Category Archives: হাওড়া

Career Tips: ক্লাস এইট পাশেও মাসে ২৫-৩০ হাজার রোজগার! কী ভাবে সম্ভব, জানলে অবাক হবেন

হাওড়ায়: ড্রপআউট বা মাধ্যমিক অনুত্তীর্ণ মহিলাদের জন্য দারুন সুযোগ! সেলাই শিখে স্বনির্ভর মহিলারা, উপার্জন হাজার হাজার টাকা। মাত্র তিন মাস প্রশিক্ষণ শেষে গার্মেন্টস কোম্পানিতে চাকরি। অষ্টম শ্রেণী পাশ হলেই মিলবে এই সুযোগ। হাওড়া জেলায় বিভিন্ন প্রান্তের মহিলারা সেলাই শিখেই স্বনির্ভর হচ্ছে। গত প্রায় ১২ বছর সেলাইয়ে গার্মেন্টস কোম্পানির কাজের উপযোগী উন্নত মানের প্রশিক্ষণ অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে। গত কয়েক বছরে বহু মহিলা প্রশিক্ষণ নিয়ে কোম্পানিতে চাকরির পাশাপাশি নিজে ব্যবসা করে স্বনির্ভর হচ্ছে গ্রামীণ মহিলারা।

হাওড়া জেলায় বহু গার্মেন্টস কোম্পানি রয়েছে। যেখানে পুরুষ-মহিলা উভয়ের কাজের সুযোগ রয়েছে। সেলাই কাটিং থেকে নানা বিভাগে কাজ। গার্মেন্টস কোম্পানিগুলিতে কাজ করে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করা যায়। গার্মেন্টস কোম্পানিগুলিতে পুরুষ মহিলা এবং বাচ্চাদের পোশাক তৈরি হয়ে থাকে। এছাড়া নিজে ব্যবসা করলে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করতে পারা‌ যায়। এক্ষেত্রে নিজের সেলাই মেশিন থাকতে হবে।

অম্বুজা ফাউন্ডেশনের মোবিলাইজিং অফিসার মোহাম্মদ ইসরাইল জানান, বর্তমান সময়ে শিক্ষিত ছেলে-মেয়েদের জন্য নানা কাজের সুযোগ থাকে। সেই দিক থেকে তাদের উপার্জনের পথ মসৃণ। কোর ভিলেজ গুলিতে সমস্যায় অল্প শিক্ষিত মহিলারা। যাঁদের কাজ করার মানসিকতা রয়েছে, কিন্তু শিক্ষকতা যোগ্যতার অভাবে সুযোগ পান না, সেই সমস্ত মহিলাদের প্রতি গুরুত্ব রেখেই অম্বুজা ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ। যেখানে মাধ্যমিক অনুত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস মহিলারা প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারবে। গত কয়েক বছরেই এই উদ্যোগ সফলভাবে চলতে থাকে।

রাকেশ মাইতি

Oral Cancer Symptoms: মুখের ক্যানসার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে, জিভে-গলায় এমন দাগ থাকলে সাবধান! জানুন চিকিৎসকের কথা

মুখের ক্যানসার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে স্কোয়ামাস সেল কারসিনোমায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। কেন এই সমস্যা, কীভাবে প্রাথমিক অবস্থায় এই থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই রোগ মুখগহ্বরে সবচেয়ে বেশি হয়। ইদানীং মুখের ক্যানসারের হার ভয়াবহ আকার ধারণ করছে, মৃত্যুর হারও বাড়ছে। এর অন্যতম কারণ অসচেতনতা।
মুখের ক্যানসার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে স্কোয়ামাস সেল কারসিনোমায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। কেন এই সমস্যা, কীভাবে প্রাথমিক অবস্থায় এই থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই রোগ মুখগহ্বরে সবচেয়ে বেশি হয়। ইদানীং মুখের ক্যানসারের হার ভয়াবহ আকার ধারণ করছে, মৃত্যুর হারও বাড়ছে। এর অন্যতম কারণ অসচেতনতা।
এই বিষয়ে চিকিৎসক অর্ক ধারার পরামর্শ, জীবনযাত্রার মানের পরিবর্তন ক্যানসার রোগীর সংখ্যা বাড়াচ্ছে। সংখ্যার দিক থেকে আমাদের দেশে নারীদের জরায়ু ও স্তন ক্যানসার এবং পুরুষদের ফুসফুস ক্যানসারের পরই মুখগহ্বরের ক্যানসারের রোগী বেশি দেখা যায়। যাঁরা মুখের ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের বেশির ভাগের বয়স ৪০ বছরের বেশি। নারীদের তুলনায় পুরুষেরাই এই ক্যানসারে আক্রান্ত হন বেশি।
এই বিষয়ে চিকিৎসক অর্ক ধারার পরামর্শ, জীবনযাত্রার মানের পরিবর্তন ক্যানসার রোগীর সংখ্যা বাড়াচ্ছে। সংখ্যার দিক থেকে আমাদের দেশে নারীদের জরায়ু ও স্তন ক্যানসার এবং পুরুষদের ফুসফুস ক্যানসারের পরই মুখগহ্বরের ক্যানসারের রোগী বেশি দেখা যায়। যাঁরা মুখের ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের বেশির ভাগের বয়স ৪০ বছরের বেশি। নারীদের তুলনায় পুরুষেরাই এই ক্যানসারে আক্রান্ত হন বেশি।
জিভ, তালু, জিভের নিচে, গালের ভেতরের অংশ, ঠোঁট, মাড়ি বা মুখের মধ্যে যে কোনও স্থানে বেড়ে উঠতে পারে ক্যানসার। মুখের ক্যানসারের অন্যতম কারণ ধূমপান, মদ্যপান, পান, মশলা, জর্দা, তামাক সেবন, অতিরিক্ত সূর্যরশ্মির প্রভাব, বংশগত ক্যানসার, দাঁতের ক্ষয়রোগ, দাঁতের খুব ধারালো অংশের প্রভাব ইত্যাদি।
জিভ, তালু, জিভের নিচে, গালের ভেতরের অংশ, ঠোঁট, মাড়ি বা মুখের মধ্যে যে কোনও স্থানে বেড়ে উঠতে পারে ক্যানসার। মুখের ক্যানসারের অন্যতম কারণ ধূমপান, মদ্যপান, পান, মশলা, জর্দা, তামাক সেবন, অতিরিক্ত সূর্যরশ্মির প্রভাব, বংশগত ক্যানসার, দাঁতের ক্ষয়রোগ, দাঁতের খুব ধারালো অংশের প্রভাব ইত্যাদি।
মুখের ক্যানসারের যে কোনও লক্ষণ ও উপসর্গের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ডাঃ অর্ক ধারা, যার মধ্যে রয়েছে। দীর্ঘায়িত কাশি। গিলে ফেলা, কথা বলা বা চিবানো সমস্যা। চোয়াল বা জিহ্বা নাড়াতে অসুবিধা। গলা বা মুখে ব্যথা, কালশিটে বা ঘন হওয়া।
মুখের ক্যানসারের যে কোনও লক্ষণ ও উপসর্গের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ডাঃ অর্ক ধারা, যার মধ্যে রয়েছে। দীর্ঘায়িত কাশি। গিলে ফেলা, কথা বলা বা চিবানো সমস্যা। চোয়াল বা জিহ্বা নাড়াতে অসুবিধা। গলা বা মুখে ব্যথা, কালশিটে বা ঘন হওয়া।
একটি অভ্যন্তরীণ মুখের প্যাচ যা হয় সাদা বা লাল। কণ্ঠস্বরের পরিবর্তন, যেমন কর্কশতা। মনে হওয়া যে গলা চেপে ধরা হচ্ছে। মুখের অসাড়তা। চোয়াল বা ঘাড়ে ফুলে যাওয়া। নাক থেকে ঘন ঘন রক্ত ​​পড়া।
একটি অভ্যন্তরীণ মুখের প্যাচ যা হয় সাদা বা লাল। কণ্ঠস্বরের পরিবর্তন, যেমন কর্কশতা। মনে হওয়া যে গলা চেপে ধরা হচ্ছে। মুখের অসাড়তা।
চোয়াল বা ঘাড়ে ফুলে যাওয়া। নাক থেকে ঘন ঘন রক্ত ​​পড়া।
প্রতিরোধে করণীয় কী? নিয়মিত দিনে দুই বার ভাল ভাবে দাঁত ব্রাশ করুন। জর্দা, গুল বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
প্রতিরোধে করণীয় কী? নিয়মিত দিনে দুই বার ভাল ভাবে দাঁত ব্রাশ করুন। জর্দা, গুল বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে থাকার চেষ্টা করুন। বছরে অন্তত দু'বার দন্ত চিকিৎসকের কাছে মুখ ও দাঁতের পরীক্ষা করান।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে থাকার চেষ্টা করুন। বছরে অন্তত দু’বার দন্ত চিকিৎসকের কাছে মুখ ও দাঁতের পরীক্ষা করান।
ক্যানসার মোকাবিলায় প্রতিরোধই সেরা কৌশল। মুখে যে কোনও ঘা বা আলসার হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। প্রচুর তাজা ফলমূল এবং বাহারি রঙের শাকসবজি খেতে হবে। এসব খাবার শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়ায়। অ্যান্টি অক্সিডেন্ট অন্যান্য রোগের পাশাপাশি মুখের ক্যানসারের ঝুঁকিও অনেকাংশে কমায়। (রাকেশ মাইতি)
ক্যানসার মোকাবিলায় প্রতিরোধই সেরা কৌশল। মুখে যে কোনও ঘা বা আলসার হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। প্রচুর তাজা ফলমূল এবং বাহারি রঙের শাকসবজি খেতে হবে। এসব খাবার শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়ায়। অ্যান্টি অক্সিডেন্ট অন্যান্য রোগের পাশাপাশি মুখের ক্যানসারের ঝুঁকিও অনেকাংশে কমায়। (রাকেশ মাইতি)

Howrah News: বোটানিক্যাল গার্ডেন বাঁচাতে প্রধানমন্ত্রীকে চিঠি! পাঁচ বছর ধরে উত্তরের অপেক্ষায় ছাত্রী

হাওড়া: একটু একটু করে নষ্ট হচ্ছে হাওড়া শহরের ফুসফুস। তা বাঁচাতে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় ছাত্রী! পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি। ভোটের পর ফের একবার নতুন সরকার গড়ার পথে এনডিএ। কিন্তু হাওড়া শহরের ফুসফুস এর ভবিষ্যত কি হবে। সেই উত্তর এখনও অমিল।

ব্রিটিশ আমলে ২৭৩ একর জমির উপর গড়ে ওঠা বোটানিক্যাল গার্ডেন যা বর্তমানে নাম আচার্য্য জগদীশ চন্দ্র বসুর উদ্ভিদ উদ্যান। বিশ্ব বিখ্যাত বৃহৎ বটগাছ, ডবল নারকেল সহ বহু ইতিহাস সাক্ষী দুষ্প্রাপ্য গাছ রয়েছে এখানে। সারা দেশের মানুষের আকর্ষণ এই স্থান। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন লাগোয়া বাসিন্দা রাজলক্ষী রায় চৌধুরী। এই উদ্যান একটু একটু করে শেষ হচ্ছে চোখের সামনে। তা শৈশব কালেই উপলব্ধি করে ওই ছাত্রী। ক্রমশ উদ্যানের অবস্থার অবনতি। যাত্রীর অভিযোগ লক্ষ কোটি টাকার দুষ্পাপ্প্য গাছ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে উদ্যান থেকে। কার্বন ছড়িয়ে অবাধে যানবাহন প্রবেশ করছে। উদ্যানের মধ্যে ২৪ টি জলাশয় রয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত সেই সমস্ত জলাশয় জল টলটল করত। নদী থেকে জল জোয়ারে প্রবেশ আবার ভাটায় পুরানো জল বের হত। বর্তমানে কর্তৃপক্ষের উদাসীনতার জেরে লকগেট অকেজ হয়ে জল প্রবেশ বাহিরের পথ বন্ধ। জলাশয় পরিণত হয়েছে ডোবায়।

প্রতিদিন সকালে শুদ্ধ অক্সিজেন পেতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও মানুষ আসেন। কিন্তু আর কতদিন? যেভাবে নানা কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য কোন ঠাসা হয়ে পড়ছে। ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে উদ্যানের। যখন ব্যস্ততার দোহাই দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ। তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী হাওড়ার শুভলক্ষী রায় চৌধুরী উদ্যান বাঁচাতে সাহায্য প্রার্থী। পাঁচ বছর আগে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। কিন্তু এখনও জবাব আসেনি।

আরও পড়ুনঃ Alipurduar News: শৌচকর্ম করার পর হাতির মুখে পড়লেন এক বৃদ্ধ! উদ্ধার ক্ষত বিক্ষত দেহ

এই প্রসঙ্গে ছাত্রী জানান,”অবস্থার পরিবর্তন তো দূর আজ পর্যন্ত চিঠির উত্তরই এল না। কিন্তু এক এক করে কেটে গেছে পাঁচ বছর। পঞ্চম শ্রেণি থেকে বর্তমান দশম শ্রেণীতে আমি। কাজ হয়নি, পাঁচ বছর শেষে শুধুই আফসোস আর নিরাশা।” নতুন সরকারের এলে এবার সমস্যাক সুরাহা হবে বলে আশাবাদী স্কুল ছাত্রী।

রাকেশ মাইতি

Howrah News: বাকসারা আন্ডারপাস! চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়েই প্রথম কাজ প্রসূন বন্দোপাধ্যায়ের

হাওড়া: জয়ের পর হাওড়াবাসীর দুর্ভোগ কমাতে এবার যে প্রথম কাজ শিরোধার্য করেছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায় ! মানুষের জীবন ঝুঁকি কমাতে, এই কাজ করতে এর আগেও একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানান হয়েছিল। তবে এতদিন কোনও কাজ হয়নি। এবার ভোটের ফল বের হতে উচ্ছাসিত দলীয় কর্মী। জয়ের পর দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি দলের তৃণমূল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান, প্রসূন বন্দোপাধ্যায় |

আরও পড়ুন: এমন রঙের প্রাণী সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম! ধবধবে দুধ সাদা রঙের ভাম বিড়াল উদ্ধার

চতুর্থবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথম কাজ বাকসারা আন্ডার পাস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন প্রসূন বন্দোপাধ্যায়। এই বিষয়ে খুব তাড়াতাড়ি রেলকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি | এমনকি রেল কর্তৃপক্ষ না পারলে নিজে উদ্যোগ নিয়েই আন্ডার পাস করবো, বলেই জানালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় |পাশাপাশি হাওড়া সদরের উন্নয়নের জন্য তাঁর অপূর্ণ কাজগুলো করে মানুষের পাশে থেকে তিনি সর্বার্থকভাবে তা করার চেষ্টা করবেন বলেও জানালেন প্রসূন বন্দোপাধ্যায় |

আরও পড়ুন: প্রতি মাসে ২৫-৩০ হাজার রোজগার, মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে এই পেশা, আপনিও শুরু করুন এই কাজ

দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ আটকে থাকে মানুষ। অন্যদিকে এই পথে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। তার জেরেই এই জয়ের পর জেলার মানুষকে স্বস্তি দিতেই, জয়ের পর চতুর্থ বার সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবওয়ে তৈরির শপথ নিলেন হাওড়া সদর নব নির্বাচিত সাংসদ প্রসূন ব্যানার্জি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Howrah News: এমন রঙের প্রাণী সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম! ধবধবে দুধ সাদা রঙের ভাম বিড়াল উদ্ধার

হাওড়া: সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম দেখা মিলল সাদা ভাম বিড়াল। বিরল সাদা ভাম বা অ্যালবিনো সাদা ভাম উদ্ধার পাঁচলা গোলাবাড়ি থেকে। এমন প্রাণী হয়ত অনেকেই চোখে দেখেনি।এই বিরল প্রাণীটি উদ্ধার হয় একটি গৃহস্থ বাড়ি থেকে। উদ্ধার হওয়ার পর থেকে প্রাণীটি দেখতে হুলুস্থূল কান্ড। উদ্ধার পর প্রাণীটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। পাঁচলা গোলাবাড়ি এলাকা থেকে প্রাণীটি উদ্ধার হওয়ার পর থেকেই এমন অচেনা প্রাণী দেখতে রীতিমতো মানুষ ভিড় জমায়, যদিও পরিবেশ কর্মীদের কথায় জানা যায়। পরানের স্বাভাবিক যে রং সেই রং না হয়ে অ্যালবিনো যা ধবধবে সাদা। এটি খুব স্বাভাবিক বিষয় হলেও খুব অল্পমাত্রায় দেখা যায়। সাধারণ ভাম বা খটাস প্রকৃতির প্রাণীদের গায়ের রঙ কালচে হয়। কিন্তু তা না হয়ে, একবারে ধবধবে সাদা কালোর ভাম।

আরও পড়ুন:  প্রতি মাসে ২৫-৩০ হাজার রোজগার, মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে এই পেশা, আপনিও শুরু করুন এই কাজ

গত প্রায় এক বছর আগে এমনই একটি ঘটনা হাওড়া জেলায় দেখা গিয়েছিল। বিষধর কালাজ সাপ কালো শরীরে হালকা সাদা ডোরা কাটা দাগ। কিন্তু দুধের মত ধবধবে সাদা কা সাপ দেখা গিয়েছিল। এই অ্যালভিনো বাচ্চারা মায়ের গর্ভথেকে জন্ম নেয় একই রকম আর পাঁচটা বাচ্চার মত, শুধু মাত্র তফাৎ এদের গায়ের রঙের। এই ঘটনা খুব স্বাভাবিক। এই একই ঘটনা পাঁচলার গোলাবাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি সাধারণ কালচে ভাম সাবকের সঙ্গে উদ্ধার একটি (Albino Indian plum civet) বা সাদা ভাম। জানা যায় পাঁচলা গোলাবাড়ির একটি গৃহস্থ বাড়ির কার্নিশে গত দেড় মাস আগে একটি ভাম চারটি বাচ্চা দেয়। বাসা থেকে বাচ্চা গুলি পড়ে যাওয়ায় পরিবেশ কর্মীরা উদ্ধার করে।

আরও পড়ুন: অল্পতেই দাঁত দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত? মারাত্মক ক্ষতি করছেন কিন্তু, ৫টি টিপসে সুস্থ হবে মাড়ি, দাঁত থাকতে মর্ম বুঝুন

প্রাণী গুলিকে উদ্ধার করতে ঘটনা চলে পৌঁছায় পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক, শুভঙ্কর কোলে সহ হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বেশ কয়েকজন সদস্য গিয়ে উদ্ধার করে। উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেয় পরিবেশকর্মীরা। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, ভাম বিরল নয়। কিন্তু অ্যালবিনো ভাম দেখা যায় না। অ্যালবিনিশম্ একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম্ বা পিগমেন্টেশন্ এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিম্ এর জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়। ২০২১ সালে উড়িষ্যার সাতকোশিয়া টাইগার রিজার্ভে অ্যালবিনো ভাম দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Election Result 2024: প্রসূনের ব্যবধান বাড়তেই মহিলাদের উচ্ছ্বাস, হাওড়ায় চলছে ডিজে বাজিয়ে নাচ

হাওড়া: জয়ের আভাস পেতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূলের মহিলা সমর্থকরা। হাওড়ায় সবুজ আবির, ঢাকঢোল নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তবে মহিলাদের মধ্যে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই মনে করছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবারেও তৃণমূলের জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে উঠে এসেছে।

এবারের লোকসভা নির্বাচনে হাওড়া সদর আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এদিন গণনার শুরু থেকেই বাকি বিরোধীদের পিছনে ফেলে ক্রমশই এগিয়ে যেতে থাকেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন ৩০ হাজার ভোটে এই প্রাক্তন জাতীয় ফুটবলার এগিয়ে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরের রঙিন হয়ে যায় চারিপাশ। প্রসঙ্গে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায় মহিলা সমর্থকদের।

আর‌ও পড়ুন: মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে, পুরুলিয়ায় কুড়মিদের একের পর এক চমক

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর হাওড়াতে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর মাঝে ১৯৯৯ এবং ২০০৪ সালে সেখানে বাম প্রার্থী জয়ী হলেও ২০০৯ থেকে টানা চারটি লোকসভা ভোটে সেখানে তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে তিনবার প্রতিপক্ষকে ‘গোল’ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার‌ও কি তিনি সংসদে যাবেন? আজকের ভোট গণনার ফলাফল শেষে সেই উত্তর পাওয়া যাবে। তবে আপাতত যা ইঙ্গিত তাতে প্রসূনের জয়ের রথ মসৃণ গতিতেই এগিয়ে চলেছে।

ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। এসে হাজির হয়েছে ব্যান্ড পার্টি উঠেছেন। দেদার উড়ছে সবুজ আবির। এই বিষয়ে হাওড়া সদর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন প্রসূন।

রাকেশ মাইতি

Indian Railways: হাওড়া ডিভিশন ঐতিহাসিক রেকর্ড ভারতীয় রেলের! শুনলে আপনিও গর্বিত হবেন

এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন ভারতীয় রেলের৷ ভারতীয় রেলওয়ে হাওড়া ডিভিশনে অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে পণ্য পরিবহণে তার নিজস্ব রেকর্ড ভেঙেছে৷ (রাকেশ মাইতি)
এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন ভারতীয় রেলের৷ ভারতীয় রেলওয়ে হাওড়া ডিভিশনে অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে পণ্য পরিবহণে তার নিজস্ব রেকর্ড ভেঙেছে৷ (রাকেশ মাইতি)
এক মাসে প্রায় ২ হাজার ২২ মেট্রিক টন (MT) পণ্য পরিবহণ করেছে হাওড়া ডিভিশন, যা একটি নতুন ঐতিহাসিক রেকর্ড | এই বৃদ্ধির গতিপথ শুধু হাওড়া বিভাগের শক্তিশালী কর্মক্ষমতাই তুলে ধরে না বরং দক্ষ পণ্যবাহী পরিবহণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷
এক মাসে প্রায় ২ হাজার ২২ মেট্রিক টন (MT) পণ্য পরিবহণ করেছে হাওড়া ডিভিশন, যা একটি নতুন ঐতিহাসিক রেকর্ড | এই বৃদ্ধির গতিপথ শুধু হাওড়া বিভাগের শক্তিশালী কর্মক্ষমতাই তুলে ধরে না বরং দক্ষ পণ্যবাহী পরিবহণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷
প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হওয়া সত্ত্বেও, ভারতীয় রেল এই মাইল ফলক অর্জন করেছে | শুধু মে মাসেই অভূতপূর্ব লোডিং দেখা গেছে, যা এক মাসে সর্বোচ্চ পণ্যবাহীর রেকর্ড গড়েছে৷
প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হওয়া সত্ত্বেও, ভারতীয় রেল এই মাইল ফলক অর্জন করেছে | শুধু মে মাসেই অভূতপূর্ব লোডিং দেখা গেছে, যা এক মাসে সর্বোচ্চ পণ্যবাহীর রেকর্ড গড়েছে৷
এই ব্যতিক্রমী কর্মক্ষমতা ২০২১ সালের নভেম্বরে হওয়া ১হাজার ৯৪০মেট্রিক টন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে | ২০২৪ সালের মে মাসে মালবাহী লোডিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ২০২৪ সালের মে লোডিংয়ের তুলনায় ৫৮.৬৪% হারে বৃদ্ধি পেয়েছে | ৩১শে মে ২০২৪ পর্যন্ত ক্রমবর্ধমান পণ্যবাহন ৩হাজার ৭৮৪ মেট্রিক টন ছুঁয়েছে, যা ২০২৩-২৪ আর্থিক বছরের সংশ্লিষ্ট সময়ের জন্য ক্রমবর্ধমান লোডিংয়ের চেয়ে ৩২.৩৭% বেশি৷
এই ব্যতিক্রমী কর্মক্ষমতা ২০২১ সালের নভেম্বরে হওয়া ১হাজার ৯৪০মেট্রিক টন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে | ২০২৪ সালের মে মাসে মালবাহী লোডিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ২০২৪ সালের মে লোডিংয়ের তুলনায় ৫৮.৬৪% হারে বৃদ্ধি পেয়েছে | ৩১শে মে ২০২৪ পর্যন্ত ক্রমবর্ধমান পণ্যবাহন ৩হাজার ৭৮৪ মেট্রিক টন ছুঁয়েছে, যা ২০২৩-২৪ আর্থিক বছরের সংশ্লিষ্ট সময়ের জন্য ক্রমবর্ধমান লোডিংয়ের চেয়ে ৩২.৩৭% বেশি৷
এই কৃতিত্ব ভারতীয় রেলওয়ের প্রধান ভূমিকাকে পুর্ননিশ্চিত করে যা পরিবহণের মেরুদন্ড হিসাবে, মূল অর্থনৈতিক কর্মকাণ্ডকে  চালনা করে ৷
এই কৃতিত্ব ভারতীয় রেলওয়ের প্রধান ভূমিকাকে পুর্ননিশ্চিত করে যা পরিবহণের মেরুদন্ড হিসাবে, মূল অর্থনৈতিক কর্মকাণ্ডকে  চালনা করে ৷

Money Making Tips: প্রতি মাসে ২৫-৩০ হাজার রোজগার, মহিলাদের আয়ের পথ দেখাচ্ছে এই পেশা, আপনিও শুরু করুন এই কাজ

*মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষে ভাল আয়ের সুযোগ! যত দিন গড়াচ্ছে এই পেশার ভবিষ্যত তত উজ্জ্বল। এই পেশায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০-২৫ হাজার টাকা আয়ের সুযোগ। দিনে দিনে বাড়ছে কাজের সুযোগ। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষে ভাল আয়ের সুযোগ! যত দিন গড়াচ্ছে এই পেশার ভবিষ্যত তত উজ্জ্বল। এই পেশায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০-২৫ হাজার টাকা আয়ের সুযোগ। দিনে দিনে বাড়ছে কাজের সুযোগ। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*গ্রাম বা শহর অঞ্চলে সর্বত্রই মানুষের মধ্যে সাজ সরঞ্জামের গুরুত্ব বাড়ছে। যদিও শহর অঞ্চলে প্রবণতা আরও বেশি। সেই দিক থেকে শহরে আরওবেশি আয়ের সুযোগ থাকলেও, গ্রাম বা মফস্বল এলাকাতেও বেশ চাহিদা বিউটিশিয়ানদের। ফাইল ছবি। 
*গ্রাম বা শহর অঞ্চলে সর্বত্রই মানুষের মধ্যে সাজ সরঞ্জামের গুরুত্ব বাড়ছে। যদিও শহর অঞ্চলে প্রবণতা আরও বেশি। সেই দিক থেকে শহরে আরওবেশি আয়ের সুযোগ থাকলেও, গ্রাম বা মফস্বল এলাকাতেও বেশ চাহিদা বিউটিশিয়ানদের। ফাইল ছবি। 
*বিবাহ অনুষ্ঠান পার্টি ও অন্যান্য উৎসব উপলক্ষে নিয়মিত মহিলাদের বিউটি পার্লার মুখী হতে দেখা যায়। সেই দিক থেকে বিউটিশিয়ান কোর্স করে অল্প দিনে ভাল উপার্জনের সুযোগ। ফাইল ছবি। 
*বিবাহ অনুষ্ঠান পার্টি ও অন্যান্য উৎসব উপলক্ষে নিয়মিত মহিলাদের বিউটি পার্লার মুখী হতে দেখা যায়। সেই দিক থেকে বিউটিশিয়ান কোর্স করে অল্প দিনে ভাল উপার্জনের সুযোগ। ফাইল ছবি। 
*প্রায় ১২ বছর ধরে অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ মূলক কোর্সের সঙ্গে বিউটিশিয়ান কোর্স বা প্রশিক্ষণ চলছে। মাত্র তিন মাস প্রশিক্ষণ নিয়ে সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ও হাওড়ার মহিলারা স্বনির্ভর হচ্ছেন। ফাইল ছবি। 
*প্রায় ১২ বছর ধরে অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ মূলক কোর্সের সঙ্গে বিউটিশিয়ান কোর্স বা প্রশিক্ষণ চলছে। মাত্র তিন মাস প্রশিক্ষণ নিয়ে সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ও হাওড়ার মহিলারা স্বনির্ভর হচ্ছেন। ফাইল ছবি। 
*সময় উপযোগী সাজানোর ধরন বা কৌশল শেখানো হয় এখানে। যা পরবর্তী সময় প্রশিক্ষনার্থীদের ভাল উপার্জন করতে সাহায্য করে। এখানে বিউটিশিয়ান কোর্স প্রশিক্ষণে মূলত দুটি দিক, একটি বেসিক এবং অন্যটি কারেন্ট ট্রেন্ড। উভয়দিক গুরুত্ব রেখে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অল্প দিনে প্রশিক্ষণ শেষে এই পেশায় স্বনির্ভর হতে পারেন মহিলারা। ফাইল ছবি। 
*সময় উপযোগী সাজানোর ধরন বা কৌশল শেখানো হয় এখানে। যা পরবর্তী সময় প্রশিক্ষনার্থীদের ভাল উপার্জন করতে সাহায্য করে। এখানে বিউটিশিয়ান কোর্স প্রশিক্ষণে মূলত দুটি দিক, একটি বেসিক এবং অন্যটি কারেন্ট ট্রেন্ড। উভয়দিক গুরুত্ব রেখে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অল্প দিনে প্রশিক্ষণ শেষে এই পেশায় স্বনির্ভর হতে পারেন মহিলারা। ফাইল ছবি। 
*এ প্রসঙ্গে অম্বুজা ফাউন্ডেশনের মুভিলাজিং অফিসার মোহাম্মদ ইসরাইল ও প্রশিক্ষক জানান, মেকআপ ও চুলের উপর বেসিকের পাশাপাশি সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। ১২ বছরে এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়ে স্বনির্ভর হয়েছে। নিজেদের ব্যবসার পাশাপাশি অনেকেই ট্রেনিং নিয়ে আরও বেশি উপার্জন করছে। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে অম্বুজা ফাউন্ডেশনের মুভিলাজিং অফিসার মোহাম্মদ ইসরাইল ও প্রশিক্ষক জানান, মেকআপ ও চুলের উপর বেসিকের পাশাপাশি সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। ১২ বছরে এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়ে স্বনির্ভর হয়েছে। নিজেদের ব্যবসার পাশাপাশি অনেকেই ট্রেনিং নিয়ে আরও বেশি উপার্জন করছে। ফাইল ছবি।

Bleeding Teeth and Gum: অল্পতেই দাঁত দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত? মারাত্মক ক্ষতি করছেন কিন্তু, ৫টি টিপসে সুস্থ হবে মাড়ি, দাঁত থাকতে মর্ম বুঝুন

অল্পতেই দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ, মাঝেমধ্যেই এই ঘটনা খুব সাধারণ ভাবে নিয়ে ভুল করছেন না তো? কোন কোন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। দাঁত ভাল রাখতে মানুন এই নিয়ম! (রাকেশ মাইতি)
অল্পতেই দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ, মাঝেমধ্যেই এই ঘটনা খুব সাধারণ ভাবে নিয়ে ভুল করছেন না তো? কোন কোন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। দাঁত ভাল রাখতে মানুন এই নিয়ম! (রাকেশ মাইতি)
কথায় রয়েছে 'দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় ' আর তা না-হলে পস্তাতে হয় আজীবন। শরীরে দাঁত এমন একটা অঙ্গ, খাবার গ্রহণের সঙ্গে বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োজন মত পিষে দেয়। সেই দিক থেকে শরীরে খাবার গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দাঁত।
কথায় রয়েছে ‘দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় ‘ আর তা না-হলে পস্তাতে হয় আজীবন। শরীরে দাঁত এমন একটা অঙ্গ, খাবার গ্রহণের সঙ্গে বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োজন মত পিষে দেয়। সেই দিক থেকে শরীরে খাবার গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দাঁত।
দাঁত অকেজ হলে যেমন খাবার গ্রহণে সমস্যা দেখা দিতে পারে। সেই দিক থেকে দাঁতের অল্প সমস্যা থেকে সতর্ক না হলে, ভবিষ্যতে মারাত্মক আকার নিতে পারে। যেমন দাঁতের গোড়া থেকে রক্তপাত হওয়ার সমস্যা দেখা যায় বহু মানুষের জিঞ্জিভাইটিসের মত নানা সমস্যার কারণ বা ভিটামিন সি এর অভাবে হতে পারে।
দাঁত অকেজ হলে যেমন খাবার গ্রহণে সমস্যা দেখা দিতে পারে। সেই দিক থেকে দাঁতের অল্প সমস্যা থেকে সতর্ক না হলে, ভবিষ্যতে মারাত্মক আকার নিতে পারে। যেমন দাঁতের গোড়া থেকে রক্তপাত হওয়ার সমস্যা দেখা যায় বহু মানুষের জিঞ্জিভাইটিসের মত নানা সমস্যার কারণ বা ভিটামিন সি এর অভাবে হতে পারে।
যদিও এ প্রসঙ্গে অভিজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, এই রক্তখরণের সমস্যা আরও মারাত্মক রোগেরও লক্ষণ হতে পারে। তাই এই ধরনের সমস্যা সর্বদা সহজভাবে নেওয়ার ঠিক নয়।দাঁত ভাল রাখতে নিয়মিত দাঁত পরিষ্কার করা প্রয়োজন। সেই দিক থেকে খাবার পর ব্রাশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যদিও এ প্রসঙ্গে অভিজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, এই রক্তখরণের সমস্যা আরও মারাত্মক রোগেরও লক্ষণ হতে পারে। তাই এই ধরনের সমস্যা সর্বদা সহজভাবে নেওয়ার ঠিক নয়।দাঁত ভাল রাখতে নিয়মিত দাঁত পরিষ্কার করা প্রয়োজন। সেই দিক থেকে খাবার পর ব্রাশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ প্রসঙ্গে ডাক্তার বলেন দাঁত ভাল রাখতে বেশ কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ভিটামিন সমৃদ্ধ খাবার লেবু। অন্যদিকে দাঁত ভাল রাখতে সজনা পাতায় রয়েছে মারাত্ম উপকারী গুণ। একই সঙ্গে বিভিন্ন মরশুমি ফল।এ প্রসঙ্গে তিনি আরবলেন রক্তক্ষরণ দেখা দিলে প্রথমত চিকিৎসকের পরামর্শে রক্তক্ষরণের কারণ জানতে হবে। দ্রুত সুস্থ হতে ডাক্তারি পরামর্শ মেনে চিকিৎসার প্রয়োজন।
এ প্রসঙ্গে ডাক্তার বলেন দাঁত ভাল রাখতে বেশ কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ভিটামিন সমৃদ্ধ খাবার লেবু। অন্যদিকে দাঁত ভাল রাখতে সজনা পাতায় রয়েছে মারাত্মক উপকারী গুণ। একই সঙ্গে বিভিন্ন মরশুমি ফল।এ প্রসঙ্গে তিনি আরও বলেন রক্তক্ষরণ দেখা দিলে প্রথমত চিকিৎসকের পরামর্শে রক্তক্ষরণের কারণ জানতে হবে। দ্রুত সুস্থ হতে ডাক্তারি পরামর্শ মেনে চিকিৎসার প্রয়োজন।

Howrah Railway: রবিবার হাওড়া ডিভিশনের এক গুচ্ছ ট্রেন বাতিল! জানুন বিস্তারিত

হাওড়া: হাওড়া ডিভিশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কারণে ট্রেন নিয়ন্ত্রণ। ওভার হেড ইকুইপমেন্ট (OHE) রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণ রেলওয়ে ব্যবস্থার নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে! এর ফলে বেশ কিছু ট্রেনের সময় বদল করা হল! এবং বাতিল করা হয়েছে আরও কিছু ট্রেন! আগামীকাল অর্থাৎ রবিবার প্রায় দশ জোড়া ট্রেন বাতিল করা হল হাওড়া থেকে!

রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে হাওড়া বিভাগের খানা-গুমানি ও ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া বিভাগে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে! আর এই কাজের জন্য সকাল ১০:৪৫ থেকে  সন্ধে ১৮:৩০ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হবে রবিবার।

 রবিবার ট্রেন চলাচলে নিম্নরূপ ব্যবস্থা করা হয়েছে:

০২-০৬-২০২৪(রবিবার) EMU লোকাল বাতিল:
ব্যান্ডেল থেকে:  ৩৭৭৪৯, এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ ট্রেন বাতিল! রবিবার এই ট্রেন চলবে না

আরও পড়ুন: শামুকের লালা থেকে তৈরি স্নেইল মিউসিন, বদলে দেবে ত্বক! মাত্র সাত দিনে পাবেন গ্লাস স্কিন! জানুন বিস্তারিত

রবিবার যে সব ট্রেনের সময় বদল:

 ০৩০৭৬ আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশাল আজিমগঞ্জ থেকে ১৮:০০ টায় ছাড়বে।  এই ট্রেনটি ছাড়ার সময় ছিল ১৬:৪০ মিনিটে!

১২৩৩৮ বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১৩:১০ মিনিটে ছাড়ার কথা ছিল। পরিবর্তে এই ট্রেন  ১৩:৩০ মিনিটে বোলপুর থেকে ছাড়বে ছাড়বে।

তাছাড়া, রবিবার তারিখে  ৩৭৯১৭ হাওড়া – কাটোয়া লোকাল ৩০ মিনিটের দেরিতে ছাড়বে, সময় নিয়ন্ত্রণ করা হবে এই ট্রেনের!

উল্লেখ্য যে, ব্লকের কাজ শুরুর আগে শেষ ট্রেন ছাড়া হবে  ২২৫১২, এবং ব্লকের কাজ শেষ হওয়ার পর প্রথম ট্রেনটি  ০৩০৯০ ছাড়া হবে। ব্লকের কাজ চলাকালীন ৯ জোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকালের ১ জোড়া বাতিল থাকবে।

রাকেশ মাইতি