদা, দিদিরা এবং বন দফতরের কর্মীরা মুখে বলে ইঙ্গিতে অনেক পশু পাখিকে চিনিয়ে দিলেন।

আরও পড়ুন:কৃমি থেকে সর্দি-কাশির মোক্ষম দওয়াই, গুণে ভরা ছোটপাতা থানকুনি!

এ প্রসঙ্গে উদ্যোক্তা চিত্রক প্রামাণিক জানায়, পুজো বা উৎসব মানেই ধুমধাম করে বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু সেই আনন্দ থেকে বঞ্চিত থেকে যায় অর্জুন সুদামের মত ফুলের মত শিশুরা। পরিবেশ পশু পাখি নিয়ে সারা বছর কাজ করি আমরা। ভালোলাগার এই কাজে বহু পশুপাখিকে মুক্ত পরিবেশে ফিরিয়ে দিতে পারি আমরা। সেই ভাললাগা থেকেই বাগনান যুবক বৃন্দের সকল সদস্য সদস্যা মিলে মনস্থির করা হয়। সুদাম অর্জুনদের মতো ফুলের শিশুদের আনন্দ মুখরিত একটা দিনের উপহার দেওয়া।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি